সার যদি সঠিকভাবে এবং সঠিক সময়ে প্রয়োগ না হয়, তবে ফল আসতে পারে না। যেমন, ফুল বা ফল ধরানোর জন্য গাছের জন্য পটাশিয়াম, ফসফরাস ও নাইট্রোজেন সঠিকভাবে প্রয়োজন হয়। যদি সঠিক সময় বা পরিমাণে সার দেওয়া না হয়, তবে ফলন হতে পারে না। অনেক সময় প্রাকৃতিক কারণে যেমন অত্যধিক তাপ, শীত বা বৃষ্টিপাতের অস্বাভাবিক পরিমাণও গাছের ফুল বা ফলন প্রভাবিত করতে পারে। যদি মাটি পুষ্টি সমৃদ্ধ না হয় বা pH ভারসাম্যহীন হয়, তবে ফল আসার সম্ভাবনা কম থাকে। মাটি পরীক্ষা করে দেখতে পারেন যে মাটি পুষ্টি ও pH ঠিক আছে কিনা।
আমি তিনটি সার দিয়েছি এখনো কেন ফুল ফল আসেনি
সার যদি সঠিকভাবে এবং সঠিক সময়ে প্রয়োগ না হয়, তবে ফল আসতে পারে না। যেমন, ফুল বা ফল ধরানোর জন্য গাছের জন্য পটাশিয়াম, ফসফরাস ও নাইট্রোজেন সঠিকভাবে প্রয়োজন হয়। যদি সঠিক সময় বা পরিমাণে সার দেওয়া না হয়, তবে ফলন হতে পারে না।
অনেক সময় প্রাকৃতিক কারণে যেমন অত্যধিক তাপ, শীত বা বৃষ্টিপাতের অস্বাভাবিক পরিমাণও গাছের ফুল বা ফলন প্রভাবিত করতে পারে।
যদি মাটি পুষ্টি সমৃদ্ধ না হয় বা pH ভারসাম্যহীন হয়, তবে ফল আসার সম্ভাবনা কম থাকে। মাটি পরীক্ষা করে দেখতে পারেন যে মাটি পুষ্টি ও pH ঠিক আছে কিনা।