বাংলাদেশের এক গুচ্ছ শিল্পী রবীঠাকুরের গান এত নিষ্ঠা ও বিশুদ্ধতা সহকারে গাইছেন তাতে আমরা এপার বাংলার শ্রোতৃমন্ডলী খুবই মুগ্ধ। ঈশ্বরের নিকট প্রার্থনা করি, এভাবেই রবীন্দ্রনাথের সঙ্গীত বিশ্বমাঝে ধ্বনিত হতে থাকুক শত শত বছর।
খুবই সুন্দর আবেদন। আমরা মৃণাল সেন জন্মশতবর্ষ অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত করার জন্য অনুরোধ করি। উনি কথা রেখেছিলেন। দর্শক ও শ্রোতাদের ভালবাসা পেয়েছেন। কলকাতা মানুষের কাছে অত্যন্ত ভাললাগার শিল্পী
আমি একজন অতি সাধারণ মাপের লেখক । মূলত কবিতা লিখি । বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ এর গান নিয়ে রচিত আমার একটি কবিতার বই শ্যামা রহমানকে উপহার দিতে চাই । কেউ অনুগ্রহ করে তার ঠিকানা দিয়ে আমাকে উপকৃত করবেন ? এই অসাধারণ প্রতিভার অধিকারী শিল্পী শ্যামার উদ্দেশ্যে আমার স্রধ্যাঞ্জলি।
সকাতরে গানটি খুব যথার্থ ভাবাবেগে গেয়েছো, শ্যামা। আমার খুব ভাল লাগছে যে, বেইলী রোড সরকারি কলোনীর সেই ছোট্ট শ্যামা আজ এতো সুন্দর রবীন্দ্র সঙ্গীত গায়। দেশের একজন সুপরিচিত বরেন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পীতে রূপান্তরিত হয়েছে! 👌💚
এতো সুন্দর গাওয়ার পিছনে, গানের ওপর অগাধ ভালোবাসা ও রবীন্দ্রনাথ এর জীবন দর্শন এর উপলব্ধি, না থাকলে গাওয়া সম্ভব নয়। আমি গান করিনা, কিন্রু রবীন্দ্র জীবন দর্শন উপলব্ধি করার চেষ্টা করি, কতটা পাড়ি বা সফল জানিনা, জানার প্রয়োজন ও নেই, কারণ, রবিঠাকুর, প্রকৃতির এক সৃষ্টি, ওনার জীবন দর্শন নিয়ে কথা বলা, আমার পক্ষে অসম্ভব, গভীরতায় ( আমার জ্ঞানত ) প্রশান্ত মহাসাগরের মতো, আর উচ্চতায় বোধহয় ব্রম্হান্ডের শেষ সীমানা, তাই উনিই সম্ভবত, একজন, জিনি, অসীম, মনো প্রাণ কে এক সুতোয় গেঁথেছেন, আবার বিশ্ব জোড়া, প্রাকৃতিক ফাঁদের খোঁজ পেয়েছেন। ১৯৬৪-৬৫ সাল থেকে সব সেরা শিল্পী বা সেরা শিক্ষক, শিক্ষিকা দের রবীন্দ্র সংগীত শুনে আসছি, সে অনুষ্ঠানে বা রেকর্ড এর মাধ্যমে,প্রাকৃতিক নিয়মে, তারা চলে যাবার পর, কলকাতা এখন বোধহয় রবীন্দ্রসংগীত কে নতুন রং এ রাঙিয়ে দিচ্ছে, বা রাঙাবার প্রবণতা বেড়েগেছে। কিছু শিল্পী ও আছেন, যারা, আবেগের সাথে রবীন্দ্রসংগীত কে ধরেও রেখেছেন। বয়স জনিত কারণে, কোনো অনুষ্ঠানে যাওয়া হয়না, তবে, u tube দয়ায় এখনো, গান শোনার অভ্যাস টা থেকে গ্যাছে, তবে প্রধানত সেকালের, শিক্ষক দের, অবশ্যই শান্তিনিকেতন base। খুজলাম, বাজে করুনো সুরে, গানটি, আপনার কণ্ঠে শোনার ইচ্ছা রইলো। আমি বিশ্বাস করি এতো প্রাণবন্ত কণ্ঠ, আমাদের, আরো, আরো গানের ডালা উপহার দেবে। আপনার গুরুকুল এর ব্যাপারে জানার ইচ্ছা রইলো। 🙏🙏🙏🙏🙏
I am exactly like you. I do not sing, in fact if I sing it will be terrible for everyone! 😂. But I really follow Rabindra Philosophy from bottom of my heart ❤️
দারুন ইম্প্রেসিভ! কোথায় তিনি রবীন্দ্রনাথের গানকে নিয়ে গিয়েছেন ভাবাই যায়না। রবীন্দ্রনাথকে অন্তরের অন্তস্থল থেকে পুরোপুরি না ভালবাসলে সেখানে যাওয়া সম্ভব নয়।
সুললিত কন্ঠে অত্যন্ত পরিচ্ছন্ন ও স্বতন্ত্র গায়কী, স্বরক্ষেপণ, স্পষ্ট উচ্চারণ, ছন্দ ও ভাবের যথাযথ রূপায়ণ ইত্যাদি গুণাবলী সামগ্রিকভাবে শিল্পীর পরিবেশনাকে ভিন্ন মাত্রায় উন্নীত করেছে ! কিন্তু কোন কোন গানে (যেমন - 'বিশ্ব যখন নিদ্রা মগন গগন অন্ধকার') ভিন্ন ভাবনার ও মাত্রার যন্ত্রানুষঙ্গ গানগুলিকে নান্দনিকতার উচ্চতর পর্যায়ে উন্নীত করতে পারতো বলে আমার বিশ্বাস...!
এমন ঈশ্বর দত্ত ভক্তিসিক্ত কণ্ঠ এত নিবেদনভরা স্বরক্ষেপ,প্রাণের আর্তি মনকে ভরিয়ে দিলো।আহা এই ভাব এই প্রজন্মের শিল্পীদের আর পাইনা।রাবিন্দ্রিক ঘরানার এই গায়কি আমরা বিমোহিত।অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কবিগুরুর সমস্ত গান আপনার কন্ঠে শুনতে চাই।
সাব্বাস,রবীন্দ্র সঙ্গীত এত গম্ভীর হৃদয় দিয়ে অনুভব করতে পারা খুব সহজ নয়।শিল্পীর গায়কী ভাষা সঙ্গত অসাধারণ,অনবদ্য ।আপনি বাঙ্গালীর হৃদয়ে চিরদিন স্বরনীয় হয়ে থাকবেন।
এই প্রথম সামা রহমান এর গান শুনছি। কি বলে মনের ভাব প্রকাশ করবো ! এ যেন এক স্বর্গীয় নৈস্বর্গীক অলৌকিক অনুভূতি। এর পর আর কোনো সংগীত হতে পারেনা। তার সাথে কি অপূর্ব যন্ত্রনুসঙ্গ। আবেগে গলার কাছে এক অব্যাক্ত ভাষা আটকে আছে , আর চোখ জলে ভোরে আসছে, অপূর্ব অনুভূতি। দীর্ঘায়ু কামনা করি শিল্পীর।
বিশ্ব কবির রচিত সঙ্গীত বিশ্ববাসীর জন্য। এটা সর্বসময় প্রমাণিত। আমরা যারা সৌভাগ্যক্রমে রবিন্দ্র ভক্ত তারা সবাই রবিন্দ্র নাথ ঠাকুরের কাছে চিরকৃতজ্ঞ।। 🪴🪴🪴🪴🪴🪴🙏🪴🪴🪴🪴🪴🪴
you probably dont give a shit but if you guys are stoned like me atm you can watch pretty much all the new movies on Instaflixxer. Have been streaming with my brother for the last few weeks :)
কণ্ঠস্বর ও গায়কী ঢং সত্যিই সুন্দর। রবীন্দ্রনাথ প্রায় হাজার তিনেক গান লিখে গেছেন। এই প্রজন্মের শিল্পীদের কাছে আমাদের অনুরোধ বহু শ্রুত গানের সঙ্গে সঙ্গে সেগুলি গীত হোক। প্রথমেই হয়ত জনপ্রিয় হওয়া যাবে না। কিন্তু পরে হয়ত সেটাই তার master piece হয়ে যাবে।
৩০০০ নয় । রবীন্দ্রনাথ এর গানের সংখ্যা মোটামুটি ২২৩০. তবে এর মধ্যে কিছু গান বিতর্কিত। কিছু গানের সুর তিনি নিজে করেননি । যেমন দিনের শেষে ঘুমের। দেশে - এটি গুরুদেবের একটি কবিতা আশ্রিত, সুরকার শ্রী পঙ্কজ মল্লিক মহাশয় । এরকম আরো কিছু আছে ।
Rabindra sangit, shitya, Sanskrit etc, are our joint property that are India and Bangladesh l am happy that are in safe hand, and it will get eternal life. Thank you.
Unique experience to listen to rendition of Rabindrasangeet by Shama. She has perfect voice for songs of this genre. May she continue for many many years to keep us spell bound.
বাংলাদেশের এক গুচ্ছ শিল্পী রবীঠাকুরের গান এত নিষ্ঠা ও বিশুদ্ধতা সহকারে গাইছেন তাতে আমরা এপার বাংলার শ্রোতৃমন্ডলী খুবই মুগ্ধ। ঈশ্বরের নিকট প্রার্থনা করি, এভাবেই রবীন্দ্রনাথের সঙ্গীত বিশ্বমাঝে ধ্বনিত হতে থাকুক শত শত বছর।
Ekdom thik...Bangladesh r shilpi ra amader onk sundor gan upohar dicchen...asakori infuture r o pabo erkm opurbo gan🎉🎉🎉
খুবই সুন্দর আবেদন। আমরা মৃণাল সেন জন্মশতবর্ষ অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত করার জন্য অনুরোধ করি। উনি কথা রেখেছিলেন। দর্শক ও শ্রোতাদের ভালবাসা পেয়েছেন। কলকাতা মানুষের কাছে অত্যন্ত ভাললাগার শিল্পী
আমি একজন অতি সাধারণ মাপের লেখক । মূলত কবিতা লিখি । বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথ এর গান নিয়ে রচিত আমার একটি কবিতার বই শ্যামা রহমানকে উপহার দিতে চাই । কেউ অনুগ্রহ করে তার ঠিকানা দিয়ে আমাকে উপকৃত করবেন ? এই অসাধারণ প্রতিভার অধিকারী শিল্পী শ্যামার উদ্দেশ্যে আমার স্রধ্যাঞ্জলি।
unparalleled.
Very best Rabindrasangeet artist. I give my Very best regards to Shama Rahaman .❤
সকাতরে গানটি খুব যথার্থ ভাবাবেগে গেয়েছো, শ্যামা। আমার খুব ভাল লাগছে যে, বেইলী রোড সরকারি কলোনীর সেই ছোট্ট শ্যামা আজ এতো সুন্দর রবীন্দ্র সঙ্গীত গায়। দেশের একজন সুপরিচিত বরেন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পীতে রূপান্তরিত হয়েছে! 👌💚
Khub Sundor, apurbo - Chandan Bakshi ❤
এতো সুন্দর গাওয়ার পিছনে, গানের ওপর অগাধ ভালোবাসা ও রবীন্দ্রনাথ এর জীবন দর্শন এর উপলব্ধি, না থাকলে গাওয়া সম্ভব নয়। আমি গান করিনা, কিন্রু রবীন্দ্র জীবন দর্শন উপলব্ধি করার চেষ্টা করি, কতটা পাড়ি বা সফল জানিনা, জানার প্রয়োজন ও নেই, কারণ, রবিঠাকুর, প্রকৃতির এক সৃষ্টি, ওনার জীবন দর্শন নিয়ে কথা বলা, আমার পক্ষে অসম্ভব, গভীরতায় ( আমার জ্ঞানত ) প্রশান্ত মহাসাগরের মতো, আর উচ্চতায় বোধহয় ব্রম্হান্ডের শেষ সীমানা, তাই উনিই সম্ভবত, একজন, জিনি, অসীম, মনো প্রাণ কে এক সুতোয় গেঁথেছেন, আবার বিশ্ব জোড়া, প্রাকৃতিক ফাঁদের খোঁজ পেয়েছেন।
১৯৬৪-৬৫ সাল থেকে সব সেরা শিল্পী বা সেরা শিক্ষক, শিক্ষিকা দের রবীন্দ্র সংগীত শুনে আসছি, সে অনুষ্ঠানে বা রেকর্ড এর মাধ্যমে,প্রাকৃতিক নিয়মে, তারা চলে যাবার পর, কলকাতা এখন বোধহয় রবীন্দ্রসংগীত কে নতুন রং এ রাঙিয়ে দিচ্ছে, বা রাঙাবার প্রবণতা বেড়েগেছে।
কিছু শিল্পী ও আছেন, যারা, আবেগের সাথে রবীন্দ্রসংগীত কে ধরেও রেখেছেন।
বয়স জনিত কারণে, কোনো অনুষ্ঠানে যাওয়া হয়না, তবে, u tube দয়ায় এখনো, গান শোনার অভ্যাস টা থেকে গ্যাছে, তবে প্রধানত সেকালের, শিক্ষক দের, অবশ্যই শান্তিনিকেতন base।
খুজলাম, বাজে করুনো সুরে, গানটি, আপনার কণ্ঠে শোনার ইচ্ছা রইলো।
আমি বিশ্বাস করি এতো প্রাণবন্ত কণ্ঠ, আমাদের, আরো, আরো গানের ডালা উপহার দেবে।
আপনার গুরুকুল এর ব্যাপারে জানার ইচ্ছা রইলো।
🙏🙏🙏🙏🙏
I am exactly like you. I do not sing, in fact if I sing it will be terrible for everyone! 😂. But I really follow Rabindra Philosophy from bottom of my heart ❤️
দারুন দারুন! ভাবার্থ না বুঝলে, আন্তরিকতা না থাকলে এভাবে মর্মস্পর্শী গান গাওয়া যায় না। 👏👏🙏🙏
সব সাম্প্রদায়িক শক্তি নিপাত যাক
এত ভালো লাগছে কী বলবো! মোহিত হয় মুগ্ধ হয়ে শুনছি। আরও শুনবো শামা রহমান কে।
মনটা ভরে গেলো..…কলকাতা থেকে...মৈত্রেয়ী গুহ 1:04:00
সুমধুর কন্ঠে পরিবেশিত প্রতিটি সঙ্গীত ই শ্রোতাদের হৃদয় আধ্যাত্মিক জগতে নিয়েই যায়।
Monta vore galo....khub valo, lagloRabindrik style ta aapnar aaotte....Kolkata theke....
শ্যামার গান শুনে খুব আনন্দ
পেলাম, উত্তরত্তর আমাদের আরও প্রাণ ভরিয়ে দিক আর নিজেও আনন্দে অবগাহন করুক। ওর সর্বমঙ্গল কামনা করি।
খুব ভালো গেয়েছেন প্রতিটি গান। দরদী কন্ঠে । মুগ্ধ হয়ে শুনছি।
শামা, আমি আপনার প্রেমে পড়লাম। যেমন সুন্দর দেখতে, তেমন সুন্দর গলা!
Prothom shulam Shama Rahaman er gaan.....aami fida hoe gechi...aapnar gola te Saraswati biraj korun
Rabindra-Gharanar abesh sabtai pelam bole aamar mone hoy. KHOOB SUNDAR. MODHUR. DHANYOBAD.
মন টা ভরে গেলো.…অপূর্ব
দারুন ইম্প্রেসিভ! কোথায় তিনি রবীন্দ্রনাথের গানকে নিয়ে গিয়েছেন ভাবাই যায়না। রবীন্দ্রনাথকে অন্তরের অন্তস্থল থেকে পুরোপুরি না ভালবাসলে সেখানে যাওয়া সম্ভব নয়।
অপূর্ব গায়ন শৈলী! কন্ঠস্বরে অসামান্য পবিত্রতা। খুব ভালো লাগছে।
গান শেষ হলেও যেন তার রেশটুকু থেকেই যায়। মনপ্রাণ ঢেলে গাওয়া গানগুলো শুনে যেন সুরের সাগরে অবগাহনের অভিজ্ঞতা হয়। অজস্র ধন্যবাদ ও অভিনন্দন শিল্পীকে।
শামা রহমানের রবীন্দ্র সঙ্গীত এক অন্য মাত্রার আবেদন যা শৃন্তুর আরাম মর্মের গভীরে ছুঁয়ে যায়, আহহ
আহা... বড়ো সুন্দর... প্রাণ ভোরে যায় এই গান এতো সুন্দর করে কন্ঠ দিয়ে উপস্থাপন করার জন্য...
Very nice singing style and voice.
All the artists are very very much serious about "Rabindric bhbna " which gives us a lot peace of mind .Lots of respect for them .🎉
সুললিত কন্ঠে অত্যন্ত পরিচ্ছন্ন ও স্বতন্ত্র গায়কী, স্বরক্ষেপণ, স্পষ্ট উচ্চারণ, ছন্দ ও ভাবের যথাযথ রূপায়ণ ইত্যাদি গুণাবলী সামগ্রিকভাবে শিল্পীর পরিবেশনাকে ভিন্ন মাত্রায় উন্নীত করেছে !
কিন্তু কোন কোন গানে (যেমন - 'বিশ্ব যখন নিদ্রা মগন গগন অন্ধকার') ভিন্ন ভাবনার ও মাত্রার যন্ত্রানুষঙ্গ গানগুলিকে নান্দনিকতার উচ্চতর পর্যায়ে উন্নীত করতে পারতো বলে আমার বিশ্বাস...!
এমন ঈশ্বর দত্ত ভক্তিসিক্ত কণ্ঠ এত নিবেদনভরা স্বরক্ষেপ,প্রাণের আর্তি মনকে ভরিয়ে দিলো।আহা এই ভাব এই প্রজন্মের শিল্পীদের আর পাইনা।রাবিন্দ্রিক ঘরানার এই গায়কি আমরা বিমোহিত।অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। কবিগুরুর সমস্ত গান আপনার কন্ঠে শুনতে চাই।
অসাধারণ গায়কী।আপনার fan হয়ে গেলাম।আরো আরো গান শুনতে চাই আপনার গলায় ।ভালো থাকবেন।❤
সাব্বাস,রবীন্দ্র সঙ্গীত এত গম্ভীর হৃদয় দিয়ে অনুভব করতে পারা খুব সহজ নয়।শিল্পীর গায়কী ভাষা সঙ্গত অসাধারণ,অনবদ্য ।আপনি বাঙ্গালীর হৃদয়ে চিরদিন স্বরনীয় হয়ে থাকবেন।
Beautiful songs from a beautiful singer, liked the uncommon choice of songs, loved them!!!!
অপুর্ব আবেদনে ভরা দরদ ও সুর। মুগ্ধ হয়ে শুনছি।
গান গুলি শুনে মুগ্ধ হলাম শ্রদধণজলী জানাই।
এই প্রথম সামা রহমান এর গান শুনছি। কি বলে মনের ভাব প্রকাশ করবো ! এ যেন এক স্বর্গীয় নৈস্বর্গীক অলৌকিক অনুভূতি। এর পর আর কোনো সংগীত হতে পারেনা। তার সাথে কি অপূর্ব যন্ত্রনুসঙ্গ। আবেগে গলার কাছে এক অব্যাক্ত ভাষা আটকে আছে , আর চোখ জলে ভোরে আসছে, অপূর্ব অনুভূতি। দীর্ঘায়ু কামনা করি শিল্পীর।
Kolkata= the song takes to s high level where there is only p e a c e.God bless pl.
অসাধারণ, অত্যানত উচ্চমানের গায়িকা সত্যিই শ্রদ্ধা নিবেদন করার মতো কিছু একটা আছে,
Bhari bhalo laglo. Beautiful rendering!
শামা রহমানের কণ্ঠে প্রথম রবীন্দ্রগান শুনলাম ।আমি বিমুগ্ধ ।খুবই পরিণত ।অনেক শুভেচ্ছা রইল ।
She has many beautiful albums of Rabindrasangeet.
Thanks to Bengal Foundation for presenting beautiful songs of Gurudev Tagore's and also for selecting genius Artist Respected
Shama Rahaman.
Excellent. Onek din por Mon vore enjoy korlam gan guli.
Asadharan 5:30 5:33
Future star of Rabindra sang it. Very good.
শামা রহমান গলা অপূর্ব শুনলে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এত মিষ্টি গলা উনি এই ভাবে আমাদের গান শুনিয়ে যান ভগবান ওনার মঙ্গল করুন
I am highly impressed . Gifted melodious voice . My heartiest blessings for her . Prof DrCCBiswas
আজ হঠাৎ করেই Album টা সামনে আসে। আমার সুপ্ত অনেক কিছুই চোখে ভাসছে ❤
খুব সুন্দর মিষ্টি সুরেলা কন্ঠ। বার বার শোনার মতো। কোলকাতা থেকে।
কি অপূর্ব সুন্দর গায়কী প্রতিভা মন ভরে যায়।
আহা,মন ভরে গেল ❤❤❤❤❤❤
Beautiful melodious voice!!💜🕉🕉🕉🙏🙏🙏
My dream singer for Tagore songs. Melodious tone pralled with music.
Wonderful rendition from one of the
best rabidrasngeet singer
❤ কি মধুর ধ্বনি!
হৃদয়ের গহিনে গিয়ে অনুরণিত হয়।
ধন্যবাদ ❤
বিশ্ব কবির রচিত সঙ্গীত বিশ্ববাসীর জন্য।
এটা সর্বসময় প্রমাণিত।
আমরা যারা সৌভাগ্যক্রমে রবিন্দ্র ভক্ত
তারা সবাই রবিন্দ্র নাথ ঠাকুরের কাছে
চিরকৃতজ্ঞ।।
🪴🪴🪴🪴🪴🪴🙏🪴🪴🪴🪴🪴🪴
অবসৈচিরকৃতঞ্জ
4❤@@tapaskoley98851245h
আপনার চোখ সুন্দর হরিণের মতো
অপূর্ব সুন্দর বোধ দরদ ,,,মন ভরে গেল ,, গানে ,,, ধন্য শিল্পী ,,,
মন ভরিয়ে দিয়ে গেলো । অপূর্ব-----! অনবদ্য নিবেদন। অনন্যসাধারণ। মুগ্ধ হয়েছি। শিল্পীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
you probably dont give a shit but if you guys are stoned like me atm you can watch pretty much all the new movies on Instaflixxer. Have been streaming with my brother for the last few weeks :)
@Tanner Jameson Yup, I've been watching on instaflixxer for months myself :)
ওহ ! কি বলবো আমি ! কি গলার সুর ! কি যে বলবো। যা বলবো, বলা যাবে না। নমস্কার শিল্পী। ভালো থেকো চিরদিন 🙏🙏🙏🙏
কণ্ঠস্বর ও গায়কী ঢং সত্যিই সুন্দর। রবীন্দ্রনাথ প্রায় হাজার তিনেক গান লিখে গেছেন। এই প্রজন্মের শিল্পীদের কাছে আমাদের অনুরোধ বহু শ্রুত গানের সঙ্গে সঙ্গে সেগুলি গীত হোক। প্রথমেই হয়ত জনপ্রিয় হওয়া যাবে না। কিন্তু পরে হয়ত সেটাই তার master piece হয়ে যাবে।
৩০০০ নয় । রবীন্দ্রনাথ এর গানের সংখ্যা মোটামুটি ২২৩০. তবে এর মধ্যে কিছু গান বিতর্কিত। কিছু গানের সুর তিনি নিজে করেননি । যেমন দিনের শেষে ঘুমের। দেশে - এটি গুরুদেবের একটি কবিতা আশ্রিত, সুরকার শ্রী পঙ্কজ মল্লিক মহাশয় । এরকম আরো কিছু আছে ।
গানের প্রকৃত সংখ্যা নির্ধারণের জন্য ধন্যবাদ।
তবে আমার প্রস্তাবের কোনো উত্তর পেলাম না।
Beautiful and blissful voice
প্রথম শুনলাম এবং মুগ্ধ হলাম । শিল্পীর প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল ।
মনে হয় যেনো শ্যামা মরে নাই ।
কৃতঘ্ন প্রণয়ীর থেকে নিষ্কৃতি মিলেছে তার রবীন্দ্র সংগীতের আশ্রয়ে ।
ভালো, বেশ ভালো 👍❤️
Maneta thhik bujhlam na !
Great selection! Fabulous renditions!
Wonderful voice. Go ahead...and ahead. Blessing.
অসাধারণ, খুব ভালো গলার আওয়াজ।
অসাধারণ ভাবগম্ভীর পরিবেশনা।
প্রিয় শিল্পীর গাওয়া রবিন্দ্র সংগীত,
ভালো লাগবে বলেই ত' শুনি !!!
আহ! মনটা খুবই হালকা হয়ে গেল, ধন্যবাদ।
আ!হৃদয় মন এক অনাবিল অনুভূতি তে আচ্ছন্ন হয়ে গেল।যেমন মায়াবী কন্ঠ,তেমনি গায়কী।
এ কি অপূর্ব সুর দিল বিধাতা তোমায়।
Beautiful rendition, so soft and melodious conveying the essence of the Rabindrasangeet
Apurba❤❤❤
অপূর্ব অসাধারণ 💕💐
কি বলবো? সব কিছু বলার বাহিরে। গান শুনে আমি মুগ্ধ। ভাষাহারা হয়ে গেছি। আমার কাছে উনি মা সরস্বতী। অনেক শুভেচ্ছা ও প্রনাম জানাই।
পজিশনে ভিন্নভাবে ভিন্নভাবে
Arektu fast gaowa jeto! Ghum peye jachchhe je!!!!!
Maa Saraswatir Manash-Kanya. 🙏
12:29
13:08 13:08
Kolkata theke aamir ghosh khub bhalo laglo apnake asongkho suvecha o bhalo basha ❤
অনবদ্য উপস্থাপনা .... খুব ভালো লাগলো
Apurbo 👌
One among the best Rabindrasangeet singer. Wish we get a chance to hear recent song, if any.
অনবদ্য পরিবেশনা। খুব ভালো লাগলো। ভালো থাকুন, সুস্থ থাকুন....
আপনার সুমধুর কণ্ঠে গান গুলো দারুণ উপভোগ করলাম রাত বারটার দিকে , একাকী। কৃতজ্ঞতা গ্রহণ করুন ।
অসাধারণ নিবেদন। 👏👏
Rabindra sangit, shitya, Sanskrit etc, are our joint property that are India and Bangladesh l am happy that are in safe hand, and it will get eternal life. Thank you.
Waw beti . sweet and heartfelt song.
Jyotsna-Sheetal Konthher Sangit, Shrotagoner Hridoy taito Mohit. 🙏💐🙏👌🙏💐🙏👌🙏💐🙏
দারুন আপা
Unique experience to listen to rendition of Rabindrasangeet by Shama. She has perfect voice for songs of this genre. May she continue for many many years to keep us spell bound.
Darun and axadharàñ golà
Great compliment and congratulation to SHAMA RAHAMAN .
She is a very good singer. Has a nice melodious voice !👌
কি অপূর্ব সুন্দর দুটো চোখ কি অসাধারণ গলা এতো সুন্দর করে গাইলেন আপনাকে ধন্যবাদ
অসাধারণ গায়কী। আমি মুগ্ধ।
এককথায় অনবদ্য ।চমৎকার গায়কী
অপূর্ব 🙏
The supreme vocalist of an undemarcated Indian cultural homeland. The best of the best. What an album. A Bharatratna.
Gangulo apner kantya madhurje ebong apurba gayakir janya anya jagate niye jay.
Absolutely i spellbound god gifted her voice
রবীনদ্র সঙ্গীত তো এমনি হবার কথা।
Great beauty great song
সম্মোহিত হলাম !
অসাধারণ গলা
A real gem stolen from heaven, just stay with us. Salute.
অসাধারণ গায়কি।
অসাধারন বলে বোঝানো যাবেনা।♥
ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক ambassador শ্যামা। ভাল থেকো, ভাল গাও , আরও বেশি সংখ্যক মানুষকে সুমিষ্ট রবীন্দ্র সঙ্গীত ধারায় অবগাহন করাও।
ভারী সুন্দর ।
সুমধুর কণ্ঠে সব গানই মন ভরে গেল । নমিতা গুহ ।
Excellent ever green voice to activate the human life. I pray for her health and happiness for all time to come.
Asadharan!
Excellent rendition by Shama Rahman
Mind Blowing
Commendable
Very best Wishes.
hi you yyyy tit out
t
yyyyyt to tyyyoytittoyyty