জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ কিভাবে আদায় করবেন? অধিগ্রহণ ও হুকুমদখল আইন।। সহজ আইন।।

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • প্রিয় দর্শক
    এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি জমি অধিগ্রহণ ক্ষতিপূরণের টাকা কিভাবে আদায় করবেন?
    বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ আর উন্নয়নশীল দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে সরকারকে বিভিন্ন সময়ে জনস্বার্থে এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে শিল্প-কারখানা, বিদ্যুৎকেন্দ্র, রেলপথ, সড়ক বা সেতুর প্রবেশপথ বা এ জাতীয় অন্য কিছুর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে জমি অধিগ্রহণ করতে হয়। বর্তমানে বাংলাদেশে শতাধিক উন্নয়নশীল প্রকল্পের কাজ চলছে।তবে নতুন আইন স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ এর ধারা (১৩) অনুযায়ী ধর্মীয় উপাসনালয় (Mosque, temple), কবরস্থান (graveyard) ও শ্মশান (Cremator) অধিগ্রহণ করা যাবেনা। তবে শর্ত সাপেক্ষে এগুলো অধিগ্রহণ করা যাবে যদি তা জনপ্রয়োজনে বা জনস্বার্থে অধিগ্রহণ করা একান্ত প্রয়োজন হয়। সেক্ষেত্রে প্রত্যাশিত ব্যক্তি বা সংস্থার অর্থে স্থানান্তর ও পুনঃনির্মাণ করে দেওয়ার নিয়ম রয়েছে।
    ভূমি অধিগ্রহণকৃত সম্পত্তির ক্ষতিপূরণের টাকা কে পাবে
    ভূমি অধিগ্রহণ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেকেই জানেন না, অধিগ্রহণের ফলে সম্পত্তির ক্ষতি পূরণ কে পাবে বা কোন ক্ষতিপূরণ পাওয়া যাবে কিনা? অনেকে আবার ভেবে থাকেন সরকার জমি নিবে তাই বলে কি আমাদের ক্ষতিপূরণ দিবে? জমির মালিক অবশ্যই ক্ষতিপূরণ পাবে। বর্তমান আইন অনুযায়ী তা জমির মূল্যের তিনগুণ করা হয়েছে। Aquisitionand Requisition of Immovable Property Ordinance, 1982 (Ordinance No. II of 1982) রহিত ক্রমে যুগোপযোগী করে বর্তমানে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ প্রণয়ন করা হয়েছে আর যার ফলেই মূলত সরকারি ভাবে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের পরিমাণ জমির দামের দেড়গুণ থেকে বাড়িয়ে তিনগুণ এবং বেসরকারিভাবে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের পরিমাণ চারগুণ করা হয়েছে। একটি জমির মূল্য যদি এক কোটি টাকা হয় তাহলে আরও দুই কোটি টাকা যুক্ত হয়ে তিন কোটি টাকা ক্ষতিপূরণ (সরকারি অধিগ্রহণে) পাবেন । তাহলে দেখা যাচ্ছে জমির প্রকৃত মালিক জমির মূল্যের ৩ গুণ ক্ষতিপুরন পাবে।
    ক্ষতিপূরণ আদায় করতে গিয়ে সাধারন জনগনের মনে প্রশ্নের সঞ্চার হয় এই ক্ষতিপূরণ কীভাবে পাবে বা জমির মুল্য কি হিসেবে ধরা হবে।এই সকল বিষয়ে অনেকেরই ধারণা নেই বলে তারা ন্যায্য ক্ষতিপূরণ পেতে পারে না বা পায় না ।
    অধিগ্রহণকৃত সম্পত্তির ক্ষতিপূরণের মূল্য কীভাবে আরোপিত হবে?
    অধিগ্রহণকৃত সম্পত্তির ক্ষতি পূরণের মূল্য কীভাবে আরোপিত হবে সেই বিষয়ে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন, ২০১৭ তে বলে দেওয়া আছে। নোটিশ জারির সময় সংশ্লিষ্ট সম্পত্তির বাজার মূল্য নির্ধারণের সময় উক্ত স্থাবর সম্পত্তির পারিপার্শ্বিক এলাকার সমশ্রেণির এবং সমান সুবিধাযুক্ত স্থাবর সম্পত্তির নোটিশ জারির পূর্বের ১২ (বার) মাসের গড় মূল্য হিসাব করা হয়, আর সেই হিসাবের উপর ভিত্তি করে ক্ষতিপূরণ কত পাবে নির্ধারিত হয়ে থাকে। তবে যে বিষয়গুলো সরকার পক্ষ থেকে বিবেচনা করা হয় সেগুলো নিম্নরূপ:
    ঘরবাড়ী/অবকাঠামোর মূল্য নির্ধারণ :-
    ঘরবাড়ী/অবকাঠামোর বাজার দর নির্ধারণের ক্ষেত্রে গণপূর্ত বিভাগ এলজিইডি কর্তৃক নির্ধারিত রেট সিডিউল অনুসরণ করা হয়। ঘরবাড়ী নির্মাণের সময় ও অবস্থার উপর ভিত্তি করে বর্তমান নির্মাণ খরচের উপর অবকাঠামো বয়স অনুসারে ১-৫ বছর ১%, ৫- ১০ বছর ২%-৩%, ১০- ১৫ বছর ৩%- ৫% ততোর্ধ ১০% কমে মূল্য নির্ধারণ করা হয়।
    পুকুরের মূল্য নির্ধারণ :
    পুকুর সংলগ্ন বা নিকটবর্তী নাল (বিলান) জমির মূল্যহারে পুকুরের জমির মূল্য নির্ধারণ হবে। তবে পুকুর সংলগ্ন নাল জমি না থাকলে- পুকুরের পাড়ের মূল্য “চালা” শ্রেণীর জমির মূল্য হারে মূল্য নির্ধারণ হবে।
    গাছপালার মূল্য নির্ধারণ :
    বন বিভাগ থেকে গাছপালার মূল্য হার সংগ্রহ করে ক্ষতিগ্রস্থ গাছপালার মূল্য নির্ধারণ করতে হবে। তবে পেপে, কলাগাছ ইত্যাদি অজ্বালানী গাছের মূল্য প্রদান করতে হবে না।
    দন্ডায়মান ফসলের মূল্য নির্ধারণ :
    মোট যে উৎপাদন হতে পারে তার মূল্য হার নির্ধারণ করে দন্ডায়মান ফসলের ক্ষতিপূরণ হিসাব প্রস্তুত করতে হবে। ফসলের একর প্রতি উৎপাদন হার সংশ্লিষ্ট কৃষি বিভাগ থেকে এবং মূল্য হার সংশ্লিষ্ট জেলা বাজার পরিদর্শকের নিকট থেকে সংগ্রহ করে মোট মূল্য নির্ধারণ করতে হবে। জমির বর্গাদার থাকলে নিয়মানুসারে তার জন্য ভিন্নভাবে ক্ষতিপূরণের রোয়েদাদ তৈরী করতে হবে।
    ব্যবসায়িক ক্ষতিপূরণ :
    যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানটি আয়কর প্রদানকারী হয় তবে বার্ষিক আয়ের ১/৪ অংশ; আয়কর প্রদানকারী প্রতিষ্ঠান না হলে বার্ষিক আয়ের ১/৪ অংশ অথবা ঐ বছরের যে পরিমান আয়ের জন্য আয়কর প্রদানযোগ্য নয় তার ১/৪ অংশ এই দুইয়ের মধ্যে যে হিসাব কম হবে সেই পরিমান অর্থ ক্ষতিপূরণ হিসাবে প্রদান করা হবে।
    ঘরবাড়ী স্থানান্তর ব্যয় :
    কোন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ঘরবাড়ীর ক্ষতিপূরণ না নিয়ে স্থানান্তরযোগ্য ঘরবাড়ী স্থানান্তর করলে গণপূর্ত বিভাগের সাথে পরামর্শ পূর্বক যুক্তিসঙ্গত স্থানান্তর ব্যয় নির্ধারণ করতে হবে।
    উল্লিখিত সকল ক্ষেত্রে নির্ধারিত মূল্যের উপর ৫০% অতিরিক্ত যোগ করে ক্ষতিগ্রস্ত মালিকদের জন্য প্রদেয় ক্ষতিপূরণ নির্ধারণ করতে হবে।
    ক্ষতিপূরণের টাকা কীভাবে আদায় করতে হয়
    ক্ষতিপূরণ আদায় করার সময় আমাদের নানাধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
    ক্ষতিপূরণ আদায়ের জন্য যেসব প্রমাণাদি বা কাগজপত্র প্রয়োজন হয়;
    ১। স্থানীয় চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত ছবি
    ২। নাগরিকত্ব সনদ,
    ৩। খতিয়ান মূল/সার্টিফাইড কপি,
    ৪। হাল সনের খাজনা দাখিল,
    ৫। ওয়ারিশ সনদপত্র,
    ৬। রোয়েদাদনামা, ক্ষমতাপত্র (না-দাবিপত্র),
    ৭। বণ্টননামা, হস্তান্তরিত সকল দলিল
    ৮। ধারা ৭ এর নোটিশে উল্লেখিত ক্ষতিপূরণের প্রমাণাদি।
    #অধিগ্রহন_আইন #হুকুমদখল_আইন
    Contact Information
    Phone- 01671-043256
    E-mail- lemon.law14@gmail.com
    Facebook Page- / advocateamirhamza.lemon
    Instagarm- / advocatelemon
    Twitter- / advocatelemon

КОМЕНТАРІ • 33

  • @ShahanajBegum-rh6gz
    @ShahanajBegum-rh6gz 6 місяців тому +1

    অনেক ধন্যবাদ মুল্যবান মতামত জন্য ❤❤❤

  • @AminulIslamAbir-w3i
    @AminulIslamAbir-w3i 2 місяці тому

    ধন্যবাদ স্যার

  • @mdshakib29
    @mdshakib29 6 місяців тому

    ভাই এর থেকে আরো কত গুরুত্বপূর্ণ জমি সংক্রান্ত সমস্যা আছে তা নিয়েও ভিডিও কইরেন

  • @joybanglargaan5814
    @joybanglargaan5814 6 місяців тому

    Priyo Limon Bhai boraborer moto apnar tothya purno video dekhe amra onek upokrito hoi ! Amar akta prosno apnar kache dhoren Kono ekjoner jaygar upor diye Rasta boro korar jonnyo tar DER katha jomir uporer adha katha jomi odhigrohon kora hoyeche 25 bochor age mane 2001e Kono aini notice Chara probhab Sali netar maddhome ekhon onar jayga ache 1 katha kintu dolile ache DER katha unar sontanra Jodi abedon Kore tahole ki khoti puron pabe bisoyta bolben bistarito valo thakben asha Kori Amar commentser uttorta apnar kache pabo& sobar jonnyo upokari Hobe Allah apnake nek hayat Dan koruk thank u

  • @shamim2465
    @shamim2465 6 місяців тому +2

    ভাই আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি.....??

  • @SmAbdullah-oi9of
    @SmAbdullah-oi9of 4 місяці тому

    একটি প্রশ্ন ছিল।আমাদের জমি নামজারিতে বাড়ি উল্লেখ করা।বাস্তবেও বাড়ি বর্তমাম।তবে জমি শ্রেণী তে নাল।এখন খতিপূরন কি ভিটি জমি হিসেবে পাবো নাকি নাল জমি হিসেবে।এখানে মূল্যের বিস্তার পার্থক্য।

  • @shopnertaj5541
    @shopnertaj5541 6 місяців тому

    ওয়ারিশ সূত্রে পাওয়া জমি কি খারিজ করতে হবে?
    খাজনা পরিশোধ কি বাধ্যতামূলক?
    ক্ষতিপূরন পাওয়ার জন্য।

  • @MdHabib-or8yg
    @MdHabib-or8yg 6 місяців тому

    Sir RS khotiae ongso kolame kom & montobbo kolame besi konti grohon joggo hobe?

  • @ummeysadiyaislam7427
    @ummeysadiyaislam7427 5 місяців тому

    টাকা কি জমির মৌজা রেট অনুযায়ী দেয় নাকি বাজার মূল্য অনুযায়ী দেয়??

  • @user-ij9ne5jt5k
    @user-ij9ne5jt5k 6 місяців тому

    জমি কিনতে কি কি কাগজ লাগবো। একটা জমির এস এবং আরএস কাগজ আছে কিন্তু বিআরএস এর কাগজ নাই এখন কি করতে হবে।

  • @alaminkhan6173
    @alaminkhan6173 2 місяці тому

    জমি তে মামলা থাকলে কি হবে

  • @mdsohan9555
    @mdsohan9555 2 місяці тому

    CS, record e chilo vawal razar, pore ota amr attio chas korate oita amr attio k diye dai, pore SA, RS, amr attio r chilo, CT record er shomoy record kete government er kore nai, pore oi jaiga odhikoron kore akhn amdr koronio ki?

    • @ShohozAin
      @ShohozAin  2 місяці тому

      প্রশ্নটি বাংলা অথবা ইংলিশে লিখুন

  • @monsterguildboss3118
    @monsterguildboss3118 6 місяців тому +1

    মাথা কেটে জমি নেওয়া, এই বিষয়টা কি? কিভাবে এটি কাজ করে?
    আমার যে জায়গার বাড়ি আছে, সে জায়গা আমার ভাই মাথা কেটে নিতে পারে কি। যদি করে তাহলে এটি কিভাবে প্রতিরোধ করা যাবে?
    দয়া করে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবেন।

    • @ShohozAin
      @ShohozAin  6 місяців тому +1

      ?

    • @monsterguildboss3118
      @monsterguildboss3118 6 місяців тому

      @@ShohozAin Yes, I know I was unable to explain, I didn't find any video on this topic.
      I am reaching to our local "Muhuri" To solve my problem.
      Tnx for reply.

    • @monsterguildboss3118
      @monsterguildboss3118 6 місяців тому

      @@ShohozAin ধরেন আমরা ছয় ভাই | বাবা মারা গেছে | আমাদের বাড়িটি লম্বা | আমার বাড়ি রাস্তার কাছে | আমার কোন ভাই কি, আমি এখন যে জায়গায় আছি, এটি তার ছেলের নামে করে দিতে পারবে | আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মাথা কেটে জমি লেখে নেওয়া বলে |
      এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন অনেক উপকৃত হতাম |

  • @HasebSikder-zv8in
    @HasebSikder-zv8in 6 місяців тому

    এস এ রেকর্ড থাকলে কি খতিপুরন পাব

  • @directorrumy4482
    @directorrumy4482 25 днів тому

    5:33

  • @asaduzzamanmohsin9333
    @asaduzzamanmohsin9333 6 місяців тому

    Loan certificate o lage

  • @tanoysarker-no2ve
    @tanoysarker-no2ve 5 місяців тому

    ভাই কি কি কাগজপত্র দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুব একটু সমস্যায় পড়ছি। যদি আপনার সেল নাম্বারটা দিতেন অথবা যদি একটু জানাতেন যে আসলে সরকারকে কি কি ক ক ক ক ক ক কাগজ দিয়ে প্রমাণ করতে হবে যে জমিটা আমার

  • @SoyabKhan-pj3dz
    @SoyabKhan-pj3dz 6 місяців тому

    সরকার ভূমি অধিগ্রহণ করবে বলছে কিন্তু আমার 2 শতক জায়গা কেটে নিয়েছে সেটার মামলা চলছে তো আমার কি করনীয় টাকা পেতে

  • @mostofakamal8503
    @mostofakamal8503 5 місяців тому

    আসসালামু আলাইকুম স্যার, আমাদের জমি এস এ ও আর এস রেকর্ড আমাদের নামে রাস্তা বড় করবে তার জন্য জমি অধিগ্রহণ করছে কিন্তু আপনার পাঁচ বছর যাবত খাজনা ও খারিজ করার চেষ্টা করছি কিন্তু তারা আমাদের জমির খাজনা ও খারিজ কোনটাই করে দিচ্ছে না এসিলেন্ড স্যারের সাথে কথা বলছি করে দিব কিন্ত পাঁচ বছর যাবত ঘুরাচ্ছে কিন্তু দিচ্ছে না, এখন এই জমি অধিগ্রহণ করছে এখন কী আমরা খাজনা ছাড়া কী অধিগ্রহণের টাকা উঠাতে পারবো, স্যার দয়া করে একটু জানাবেন অনেক উপকৃত হব

    • @ShohozAin
      @ShohozAin  5 місяців тому +1

      মোঃ আমির হামজা লিমন
      এ্যাডভোকেট
      বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
      চেম্বার-
      ঢাকা আইনজীবী সমিতি ভবন মেইন বিল্ডিং, ৮ম তলা, রুম নং ৮২৩, ৬-৭ কোর্ট হাউজ স্ট্রিট (ঢাকা জজ কোর্ট), সদরঘাট, কোতোয়ালী ঢাকা।

  • @Shohel7732
    @Shohel7732 Місяць тому

    Apni atoi janen ja 8 dharar notice er kotha bolen e nai

  • @MdJhumon-vc1zw
    @MdJhumon-vc1zw 6 місяців тому

    ভাইয়া আপনার সাথে যোগাযোগ করা যাবে।

  • @princekhan3780
    @princekhan3780 6 місяців тому

    প্রিয় দর্শক শব্দটি অনেক বেশি ব্যবহার করেন।

    • @ShohozAin
      @ShohozAin  6 місяців тому

      ধন্যবাদ

  • @mostofakamal8503
    @mostofakamal8503 5 місяців тому

    আসসালামু আলাইকুম, রাস্তার বড় করা জন্য ২০ ফিট জমি লাগবে কিন্তু তারা আমাদের সব জায়গায় সরকার নিয়ে যাচ্ছে, এই জায়গায় সব গুলা দোকান ঘর, আমরা ৫ বছর যাবত খাজনা বা খারিজ করার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু তারা কোনো টা নিচ্ছে না, তার আগে থেকে জানতো যে এই জমিটা সরকার নিয়ে যাবে রাস্তা জন্য এখানে সরকারের প্রয়োজন ১৫ শতাংশ কিন্তু তাঁরা নিচ্ছে ৯৯ শতাংশ জমি
    এখন আপনি আমাকে পরামর্শ দেন স্যার এখন আমার করণীয় কি 😢

    • @ShohozAin
      @ShohozAin  4 місяці тому

      ডকুমেন্টস না দেখে মতামত দেওয়া যাবে না

    • @mostofakamal8503
      @mostofakamal8503 4 місяці тому

      @@ShohozAin আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি স্যার,

    • @maawal4154
      @maawal4154 3 місяці тому

      অধিক গ্রহণের জমিতে কত পার্সেন্ট সরকারি টেক্স ও ভ্যাট

  • @AminulIslamAbir-w3i
    @AminulIslamAbir-w3i 2 місяці тому

    ধন্যবাদ স্যার