খুব সহজে এবার অর্কিড গাছ করুন একটি গাছ ও মরবেনা || Orchids Care 2022
Вставка
- Опубліковано 23 лис 2024
- খুব সহজে এবার অর্কিড গাছ করুন একটি গাছ ও মরবেনা || Orchids Care 2022
অর্কিড গাছ আমরা সবাই বাগানে লাগাতে চাই , কিন্তু ভাল পরিচর্যা না জানার কারনে সবাই ভীষণ অসুবিদার মধ্যে পড়ি। আজকের এই ভিডিও আশাকরি অনেক মানুষের কাজে লাগবে।
ভিডিওতে আলোচ্য বিষয়ঃ-
১. অর্কিড সেট কেমন হওয়া উচিত ?
২. অর্কিড কোন সময় পটিং করা হয় ?
৩. খাবার কোন সময়ে কি দিলে ভাল হয়?
৪. অর্কিড লাগানোর জন্য কেমন মিডিয়া লাগে ?
ইত্যদি--------
ভিডিও টি ভাল লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না
অর্কিডের পরিচর্যা -
Subscribe To My YT Channel - / sourcecounting
Follow My FB Channel- / sourcecounting
Follow My InstaGram - / source_counting
My 2nd Channel - / @sourcecountingvlogs
** Note Pleases **
===============
If you want to promote your business through our UA-cam channel, please contact the official number given below ...
আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার ব্যবসার প্রচার করতে চান তবে অনুগ্রহ করে নীচে দেওয়া অফিসিয়াল নম্বরে যোগাযোগ করুন...
Source Counting Official Number :
+91 8016162815 (WhatsApp Only )
Email: susovansahoo06@gmail.com
===========================================
#sourcecounting #orchid #orchidscare
শিক্ষক বলেই এতো সুন্দর ভাবে বোঝান, তিনি ছাত্র জিজ্ঞাসা করার আগেই উত্তর দিয়ে দেন, খুব সুন্দর ভিডিও, sir কেউ অনেক ধন্যবাদ
আমার দেখা youtube এ best ভিডিও। প্রচুর ইনফোরমেটিভ।রবি স্যার প্রকৃত শিক্ষক।
Right
ফুলের বাগানে দুজনের নির্মল হাসিমুখ দেখে অসাধারণ অনুভব হলো ....ধন্যবাদ
এই দাদা ভীষণই সাহায্য করেন অর্কিড বিষয়, সত্যি অসাধারণ মানুষ আর ফুল অতোলনীয় 🙏🙏
অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তির বক্তব্য সুনেছি কিন্তু মাষ্টার মশাই যে ভাবে খোলা মনে বলেন অন্য কেউ এতো সুন্দর ভাবে বোঝান না। আমার 150 টা অরকিড আছে। আমি স্যার কে ফলো করি। আমি স্যার কে অনুরোধ করবো নতুন অভিজ্ঞতা নিয়ে আবার একটা যদি ভিডিও দেন খুব ভালো হয়। কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপন ভোলা মানুষ, কোনো রাখঢাক না রেখে সুন্দর করে বুঝিয়ে বললেন! ভালো আর সুস্থ থাকবেন দাদা
Darun sundar upner collection. Amar 17 ta orkid achha w
2 n half dendrobiim o 5 ta fhilonoofs. Hoya 4 ta ata ful asani. Other gacha ful ascha. Dendrobiim ta bhalo ful ascha bashi. Amar 3 tala east facing balcony. Aro anek kichu janlam. Utube thaka anek sikhachi. Thanks dada
অসাধারণ ভিডিও, মাষ্টারমশাই অনেক কিছু দেখালেন শেখালেন
Besh bhalo proyojonio video,dhonyobad, gurutyopurno kothagulo orchid porichorjai khub kaje lagbe.
Thank you
বাংলাদেশ থেকে দেখছি, সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ❤
গাছে তো ফুল অনেকেই আনেন তবে রবিবাবুর মতো মানুষ সত্যই বিরল। অর্কিডের ওপর জ্ঞান,দীর্ঘ অভিজ্ঞতার সঙ্গে একজন ভালো মানুষের সমন্বয় । ওনার প্রতি জানাই শ্রদ্ধা ও ভালোবাসা। সুস্থ থাকুন, মনের সুখে আরো বহু বছর গাছ করুন।
ধন্যবাদ 🙏
সত্যি ওনার চরণে গড় 🙏অসাধারন
খুব ভাল লাগলো এত সুন্দর করে বুঝিয়েছেন দাদা। আমার কিছু ডেনড্রোবিয়াম আছে। আপনার পরামর্শ মতো চলবো। অসংখ্য ধন্যবাদ 🙏
খুব ভালো লাগলো স্যার এবং দাদাকে শুভেচ্ছা
এত সুন্দর ভাবে কেউ আগে কখনো বলেননি. খুব ভালো লাগলো. ধন্যবাদ আপনাকে এই অসাধারন ভিডিও টি আমাদের উপহার দেওয়ার জন্য. চন্দননগর এর কৌশিক দাস বাবুর ফোন নম্বর কি পাওয়া সম্ভব? তাহলে আমিও ২ - ৩ টি ডেনড্রোবিয়াম দিয়ে যাত্রা শুরু করতাম 🙂
আমার অকিড সম্পর্কে কোন কিছু ধারনা ছিল না, কিন্তু সারের পরিস্কার কথায় মন ভরে গেল।
সত্যি বলতে ফুল গুলোর প্রেমে পড়ে গেছি 🏵️🏵️🏵️🏵️
Oh my god .....sir pranam khub valo kore bujhlam thank you for sharing
খুব ভালো লাগলো। অনেককিছু জানতে পারলাম। ধন্যবাদ দুজনকে।
Thank you
শুভ তোমাকে অনেক ধন্যবাদ এরকম তথ্য সমৃদ্ধ Video করার জন্য।
মন ছুঁয়ে গেল ভিডিওটা দেখে খুব সুন্দর হয়েছে
যাওয়া র সুযোগ হলে দেখার খুব ইচ্ছে স্যারের অর্কিড স্বর্গ টা🥰😍😍😍
খুব সুন্দর লাগলো ভিডিও টা অনেক তথ্য দিয়েছেন
আপনাকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অর্কিড ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য...
তবে উনি অনলাইন থেকে কেনার জন্য যে ওয়েবসাইট বলেছিলেন তার লিংক টা দিলে অনেক উপকৃত হতাম দাদা।
ধন্যবাদ🙏
ভিডিওটা দেখলাম,মন প্রাণ জুড়িয়ে গেলো ।স্যারকে আমার প্রণাম জানাই ।আমার বাড়ী তমলুক মাতঙ্গিনী ব্লকে।স্যারের বাড়ি তমলুকের ঠিক কোন জায়গাতে দয়া করে জানাবেন । যদি বাড়ির ঠিকানাটা দেন তাহলে একটি বার স্যারের বাগান দেখে আসতে পারতাম । আমিও ভীষণ গাছ পাগল মানুষ, সখের ছোট্ট একটি ছাদ বাগান আছে করেছি ।অর্কিড আমার ভীষণই পছন্দের ।কিন্তু সাহস করে উঠতে পারি না ।স্যারের বাগানের ভিডিও দেখে আমি আপ্লুত ।স্যারের থেকে অনেক কিছু শেখার আছে ।
স্যার খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন❤
Khub bhalo laglo. Dada ato sundor kore bujhie dan je orchid lagano r jotno newa sohoj hoe jay. Thank you Dada.
Thank you
দারুণ! দাদার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি আমরা।
Vison bhalo laglo,kakur kach tha k onak kichu janlam.
Darun detailed video, khub upokrito holam, anek Dhonyobad dada
আমার ৬০ খানা অর্কিড ৪বছর পশ্চিম দিকে আছে। খুব ভালো ফুল আসে সামনে একটা বড় রাধাচূড়া গাছ আছে তার ফাঁক দিয়ে রোদ আসে
এত ভালো করে বুঝিয়ে বলার জন্যে দাদা কে অনেক ধন্যবাদ
সুভো ভাই দারুন একটা কার্জ কারী টিপস পেলাম।এর জন্য তোমাকে ও স্যার অসনখ্যো ধন্যবাদ।👍👍👍👍👍👍
P
Darun , sir ke thankyou, khub sundar bojhalen
সাল টা ছিল 2014 পাঞ্জাব এর এক কোটি পতি র বিয়ের ফুল সাজানো হচ্ছিল সেখানে আমিও কাজ করছিলাম, তখন আমার বয়স ছিল 15 প্রথম বার হতে পেলাম আমার সপ্নের ফুল blue ডেনড্রোবিয়াম অর্কিড ফুল টা নাকি অনেক দামি প্যাকিং টা দেখেই মনে হইছে। তখন ভাবতাম কোথায় হয় ফুল কেমন ভাবে হয় এই স্বপ্নের ফুল সেখানে যাওয়ার প্রচুর ইচ্ছা ছিল স্যার এর graden দেখে আমি মুগ্ধ আমি o গাছ লাগাই এখন অর্কিড এর সপ্ন টাও পূরণ হবে কিন্তু দাম অনেক 😢।
আপনার চ্যানেলে আজ প্রথম, অসাধারণ লাগলো। উনি শিক্ষক বলেই এতো এতো সুন্দর বোঝালেন 🙏🙏অর্কিডের ওপরে আর এরকম টিউটোরিয়াল আছে ?? লিংক হবে??
Superb guide for orchid cultivation!
Onek orchid er video dekhechi kichui sikte pari ni.kintu ai video theke sob clear hoye geche..
Sir khub valo hoyeche gachgulo...
অসাধারণ ও তথ্যসমৃদ্ধ। ওনার সুস্থতা কামনা করি।
ধন্যবাদ 🥰🙏
Darun video,mon bhore gelo.Bhalo thakben.
অবাক করা সুন্দর , স্যারকে অনেক ধন্যবাদ
এরম ছাত্র চাই ।প্রশ্নও খুব সুন্দর হয়েছে।উত্তর সম্পর্কে কোনো কথা হবে না
Sotti khub sundor n onek kichu shiklam
Darun sundar orkid dakhlam. Anek kichu janlam. Ami niginner. Amar akta catelia o 4 ta dendronium acha. Katlia grothe nai. Jodi way bolen bhalo hoy.
8 mas hoyacha. Many thanks
অনেক কিছু জানলাম । ধন্যবাদ।
ধন্যবাদ
রোজ একবার দেখি ভীষণ ভালো লাগে রবিবাবুর কথা
ধন্যবাদ দাদা। অনেক কিছু জানতে পারলাম। আজ প্রায় ৮-৯ বছর আমি অর্কিড বানাচ্ছি। দুটো থেকে শুরু করেছিলাম কিন্তু আজ প্রায় ৪০-৪২ টা বিভিন্ন প্রজাতির অর্কিড আছে। কিন্তু একটাই সমস্যা যে আমি confider -এর পরিবর্তে Hilmida আর ছত্রাকের জন্য Bavistine spray করি।
Thank you 🥰
Apni ki confinder /bavistine gache spray koren??
Sab Jana hoye gelo apurpa biutiful 🙏🙏🙏
রবি বাবু আমার ঔ কিছু অর্কিড় সংগ্রহ আছে।
আমার রাধামণীর কাছে বাড়ী।
আপনার বাড়ীর লোকেশন ঠিক
কোথায় ? খোঁজ করেও জানতে পাওয়া যায়নি। আপনার সংগ্রহ দেখতে বিশেষ আগ্রহী।
।
Onek tothyo pelam ai video te.
Thank you
Super Sonata Sara bochor dite hobe na phool aser somoy dite hobe janaben
Khub sundor anek kichu sikhlam...amra ki medicine gulo soray korbo?
ভিডিওটা খুবই ভালো লাগলো ধন্যবাদ।
Dendrobium Orchid e super sonata use kora jay??
Jodi jay tale kokhon o kivabe??
খুবই ভাল লাগল, ভাল তথ্য পেলাম। কিন্তু বনসাই এর পার্ট-2 কবে দেখতে পাব?
Once a teacher, always a teacher ❤ one of the best UA-cam videos ever watched.
Thank you 🥰
Dada, orchid er shed er ekta video dile bhalo hoy. Ei video ta khub bhalo chilo 👌👌👌
ভীষণ ভালো, শিক্ষনীয়
Cymbidium ar Coelogyne er bapare jante chai...mane ki egulo ei weather er gach?
দারুন জানলাম দাদা। আমার একটা ডেন আছে, ৩ বছরের,,, কিন্তু ফুল এখনও ফোটাতে পারি নি,,, কি করলে ফুল পাবো? তবে গ্রোথ কিন্তু ভালো হচ্ছে,,, একটু যদি বলেন তবে খুব উপকার পাবো।🙏
অনেক কিছুই জানা গেলো।
Thank you
Very very nice beautiful beautiful
Sir ke satokoti pronam, tomakey anek anek bhlobasa. Tomader utsahe 6 orchid diye suru korlum.
ধন্যবাদ 🙏🥰
সুন্দর করে বলছেন স্যার
Khub sundor ❤️
Onar okhane adenium dekhlam..
Adenium niye o video banaben..
Ok 🙏
বিশ্বনাথ দা কি অনলাইনে গাছ বিক্রি করেন,যদি বিক্রি করে থাকেন তাহলে ওনার ঠিকানা পাওয়া যাবে?
Excellent ভিডিও ফর বিগ্নেরস
Ami ki dendrobium a flowering er jonno npk 13 0 45 use korta pari please bolben.
Vison valo laglo❤❤
দারুন। বেশি করে এনার ভিডিও করুন।
Western der jonno next time r o kisu tips deben pls ami denmark teke bolse
Enar thekey sudhu ekta episode korun only catalia potting, care, lights, fertilizer, weather sob details ey
Ok
Beautiful flowers, I like it all
আমাদের এখানকার নার্সারিতে NPK 19-19-19 , NPK 20-20-20, NPK 00-52-34 , NPK12-61-00 , NPK 00-00-50 এগুলোই পাওয়া যায়। স্যার যেই যেই সারগুলো নাম বলেছে এগজ্যাক্টলি সেগুলো পাওয়া যাচ্ছে না? সার গুলো কি ব্যবহার করতে পারব প্লিজ জানাবেন😊
স্যার যেই নাম গুলো উল্লেখ করেছেন সেগুলো অ্যামাজন বা যে কোন অনলাইন শপে পেয়ে যাবেন
এনার ফোন নম্বর পাওয়া যবে আমি কিনবো
Would have appreciated if with English subtitles , his orchids are truly beautiful 😃
স্যার খুব সুন্দর হয়েছে ক্যাটেলিয়া সমনন্বে কিছু বলুন , ক্যাটেলিয়া পাতা কুকড়ে যাচ্ছে কি করবো?
দারুন👍👍👏👏 অসাধারন❤❤
খুব খুব সুন্দর ❤
Bahut accha laga... Sir
Thank you
Darun Sundar orkid dekhlam . Ar mediata ki ki lagba o Kolkata kothay pabo jodi bolen khub valo hoy. Thanks a lot. Ami korta chai dada pl.
Online search korle paben
আপনার অভিজ্ঞতা থেকে যদি কিছু নিতে পারি ধন্য মনে করব নিজেকে।আপনার সততা ও সরলতা খুব কম জনের কাছ থেকে পাওয়া যায়।
Thank you
Philonopsis er porichorja bisoy jodi janan ektu
দাদা ভ্যান্ডা অর্কিডের ব্যাপারে একটু যদি বলেন খুব ভালো হয়।
নেক্সট ভিডিওতে আলোচনা করব
Oberon er substitute kichu ache? Ota pawa jacche na
Super Sonata ekti plant growth regulator.
Darun bojhalen
Dada confider o omiron to company r dea nam er biological nam pele valo hoi.Banglaedsh e oi namr kono medicine pabo na.
Namaskar dada ami Delhi te thaki balcony te hobe kina bolben please South facing balcony
করতে পারেন
watering ta ki vabe korbo eta janale valo hoi?? Kotokhon dhore water flow korbo??
আমার বাড়ি হলদিয়া, স্যারের বাড়ির ঠিকানাটা দিলে খুব উপকৃত হতাম।
অনেক ধন্যবাদ।
Super Sonata - 1.5 ml / 1 lit water for blooming
এখন যা গরম তাই জল কেমন দিতে হবে.... কম না বেশি... আর কতবার জল দিতে হবে... যদি বলেন উপকৃত হবো
দাদা,অসাধারণ 👌👌👌❤️
NPK মাসে কয়বার আর সুপার সোনাটা মাসে কয়বার দিতে হবে জানালে খুব উপকৃত হতাম।
Koushik babu r no din na....gach kinbo tai.Ami Belghoria te thaki.
Dear Brother, very informative video of orchid lovers.Dada mentioned " super sonata"...well, but how to use...spraying to plants leaf or feeding to root. Kindly clear it, brother
কখন কখন ডেনড্রোবিয়াম এ জল দিতে হবে একটু বলে দিন। উইক এ কতবার আর কখন দিতে হবে ?
গোড়ার আদ্রতা দেখে। যদি ভেজা ভেজা থাকে তাহলে দেওয়ার দরকার নেই
Thank you for this informative video..
How many drops form 1 ml ?
কীভাবে কোন app এর মাধ্যমে গান যোগ করা হয়েছে বা ভিডিওটিকে বানানো হয়েছে জানালে ভালো হয়🙏🙏🙏