কোরআন যে কারণে মিথ্যা হতেই পারে না | কোরআন ও মনোবিজ্ঞান | (পর্ব- ২৬)

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @MamunKhan-px2vb
    @MamunKhan-px2vb Рік тому +431

    কোরআন সম্পর্কে এরকম সুন্দর আলোচনা করার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন

    • @AshrafulAlam-dy6mg
      @AshrafulAlam-dy6mg Рік тому

      সবাই এই ভিডিওর এই গাণিতিক দাবি/compistion থেকে সতর্ক থাকবেন।
      ইয়াহিয়া এখানে ভিডিওর ৩ মিনিট থেকে ১২ মিনিটে যেসব কথাটা দাবি করেছেন, তা সব নিজেকে নবী দাবি করা ভন্ড নবী ডাঃ রাশাদ খলিফার মিথ্যা দাবি।
      বিস্তারিত গুগলে/ইউটিউবে ডাঃ রাশাদ খলিফা সার্চ দিলেই জেনে যাবেন।
      সবাই বিস্তারিত জেনে সতর্ক হোন
      ডাঃ রাশাদ খলিফা er sei vondamir sort description ekane-
      en.wikipedia.org/wiki/Rashad_Khalifa

    • @AbcXyz-ek6re
      @AbcXyz-ek6re Рік тому

      যাদের মাতৃভাষা আরবি শুধু তাদের জন্য কোরান নাজিল হয়েছে। সুরা ইব্রাহিম আয়াত নাম্বার ৪ দেখুন। আর যারা এই আয়াত জানার পরেও ইসলাম ধর্মে থাকবে তারা মুলত কোরানের এই আয়াতকে অস্বিকার করল। আর কোরানের কোন আয়াতকে অস্বীকার করলে সে তো মুরতাদ হয়ে যায়। পারলে ব্যখ্যা দিন।

    • @mderfan3701
      @mderfan3701 Рік тому +1

    • @wazedali510
      @wazedali510 Рік тому +2

      ল্যাওড়া সুন্দর

    • @RishiFactsOfficial
      @RishiFactsOfficial Рік тому

      Amin

  • @BadshaDr
    @BadshaDr Рік тому +18

    কোরআন নিয়ে অতীত থেকে বর্তমান সময়ের শিক্ষা মুলক আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই আললাহ আপনার অনেক হায়াত দরাজ করুক আমিন।

  • @triflerone1
    @triflerone1 Рік тому +139

    আসুবহানাল্লাহ। আমি মোটামুটি সারা কোরআন অর্থসহ অসংখ্যবার শুনেছি।

    • @manobik
      @manobik Рік тому

      বাসার সবাইকে নিয়ে আরেকটু পড়ুন কোরআন 66 :1-5 ua-cam.com/video/DpQu6eCqObA/v-deo.html

    • @aziziyanadnan
      @aziziyanadnan Рік тому +3

      *সুবহানআল্লাহ

    • @tuhinimran-fe9rt
      @tuhinimran-fe9rt Рік тому +2

      Kono app theka na youtube thaka bhai.

    • @reazulislam5387
      @reazulislam5387 Рік тому

      Kokhono nije porenni? Keno?

    • @tit-bits6197
      @tit-bits6197 Рік тому

      কোরআনকে চ্যালেঞ্জ করে কোরআনের মত আরেকটি বই এখন পর্যন্ত কেন লেখা হয় নাই অথবা কেনই বা কেউ লেখার চেষ্টা করে নাই, এই প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিস সহ একাধিক জায়গায় বলা আছে। একথা পরিষ্কারভাবে লেখা আছে যে - হে মুমিনগণ, যারাই কোরআন, আল্লাহ অথবা রসূলের বিরোধিতা বা সমালোচনা করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তাদেরকে হত্যা করো। পৃথিবীর আর কোনো ধর্মে এই ধরনের আদেশ নেই। বিভিন্ন ইসলামিক রাষ্ট্রে ধর্মনিন্দা বা blasphemyর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। কোরআন এবং বিভিন্ন হাদিসে অবাধ যৌনতা, হিংস্রতা এবং অন্য ধর্মের প্রতি অসহনশীলতা দেখে লক্ষ লক্ষ মুসলমান ইসলাম ছেড়ে দিয়েছে। এর মধ্যে অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এক্স মুসলিম চ্যানেল খুলে ইসলামের বিরোধিতা করছে। কিন্তু মৃত্যুভয়ে কেউই প্রকাশ্যে আসছেন না এমনকি তাদের চেহারাও দেখাচ্ছেন না। বেশিরভাগ মুসলমানরাই কোরআনে বা হাদিসে কি লেখা আছে তা জানার বা বোঝার চেষ্টা করে না। মৌলানা মৌলবীরা যা বোঝাই সেটাই তারা বুঝে নেয়। এই মৌলানা মৌলভীরা মিষ্টি মিষ্টি কথা বলে, জান্নাতের লোভ দেখিয়ে এবং জাহান্নামের ভয় দেখিয়ে অজ্ঞ-মূর্খ মানুষের মন জয় করে নেয়। বেশিরভাগ মানুষই নিজেদের প্রচেষ্টায় তদন্ত করে দেখেনা যে এই মৌলানা মৌলভীরা যা বলছে সেটা কি সত্য নাকি মিথ্যা।

  • @BrokenHeart-nt8dy
    @BrokenHeart-nt8dy Рік тому +122

    আপনার কথা শুনে কুরআনের প্রতি, আল্লাহর প্রতি আরো বিশ্বাস বেড়ে গেলো

    • @dodobangladesh
      @dodobangladesh Рік тому

      trust kom cilo naki ?

    • @1995aburayhan
      @1995aburayhan Рік тому +4

      #বিশ্বাস তো ছিলোই বরং ঈমান ১০০% বেড়ে গেলো।।তাইনা?

    • @zulfikarbabu3575
      @zulfikarbabu3575 Рік тому

      vai apni ajk Allahr kase khoma cheye niben. bcz apanr sondeho silo. amr kono sondeho nai.

  • @Nature-kv6kt
    @Nature-kv6kt Рік тому +1228

    একজন সাইকোলজিস্ট যখন কোরআন ধর্ম আল্লাহ তায়ালার শ্রেষ্টত্বের বিষয়ে আত্নবিশ্বাসের জোর দিয়ে কথা বলে তখন নিজের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায় ❤️

    • @sheikhsajid11
      @sheikhsajid11 Рік тому +24

      তখন সে আল্লাহর কাছাকাছি চলে যায়। মানে বিশ্বাসের কাছাকাছি।

    • @নষ্টচোদাবাঘিনী
      @নষ্টচোদাবাঘিনী Рік тому +36

      একজন সাইকোলজিস্ট যখন সাইন্টিফিক মেথড বাদ দিয়ে কোরআন ধর্ম আল্লাহ তায়ালার শ্রেষ্টত্বের বিষয়ে আত্নবিশ্বাসের জোর দিয়ে কথা বলে তখন সে আর সাইকোলজিস্ট থাকে না, Holistic Healer এ রূপান্তরিত হয়।

    • @lailasiddiqua3572
      @lailasiddiqua3572 Рік тому +6

      Mashallah

    • @rabetazim9028
      @rabetazim9028 Рік тому +6

      ​@@sheikhsajid11
      No

    • @SunnySunny-hz8ze
      @SunnySunny-hz8ze Рік тому

      If you want to know wonderful scientific interpretation of Quran by a western npn Muslim scholar ,then read book The BibleThe Quran and Science by Dr Maurice Bucaille of France . It is a master piece. Anti Quran people have no answer.

  • @onezerone101
    @onezerone101 Рік тому +16

    এই ভিডিও টা আমি ফেসবুকে সব দেখেছি । আসলে এতো বিস্তারিত ভাবে আর এত সূক্ষ্ম ভাবে আলোচনা করেছে , যাতে অন্য ধর্মের যেকোনো লোককে বিশ্বাস করতে হবে যে কোরআন আল্লাহর থেকে প্রেরিত!

  • @najm.hossain
    @najm.hossain Рік тому +58

    ইসলামের এই মূল ভিত্তিগুলো নিয়ে মানুষের মনে যেসব প্রশ্ন জাগে বা বিজ্ঞান ও মানুষের দ্বারা জাগিয়ে দেয়া হয়, ঐ সব বিষয় নিয়ে এমন যুক্তি খন্ড মূলক আরো ভিডিও চাই ভাইয়া। ধন্যবাদ

    • @abdvhul5335
      @abdvhul5335 Рік тому

      Lm

    • @sohojesekha1
      @sohojesekha1 Рік тому

      Oi upay nei vai.uni aki bok bok korte parbe.karon tar jukti gula khubi hassokor

    • @ColourfulStory5226
      @ColourfulStory5226 Рік тому

      ​@@sohojesekha1বালপাকনা

  • @abdus_sahid
    @abdus_sahid Рік тому +18

    আল্লাহ আপনাকে ইসলামের প্রতি কবুল করেছেন এবং আল্লাহ কুরআনের জ্ঞান দিয়েছেন আলহামদুলিল্লাহ

  • @zannatulnayem681
    @zannatulnayem681 Рік тому +31

    আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। যাতে সামনে আমরা আরো এমন লেকচার পেতে পারি। আল্লাহ আপনাকে সাদাকায়ে জারিয়ার সওয়ব দান করুন

  • @ImamHasan-ft3iv
    @ImamHasan-ft3iv Рік тому +13

    আলহামদুলিল্লাহ আমরা মুসলিম হিসাবে গর্বিত এবং আল্লাহ আমাদের পরিপূর্ণ মুমিন-মুমিনা হতে তৌফিক দান করুক।

  • @tazkiavoice
    @tazkiavoice Рік тому +33

    আলহামদুলিল্লাহ বেশ প্রজ্ঞাপূর্ণ একটা আলোচনা। পুরো রমজানে আপনার এই শ্রমটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে❤

  • @farzanamukta190
    @farzanamukta190 Рік тому +6

    অসংখ্যবার গা কাঁটা দিয়ে উঠলো!!!
    অসংখ্য চোখের পানি ঝরে পড়লো রব্বের প্রসংশায় ❤❤❤
    May Almighty grant u best reward in this dunia & hereafter ❤❤❤

  • @sumon2840
    @sumon2840 Рік тому +6

    মাশাআল্লাহ আল্লাহ আকবার। এমন সুন্দর করে যদি সবাই বুজাতো মানুষ সহজে বুজতে পারতো আল্লাহ সবাই কে ইসলামের পথে কবুল করুক আমিন

  • @shaadibnakabir6193
    @shaadibnakabir6193 Рік тому +7

    অসাধারণ আলোচনা!! কোরআনের এই বৃত্তাকার কাঠামোর ব্যাপারে প্রথম জেনে ছিলাম নোমান আলি খানের লেকচার থেকে।উনি আমার একজন প্রিয় মানুষ।আজ আপনার থেকে এই টপিকের ওপরে আলোচনা শুনে অনেক ভালো লাগলো। শুনতে খুব ভালো লাগতেছিলো আবার এইটা ভেবে খারাপ লাগতেছিলো এই বুঝি লেকচারটা শেষ হয়ে গেলো।আমি চাইতেছিলাম লেকচারটা যেন শেষ না হয়।আমি আপনার আলোচনা প্রায়ই শুনি।আলোচনাগুলো অনেক ভালোলাগে।আপনিও আমার একজন পছন্দের মানুষ।দুয়া করি আল্লাহ আপনাদের মত মানুষের মাধ্যমে তার দ্বিনের অনেক খেদমত করান।আমিন

  • @imtiazalam8586
    @imtiazalam8586 Рік тому +65

    আল্লাহ সুবাহানল্লাহ ইয়াহিয়া আমিন স্যার কে ইসলামের দ্বায়ী হিসেবে কবুল করুক।আমিন❤

  • @md.kaosaruzzaman714
    @md.kaosaruzzaman714 Рік тому +6

    সুবহানাল্লাহ, অপরুপ বর্ণনা... আল্লাহ আপনাকে আরও অনেক জ্ঞান দান করুন এবং নাস্তিকদের কে ইসলামের শিক্ষা দেওয়ার সুযোগ করে দিক।

  • @rumanazerin5358
    @rumanazerin5358 Рік тому +5

    অনেক অনেক দোয়া আপনার জন্য। আমার ধারণা ছিল পৃথিবী তে সব মানুষ ই অনেক স্বার্থপর। আপনাকে দেখে ধারণা change হয়েছে।

  • @msamedia4440
    @msamedia4440 Рік тому +2

    মাশা-আল্লাহ, খুবই সুন্দর আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আপনাকে নেক হায়াত দান করুন, আ-মিন।

  • @naimurrahman2006
    @naimurrahman2006 Рік тому +29

    ভিডিও টা দেখে ইমান আরো বেড়ে গেলো ❤
    আল্লাহ মহান। আল্লাহ আপনার ভালোবাসা আমার অন্তরে সৃষ্টি করে দেন❤

  • @Md.AshrafulAlomJanif
    @Md.AshrafulAlomJanif Рік тому +10

    মাশা আল্লাহ,,,
    কোরআন বিষয়ে এত সুন্দর বিশ্লেষণধর্মী পর্যালোচনা,,,,
    বিভিন্ন দিক দিয়ে বোঝানো,,,
    এরকম ভিডিও আমি খুব কমই দেখেছি,,,,
    আমার জীবনে দেখা অন্যতম সেরা ভিডিও এটি,,,,
    আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিক,,,,

  • @IamDr.Kushal
    @IamDr.Kushal Рік тому +17

    Good one ma sha allah

  • @faizanins5005
    @faizanins5005 Рік тому +217

    Please make a video on this topic 'রমজান এর পরে কিভাবে খারাপ কাজ থেকে দূরে থাকা যায় ' badly needed... your videos help me a lot in practicing Islam 💚

    • @AHR1990
      @AHR1990 Рік тому +11

      আঊযুবিল্লাহ্'র সহিত নিয়মিত তাফসীর সহ কুরআন পড়ুন।

    • @MehfuzBappi
      @MehfuzBappi Рік тому +2

      Sir, apni kothay bosen? Ami apnar kase ektu jete chai,niekei ektu dekhabo, ami Nilphamari theke bolsi

    • @bd2024s
      @bd2024s Рік тому +4

      ❤❤

    • @biscuitff7330
      @biscuitff7330 Рік тому

      You know what you should do,to stay away from sin.
      You just dont try.
      Cause you are lazy my frined.

    • @exit196
      @exit196 Рік тому

      ​@@MehfuzBappi Unar videor description a dekhen. Shob info dewa ache

  • @md.alisarder5142
    @md.alisarder5142 Рік тому +92

    আলহামদুলিল্লাহ এই ভিডিও দেখার আগেও ১০০% কনফার্ম ছিলাম কুরআন আল্লাহর লেখা ।দেখার পরেও ১০০% বিশ্বাস করি কুরআন আল্লাহরই লিখা বানি। তবে ভিডিও দেখে অনেক কিছু শিখলাম যেটা আগে জানতাম না। একমত কিনা আপনারা??

    • @AbcXyz-ek6re
      @AbcXyz-ek6re Рік тому

      যাদের মাতৃভাষা আরবি শুধু তাদের জন্য কোরান নাজিল হয়েছে। সুরা ইব্রাহিম আয়াত নাম্বার ৪ দেখুন। আর যারা এই আয়াত জানার পরেও ইসলাম ধর্মে থাকবে তারা মুলত কোরানের এই আয়াতকে অস্বিকার করল। আর কোরানের কোন আয়াতকে অস্বীকার করলে সে তো মুরতাদ হয়ে যায়। পারলে ব্যখ্যা দিন।

    • @sharifnishathussain5000
      @sharifnishathussain5000 Рік тому

      কূরআন আল্লাহর বাণী যা জিবরিল আমিন আঃ বহন করে এনে নবী মুহাম্মদ সাঃ এর মস্তিষ্কে বসিয়ে দেন যেটি আল্লাহর নির্দেশিত ওয়াহী। লেখালেখির বিষয় ছিল না। সব শ্রবণ ও মস্তিষ্কে ধারণ অর্থাৎ মুখস্ত করে ফেলা।
      পরে হযরত উসমান রাঃ সঙ্কলন করেন।

    • @suraj_home
      @suraj_home Рік тому +2

      একটা আয়াত বলুন যেটা অলৌকিক মনে হয় 😂

    • @mujibultanim
      @mujibultanim Рік тому +8

      @@suraj_home প্রিয় হিন্দু ভাই, মনে হয় না আপনি ভিডিও টি পুরোপুরি শোনেছেন ভিডিও তে এতো এতো আয়াত উল্লেখ করেছেন আমিন স্যার তার পরেও আপনি শুধু একটা আয়াত খোজতেছেন। শুধু তর্ক করার জন্য শুনলে আপনাকে যাই দেখানো/বলা হোক না কেন শুধু সময়ের অপচয় হবে।

    • @mdgulamrahmanhridoy6515
      @mdgulamrahmanhridoy6515 Рік тому

      @@suraj_home তুমি হুজুগে না হয়ে পুরোপুরি দেখো, শুনো ভিডিওটা। তোমার থেকে অনেক বড় বড় বিধর্মী কাফেররাও পারে নি কুরআনকে চ্যালেঞ্জ করতে, আর তুমি কি 😹।

  • @myphone4427
    @myphone4427 Рік тому +6

    দুঃখ যে মুসলমান হয়েও এইসব আগে জানতাম না।
    ধন্যবাদ আপনাকে।
    আরো নতুন জিনিস শিখান আমাদের জেনারেশন কে।

  • @sakiburrahman6146
    @sakiburrahman6146 Рік тому +20

    Mashaallah tabarakallah brother Yahia Amin. Couldn't feel that when time passed. That was amazing. We want this type of videos about Quran more. Please continue this. Thank you.

  • @theservant.
    @theservant. Рік тому +9

    Mash'Allah
    Just WOW explanation of Al Quran in this short time 😮 loved it

  • @jamilakajol5840
    @jamilakajol5840 Рік тому +1

    স্যালুট ডক্টর ইয়াহিয়া। আল্লাহ আপনাকে উত্তম প্রতি দান দানকরুন। কোরানের জন্য সময় দিচ্ছেন /কথা বলছেন। শুকরিয়া -শুকরিয়া।

  • @md.masudulalam7879
    @md.masudulalam7879 Рік тому +13

    আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করে দিন !!

  • @MdIbrahimkhalil-hg2gy
    @MdIbrahimkhalil-hg2gy Рік тому +10

    আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআ'লা আপনার জ্ঞানের সমৃদ্ধি দান করুক, এতো সুন্দর ভাবে গুছিয়ে যেভাবে কোরআন সত্য এ বিষয়টা আমাদের বুঝিয়েছেন এতে আমাদের ধর্ম চর্চাতে আরও বেশি মনোযোগী হতে সাহায্য করবে।❤😊

  • @sayeedabdulhakeem9588
    @sayeedabdulhakeem9588 Рік тому +3

    আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, ইয়াহিয়া ভাই, আল্লাহ আপনাকে আরো বেশি সুন্দর ভাবে বুঝার তৌফিক দান করুন | আমিন l

  • @khoka_sro6621
    @khoka_sro6621 Рік тому +1

    আল কুরআন এবং রাসুলুল্লাহ সাঃ এর বলে যাওয়া হাদিসগুলোর বৈজ্ঞানিক গবেষণা ও এ যুগের বিজ্ঞানীদের পাওয়া তথ্যসমূহ ও বিশ্লেষন মিলে যাওয়া সকল তথ্যগুলো এতো সুন্দর করে সুস্পষ্ট শব্দচয়ণের মাধ্যমে বিশ্লেষণ করার জন্য আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আল্লাহ পাক আপনাকে সুস্বাস্থ্যে ও নেক হায়াত দান করুক, আমিন।

  • @alamabdul7840
    @alamabdul7840 Рік тому +5

    আসসালামু আলাইকুম স্যার আলহামদুলিল্লাহ অনেক গঠন মুলুক আলোচনা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল স্যার মানুষ যেন শিরক করা থেকে বিরত থাকতে পারে সেই বিষয় আপনার কাছে একটা ভিডিও আশা করি অনেক অনেক ধন্যবাদ

  • @PrantosView0306
    @PrantosView0306 Рік тому +1

    অনেক সুন্দর আলোচনা!
    ইমান সক্রিয় রাখতে এমন আলোচনা খুব প্রয়োজন প্রিয় ভাই🤍

  • @abdulkuddus561
    @abdulkuddus561 Рік тому +6

    আল্লাহ আপনাকে উওম প্রতিদান দিক।আমিন।

  • @shamimakter9900
    @shamimakter9900 Рік тому +2

    আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো, এতো দিন ইসকিপ করে আমার ভালো লাগার ভিডিও গুলো দেখতাম। আজ থেকে আপনার মুখে কোরয়ান কে নিয়ে যা বললেন আমার খুব ভালো লাগেছে আরও শুনবো ইনশাআল্লাহ।

  • @fatemazohora8315
    @fatemazohora8315 Рік тому +27

    Please bring Ustadh Nouman Ali Khan at your podcast. It's a dream to see both of you together.

    • @ayeshahaque25
      @ayeshahaque25 Рік тому

      Mine, too.
      It will be an awesome podcast

  • @M.NazimUddin
    @M.NazimUddin Рік тому +1

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর, আল্লাহ আপনার হায়াত দরাজ করুন। জাজাকাল্লাহ খাইরান।

  • @s.m.shahriarrahmansadik9906
    @s.m.shahriarrahmansadik9906 Рік тому +8

    Ma Sha Allah ❤
    May Allah grant you in Jannatul Firdaus Al'ala

  • @jahangirkabir2941
    @jahangirkabir2941 Рік тому +1

    আলহামদুলিল্লাহ ধন্যবাদ আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুন, আমিন,ছুম্মা আমিন।

  • @kashemmondal3306
    @kashemmondal3306 Рік тому +4

    কোরআন নিয়ে এমন সুন্দর আলোচনা এর আগে কখনো শুনিনি। অনেক ধন্যবাদ জানাই।

  • @MrAsif-od7lm
    @MrAsif-od7lm Рік тому

    আপনি একজন অসাধারণ বুদ্ধিমান ব্যাক্তি।এই ভিডিওর তাৎপর্য সম্পর্কে আমার ভাষা হারিয়ে ফেলেছি।

  • @shaheenakhter237
    @shaheenakhter237 Рік тому +4

    আল্লাহর কথা , কোরানের আয়াত নিয়ে এতো সুন্দর ভাবে বিশ্লেষণ করার জন্য অনেক ধন্যবাদ।

  • @stockrev
    @stockrev Рік тому +1

    সুবহানাল্লাহ।। আল্লাহতাআলা আপনার নলেজ আরও বাড়িয়ে দিন।। আমীন।।

  • @koli2893
    @koli2893 Рік тому +31

    Assalamualaikum Bhai, in one word, this conversation is just fascinating!! Hope this deeply thought-provoking explanation about Quran would make us, the Muslims, to think critically about the spiritual essence and the value of this GREAT book In Shaa Allah🤲

    • @s.i6177
      @s.i6177 Рік тому

      ওয়া আলাইকুমুস্ সালা-ম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারকা-তুহ।

  • @arafamahmood
    @arafamahmood Рік тому +12

    So I am one of those kind of muslim who is not satified or convienced with the conventional approach. I dont know whether my thinking is wrong or right (only Allah knows) but I like to think logically, I want to find answers that makes sense. There are many ways one can put a mark in this world as a muslim, doesnt always have to be the same, ordinary lectures we have heard from generations by generation. I deeply thank Dr Yahia for making these wonderful videos, you talk about islam from today's generation point of view and my sould find peace.May Allah bless you.

    • @zariftahmid9854
      @zariftahmid9854 Рік тому

      Leave it, prob solved. Atheism is the most logical belief in this world

    • @yeasirarafatbadhon9009
      @yeasirarafatbadhon9009 Рік тому +1

      ​@@zariftahmid9854 logical ? 🙂
      Can you please explain how did the whole universe come to existence ?

    • @zariftahmid9854
      @zariftahmid9854 Рік тому

      @@yeasirarafatbadhon9009 Big bang.

    • @yeasirarafatbadhon9009
      @yeasirarafatbadhon9009 Рік тому

      @@zariftahmid9854 Excellent 😊 . It seems that you are an educated guy . Now please could you mention the year when this theory was proposed for the very 1st time ??

    • @zariftahmid9854
      @zariftahmid9854 Рік тому +1

      @@yeasirarafatbadhon9009 Maybe in 1932 by Georges, he was a cosmologist

  • @golamjilani7978
    @golamjilani7978 Рік тому +4

    স্যার,কোরআনের বিশেষত্ব নিয়ে আরো কিছু আলোচনা উপহার দেওয়ার অনুরুদ রইল।কারন এতে ইমানি শক্তি বৃদ্ধি, কোরান পড়া ও জানার আগ্রহ সৃষ্টি হয়।

  • @maramasadbabui5499
    @maramasadbabui5499 Рік тому +1

    Assalamuwalikum!! Apni Nouman Ali Khan er ai bishoyer lecture er bangla presentation khub valo vabe uposthapon koresen... onek Bangladeshi, jara hoyto Nouman Ali khaner lecture ta shune nai, tader upokar hobe bole asha kori Inshallah!!! Thank you!!

  • @withmemahbd8836
    @withmemahbd8836 Рік тому +27

    শুধু সূরা বাকারাতেই না , সূরা ফাতিহার ক্ষেতেও লক্ষ্য করলে দেখা যাবে এমন । উল্টো নির্নয় এবং পড়ো এর সিরিজ গুলো থেকে এগুলো আমি শিখেছিলাম আল্ হামদুলিল্লাহ।ধন্যবাদ স্যার আপনার সব ভিডিও গুলোই দেখার চেষ্টা করি।
    আল্লাহ আপনাকে উওম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ

    • @begumshahedara9603
      @begumshahedara9603 Рік тому

      Ayatul Kursi o same.

    • @shimulshimul7931
      @shimulshimul7931 Рік тому

      Kothay pabo series gula?

    • @begumshahedara9603
      @begumshahedara9603 Рік тому +1

      @@shimulshimul7931 apni Norman Ali Khan er divine speech of Quran series sunte paren .

    • @shimulshimul7931
      @shimulshimul7931 Рік тому

      @@begumshahedara9603 Tnx sis

    • @AshrafulAlam-dy6mg
      @AshrafulAlam-dy6mg Рік тому

      সবাই এই ভিডিওর এই গাণিতিক দাবি/compistion থেকে সতর্ক থাকবেন।
      ইয়াহিয়া এখানে ভিডিওর ৩ মিনিট থেকে ১২ মিনিটে যেসব কথাটা দাবি করেছেন, তা সব নিজেকে নবী দাবি করা ভন্ড নবী ডাঃ রাশাদ খলিফার মিথ্যা দাবি।
      বিস্তারিত গুগলে/ইউটিউবে ডাঃ রাশাদ খলিফা সার্চ দিলেই জেনে যাবেন।
      সবাই বিস্তারিত জেনে সতর্ক হোন
      ডাঃ রাশাদ খলিফা er sei vondamir sort description ekane-
      en.wikipedia.org/wiki/Rashad_Khalifa

  • @darularqamtv8573
    @darularqamtv8573 Рік тому +1

    আলহামদুলিল্লাহ হে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি আপনাকে ভালোবাসি ❤️❤️❤️

  • @lokkoektai7029
    @lokkoektai7029 Рік тому +28

    Recommended podcast list
    29:04 what is truth podcast
    31:30 Intelligence podcast

  • @jahedsk3810
    @jahedsk3810 Рік тому +2

    Sir আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনার মতো একজন জ্ঞ‌‌‌‌৷নী এবং আদশবান মানুষ হয়ে উঠতে পারি। হে আমার রব তুমি আমাকে ও আমার সকল ভাইদেরকে সঠিক পথে পরিচালিত কর ,যে পথে চললে আপনি খুশি হবেন।😔😔😔😔😔😔

  • @ahmadmusa9249
    @ahmadmusa9249 Рік тому +6

    সুবহানাল্লাহ!! কি অসাধারণ একটি কন্টেন্ট!!

  • @zobayerahmad304
    @zobayerahmad304 Рік тому +1

    মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা, এভাবে কখনো ভেবে দেখিনি। ধন্যবাদ প্রিয় ❤️

  • @MD.Muktar-jz3rz
    @MD.Muktar-jz3rz Рік тому +4

    আল্লাহর কাছে সবি বর্তমান তাই তিনি সব জানেন আলহামদুলিল্লাহ

  • @alisafah2427
    @alisafah2427 Рік тому +10

    I randomly started listening to your Podcast and HONESTLY its sooo addictive. Listening to a psychiatrist who seems to be practicing and talks about theological topics in addition to mental health is soo educative! I keep listening to your podcasts while going for a walk, before sleeping, while working, ect... Please keep that quality up! Best wishes for you and your family :)

  • @kaziabdulkader4784
    @kaziabdulkader4784 Рік тому +4

    আল্লাহ্ সুবহানুতায়ালা আপনাকে উত্তম প্রতিদান দিক।

  • @GiasUddin-ib8fn
    @GiasUddin-ib8fn Рік тому

    প্রিয় ইয়াহিয়া,
    দোয়া করি আপনার কথায় আললাপাক হেদায়েতের বরকত দান করেন, চলার পথে একদিন আপনাকে ভালো লাগেনি বোলে জানিয়েছিলাম, কিন্তু আজকের আলোচনা ভক্তি সহকারে শুনলাম,
    এ জাতীয় গবেষণা মুলক বক্তব্য রাখলে আমরা মুসলিমরা উপকৃত হবো, আললা আপনার মংগল করুন।

  • @MonjurKhan-pw6uy
    @MonjurKhan-pw6uy Рік тому +7

    আপনি কে ভাই, আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম । এত দিন কেন পাই নাই আপনাকে ? মুসলিম উম্মার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য , মহান আল্লাহ্‌ আপনাকে যুগের পর যুগ বাঁচিয়ে রাখুন । আমিন । subscribe করতে বাধ্য হলাম ।

  • @AnwarHussain-ii1qk
    @AnwarHussain-ii1qk Рік тому +1

    মাশআল্লাহ, অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা।❤❤❤

  • @shahinahmed6691
    @shahinahmed6691 Рік тому +7

    সময়ের সুন্দর আলচনা সুন্দর কন্টেন্ট ❤️

  • @OmarFaruk-mc7pm
    @OmarFaruk-mc7pm Рік тому

    আপনার এই ভিডিও আমি আসাদ নুরকে পাছি,,,, আপনার কথা আমার মন ছুয়েগেছে যা আমি খুজতেছিলাম।মাশাল্লাহ ❤❤❤❤

  • @yahiaamin
    @yahiaamin  Рік тому +37

    Anyone who is interested to dive deep on this topic from scientific and philosophical point of view, I would recommend strongly watch this below 2 podcast to dig deep on my viewpoint
    1. ua-cam.com/video/17bzlWIGH3g/v-deo.html
    2. ua-cam.com/video/c-0PDmGeMxg/v-deo.html

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Рік тому

      কোরআনে প্রচুর পরস্পরবিরোধী আয়াত ও ভুলভাল্ তথ্যের আয়াত আছে। তাই নিঃসন্দেহে প্রমাণিত পরস্পরবিরোধী আয়াত ও ভুলভাল্ থাকা নিঃসন্দেহে প্রমাণিত কোরআনের আল্লাহ একজন মিথ্যাবাদী ভাঁওতাবাজ ভুয়া সৃষ্টিকর্তা মাত্র। আর ঠিক একই কারণে মোহাম্মদ একজন মিথ্যাবাদী ভণ্ড ভাঁওতাবাজ ভুয়া সৃষ্টিকর্তার ভুয়া নবী-রসূল। কোরআনে থাকা ভুলগুলোর কয়েকটি নীচে উল্লেখ করা হলো৷
      আল্লাহর মহাবিশ্বের সাত আসমানে সূর্য মাত্র একটা, এবং পৃথিবী/জমিন/গ্রহ মাত্র সাতটা, যা হাস্যকর রকমের ভুল তথ্য। বিজ্ঞান বলছে মহাবিশ্বে বিলিয়ন বিলিয়ন নক্ষত্র ও ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ আছে।
      ৬৭. সূরা আল-মূলক
      ১৪. যিনি সৃষ্টি করেছেন, তিনি কি করে যানবেন না? তিনি সূক্ষজ্ঞানী, সম্যক জ্ঞাত।
      ৭৮. সুরা আন্-নাবা
      ১২-১৩. নির্মাণ করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি।
      ২৫. সূরা আল-ফুরকান
      ৬১. কল্যাণময় তিনি, যিনি নভোমণ্ডলে রাশিচক্র সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র।
      কোরআনেই ৬৫ঃ১২ আয়াতে বলা আছে এক পৃথিবীর এক আকাশ, এমনিভাবে সাত পৃথিবীর প্রত্যেকটির একটা করে আকাশ, অর্থাৎ সাত পৃথিবীর সাত আকাশ। সহিহ হাদিস আছে মেরাজের রাতেও এমন সাত আসমানের প্রতি জমিনেই মোহাম্মদকে জিব্রাইল এক বা একাধিক নবীর সাথে সাক্ষাত করিয়েছিলো।
      ৬৫. সুরা আত্ব-ত্বালাক্ব
      ১‌২. আল্লাহ্ সপ্তাকাশ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও সেই পরিমাণে, এসবের মধ্যে তাঁর আদেশ অবতীর্ণ হয়, যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ্ সর্বশক্তিমান এবং সবকিছু তাঁর গোচরীভূত।
      কোরআনের ৬৭ঃ০৫ আয়াত অনুযায়ী পৃথিবীর পৃষ্ঠ থেকে ৭৫-১২০ কিলোমিটার উপরে যেখানে আমরা উল্কাপাত দেখি সেখানটা হলো আল্লাহর মহাবিশ্বের সাত আসমানের সর্বনিম্ন আসমান বা ১ম আসমান (কোরআন-৬৭ঃ০৩-০৫)। সেই হিসেবে ১২০ কিলোমিটার × ৭ আসমান = ৮৪০ কিলোমিটার উপরে আল্লাহর আরশ। বঙ্গবন্ধু-১ স্যাটালাইট ভূপৃষ্ঠ থেকে ৩৬ হাজার কিলোমিটার উপরে আল্লাহর আরশের প্রায় ৩৫ হাজার কিলোমিটার উপরে অবস্থান করছে। সুতরাং অমন শতশত স্যাটালাইটের নীচে আল্লাহর আরশ।
      ৬৭. সুরা আল-মুল্‌ক
      ০৫. আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপমালা দ্বারা সুসজ্জত করেছি; সেগুলোকে শয়তানদের জন্যে ক্ষেপণাস্ত্রবৎ করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্যে জলন্ত অগ্নির শাস্তি।
      কোরআনের ০৩ঃ১৩৩ ও ১৭ঃ৪৪ আয়াত অনুযায়ী আল্লাহর মহাবিশ্বের এক প্রান্ত আল্লাহর আরশের নীচে সাত আসমানের সপ্তম আসমান ও অন্য প্রান্ত সাত আসমানের নীচের পৃথিবী, যা হাস্যকর রকমের ভুল তথ্য। সৌরজগতের পৃথিবীর একপাশে শুক্রগ্রহ, অন্যপাশে মঙ্গলগ্রহ। মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে পরিধির দিকে দুই-তৃতীয়াংশ দূরত্বে সূর্যের অবস্থান। অর্থাৎ পৃথিবী কখনোই মহাবিশ্বের কোনো প্রান্ত নয়। আসমান ও যমীন পরহেযগারদের জন্য তৈরী করা হয়ে থাকলে
      এগুলোর মধ্যে যাকিছু আছে সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে থাকলে দুনিয়ায় সবাই পরহেজগার, কোনো কাফের মুনাফিক মুশরিক বলে কেউ নাই।
      ০৩. সূরা আল্-ইমরান
      ১৩৩. তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও যমীন, যা তৈরী করা হয়েছে পরহেযগারদের জন্য।
      ১৭. সূরা বনী ইসরাঈল
      ৪৪. সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যাকিছু আছে সমস্ত কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। এবং এমন কিছু নেই যা তার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। ....
      (কমেন্টের বাকী অংশ নীচের কমেন্ট বক্সে)

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Рік тому

      (উপরের কমেন্টের বাকী অংশ)
      আল্লাহ বিশ্বাস করতো পৃথিবী সমতল, সূর্য পৃথিবীর উপর বিচরণ করে দিবা-রাত্র করে। সূর্য নির্দিষ্ট কাল বিচরণ করে সূর্যাস্তের পরে নির্দিষ্ট কাল বিশ্রাম নিয়ে পরের দিন সকালে উদয় হয়। সূর্যাস্তের পরে বাংলাদেশের রাতে আমেরিকার আকাশে সূর্য আলোকিত করে দিয়েই আল্লাহর ১৩ঃ০২, ৩১ঃ২৯ ও ৩৯ঃ০৫ আয়াত ভুল প্রমাণ হয়েছে। কারণ সূর্য কখনো নির্দিষ্ট সময়/কাল বিচরণ করেনা, একই গতিতে বিরামবিহীনভাবেই তার সৌরজগত নিয়ে গ্যালাক্টিক সেন্টারকে কেন্দ্র করে পরিক্রমণ করছে।
      আল্লাহ নাকি কোনো কিছু করার সিদ্ধান্ত নিয়ে হও বললেই তা হয়ে যায়। তাহলে তাকে পরিশ্রম করে পৃথিবীর উর্ধ্বদেশে স্তম্ভ ব্যতীত আকাশমণ্ডলীকে স্থাপন করার পরে তার আরশের উপর অধিষ্ঠিত হওয়া লাগলো কেনো?
      পৃথিবীতে দিবা-রাত্র হওয়ার কারণ সূর্যের বিচরণ নয়, পৃথিবীর আহ্নিক গতি, যা আল্লাহর জানা ছিলোনা বলেই দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করে বলেছে। রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করলে এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করলে পৃথিবীর কোথায়ও যখন দিন তখন সারা পৃথিবীতেই দিন থাকতো, আর রাতের বেলায় পৃথিবীর কোথায়ও যখন রাত তখন পৃথিবীর সর্বত্রই রাত থাকতো। সবসময় পৃথিবীর অর্ধাংশ দিন ও অর্ধাংশ রাত থাকতোনা। পৃথিবীর দিবা-রাত হয় পৃথিবীর তার অক্ষকে কেন্দ্র করে আবর্তনের কারণে তা আল্লাহর জানা ছিলোনা। সূর্য নির্দিষ্ট কাল বিচরণ করলে, দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করলে, সূর্যাস্তের পরে বাংলাদেশের রাতে আমেরিকার আকাশে সূর্য বিচরণ করে দিবা করে কীভাবে? অর্থাৎ কোরআনের ১৩ঃ০২, ৩১ঃ২৯ ও ৩৯ঃ০৫ আয়াতে ভুল তথ্য বলা হয়েছে।
      ১৩. সূরা রা'দ
      ০২. আল্লাহ, যিনি উর্ধ্বদেশে স্থাপন করেছেন আকাশমণ্ডলীকে স্তম্ভ ব্যতীত। তোমরা সেগুলো দেখ। অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন। এবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছেন। প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে। তিনি সকল বিষয় পরিচালনা করেন, নিদর্শনসমূহ প্রকাশ করেন, যাতে তোমরা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাত সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও।
      ৩১. সূরা লোকমান
      ২৯. তুমি কি দেখ না যে, আল্লাহ্ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন? তিনি চন্দ্র ও সূর্যকে কাজে নিয়োজিত করেছেন। প্রত্যেকেই নির্দিষ্টকাল পর্যন্ত পরিভ্রমণ করে। তুমি কি আরও দেখ না যে, তোমরা যা কর, আল্লাহ্ তার খবর রাখেন?
      ৩৯. সূরা আল-যুমার
      ০৫. তিনি আসমান ও যমীন সৃষ্টি করেছেন যথাযথভাবে। তিনি রাত্রিকে দিবস দ্বারা আচ্ছাদিত করেন এবং দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন এবং তিনি সূর্য ও চন্দ্রকে কাজে নিযুক্ত করেছেন। প্রত্যেকেই বিচরণ করে নির্দিষ্ট সময়কাল পর্যন্ত। জেনে রাখুন, তিনি পরাক্রমশালী।
      উপরে উল্লেখিত কোরআনের আয়াতগুলি নীচের লিঙ্কের কোরআন থেকে নেওয়া হয়েছে।
      কোরআনুল করীম।
      অনুবাদ ও সম্পাদনা : মাওলানা মুহিউদ্দীন খান।
      onushilon.org/corpus/trans/koran/koranind.htm

    • @bonggojbihonggo5436
      @bonggojbihonggo5436 Рік тому

      কোরআনে প্রচুর ভুল তথ্য ও পরস্পরবিরোধী আয়াত থাকায় নিঃসন্দেহে প্রমাণিত ইসলামের আল্লাহ একজন মিথ্যাবাদী ভাঁওতাবাজ ভুয়া সৃষ্টিকর্তা মাত্র।

  • @likhonmia6279
    @likhonmia6279 Рік тому

    Quran Allah Tala Bani tar Kotha aitah onno karo hote pare nah 💯🤍 aitah amader buja onek dorkar 🩵🤍 You are amazing person 💛

  • @atiqulislam4946
    @atiqulislam4946 Рік тому +102

    মূর্খ লোকের সমালোচনায় কান দিবেন না আপনি যা করছেন অনেক ভালো আয়াতুল কুরসির উপরে একটা এপিসোড চাই

    • @AshrafulAlam-dy6mg
      @AshrafulAlam-dy6mg Рік тому

      সবাই এই ভিডিওর এই গাণিতিক দাবি/compistion থেকে সতর্ক থাকবেন।
      ইয়াহিয়া এখানে ভিডিওর ৩ মিনিট থেকে ১২ মিনিটে যেসব কথাটা দাবি করেছেন, তা সব নিজেকে নবী দাবি করা ভন্ড নবী ডাঃ রাশাদ খলিফার মিথ্যা দাবি।
      বিস্তারিত গুগলে/ইউটিউবে ডাঃ রাশাদ খলিফা সার্চ দিলেই জেনে যাবেন।
      সবাই বিস্তারিত জেনে সতর্ক হোন
      ডাঃ রাশাদ খলিফা er sei vondamir sort description ekane-
      en.wikipedia.org/wiki/Rashad_Khalifa

    • @chyafrin
      @chyafrin Рік тому

      আল্লাহু,,লা,,,ইলাহা,,ইল্লাহুয়াল,,হায়্যুল
      খয়্যুম

  • @mahfujaandfatema8748
    @mahfujaandfatema8748 Рік тому +1

    মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা,মহান আল্লাহ পাক আপনার জ্ঞানে বারাকাহ দান করুন আমিন, ,,,

  • @nasimaakter8541
    @nasimaakter8541 Рік тому +3

    এত বিস্তারিত ব্যখ্যা কোন মোল্লাদের দ্বারা সম্ভব নয়,আমি আপনার বক্তব্য নিয়মিত শুনতে চাই।

    • @muhammadmahim1521
      @muhammadmahim1521 Рік тому +3

      সবার নিজ্বস ফিল্ড আছে, মোল্লারা আবার যা পারবে তা ইয়াহিয়া আমিন রা পারবে না, কাউকে ছোট করার কিছু নাই, সবাই নিজের ফিল্ডে ইসলাম প্রচার করুক।
      লক্ষ লক্ষ মোল্লারাই কোরআন কে মুখস্থ করে রাখছে, সেই হাফেজ দের মাধ্যমেই কোরআন সংরক্ষিত হচ্ছে।

    • @Aliyaa120
      @Aliyaa120 Рік тому

      Apni ekjon ke boro krte giye arekjon ke choto korsen!! Eta Islam er shikka noy. hoyti apnar familyr shikka hole hote pare😊

  • @ishikaahmed1987
    @ishikaahmed1987 Рік тому

    Thanks vaia...
    Protita lecture Mone hoy Allahr torof theke samne asse r Ami poth khuje Pai..

  • @OliaBinteKaium
    @OliaBinteKaium Рік тому +2

    Quran nd Science ❤❤❤...MashaAllah❤❤

  • @mohammedV4
    @mohammedV4 Рік тому

    ভাই আপনার মত কিছু একটা করার সখ ছিল। তবে আমার আগেই আপনি সেটা করে ফেলছেন। আপনার সফলতা কামনা করছি। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি।

  • @tusharvaiya857
    @tusharvaiya857 Рік тому +5

    emon video aro cai eigula amader eman ke aro bariye dei alhamdulillah

  • @kanaakther478
    @kanaakther478 Рік тому

    MashaAllah......Heart Touching discussion.....Allah Sir-key Hayatey Taiyeba daan korun Amin......

  • @al-amin1035
    @al-amin1035 Рік тому +4

    I have lost my words to express anything incredible explanation. Subhanallah. Quran is the 100% Truth.

  • @Mdobaidullah-y2z
    @Mdobaidullah-y2z Рік тому

    ভাইয়া আপনাকে আমার হাজার হাজারটা সালাম মহান আল্লাহ তায়াল আপনাকে নেক হায়াত দিক৷ আজ বড় একটা ফিতনা থেকে রক্ষা পেলাম আপনার ওছিলায় আল্লাহর দারা। আজকে এই ভিডিওটা না দেখলে হয়তো আমার ঈমানটা নষ্ট হতো সাথে জানিনা কতটা পাপ হতো। আল্লাহ আমাদের মাফ করুক। আপনার প্রতি অনেক ভালোবাসা রইল আল্লাহর জন্য। বুকে জরাইতে মন চাচ্ছে আপনাকে

  • @চ্যানেলতইয়িবাহ

    আপনাকে ডাঃকুশল এনেছিলো সাইকোলজিষ্ট করার জন্য আর আল্লাহ্ র পরিকল্পনা হয়ত কিছু ভিন্নই ছিল ! কেননা, তিনিই উত্তম পরিকল্পনাকারী !

    • @imtiazalam8586
      @imtiazalam8586 Рік тому +9

      আল্লাহ সুবাহানল্লাহ ইয়াহিয়া আমিন স্যার কে ইসলামের দ্বায়ী হিসেবে কবুল করুক।আমিন❤

    • @BokhtiarKholji-v1q
      @BokhtiarKholji-v1q Рік тому

      আফঘানিস্তান বানায় আমেরিকা না🐐🐐🐐

    • @TheABC24
      @TheABC24 Рік тому

      ডা: কুশল কিন্তু ভিন্ন টাইপের

    • @চ্যানেলতইয়িবাহ
      @চ্যানেলতইয়িবাহ Рік тому

      @@TheABC24 ভিন্ন টাইপের তো বটেই, উনি ডাক্তার কম ব্যবসায়ী বেশী !!!

  • @info.mahbubalam6333
    @info.mahbubalam6333 Рік тому

    আমার অন্তর টা জুরিয়ে গেছে লেকচার শুনে, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক।

  • @rafijoadder7295
    @rafijoadder7295 Рік тому +3

    ভাই আপনার কাছে আমার একটি অনুরোধ রইল "আমার জন্ম কিসের জন্য এবং আমার মৃত্যু কিসের জন্য " একটি ভিডিও

  • @md.nazrulislam5662
    @md.nazrulislam5662 Рік тому

    মাশাল্লাহ,
    আলহামদুলিল্লাহ,
    অনেক সুন্দর এবং বাস্তব ভিত্তিক আলোচনা।

  • @md.safayatnoor2026
    @md.safayatnoor2026 Рік тому +5

    Alhamdulillah for being born as a Muslim

  • @riyaz.bahadorpur.kasba.B
    @riyaz.bahadorpur.kasba.B Рік тому +2

    সুবহানাল্লাহ,, আমি আজ বুঝে না বুঝে।বিশ্বাস করি ৈজ্ঞানিক ব্যাখ্যা গুলি অথচ আল্লাহর কথা গুলো কেন বিশ্বাস করব না।??হে রব তুমি আমাকে আরও এমন ভিডিও শুনাইবে ।যা আমার কলিজা ঠান্ডা করে দেই।ভাইয়া আপনার জন্য দোয়া রইল।আল্লাহ আপনাকে অনেক বেশি শান্তিতে রাখুক।আমিন

  • @IrtezaMasud
    @IrtezaMasud Рік тому +4

    ❤❤ কি বানাইলেন ভাই! অস্থির।

  • @md.adnanarief2378
    @md.adnanarief2378 Рік тому

    আসসালামু আলাইকুম ভাই। অসাধারণ ভিডিও।আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দিন এই ভিডিওর জন্য যা দেখে আমার মতো অনেকের ঈমানটা আরো দৃঢ় হলো। সেই সাথে আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দিন। ❤

  • @alhamdulillah9052
    @alhamdulillah9052 Рік тому +19

    মানুষ কি মনে করে যে, ‘আমরা বিশ্বাস করি’ এ কথা বললেই ওদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? [১] আন কাবুত :২

  • @Rashed19975
    @Rashed19975 Рік тому

    Jazakallah khairan..khub shundor alochona ma sha allah..
    Allah apnake sushtho rakhuk❤️

  • @abbasuddin3732
    @abbasuddin3732 Рік тому +2

    সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়ো বিজ্ঞানি।

  • @আল্লাহআমাররব-স১ল

    ধন্যবাদ।।।আল্লাহ সুবহানাতায়ালা আপ্নাকে নেক হায়াত দান করুন আমিন।

  • @taniamahbub5768
    @taniamahbub5768 Рік тому +42

    স্যার আপনি দয়া করে কোর আন নিয়ে আল্লাহ কে নিয়ে, ইসলামের চোখে জীবন নিয়ে আলাদা সিরিজ বানান,রিসার্চ করেন আমাদের সাথে শেয়ার করেন। আমরাও উপকৃত হবো,আমরা কোরআনের মানুষ হতে চাই,আমাদের কে সাহায্য করুন ইনশাআল্লাহ আপনার অনেক রহমত দেবেন আল্লাহ। আমাদের ইমান মজবুত হবে কোরআন নিয়ে আরোও বিস্তারিত আলোচনা করলে।

    • @AshrafulAlam-dy6mg
      @AshrafulAlam-dy6mg Рік тому

      সবাই এই ভিডিওর এই গাণিতিক দাবি/compistion থেকে সতর্ক থাকবেন।
      ইয়াহিয়া এখানে ভিডিওর ৩ মিনিট থেকে ১২ মিনিটে যেসব কথাটা দাবি করেছেন, তা সব নিজেকে নবী দাবি করা ভন্ড নবী ডাঃ রাশাদ খলিফার মিথ্যা দাবি।
      বিস্তারিত গুগলে/ইউটিউবে ডাঃ রাশাদ খলিফা সার্চ দিলেই জেনে যাবেন।
      সবাই বিস্তারিত জেনে সতর্ক হোন
      ডাঃ রাশাদ খলিফা er sei vondamir sort description ekane-
      en.wikipedia.org/wiki/Rashad_Khalifa

    • @বাইরুলবাইরুলআলি
      @বাইরুলবাইরুলআলি Рік тому

      কোরআনে যুদ্ধ বন্দীনারীদের চুদার অনুমতি দেওয়া আছে।

  • @alexhellalmia6830
    @alexhellalmia6830 Рік тому +55

    আমি খুবই ভাগ্যবান আমি মুসলিম ❤️

    • @ramzan6949
      @ramzan6949 Рік тому +1

      জন্ম সূত্রে মুসলিম পরিবারে জন্ম হলেই ভালো মুসলিম হওয়া যায় না। আমরা বেশির ভাগ মুসলমান ই মনে করি মুসলমান হয়েছি মানে ই আমরা বেহেশতে চলে যাবো কিন্তু কুরআনের ভাষায় একজন ব্যাকতি যে নিজেকে পরিশুদ্ধ করতে পরেছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে হলো প্রকৃত মুসলমান ও সফলকাম । মুসলমান ঘরে জন্ম গ্রহন করা প্রাথমিক শেণিতে শিশুদের ভর্তি হওয়ার মতো যেখানে সবকিছু সবে মাএ শুরু । তাই চলুন আমরা ভালো মুসলিম হওয়ার চেষ্টা করি (চরমপন্থী নয় ) ।

    • @DoodleDoo
      @DoodleDoo Рік тому +1

      your opinion. everyone thinks same thing about their own religion.

    • @manobik
      @manobik Рік тому +4

      আমাজন জঙ্গলে যারা থাকে তাদের unlucky করে কে বানায়?

    • @masumbillah8630
      @masumbillah8630 Рік тому

      @@manobik এমন কোন সম্প্রদায় নেই যার কাছে আল্লাহ ইসলামের দাওয়াত পৌছে দেন নাই। ইউটিউব এবং গুগল করে দেখেন আমাজন জঙ্গলে কিভাবে ইসলাম প্রচার করা হচ্ছে।
      আপনার সৃষ্টিকর্তা কথা দিয়েছেন, শেষ বিচারের দিবসে বিচারকার্যে কার‌ও প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না।

    • @Ahsan105
      @Ahsan105 Рік тому

      @@manobik আমাজন জঙ্গলে যারা জন্ম হয়েছে তারা নাজাত পাবেনা ইসলাম অনুসারে এই প্রিজাম্পশনের উপরে আপনার আপত্তি ডিপেন্ড করে। এই প্রিজাম্পশন সত্যি না হলে আপনার এই পার্টিকুলার আপত্তি ভ্যালিড না।

  • @TravelBangladesh24
    @TravelBangladesh24 Рік тому

    মাশাল্লাহ আল কুরআনের সুন্দর একটি পর্যালোচনা ধন্যবাদ ইয়াহিয়া আমিন ভাই। ❤❤

  • @jihantajrin7306
    @jihantajrin7306 Рік тому +10

    Excellent explanation Sir. ..Ma Sha Allah. ..👍💞💐

  • @arsohag629
    @arsohag629 Рік тому

    "কেনো সবাই এতো বিশ্বাসী" এটার এক্সপ্লেনশন বেশী চমৎকার লাগছে ভাই❤

  • @marufislam4731
    @marufislam4731 Рік тому +4

    আলহামদুলিল্লাহ ❤

  • @ashrafulartacademy
    @ashrafulartacademy Рік тому

    Al hamdulillah jajakallahu khairan atyanto gyan gorvo alochona allah apnake aro gyan daan korun ameen

  • @evarahman109
    @evarahman109 Рік тому +3

    আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই❤❤❤

  • @rockychain3831
    @rockychain3831 Рік тому

    akta video dekhi preme pore gelam. ak kothai oshadharon oshadharon ❤❤❤

  • @innirayan2523
    @innirayan2523 Рік тому +128

    I can't really wait for the day when Nouman Ali khan will be a guest in one of your perspective podcast. If there is going to be a discussion about this composition.... It is going to be an episode full of goosebumps. I already had a lot while I was listening to this one. But still... Both of you guys are outstanding and I lost my words everytime...... at some point I find the coolness in my eyes though.

  • @fazlerabbi7591
    @fazlerabbi7591 Рік тому

    আপনার আলোচনা অনেক ভালো লাগে। আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি।

  • @mdjabedhosen6478
    @mdjabedhosen6478 Рік тому +5

    অসংখ্য ধন্যবাদ আপনাকে.. একটা অনুরোধ রইল প্রতি সপ্তাহে অন্তত একটা ভিডিও কুরআন মজিদ এর অলৌকিকতা।/সত্যতা নিয়ে এধরণের বিশ্লেষণ ধর্মী ভিডিও দিয়েন.। কারণ আমাদের হুজুর রা এভাবে ব্যাখ্যা করে না বলে আজ সমাজে নাস্তিকতার চর্চা বেড়ে যাচ্ছে

  • @shamsunnaherrita4677
    @shamsunnaherrita4677 Рік тому

    আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

  • @salimahmed7753
    @salimahmed7753 Рік тому +12

    আপনার জ্ঞান গভীরতা অসাধারণ

    • @AshrafulAlam-dy6mg
      @AshrafulAlam-dy6mg Рік тому

      সবাই এই ভিডিওর এই গাণিতিক দাবি/compistion থেকে সতর্ক থাকবেন।
      ইয়াহিয়া এখানে ভিডিওর ৩ মিনিট থেকে ১২ মিনিটে যেসব কথাটা দাবি করেছেন, তা সব নিজেকে নবী দাবি করা ভন্ড নবী ডাঃ রাশাদ খলিফার মিথ্যা দাবি।
      বিস্তারিত গুগলে/ইউটিউবে ডাঃ রাশাদ খলিফা সার্চ দিলেই জেনে যাবেন।
      সবাই বিস্তারিত জেনে সতর্ক হোন
      ডাঃ রাশাদ খলিফা er sei vondamir sort description ekane-
      en.wikipedia.org/wiki/Rashad_Khalifa

  • @h.mkamrul7602
    @h.mkamrul7602 Рік тому

    Really am very proud because of Muslim❤ from my heart Quran.amin