বাংলা এখন নিম্নবিত্তের ভাষা। Chandril Bhattacharya আমরা কি বাংলা ভাষাকে ভালোবাসি? নাকি ভান করি।

Поділитися
Вставка
  • Опубліковано 5 тра 2022
  • বাংলা ভাষার জন্য বিশ্বের মাটিতে বর্তমানে কথা বলেন তার মধ্যে চন্দ্রিল ভট্টাচার্য সর্বাগ্যে।
    চন্দ্রিল ভট্টাচার্য বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা,লেখক ও গায়ক। বাঙালির সংস্কৃতি, চরিত্র বিশ্লেষণ করলেন চন্দ্রিল ভট্টাচার্য।
    Facebook Page: / schoolofcap
    Disclaimer: This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “fair use” Copyright disclaimer under section 107 of the copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    ★★★
    for any copyright issues: please contact with us: schoolofcap@gmail.com
    ★★★
    #বাংলা_ভাষার_ভবিষ্যৎ_কি?
    #উচ্চবিত্তরা_আর_বাংলায়_কথা-বলতে_চায়_না
    #বাংলা_ভাষা_এখন_নিন্মবিত্তের-ভাষা
    #বাঙালির_অভিযোগ_চরিত্র
    #বাঙালির_হতাশা_চরিত্র
    #পৃথিবীতে_বাঙালির_মত_বিপন্নভাবাপন্ন_জাতি_আর_নেই
    #বাঙালি_জাতির_কি_সংরক্ষণ_প্রয়োজন?
    #বাঙালি_জাতি_কি_বিপন্নপ্রায়?
    #বাঙালির_চরিত্র
    #চন্দ্রিলের_একান্ত_সাক্ষাৎকার
    #chandril_interview
    #chandril_exclusive
    #বাঙালি_নিয়ে_চন্দ্রিল ?
    #chandriler_sakkhatkar ?
    #chandril_Bhattacharya_new_lucture
    #চন্দ্রিল_ভট্টাচার্যের_নতুন_বক্তব্য
    #kolkatta_lecture
    #dhaka_vs_Kolkata
    #সংস্কৃতি_ও_রাজনীতি
    #new_lecture
    #new_lecture_of_chandril_Bhattacharya
    #culture_politics
    #culture_and_politics
    #school_of_culture_and_politics

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @bratatibiswas3836
    @bratatibiswas3836 2 роки тому +257

    আমি অনেক বছর প্রবাসী। ভারতের বিভিন্ন রাজ‍্যে থেকেছি। সব রাজ‍্যেই দেখেছি মানুষ কাজের প্রয়োজন ছাড়া নিজের মাতৃভাষা তেই কথা বলে। শুধু আমরাই যে কেন এমন করিনা কে জানে। আমি তো আমার ভাষাকেই সবচেয়ে ভালবাসি।

    • @abhijeetchoudhury1828
      @abhijeetchoudhury1828 2 роки тому +17

      আমিও প্রবাসী,কাজের প্রয়োজন ছাড়া অন্য কোনো ভাষাতেই কথা বলিনা,বাংলা ছাড়া।

    • @enitabanerjee2628
      @enitabanerjee2628 2 роки тому +14

      আমিও প্রবাসী বাঙালি। মাস আটেক হলো পশ্চিমবঙ্গ-বাসী হয়েছি। এখানে এসে খুব অবাক হলাম। দেদার হিন্দি তে কথা বলছে সবাই। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এরকম দেখি নি। খুব খারাপ লাগে। অথচ যাতে মাতৃভাষা শেখে সেই জন্য দুই মেয়েকে দিত্বীয় ভাষা হিসেবে বাংলা দিয়ে ছিলাম। শুধু তাই নয় আমি অত্যন্ত খুশি হয়েছিলাম যে স্কুলে দিত্বীয় ভাষা হিসেবে বাংলা ভাষা রয়েছে।

    • @enitabanerjee2628
      @enitabanerjee2628 2 роки тому +5

      @@tapaskumarbhattacharya3388 অনেক ধন্যবাদ ভাই, সঠিক বানান টা জানিয়ে দেবার জন্য। লেখার পরেই বুঝতে পেরে ছিলাম যে ভুল লিখেছি।

    • @mithuray040
      @mithuray040 2 роки тому

      Sob probasi.kano tomar ma baba ki probasi hote bolechilo

    • @enitabanerjee2628
      @enitabanerjee2628 2 роки тому

      @ Riu Bony..... একটু ইতিহাস পড়লে দেখবেন যে স্বাধীনতা র আগে বাংলা রাজ্যের বিস্তৃতি কতটা ছিল। পরে বাংলা ভাগ হয়ে অন্যান্য রাজ্যের সৃষ্টি হয়েছে। সুতরাং সেই সূত্রে প্রবাসী হতে আমাদের বাবা মা বলেন নি। আমরা হলাম আদি বাঙলা র ভুমি পুত্র।

  • @kumarranabirsur5935
    @kumarranabirsur5935 2 роки тому +59

    বাংলা TV সিরিয়ালে ভুলে ভরা সংলাপের উদাহরণ -
    "উনি ওখানে গেলো "
    "তিনি যখন একথা শুনলো"- - ইত্যাদি। আমরা নির্বিকার। সংশোধনের কোনো চেষ্টাও নেই।

  • @mampibiswas7171
    @mampibiswas7171 2 роки тому +54

    ভাবলে খুব দুঃখ হয়,এমন অনেক বাবা মা আছেন যারা লজ্জিত হন, নিজের সন্তানকে বাংলায় পড়াতে। বাংলা ভাষার সত্যি যেনো পিঠ ঠেকছে দেওয়ালে

    • @420Sumanta
      @420Sumanta 2 роки тому +2

      দাদা, ভদ্রবাড়ির বাঙালি বাবা মা বাচ্চাদের সরকারি স্কুলে পড়াতে চাননা। আমি নিজে ১২ বছর বাংলা মাধ্যমে পড়েছি। কিন্তু বামফ্রন্ট আমলের গভঃ স্কুল আর তৃণমূল আমলের গভঃ স্কুল এক নয়। আমি বামপন্থীদের মনে প্রাণে ঘৃণা করি কিন্তু তাদের সময় স্কুলে ভদ্রবাড়ির লোকেরা পড়তে পাঠাতো। এখন মিডডে মিল স্কুলে কোনো ভদ্রবাড়ির বাবা মা তাদের ছেলেমেয়েকে পড়তে পাঠাবেননা। প্রাইভেট স্কুলে বাংলায় পড়ানো হয়না।

    • @rakhimukerji7937
      @rakhimukerji7937 2 роки тому

      @@420Sumanta Thr concept of midday meal csme to help children to learn.It is not compulsory. PUPILS ARE ALLOWED TO BRING TIFFIN FROM HOME.why it would stop parents to send children to school?

    • @420Sumanta
      @420Sumanta 2 роки тому

      @@rakhimukerji7937 মিডডে মিল খাওয়ার জন্য অনেক রকম ঘরের ছেলে মেয়েই এখন স্কুলে যায়। কোনো ভদ্রঘরের ছেলেমেয়েকে বাবা মা যার তার সাথে স্কুলে পড়তে পাঠাবেনা। অন্তত আমি তো পাঠাতাম না। আমাদের সময় ব্যাপার আলাদা ছিল। তখন লোকে পড়তে আসতো এখন লোকে ভাতের হোটেল পেয়ে খেতে আসে

    • @debasismajumdar8634
      @debasismajumdar8634 2 роки тому

      Because the parents got enough foresight. They know Bangla bhasa will lead their wards to ashtrays.

  • @jahangirhossain8645
    @jahangirhossain8645 2 роки тому +56

    বাংলা ভাষায় কোনো কিছু লেখার সময় ই্ংরেজি উদ্ধৃতি দেওয়া হয়, কিন্তু ইংরেজি তে প্রবন্ধ লেখার সময় বাংলায় উদ্ধৃতি দেওয়া যায়না। এভাবেই আমরা বাংলা ভাষাকে দৈন করে রেখেছি।

    • @anukulmaji726
      @anukulmaji726 2 роки тому +1

      Thik

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому +1

      That is because it is assumed that all educated Bengalis know English, but people who write in English may or may not know Bengali.

    • @abhijitmazumdar1
      @abhijitmazumdar1 Рік тому

      @@garygeorge-wi7co Thats also a good point

    • @visible_radiation
      @visible_radiation 7 місяців тому

      ইংরেজি ভাষায় উপর ফ্রেঞ্চ,গ্রীক,স্প্যানিশ সহ ইউরোপিয়ান ভাষার অনেক প্রভাব আছে।

  • @actingworld4324
    @actingworld4324 Рік тому +9

    খুব খুব সুন্দর বলেছেন চন্দ্রিল ভট্টাচার্য
    উনি যে মতামত জানালে চোখে আঙ্গুল দিয়ে বাঙ্গালীদের দেখিয়ে দিয়েছেন যে বাংলা ভাষার দৌড়টা কোন জায়গায় এখন , চন্দ্রিল ভট্টাচার্য বাবু আপনাকে নমস্কার 🙏

  • @babuchanda9488
    @babuchanda9488 Рік тому +14

    আমি গর্বিত যে আমি বাঙালি।এত গুণীজনের এত জ্ঞানগর্ভ আলোচনা আমি শুনতে পারছি, তার জন্য আমি আরো বেশি গর্ব অনুভব করছি যে এপার, ওপার বাংলার জনজাতির মাতৃ ভাষা হলো বাংলা।

  • @rinapaul3771
    @rinapaul3771 Рік тому +19

    একদম ঠিক বলছেন ।বাংলা ভাষাএখন নিম্ন বি্ত্ত এই দিন বদলায়,সাথে সাথে বদলে যায় মানুষের মন ! কেউ কেউ নিজ স্বার্থে দূরে চলে যায়, কেউ আবার ভালোবাসার স্মৃতির টানে পিছন পানে ফিরে চায় ! অনেকেই অতীতকে ভেবে দিন রাত চোখের জল ফেলে, কেউ অতীতকে মুছে ফেলে নতুন করে বেঁচে উঠার স্বপ্ন দেখতে শুরু করে ! সবাই সত্য বলার চেষ্টা করে আবার কেউ মিথ্যার জাল বোনে। সুন্দর সত্য মিথ্যার অভিনয় করে .. একেই হয়তো বলে আমাদের জীবন " আমরা নিজেরাই তৈরি করেছি।আমাদের সাংস্কৃতিকে নষ্ট করছি ।

  • @sabarisarkar6618
    @sabarisarkar6618 2 роки тому +16

    এখন সকলে যে ভাষায় কথা বলছে সে ভাষায় কথা না বললে সত্যি পাশের মানুষগুলো তাকায় এমন ভাবে যেন খুব বেচারা।

  • @srabanisen4145
    @srabanisen4145 2 роки тому +29

    আজ থেকে ৫০-৬০ বছর আগে বাংলা এবং ইংরেজি দুটি ভাষাই বাঙলা মিডিয়াম স্কুলে একই রকম মান দিয়ে পড়ানো হতো। যখন থেকে বামফ্রন্ট সরকার ইংরেজি কে প্রথম শ্রেণী থেকে সরিয়ে দিলো সেদিন থেকে বাঙালি ইংরেজি ও কিছু টা বিকৃত হিন্দীর দিকে ঝুঁকেছে। টিভি চ্যানেল দের বলা দরকার তারা যেন uncle/aunty/dad/mom শব্দগুলো বর্জন করে।

  • @elloraameen163
    @elloraameen163 2 роки тому +41

    জবাব নেই চন্দ্রিল ভট্টাচার্যের বক্তব্যের! দারুণ!!

    • @saeedbd71
      @saeedbd71 Рік тому

      চন্দ্রিলের জবাবে বলতে হয়, বাংলাদেশে উচ্চকোটির মানুষেরাও বাংলাই বলে। আমাদের আফিস আদালত সবখানেই বাংলা চলে। হ্যা বিদেশের সঙ্গে ব্যাবসা বানিজ্যের জন্যে আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজি আমাদের শিখতেই হয়। এমনকি বাংলার সঙ্গে মিল আছে বলে কিছুটা হিন্দি বুঝতে পারি। তবে বোঝা আর আঁকড়ে ধরা এক না। যেই আঁকড়ে ধরাটা নিয়ে পশ্চিম বঙ্গে সমস্যা।

  • @satyanweshi_byomkesh
    @satyanweshi_byomkesh Рік тому +19

    বাংলা ভাষা'কে আগামী কোটি প্রজন্ম পর্যন্ত বাঁচিয়ে রাখার দায়িত্ব এখান থেকেই নেওয়া হোক! ❤️

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      আগামী কোটি প্রজন্ম পর্যন্ত বাঁচিয়ে রাখার দায়িত্ব এখান থেকেই নেওয়া হোক Who will take the initiative, you?

    • @satyanweshi_byomkesh
      @satyanweshi_byomkesh 5 місяців тому

      ​@@garygeorge-wi7co আমি ইতিপূর্বেই এ দায়িত্ব পালন করে তাকে আমার আশেপাশের সামাজিক পরিবেশে এর লালন করি বলেই, মন্তব্যটি সকলের উদ্দেশ্যে করেছি।

  • @p.a.a.63
    @p.a.a.63 Рік тому +7

    বাংলা ভাষার প্রতি ভালোবাসা শুধু দেখানোই সার, বলতেই আপত্তি। এমন মনোভাব কারা সৃষ্টি করলো?

  • @Filmdart2012
    @Filmdart2012 2 роки тому +19

    চন্দ্রিল দাদার সাহসী, সত্য বক্তব্য তীক্ষ্ণধার সম্পন্ন হলেও বাস্তব বিধায় উপভোগ্য ।

  • @goodfortune830
    @goodfortune830 2 роки тому +27

    বাংলা ভাষার মর্যাদা ফিরিয়ে আনতে হলে, বঙ্কিমচন্দ্রের উপন্যাস প্রতিটি ক্লাসের সিলেবাসে অর্ন্তভূক্ত করা উচিত।

    • @ArnavFortune
      @ArnavFortune 2 роки тому +4

      এই মেরেছে ।

    • @abhijeetchoudhury1828
      @abhijeetchoudhury1828 2 роки тому +1

      বঙ্কিমচন্দ্র আমি পড়েছি,ওই রকম অলংকরিক বাংলা ব্যাবহারিক নয়।

    • @lazy_wolf_unofficial
      @lazy_wolf_unofficial 2 роки тому

      ওটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না!!

    • @evanthebustard1871
      @evanthebustard1871 2 роки тому +1

      বঙ্কিমচন্দ্র বলতে উনি কি বাঁকা চাঁদ বোঝাতে চেয়েছেন!তাহলে ঠিক আছে।লেখক বঙ্কিম হলে কিন্তু.....

    • @evanthebustard1871
      @evanthebustard1871 2 роки тому +3

      @@abhijeetchoudhury1828 বিশেষণটা হবে "আলংকারিক"

  • @sujitk777
    @sujitk777 2 роки тому +55

    ব্যতিক্রমী নয়, সাধারণ ঘটনা নিয়ে আলোচনা হোক। চন্দ্রিল এর বক্তব্যে সাধারণ পরিচিত ঘটনার উল্লেখ আছে। ভালো লাগলো।

  • @m.k.s4993
    @m.k.s4993 Рік тому +4

    নমস্কার । চন্দ্রিল ভট্টাচার্জ মহাশয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @anutapabhattacharya7541
    @anutapabhattacharya7541 2 роки тому +80

    নিম্নবিত্ত উচ্চবিত্ত জানিনা।তবে যাঁরা বিকৃত বাংলা বলেন তাঁদের শিক্ষাদীক্ষা নিয়ে সংশয় থাকে।

    • @saikatdev67
      @saikatdev67 Рік тому

      Eta aschorjo vabe sohortoli ba mofoswal a besi dekha jacche.

    • @parthasil4540
      @parthasil4540 Рік тому +2

      ❤👌

  • @asishkumardey1600
    @asishkumardey1600 2 роки тому +18

    এই লড়াই জারি থাকবেই, আগামী প্রজন্মে এই ভাবে ভাবতে শিখব🙏

    • @chayanmitra35
      @chayanmitra35 Рік тому

      লড়াই জারি থাকে না চলতে থাকে, জারি কথাটা হিন্দি

  • @suvashito2978
    @suvashito2978 2 роки тому +34

    Headline টা খুব যথাযথ...
    মানতে কষ্ট হলেও.... খুব অ প্রিয় সত্যি 😢😢.... অথচ রবীন্দ্রনাথ/বঙ্কিমচন্দ্র এর যুগে
    বাংলা উচ্চারণ টা অত্যনত সম্মান সহকারে উচ্চারিত হতো....ব্যাতিকরম কিন্তু আছে.... এই IPL../2022 সালে ও কিন্তু বাংলাদেশের মুস্তাফিজ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হিন্দি/ইংরেজি প্রশ্নে র জবাবে বাংলায় উত্তর দিয়েছেন
    আসলে ব্যাপারটা সম্পূর্ণ ই মানসিকতা ও ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা 🙂👍

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому +2

      আসলে ব্যাপারটা সম্পূর্ণ ই মানসিকতা ও ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা Not really. Some people do not feel comfortable in speaking English in the same way many foreigners are not comfortable in speaking Bengali or Hindi.. It is not their fault though.

  • @lakshmimajhi8134
    @lakshmimajhi8134 2 роки тому +27

    দারুন দাদা এ রকম একটা চড় মেরে আমাদের আপনি আমাদের দেখিয়ে দিয়েছেন আমরা বাঙালিরা কোন পথে এগিয়ে যাচ্ছি। সামনে বাংলা ভাষার ভীষন বিপদ। তার জন্য আমরা বাঙালিরাই দায়ী।

  • @masudhasan841
    @masudhasan841 2 роки тому +14

    আপনি ঠিক জিনিস টা ঠিকঠাক তুলে ধরেছেন অশেষ ধন্যবাদ

  • @swapanmajhi5946
    @swapanmajhi5946 2 роки тому +60

    আগে ভৌগলিকভাবে ছিলাম পরাধীন, কিন্তু মানসিকভাবে ছিলাম স্বাধীন। এখন উলটে গেছে । এখন আমরা মানসিকভাবে পরাধীন।

  • @bakulchbhowmik7979
    @bakulchbhowmik7979 2 роки тому +119

    সরকারী ভাবে বাংলা শিক্ষার প্রসারের চেষ্টা না করলে, বাংলা শুধু সাধারণ বাঙ্গালীর ভাষা হয়ে থাকবে। এই সাধারণ মানুষই এক দিন বাংলা ভাষাকে আবার এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।

    • @somnathacharyya6372
      @somnathacharyya6372 2 роки тому +8

      I am afraid the reality is to the contrary. Neither Bengali nor Hindi/ Urdu will advance substantially.
      By the way, have you ever thought why the people belonging to Bengali language and Hindi/Urdu language are sending there wards to English medium school ? This tendency is found not only in West Bengal but also in Bihar/ UP i.e. Hindi Belt and even in the " foreign country like Bangladesh" - both among devout Hindus and bigotted Mussalmans. If this is the reality and finding that the rich language like Sanskrit has almost become buried into oblivion I have little hope for Bengali.

    • @bakulchbhowmik7979
      @bakulchbhowmik7979 2 роки тому +5

      @@somnathacharyya6372 সব জাতিরই আত্মনিয়ন্ত্রণ অধিকার আছে। বাঙ্গালী যদি মনে করে নিজেরা একটি স্বতন্ত্র জাতি তখনই হবে বাংলা ভাষার বিকাশ। ধন্যবাদ।

    • @somnathacharyya6372
      @somnathacharyya6372 2 роки тому +5

      @@bakulchbhowmik7979 "Atmaniyantran" or self- reliance is rather a high sounding word - particularly when Bengalees are concerned. In 1946 Mussalman Bengalees never hesitated to drive the Hindus out from East Bengal. This has been repeated time and again upto 2022. The mussalman goons never hesitated in East Bengal to encroach on the modesty of Hindu girls and women. Nobody knows how many illegitimate children were born out of this.
      Unification of Bengalees ! Doesn't it sound ridiculous ?

    • @astrobosu
      @astrobosu 2 роки тому +1

      শিক্ষাদান হয় সরকারী ভাবে ?

    • @avoydutta27
      @avoydutta27 2 роки тому

      @@bakulchbhowmik7979 ,2rnlnh

  • @ibusinessoutlook
    @ibusinessoutlook 2 роки тому +35

    বাংলা এমন একটি ভাষা যা প্রত্যেকেই নিজের ভাব প্রকাশ করতে পারেন এতটাই সমৃদ্ধ আর আমরা যারা প্রবাসে থাকি তারা এখনও বাংলা বলতে বা পড়তে ভালোবাসি।

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      But your children do not.

    • @nabanitadas823
      @nabanitadas823 Рік тому +2

      @@garygeorge-wi7co এমনকি আপনিও নন। কারণ আপনি অনাবশ্যক ইংরেজিতে কথা বলছেন।

  • @sachindranathmandal6890
    @sachindranathmandal6890 2 роки тому +124

    অপূর্ব, এক কথায় অনবদ্য, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, এই ভাষা অবহেলিত হলে সেই জাতির অবক্ষয় ও অবনমন শুরু হবে বা অধঃপতন ও হতে পারে, ধন্যবাদ চন্দ্রিলবাবু।

  • @subratadebnath1431
    @subratadebnath1431 2 роки тому +7

    খুব উন্নত মানের একটা বিতর্ক সভা, যাহা বাঙালিদেরকে সমৃদ্ধ করবে ।

  • @SoumitraBanerjeeBan
    @SoumitraBanerjeeBan 2 роки тому +24

    "সাফল্য" উঠে গিয়ে "সফলতা" এসেছে।

    • @arnabpal2595
      @arnabpal2595 Рік тому +2

      ☝️☝️☝️☝️অত্যন্ত জঘন্য লাগে😡😡😝😝

    • @ghoshbk12
      @ghoshbk12 4 місяці тому

      দুটোই প্রচলিত। যেমন দরিদ্রতা বা দারিদ্র্য।

    • @SoumitraBanerjeeBan
      @SoumitraBanerjeeBan 4 місяці тому

      প্রচলিত বটে তবে সফলতা হয় না, কথাটা সাফল্য। কোন ভাষাবিদের কাছে জেনে নিন।

    • @ghoshbk12
      @ghoshbk12 4 місяці тому

      সাহিত্য সংসদের বাংলা অভিধান ৬৮২ পাতায় সাফল্য ও সফলতা দুটি সমার্থক এবং বিশেষ্য লেখা আছে।দেখে নিতে পারেন।

  • @senpoli4825
    @senpoli4825 2 роки тому +44

    এতদিন পর কেও মনের কথা গুলো সবার সামনে প্রকাশ করল। অনেক ধন্যবাদ।

  • @criatomaniadigital357
    @criatomaniadigital357 2 роки тому +8

    প্রবাসী বাঙালি তার সংস্কৃতিতে গর্বিত,
    বঙ্গবাসী বাঙালি তার সংস্কৃতিতে আতঙ্কিত।

  • @pradipchakraborty2963
    @pradipchakraborty2963 2 роки тому +4

    সত্যি বাংলা ভাষার কাছে কোনো ভাষা নেই, কেউ ঠিক বাংলা বলেই না, বাংলা ছাড়া অন্য ভাসতে কথা বললে সবাই খুব বড়ো মনে করে কিন্তু আমি নয়, বাংলা বলাটা আমার কাছে খুব বড়ো,অনেক ভাষাতে অনেক শব্দ আছে, কিন্তু সঠিক বাংলা বলা খুব কঠিন আমার কাছে, খুব ভালো লাগলো। বন্দে মাতারাম!!!!!!!!!

  • @ratnabalisarkar8075
    @ratnabalisarkar8075 2 роки тому +21

    দারুন দারুন স্বচ্ছ সুন্দর অকাট্য বক্তব্য চন্দ্রিল বাবু--আপনাকে অশেষ ধন্যবাদ অভিনন্দন জানাই। খুব খুব ভালো লাগলো ।আমাদের বাংলা ভাষা আমাদের হৃদয়ের প্রাণের ভাষা--তার বর্তমান যে বিকৃত রূপে ব্যবহৃত হতে হতে অবলুপ্তির পথে চলেছে সুন্দর ভাবে আপনি ব্যাখ্যা করেছেন--ভীষণভাবে সমর্থন করি--আজকের দিনে বক্তব্যের খুব দরকার....

  • @tapaskumargoswami1688
    @tapaskumargoswami1688 2 роки тому +40

    এতদিনে একজন বাংলা ভাষার দরদী মানুষ কে খুঁজে পেলাম। আপনি যা বললেন তা একশ শতাংশ সঠিক। আমরা নিজের মাতৃ ভাষা কে পদে পদে অপমানিত করছি। কিন্তু সেখানেই ইংরাজী আর হিন্দী বলতে গর্ব বোধ করি। ছি, আমাদের মত বাঙ্গালী কে ধিক্কার জানাই।

    • @swatidas374
      @swatidas374 Рік тому

      বাংলা বানান লেখায় অসংখ্য ভুল ।

    • @tapaskumargoswami1688
      @tapaskumargoswami1688 Рік тому

      @@swatidas374 কোথায় আমার বাংলা বানান ভূল হয়েছে, সেটা যদি কৃপা করে জানান তাহলে আমার অনেক উপকার হয়। আমি আপনার কাছ থেকে বাংলা বানান শিখে নেব। আশাকরি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি শিখতে ইচ্ছুক।

    • @swatidas374
      @swatidas374 Рік тому

      আমি দুঃখিত । আপনার বানানে ভুল - এমন কথা বলা আমার উদ্দেশ্য ছিল না । আমি অনেকের বানানে ভুল দেখি, সে কথা ই পৣকাশ করতে চেয়েছি। 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @tapaskumargoswami1688
      @tapaskumargoswami1688 Рік тому

      @@swatidas374 না না আপনি দুঃখিত হবেন না। আমি তো আমার জীবনের 65 টি বসন্ত পার করেছি বিহারে অধুনা ঝাড়খন্ডে। আমার শিক্ষা তো হিন্দী ভাষায়। বাংলা ভাষা শিক্ষা মানে পড়াশোনা করেছিলাম ক্লাস সেভেন পর্যন্ত । তারপর থেকে স্নাতক স্তর পর্যন্ত হিন্দী ভাষা তে। তাই আমি তো বরং আনন্দ পেয়েছিলাম যে যাক্ এতদিনে আমি একজন বাংলা ভাষার প্রকৃত শিক্ষিকা কে পেলাম যাঁর কাছ থেকে কিছু শিখতে পারব। কিন্ত হায়, দেখছি এখনও কপাল খারাপ।

    • @swatidas374
      @swatidas374 Рік тому

      🙏🏻🙏🏻

  • @englishwithdipankar2338
    @englishwithdipankar2338 2 роки тому +24

    কলকাতায় গিয়ে প্রথম বার দেখলাম বাংলা ভাষায় কথা বলার লোক খুব কম কিন্তু গ্রামের দিকে প্রায় সকলেই কথা বলে। আমাদের শহরের মানুষদের বাংলা বেশি করে বলতে হবে।

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      আমাদের শহরের মানুষদের বাংলা বেশি করে বলতে হবে why? If someone is dealing with non-Bengali people, or some foreigners, will he still have to বাংলা বেশি করে বলতে হবে

    • @mr.ganguly2624
      @mr.ganguly2624 8 місяців тому

      ​@@garygeorge-wi7coব্যাপারটা সেটা না, আমাদের কলকাতাতে বিহারিরা আসে এবং হিন্দিতে কথা বলতে বাধ্য করে, তাদের বুঝতে হবে যে কলকাতা একটি বাঙালি শহর, এখানে থাকতে হলে এখানকার ভাষা বলতে হবে, আপনি বিহারে-উত্তরপ্রদেশে গিয়ে বাংলাই কথা বললে তারা উত্তর দেবে? তাহলে আমরা কেন দেব? দুএক দিনের জন্য ঘুরতে এসেছো, বাংলা জানোনা, তাই হিন্দি বলে সাহায্য করে দেবো, কিন্তু তাই বলে তুমি এখানে বসবাস করবে, ব্যবসা করবে আর বাংলা বলবে না? পশ্চিমবঙ্গে থাকতে হলে, পশ্চিমবঙ্গের ভাষাতেই কথা বলতে হবে।

  • @partharoy3891
    @partharoy3891 2 роки тому +7

    কিছু বলার নেই একজন যুক্তিবাদী🙏🏼

  • @bikashchowdhury7774
    @bikashchowdhury7774 5 місяців тому +1

    চন্দ্রিল ভট্টাচার্যের বক্তব্য অতি বাস্তব সন্মত। আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। ভালো থাকুন। ❤❤❤❤

  • @sarmisthaghoshdastidar6793
    @sarmisthaghoshdastidar6793 2 роки тому +4

    আমার মেয়ে ইংরেজি মাধ্যমে পড়লেও খুব স্বতঃস্ফূর্তভাবে বাংলা উচ্চারণে বাংলা বলে, আসলেই মনের ব্যপার

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      But she prefers to watch English serials, and she enjoys reading English books.

  • @sarkardorzzoy1668
    @sarkardorzzoy1668 2 роки тому +24

    উপস্থাপিকা বল্লেন, যে "টপিক" নিয়ে কথা হচ্ছিল। কেন টপিক না বলে "বিষয়" বলা যেত না????

  • @somnathmitra2448
    @somnathmitra2448 4 місяці тому +1

    আপনার বক্তব্য খুবই সুন্দর ভীষণ ভালো লাগল,২০১৩/১৪ই এপ্রিল আনন্দবাজার রবিবাসরীয়তে "অভিধানে কত চাল" লেখাটি পড়ার পর আমার এতো ভালো লেগেছিল যে ঐ পত্রিকাটি এখনও যত্ন করে রেখে দিয়েছি এবং বন্ধু-বান্ধবদের পড়াই। ঐ লেখার মধ্যে একটি কথা খুবই ভাল লেগেছে "পটি পায়খানা এফিডেভিট করে নাম নিয়েছে"।আজ আমার বয়স পঁচাত্তর বছর সেই কোন শিশু বয়স থেকে কতো প্রসিদ্ধ লেখকদের লেখা পড়ে চলেছি এবং এ যুগের লেখকদের লেখাও খুবই ভাল লাগে।সবশেষে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।কোন্নগর। 🍁❤❤❤❤❤❤❤❤❤👍👌

  • @tapandas-ot5ix
    @tapandas-ot5ix 2 роки тому +20

    শহরে থাকে আর বলে গ্রাম আমার খুব ভালো লাগে

  • @mousumibanerjee5825
    @mousumibanerjee5825 2 роки тому +12

    খুব দরকার ছিল এমন একটি ভিডিও র। আমি বহু বছর বাংলার বাইরে। হিন্দী শিখেছি প্রয়োজনে। তবুও বাংলা সহজেই বলি শুদ্ধভাবে। বড় কষ্ট পাই কলকাতায় বাঙালীদের দেখে। হীনমন্যতায় ভোগে ছেলেমেয়েরা, তাদের বাবা, মা রিও।

    • @ushashi6158
      @ushashi6158 2 роки тому

      Ekdom thik.. Amra jara baire thekechi tara proyojone Hindi English porechi.... Ami WB te thakte Bangla medium e portam... Babar chakrisutre baire jete hoyeche bole English medium e porechi.... Ekhon bangla e fire eshe dekhchi mofossol to bote ee.. Protyonto grame o English medium e pora ta status symbol

  • @AkbarAli-cb6ic
    @AkbarAli-cb6ic 2 роки тому +26

    বাংলা ভাষা নিয়ে কোলকাতার বিতর্কগুলো আমার খুব ভাল লাগে। বুঝতে পারি ওখানকার লোকজন জ্ঞানচর্চা করেন। বাংলাদেশে শুধু বাংলা ভাষা চর্চা নয় জ্ঞান চর্চার অবস্থা জানতে কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই। যেমন, বাংলাদেশের অধিকাংশ শিশুই আকাশ সংস্কৃতির প্রভাবে হিন্দি বলতে পারে। কিন্তু ৭০% ছাত্রও বাংলাতে বিশুদ্ধ বাক্য রচনা করতে পারে না। বাংলাদেশে জ্ঞানচর্চার সর্বোচ্চ বিদ্যাপিঠ সমূহের বেশ ক’জন ভিসি’র বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠেছে। বাংলাদেশে শিক্ষকতা ছাড়া, অন্যান্য পেশাজীবীদের মধ্যে উচ্চ শিক্ষায় ডিগ্রী অর্জনের প্রবণতা থাকতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে এর কোন প্রয়োগ কোথায় তা দেখতে হবে। এখানে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ‘out’ হবার বার বার অভিযোগ উঠেছে।
    একটা গল্প বলি। আমার ছোট ছেলেটাকে বেশী টিভি দেখতে নিষেধ করি। কথা শুনে না বলে একদিন হাতে বেত নিয়েছি। তাই দেখে ও বলে উঠল, “ মুঝে মাফ করদো বাবা”। ওর মুখ থেকে হিন্দি শুনে ঠিক বুঝে উঠতে পারি নি। বললাম, কি বললি? আমার বড় মেয়ে বলল, “ও মাফ চাচ্ছে আব্বু, ওকে মারবেন না”। বললাম, তা না হয় হবে, কিন্তু ও কি বলল? আমার মেয়ে বলল, “মারের ভয়ে ও বাংলা ভুলে, হিন্দিতে কথা বলছে”। এখন বুঝুন, বাংলাদেশের শিশুদের বাংলা ভাষা শিক্ষার অবস্থা।
    বাংলা ভাষা উন্নত হবে তখনি, যখন দেখা যাবে, বাংলা ভাষায় রচিত জ্ঞান-বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ, অন্যান্য ভাষায় অনূদিত হয়ে বিদেশী জার্নালে ছাপা হচ্ছে। অন্যান্য ভাষা-ভাষীর লোকজন তাদের ভাষা বাদ দিয়ে বাংলা ভাষায় লিখা লিখে, তা ছাপানোর জন্য বাংলা ভাষায় প্রকাশিত জার্নালে পাঠাচ্ছে। বিদেশী ছাত্র-ছাত্রীরা বাংলা ভাষায় চালিত বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার জন্য ভাষা শিখছে।
    এসব তখনি সম্ভব হবে, যখন বাংলা ভাষায় জ্ঞান-বিজ্ঞান চর্চা সহজ হবে। যখন বিদেশী জ্ঞান-বিজ্ঞানের বই বাংলা ভাষায় অনুবাদ হবে। আর একাজের জন্য খলিফা হারূন আল রশিদ, আল মামুনদের মত জ্ঞান পিপাসু পৃষ্ঠপোষক থাকবে, বাইতুল হিকমাহর মত প্রতিষ্ঠান গড়ে উঠবে। প্রতিবছর বই-মেলা হওয়া ভাল কথা; কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি বা দর্শনকে নাড়া দেবার মত কালজয়ী বই কয়টা বের হয়, সেই হিসেবটাও আমাদের করতে হবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।

    • @AbhijitDas-yq2sw
      @AbhijitDas-yq2sw 2 роки тому +1

      @Akbar Ali kolkata o paschim bonge kintu aditi mohsin rezwana chowdhury rabindra sangeet e khubi porichiti sukhoshrabyo shilpi hisave jara epar banglai rabindra sangeet popular korechhilen tara sobai e mara gachhen ba r gan gan na r jara ekhon nuton shilpi ra gaichhe tara bikrito kore gaichhe banglai je bikhyato lekhok ra sadhu bhashai sahityo rochona korechhilen tader lekha chalti bhashai likhe school e porano hochhe

    • @somnathacharyya6372
      @somnathacharyya6372 2 роки тому +1

      It is not bad that Hindi has exerted its influence even in Bangladesh. After all it is always good to have Hindi rather than Arabic mixed Bengali. The former is indigenous and originated from Sanskrit whereas the latter is foreign and its limit/ honour is confined only among the mussalmans contrary to English, French and Spanish.

    • @ranjitonly6999
      @ranjitonly6999 2 роки тому +3

      ভাই তুমি যে-ই হও __ তোমার কথাতে
      তোমার নিজের ভাষা ও নিজের জন্য
      একটা ভীষণ ভালোবাসা আছে জেনে
      খুব ভালো লাগছে। তোমার মন্তব্য টা
      আমি পড়েছি, খুব সত্যি কথাই তূমি
      বলেছ। আজকাল সব ক্ষেত্রেই
      সৎ মানুষের ভিষন অভাব।
      তোমার চিন্তাধারার সাধুবাদ জানাই ।
      ধন্যবাদ।

    • @ArnavFortune
      @ArnavFortune 2 роки тому +3

      এতো ছোট বাচ্চাদের কেউ বেত দিয়ে মারে ?

    • @arupsengupta2454
      @arupsengupta2454 2 роки тому

      আরোও বেত্রাঘাত করুন। বিশুদ্ধ আরবী বলবে আপনার সন্তান।

  • @spal07
    @spal07 2 роки тому +7

    অসাধারন চন্দ্রিল বাবু 🙏

  • @Amitabhsworld
    @Amitabhsworld 2 роки тому +17

    দারুন satirical কথা বলেন চান্দ্রিল বাবু ,ইনি দারুন বক্তা।

  • @rajonkumar9693
    @rajonkumar9693 2 роки тому +29

    দাদা তোমার কথাগুলো মন ছুঁয়ে গেছে 💙💙💙; বাংলা ভাষার দেড় টা বাজিয়ে ছেড়েছে বর্তমান প্রজন্ম👌

    • @jdsir7362
      @jdsir7362 2 роки тому

      বর্তমান প্রজন্মের দোষ নয় , অভিভাবকদের আধুনিক যুগের সাথে তাল মেলানোর চেষ্টার কুফল !!!

    • @saeedbd71
      @saeedbd71 Рік тому

      সবচেয়ে হাস্যকর সেই বাংলাপ্রেমীরা, যারা ইংরেজি হরফে বাংলা লিখে তাদের বাঙালীত্ব জাহির করতে আসে। 😂😂😂

    • @Melodious.M7777
      @Melodious.M7777 Рік тому

      @@saeedbd71 ভাই আপনি Spam করে যাচ্ছেন কেন?

    • @saeedbd71
      @saeedbd71 Рік тому

      @@Melodious.M7777 যেন লোকেরা ইংরেজি হরফে বাংলা লেখা বাদ দিয়ে বাংলা হরফে বাংলা লেখে সেজন্য।

    • @Melodious.M7777
      @Melodious.M7777 Рік тому

      @@saeedbd71 সে তো ঠিক কথা কিন্তু এতটা Rudely না বলেও তো হত😀👍

  • @sikharoy1039
    @sikharoy1039 2 роки тому +14

    খুবই সুন্দর অনবদ্য ভাবে বুঝিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। অনেকেই আজকাল বাংলাভাষাকে বিকৃত করছে যার কোন অর্থ হয় না।আমি অন্য ভাষা ভালো না বলতে পারি কিন্তু বাংলাটাতো ঠিক মত আর্থ পূর্ন ভাবে বলব
    ভৃল হলে মার্জনা করবেন।

  • @sudipmajumder2202
    @sudipmajumder2202 2 роки тому +12

    দাদা আমাদের এিপুরার মুখ্যমন্ত্রী ও বাংলা টা ঠিক ভালো বলতে পারে না । যদিও উনি বাংলাদেশি নাগরিক ছিলেন । তথাপি উনি বাংলা ভুলে গেছেন কিছুদিন ভারতের রাজধানী দিল্লী থাকার সুবাদে । আমি বহু বছর এিপুরার বাইরে এবং দেশের বাইরে কর্ম সুএে বিদেশে থাকি ৩০ বছর হতে চলল । বিদেশের মাটিতেও বাংলাতে কথা বলি গোটা পরিবারের সদস্যরা সবাই এবং আমার পরিবারে বিদেশী সদস্য ও আছে সেও বাংলা সেখার চেষ্টা করছে । বাংলা এতটাই সমৃদ্ধ ।

    • @parthasil4540
      @parthasil4540 Рік тому

      হনুমান ভক্তরা বাঙালিকে ঘেন্না করে ! বাঙ্গালি মাছলি খাতাহাই 😡 পৈতে থাকলেও ওরা বাঙালি পছন্দ করেনা । মাছরাঙাই শুধু মাছ খায়না 😃 বাঙালি হলো ওদের কাছে মাছরাঙা✊️

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      বিদেশের মাটিতেও বাংলাতে কথা বলি গোটা পরিবারের সদস্যরা সবাই That is not uncommon among Bengali families abroad, but tell me how many children can read Bengali? এবং আমার পরিবারে বিদেশী সদস্য ও আছে সেও বাংলা সেখার চেষ্টা করছে বাংলা এতটাই সমৃদ্ধ Not because Bengali language is great but he or she feels that communication will be easier with other family members whose knowledge of English is not upto the mark.

  • @biswanathmandal6880
    @biswanathmandal6880 2 роки тому +14

    যত দিন না এমপি mla counselor ponchyet মেম্বার হবার জন্য শিক্ষা গত যোগ্যতার প্রয়োজন হবে তত দিন ভাষার বিকৃতি চলবে।

  • @susmitabanerjee7277
    @susmitabanerjee7277 Рік тому +3

    অসাধারণ বক্তৃতা দিলেন চন্দ্রীল। আপনার প্রতিটি কথা র সাথে সহমত। পুরোপুরি।

  • @swapanbhattacharjee7169
    @swapanbhattacharjee7169 2 роки тому +7

    বাংলা দেশের বাংলা ভাষার অনেক শব্দ আরবি, উর্দু। আমাদের দেশে বাংলা ভাষায় হিন্দির প্রাধান্য খুব বেশি।

    • @saeedbd71
      @saeedbd71 Рік тому

      কথ্য উর্দু আর হিন্দির মধ্যে কিন্তু খুব একটা পার্থক্য নেই। লেখায় আছে। একটা আরবি হরফ ব্যাবহার করে আর একটা দেবনাগরী হরফ।

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 5 місяців тому

      কতজন স্বীকার করেন স্বপন বাবু ঠেলায় না পড়লে?

  • @mitamukherjee8326
    @mitamukherjee8326 Рік тому

    এখন আবার বাংলা ভাষায় যুক্ত করা হয়েছে শুভনন্দনের মত কিছু শব্দ।একটার সাথে একটা শব্দ জুড়ে প্রফেসর শঙ্কুর মত অভিনব সৃষ্টি করার প্রচেষ্টা।

  • @2012rakhi
    @2012rakhi 2 роки тому +3

    চন্দ্রিলদা আপনি যথার্থ বলেছেন।👍👍

  • @amitukai
    @amitukai 2 роки тому +19

    এটা মানুষের দোষ নয়, যে রাজ্যের মানুষ অন্য রাজ্যে গিয়ে জীবিকা নির্বাহ করে, তাদেরকে ওই রাজ্যের ভাষাই শিখতে ও বলতে হবে। রাজনীতির বাইরে গিয়ে আগে আমাদের রাজ্য টাকে সেরা বানাতে হবে, তবেই আমাদের বাংলা আরো বেশি লোকের ভাষা হবে, এমন কি অন্য রাজ্যের মানুষ ও কথা বলতে বাধ্য হবে।

    • @jahirahmed8050
      @jahirahmed8050 Рік тому

      বাস্তবসম্মত।

    • @sandhyachakraborty7831
      @sandhyachakraborty7831 Рік тому

      যারা কোনোদিন বাংলার বাইরে যায়নি বাংলা ভাষার প্রতি অনীহা তাদেরই সবথেকে বেশি। লাখ লাখ অবাঙালি এরাজ্যে জীবিকা অর্জনের জন্য বসবাস করছে। তারা কি তাদের মাতৃ ভাষা ভুলেছে?

    • @jahirahmed8050
      @jahirahmed8050 Рік тому +1

      @@sandhyachakraborty7831 না, তারা ভুলে যায় না।

    • @bkghosh
      @bkghosh Рік тому

      বাস্তব সত্য।

  • @AnwarHossain-ko4hi
    @AnwarHossain-ko4hi Рік тому +28

    বাংলা ভাষা কখনো হারাবে না।অন্তত পক্ষে যতোদিন বাংলাদেশ আছে। বরং বাংলা ভাষা ছড়িয়ে যাবে বিশ্বের আনাচে কানাচে।

    • @s.hossain9412
      @s.hossain9412 Рік тому +2

      বাংলাদেশে কি বাংলাভাষা বেঁচে আছে ? আঞ্চলিক ভাষার নামে বাংলাভাষার কবর খোড়া চলছে প্রতিদিন।একমাত্র রেডিও, টিভির সংবাদ পাঠক-পাঠিকা বাদে বাংলাদেশে কেউকি বাংলায় কথা বলে? চট্টগ্রাম,সিলেটে কি বাংলাভাষা বেঁচে আছে ?

    • @Tri30681
      @Tri30681 Рік тому +2

      তোমাদের ভাষা তো আরবি

    • @Raihan__4535
      @Raihan__4535 Рік тому

      @@s.hossain9412 to vai Tate somossa ki.sobai nijer vashai kotha bole .zeitate sosti pai.kintu sobai tv ,radio er vashao Jane.

    • @max-yr4sp
      @max-yr4sp Рік тому

      @@Tri30681 kader bhasha arbi?

    • @user-tm4yw1rv2m
      @user-tm4yw1rv2m Рік тому

      বাংলাদেশের বাংলা মানে খুন হওয়া বাংলা ভাষা৷ আরবী-উর্দু সাম্রাজ্যবাদের কাছে বিকিয়ে যাওয়া বাংলা ভাষা৷ ও ভাষা যত কম ছড়ায় ততই মঙ্গল৷ প্রমিত বাংলা আমাদের পশ্চিমবঙ্গের অনেক বাংলা উপভাষার মধ্যে একটি উপভাষার উপর ভিত্তি করে গড়ে উঠেছে৷ ওটাকে ছড়ানোর দায়িত্ব আমাদেরই৷ আর বাংলা ভাষা হারাবে না৷ এসব কোলকাতাইয়া শহুরে বাবুরা ঢাকার উচ্চবিত্তদের মতোই চিবিয়ে চিবিয়ে বাংলা বলুক৷ তাতে যায় আসে না৷ পশ্চিমবঙ্গের শহরতলী আর গ্রামের মানুষ বাংলা ভাষাটাকে আঁকড়ে ধরে রাখে৷

  • @UpasanDasgupta
    @UpasanDasgupta Місяць тому

    খুব আশ্চর্যজনক ভাবে আজকাল বাঙালি পিতা মাতার সন্তানগণ নির্বিকার ভাবে বলে যে "আমি ভাই এত বাংলা জানিনা"। এবং ততোধিক আশ্চর্যজনক হলো, তাদের এই মাতৃভাষা বলতে অক্ষমতা নিয়ে তাদের বাঙালি বাবা মা এর গর্ব, অহংকারের শেষ নেই। 😢😢

  • @dipakkumardas8236
    @dipakkumardas8236 2 роки тому +2

    পশ্চিম বাংলার মত এই বাংলার সংস্কৃতি ও এখন শেষ যাত্রায় চলেছে.....

  • @pradiptakoley9380
    @pradiptakoley9380 2 роки тому +11

    চন্দ্রিল দা.... অসাধারণ ❤️❤️❤️❤️❤️

  • @raghunathmukherjee5195
    @raghunathmukherjee5195 2 роки тому +4

    আজ দূরদর্শনে এক শান্তি নিকেতনের শিক্ষক কবির জন্ম সাল বললেন ইংরাজি তে আর তারিখ বললেন বাঙলায়।।

  • @tapasbasu1934
    @tapasbasu1934 3 місяці тому

    শুনতে পেলাম মা রান্না বানাচ্ছে, ভাই কান্না করছে, আমি আসলাম, এলাম বা এসেছি নয় প্রভৃতি বাংলা ভাষা।

  • @rajivbose9957
    @rajivbose9957 2 роки тому +2

    অসাধারণ বলেছেন চন্দ্রীল!

  • @gladiatorhelix1347
    @gladiatorhelix1347 2 роки тому +3

    এপাং ওপাং ঝপাং,,,, হরে কর কম্বা,,,,
    এই তো বাংলা ভাষা জেগে উঠেছে

  • @dipanwitasaha4094
    @dipanwitasaha4094 2 роки тому +4

    বিনয়ের সাথে জানাই, বরাবর কলকাতার যে কোনো বড় রেস্তোরাঁ বা দোকানে গিয়ে দায়িত্ব নিয়ে বাংলায় কথা বলি, এবং উত্তরটা বাংলাতেই পাই। তাই চেষ্টা করলে সবই হয়। আরো জানাই, দুটি আন্তর্জাতিক অনলাইন শিক্ষা প্রতিষ্ঠানে গর্বের সাথেই প্রবাসী ও বিদেশিদের বাংলা পড়াই। ইংরেজির সাথে বাংলার কোনো বিরোধ নেই। একটি ভাষা জানা বা শেখা মানে অন্য ভাষাকে অবহেলা করা নয়।

  • @masud892
    @masud892 Рік тому +1

    ৫০ বছরে আপনর এই কথাটি চমতকার।

  • @artofjasim8615
    @artofjasim8615 Рік тому +15

    বাংলাদেশ যত দিন টিকে থাকবে ততদিন বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই ।

    • @DiaryofNomad281
      @DiaryofNomad281 Рік тому +2

      haa bangla ar arbi misiye bikrito bhasa baniye seta niye abar gorbo kora

    • @saeedbd71
      @saeedbd71 Рік тому

      সবচেয়ে হাস্যকর সেই বাংলাপ্রেমীরা, যারা ইংরেজি হরফে বাংলা লিখে তাদের বাঙালীত্ব জাহির করতে আসে। 😂😂😂

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      All over Philippines, every subjects are taught in English, cities and villages. They have only one book in their own language. As a result, they supply maids and carers to the western countries and their nurses are also in good demand.

  • @sabaripaul3933
    @sabaripaul3933 2 роки тому +3

    Khub sotyi katha. Dhonyobad apnake, Chandril👏

  • @shishirmukherjee1944
    @shishirmukherjee1944 2 роки тому +6

    এই ভাষাবিকৃতির কারণ অথবা উৎস হোলো খবর কাগজ । তারা বারংবার বিকৃত এবং শর্টকাট শব্দের ব্যাবহার করে করে সবার মনে বসিয়ে দেয় ।

  • @gopalnandan2362
    @gopalnandan2362 Рік тому +2

    Chandril Bhattacharya is the best..really the best..

  • @suvamojumder3534
    @suvamojumder3534 2 роки тому +38

    বর্তমানে বাংলায় IAS, IPS এর অধিকাংশই অবাঙালী

    • @galaxygaming9820
      @galaxygaming9820 2 роки тому

      Se to Sorbo bharotiyo chakri ... hoatai savabik. Bangali Jara IAS IPS hon tarao onno state e Kaj Koren.

    • @abhijeetchoudhury1828
      @abhijeetchoudhury1828 2 роки тому

      একদম।

    • @elorasstudio
      @elorasstudio 2 роки тому +5

      তাতে কি হয়েছে?
      তাতে আমাদের কি বাংলা ভুলে যেতে হবে?

    • @gamingrohit2116
      @gamingrohit2116 2 роки тому

      কি বলবো কলকাতায় অবাঙালিরা ভরে গেছে আর তাড়া ব্যবসা করছে আর বাঙালিরা কাজ করে. গভর্মেন্ট ওদের পারমিশন কেন দিচ্ছে? বাঙালিরা কি মারা গেছে?

    • @galaxygaming9820
      @galaxygaming9820 2 роки тому

      @@gamingrohit2116 🤣🤣... desh 1 ta vai. Koro na baire buisness okhankar govt o badha debe na. Amra Jodi erkm kori tarpor baki 28 ta state e bangalider sathe orokm hole ki valo lagbe

  • @Kumaresh-Paul
    @Kumaresh-Paul 2 роки тому +5

    "কেন কি" শব্দ টা আমি সুপারস্টার দেবের মুখে বেশি শুনি l যেটা শুনতে আমার বিরক্ত লাগে l😊

  • @swapanmajhi5946
    @swapanmajhi5946 2 роки тому +76

    আমি বাংলাদেশের। একজনকে দেখলাম বাংলাদেশ থেকে এসেছেন। বেশ অহংকার নিয়েই বললেন, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস নিয়ে । ভাবছি - কতটা গণবিচ্ছিন্ন হলে এমন কথা বলতে পারেন। বাংলাদেশের অবস্থাও খুব খারাপ। একদিকে ইংরেজি , অন্যদিকে আরবীর দাপটে বাংলা মরে মরে। হায় ! বাঙালী!

    • @dreameater8796
      @dreameater8796 2 роки тому

      ছাগলামী হচ্ছে ? গোমূত্রের নেশা চড়ে গেছে ? আরবী আসল কোত্থেকে ? গোয়ার খাউজানি ? গোভূমে হিজরত করলেই হয়।

    • @mohyminauric8211
      @mohyminauric8211 2 роки тому +3

      আরবির দাপট 😆😆,
      তবে বাংলাদেশ একি অবস্থা, ইংরেজি টা না বললে খুবি নিচু। আর বাংলাদেশের বক্তার আরো বিশ্লেষণমূলক জ্ঞানগর্ভ কথা বলার প্রস্তুতি নেওয়া উচিত ছিল

    • @RHasan-yy1fb
      @RHasan-yy1fb 2 роки тому +4

      বাংলাদশের কয়জন লোক আরবি বুঝে? বলতে পারে? মাদরাসায় যারা পড়ে তারা পারে। এই ছাগল বলে কি?😂

    • @hayatkhizir702
      @hayatkhizir702 2 роки тому +5

      স্বপন বাবু, বাংলা ভাষার প্রতি আপনার দরদ কোন ভাবেই এর প্রতি ভালোবাসা থেকে নয়। এর প্রায় পুরোটাই মুসলিম বিদ্বেষ বা মুসলিমদের ব্যবহৃত ভাষার প্রতি বিদ্বেষ থেকেই মনে হচ্ছে। প্রকৃত ভালোবাসা থাকলে আপনারা যারা বাংলা ভাষার প্রতি তথাকথিত দরদ দেখান তারা এদেশে (বাংলাদেশে) হিন্দি'র প্রভাব নিয়েই বেশি বলতেন। এদেশে ইংরেজির প্রভাব বেড়েছে এটা সত্যি তবে তা কোনভাবেই হিন্দি'র সাথে তুলনীয় নয়।
      আপনার মন্তব্য খুব চতুরভাবে একটা সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ প্রকাশ করে।
      আমরা মনে করি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা এমন না, আপনি অন্য দেশের।

    • @swapanmajhi5946
      @swapanmajhi5946 2 роки тому +1

      @@hayatkhizir702 আপনার কেন মনে হল, আমি বাবু সম্প্রদায়ের? আমি কিন্তু মুসলমানের ভাষা শব্দটি ব্যবহার করেছি আরবী। এটা বুঝতে পারলেন না কেন? এক সময় আমরা ফারসী ব্যবহার করতাম, তার কারণ ছিল। এই পরিসরে সে নিয়ে আলাপ সম্ভব নয়। আদাব , নামাজ, রোজা, খোদা হাফেজ এর বদলে চলে আরবী। এত সংক্ষেপে বিস্তারিত এই মন্তব্যে সম্ভব নয় । একটু ইঙ্গিত দিয়ে গেলাম। আপনার অনুভূতি আহত হয়ে থাকলে আমি দুঃখিত।

  • @debapriyadesarkar2748
    @debapriyadesarkar2748 2 роки тому

    চন্দ্রিলের সমর্থনে সব আপামর বাঙালির এক জোট হয়ে আন্দোলন দরকার

  • @geminitvbangla
    @geminitvbangla Рік тому

    আমি শুধু চন্দ্রিল স্যারের কথাগুলোই শুনি।

  • @krishnadhanray1033
    @krishnadhanray1033 2 роки тому +10

    " র " কে " ড়" বলা আর " ড় " কে "র' বলার মধ্যে একটা আঁতলেমি ভাব প্রকাশের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। "ইনি আমার বাবা হচ্ছেন'" আজকাল আকছার শোনা যাচ্ছে।

  • @sahebdeysarkar6293
    @sahebdeysarkar6293 2 роки тому +7

    অসাধারণ বক্তব্য ❤

  • @purnimamandal9009
    @purnimamandal9009 2 роки тому

    বাংলাদেশের মহিলাটি কিন্তু সত্য বলতে পারলেন না। বাঙলাদেশের
    ভাষা এখন এক অদ্ভুত বানানের আরবী মেশানো ভাষায় পরিণত হয়েছে।

  • @ayesha2894
    @ayesha2894 2 роки тому +38

    বাংলা এখন নিম্নবিত্তের ভাষা এ কথা সত্য।

    • @abhijeetchoudhury1828
      @abhijeetchoudhury1828 2 роки тому +2

      এ কথা মানতে পারলাম না,আমি আমার ভাষা নিয়ে গর্বিত,আমার কথামত আমার নাতনি কেও প্রথমে মাতৃভাষা শেখানো হয়েছে। এখন ঝরঝরে বাংলা আর ইংরেজি বলে 8 বছর বয়সে।

    • @sumitmukherjee625
      @sumitmukherjee625 2 роки тому +1

      আপনি কোন বিত্তের?

    • @abhijeetchoudhury1828
      @abhijeetchoudhury1828 2 роки тому +1

      @@sumitmukherjee625 কুজ্ঝটিকা লিখুন।

    • @imsoket8204
      @imsoket8204 2 роки тому

      আমি তেনোমুলভিত্তের

    • @sumitmukherjee625
      @sumitmukherjee625 2 роки тому

      @@imsoket8204 ও তাই আপনার ঘটে এতো বুদ্ধি ।

  • @Sudipto17Kolkata
    @Sudipto17Kolkata 2 роки тому +7

    ফিলহাল আপনার বক্তব্য শুনে ভালো লাগল ;)

    • @sundarshayammukherjee2921
      @sundarshayammukherjee2921 2 роки тому +1

      "ফিলহালের" বাংলা নিশ্চই আছে কিছু !!

    • @Sudipto17Kolkata
      @Sudipto17Kolkata 2 роки тому +1

      @@sundarshayammukherjee2921 এটা রেডিও জকিদের ভাষার অনুকরণে লেখা। আপনি শোনেন না বলে ইয়ার্কি টা বুঝতে পারেন নি।

  • @pd9958
    @pd9958 2 роки тому +32

    যখন রামধনু হয়ে যায় রংধেনু, যখন বানান ভুল হলেও নম্বর পাওয়া যায় তখন আপনারা,গুনীজনরা কোন প্রতিবাদ করেন না কেন?

  • @shilabiswas344
    @shilabiswas344 Рік тому

    চন্দ্রিলবাবু সঠিক জবাব দিয়েছেন ।

  • @binoykumardas4153
    @binoykumardas4153 Рік тому +1

    পৃথিবীতে সবচেয়ে মধুর ভাষা হল বাংলা।

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      পৃথিবীতে সবচেয়ে মধুর ভাষা হল বাংলা। Every language is sweet, whoever speaks the language.

  • @alokmandal580
    @alokmandal580 2 роки тому +4

    আজকের মহা কাব্য রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর

  • @sabyasachigiri4511
    @sabyasachigiri4511 2 роки тому +5

    "বাংলা এখন নিম্নবিত্তের ভাষা " আলোচনা
    শুনলাম! | এখানে সবথেকে বেশি প্রাধান্য পেল "বাংলা ভাষার ভবিষ্যৎ " নিয়ে । আলোচনা করতে গিয়ে বক্তাগণ সাহিত্য , পরিবর্তন পরিমার্জন গুরুগম্ভীর আলোচনা করলেন ৷ এই আলোচনায় আমি কিছু মত প্রকাশের ইচ্ছা প্রকাশ করলাম ৷
    আচ্ছা ভাষা নিম্নবিত্তের হলে কি তার ভবিষ্যত নেই ৷ আর বাংলা ভাষার বিরাট অংশকে অগ্রাহ্য করে যাওয়া হল ৷ যেমন লোকগীতি ভাটিয়ালি অনেক স্থানীয় সাহিত্য যেগুলো মুখে মুখে দীর্ঘদিন ধরে চলে আসছে এবং বর্তমান সাহিত্যে স্থান করে নিয়েছে ৷ আদি বাংলা ভাষা ও বর্তমান বাংলা ভাষার মধ্যে অনেক পার্থক্য আছে ৷ তাতে তো বাংলা ভাষা সংকটে পড়েনি ৷ যে কারণে আমার মনে হয় বঙ্গ সাহিত্যের জন্য এত ভাবার দরকার নেই যে তার ভবিষ্যৎ নাই ৷
    বাঙালির বাংলা পরিবর্তিত হবে পরিমার্জিত হবে বিকশিত হবে সংকুচিত হবে না ৷

  • @trinathmondal4957
    @trinathmondal4957 Рік тому

    আমাদের মাতৃ ভাষা বাংলা। বাংলা ভাষা আমার মাতৃ সম। মা কি কখনও মেরুদন্ডহীন হয়? একথা মনে আনাও পাপ। শুধু বাংলা কেন পৃথিবী সকল মাতৃ ভাষাই কোন না কোন মানুষের মাতৃ সম। সকল ভাষাকেই প্রণাম জানাই। আমি গর্বিত আমি বাঙালি। গর্ব বোধ করি বাংলা ভাষায় মনের ভাব ব্যক্ত করে। সরকারের উচিত বাংলা তথা ভারতবর্ষের সকল আঞ্চলিক মাতৃ ভাষাতেই শিক্ষার প্রসারের।

  • @Poulasamm
    @Poulasamm 2 роки тому

    ছোটমুখ বড় কথা বলছি .....যেকোনো আঞ্চলিক ভাষার সৌন্দর্য ও মাধুর্য্য আছে আর ভারতবর্ষে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করেন তাই ইংরেজদের ভাষা বলুন ,বাইরের দেশে গেলে এটি প্রয়োজন বৈকি কিংবা হালফিলের কর্পোরেট সেক্টরগুলো ইংরেজি দক্ষতার ওপর অনেকটাই গুরুত্ত্ব দেয় ঠিকই কিন্তু মাতৃভাষার তাৎপর্য্য যেন মানুষ বোঝে, সম্মান করে এটাই কাম্য হওয়া উচিত ....সেটা বাংলাই হোক কিংবা অন্য কোনো ভাষা ....
    চন্দ্রিল ভট্টাচার্য্য ভীষণ বাস্তব ও সত্যি বললেন...পুরো আলোচনাটা খুব ভালো লাগল...

  • @bhaskarmandal1937
    @bhaskarmandal1937 2 роки тому +3

    বংলা নিয়ে এতো গর্ব আমাদের, সেখানে 21 শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, ৮ই ফাল্গুন কজন জানেন । "শহীদ মিনার " নামটার মধ্যে কোন বাংলা শব্দ নেই কিন্তু আমাদের গর্ব আকাশচুম্বী!!!

  • @aashas_englishforall111
    @aashas_englishforall111 2 роки тому +15

    যিনি বাংলাদেশ থেকে এসেছেন, তাকে আমার সকল শ্রদ্ধা জানিয়েও লিখতে বাধ্য হলাম যে তিনি জলকে বলেন পানি,মাসিকে বলেন খালা, নিমন্ত্রণ কে বলেন দাওত ... এবং ... ইত্যাদি ইত্যাদি অর্থাৎ আরও অজস্র । এর থেকে ভালো বাঙলা পশ্চিম বাংলার মানুষরা বলেন।
    Thanks and regards.

    • @rkh1596
      @rkh1596 2 роки тому +1

      উল্টো টাও তো হতে পারে, তাই না।।

    • @kazientajali1075
      @kazientajali1075 2 роки тому

      @@rkh1596 ঠিক, উনি আসলে ওনার ঘাটের ,ঠিকানা টা দিয়ে ফেলেছেন ।

    • @nani7476
      @nani7476 2 роки тому

      একদম ঠিক👍

    • @zahangiralom663
      @zahangiralom663 2 роки тому

      তোমরাও পশ্চিম বঙ্গের লোকেরা বাংলা ভাষাতে হিন্দি শব্দের ছড়াছড়ি

  • @ratnabalisarkar8075
    @ratnabalisarkar8075 2 роки тому +2

    আ মরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা।। বাংলা ভাষা মধুর ভাষা.....। ভীষণ ভালো দরকারি পোস্ট। সর্বৈব সত্য কথা বলেছেন ধন্যবাদ আপনাকে।

    • @somnathacharyya6372
      @somnathacharyya6372 2 роки тому

      When I hear " amori bangla bhasa" I don't know why I hear simultaneously "amori hindi bhasa", "amori odiya bhasa", " amori assamese bhasa" and so on. Has the line any relevance with respect to multi-lingual India. Even in Bangladesh this has really no relevance because they cannot ignore at least three languages.viz English ,for the sake of international work ; Arabic, for the sake of Islam; and Hindi, for infiltrating into India. Apart from these Urdu has some relevance in Bangladesh because many mussalmans in Bangladesh dream of reuniting Pakistan when Urdu will be required.

  • @saptarshi7587
    @saptarshi7587 2 роки тому +1

    অনেকদিন বাদে যুক্তিপূর্ণ কথা বলেছেন চন্দ্রিল।
    “কেন না“ কথাটা ব্যবহার করা যায়

  • @jahid8098
    @jahid8098 2 роки тому +5

    “Bengali is sweetest language in the World”- দুর্ভাগ্যবশত এটা ফেক নিউজ।

  • @Bm-fp7ye
    @Bm-fp7ye 2 роки тому +3

    আমি বাঙালি আমি ❤গর্বিত ❤

  • @uchchoisroba
    @uchchoisroba Рік тому

    বাংলার বাইরে থেকে বাংলা নিয়ে অনুষ্ঠানটি দেখার সুযোগ হলো এই আন্তর্জালিক মেশিনটির দাক্ষিন্যে এবং এই মেশিন টি ই যেন বাঁচিয়ে রেখেছে ,এখনো যে মাকে "মা" বলে মনে করতে পারছি তখন রামধনু রংধনু হয়ে গেলেও এমন কিছু আসে যায় না বরং উৎসাহ ই পাই যে পথে তো অন্তত একটি পদক্ষেপ করতে পারলাম .... নামটি বলে চিহ্নিত করতে চাইছিনা এমন একটি সুন্দর অনুষ্ঠানে অশ্লীল দুটি বাক্যের ইঙ্গিত কি খুবই জরুরী ছিল.....!? নিজেরাই যদি নিজেদের কফিনের পেরেকটি ঠুকি তাহলে বাংলা আমাদের সুন্দর ভাষা ,পৃথিবীর বিখ্যাত সুন্দর ভাষা ... কেমন যেন আপাত বিরোধিতায় নিজেরাই পূর্ন করে দিচ্ছি.... ডাক্তার বাবুকে অনুষ্ঠান টিতে দেখে ভালো লেগেছে, সবাইকে দেখেই একটা নুতন আনন্দ অনুভব করেছি..."আশার প্রদীপ জ্বেলে, যাই যে এগিয়ে"....

    • @uchchoisroba
      @uchchoisroba Рік тому

      UNESCO বলুক আর না বলুক বাংলা সত্যি সত্যি একটি খুবই সুমধুর ভাষা ,এটি শুধু পৃথিবীর কেন সারা মহা বিশ্বের সুমধুর ভাষা .....আর এটিকে যাচাই করার জন্য বাংলা ভাষার একদম গভীরে প্রবেশ করতে হবে,এর সঙ্গে চলতি কথায় দুটো হিন্দী,দুটো ইংলিশ,দুটো সংস্কৃত ফার্সী শব্দ ঢুকে গেলে কী ই বা আর আসে যায়..... ছোট বেলায় শুনেছি আক্ষরিক দিক দিয়ে অশিক্ষিত কিন্তু ওঁরা যথেষ্ঠ শিক্ষিত ছিলেন ,আমার ঠাকুরমা এর ভাইয়ের মুখে শুনেছি "ওর আপপেন টি কোথায়" মানে Half pant, যার বাংলা অর্থ প্যান্ট টা কই বা কোথায় কাজেই বাংলা ভাষাকে আরো সুন্দর করার দায়িত্ব আমাদের প্রতিটি বাঙালির উপরেই আছে ,সকলকেই আমার আন্তরীক শুভেছা সকলেই ভালো থাকুন, দৃষ্টি রাখুন বাংলা গান, কবিতায়......

  • @DrBiswajitSarkar
    @DrBiswajitSarkar 5 місяців тому +1

    চন্দ্রিলবাবু…..🙏❤️

  • @sumanchakraborty1000
    @sumanchakraborty1000 2 роки тому +10

    It's easy to speak a lot in favour of Bengali in seminar or symposium, but there is no denying the fact in India we have to learn English and Hindi to survive.

    • @garygeorge-wi7co
      @garygeorge-wi7co Рік тому

      Better still, children should also learn Chinese, or at least another European language.

  • @oneyearstranger
    @oneyearstranger 2 роки тому +8

    শহরের বাংলা যদি মাপকাঠি হয়, তবে হিন্দি বলয়েও সমস্যা রয়েছে। সেখানেও ইংরেজি বেশি, হিন্দি কম ব্যবহৃত হচ্ছে। ভাষার উপর ঔপনিবেশিকতা, পুঁজিবাজারের প্রভাব সর্বত্র‌ই এক।

    • @ArnavFortune
      @ArnavFortune 2 роки тому +3

      thik bolechhen...ami bahut din Lucknow te achhi. sekhaneo shuni khub chechamichi English dhuke jachhe bole.
      Kolkataye ekhono anek uchchabitto tader chhele ke bhalo bengali medium school e poran .
      Lucknow te hindi medium school ekdom Gorib na hole keu porte jaye na.

    • @oneyearstranger
      @oneyearstranger 2 роки тому +3

      @@ArnavFortune ধন্যবাদ আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরার জন্য।

  • @parthonandi486
    @parthonandi486 Рік тому

    চন্দ্রিল বাবু,,, অসাধারণ,,, সত্যিই ভাবা যায় না

  • @arghyaghosh9578
    @arghyaghosh9578 2 місяці тому

    “কোটি কোটি মানুষ বাংলা বলেন তাতে ঘণ্টার মাথা” ❤️

  • @smondal8843
    @smondal8843 2 роки тому +13

    আমাদের পশ্চিমবঙ্গে সরকারি কাজে বাংলার ব্যবহার সবক্ষেত্রে থাকে না কেন?

    • @sumitpramanik4827
      @sumitpramanik4827 2 роки тому +2

      আপনার প"শ্চী"মবঙ্গেই এর উত্তরটা পাবেন।

    • @smondal8843
      @smondal8843 2 роки тому +1

      @@sumitpramanik4827 ধন্যবাদ দাদা। (শব্দে স্পর্শ করার আগে বানান দেখে নেওয়া আমার উচিত ছিল)

    • @evanthebustard1871
      @evanthebustard1871 2 роки тому +2

      @@smondal8843 আপনার বানান ঠিকই আছে।ওই লোকটার কথায় কান দেন না।চ্যাংড়ামি করেছে।

  • @ambarmitra9878
    @ambarmitra9878 2 роки тому +16

    রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে বাঙালি আজ সারা ভারতের মধ্যে শেষ পঙক্তিতে। তাই আজ বাংলা ভাষার প্রয়োজন ফুরিয়েছে। সর্বভারতীয় ক্ষেত্রে রেল ,ব্যাংক, সহ নানান ক্ষেত্রে বাঙালি আজ লুপ্ত। রেলের পরীক্ষার সেন্টার আজ পশ্চিম বাংলার বাহিরে পরে। আমরা এক আত্মঘাতী জাত। নোবেলজয়ী হয়েও নিজের মাটিতে হেরে যাচ্ছি।

    • @abhijeetchoudhury1828
      @abhijeetchoudhury1828 2 роки тому +3

      এর মূলে রয়েছে রাজনীতি,প্রথমে সিপিএম চক্রান্ত করে স্কুল থেকে ইংরেজি তুলে দিয়ে একটা পুরো প্রজন্ম কে শেষ করে দিয়েছিল,আর এখন সরকারের কাছে না না রকম ভাতা পেয়ে যাচ্ছে,পড়াশোনা করার দরকার কি ? বিহার এর মত একটা অন্নুনত রাজ্য তেও প্রতি বছর যত আইএএস বেরোয় তার দশ ভাগের এক ভাগ ও বাংলা থেকে বেরোয় না।

    • @indranilderia5947
      @indranilderia5947 2 роки тому

      @@abhijeetchoudhury1828 বিহার থেকে আইএএস বেড়োয় কারণ সমগ্র হিন্দিবয়ের ছেলেমেয়েরা তাদের মাতৃভাষা হিন্দিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, যেটা অহিন্দি জাতির ছেলেমেয়েরা পায় না। যেদিন থেকে ভারত সরকারের সমস্ত পরীক্ষা শুধুমাত্র ইংরেজি অথবা সংবিধান স্বীকৃত ২২ টা ভাষাতেই হবে সেদিন দেখা যাবে কটা আইপিএস হিন্দিবলয় থেকে হচ্ছে আর কটা অহিন্দি জাতির হচ্ছে। আগে পরীক্ষাটা সমানে সমানে হোক, তারপর তো তুলনা হবে।

    • @abhijeetchoudhury1828
      @abhijeetchoudhury1828 2 роки тому

      @@indranilderia5947 হিন্দি শিখে নিতে অসুবিধা কোথায় ? আসলে বাংলার বাঙালিরা হিন্দি কে খুব হেয় দৃষ্টি তে দেখে তাই শেখার বিন্দুমাত্র চেষ্টা করে না,মনোভাব টা "আমরা বাঙালি আমরা আবার হিন্দির মত একটা নিম্নমানের ভাষা শিখতে যাবো কেনো ?" তাছাড়া আইএএস পরীক্ষা ইংরেজি তেও দেওয়া যায়,হিন্দি জানেনা বলে পারেনা এই অজুহাত একেবারেই চলে না।

    • @indranilderia5947
      @indranilderia5947 2 роки тому

      @@abhijeetchoudhury1828 কেন হে?? আমরা কেন উর্দুর গর্ভে জন্মানো নিম্নমানের ভাষাটা শিখতে যাব?? হিন্দুস্তানিরা কেন বাংলা শিখবে না?? আর ভারত সরকারের পরীক্ষা ইংরেজিতেও দেওয়া যায় মানেটা কী?? কেন সংবিধান স্বীকৃত ২২ টা ভাষাতেই পরীক্ষা হবেনা?? কেন, হিন্দুস্তানিরা কী প্রথম শ্রেণীর নাগরিক যে ওরা ওদের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে আর অহিন্দিজাতিরা কী দ্বিতীয় শ্রেণীর নাগরিক নাকি, যে নিজেদের মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে না!! এই দেশটা কী হিন্দুস্তানিদের বাপের সম্পত্তি নাকি যে ওরা দেশ জুড়ে সমস্ত সুযোগ সুবিধা নিজেদের ভাষায় পাবে আর অহিন্দিজাতির নিজেদের রাজ্যতে বসেও নিজের ভাষায় সুযোগ সুবিধা পাবেনা!! আসলে আপনার মতন হিন্দির পাচাটা গোলাম দালালগুলোর জন্য‌ই ভারতবর্ষে বাংলা ভাষা বিলুপ্তির পথে।

    • @abhijeetchoudhury1828
      @abhijeetchoudhury1828 2 роки тому

      @@indranilderia5947 ঠিক কথা, মহান জাতি,মহান সভ্যতা,মহান ভাষার মানুষ জাতীয় ভাষা কেনো শিখতে যাবে ( যে ভাষা কে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু স্বীকৃতি দিয়েছিলেন ) তার চেয়ে বরং চপের দোকান দিলে দিনান্তে টু পাইস রোজগার হবে। আর অমুক সাথী,তমুক সাথী তো আছেই,পড়াশোনা করার কি দরকার ? আর একটা লাভ নিজের অক্ষমতা ঢাকবার জন্যে বঞ্চনার গল্প টা খুব ভালো ভাবে চালানো যাবে ছেলে,মেয়ের কাছে।

  • @deabayandutta1104
    @deabayandutta1104 2 роки тому

    চন্দ্রিল এবং সঞ্জয় ভালো বলেছে, অন্তত আমার কাছে।

  • @chanchalchakraborty5975
    @chanchalchakraborty5975 2 роки тому +21

    একজন পরিজায়ি শ্রমিক সবচেয়ে ভালো জানে বাংলা ভাষার গুরুত্ব।🤣

  • @majorjames4127
    @majorjames4127 2 роки тому +4

    “বাংলা এখন নিম্নবিত্তের ভাষা” -এ caption বা Headline টাতে আমি একমত হতে
    পারিনি আয়োজকদের সাথে, ওখানে পশ্চিম বাংলার বুদ্ধিজীবিরা ছিলেন কিন্তু caption টা
    একটু বদলে যদি বলাহতো- “ভারতে বাংলা এখন নিম্নবিত্তের ভাষা” বললে সঠীক
    হতো পশ্চিম বাংলার সীমাবদ্ধতার কারণে । অন্য পাড়ের বাংলায় একই অবস্থা বিরাজ
    করছে এটা ভাবার কোন সুযোগ নেই । ১৯৪৭ কিংবা তারও আগে বঙ্গভঙ্গ আন্দোলনে
    বাংলার পেট চিড়ে পশ্চিমকে আলাদা করে পূর্বকে নিম্নবিত্তের বাংলা অন্চলে রূপান্তরিত
    করার প্রয়াসের পর, বিরাগের মাধ্যমে পূর্ব যখন তা’র বিরোধীতা করেছিল পশ্চিম ছিল তখন
    বাংলার ঐতিহ্য, ঐশ্বর্য, সংস্কৃতি ও ভাষার কেন্দ্র বিন্দু । নিজের পেট চিড়ে নিজেকে ভাগ
    করার কৌলিন্য তখন পেয়ে বসেছিল অনেককে আর তা’তে স্বয়ং রবীন্দ্রনাথও বাদ
    পড়েনি। প্রত্যেক ভাষায়ই উচ্চ এবং নিম্ন উভয় বিত্তের লোকই থাকে, নিম্নবিত্তের জন্যে
    কোন ভাষা নির্ধারিত আছে এমণ শুনা যায়নি তবে কৃষ্টি, সংস্কৃতি ধর্মীয় অনুশাসনে
    ভাষা পরিপূর্ণতা পায়, ধর্মীয় প্রভাবে আর অন্য ভাষার সংমিশ্রনে ভাষার সমৃদ্ধি ঘটে ।
    মহাসমুদ্রে নদী যেমণ বিলীন হয় তেমনি সংখ্যা গুরুর মাঝে ক্ষুদ্র ভাষাও বিলীন হয় ।
    যেমন একজন পরবাসী (প্রবাসী) যখন আরেক দেশে প্রবাস নেয় তখন তার ভাষা
    সংখ্যা-গুরুর ভাষায় বিলীন হয়, উদাহরণ- যেকোন দেশ যা’রা অভিবাসন দেয়, শুধু
    ধর্ম তখন কোন রকমে ধরে রাখা যায়, ভাষা নিঃশ্চিহ্ন হয়। এখন আবার আসছি পশ্চিম
    বাংলায়- যেখানে বাংলা, রাজ্য-ভাষা হলেও পথে-ঘাটে, অফিস-আদালতে উচ্চবিত্তের
    চাপে নয় বরং নিম্নবিত্তের (হিন্দি) দাপটে, অন্য ভাষার চাপে বাংলা জর্জরিত বা কোনঠাসা
    কারণ রাষ্ট্রীয় ভাষা হিন্দী বা ইংরেজী বেশী জনপ্রিয়, অবোধগম্য অন্যান্য শত-ভাষার সাথে যোগাযোগের
    মাধ্যম হিসাবে। আর পূর্ব দিকে তাকালে অন্য ভাষার সাথে কোন প্রতিযোগীতা বা প্রতিদ্বন্দ্বীতা নেই
    সে চলছে আপন মনে । অন্যদিকে ধর্মীয় কারণে অন্য ভাষার সাথে রয়েছে যোগসাজোশ
    মিছে কৌলিন্য বা দ্বন্দ নেই যেমণটি পশ্চিমের সাথে রয়েছে মৃত-ভাষা সংস্কৃতের। কোন কোন
    মন্তব্যকারী বা সমালোচক জ্ঞানের সঙ্কীর্ণতায় ঈর্ষান্বীত হয়ে বলেছেন বা প্রায়শঃই বলেন-
    মুসলীমরা বাংলা ভাষাকে ক্ষৎনা (circumcise) করছে, আরবী এবং ফারসি অত্যন্ত
    উন্নততর ভাষা হওয়ায় ওদের শব্দ আমাদের কাছে ছুটে আসেনি, কাউকে টেনে-হিঁচড়ে আনতেও
    হয়নি তা’ছাড়া লম্বা মুসলীম শাসনতো আছেই । এমণ লোক পশ্চিমে আছে যা’রা আরবী-ফারসীর
    গন্ধ পেলেই গঙ্গা স্নানে যায়- অথচ বাবা, কলম, বাকী, হিসাব ইত্যাদি নিত্যই ব্যবহার করে
    না জেনেই কিন্তু ওরা জানেনা ঐ শব্দ গুলো কোন ভাষার ! লক্ষের মধ্যে আমি শুধু দু-একটা
    বল্লাম মাত্র । তা’ছাড়া বাংলা বিভক্তির বহু আগে থেকেই ধর্মীয় বা মুসলীম শাসনের প্রভাবে
    বাংলা ভাষা নিজস্ব স্বকীয়তায় আপন মনে, নীরবে দুভাগেই বাড়ছিল সহঅবস্থানের মাধ্যমে
    শতাব্দীর পর শতাব্দি কিন্তু গোল বেঁধেছে ধর্মান্ধতা যা’র কুফল ভাষার সংখ্যা লঘিষ্টতা ও
    বাংলা ভাষায় বিভ্রাট । এ ক্ষেত্রে ঢাকা কোলকাতার চেয়ে স্বচ্ছল, সাবলীল, উদার ও ঈর্ষাহীন
    অবস্থানে । এখানে বাংলা রাষ্ট্রীয় ভাষা, সংখ্যা গুরুর ভাষা, এ ভাষা এখানে উচ্চ-মধ্য ও
    নিম্ন বিত্তের ভাষা যা’ মুসলীম-বাংলা কালচারকে (কৃষ্টি/ তমদ্দুন) উষ্ম কম্বলে জড়িয়ে রেখেছে।
    সুতরাং ওখানে বাংলা বিলীন হলেও এখানে বাংলা বাঁচবে অবলীলাক্রমে, আপন মর্যাদায়
    অন্য ভাষার সংস্রবে অলঙ্কৃত হয়ে, ২১শে ফেব্রুয়ারির সৌর্যে । বাংলা এখানে বলার কৌলিন্যতা
    বাড়ায়, ইংরেজী শুধুই যোগযোগের মাধ্যম বাহিরের জন্যে, ভিতরে প্রবেশাধীকার রয়েছে সীমিত।
    তাই বাংলা আমার মায়ের ভাষা, আমার রাষ্ট্রীয় ভাষা, আমার চিন্তার ভাষা, বাংলা অবিনশ্বর ।
    USA.