বাংলা ভাষা ও সংস্কৃতি কি বিপন্ন | Chandril Bhattacharya Latest Speech | The Vaskor

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • এবারে আন্তর্জাতিক কলকাতা বইমেলা জুলাইতে হবে বলে জানিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। তবে তার আগে নতুন বইয়ের আমেজ নিয়ে সংস্থাটি 'একুশে বই উৎসব' নিয়ে হাজির কলকাতার যোধপুর পার্কে। মূলত আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করেই আয়োজন করা হয়েছে ওই বিশেষ বইমেলার। চলবে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সাত দিন দুপুর ২টো থেকে রাত ৯টা অবধি সাধারণের জন্য খোলা থাকবে এই নয়া বইমেলা প্রাঙ্গণ। সেখানেই ‘বাংলা ভাষা ও সংস্কৃতি কি বিপন্ন’এক অনুষ্ঠোনে বক্তব্য রাখলেন চন্দ্রিল ভট্টাচার্য
    #ChandrilBhattacharya #Bengaliculture #TheVaskor
    আরো জানতে :
    / thevaskor
    / thevaskor
    / @thevaskor

КОМЕНТАРІ • 593

  • @abuazad2382
    @abuazad2382 3 роки тому +9

    চন্দ্রিল বাবুর বক্তব্য অসাধারণ । তাঁর যুক্তিগুলো খন্ডন করা কঠিন।

  • @kabeerchoudhury8857
    @kabeerchoudhury8857 3 роки тому +9

    ভগবান আপনাকে এই সংগ্রাম এর জন্য অনেক বেশি শক্তি প্রদান করুন।এটাই আমার প্রার্থনা।🙏🙏🙏 জয় গুরু।

  • @madhupournaganguly6810
    @madhupournaganguly6810 3 роки тому +139

    সমস্যা সমাধান, পক্ষে বিপক্ষে সব একাই বলে দিলেন। বার বার মুগ্ধ হই।

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 3 роки тому +4

      যেমন মধু--- পূর্ণা...এমনিতেই মধু আবার তা পূর্ণ বা ভর্তি...সুতরাং দূদিকেই সমান...জানিনা তাল গোল পাকিয়ে গেল নাকি আনকমন অসম্ভব সুন্দর নাম দেখে...

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 3 роки тому

      এঁরা রাত আড়াইটাও জেগে থাকে...অবশ্য দুদিকেই প্রযোয্য...কেননা আমিও তো?

    • @poetrydoor939
      @poetrydoor939 3 роки тому +2

      একদম খাঁটি কথা বলেছেন.. 👍 উনি অসাধারণ ❤️

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 3 роки тому

      @@poetrydoor939 স্তুূতি তো গাইতেই হয় দেবীর দৃষ্টি লাভের জন‍্য....কি বলেন?

    • @poetrydoor939
      @poetrydoor939 3 роки тому +1

      @@sarkaralihaider3212 hahaha😅😅 কি জানি..! হবে হয়তো.. 🤔 আমি নিতান্তই এক নগন্য ব্যক্তি.. 😊 আমি তেমন বিচক্ষণ নই... বাকিটা আপনার ওপরই ছেড়ে দিলুম... নিজ গুণে আমায় ক্ষমা করে দেবেন 🙏🏻😊

  • @shilpibanerjee7762
    @shilpibanerjee7762 3 роки тому +56

    অসাধারণ, অসাধারণ। এতক্ষণ একটানা একটি বিষয় নিয়ে এত যুক্তিপূর্ণ অথচ মনোগ্রাহী বক্তব্য রাখার অতুলনীয় ক্ষমতা আমাকে বারবার মুগ্ধ করে। ধন্যবাদ।

  • @swapankumarghosh3669
    @swapankumarghosh3669 2 роки тому +6

    চন্দিল অপ্রতিরোধ‍্য, অতুলনীয়, যুক্তি ব‍্যক্ষা অসাধারন।💖💖

  • @tarunchakraborty9781
    @tarunchakraborty9781 3 роки тому +7

    দেবপ্রদত্ত বাচ‍্য ক্ষমতা আছে এনার। Sir আপনি এভাবেই আমাদের মুগ্ধ এবং সমৃদ্ধ করে যান।

  • @whitehope724
    @whitehope724 3 роки тому +21

    দাদা, নির্মম সত্যকথা অনেক সুন্দরভাবে গুছিয়ে বললেন। বাংলাদেশ থেকে ধন্যবাদ রইল।

  • @anirbandatta7900
    @anirbandatta7900 3 роки тому +15

    যুক্তিপূর্ণভাবে দারুন কথা বললেন যে রকম বরাবরই বলেন। শুধু একুশে ফেব্রুয়ারি ভিডিওটা দেখে বেশ উপভোগ করলাম এরকম করলে আমাদের চলবে না... বিষয়টা নিয়ে আমাদের সারাবছর ভাবতে হবে... আমাদের পরবর্তী প্রজন্ম না হলে বাংলা ভাষায় কথা বলতেই ভুলে যাবে।

  • @MrMoajjem
    @MrMoajjem 3 роки тому +33

    অনেক দিন পর আবার চন্দ্রিল দা.....শুনলেই মুগ্ধ ও শুদ্ধ হই।

  • @sankarisatpatitanayasatpat1488
    @sankarisatpatitanayasatpat1488 3 роки тому +29

    বাঙালি এখনও আছে তুমি বোঝালে, চান্দ্রিল তুমি অনবদ্য

  • @sambuddhamukherjee1520
    @sambuddhamukherjee1520 3 роки тому +3

    এই লোকটি যুগের থেকে এগিয়ে থাকা একটা মানুষ। এর কতটা মূল্যায়ন আজকের মানুষ করবে সন্দেহ আছে

  • @subratapal1448
    @subratapal1448 3 роки тому +32

    ওহ্, অনবদ্য বক্তব্য।
    প্রতিবারের মতো এবারও সম্পূর্ণ শুনলাম।

    • @roselinedcosta3758
      @roselinedcosta3758 3 роки тому

      অবশ্য ই বাংলা বিপন্ন । আগামী ৫০ বছর পর ।
      আর, বাংলা ভাছা [ভাষা] খুঁজে পাওয়া যাবে না।।।।৷
      আপনাদের পশ্চিম বাংলা য়।।
      তাই , যতই চিতকার করুন না কেন
      বারো জাতের বাস , বাংলায়।
      বারো মত,, বারো পথ।।।

  • @pijushkonai5941
    @pijushkonai5941 3 роки тому +21

    অনবদ্য,প্রত্যেকবার ই মুগ্ধ হয়ে শুনি, কখন শেষ হয়ে যায় বুঝতে পারি না।।

  • @srikantmookerjee1698
    @srikantmookerjee1698 3 роки тому +18

    " অন্য কোনো ভাষার ঊর্ধ্বে মাতৃভাষাকে স্থান দেওয়ার নাম যদি প্রাদেশিকতা হয়, তাহা হইলে অকুণ্ঠচিত্তে বলিব, সে প্রাদেশিকতা আমাদের মধ্যে আছে এবং তাহা না থাকিলে আমরা সর্বহারা হইয়া যাইবো "
    -
    - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
    কটক অভিভাষণ
    নিখিল বঙ্গ সাহিত্য সম্মেলন
    ১৩৫৯ বঙ্গাব্দ

  • @ranjitonly6999
    @ranjitonly6999 3 роки тому +6

    বাস্তবিক অর্থে কথা গুলি ঠিক,
    অতী সত্যি। কিন্তু হাল ধরার
    মানুষ-ই নেই। যাঁরা মুখ্য ভূমিকায় আছেন তাঁদের অবস্থান আপনার অভিজ্ঞতার
    একাংশ, এটা ঠিক ; এখন উপায় ---- একমাত্র আপনার মত
    কিছু মানুষ যদি স্ব-দায়িত্বে এগিয়ে আসেন ও কিছু করেন
    তালেই অসম্ভব টা সম্ভব।

  • @ardhendusarkar9215
    @ardhendusarkar9215 3 роки тому +1

    অপূর্ব আপনার বক্তব্য, ভেবে পাইনা, আপনি এতো সুন্দর ভাবে বক্তব্য কিভাবে উপস্থাপন করেন, অসাধারণ জ্ঞান আপনার। শুধু একটা কথা আমার মনে হলো, আপনি রবীন্দ্রনাথের উপর অতটা নির্ভরশীল নন, অথচ এখন চারদিকের আতেল সংস্কৃতি দেখে মনে হয়, রবীন্দ্রনাথ ছাড়া এই বাংলায় যেন আর কেউ নেই বা ছিলনা।

  • @debashishbhowmik5979
    @debashishbhowmik5979 3 роки тому +9

    দুর্দান্ত বলেছেন৷ হিউমার, স্যাটায়ার এবং অসাধারণ অকাট্য যুক্তি৷

  • @jibansen3695
    @jibansen3695 3 роки тому +1

    কেন জানিনা চন্দ্রিল বাবুর বক্তব্য অনবদ্য লাগে। কখন শুরু আর কখন শেষ বুঝতেই পারি না। সত্যি যে কোনো বিষয়ে এতো গভীরে সাবলীল আলোচনা আমাকে মুগ্ধ করে। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।

  • @entajkhan5829
    @entajkhan5829 2 роки тому +2

    অনেক অনেক ধন্যবাদ, আপনি যে ধৈর্য্ রাখার চেষ্টা করে চলেছেন বাংলা-বাঙালির না বোঝার উপায় নেই,,,,

  • @Amitabhsworld
    @Amitabhsworld 2 роки тому

    কথা গুলি দারুন ব্যাঙ্গতক ভাবে বলেছেন ও সঠিক কথা বলেছেন chondril বাবু।তবুও আমি গর্বিত আমি বাঙালি।

  • @faisalmahmud9839
    @faisalmahmud9839 2 роки тому +2

    পুরো সময়টা অত্যন্ত উপভোগ্য ছিলো।
    ধন্যবাদ চন্দ্রিল দা।

  • @swagatapal932
    @swagatapal932 3 роки тому +11

    একটাও যুক্তি খণ্ডন করার মতো পেলাম না, কি দুকখুউউউউউ...😭😭😭

  • @pritamroy2706
    @pritamroy2706 3 роки тому +14

    ১০৬.২ আমার এফ এম, " কলকাতার গান, কলকাতার প্রাণ" টা ২০২০ এর জানুয়ারি মাসে বেঘোরে বন্ধ করে দেওয়া হলো। আমরা যারা সেই বেতার স্টেশনের পৃষ্ঠপোষক ছিলাম তারা অনেকটা এগিয়েও গেছিলাম একটা আন্দোলনের পথে, পরে সঞ্চালক ঘোষকগণ পিছিয়ে আসলেন।

    • @ganitforltoVl5620
      @ganitforltoVl5620 3 роки тому

      "১০৬.২ আমার এফ এম" আমার ভীষণ প্রিয় ছিল

  • @monaliroy8383
    @monaliroy8383 3 роки тому +35

    আমি যখন থেকে সায়েন্স নিয়েছি তখন থেকেই সম্পূর্ণ ইংরেজি শিক্ষার ভিতরে ঢুকে গিয়েছি।যদিও 10 অব্দি বাংলাতেই পড়েছিলাম।তবে এটুকু অবশ্যই মানতে হবে সায়েন্স এর বিষয়গুল বাংলার চেয়ে ইংরেজিতে বোঝা অনেক সহজ।এটাই বাস্তব।এমনকি বাংলাতে পড়ে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় চান্স পাওয়া খুবই কষ্টকর।সায়েন্স এর কোনো বই বাংলাতে পাওয়া যায়না উচ্চশিক্ষার জন্য।

    • @abhragangulyroyalchallenge3257
      @abhragangulyroyalchallenge3257 3 роки тому +1

      আমাদের ভাষার লেখকদের ও ভাবা উচিত যে, কবির সেই মহান আপ্তবাক্যটিকে --"বাঁধনে যতই গেড়ো /আছে বল দুর্বলেও '' তাই অপর বা Other হিসেবে কাজের জগতে সজীব হয়ে ওঠার পথটি কোনোকালেই অপ্রশস্ত নয়। আর অনুবাদ একটা স্বতন্ত্র শিল্পকর্ম --সেখানে তাই দিবে আর নিবে মিলাবে মিলিবে,যাবেনা ফিরে।

    • @ArnavFortune
      @ArnavFortune 3 роки тому +1

      hii monali

    • @sudeshnamondal2055
      @sudeshnamondal2055 3 роки тому +3

      Haa monali akdom thik

    • @abhragangulyroyalchallenge3257
      @abhragangulyroyalchallenge3257 3 роки тому +5

      অতীতে অনেক বাঙালি বৈঞ্জানিক মহান সন্তানেরা ইংরেজির হাত ধরেই বাংলা শেখেছেন। সেই তালিকায় মেঘনাদ সাহা ও ঞ্জানচন্দ্র ঘোষের মতো মানুষও রয়েছেন।এতে লজ্জিত হওয়ার কিছু নেই।

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 3 роки тому +1

      বৃহত্তর বাংলার এক তৃতীয়াং wb....প্রেক্ষাপটে হতে পারে....বাংলাদেশে না...এখানে পদার্থ রসায়ন জীববিদ‍্যা উচ্চতর অংক বাংলায় পড়ানো হয় এবং প্রচুর বইও পাওয়া যায়। এখানে আউট সোর্সিংও বাংলায় পড়ানো হয় এবং কলেজে স্কুলে হাতে কলমে শিখিয়ে দেওয়া হয় যা এখন ভারতের পরের স্থানও দখল করতে সমর্থ হয়েছে বৈকি। ঐ ইংলিশে ফটফটি এখানে একটু কম কারন চন্দ্রিলের মতে বাংলার স্মার্ট ললনাদের দক্ষিণ ভারতীয় পাত্র ধরার প্রবনতা এখানে নাই আর নারী-পুরুষ মিলে বিশ্বের সব চেয়ে লম্বা(দেড় কিলোমিটার)লাইনে দাঁড়িয়ে মদ কেনাকাটা(বিবিসি কভিড-১৯)এখানে আনস্মার্ট বাংলাদেশে কোনও দিনও হবে না দৃষ‍্যমান হয়তো।

  • @abhragangulyroyalchallenge3257
    @abhragangulyroyalchallenge3257 3 роки тому +83

    শীর্ষেন্দু মুখোপাধ‍্যায় একদা স্বয়ং আক্ষেপ করেন,তাঁর লেখা অনেকটাই যদি ইংরেজিতে অনুবাদ হতো তাহলে বহু পাঠকের কাছে পৌঁছতে পারতো।

    • @samorendranaru863
      @samorendranaru863 3 роки тому +2

      😌😌

    • @Mdmunna-jr2li
      @Mdmunna-jr2li 3 роки тому +1

      কেন

    • @Mdmunna-jr2li
      @Mdmunna-jr2li 3 роки тому

      @Subhadeep mandal আপনার কথাগুলো ঠিক

    • @abhragangulyroyalchallenge3257
      @abhragangulyroyalchallenge3257 3 роки тому +1

      @@Mdmunna-jr2li গত শতকে শেষ দশক ও চলমান শতকের বহু ভারতীয় ভিন্ন ভাষাভাষী লেখকেরা এই ইংরেজি ভাষার মাধ্যমে যথেষ্টই যশস্বী হয়ে উঠেছেন।সেই তালিকাটি নিতান্তই কম নয়।

    • @drizzlegolden2205
      @drizzlegolden2205 3 роки тому +2

      @@abhragangulyroyalchallenge3257 সেগুলো ইতিউতি পুরস্কারে হঠাৎ খবরে এলেও, ইংরেজিভাষীদের বেস্ট সেলারে কিন্তু কোনোকালে ওঠেনি। ওঁদের একজনও কিন্তু 'আজকের ভারতের এই প্রান্তিক ভাষা'র সাহিত্যিক সুনীল গাঙ্গুলির লেখার মানের এবং পাঠক-স্বীকৃতির ধারে কাছে পৌঁছতে পারেননি! ---সেটাও মনে রাখুন!
      মূল সমস্যা হল --আমরা এখানে বাংলা বই কিনিইনা প্রায়, বাংলাদেশে আবার লক্ষ লক্ষ জাল কপি বিক্রি হয়, এখানকার লেখক-কবির কপালে জোটে লবডঙ্কা! শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়ের আফসোস'টা এই আলোয় ফেলে একবার দেখুন তো!

  • @অপার্থিববিশ্বাস

    আধুনিক বাংলা কবিতা তো পাতে দেওয়ার মতো না। যিনি লেখেন তিনি এবং তার বাড়ির লোক ছাড়া আর কেউ পড়েনা ।

  • @tarunchakraborty9781
    @tarunchakraborty9781 3 роки тому +2

    অসাধারণ বাগ্মী ক্ষমতা। তুলনাহীন।

  • @anowarhossain2781
    @anowarhossain2781 3 роки тому +2

    বাংলা'র জন্য আপনার সংগ্রাম জয়যুক্ত হোক।

  • @লেফাফাদুরস্ত

    চন্দ্রিল ভট্টাচার্যের বাগ্মিতা মনো মুগ্ধকর।
    বাংলাদেশ থেকে

  • @naimislam7072
    @naimislam7072 2 роки тому +1

    বাংলাদেশ 🇧🇩থেকে শুনছিলাম।
    অসাধারণ যুক্তিনির্ভর এবং সময়োপযোগী বক্তব্য।

  • @pritamroy2706
    @pritamroy2706 3 роки тому +2

    দারুণ বলেছেন, প্রতিটা যুক্তিই সত্য!!!

  • @tanusreedas2180
    @tanusreedas2180 3 роки тому +76

    চন্দ্রিল যখন বলেন, তখন আর কিছুই লাগেনা। উনি রোজ দশমিনিট করে কিছু বলুন না, আমরা বাংলা শুনে ধন্য হই।

  • @dams0001
    @dams0001 3 роки тому +8

    অত্যন্ত প্রয়োজনীয় সোজাসাপ্টা কথা, তবে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বক্তা এড়িয়ে গেছেন - সেটা হ'ল রাষ্ট্রের দ্বারা সংগঠিত ভাষা আগ্ৰাসন ।

    • @sumanari4116
      @sumanari4116 3 роки тому

      @ arindam sengupta eta ekebarei baje kotha. West Bengal govt. bangla bhasar jonno sob chakrite bangla bhasake mandatory kore ni keno? 70% bangali govt. Job pabe tar gurantee dei ni keno? Sorbopori, government job creat korte pare ni keno? School, colleges e bangla bhasa abossik korte ke badha diyechilo. Kachakholami kore rajjo chole na. Bangali serial dekha jat. Serial dekhuk

  • @pandeyclara360
    @pandeyclara360 3 роки тому +3

    এত অসাধারণ, মুগ্ধ হলাম আবার ও। বাংলাদেশ থেকে।

  • @hsbagchi83
    @hsbagchi83 3 роки тому +8

    বাংলাভাষা সবার আগে মেয়েদের মধ্যে জনপ্রিয় করতে হবে,তবেই সংস্কৃতি রক্ষা পাবে।

  • @udaypramanik.9434
    @udaypramanik.9434 3 роки тому +2

    চন্ড্রিল দা অশেষ ধন্যবাদ।শুরু থেকে সমাপ্ত কখন শেষ হল দারুন।

  • @dipankargupta9359
    @dipankargupta9359 3 роки тому +23

    Chandril babu your philosophy and insight in this discourse was superb. Hope some people in the realm of the affairs will think of changing track.

  • @subhadeepgan
    @subhadeepgan 3 роки тому +6

    দারুণ👌🏻 কিন্তু বাংলার যে ট্যালেন্ট গুলো আছে তাদের চেপে রাখা হচ্ছে অনেক ক্ষেত্রে, উঠতে দেওয়া হচ্ছে না।। তার প্রতিবাদ হচ্ছে এবং হবে।।

  • @যমদূত
    @যমদূত 3 роки тому +27

    বাগ্মিতাও যে একটা আর্ট ফর্ম সেটা চন্দ্রিল বাবুর বক্তৃতা বা বিতর্কগুলি শুনলে উপলব্ধি হয়!!! 👍

    • @istiaqahmed5708
      @istiaqahmed5708 3 роки тому +1

      স্যার সলিমুল্লাহ সাথে চন্দ্রিল বাবুর বির্তক অনুষ্ঠান করলে দর্শকরা অনেক কিছু জানতে পারতো।

    • @subhankarchowdhury6145
      @subhankarchowdhury6145 3 роки тому +1

      5

    • @subhankarchowdhury6145
      @subhankarchowdhury6145 3 роки тому +1

      A a Gy

    • @hiyaghosh9967
      @hiyaghosh9967 3 роки тому +1

      ঠিক

    • @যমদূত
      @যমদূত 2 роки тому +1

      @@istiaqahmed5708 দুইজন সম্পূর্ণ ভিন্ন ধরণের লোক। বিতর্ক জমতো না।

  • @hrshanto1
    @hrshanto1 3 роки тому +5

    দাদা এটা পশ্চিমবঙ্গে সহ পুরো ভারতে হতে পারে বাংলাদেশে নয়।কিন্তু পুরো বিশ্বে বাংলার খুব ভালো অবস্থা।যেখানে পুরো বিশ্বে বাংলা ভাষাকে উপস্থাপন করছে বাংলাদেশ।🇧🇩জয় বাংলা।

    • @sanjoysom8054
      @sanjoysom8054 3 роки тому

      ঠিক বলছেন তো? ঢাকায় ক'টা english medium school আছে খোঁজ নিন।

    • @suchandanbanerjee1024
      @suchandanbanerjee1024 4 місяці тому

      আমাদের পশ্চিম বাংলার জনসাধারনের সামান্য একটু লজ্জা সরম কবে হবে কে জানে😢😢

  • @sandipansaha6989
    @sandipansaha6989 3 роки тому +2

    অসাধারণ বক্তব্য। দারুন লাগলো।

  • @somamukherjee3339
    @somamukherjee3339 3 роки тому +13

    দারুণ বলেছেন ,একেবারে বাঙালি জাতির সারাংশ যাকে বলে। তবে একটা কথা ,ওই যে বললেন না যে, বাঙালি সব সময় পুরনো দিনের তুলনায় আজকের দিন কে খাটো করে দেখে। হ্যাঁ ঠিকই তার কারন উত্তম কুমারের ১০০টা ছবির মধ্যে হয়তো ৩/৪ টি ছবি পাতে দেওয়ার মতো নয়, বা আরো গান, কবিতা,নাটক ,নভেলের ক্ষেত্রে ও পুরনো দিনের গ্রহণযোগ্যতা এমনই।অর্থাৎ পুরনো দিনে অনেক বেশি পরিমানের ভাল হতো এবং চোখে পড়তো।কিন্তু আজকের দিনেও ভাল হচ্ছে ,তবে সেটা এত কম যে চোখে পড়ছেনা।ওই অনেকটা সেলের কেনাকাটা র মতো, রিডাকশন মাল তবে এক আধটা কপাল জোরে ভাল বেরোতেও পারে।কিন্তু সেলের কেনাকাটায় তো উচ্চ শ্রেণির লোকেরা যায় না, যায় মধ্যবিত্তরা।বাংলা সংস্কৃিতির ক্ষেত্রে ও তাই।বর্তমান বাংলার হাল সেলের বাজারের মতোই, সেখানেও উচ্চ বিত্ত সমঝদার রা ঘেঁটে ভাল সাহিত্য বার করতে যায় না।কারণ সেটা তাদের কে ঠিক মানায়না। এবারে আসি ইয়াং দের কথায়. তারা বাংলা বিমুখ কেন??? ইংরেজি স্কুলে ক্লাস সিক্সের বইতে যে বাংলা পড়ানো হয় ,সেটা বাংলা অনার্স বা এম এ করার সময় আমরা পড়েছি।সভাবতই ওই ছোটো ছোট ছেলে মেয়েদের সেটা বোধগম্য হয় না এবং হওয়ার কথা নয়।তাই তারা বাংলা বিমুখ।এটা আমার সন্তানের ক্ষেত্রে ই হয়েছে,বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি।সিক্স সেভেনের বাচ্চারা কারক,বিভক্তি প্রত্যয় নাইবা পড়ল।নাইবা পড়ল বিদ্যাসাগর, বিবেকানন্দ, মাইকেল।এই সব লেখকদের বই বাংলা র বিশারদ রা ভাল করে বুঝতে পারে না তা আবার ওই ছোটো রা বুঝবে!!!! এর থেকে অনেক ভাল হয় যদি সহজ সরল লেখা ওদের কে পড়ানো হয়,তাতে করে ওদের বাংলা টা কঠিন ভাষা রূপে পরিগণিত না হয়ে অনেক বেশি আকর্ষনীয় হয়ে উঠবে। ছোট বাচ্চাদের কে দিয়ে বাংলা ভাষা র এনাটমি না করিয়ে আস্ত একখানা সুন্দর মূর্তি ওদের হাতে তুলে দিতে হবে,তবেই বাংলার প্রতি ওদের কে আকৃষ্ট করা যাবে।

    • @kanjilalbaishali
      @kanjilalbaishali 3 роки тому +1

      @soma Mukherjee : khub thik kotha bolechhen. Tobe gota desh (india) er ee cultural monobhab ta khub eee filmy filmy (hindi commercial cinema) oriented hoye jachhe. Ei exact kotha amar onyo rajyer onyo jaati'r bondhu ra o khub dukkho kore bolen. BHarot borsher regional culture beauty gulo kemon jeno bollywwod commercial muscle diye graash kore felchhe. Panjabi culture bolte amra dekhi hindi cinema r karan johar, sheta ee ferot giye Punjab e punabi der punjabi howa notun kore shekhachhe. Tai commercial media e je kono rajye ee jaan na keno, oi shei thor bori khara khara bori thor kore, hindi commercial art scape theke directly translate kore chalano hochhe. Amra aste aste thik aar bangali thakchhi na, amra jeta hoye jachhi sheta holo "sanjay Leela BHansali onumodito BYangali"

    • @moubhattacharyya1141
      @moubhattacharyya1141 3 роки тому +2

      Khub bhalo bolechhen. Prathomik bhabe bhashar proti agroho barate jeta aage sorkar seta holo chhotoder jonno boi lekha dorkar. sudhu obosore porar noi emonki school e porar boi o.
      Bohudin dhore jeta hoi lekhagulo boroder jonno ebong chhotoder school e porar boi e segulo theke tule niye dhukiye deoa. Chhoto theke oi apni jemon bollen sohoj bodhyo bhalo lekha kebol chhotoder jonno i emon jinis porate hobe.

  • @rahulmazumder613
    @rahulmazumder613 3 роки тому +6

    Onak din por new video palam chandril dar..puro guru dev 🙏🙏🙏

  • @Aditya-te7oo
    @Aditya-te7oo 3 роки тому +2

    "আমি সবকিছু আমার মাতৃভাষায় চাই, আমাকে অন্য একটা ভাষা কেন শিখতে হবে, কেন আমি নিজের মাতৃভাষায় সবকিছু পেতে পারি না ???" - এরকম চিন্তাভাবনা (পশ্চিমবঙ্গের) বাঙালিদের মধ্যে আমি দেখি না। যেকোনো ভাষাকে বড়ো হতে গেলে সেই ভাষার মানুষের মধ্যে সেই ভাষার প্রতি ভালোবাসা থাকতে হবে কিন্তু (পশ্চিমবঙ্গের) বাঙালিদের মধ্যে নিজের মাতৃভাষার প্রতি সেরকম ভালোবাসা নেই বা থাকলেও যতটা ভালোবাসা থাকার দরকার ততটা ভালোবাসা নেই।

  • @kS-td1ol
    @kS-td1ol 3 роки тому +12

    সরি দাদা,আমাদের মুখ্যমন্ত্রী বাংলা ভাষা ও সংস্কৃতিকে সেই উচ্চতায় নিয়ে গেছেন।শোনেননি সরস্বতী মন্ত্র আর চন্ডীপাঠ।

    • @Medico_Brothers
      @Medico_Brothers 3 роки тому +1

      Sorry dada amio kokhono swami Rabindranath Thakur er name kokhono sunini

    • @kS-td1ol
      @kS-td1ol 3 роки тому

      @@Medico_Brothers আমিও শুনিনি।

    • @suddhasattwasen4940
      @suddhasattwasen4940 3 роки тому

      নিজের নাম লিখতেও লজ্জা পায়..... ভক্তবাদের শেষ নেই

    • @kS-td1ol
      @kS-td1ol 3 роки тому +1

      @@suddhasattwasen4940 কোন্ ভক্তবাদের কথা বলছেন দাদা?নাম কোনো বড় ব্যাপার কি?আমি রামভক্ত ন ই বরং উল্টো!!

    • @DipanjanPaul
      @DipanjanPaul 3 роки тому +1

      @@kS-td1ol হেঃ হেহে। আসলে উনি নিজে কার অন্ধভক্ত সেটা উনি প্রকাশ করে দিলেন, আপনি একেবারে bull's eye তে লক্ষ্যভেদ করেছেন, কারণ আপনার মন্তব্য ওনার গায়ে লেগেছে।

  • @shilabiswas344
    @shilabiswas344 Рік тому

    সত্যি চন্দ্রিলবাবু আপনি সঠিক অনুধাবন করতে পেরেছেন।

  • @Arrow0007
    @Arrow0007 3 роки тому +17

    অনেকদিন পর নতুন ভিডিও পেলাম... স্যার এর কথা গুলো এক একটা থাপ্পড় এর মতো লাগলো 😔 জানি না উত্তরণ হবে

  • @drsarmishthaniyogi8159
    @drsarmishthaniyogi8159 3 роки тому

    অসাধারণ অনবদ্য খুব সুন্দর খুব ভালো
    মনের আরাম প্রাণের বিশ্রাম আন্তরিক আনন্দ
    ড শর্মিষ্ঠা ঘোষ নিয়োগী ।।

  • @ManiKumar-ht1cf
    @ManiKumar-ht1cf 15 днів тому

    All Gorkhabhasi must listen to Shri chandril babu because there is THE depth of enlightenment for us.
    DrMani kumar Sharma
    I share with those who want their culture to be understood and Lear from the
    comparative thought process.
    Siliguri
    20092024

  • @pawsbarasat1094
    @pawsbarasat1094 3 роки тому +2

    রূঢ় সত্য বলে দিলেন সাবলীলভাবে।

  • @bedabati-moudas9
    @bedabati-moudas9 2 роки тому

    মুগ্ধ হলাম। দারুণ বলেছেন।

  • @neelachatterjee3550
    @neelachatterjee3550 Рік тому +1

    Darun . Mon Valor hoy jai. Neela😊❤

  • @priyankarani2196
    @priyankarani2196 3 роки тому +1

    আপনার কথা শুনলে মন থেকে কেবল স্যালুটই আসে।

  • @anutapabhattacharya7541
    @anutapabhattacharya7541 3 роки тому +2

    আমি সামান্য মানুষ।তাও বহুদিন আগে আঃবাঃপঃ তে আমার একটা চিঠি ছাপা হয়েছিল,তাতে দাবী করেছিলাম ইং মিডিয়াম নয়,ভারতবর্ষের সব রাজ্যে রাজ্যের আঞ্চলিক ভাষা পড়ানোর মাধ্যম হোক,ইংরেজী হোক দ্বিতীয় ভাষা,অন্য যে কোনও ভারতীয় ভাষা হোক তৃতীয় ভাষা।শিক্ষা ব্যবস্থায় কোনও বৈষম্য নয়। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা শুধুই বৈষম্যময়😥😥। এতো সত্যি কথা ইং মিডিয়াম পড়ুয়ারা চাকরী ক্ষেত্রে এডভান্টেজ পায়,পড়াশোনার ক্ষেত্রেও পায় যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে দিল্লী বোর্ডকে গুরুত্ব দেওয়া হয়।চাকরীর ক্ষেত্রে হিন্দি ভাষী ছাড়া অন্যদের ইংরেজী ছাড়া গতি নেই,সেজন্য চতুর্থ শ্রেণীর কেঃ সরকারী সব চাকরী হিন্দীভাষীদের দখলে এবং বাংলা এখন হিন্দি উপনিবেশ।

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 3 роки тому +1

      আপনার মতো বুদ্ধিমতি এপার বাংলায় আরও প্রয়োজন এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি এবং করছি। আগে নিজের ভাষায় বোঝার চেষ্টা করতে হবে তার পরে দাসত্বের ভাষা যে যা ভাল শিখতে পারে তত দামী দাস হতে পারার যোগ‍্যতা অর্জন করবে।

    • @sharmisthaseal9099
      @sharmisthaseal9099 3 роки тому +2

      ঠিক

    • @kingdomofsaqulu7623
      @kingdomofsaqulu7623 3 роки тому +1

      @@sarkaralihaider3212 আপনাদের দেশের BUET এ কিন্তু ইংরেজি ভাষায় পড়ানো হয় বাংলার পাশাপাশি। কারন প্রযুক্তিবিদ্যার (engineering) বেশ কিছু ভাল বই ইংরেজিতে লেখা , কারন বেশিরভাগই ইউরোপিয় বৈজ্ঞানিক / লেখক-লেখিকা।

  • @AnjanaGautamOfficial
    @AnjanaGautamOfficial 3 роки тому

    কি ভীষণ সত্যি টা বললেন।।।
    আমার চ্যানেল এ নতুন গান দিয়ে ‌দিয়ে ক্লান্ত হয়ে গেলাম।। বাঙালী শুনতে ই চায় না।।
    খুব ই আফশোস হয়।।।

  • @sompritiorganisation3790
    @sompritiorganisation3790 3 роки тому +2

    বরাবরের মতই মন্ত্রমুগ্ধ 🖤

  • @naimulhaq9626
    @naimulhaq9626 3 роки тому +13

    For development, every nation indispensably need to cultivate in one's own mother tongue. All over India (not just in W. Bengal) English is the language of education, governance, even the constitution was written by a British. In Bangladesh English is taught as a second language, but the culture of publication in Bengali (yearly Boi Mela) helps form the foundation, for development of national identity.

    • @arc8244
      @arc8244 3 роки тому

      Well yes but in india the widest spoken language is hindi but 40 percent speakers it. Indians 8 to 9 percent speak bengali. So a mediating language is needed. But in bangladesh 95 plus percent speakers are bengali . So it is possible there.

    • @চলচ্চিত্রকথা
      @চলচ্চিত্রকথা 3 роки тому +4

      ​@@arc8244 উত্তর ভারতীয়দের ভাষা হিন্দি নয় ওদের ভাষা হলো অবধি , মেয়ারি, ব্রজ ভাষা , ভোজপুরি ভাষা ইত্যাদি | এগুলোকে হিন্দির উপভাষা বলে হিন্দির সংখ্যা বাড়ানো হয়েছে | আসলে হিন্দি হয়তো ১ শতাংশ লোকেও বলে না |

    • @TensectAnimation
      @TensectAnimation 2 роки тому +1

      @@arc8244 বাংলাদেশের ৯৮% মানুষ বাংলায় কথা বলে।।। 💝

    • @sanjoysom8054
      @sanjoysom8054 2 роки тому +1

      I think your mother tongue is not english.

    • @imthebest5019
      @imthebest5019 2 роки тому +1

      @@চলচ্চিত্রকথা hindi not even 1% in India. What you hear that is urdu. Hindi removed from India long back.

  • @pampagope3529
    @pampagope3529 2 роки тому

    দায় তো সকলেরই ।

  • @shshikavita9962
    @shshikavita9962 2 роки тому +1

    অনুপ্রাণিত বক্তব্য

  • @sushmitamanna3648
    @sushmitamanna3648 2 роки тому

    Ato sundar bangla Chandril da chara r bolbe ke????? 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰sunei kan ta jurie jay...

  • @pritamroy2706
    @pritamroy2706 3 роки тому +16

    বাংলা সহিত সংস্কৃত ভাষাকে সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে, সে পাঠক্রম যে কোনো মাধ্যমেই হোক না কেন, প্রথম শ্রেণী থেকে দ্বাদশ অবশ্যই আবশ্যিক বিষয় হিসেবে রাখতেই হবে।

    • @alokekantighosh2887
      @alokekantighosh2887 Рік тому

      হিন্দি, উর্দু ,আলচিকি ভাষাকেও নার্সারি থেকে মাষ্টার ডিগ্ৰী পযর্ন্ত পড়ানো উচিৎ।

  • @atreyeeghosh7247
    @atreyeeghosh7247 3 роки тому +4

    নতুন প্রজন্মের কিছু সংখক মানুষ এই ভিডিওটি দেখেছেন এবং প্রশংসা করেছেন। সংখ্যাটি বিশেষ বড় না হলেও একটি আঞ্চলিক, মৃত প্রায়ে সংস্কৃতি কে বয়ে নিয়ে যেতে পারবে আশা করছি। তাই বোধ করি, এখনো আশার আলোটি‌ সম্পূর্ণ ভাবে নিভে যায় নি।
    ইতি,
    নতুন প্রজন্ম।

    • @NoOne-ul8dy
      @NoOne-ul8dy 3 роки тому +1

      অসম্ভব দাদা। বাঙালির মধ্যে নতুনত্ব গ্রহণ করার ইচ্ছা বা সাহস কিছুই নেই।
      আর ভাষা, সাহিত্য-সংস্কৃতি গায়ের জোরে শেখানো যায় না।

    • @atreyeeghosh7247
      @atreyeeghosh7247 3 роки тому

      @@NoOne-ul8dy কিছু ব্যতিক্রম সব খেত্রে থাকে। তাই এই সংস্ক্রিতি বয়ে নিয়ে চলার মত ব্যতিক্রম এই প্রজন্মেও আছে। তাই নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবেই দাইত্য নিয়ে বলছি, there yet a lot more left to the language Bengali. Climax এখনো বাকি আছে।
      Also, please don't call me Dada. I am girl who is to young to fall under any of these "dada-didi" categories😜

  • @apratimnanda1202
    @apratimnanda1202 3 роки тому +5

    দুঃখ জনক বাস্তব 🥺👍

  • @dr.chittaranjansutradhar2959
    @dr.chittaranjansutradhar2959 3 роки тому +3

    , শাশুরি বউমার সাংসারীক বিবাদ, পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই-ভাই বিবাদ, বিকৃত হরমনের আপেক্ষিক অভিব্যক্তি, সস্তা প্রেমের গল্পে উপন্যাসে সংস্কৃতি অগ্রসর হবে না৷ তার জন্য জীবনকে অধ্যায়ণের নব-নব দ্বার উন্মোচন করতে হবে৷

    • @joymondal3980
      @joymondal3980 3 роки тому

      Eto gulo comment er moddhe asol kotha ta ekmatro apni bileche

  • @udaysankarmandal4980
    @udaysankarmandal4980 3 роки тому +3

    🔥🔥বরাবরের মতো মুগ্ধ হলাম

  • @arunnakshatra1003
    @arunnakshatra1003 3 роки тому +7

    বাংলা খাঁটি শব্দ জল ।
    কিন্তু আমরা বাংলাদেশীরা হিন্দি ভারতীয় শব্দ পানি বলি ছি লজ্জা।

    • @arunnakshatra1003
      @arunnakshatra1003 3 роки тому +5

      @@EastWestEid আরে পাগল পানি হিন্দি ভাষা,,, হিন্দি ভাষার হিন্দুরা পানি বলে , জল বাংলা ভাষার শব্দ ,,, বাংলা ব্যাকরণ বই দেখো

    • @mytube2000
      @mytube2000 3 роки тому +1

      কোনোটাতেই কোনো ভুল নেই জল বা পানি দুটোই সংস্কৃত ভাষা থেকে আগত। জল হল তৎসম শব্দ এবং পানি হল তদ্ভব শব্দ। ‘পা’ ধাতুর সঙ্গে ‘অনীয়’ প্রত্যয় করে হয় “পানীয়” সেখান থেকেই অপভ্রংশ হয়ে পানী/পানি -র উৎপত্তি।

  • @deepanjanachakraborty2756
    @deepanjanachakraborty2756 3 роки тому

    উঃ আপনার কথা খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ

  • @subirambaly4141
    @subirambaly4141 3 роки тому +1

    অসাধারণ চন্দ্রিল

  • @TheWorkerAndTinker
    @TheWorkerAndTinker 3 роки тому

    ❤️❤️❤️❤️prochur bhalobasha. Darun Chandril da👌👌

  • @subhajitmandal7576
    @subhajitmandal7576 3 роки тому +3

    Outstanding speech.

  • @mdshahidraja3656
    @mdshahidraja3656 3 роки тому +3

    কথা গুলো ❤️

  • @সত্যমেবজয়তে-ঠ৯ঘ

    দারুন 👌

  • @APSPlato
    @APSPlato Рік тому

    Aj Rabindranath thakle, Chandril Da r video gulo mon diye dekhto. Ato sabolil vabe nijer kotha evabe tule dhora... I believe, Rabindranath o khusi hoto...
    All the best... Jai Hind...

  • @Aditya-te7oo
    @Aditya-te7oo 3 роки тому +5

    28:23 "বইটি পড়া হয়নি কিন্তু দারুণ লিখেছেন" 😂😂

  • @deeptamanghosh5994
    @deeptamanghosh5994 Рік тому +1

    ❤️

  • @apuchandrabarman
    @apuchandrabarman 2 роки тому

    ভালোবাসা অবিরাম চন্দ্রিল দাদা❤️❤️

  • @চলচ্চিত্রকথা

    যেকোনো সংস্কৃতিকে দিনের সাথে এগিয়ে যেতে হয় | বাংলা কি করছে সেটা ?

  • @amitsen1431
    @amitsen1431 3 роки тому +3

    আমাদের সংস্কৃতির মূলে শ্যাওলা জমে গেছে...আমরা অন্ধ আনুগত্যপ্রবন হয়ে পড়েছি...আমরা দক্ষিন ভারতে কেনো ভালো বানিজ্যিক ছবি বানানো হয় বাংলায় কেনো হয় না এটা বলে থাকি...কিন্তু আমরা এটা ভেবে দেখি না ওখানে হলের যা সংখ্যা বা ওখানকার মানুষের নিজস্ব সংস্কৃতির প্রতি যা আকর্ষন ততটা কি বাংলায় আছে...হ্যাঁ এখানে তথাকথিত আর্ট ফিল্ম অনেক ভালো তৈরী হয় সম্ভবত যাতে চিন্তাশক্তির বৃদ্ধি ঘটায়...উদার প্রগতিশীল ভাবনার জন্ম দেয়...কিন্তু সেই ছবি কি বিশাল ব্যবসা করতে পারে? আমরা চাই না তাই পারে না....আমরা যদি সংস্কৃতিপ্রেমী হতাম তাহলে বাঙালী শিল্পপতিরা কিংবা বাংলায় বসবাসকারী পুঁজিপতিরা টাকা ঢালতে বাধ্য হতেন...এখানে টুম্পা সোনা গানটা ১০০ মিলিয়ন ভিউজ পায় কিন্তু তার তুলনায় অনেক ভালো গানও ২-৩ মিলিয়নের বেশি ভিউজ পায় না...তার মানে বাঙালী সিনেমা দেখছে না গান শুনছে না এমন নয়...তাহারা অপসংস্কৃতি ও বিনোদনমূলক সংস্কৃতির অনুরক্ত হয়ে পড়েছে...চিন্তাশীল সংস্কৃতির থেকে তাহাদের বেশিরভাগ অংশ ই মুখ ফিরিয়ে নিয়েছে
    তাই আমাদের ভাষা সংস্কৃতি সমাজের নবজাগরণ দরকার...কিন্তু বিড়ালের গলায় ঘন্টা টা বাঁধার জন্য একজন রামমোহন বা বিদ্যাসাগর বেগম রোকেয়ার মতো প্রগতিশীল চিন্তানায়ক দরকার যাহারা এই নবজাগরণের শুভ সূচনা করবে...
    চন্দ্রিল বাবু ওনার জনপ্রিয়তা ব্যবহার করে একটা নতুন সমাজ আন্দোলন করতে পারেন...তাহলে হয়তো আরো ভালো হবে

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 3 роки тому

      সচেতন ভাবে নজরুলকে এড়িয়ে গেলেন...মুসলমানী শব্দ বাংলা ভাষায় ঢুকানোর জন্য বোধ হয়। একটা শ্যামাসঙ্গীত লিখে গর্বিতরা দেখিয়ে দিক হিন্দু বাঙ্গালী আর মুসলমান বাঙ্গালীর ইসলামী গানে যেসব শব্দ ঢুকিয়েছেন তা ওদের ধর্মীয় আদী হিন্দু বাংলা থেকে অনেক অনেক কম কিন্তুু বৃহত্তর বঙ্গদেশে মুসলমান 70% এরও বেশি। সুতরাং নজরুল সচেতনভাবেই গণতান্ত্রিক মুল্যবোধে শুধু হিন্দু মেয়ের প্রেমে পরলেও মুসলমান স্বকিয়তা বা সংখ্যা গরিষ্ঠার কথা ভূলে যান নি--- এ জিনিষটাও মাথার মধ্যে রেখেছেন কি?...প্রাকৃতিক ভাবে কোনটি বদ্ধিঞ্চু আর কোনটি ক্ষয়িষ্ণু (যা এখন আপনারা বলছেন) তা নিশ্চয়ই চোঁখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে না।

    • @apratimnanda1202
      @apratimnanda1202 3 роки тому +2

      @@sarkaralihaider3212 নজরুল আমাদের বুকে বাস করেন । এর থেকে বেশি কিছু বলতে পারলাম না🙏🏻

    • @sarkaralihaider3212
      @sarkaralihaider3212 3 роки тому

      @@apratimnanda1202 পারবেন তো না--ই। সেটা আগেই জানি। সংখ্যাগরিষ্ঠর মনের ভাষা বাংলায় করতে গিয়ে কিছু পার্সি উর্দু ঢুকাইয়াছেন...যা করা উচিৎ ছিল তাই করেছেন...আপনি আমি তাঁর সমালোচনার যোগ্য কি?

  • @juliaaditya7570
    @juliaaditya7570 3 роки тому

    অনবদ্য, সঠিক কথা।

  • @somnathacharyya6372
    @somnathacharyya6372 3 роки тому

    Chandril Bhattacharya is too clever.

    • @somnathacharyya6372
      @somnathacharyya6372 3 роки тому

      I ignore the comments of those intellectuals who argue for mother tongue. All these are false. When there was balmfront(left front) regime in West Bengal the then leaders used to preach vociferously for mother tongue in education and abolished English language study upto class V but they themseves did not blundered at depriving English education for their wards. Instances are their in all India level also - for example Mr Mulayam Singh Yadav - who established himself as the devout supporter for Hindi but did not err in giving his son the privilege of English education.
      In the end I add that we should not have any wrong notion of language study. The language that has the potential to serve the humanity best must be studied laboriously and diligently even if it means disregarding or neglecting one's mother tongue. A lot of languages have already abolished from the earth and a lot more are set to follow suit. If all the languages existed and if we all stubbornly cultured them oblivious of the surrounding people who may not speak or understand my language everything will be thrown into confusion.

  • @krishnakaliroy2896
    @krishnakaliroy2896 3 роки тому +1

    খুব সত্যি কথা। বাঙালি ই আজ বাংলা শিখতে চায়না

  • @s.a.zamansheikh7386
    @s.a.zamansheikh7386 3 роки тому

    চন্দ্রিল দা, সবসময় সেরা।

  • @codered81
    @codered81 3 роки тому +1

    পুরো বক্তৃতা টা বাংলায় দিলেন , দারুন

    • @poetrydoor939
      @poetrydoor939 3 роки тому

      এটা দারুণ বলেছেন... সত্যি উনি অসাধারণ...❤️

  • @xihanchy3639
    @xihanchy3639 3 роки тому +2

    চন্দ্রিল দার কথায় মধু আছে, ইসস আমি যদি পারতাম 😔

  • @monicamukherjee7835
    @monicamukherjee7835 2 роки тому +1

    WOW! His comments are amazingly meaningful. I stayed in US for work nearly 28y, now I am settled in Kolkata, India. I am disappointed as well as disgusted to see that bengali culture is going down the spiral. It's not only in serial/ movies, it spreaded everywhere. Young girls are smoking/drinking on the streets whereas US government banned smoking everywhere in the office buildings, even in taverns too. About serials, half of the dialogues are in English with wrongly pronounced. Recently, in Mithai serial, main male character, Sid, says Jesus Christ whenever he is angry. Whoever is the writer, doesn't know that how offensive is that for a Christian devotees. He is taking Jesus's name in vain. Although, it's a popular colokial in US, yet not in educational system. This is not my opinion, one prist explained too me. Even though I am Hindu, but I used to go to the church with my friends. So, whenever I hear that I felt angry with the writer's ignorance. This is happening in Bengal. What a shame.
    Maybe some people will not like my next comment: to me Mr. Chandril is like Nachiketa since I love to listen to music. I am trying to gather few pearls from these vast wasted culture. How come Hemanta, Manna Dey, Sandhya etc....sang so many beautiful songs one after another and Rupankar just sang one song, e tumi kemon tumi, that's it. Where is he now. I salute Nachiketa, coz he is a lyricist, musician as well as a singer just like western countries.
    We need more Chandril, more Nachiketa. No offense to anyone. I didn't mean to hurt anyone's feelings. I am just expressing my thoughts with a heavy heart ❤

    • @tamal
      @tamal 2 роки тому

      We have diluted the values of quality education. It actually started way back in the 80s when teaching English was banned in govt schools by the then govt. So middle class bengalies those who could afford had slowly started leaving state board and switched to ICSE/CBSE (central boards) where medium of instruction was primarily English. Within a decade there were 1000s of new English medium private schools, and state board schools with millions of poorer students were good for nothing, eventually started rotting. That had created a cultural paradigm shift in the middle-class bengali society - haves vs haven't. Back in 90s the same govt had vehemently opposed computerisation and the "English educated" middle class had started emigrating elsewhere.
      Although govt changed in 2010, quality of education didn't improve much. For 2 years (state govt) schools & colleges were shut due to Covid. There were no online classes, no exams, whereas upper-middle class enjoyed all the fruits of online education. Even today govt schools & colleges are shut due to prolonged summer vacation, whereas private ones are working as usual via online.
      Internet availability has widened the gap between haves-vs-haven't even further. My own kids grew up watching Disneys, Harry Potters, Lord of the Rings, Marvel, and UA-cams, studying in English medium schools for 10+ years, simply cannot connect to the Bengali society or the language. Although Bengali is their 2nd language in school, they are "thinking" in English only. They watch Sonar Kella, Hirak Rajar Deshe, forced read Tagore & others (to pass exams) but they don't enjoy Bengali contents as much as I did when I was kid. I guess, for them career is far more important today than language or culture.

  • @muradchoudhury
    @muradchoudhury 3 роки тому

    একদম সত্যি কথা

  • @joyshreemahanty9806
    @joyshreemahanty9806 3 роки тому +1

    অসাধারণ ❤️

  • @tonmoykarmoker1900
    @tonmoykarmoker1900 3 роки тому +5

    অসাধারণ!
    চোখে আঙুল দিয়ে দেখানো,
    ভুলগুলো আমাদের নিজেরই।
    এবং পরোক্ষ ভাবে সলিউশানটাও দিয়ে দেওয়া।
    ধন্যবাদ।

  • @pradiptamondal1396
    @pradiptamondal1396 Рік тому

    👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @AmitDas-ne6vn
    @AmitDas-ne6vn 3 роки тому +5

    স্টেজের সামনে পাগলের মতো হাসছে কারা? এখানে কি কোনো হাসির কথা বলা হয়েছে? স্পষ্টতই হাসা-হাসির আওয়াজ শোনা যাচ্ছে। কী অদ্ভুত!

  • @Devgandher
    @Devgandher 2 роки тому

    👌👌👌

  • @rahuldatta5208
    @rahuldatta5208 3 роки тому

    অসাধারণ সুন্দর কথা

  • @suchanddrama
    @suchanddrama 3 роки тому

    Khub shundor hoyechhe. Khub bhalo laglo.

  • @ankurpurkait5521
    @ankurpurkait5521 3 роки тому +2

    সমালোচনা তো সবাই করতে পারে...সমাধান টা দিলেন কই?

  • @nimaidas1557
    @nimaidas1557 3 роки тому +2

    ফেসবুক, হোয়াটসঅ্যাপেও রোমান বাংলার রমরমা। বাংলা অচল।

  • @kuroclawz
    @kuroclawz 3 роки тому +8

    বাংলা ভাষা, হিন্দি ভুত এবং কিছু প্রসংগ
    আদনান সৈয়দ
    জিসানের বয়স আট, পড়ছে বাংলাদেশের একটি ইংরেজী মিডিয়াম স্কুলে। বেশ প্রাণচঞ্চল আর প্রচন্ডমেধার অধিকারি এই ছোট্ট শিশুটির চোখে-মুখে অনেক আশাবাদী স্বপ্নের ছোঁয়া লেগে আছে। জিসান বাংলা-ইংরেজী মিশিয়ে ওর মা-বাবা আর চারপাশের চেনা পরিচিতদেরসঙ্গে ভাষাগত যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। কিন্তু গত কত কয়েকদিন আগে একটা ছোট্ট ঘটনা ওর পরিবারের সবাইকে একটা বিপদ সংকেতে ফেলে দিল। জিসান কম্পিউটারে ভিডিও গেম খেলছে আর অনর্গল হিন্দিতে নিজের সাথেই কথা বলে যাচ্ছে। অবাক কান্ড! বিশুদ্ধ হিন্দি জবান এই আট বছরের শিশুর মুখে!! সবাই খুব অবাক হলেও ওর মা কিন্তু মোটেও ততটা অবাক হলেননা। ওর মার দাবি এর জন্য দায়ী টিভি মিডিয়া অর্থাৎ হিন্দি চ্যানেলগুলো। বাচ্চাগুলোকার্টুন নেটওয়ার্ক এর উপর প্রায় সারাক্ষনই হুমরি খেয়ে পড়ে থাকে। আর এইকার্টুনগুলো ইংরেজী ভাষা থেকে হিন্দিতে রূপান্তরিত। বোঝা গেল এই কচি কন্ঠে বিশুদ্ধ হিন্দির জায়গা করে নেওয়ার পেছনের রহস্যটা কী? এবার সত্যি ভয় পেতেহল! বাংলা ভাষাটা অদুর ভবিষ্যৎে বাংলা ভাষায় থাকবেতো? যে ভাষার জন্য আমাদের এত প্রাণ, এত রক্ত ক্ষয় সেই প্রিয় ভাষাটি ধীরে ধীরে হিন্দি-ইংরেজি সংমিশ্রনে এক অদ্ভুত ভাষায় পরিণত হয়ে যাবে সেটি ভাবতেই গা শিউরে উঠল। শুধু ভাবছিলাম, বুদ্ধদেব বসু যে অর্থে আধুনিক নগর সভ্যতাকে’সভ্যতার চন্ডলাবৃত্তি’ বলে গাল দিয়েছিলেন, মিডিয়ার মাধ্যমে আমাদের ভাষার বারোটা বাজানোর জন্য আমরা কি ’মিডিয়ারচন্ডলাবৃত্তি’ বলতেপারিনা? কার্টুনগুলো বাংলায় রূপান্তর করে আমাদের জাতিয় চ্যানেল গুলোরমাধ্যমে সহজ বাংলায় শিশুদের প্রাণে তুলে দেওয়া হয়তো প্রাথমিক ভাবে খুবব্যায় সাপেক্ষ ব্যাপার কিন্তু চেষ্টাটা করতে অসুবিধা কোথায়? বলার অপেক্ষা রাখেনা যে এক্ষেত্রে সরকারের নীতিগত অবস্থান একটা অতি জরুরী বিষয়।টিভি চ্যানেলগুলো আমাদের নতুন প্রজন্মদের বাংলা ভাষা ও শিল্প-সংস্কৃতি শিক্ষায় বাধ্যতামূলক কিছু অনুষ্ঠান করার জন্যে নীতিমালা প্রনয়ন করা যায় না? তাতে কিন্তু উপকার হত আমাদের নতুন প্রজন্মদের যারা তিল তিল করে তাদের ছোট্ট ধমনিতে লালন করছে তাদের প্রিয় ভাষা আর হাজার বছরের গর্বিত ঐতিহ্য।
    আরেকটা জরুরী প্রসংগ। আমাদের আদিবাসীদের যে ভাষা আছে সেই ভাষার অস্তিত্বটা কোথায়? যে সাঁওতাল, গাড়ো, মনিপুুরী অথবা কোচ শিশুটি ধীরে ধীরে বড় হচ্ছে সেই শিশুটি রক্তে তার নিজস্ব সংস্কৃতির শেকড়টি কতটুকুনইবা গাঁথতে পেরেছে!এক্ষেত্রে বাংলার পাশাপাশি অন্যান্য আদিবাসী সব ভাষাগুলোকে জাতিয় ভাষায় মর্যাদা দিয়ে এদের রক্ষনাবেক্ষনে সরকারী ভাবে কোন উদ্যোগ নেওয়া হচ্ছে কী? জানি না। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আদিবাসী ভাষা একটি বিষয়( subject) হিশেবে রাখা হয় কিনা তাও জানি না। যদি তা হয়ে থাকে তাহলে তো সাধুবাদ। ভারত বিভিন্ন ভাষাভাষীর দেশ বলেই হয়তো লোকসভার এক বক্তৃতায় নেহরু বলেছিলেন,”
    There is no question of any one language being more
    a national language than the other; Bengali or Tamil
    or any other regional language is as much the Indian
    national language as Hindi”.
    একটা রাষ্ট্রে বিভিন্না ভাষা থাকতেই পারে। বাংলা আমাদের প্রধানতম ভাষা। কিন্তুবাংলার পাশাপাশি অন্যান্য আদিবাসী ভাষার অস্তিত্বও এই ছোট্ট ভুখন্ডে জায়গাকরে নেওয়া উচিৎ। আমেরিকার প্রধান ভাষা ইংরেজি। কিন্তু ইংরেজির পাশাপাশি জনসংখ্যানুপাতে স্প্যানিশ, চাইনিজ, হিন্দি,ফরাসি ইত্যাদি ভাষা সমানভাবেই আদৃত। কোন আমেরিকান যদি মনে করেন তিনি ইংরেজি ভাষার পরিবর্তে স্প্যানিশ অথবাহিন্দি ভাষায় কথা বলে তাঁর জীবন কাটাবেন, তাতে কারো কোন আপত্তি থাকার কথা নয়। আমেরিকার যে কোন বিশ্ববিদ্যালয় থেকে একটা ডিগ্রি অর্জনকরতে হলেও কোন একটি বিদেশী ভাষার উপর অল্প-বিস্তর দখল থাকা চাই । আমাদের জাতিয় ভাষাগুলো সম্পর্কেও একই কথা বলা যায়। রাষ্ট্রের প্রতিটিসচেতন নাগরিক এই ভুখন্ডের অন্যান্য ভাষাভাষীদের ভাষা নিয়েও সমানভাবেচিন্তা করবে, ভাববে এমনটাই কি স্বাভাবিক নয়?
    শেষ কথা হল, বাংলা ভাষা কোন রকম হুমকি ছাড়াই আমাদের নতুন প্রজন্মদেরমুখে মুখে ঘুরে বেড়াক এটাই আমাদের প্রাণের দাবী। আর সে কারনেই আমরা দৃঢ়ভাবে চাই আমাদের ভাষা মিডিয়ার ডাকাতদের কালো হাত থেকে রক্ষা পাক। আজ যে কারনে একুশে ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিশেবে বিশ্বে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে সেই দায় থেকেই আমাদের অন্যান্য অপেক্ষাকৃত দুর্বল ভাষাভাষীদের মুখের ভাষার প্রতি গভীর শ্রদ্ধায় নত হতে হবে। আর এই মহৎ কাজটি করার মানেই হল প্রকারান্তরে আমাদের ভাষা আর সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া,ভালোবাসায় নত হওয়া।
    বাংলা ভাষার জয় হোক।

    • @somamukherjee3339
      @somamukherjee3339 3 роки тому +1

      আপনার ডাকাত মিডিয়া কথাটির সঙ্গে আমি সম্পূর্নভাবে একমত।এবার আসি কার্টুন প্রসঙ্গে, শিশু দের জন্য যে কার্টুনগুলো পরিবেশন করা হয় তা অতি অরুচিকর।এরফলে বাচ্চার মানসিক স্বাস্থের কী পরিমান ক্ষতি হয় তা প্রত্যেক মা বাবা ই জানেন।উদাহরণ স্বরূপ সিঞ্চন ,নোবিতা কেই দেখে নিন।ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি নোবিতা দেখতে দেখতে আমার মেয়ে সম্পুর্ন রূপে নোবিতার ক্যারেক্টারে ঢুকে পড়েছিল,সেখান থেকে বার করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে৷ কিন্তু বাংলা সাহিত্যে এমন অনেক রুচিকর উপাদান রয়েছে যা দিয়ে অনেক উন্নততর কার্টুন বানানো যেতে পারে।যেটা শিশু চরিত্রের মানসিক দিকটিকেও উন্নত করবে এবং বাংলা ভাষারও উন্নতি সাধন করবে।

    • @kuroclawz
      @kuroclawz 3 роки тому +2

      @@somamukherjee3339আপনার সঙ্গে একমত। দু:খজন হল আমরা নিজেরাই এখন আমাদের হাজার বছরের সংস্কৃতি ভুলতে বসেছি। যে গর্ব আমাদের আত্মায় ধারণ করার কথা তা হয়নি। ইউরোপ আমেরিকার সংস্কৃতির আদলে আমরা আমাদের নতুন প্রজন্মদের গড়ে তুলছি। আমি থাকি নিউইয়র্কে। এখানে দেখছি বাঙালি বাবা-মা অকারণেই তাদের সন্তানদের সঙ্গে ইংরেজিতে কথা বলছেন। কেন বলছেন জানি না। কারণ ইংরেজি ভাষাটি এখানকার একটি শিশুর আত্মায় গেঁথে দিচ্ছে তার বন্ধু-বান্ধব, ইউটিউব চ্যানেল, স্কুল আর চারপাশের পরিবেশ। অথচ লক্ষ্য করবেন একজন স্পেনিশ, ইটালিয়ান, জাপানি তারা নিজ বাড়িতে কথা বলছেন নিজের ভাষায়।(যদি না তাদের জন্ম আমেরিকার মাটিতে না হয়।) খুব দুঃখজন যে আমরা আমাদের সন্তানদের কোন ভালো সংস্কৃতি শেখাতে পারিনি। আমাদের রয়েছে পাহাড় সমান ‘আইডেনটিটি ক্রাইসিস’। নিজের ঘর নিয়ে আমরা আত্মশ্লাঘায় ভুগি না। বাংলা ভাষার ভবিষ্যৎ, বাংলা সংস্কৃতির ভবিষ্যৎ এখন সংকটের মুখে। রাষ্ট্র, সমাজ, ব্যাক্তি সবাই চোখ বুজে আছে। অথচ এই ভয়ানক অন্ধকার থেকে মুক্তি আমাদের জরুরী। ভালো থাকবেন।

    • @debasishaditya3019
      @debasishaditya3019 3 роки тому

      আমার 4 বছরের মেয়ে মধু কে বলে সাহেদ। মাঝে মাঝে বলে কাশ মে ঘুমনে যাতা। 🙄🙄🙄 আরো অজস্র হিন্দি কথা বলতেই থাকে টিভি কার্টুন দেখে শিখে। 😢😢😢

    • @kalidas1965
      @kalidas1965 3 роки тому

      আপনার নিজের ক'টি বানান ভুল, তা জানেন তো?

    • @sanjoysom8054
      @sanjoysom8054 3 роки тому

      আপনার নামটা কি বাংলা শব্দে তৈরি? আপনারা কত আরবি শব্দ ঢুকিয়েছেন জানেন কি? একটু খোঁজ নিন। অজান্তে এগুলো ঘটে গেছে। আমি তো অনেক কথার মানেই বুঝতে পারিনা। আরবি অভিধান দেখে নিতে হয়। ধন্যবাদ।

  • @benoykarmoker7591
    @benoykarmoker7591 3 роки тому

    অসাধারণ! সহমত

  • @krishnakaliroy2896
    @krishnakaliroy2896 3 роки тому

    অসাধারন, অসাধারণ

  • @pakaibond
    @pakaibond 3 роки тому +1

    Excellent ❤️❤️❤️❤️❤️

  • @sumanmukherjee4710
    @sumanmukherjee4710 3 роки тому

    Ami 42 bochorer bangali, chhoto bela theke Uttam Kumar Suchitra sen er cinema dekhi, khub valo lage, Uttam Kumar er Agniswar cinema ta sedin abar dekhlam, bhishon valo laglo, joto bar dekhi valo lage, kintu notun Bengali cinemar modhe 1 matro Sandip Roy & Koushik Gangulir cinema chhara bangla cinema dekhi na bollei chole....mon theke bolchhi Bengali cinema jodi abar sei rokom vabe amake tane ba Bengali cinemar jodi unnoti hoi khub valo lagbe...