অদিতি গুপ্তের কণ্ঠে গান আর গান থাকে না; হয়ে ওঠে পূজা বা আত্মনিবেদন। অবাক হয়ে যাই কি অপরিসীম ধৈর্য্য সহকারে গানের প্রত্যেকটি শব্দ মরমী কণ্ঠে কিন্তু অতি সুস্পষ্ট উচ্চারণে তিনি নিবেদন করে থাকেন ! তাঁর স্বরনিক্ষেপ অত্যন্ত সুনিয়ন্ত্রিত। অনেক বিখ্যাত গায়ক গায়িকার কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনার সৌভাগ্য আমার হয়েছে। তাঁরা তাদের সুনামের সঙ্গে সামঞ্জস্য রেখে অতি বিশ্বস্ততার সাথে (দেবব্রত বিশ্বাস বাদে) নিখুঁত ভাবে স্বরলিপি অনুসরণ করে সংগীত পরিবেশন করে গেছেন। তাঁদের কণ্ঠে গান শোনার অভিজ্ঞতা আর অদিতির কণ্ঠে গান শোনার অভিজ্ঞতা তুলনা করতে গেলে আমি একটি রূপকের সাহায্য নেব। রেলগাড়ি তো সবাই চড়েছেন, কেউ কেউ ঘোড়ায় ও চড়ে থাকবেন। রেল চলে তার লোহার পাটি আঁকড়ে ধরে অতি বিশ্বস্ত ভাবে, আর ঘোড়া চলে মাটি ছুঁয়ে কিন্তু আকাশে উড়ে (অবশ্য যদি ঘোড়া সুশিক্ষিত হয়)। স্বরলিপি হচ্ছে রেলের পাটি। বিখ্যাতরা অতি বিশ্বস্ততার সাথে রেলের পাটি আঁকড়ে ধরে থেকেছেন আর অদিতি রূপকথার পক্ষীরাজ ঘোড়ার মত মাটি ছুঁয়ে আকাশে ডানা মেলে উড়েছেন ! অদিতি যেন বলতে চাইছেন "আরে স্বরলিপি তো একটা রেফারেন্স মাত্র"। এতে গুরুদেবের প্রতি অশ্রদ্ধা করা হয় কি না বা রবীন্দ্রসংগীতের অবমাননা করা হয় কি না; সেই বিচার করবার যোগ্যতা বা স্পর্ধা, কোনওটাই আমার নেই। একজন অতি নগণ্য শ্রোতা হিসাবে আমি আমার অনুভূতি প্রকাশ করলাম মাত্র। গুরুদেব বেঁচে থাকলে অদিতির সংগীত-ধারা অনুমোদন করতেন কিনা তা অনুমান সাপেক্ষ বিষয়। তিনি মুক্তমনা ছিলেন বলেই জানি। যে রবীন্দ্রসংগীত একদা কেবলমাত্র তানপুরা আর তবলা সহযোগে পরিবেশিত হত, সেই রবীন্দ্রসংগীতে তিনি হারমনিয়াম ব্যবহারের অনুমতি দিয়েছিলেন; ইওরোপীয় বাদ্যযন্ত্র হওয়া সত্বেও। আবার সেই একই রবীন্দ্রনাথ প্রয়াত দিলীপ কুমার রায় এবং জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীকে ফিরিয়ে দিয়েছিলেন যখন তাঁরা রবীন্দ্রনাথের গানে তান কর্তব যোগ করবার অনুমতি চাইতে গিয়েছিলেন ! রবীন্দ্রনাথ তাঁদের বলেছিলেন "আমি তো আমার গানে কোনও ফাঁক রাখিনি !" । অর্থাৎ তাঁর গান জন্মের সময় থেকেই পূর্ণ, গায়কের কারিকুরির কোনও সুযোগ নেই; যা কিনা ইউরোপীয় ধাঁচের সংগীতের বৈশিষ্ট্য। আর রবীন্দ্রনাথের সংগীত শিক্ষা তো ইউরোপেই হয়েছিল ! কি অদ্ভুত সমাপতন ! আর ডাচ রবীন্দ্র বিশেষজ্ঞ ডঃ আর্নল্ড আঁদ্রিয়ান বাঁকে, যিনি দীনুবাবুর কাছে রবীন্দ্রসংগীত শিক্ষা করেছিলেন, তিনিও বিশ্বাস করতেন যে রবীন্দ্রসংগীত ইউরোপীয় ধাঁচে রচিত, পরিবর্তনের বিশেষ সুযোগ নেই। অপরপক্ষে ভারতীয় রাগসংগীতে ইমপ্রভাইজেসনের (improvisation) সুযোগ আছে; অর্থাৎ গায়কের সুযোগ আছে সুর বা তান যোগ করবার। আর রবীন্দ্রনাথের তো ভাঙা গান প্রচুর, যা কি না ভারতীয় রাগাশ্রিত ! তবে ? আর স্বরলিপি থেকে বিচ্যূতি তো অনেক নামজাদা গায়ক ও করেছেন; যেমন দেবব্রত বিশ্বাস। তিনি তো রবীন্দ্রনাথকে শ্রদ্ধাই করতেন, এমন কি তাঁর প্রিয় কমিউনিষ্ট পার্টির মতের বিরোধিতা করেও ! অর্থাৎ তিনি গুরুদেবকে শ্রদ্ধাও করতেন, আবার শিল্পীর স্বাধীনতাও ছাড়তেন না ! স্ববিরোধিতা ? কি জানি ! মোট কথা, একজন অতি সাধারণ শ্রোতা হিসাবে আমি অদিতির গানে মুগ্ধ ! উনি নীরোগ দীর্ঘজীবি হয়ে অনন্ত কাল ধরে আমাদের রবীন্দ্রসংগীত পরিবেশন করে শোনান।
অসাধারণ সুন্দর গায়কী। Mind Blowing. Commendable. ❤💙💚💛💜 শিল্পীর জন্য অনেক শুভকামনা। Bengal Foundation deserved highest appreciation for promoting Rabindra & Nazrul Sangeet Singers of Bangladesh &India.
আহা কি অনবদ্য, কি অসাধারণ কন্ঠ, কি অসাধারণ গায়কী.... মুগ্ধতার রেশ যে কাটেনা আর, বার বার শুনিতে চাই। নেশার মত হয়ে গেছে এই গায়কী শুনবার আশায়, রোজ সকালে আমায় নেশার মত টানে। অপূর্ব..........
গানের বানীর সাবলীলতা প্রকাশে অদিতি গুপ্ত অন্যতম । এখানেও তাই । তাইতো অনেকের মত ‘প্রাণে খুশির তুফান’ নিয়ে আমিও জুটি তাঁর নতুন পরিবেশনা পেলেই । গানে গানে উনি যেন বলেনি, 'এ কেবল সংগীত না । শোনো, রবীন্দ্রনাথ কী বলেছেন' ।
Ist time listening. Excellent voice n very natural throw of Pronounciation. Very much impressed. Praying Almighty for her further success and expecting further newer n beautiful presentation from her to us.
প্রথম গানটি শুনেই স্তম্ভিত হয়ে পড়েছি। মুগ্ধতার রেশ কাটছে না কিছুতেই। বলিষ্ঠ কন্ঠ। ঠিক যেমনটি চাই রবীন্দ্রনাথের সৃষ্টিকে নাটকীয়ভাবে তুলে ধরতে। গানের ভাব যেভাবে ফুটিয়ে তুললে কথাগুলো প্রাণ পায়, ঠিক সেই ভাবেই গানটিকে পুরোটা পড়ে, যথেষ্ট প্রস্তুতি এবং অনুশীলনের পরে গাওয়া হয়েছে, এটা স্পষ্ট। আসলে রবীন্দ্রনাথের গানকে একেবারে আত্মস্থ না করলে, তার রূপ রস গন্ধ - এই তিনটে বিশেষণকেই ফুটিয়ে তোলা যায় না। এইখানেই শিল্পীর সার্থকতা। আর তাই এ গান যেন "মরমে গিয়া পশিল" একেবারে। আমি আল্হাদিত এবং বিমোহিত হলাম। বড় ভালো লাগলো এই স্বর্গীয় সুষমা ভরা গান শুনে। যে গান বারবার শুনলেও আঁশ মেটে না, এই গান সেই পর্যায়ে সাফল্যের সঙ্গে পৌঁছেছে।
Amazing Rendition of Classic Rabindra Sangeet by Aditi Gupta. Her voice is mesmerizing like Pandit Ravi Shankarji's SITAR music. Thank you The Bengal Foundation.
Wonderful rendering....... ! Great. Very nice songs of Rabindra Sangeet collection, it's extremely well maintained by our favourite Artist ADITI GUPTA, love ur soulful brilliant singing. All the best regards.
Ms. Gupta Joins an illustrious group of singers like Sailajaranjan Majumdar, Malati Ghoshal, Rajeshwari Basudev (Datta), Kanika Bandyopadhyay, and Ritu Guha (Guhathakurata) for this song. It was a pleasure for my wife Yoko and I listening to this song by her. Dr. Ajit Thakur (US)
Wah, what a rendition of Rabindrasangeet ! Expressive of Tagore's innermost essence in its true voice . Long live, Aditi . Looking for many more from you. A Septuagenarian , New Delhi.
Sir, I wholly agree with, if not, exactly echo your view! Expressing "Tagore's inner essence", as you so aptly focused on, is ultimately the pivotal magic wand in Rabindrasangeet.
প্রাণ মন ভোরে গেল। আমার প্রাণ ভরা শুভ কামনা রইল
মাধুর্য আর শুদ্ধতায় অসাধারণ হয়ে উঠেছে প্রতিটি গান।শিল্পীকে ধন্যবাদ।
Bengal foundation কে অনেক অনেক ধন্যবাদ জানাই।
অদিতি .....মা সরস্বতী।
Osadharon kontho. Aaaahaaaaa
হৃদয়বাসনায় অদিতির কন্ঠ আমার হৃদয় স্পর্শ করলো। ধন্যবাদ বেঙ্গল ফাউন্ডেশন কে।
Ashadharan !! Ei shob gaan aajkal khoob kom shona jay !! Shokal ta Mon bhore gelo !!
কি অপুর্ব !
সন্ধান পেতে দেরি হল বড্ড।
Apurbo gayoki & excellent nirvachan..shudhoi mugdhota.❤❤
অসাধারণ।এক কথায় অতি উচ্চমানের খুব ভালো লাগলো
অনবদ্য 🙏🙏
অসাধারণ ।👌👌
অদিতি গুপ্তের কণ্ঠে গান আর গান থাকে না; হয়ে ওঠে পূজা বা আত্মনিবেদন। অবাক হয়ে যাই কি অপরিসীম ধৈর্য্য সহকারে গানের প্রত্যেকটি শব্দ মরমী কণ্ঠে কিন্তু অতি সুস্পষ্ট উচ্চারণে তিনি নিবেদন করে থাকেন ! তাঁর স্বরনিক্ষেপ অত্যন্ত সুনিয়ন্ত্রিত। অনেক বিখ্যাত গায়ক গায়িকার কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনার সৌভাগ্য আমার হয়েছে। তাঁরা তাদের সুনামের সঙ্গে সামঞ্জস্য রেখে অতি বিশ্বস্ততার সাথে (দেবব্রত বিশ্বাস বাদে) নিখুঁত ভাবে স্বরলিপি অনুসরণ করে সংগীত পরিবেশন করে গেছেন। তাঁদের কণ্ঠে গান শোনার অভিজ্ঞতা আর অদিতির কণ্ঠে গান শোনার অভিজ্ঞতা তুলনা করতে গেলে আমি একটি রূপকের সাহায্য নেব। রেলগাড়ি তো সবাই চড়েছেন, কেউ কেউ ঘোড়ায় ও চড়ে থাকবেন। রেল চলে তার লোহার পাটি আঁকড়ে ধরে অতি বিশ্বস্ত ভাবে, আর ঘোড়া চলে মাটি ছুঁয়ে কিন্তু আকাশে উড়ে (অবশ্য যদি ঘোড়া সুশিক্ষিত হয়)। স্বরলিপি হচ্ছে রেলের পাটি। বিখ্যাতরা অতি বিশ্বস্ততার সাথে রেলের পাটি আঁকড়ে ধরে থেকেছেন আর অদিতি রূপকথার পক্ষীরাজ ঘোড়ার মত মাটি ছুঁয়ে আকাশে ডানা মেলে উড়েছেন ! অদিতি যেন বলতে চাইছেন "আরে স্বরলিপি তো একটা রেফারেন্স মাত্র"। এতে গুরুদেবের প্রতি অশ্রদ্ধা করা হয় কি না বা রবীন্দ্রসংগীতের অবমাননা করা হয় কি না; সেই বিচার করবার যোগ্যতা বা স্পর্ধা, কোনওটাই আমার নেই। একজন অতি নগণ্য শ্রোতা হিসাবে আমি আমার অনুভূতি প্রকাশ করলাম মাত্র। গুরুদেব বেঁচে থাকলে অদিতির সংগীত-ধারা অনুমোদন করতেন কিনা তা অনুমান সাপেক্ষ বিষয়। তিনি মুক্তমনা ছিলেন বলেই জানি। যে রবীন্দ্রসংগীত একদা কেবলমাত্র তানপুরা আর তবলা সহযোগে পরিবেশিত হত, সেই রবীন্দ্রসংগীতে তিনি হারমনিয়াম ব্যবহারের অনুমতি দিয়েছিলেন; ইওরোপীয় বাদ্যযন্ত্র হওয়া সত্বেও। আবার সেই একই রবীন্দ্রনাথ প্রয়াত দিলীপ কুমার রায় এবং জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামীকে ফিরিয়ে দিয়েছিলেন যখন তাঁরা রবীন্দ্রনাথের গানে তান কর্তব যোগ করবার অনুমতি চাইতে গিয়েছিলেন ! রবীন্দ্রনাথ তাঁদের বলেছিলেন "আমি তো আমার গানে কোনও ফাঁক রাখিনি !" । অর্থাৎ তাঁর গান জন্মের সময় থেকেই পূর্ণ, গায়কের কারিকুরির কোনও সুযোগ নেই; যা কিনা ইউরোপীয় ধাঁচের সংগীতের বৈশিষ্ট্য। আর রবীন্দ্রনাথের সংগীত শিক্ষা তো ইউরোপেই হয়েছিল ! কি অদ্ভুত সমাপতন ! আর ডাচ রবীন্দ্র বিশেষজ্ঞ ডঃ আর্নল্ড আঁদ্রিয়ান বাঁকে, যিনি দীনুবাবুর কাছে রবীন্দ্রসংগীত শিক্ষা করেছিলেন, তিনিও বিশ্বাস করতেন যে রবীন্দ্রসংগীত ইউরোপীয় ধাঁচে রচিত, পরিবর্তনের বিশেষ সুযোগ নেই। অপরপক্ষে ভারতীয় রাগসংগীতে ইমপ্রভাইজেসনের (improvisation) সুযোগ আছে; অর্থাৎ গায়কের সুযোগ আছে সুর বা তান যোগ করবার। আর রবীন্দ্রনাথের তো ভাঙা গান প্রচুর, যা কি না ভারতীয় রাগাশ্রিত ! তবে ?
আর স্বরলিপি থেকে বিচ্যূতি তো অনেক নামজাদা গায়ক ও করেছেন; যেমন দেবব্রত বিশ্বাস। তিনি তো রবীন্দ্রনাথকে শ্রদ্ধাই করতেন, এমন কি তাঁর প্রিয় কমিউনিষ্ট পার্টির মতের বিরোধিতা করেও ! অর্থাৎ তিনি গুরুদেবকে শ্রদ্ধাও করতেন, আবার শিল্পীর স্বাধীনতাও ছাড়তেন না ! স্ববিরোধিতা ? কি জানি !
মোট কথা, একজন অতি সাধারণ শ্রোতা হিসাবে আমি অদিতির গানে মুগ্ধ ! উনি নীরোগ দীর্ঘজীবি হয়ে অনন্ত কাল ধরে আমাদের রবীন্দ্রসংগীত পরিবেশন করে শোনান।
এতদিন পর প্রাণ ভরে রবীন্দ্র সংগীত শুনলাম। শিল্পী অদিতি গুপ্ত'র অসাধারণ রবীন্দ্র গায়কী মনকে মোহিত করেছে। ধন্যবাদ বেঙ্গল ফাউন্ডেশন কে। শিল্পীর সুস্থজীবন কামনা করছি।
Khoob bhalo laglo. Thanks.
অসাধারণ! খুব খুব ভালো লাগলো।শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
গতকাল রাত্রে কে জানিত তুমি ডাকিবে আমারে.....কতবার শুনেছি মনে নেই।কিছু বলার ভাষা নাই।
Amazing!
Asadharan
এতদিন কোথায় ছিলাম আমি? আহা, একি শুনছি? এ যে অন্য মাত্রার এক আনন্দধারা।
খুব খুব সুন্দর।
ঈশ্বরদত্ত সপ্তসুরে বাঁধা গলা। এই পর্যন্তই থাক। কি অপূর্ব উচারণ।
খুব ভালো লাগলো।
অনবদ্য ,অসাধারণ ,অতুলনীয় মুগ্ধ হয়ে গেলাম এমন শাবলীল গায়কী মন ভরে গেল
আরো আরো শোনার আশায় থাকলাম
সাবলীল।
অসাধারণ!
কি অপূর্ব কন্ঠ আর গায়কী!
আহা,,, ভেসে যাচ্ছি রবীন্দ্র ভাব সাগরে,,,!,, মানস মধুপ পদতলে ,,,মুরছি পড়িছে পরিমলে,,,,,,
অসাধারণ গুনী শিল্পী । অপূর্ব সুন্দর গানের গলা । ওনার জন্য থাকলো অনেক শুভকামনা ।
666
0p876765
Asadharon laglo
এত দরদ দিয়ে গান, অসাধারণ গলা ।
অপূর্ব সুন্দর কন্ঠ ও গায়কী । আপনাদের জন্যই আজও রবীন্দ্র সঙ্গীত তার সমহিমায় বিরজিত। ধন্যবাদ ।
অসাধারণ সুন্দর গায়কী।
Mind Blowing. Commendable. ❤💙💚💛💜
শিল্পীর জন্য অনেক শুভকামনা।
Bengal Foundation deserved highest appreciation for promoting Rabindra & Nazrul Sangeet Singers of Bangladesh &India.
Have a wonderful rendition performance.Many Many Thanks to Aiditi Madam.Ranaghat Nadia.Thanks to Bengal Foundation.
apnar gan sune sakale hriday juraye jai. bhalo thakben.dhanyabad
মুগ্ধ বিস্ময় নিয়ে অবগাহন করেছি সুধাসাগরে!!!!
আহা কি অনবদ্য, কি অসাধারণ কন্ঠ, কি অসাধারণ গায়কী.... মুগ্ধতার রেশ যে কাটেনা আর, বার বার শুনিতে চাই। নেশার মত হয়ে গেছে এই গায়কী শুনবার আশায়, রোজ সকালে আমায় নেশার মত টানে। অপূর্ব..........
দারুণ লাগল আপনার গান।💞
অসাধারণ
অদিতি গুপ্ত, আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার কণ্ঠে রবীন্দ্রনাথের গান মনে শান্তি এনে দেয়।
অসাধারণ👌👌
আরও শুনতে চাই👍
শুভেচ্ছা রইলো।
kub valo laglo
Awesome! Thank you,
অপরূপ অনবদ্য লাগল। গায়কি ও গানের সংকলন অসাধারণ।❤️
মন ভরে গেলো।"তুমি কেমন করে গান করো হে গুণী.....আমি অবাক হয়ে শুনি"......
Khubbhalo,good bless you
অন্য ধারা,অন্য স্বাদ। মন,প্রাণ,হৃদয় আনন্দে পূর্ণ হয়ে গেল। আরও আরও শুনতে চাই।
গানের বানীর সাবলীলতা প্রকাশে অদিতি গুপ্ত অন্যতম । এখানেও তাই । তাইতো অনেকের মত ‘প্রাণে খুশির তুফান’ নিয়ে আমিও জুটি তাঁর নতুন পরিবেশনা পেলেই । গানে গানে উনি যেন বলেনি, 'এ কেবল সংগীত না । শোনো, রবীন্দ্রনাথ কী বলেছেন' ।
অনেক শুভেচ্ছা
খুব ভাল লাগল । ভালো থাকবেন ।
আপনার কন্ঠে স্বাগতালক্ষী দাশগুপ্তকে পেলাম ।মাঝেমাঝে একটু দ্বিধাগ্রস্হ হয়ে পড়ছিলাম😊অপূউউউর্ব ,উদার্ত বলিষ্ঠ কন্ঠ
খুব সুন্দর পরিবেশনা।
ধন্যবাদ । কোনো আধুনিক যন্ত্রপাতির সংযোগ করা হয়নি । সেজন্য অনেক অনেক ধন্যবাদ । এটা শুনতে অনেক ভালো লাগে । ধন্যবাদ আবারও । ভালো থাকুন । 🙏🙏🙏
Ashadharon laglo
অপূর্ব
অপূর্ব 🙏❤️🙏❤️🙏❤️🙏
এতো ওজনদার বলিষ্ঠ শ্রুতিমধুর রাবীন্দ্রিক কন্ঠ, রাবীন্দ্রিক গায়কী কানায় কানায় পূর্ণ হলো মন প্রাণের সুরের তৃষ্ণা।
Excellent.
দু্ঃসাহসিক প্রঢেষ্টা এবং অবশ্যই সফল । ভাল লাগল আপনার গান।
Beautiful rendition Aditi
Keep it up.My blessings always
Aditir gala,uposthapona dutoi darun,sabi iswar prodotya.sadhana to achei
আত্ম নিবেদন আর গায়ন সমার্থক। আমার প্রিয় শিল্পী।
অদিতি গুপ্তর কণ্ঠে বীনাবাদিনীর অবস্থান,,,,তার গান শুনতে শুনতে মুগ্ধ হয়ে পড়ছি,,,,
ki apurbo laglo Aditi tomar gan sune,sei 1986 er Aditi r ktha mone porche❤❤❤
মন প্রাণ ভরে গেল...❤️❤️❤️❤️
Ist time listening. Excellent voice n very natural throw of Pronounciation. Very much impressed. Praying Almighty for her further success and expecting further newer n beautiful presentation from her to us.
My fav...👌👍
Excellente.
.
Beautiful production
Amazing! excellent voice.
তিন বছর ধরে প্রায় প্রতি সকালে এই অ্যালবামটি শুনছি ❤❤❤
Excellent
প্রথম গানটি শুনেই স্তম্ভিত হয়ে পড়েছি। মুগ্ধতার রেশ কাটছে না কিছুতেই। বলিষ্ঠ কন্ঠ। ঠিক যেমনটি চাই রবীন্দ্রনাথের সৃষ্টিকে নাটকীয়ভাবে তুলে ধরতে। গানের ভাব যেভাবে ফুটিয়ে তুললে কথাগুলো প্রাণ পায়, ঠিক সেই ভাবেই গানটিকে পুরোটা পড়ে, যথেষ্ট প্রস্তুতি এবং অনুশীলনের পরে গাওয়া হয়েছে, এটা স্পষ্ট। আসলে রবীন্দ্রনাথের গানকে একেবারে আত্মস্থ না করলে, তার রূপ রস গন্ধ - এই তিনটে বিশেষণকেই ফুটিয়ে তোলা যায় না। এইখানেই শিল্পীর সার্থকতা। আর তাই এ গান যেন "মরমে গিয়া পশিল" একেবারে। আমি আল্হাদিত এবং বিমোহিত হলাম। বড় ভালো লাগলো এই স্বর্গীয় সুষমা ভরা গান শুনে। যে গান বারবার শুনলেও আঁশ মেটে না, এই গান সেই পর্যায়ে সাফল্যের সঙ্গে পৌঁছেছে।
ভারি চমৎকার বললেন!!!🙏🙏🙏
খুব খুব সুন্দর সাবলীল ভাবে পরিবেশিত হয়েছে, যথার্থই রবীন্দ্রনাথ সঙ্গীত হয়ে উঠেছে যথাযথ সুর সংযোজনে।
Aditir gala ,uposthapona baro sundar
অদিতি গুপ্তের গান ভালো লাগে।
Amazing Rendition of Classic Rabindra Sangeet by Aditi Gupta.
Her voice is mesmerizing like Pandit Ravi Shankarji's SITAR music.
Thank you The Bengal Foundation.
কি বলিষ্ঠ গায়কি... বার বার শুনতে ইচ্ছা হয়।
হৃদয়তন্ত্রী জুড়ে এক পূর্ণতার অনুভূতি পেলাম। ভালো থাকুন, সুস্থ্য থাকুন।
Dripto-Kanthhotsarito Rabi-Gaan, jathartho tripto holo Hridoy-Pran. 🙏💐🙏👌🙏💐🙏👌🙏💐🙏
"Ami kemon karia janabo" ganti monke ningre dey, bar bar suni tabu advut ekta anuvuti hay, mon kharap hay. Ki vabe eto sundar ekti rachana karlen, asadharan sur dilen kabi. Aditi eto sundar paribeshan kareche ja bole bojhano jay na. Protita gaan advut munsianar sange geyeche Aditi. Apurba.
হৃদয় জুড়াইয়া গেল
Chamatkaar gaayan. Exceptional.
Wonderful performance.
Wonderful rendering....... ! Great. Very nice songs of Rabindra Sangeet collection, it's extremely well maintained by our favourite Artist ADITI GUPTA, love ur soulful brilliant singing. All the best regards.
Excellent singer!!! Voice fills up atmosphere in tune with lyrics - loud and clear.
যাঁরা রবীন্দ্রনাথের গান শুনে অভ্যস্ত, তাঁরা অদিতি গুপ্ত'র নাম নিশ্চয়ই শুনে থাকবেন। সমকালে প্রথম সারির গায়িকা।
হৃদয় বাসনা পূর্ণ হলো।
A few gems from the treasure trove of the one and only Gurudev. Exceptionally memorable rendering of Rabindra Sangeet by Adity.
অনেক অনেক ধন্যবাদ একটা অনবদ্য পরিবেশনার জন্যে ।
অতি শ্রুতিমধুর ।
শিল্পীর জন্ম মনে হয় কোন বৈষ্ণব পরিবারে না এমন বিনম্র নিবেদন কিভাবে সম্ভব!!!
Amazing voice😍
procharbimukh Aditi Gupta sukhe thakun
আর ও চাই শুনতে।👍
Aditi is a super singer and I have always admired her talents .
Ratnaroy excelent voice
Esraj is superb
Such a heart touching voice very rarely heard. May God bless you. Regards.
Ms. Gupta Joins an illustrious group of singers like Sailajaranjan Majumdar, Malati Ghoshal, Rajeshwari Basudev (Datta), Kanika Bandyopadhyay, and Ritu Guha (Guhathakurata) for this song. It was a pleasure for my wife Yoko and I listening to this song by her. Dr. Ajit Thakur (US)
Ratnaroy good morning have anice day may god bless ur
You are the finest artist. I used to listen your album everyday two times.
Chamatkaar.
অদিতির কণ্ঠে রবীন্দ্রসংগীত শোনার অভিজ্ঞতা স্বর্গের নন্দনকাননে বিচরণের মতই দুর্লভ অনুভূতি ! অদিতির কণ্ঠে আরও আরও গান শুনতে চাই। উনি কেন এত কম গান করেন?
অপূর্ব গায়কী।কন্ঠ সুন্দর। ওয়াহিদ মুরাদ। ১৭.০৫.২০২২।রমনা চ্যানেল।ঢাকা। ভালোবাসা অগণন।
Wah, what a rendition of Rabindrasangeet ! Expressive of Tagore's innermost essence in its true voice . Long live, Aditi . Looking for many more from you.
A Septuagenarian , New Delhi.
Sir, I wholly agree with, if not, exactly echo your view! Expressing "Tagore's inner essence", as you so aptly focused on, is ultimately the pivotal magic wand in Rabindrasangeet.
জুরালো পরাণ জুরাল
*ও যে মানে না মানা | Rabindra Sangeet |Singer:Aditi Gupta*
ua-cam.com/video/h6hOh1ZSPV4/v-deo.html