যদি বাগান করতে চান তাহলে শীতকালে চারা না লাগালেই ভালো হয়। বর্ষার সময় সুপারি চারা লাগিয়ে দেবেন। চারা লাগানোর পরে বৃষ্টি হওয়াটা খুব জরুরী তাহলে গাছের তাড়াতাড়ি শিকড় ধরে যায় এবং ভালো ভাবে বাড়ে।
আপনি যদি শীতকালে সুপারি গাছ লাগাতে চান তাহলে লাগাতে পারেন তবে তার জন্য উপযুক্ত জলের ব্যবস্থা করতে হবে। যদি মেশিন দিয়ে জল দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে ঠিক আছে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শীতকালে গাছ না লাগিয়ে বর্ষাকালে লাগানোটাই উচিত। আপনার যদি খুব তাড়াহুড়ো না থাকে তাহলে বর্ষাকালের জন্য অপেক্ষা করে যান, ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই।
খুব সুন্দর 😍💓
ধন্যবাদ। ❤️🙏🏻
Love from Bangladesh
হৃদয় থেকে ধন্যবাদ জানাই। ❤️🙏🏻
শীতকালে কি সুপারি গাছ লাগানো যায় ??
যদি বাগান করতে চান তাহলে শীতকালে চারা না লাগালেই ভালো হয়। বর্ষার সময় সুপারি চারা লাগিয়ে দেবেন। চারা লাগানোর পরে বৃষ্টি হওয়াটা খুব জরুরী তাহলে গাছের তাড়াতাড়ি শিকড় ধরে যায় এবং ভালো ভাবে বাড়ে।
আপনি যদি শীতকালে সুপারি গাছ লাগাতে চান তাহলে লাগাতে পারেন তবে তার জন্য উপযুক্ত জলের ব্যবস্থা করতে হবে। যদি মেশিন দিয়ে জল দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে ঠিক আছে তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শীতকালে গাছ না লাগিয়ে বর্ষাকালে লাগানোটাই উচিত। আপনার যদি খুব তাড়াহুড়ো না থাকে তাহলে বর্ষাকালের জন্য অপেক্ষা করে যান, ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই।
সুপারি গাছের মাথা ফুলে যায় কেনো?
না দেখে বলা যাবে না। পোকামাকড়ের আক্রমণে হতে পারে, ভাইরাস জনিত কারনে হতে পারে।
Bekar sudhu chhobi dekhàlen
কিছু গুরুত্বপূর্ণ তথ্যও দেওয়া হয়েছে।
গাছে ফুল আসছে না কেনো?