Chandril Vlog || নিজের সঙ্গে || chandril bhattacharya || এক শালিক || DaakBangla.com

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • Chandril Vlog || নিজের সঙ্গে || chandril bhattacharya || DaakBangla.com
    #daakbangla #chandrilbhattacharya

КОМЕНТАРІ • 52

  • @Star_dust15
    @Star_dust15 6 місяців тому +47

    আমি একজন অন্তর্মুখী মানুষ। একা থাকতেই ভীষণ ভালোবাসি। মানুষের সাথে বেশিক্ষণ থাকলে ক্লান্ত লাগে। নিজেই নিজের ভাবনাগুলোকে নিয়ে দিব্যি থাকি। ব্যাপারটা কেউ বুঝতে চায় না।

    • @subhadeepray385
      @subhadeepray385 6 місяців тому +2

      Same to same characteristics are related and match with me... ❤✨

    • @mousumisadhu7690
      @mousumisadhu7690 5 місяців тому

      Mobile na thakle tomar kotha o to sunte petam na vai

    • @Thebotanist-oq2wn
      @Thebotanist-oq2wn 5 місяців тому

      অন্তর্মুখী আর চুপচাপ বা শান্ত থাকা এক নয় | দয়া করে এটাকে বৃদ্ধি করবেননা । নীজেকে প্রকাশ করুন | আর শান্ত জায়গায় যান যেখানে আরও অনেকে শান্ত থাকে❤

    • @rupamsikdar8825
      @rupamsikdar8825 5 місяців тому

      মনে কাদের সাথে থাকো? কুকুর না পাখি?
      বাইরের ভিড়ে না থেকে ভিতরের ভিড়ে থাকা গর্বের বিষয় কি?

    • @Thebotanist-oq2wn
      @Thebotanist-oq2wn 5 місяців тому

      @@rupamsikdar8825 e baba

  • @dipikakumar1803
    @dipikakumar1803 6 місяців тому +12

    খুব সুন্দর আলোচনা, খুব ভালো লাগল। একজন অন্তর্মুখী মানুষ হিসেবে আমি একলা থাকতে পছন্দ করি,নিজের ভালোলাগাগুলোকে নিয়ে সময় কাটাতে ভালো লাগে। আজকের সময়ে চারদিকে এত কোলাহল কলরব যে একএক সময় বড়ই হাঁফিয়ে উঠি মনে হয় সত্যিই যদি কটা দিন নির্জন দ্বীপে অথবা জঙ্গলে কিম্বা মাটির তলায় গিয়ে থাকতে পারতাম! আমার মনের কথাটিই যেন এই আলোচনায় শুনতে পেলাম। তবে একথাও অনস্বীকার্য যে এই মোবাইল,ইউ টিউবের জন্যই এই ধরনের প্রতিবেদনও আমরা শুনতে পাই এবং সমৃদ্ধ হই। ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @DipankarNaskar
    @DipankarNaskar 6 місяців тому +11

    একজন অন্তর্মুখী মানুষের জন্য নিজের সাথে সময় কাটানোর মত আনন্দ আর কিছুতেই নেই।
    অসাধারণ আলোচনা করলেন চন্দ্রিল বাবু , অসংখ্য ধন্যবাদ এত দারুণ ভিডিওটার জন্য।

  • @sampasaha6658
    @sampasaha6658 5 місяців тому +2

    আমি ছোট থেকে একলা থাকতে ভালবাসি।আজকাল আমার আশেপাশের লোকজনের এই কিছু একটা করতে হবে ভাবটা মাঝে মাঝেই আমাকে ভাবায় আমি মানসিক ভাবে ঠিক আছি তো।কারন আমার তো আর পাঁচজন যেরকম বাইরের কিছু একটা ধরে বাঁচতে চাইছে আমার তো সেরকম কিছুই লাগেনা।
    আজ আপনার এই বক্তব্য আমাকে অনেক সাহস যোগাল।
    ভাল থাকবেন। নমস্কার

  • @gargichatterjee5155
    @gargichatterjee5155 5 місяців тому +2

    নিজের সঙ্গে থাকার মধ্যে যে শান্তি সেটা সবাই বুঝতে পারেননা বা চাননা।তাই প্রায়শই উল্টো দিকের মানুষটিকে রোগগ্রস্ত, অহঙ্কারী, একলসেরে এমন অনেক কিছুই ভাবেন ।

  • @amitmadhu5440
    @amitmadhu5440 6 місяців тому +3

    আপনাদের এই চ্যানেলটা সত্যি দারুন। মানুষের ভালো লাগবে।
    এই যুগে সময়ের হিসাব বাঙ্গালীকে ছুয়েছে তা স্বল্প সময়ের সুন্দর পরিবেশনা থেকেই আরো পরিষ্কার হলো।
    এমন করে আলোচনা চলুক।
    💚

  • @sayanpandit4664
    @sayanpandit4664 5 місяців тому +2

    একাকীত্বের মধ্যে সত্যিই একটা অনাবিল মজা আছে, আনন্দ আছে।
    আমি বাচ্চা ছেলে। এখনকার বাচ্চা ছেলে মেয়েগুলো একা থাকতে পছন্দ করে না, বন্ধু চায়। আমাকে দেখুন। আমি ছোট থেকেই একা, কোনো গার্লফ্রেন্ড নেই, মনের মতো বন্ধু নেই। এতে আমি খুব খুশি, আনন্দিত। বাড়িতে একা থাকতেও আমার খুব ভালো লাগে, নিজের মতো করে আরামসে সময় কাটানো যায়। আবার এমনও হত (ক্লাস টেনে), ক্লাসরুমে বাচ্চারা চেঁচাচ্ছে, বাজে কথা বলছে, টিচারের সামনে মিথ্যা কথা বলছে, মারামারি করছে.... এসব দেখে মাঝে মধ্যে মনে মনে রাগ জন্ম নিত- এই পরিবেশ থেকে মুক্ত হওয়ার আশায়। কিন্তু যেই আমি কারোর সঙ্গে না মিশে, কারোর সঙ্গে কথা না বলে একা থাকি, অমনি মন রিফ্রেশ হয়। একাকীত্বের মধ্যে একটা আলাদা রকমের আনন্দ আছে, যা এই প্রেম নিয়ে পড়ে থাকা জেনারেশন কোনোদিন বুঝবে না

  • @sohinisen3042
    @sohinisen3042 6 місяців тому +2

    খুব সুন্দর আলোচনা। নিজের সঙ্গে একান্তভাবে একা থাকা, কথা বলা, চিন্তার পথ অনুসরণ করার মধ্যে একটা অন্য ধরনের আনন্দ থাকে। মনের একাগ্রতাও বাড়ে। অনেক ধন্যবাদ। 🙏🏻

  • @dr.amitabhamukherjee3601
    @dr.amitabhamukherjee3601 6 місяців тому +9

    "Man is a social animal" -- a fat lie :)
    The best antidote for loneliness and boredom is solitude.

  • @kuhuchatterjee1764
    @kuhuchatterjee1764 4 місяці тому +1

    এই একই বিষয় নিয়ে স্বামী সর্বপ্রিয়নন্দ জী তাঁর বক্তব্য রেখেছিলেন।

  • @avijitdas4528
    @avijitdas4528 6 місяців тому +2

    সুন্দর বাস্তবময় অন্ত দর্শনময় আলোচনা।ভালো লাগলো💐

  • @saswatigantait9547
    @saswatigantait9547 5 місяців тому +1

    এটাই তো আত্মমগ্নতা ! নিজেকে এইভাবে জানা, ঈশ্বর উপলব্ধি করা I

  • @supritokundu
    @supritokundu 5 місяців тому

    Bah, দারুণ বিশ্লেষণ চন্দ্রিল দা। ❤💚💛💝

  • @devashishchakravarty6251
    @devashishchakravarty6251 5 місяців тому

    হিমালয়ের গুহায় ভারতের সাধু সন্ন্যাসীরা আজ থেকে হাজার হাজার বছর আগে থেকেই এগুলো করে আসছেন। বৌদ্ধ সন্যাসীরাও হাজার হাজার বছর ধরে করে আসছেন।
    আসলে প্রবলেম হচ্ছে, আত্মবিস্মৃত বাঙালি ইউরোপ দেখতে পায়, নিজের দেশের সংস্কৃতি দেখতে পায় না।
    অসহ্য।

  • @BRISTIDIYA
    @BRISTIDIYA 5 місяців тому

    আপনার অনুষ্ঠান সামনে থেকে দেখবার সৌভাগ্য হয়েছে । এত ভালো বলেন মনে হয় শুনতেই থাকি ।

  • @monojdas-gupta5918
    @monojdas-gupta5918 6 місяців тому +1

    A vow of silence is the foundation step for meditation.There is absolutely nothing better to attain the highest order of mental discipline.

  • @rinapandit3263
    @rinapandit3263 5 місяців тому

    ভীষণ উপযোগী একটি আলোচনা।

  • @riyas1614
    @riyas1614 6 місяців тому +1

    Just darunnn laglo...... 🙏

  • @RootedIn.ceramics
    @RootedIn.ceramics 6 місяців тому +1

    Khub valo laglo, dhonyabad.

  • @user-hn1fg2qx2y
    @user-hn1fg2qx2y 6 місяців тому +1

    Osadhaaron as always ❤

  • @mdinjamamkhan7083
    @mdinjamamkhan7083 5 місяців тому

    চন্দ্রিল sir এর পার্সোনাল কোনো ইউটিউব চ্যানেল আছে ?
    থাকলে একটু link share করেন please...

  • @sarbajitghosh5244
    @sarbajitghosh5244 5 місяців тому +1

    কথাগুলো শুনতে খুব ভাল লাগল | কিন্তু আধুনিক নগর জীবন মানুষকে neurotic করে দিয়েছে | তার মধ্য জমে থাকা আবল তাবল কথা ও চিন্তার একটা প্রকাশ ও পরিসর দরকার ফ্রয়েড বুঝতে পেরেছিলেন |😮

  • @adittayarudra4075
    @adittayarudra4075 6 місяців тому

    দাদা,তোমার কথা রোজ শোনা হয়। বাংলাদেশ থেকে 🇧🇩

  • @swarnendudas6265
    @swarnendudas6265 6 місяців тому +2

    Parasite সিনেমাটির কথা মনে পড়ে গেল।

  • @subhadeepray385
    @subhadeepray385 6 місяців тому

    অতুলনীয় বক্তব্য ❤️‍🔥

  • @sohinisakssena6098
    @sohinisakssena6098 6 місяців тому +1

    Oshaadharon👏🏽

  • @subhankarpaul9946
    @subhankarpaul9946 5 місяців тому

    Sir ❤❤❤❤❤❤❤❤❤Plz Humayun Ahmed ke niye ekta video banan.

  • @juniordisneyprincessclub5604
    @juniordisneyprincessclub5604 6 місяців тому

    একা ও অদ্বিতীয় 😊

  • @user-hx8ix8du5t
    @user-hx8ix8du5t 5 місяців тому

    Darun...Darun...

  • @rdsaha6170
    @rdsaha6170 6 місяців тому

    **Khub valo laglo shune**

  • @destination6537
    @destination6537 6 місяців тому +1

    Darun dada

  • @suvomoymukherjee2998
    @suvomoymukherjee2998 5 місяців тому

    🙏🙏🙏

  • @rdsaha6170
    @rdsaha6170 6 місяців тому

    **Amar sudhu ektai prosno ache apnar kache, uni j ei dirgho somay eka katalen guhar niche ta uni ki ki kheyechilen, PLZ janaben**🙏

  • @sanjibsinha7992
    @sanjibsinha7992 6 місяців тому +2

    Peter jala je boro jala.. Otai ank ta somay niye niche.

  • @swapankumarhaldar1283
    @swapankumarhaldar1283 6 місяців тому

    Excellent, love u boss

    • @DaakBangla
      @DaakBangla  6 місяців тому

      Thank you so much 😀

  • @b.n.production9036
    @b.n.production9036 5 місяців тому

    Darun❤❤❤❤❤

  • @dr.suchandramitrachaudhury9607
    @dr.suchandramitrachaudhury9607 5 місяців тому

    👍👍👍❤❤❤

  • @bandanamitra894
    @bandanamitra894 5 місяців тому

    nijer sange thaka onek shantir...apni ja bolchen sobtai amar moner kotha..

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 6 місяців тому

    ❤❤ 🇧🇩

  • @lipikasorbit
    @lipikasorbit 6 місяців тому +1

    🙏