সালটা 1994,আমি মওলানা আজাদ কলেজের দ্বিতীয় বর্ষ। এক বন্ধু সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজের ছাত্র, খবর দিলো ওদের কলেজ ফেস্টে ইন্টার কলেজ কম্পিটিশন হবে, আমার নাম জমা দিল ডিবেট আর এক্সটেম্পোর এ।তখন এদিক সেদিক এসবই করে বেড়াই।গেলাম।শুনলাম দুজন বিচারক চন্দ্রবিন্দু ব্যান্ড এর সদস্য। সেটা কি বস্তু তাও জানিনা,চেনার প্রশ্নও নেই। একটাতে প্রথম, আর একটায় দ্বিতীয় হবার পর দুজনই আলাদা করে ডেকে কথা বলেন। কথা শুনে দারুণ লেগেছিল।দারুণ। একটা আবেশ ঘিরে ছিল বহুদিন। তখন কি জানি, এদেরই এককালে তুঙ্গস্পর্শী খ্যাতি হবে। দুজনের সই করা সার্টিফিকেট এখনও রয়েছে,মলিন হয়ে।একজন হলেন,চন্দ্রিল, অপর জন অনিন্দ্য।😊
আমি চন্দ্রিল বাবুর একজন অনুরাগী শ্রোতা, তাঁর প্রায় সব ধরনের গান ও আলোচনা, বিতর্ক আমি শুনি। আজকের আলোচনার ওঁর একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব যে, বাংলা ভাষায় বাংলা হরফে লেখা কোনো বিষয়কে ইংরেজী হরফে লিখে সেটাকে জনমানসে গ্রহণ যোগ্য করে তোলার চেষ্টা করার কথা বললেন, সেটা আমার পক্ষে সমর্থন করাটা মুশকিল। কারণ, সেটা নির্মাণ করা কঠিন, আরো কঠিন বাংলায় কী লেখা আছে সেটা ইংরেজি বানান পড়ে বুঝতে হবে! বাংলা ভাষার প্রতি অবহেলা নামক রোগটা অন্য জায়গায়। বিগত কয়েক দশক ধরে স্কুলে যাঁরা বাংলা পড়ানোর জন্যে নিযুক্ত আছেন তাঁদের পড়ানো, স্কুলে বাংলার পাঠ্যসূচি ও প্রশ্ন করার রীতিনীতির দিকে নজর দিলেই বুঝবেন। একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত, সেখানে একটা ভাষাকে ভালোলাগার যে যে অনুষঙ্গ থাকা উচিত বলে মনে হয়, সেগুলো বড়ই করুণ। এগুলো অবিলম্বে সংস্কার করতে হবে। এখানে ইংরেজী পড়ানো হয় কোনো গতিকে বক্তব্যের আদানপ্রদানের প্রয়োজনে, তার বেশি কিছু নয়, যেখানে "ভালো নম্বর" দেবার নির্দেশিকা জারী আছে, অপর দিকে বাংলা শেখানো হয় সাহিত্যের প্রয়োজনে। ফলে ছাত্র ছাত্রীরা বুঝেছে ইংরেজী অনেক সহজ, আর বাংলা অনেক কঠিন। তাই কঠিন বিষয়ে মনোযোগ দেবার দরকার কী?! এখন স্কুল কলেজ ফিরতি ছাত্র ছাত্রীদের পেছন পেছন হাঁটতে থাকলে তাদের মুখের ভাষা শুনলে বুঝবেন বাংলা ভাষার অবস্থা! এর মস্ত বড় অন্য কারণ হলো, বাড়ির বড়দের দৈনিক জীবন যাপনের ভাষা। টেলিভিশনের বাংলা সিরিয়ালের ভাষা আজ মস্ত বড় জায়গা জুড়ে আছে আমাদের এই বাংলা ভাষা। সেগুলোর ভাবভঙ্গি আমাদের পরীক্ষায় পাস করার ভাষা হয়ে গেছে। কে নজর দেবে! কর এতো সময় আছে! এ রোগ সারানো কঠিন বলেই মনে হয়। যাই হোক, সকলে ভালো থাকবেন, বাংলা ভাষা ভালো হয়ে উঠুক, সব বাঙালির কাছে বাংলা আবার আধুনিক গ্রহণযোগ্য ভাষা হয়ে উঠুক, এই ভাষাতে সবাই সুন্দর করে কথা বলুন, গল্প করুন, কবিতা লিখুন, সর্বোপরি (জয়) গান করুন।।
Bangla roman harofe lekhar ekta standard form thaka dorkar, nahole seta hasyokar shonay (WhatsApp university er moto 😂)…kintu apni jodi Suniti Kumar Chatterjee er original piece ta porten tahole convince hoten… sekhane khub detail e ekta parallel barnomala er kotha bola hoeche jeta anek beshi phonetic, tai bojha sahoj o bhul korar sombhabona kom.
Presenting #MirchiAgni Conversation With #ChandrilBhattacharya আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মুখের ভাষা। ভালো ভাষা। মনে রাখবেন, ভাষায় কোন মৌলবাদ চলে না। রবীন্দ্রনাথ বাংলায় লিখতেন, শেক্সপিয়ার ইংরেজিতে, আর গুলজার এই বছর উর্দুভাষায় সাহিত্যচর্চার জন্য 'জ্ঞানপীঠ' পাচ্ছেন। যার যার ভাষা, তার তার নিজস্ব। আসুন, মাতৃভাষা উদযাপন করি! (চিত্রগ্রহণ ও সম্পাদনা - অত্রি।)
এটা সবার জানা উচিত যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে কিছুই নেই। ওটা শুধুমাত্র আন্তর্জাতিক বাঙলা ভাষা দিবস হয়ে গেছে। আমরা কত বড় আদেখলে এ ই দিন টা তার প্রমাণ। আমি বহু দেশ ও ভাষার মানুষের সঙ্গে কথা বলে এটা বলার প্রয়োজন বোধ করলাম।
বাংলা ভাষা ভারতের একটি আঞ্চলিক ভাষা ঠিক যেমন মারাঠি, অসমিয়া, তামিল ইত্যাদি আরও একাধিক ভারতের আঞ্চলিক ভাষা। তাই ভারতের সব আঞ্চলিক ভাষাকেই অস্তিত্বের লড়াই করতে হয়ে এসেছে এবং এখনও হয়, হিন্দি-র জাতীয়তাবাদ এবং ইংরেজির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। বাংলা ভাষাকে আরও অধিক করতে হয়েছে অর্থনৈতিক কারণে। পশ্চিমবঙ্গের বাঙালিকে অনেকবেশিমাত্রায় জীবন-জীবিকার তাগিদে নিজের অঞ্চল ছেড়ে অন্য এক অচেনা, অজানা অঞ্চলকে আপন করতে হয়েছে। সেখানে বাংলা ভাষার অস্তিত্ব নেই। সেখানে তো হিন্দি বা আঞ্চলিক ভাষা কিংবা ইংরেজির একছত্র আধিপত্য। তাই তো একালের অনেক বাবা-মায়েদের নির্ধিদ্বায় বলতে শোনা যায় 'বাংলা শিখে কি হবে?' কিংবা 'আমার ছেলে বা মেয়ে বাংলাটা ঠিক বলতে পারে না'। শুধুমাত্র আর্থিক কারণে বাবা-মায়েরা সন্তানদের 'বাংলা মাধ্যম' স্কুলে পড়াতে বাধ্য হচ্ছে। আজ বাংলা ভাষা বলতে পারা-না পারা দিয়ে আমাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্ধারিত হয়। বাংলা ভাষার প্রতি সামগ্রিক অগ্রাহ্যর বা অনীহার মনোভাব গত শতাব্দীর নয়ের দশকের গোড়া থেকেই হয়তো ক্রমশ শুরু হতে থাকে যা ভারতের অর্থনৈতিক উদারীকরণ এবং বিশ্বায়ন তাকে অনেক বেশি ত্বরান্বিত করে। কিন্তু, কোনো এক কালে বাঙালির বাংলা ভাষার প্রতি মমত্ত্ব এবং ভালোবাসা কখনই কম ছিল না। বাঙালি সেই সময় ইংরেজি বা হিন্দি ভাষাকেও আপন করেছিল বাংলা ভাষাকে দূরে সরিয়ে না রেখেও। সামগ্রিকভাবে বাংলা ভাষার প্রতি বাঙালির শ্রদ্ধা এবং ভালোবাসা দুই-ই আজ গভীর সংকটে। আজ বাঙালির জাতিসত্তা বাংলা ভাষাকে অগ্রাহ্য করে শুধুমাত্র কিছু ধৰ্মীয় আচার-অনুষ্ঠান আর খাদ্যাভাসের উপর টিকে থাকতে পারবে না। তাই আমাদের সকলের সমবেত প্রচেষ্টা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রতি সম্মান ও যত্ন পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে। সেখানে মাতৃভাষার বিনিময়মূল্য নাই বা নির্ধারণ করলাম ।
ভারতীয় সংবিধান অনুসারে ভারতে ২২ টা জাতীয় ভাষা, যার মধ্যে হিন্দি ও ইংরেজি আছে। হিন্দি ও ইংরেজি কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক কাজকর্মের ভাষা। এই মাত্র। তাই হিন্দি রাষ্ট্রীয় ভাষা, বাকী গুলো আঞ্চলিক ভাষা, এই ন্যারেটিভ ভুল।
চন্দ্রিল স্যার কে কেনো ABp আনন্দ তে দেখা যায় না কেনো !? Kindly আপনাকে দেখতে মন চায় ! ওরকম কর্পোরেট প্ল্যাটফর্ম, মেইনস্ট্রিম বাংলা প্লাটফ্রম আপনাকে না দেখলে মন ঠিক মানায় না।
likhechen, onek likhechen ebong akhono likhchen, apni boi toi poren na janen na tai apnar kache se khobor pouchay na! apni sunday suspense obdhi e thik achen!
@@payelsarkar5732 Omni, apnar nirbuddhita evabe jonosomokkhe bole dilam bole rege gelen to? :D Pete kill marle du fota bidye to berobe na! eshob video fideo na dekhe kota boi toi proun na kaje debe!
খ্যাঁচা জোকার এন্টারটেইনার....দিন রাত বাংলা ও বাংগালী নিয়ে খেঁচে পেট চালায়....কিন্তু বাংলা ও বাংগালী র অধিকার রক্ষায় কিছু আন্দোলন হলে সেখান থেকে ন্যাজ গুটিয়ে পালায়। খেঁচেই খ্যাঁচানন্দের সুখ😁
বাঙালির এতো দুর্দশা যে একজন এন্টারটেইনারের কাছে অধিকার অর্জনের জন্য লড়াইয়ে থাকার প্রত্যাশা করা হচ্ছে.... 😂😂 গাল দেবার আগে যুক্তি খোঁজা দরকার... নয়ত 'যারে দেখতে নারি তার চলন বেঁকা' হয়ে যাবে.....
সালটা 1994,আমি মওলানা আজাদ কলেজের দ্বিতীয় বর্ষ। এক বন্ধু সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজের ছাত্র, খবর দিলো ওদের কলেজ ফেস্টে ইন্টার কলেজ কম্পিটিশন হবে, আমার নাম জমা দিল ডিবেট আর এক্সটেম্পোর এ।তখন এদিক সেদিক এসবই করে বেড়াই।গেলাম।শুনলাম দুজন বিচারক চন্দ্রবিন্দু ব্যান্ড এর সদস্য। সেটা কি বস্তু তাও জানিনা,চেনার প্রশ্নও নেই। একটাতে প্রথম, আর একটায় দ্বিতীয় হবার পর দুজনই আলাদা করে ডেকে কথা বলেন। কথা শুনে দারুণ লেগেছিল।দারুণ। একটা আবেশ ঘিরে ছিল বহুদিন। তখন কি জানি, এদেরই এককালে তুঙ্গস্পর্শী খ্যাতি হবে। দুজনের সই করা সার্টিফিকেট এখনও রয়েছে,মলিন হয়ে।একজন হলেন,চন্দ্রিল, অপর জন অনিন্দ্য।😊
আমি চন্দ্রিল বাবুর একজন অনুরাগী শ্রোতা, তাঁর প্রায় সব ধরনের গান ও আলোচনা, বিতর্ক আমি শুনি। আজকের আলোচনার ওঁর একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব যে, বাংলা ভাষায় বাংলা হরফে লেখা কোনো বিষয়কে ইংরেজী হরফে লিখে সেটাকে জনমানসে গ্রহণ যোগ্য করে তোলার চেষ্টা করার কথা বললেন, সেটা আমার পক্ষে সমর্থন করাটা মুশকিল। কারণ, সেটা নির্মাণ করা কঠিন, আরো কঠিন বাংলায় কী লেখা আছে সেটা ইংরেজি বানান পড়ে বুঝতে হবে! বাংলা ভাষার প্রতি অবহেলা নামক রোগটা অন্য জায়গায়। বিগত কয়েক দশক ধরে স্কুলে যাঁরা বাংলা পড়ানোর জন্যে নিযুক্ত আছেন তাঁদের পড়ানো, স্কুলে বাংলার পাঠ্যসূচি ও প্রশ্ন করার রীতিনীতির দিকে নজর দিলেই বুঝবেন। একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত, সেখানে একটা ভাষাকে ভালোলাগার যে যে অনুষঙ্গ থাকা উচিত বলে মনে হয়, সেগুলো বড়ই করুণ। এগুলো অবিলম্বে সংস্কার করতে হবে। এখানে ইংরেজী পড়ানো হয় কোনো গতিকে বক্তব্যের আদানপ্রদানের প্রয়োজনে, তার বেশি কিছু নয়, যেখানে "ভালো নম্বর" দেবার নির্দেশিকা জারী আছে, অপর দিকে বাংলা শেখানো হয় সাহিত্যের প্রয়োজনে। ফলে ছাত্র ছাত্রীরা বুঝেছে ইংরেজী অনেক সহজ, আর বাংলা অনেক কঠিন। তাই কঠিন বিষয়ে মনোযোগ দেবার দরকার কী?! এখন স্কুল কলেজ ফিরতি ছাত্র ছাত্রীদের পেছন পেছন হাঁটতে থাকলে তাদের মুখের ভাষা শুনলে বুঝবেন বাংলা ভাষার অবস্থা! এর মস্ত বড় অন্য কারণ হলো, বাড়ির বড়দের দৈনিক জীবন যাপনের ভাষা। টেলিভিশনের বাংলা সিরিয়ালের ভাষা আজ মস্ত বড় জায়গা জুড়ে আছে আমাদের এই বাংলা ভাষা। সেগুলোর ভাবভঙ্গি আমাদের পরীক্ষায় পাস করার ভাষা হয়ে গেছে। কে নজর দেবে! কর এতো সময় আছে! এ রোগ সারানো কঠিন বলেই মনে হয়। যাই হোক, সকলে ভালো থাকবেন, বাংলা ভাষা ভালো হয়ে উঠুক, সব বাঙালির কাছে বাংলা আবার আধুনিক গ্রহণযোগ্য ভাষা হয়ে উঠুক, এই ভাষাতে সবাই সুন্দর করে কথা বলুন, গল্প করুন, কবিতা লিখুন, সর্বোপরি (জয়) গান করুন।।
সহমত স্যার। একদম সঠিক বলেছেন। 🙏
Bhalo bolechen dada
একদম ঠিক
Bangla roman harofe lekhar ekta standard form thaka dorkar, nahole seta hasyokar shonay (WhatsApp university er moto 😂)…kintu apni jodi Suniti Kumar Chatterjee er original piece ta porten tahole convince hoten… sekhane khub detail e ekta parallel barnomala er kotha bola hoeche jeta anek beshi phonetic, tai bojha sahoj o bhul korar sombhabona kom.
Thik
Last part ta esp amader moto non bengali jara bangla podhtr pari na kintu bujhte pare na tader jonne ekta blessing...
A very well balanced perspective by Mr Bhattacharya. Loved listening this.
Presenting #MirchiAgni Conversation With #ChandrilBhattacharya
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মুখের ভাষা। ভালো ভাষা। মনে রাখবেন, ভাষায় কোন মৌলবাদ চলে না। রবীন্দ্রনাথ বাংলায় লিখতেন, শেক্সপিয়ার ইংরেজিতে, আর গুলজার এই বছর উর্দুভাষায় সাহিত্যচর্চার জন্য 'জ্ঞানপীঠ' পাচ্ছেন। যার যার ভাষা, তার তার নিজস্ব। আসুন, মাতৃভাষা উদযাপন করি!
(চিত্রগ্রহণ ও সম্পাদনা - অত্রি।)
😊 লাস্টে বলতেই হলো..
My favourite men
এটা সবার জানা উচিত যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে কিছুই নেই। ওটা শুধুমাত্র আন্তর্জাতিক বাঙলা ভাষা দিবস হয়ে গেছে। আমরা কত বড় আদেখলে এ ই দিন টা তার প্রমাণ। আমি বহু দেশ ও ভাষার মানুষের সঙ্গে কথা বলে এটা বলার প্রয়োজন বোধ করলাম।
Sunitikumar Chatterjee na Sunitikumar Chattaraj?
বাংলা ভাষা ভারতের একটি আঞ্চলিক ভাষা ঠিক যেমন মারাঠি, অসমিয়া, তামিল ইত্যাদি আরও একাধিক ভারতের আঞ্চলিক ভাষা। তাই ভারতের সব আঞ্চলিক ভাষাকেই অস্তিত্বের লড়াই করতে হয়ে এসেছে এবং এখনও হয়, হিন্দি-র জাতীয়তাবাদ এবং ইংরেজির সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। বাংলা ভাষাকে আরও অধিক করতে হয়েছে অর্থনৈতিক কারণে। পশ্চিমবঙ্গের বাঙালিকে অনেকবেশিমাত্রায় জীবন-জীবিকার তাগিদে নিজের অঞ্চল ছেড়ে অন্য এক অচেনা, অজানা অঞ্চলকে আপন করতে হয়েছে। সেখানে বাংলা ভাষার অস্তিত্ব নেই। সেখানে তো হিন্দি বা আঞ্চলিক ভাষা কিংবা ইংরেজির একছত্র আধিপত্য। তাই তো একালের অনেক বাবা-মায়েদের নির্ধিদ্বায় বলতে শোনা যায় 'বাংলা শিখে কি হবে?' কিংবা 'আমার ছেলে বা মেয়ে বাংলাটা ঠিক বলতে পারে না'। শুধুমাত্র আর্থিক কারণে বাবা-মায়েরা সন্তানদের 'বাংলা মাধ্যম' স্কুলে পড়াতে বাধ্য হচ্ছে। আজ বাংলা ভাষা বলতে পারা-না পারা দিয়ে আমাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান নির্ধারিত হয়। বাংলা ভাষার প্রতি সামগ্রিক অগ্রাহ্যর বা অনীহার মনোভাব গত শতাব্দীর নয়ের দশকের গোড়া থেকেই হয়তো ক্রমশ শুরু হতে থাকে যা ভারতের অর্থনৈতিক উদারীকরণ এবং বিশ্বায়ন তাকে অনেক বেশি ত্বরান্বিত করে। কিন্তু, কোনো এক কালে বাঙালির বাংলা ভাষার প্রতি মমত্ত্ব এবং ভালোবাসা কখনই কম ছিল না। বাঙালি সেই সময় ইংরেজি বা হিন্দি ভাষাকেও আপন করেছিল বাংলা ভাষাকে দূরে সরিয়ে না রেখেও। সামগ্রিকভাবে বাংলা ভাষার প্রতি বাঙালির শ্রদ্ধা এবং ভালোবাসা দুই-ই আজ গভীর সংকটে। আজ বাঙালির জাতিসত্তা বাংলা ভাষাকে অগ্রাহ্য করে শুধুমাত্র কিছু ধৰ্মীয় আচার-অনুষ্ঠান আর খাদ্যাভাসের উপর টিকে থাকতে পারবে না। তাই আমাদের সকলের সমবেত প্রচেষ্টা নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রতি সম্মান ও যত্ন পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে। সেখানে মাতৃভাষার বিনিময়মূল্য নাই বা নির্ধারণ করলাম ।
পুরোপুরি একমত। এর সঙ্গে বলি- আপনার চিন্তন এবং সুন্দর অথচ সরল লেখন শৈলী'র প্রশংসা না করে পারছি না।
ভালো থাকবেন বন্ধু 🙏
ভারতীয় সংবিধান অনুসারে ভারতে ২২ টা জাতীয় ভাষা, যার মধ্যে হিন্দি ও ইংরেজি আছে। হিন্দি ও ইংরেজি কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক কাজকর্মের ভাষা। এই মাত্র। তাই হিন্দি রাষ্ট্রীয় ভাষা, বাকী গুলো আঞ্চলিক ভাষা, এই ন্যারেটিভ ভুল।
@@mrinaldasgupta2049 অত্যন্ত যুক্তিপূর্ণ মন্তব্য।
চন্দ্রীল বাবুর সাথে একমত গান ,কবিতার ভাষা যে ভাসার শব্দ ই হোক ব্যবহারের পর যেন বাংলা বাংলা লাগে তাহলে ভাষাটা বাংলা
ছাড়া অন্য কিছু নয়।
এই ভাষা দিবস উদযাপন শুনতে খুব ভালো লাগে 😊 কিন্তু ওনাদের কাছে আমার প্রশ্ন, এই দিবস কি শুধুমাত্র ৭২ ঘণ্টার জন্য???
চন্দ্রিল স্যার কে কেনো ABp আনন্দ তে দেখা যায় না কেনো !?
Kindly আপনাকে দেখতে মন চায় !
ওরকম কর্পোরেট প্ল্যাটফর্ম, মেইনস্ট্রিম বাংলা প্লাটফ্রম আপনাকে না দেখলে মন ঠিক মানায় না।
#7:00
7.00
সুন্দরবন, কুচবিহারে কি হচ্ছে তা না করে বাংলা নিয়ে দাঁত কেলাচ্ছে ... priorities are completely misplaced.
চন্দ্রিল নিজে আদৌ বাংলাকে ভালোবাসেন কি? সন্দেহ আছে
বেশি বকম্বাই না করে বাংলায় ভালো গল্প বা উপন্যাস লিখুন না।
likhechen, onek likhechen ebong akhono likhchen, apni boi toi poren na janen na tai apnar kache se khobor pouchay na! apni sunday suspense obdhi e thik achen!
@@sarthak.roy013 শুঁড়ির সাক্ষী মাতাল 😂
@@payelsarkar5732 Omni, apnar nirbuddhita evabe jonosomokkhe bole dilam bole rege gelen to? :D Pete kill marle du fota bidye to berobe na! eshob video fideo na dekhe kota boi toi proun na kaje debe!
Sabjanta gamchhawala
খ্যাঁচা জোকার এন্টারটেইনার....দিন রাত বাংলা ও বাংগালী নিয়ে খেঁচে পেট চালায়....কিন্তু বাংলা ও বাংগালী র অধিকার রক্ষায় কিছু আন্দোলন হলে সেখান থেকে ন্যাজ গুটিয়ে পালায়। খেঁচেই খ্যাঁচানন্দের সুখ😁
বাঙালির এতো দুর্দশা যে একজন এন্টারটেইনারের কাছে অধিকার অর্জনের জন্য লড়াইয়ে থাকার প্রত্যাশা করা হচ্ছে.... 😂😂 গাল দেবার আগে যুক্তি খোঁজা দরকার... নয়ত 'যারে দেখতে নারি তার চলন বেঁকা' হয়ে যাবে.....
Oi koro baba nijer ki gun ache baba Khali lungi pore comments kore jao
Tui hoichoi te sosta panu dekh! eshob e matha diye kaj nei!