কুরআনের একটি সাধারণ নিয়ম হলো-- যখনই আল্লাহ জাহান্নামের আলোচনা করেছেন সাথে সাথে জান্নাতের কথাও বলেছেন। কুরআনে মূলত জাহান্নামের চেয়েও জান্নাতের বর্ণনা বেশি। আমরা যেহেতু এখন জাহান্নাম নিয়ে কথা বলবো, তাই জান্নাতের আয়াতগুলো এখন উল্লেখ করা সম্ভব নয়। কিন্তু মনে রাখুন, আমাদের ধর্ম মূলত সুসংবাদ প্রদান করে। যেমন সূরা কাহাফে এসেছে-- وَ یُبَشِّرَ الۡمُؤۡمِنِیۡنَ الَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمۡ اَجۡرًا حَسَنًا ۙ - "এবং সুসংবাদ দেয় সেসব মুমিনদেরকে যারা সৎ কাজ করে। কোনো সন্দেহ নেই তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার।" আল্লাহ শাস্তি দিতে ভালবাসেন না, তিনি ক্ষমা করতে ভালবাসেন। আল্লাহ নিজেই বলেছেন-- مَا یَفۡعَلُ اللّٰہُ بِعَذَابِکُمۡ اِنۡ شَکَرۡتُمۡ وَ اٰمَنۡتُمۡ ؕ وَ کَانَ اللّٰہُ شَاکِرًا عَلِیۡمًا - "যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর এবং ঈমান আন তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ কী করবেন?"(৪:১৪৭) আমরা যদি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসি এবং নিজেদের সংশোধন করে নিই, ইনশাআল্লাহ তিনি আমাদের ক্ষমা করে দিবেন।
ওমর আল বান্নাকে আমি চিনতাম না,,আজকে নাকি বাংলার মাধ্যমে চিনলাম,,সত্যিই মন থেকে দোয়া করছি এত সুন্দর একজন আলেমকে চিনিয়ে দেবার জন্যে,,,অসাধারণ ভালোলাগছে লেকচারটা আসলেই আমাদের অন্তরে আল্লাহর ভয় অনেক কমেগেছে
হৃদয় টা অনেক কঠিন, সহজে কান্না আসে না৷ কিন্তু আজ একটু, খুবই অল্প কান্না, ভারাক্রান্ত হয়েছি এই বক্তব্য শুনে৷ আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নিরাপদে রাখুন৷ (আমিন)
একজন জেনারেল শিক্ষিত হিসেবে ফরজ পরিমাণ ইলম অর্জনের জন্য একজন বিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে নির্দিষ্ট একটি সিলেবাস কাভার করা আপনার জন্য অনেক জরুরী। অথচ এই বিষয় নিয়েই আমাদের সবচেয়ে বেশী বেখবর দেখা যায়। আসলাফ একাডেমী আপনার এই শূণ্যতা পূরণের জন্য নিয়ে এসেছে ‘বেসিক ইসলাম’ কোর্স। এটি মূলত একজন মুসলিম হিসেবে আপনার যা না জানলেই নয়, যেমন: ঈমান-আকীদা, নামায-রোযা, হজ-যাকাত, হালাল-হারাম, পর্দা, আখিরাত, বান্দার হক ইত্যাদি… বিষয়গুলো নিয়ে একটি সারগর্ভ কোর্স। দেশবরেণ্য বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে ও তাদের সাথে দীর্ঘদিন পরামর্শের পর এর কারিকুলাম প্রস্তুত করা হয়েছে। aslafacademy.com/courses/basic-islam/
একজন জেনারেল শিক্ষিত হিসেবে ফরজ পরিমাণ ইলম অর্জনের জন্য একজন বিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে নির্দিষ্ট একটি সিলেবাস কাভার করা আপনার জন্য অনেক জরুরী। অথচ এই বিষয় নিয়েই আমাদের সবচেয়ে বেশী বেখবর দেখা যায়। আসলাফ একাডেমী আপনার এই শূণ্যতা পূরণের জন্য নিয়ে এসেছে ‘বেসিক ইসলাম’ কোর্স। এটি মূলত একজন মুসলিম হিসেবে আপনার যা না জানলেই নয়, যেমন: ঈমান-আকীদা, নামায-রোযা, হজ-যাকাত, হালাল-হারাম, পর্দা, আখিরাত, বান্দার হক ইত্যাদি… বিষয়গুলো নিয়ে একটি সারগর্ভ কোর্স। দেশবরেণ্য বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে ও তাদের সাথে দীর্ঘদিন পরামর্শের পর এর কারিকুলাম প্রস্তুত করা হয়েছে।
কুরআনের একটি সাধারণ নিয়ম হলো-- যখনই আল্লাহ জাহান্নামের আলোচনা করেছেন সাথে সাথে জান্নাতের কথাও বলেছেন। কুরআনে মূলত জাহান্নামের চেয়েও জান্নাতের বর্ণনা বেশি। আমরা যেহেতু এখন জাহান্নাম নিয়ে কথা বলবো, তাই জান্নাতের আয়াতগুলো এখন উল্লেখ করা সম্ভব নয়। কিন্তু মনে রাখুন, আমাদের ধর্ম মূলত সুসংবাদ প্রদান করে। যেমন সূরা কাহাফে এসেছে-- وَ یُبَشِّرَ الۡمُؤۡمِنِیۡنَ الَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمۡ اَجۡرًا حَسَنًا ۙ - "এবং সুসংবাদ দেয় সেসব মুমিনদেরকে যারা সৎ কাজ করে। কোনো সন্দেহ নেই তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার।" আল্লাহ শাস্তি দিতে ভালবাসেন না, তিনি ক্ষমা করতে ভালবাসেন। আল্লাহ নিজেই বলেছেন-- مَا یَفۡعَلُ اللّٰہُ بِعَذَابِکُمۡ اِنۡ شَکَرۡتُمۡ وَ اٰمَنۡتُمۡ ؕ وَ کَانَ اللّٰہُ شَاکِرًا عَلِیۡمًا - "যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর এবং ঈমান আন তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ কী করবেন?"(৪:১৪৭) আমরা যদি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসি এবং নিজেদের সংশোধন করে নিই, ইনশাআল্লাহ তিনি আমাদের ক্ষমা করে দিবেন।
আল্লাহু আকবার
ইনশাআল্লাহ
আপনারা জান্নাত নিয়ে ভিডিও দেন না কেন? ইয়াসির কাদির এর?
আপনারা জান্নাত নিয়ে ভিডিও দেন না কেন? ইয়াসির কাদির এর?
ইনশাআল্লাহ ❤
ওমর আল বান্নাকে আমি চিনতাম না,,আজকে নাকি বাংলার মাধ্যমে চিনলাম,,সত্যিই মন থেকে দোয়া করছি এত সুন্দর একজন আলেমকে চিনিয়ে দেবার জন্যে,,,অসাধারণ ভালোলাগছে লেকচারটা আসলেই আমাদের অন্তরে আল্লাহর ভয় অনেক কমেগেছে
হৃদয় টা অনেক কঠিন, সহজে কান্না আসে না৷ কিন্তু আজ একটু, খুবই অল্প কান্না, ভারাক্রান্ত হয়েছি এই বক্তব্য শুনে৷ আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে নিরাপদে রাখুন৷ (আমিন)
পরিবর্তনের স্নিগ্ধ বাতাসটা আবার আসুক! ভেঙে পড়া দূর্বল হৃদয়টা আবার রবের দিকে ফিরুক।🌸
একজন জেনারেল শিক্ষিত হিসেবে ফরজ পরিমাণ ইলম অর্জনের জন্য একজন বিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে নির্দিষ্ট একটি সিলেবাস কাভার করা আপনার জন্য অনেক জরুরী। অথচ এই বিষয় নিয়েই আমাদের সবচেয়ে বেশী বেখবর দেখা যায়। আসলাফ একাডেমী আপনার এই শূণ্যতা পূরণের জন্য নিয়ে এসেছে ‘বেসিক ইসলাম’ কোর্স।
এটি মূলত একজন মুসলিম হিসেবে আপনার যা না জানলেই নয়, যেমন: ঈমান-আকীদা, নামায-রোযা, হজ-যাকাত, হালাল-হারাম, পর্দা, আখিরাত, বান্দার হক ইত্যাদি… বিষয়গুলো নিয়ে একটি সারগর্ভ কোর্স। দেশবরেণ্য বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে ও তাদের সাথে দীর্ঘদিন পরামর্শের পর এর কারিকুলাম প্রস্তুত করা হয়েছে।
aslafacademy.com/courses/basic-islam/
একজন জেনারেল শিক্ষিত হিসেবে ফরজ পরিমাণ ইলম অর্জনের জন্য একজন বিজ্ঞ আলেমের তত্ত্বাবধানে নির্দিষ্ট একটি সিলেবাস কাভার করা আপনার জন্য অনেক জরুরী। অথচ এই বিষয় নিয়েই আমাদের সবচেয়ে বেশী বেখবর দেখা যায়। আসলাফ একাডেমী আপনার এই শূণ্যতা পূরণের জন্য নিয়ে এসেছে ‘বেসিক ইসলাম’ কোর্স।
এটি মূলত একজন মুসলিম হিসেবে আপনার যা না জানলেই নয়, যেমন: ঈমান-আকীদা, নামায-রোযা, হজ-যাকাত, হালাল-হারাম, পর্দা, আখিরাত, বান্দার হক ইত্যাদি… বিষয়গুলো নিয়ে একটি সারগর্ভ কোর্স। দেশবরেণ্য বিজ্ঞ আলেমদের তত্ত্বাবধানে ও তাদের সাথে দীর্ঘদিন পরামর্শের পর এর কারিকুলাম প্রস্তুত করা হয়েছে।
জাযাকাল্লাহ খয়রান মনে করিয়ে দেওয়ার জন্য
আমিন
Bon, Change the Profile Picture Please
জাহান্নাম নিয়ে অসাধারণ আলোচনা
গতানুগতিক আলোচনার চেয়ে ভিন্ন। এমন অসাধারণ নাসিহা কষ্ট করে আমাদের বাংলায় শোনানোর জন্য জাঝাকাল্লহ ❤❤❤🎉
আপনাকে অনেক ধন্যবাদ এত কম সময়ের মধ্যে আরও একটি vedio দেওয়ার জন্য 😊❤🎉
যারা এই ভালো কাজের সাথে সম্পৃক্ত টেলিকাস্ট টিম ও দর্শক শ্রোতা সবাইকে জাযাকাল্লাহ খাইরান ❤
এদের মত বাস্তববাদী আলেম প্রতিটি ঘরে ঘরে থাকা উচিৎ!?
যিনি বাংলা ভয়েস দিয়েছেন তার স্বাভাবিক ভয়েসটা দিলেই ভালো হত। জাযাকাল্লাহু খায়রান।
সেম ভয়েজ ড:নোমান এর বাংলা ভয়েজার
মাশা আল্লাহ খুব সুন্দর আলোচনা করেছেন প্রিয় শায়েখ
জাজাকাল্লাহ খাইরান ❤❤
আলহামদুলিল্লাহ ❤
জাজাকাল্লাহ খাইরান,,, অনেক সুন্দর আলোচনা,,,
আল্লাহ আমাদের হেফাজত করুন
আলহামদুলিল্লাহ হে আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন আমীন
আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন
জাযাকাল্লাহ খাইরান
আল্লাহ্।। আপনি আমাদের কে জাহান্নামের শাস্তি থেকে মাফ করুন 😢
আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বয়ান😢😢
হে আল্লাহ আমাকে হেদায়েত দান করুন,আমাকে জাহান্নামী কাজ থেকে বিরত থাকার মত তৌফিক দাম করুন
মাশাআল্লাহ অনেক সুন্দর আলোচনা
আল্লাহ সবাই জাহান্নাম থেকে হেফাজত করুন😢
আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা আমাদের অন্তরে তার ভীতি প্রদান করুন আমীন।
আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে কবুল করুন আমীন নারায়ণগঞ্জ জেলা মাসদাইর থেকে দেখছি 🥰
মাশা-আল্লাহ অসাধারণ আলোচনা
আশা একদিন ওস্তাদ নোমান আলী খান একটি সম্পূর্ণ কোরআনের তাফসির আমাদের উপহার দিবেন!
( جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا)❤❤❤❤❤❤
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন
Allah rokkha koiren jahannamer agun theke
দূর্বল হৃদয়টা আবার রবের দিকে ফিরুক।
আমার দেখা মতে জাহান্নাম নিয়ে সেরা লেকচার।
Amaro 😢
Amaro
SUBHAN ALLAH.. KI SUNDOR ALOCHONA
Jazzakallahu khairan
হে আল্লাহ আমাদের আপনাকে ভয় পাওয়ার তৌফিক দিন
আসতাগ ফিরুল্লাহ
আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন৷ আমিন
সুবহানআল্লাহ আলহামদুলিল্লাহ
Aro Chai Allhaor Somtustir Jonno...
আলহামদুলিল্লাহ
ভাই,শায়খ ইয়াসির কাদির জান্নাতের আলোচনাটার দ্বিতীয় পর্ব কবে দিবেন?
Allahu akber
আল্লাহ!!
❤আলহামদুলিল্লাহ
ALLAH akbar .May ALLAH forgive us .
Mufti Menk er voice dubbing korun plz
Original voice tai better,, next time original voice diye korben
❤❤❤❤❤😊
যিনি সকল দয়া মায়ার ৯৯ ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন তিনি যদি বলেন আজ অপমানিত অবস্থায় ওখানেই থাক এটা কি ভাবা যায় 😢😢
Allah tayala jemon rahman rahim,temon tini ney bicharok,so etai juktijukto,keu apnake mere felle apni chaiben na tar bichar hok?
❤❤❤
আল্লাহু আকবার
❤❤❤❤❤
অসাধারণ।
Jahannam theke bachar jonno kono lecture thake upload diyen ❤😢
#যাকাত ভিত্তিক অর্থনীতি চাই।
I want a #zakat based economy.
Vai.ustad numan ali khan sara apnar voice waz a na diye onno jon k diye voicee dile valo hoi
ভাই স্বাভাবিক ভয়েস দিলেই শ্রুতিমধুর হতো।
Amar valo lagse . Oi voice Noman ali khan lecture a use kora hoy .
বিলাল ফিলিপস এর ডাবিং চাই
আমার মনে হচ্ছে যিনি নোমান আলী খানের ডাবিং করেন আর ইনি একজনই।
একইরকম ভয়েজ।একটু ভারি করে অনুবাদ করেছেন।
Savabik vabe kotha bolla valo hoto,odvut lagsa kotha boler doron
উস্তাদ নোমান আলী খানের ভিডিও দেন প্লীজ
নোমান আলী খান এর নতুন লেকচার চাই
নোমান আলী খানের লেকচার নিয়েও কাজ হচ্ছে। সামনে অনেকগুলো আসছে। ইনশাআল্লাহ।
apnder vedio gulo ki downlode kore prochar kora jbe?@@NAKBangla
@@NAKBanglavedio download kora jbe ki?
@@NAKBanglain sha Allah 🤲💫
@@suma1ya ji jabe
উস্তাদ নোমান আলী খানের নতুন লেকচার দিন ভাই ❤
নোমান আলী খানের অনেকগুলো লেকচার নিয়ে কাজ হচ্ছে। সামনে আসবে সেগুলো ইনশাআল্লাহ।
Thanks you brother
@@NAKBangla ইন শা আল্লাহ অপেক্ষায় থাকলাম।আল্লাহ আপনাদের কাজগুলোকে কবুল করুন🤲
এখন আর কারো লেকচার শুনতে ইচ্ছা করে না ,,নেটে ডুকলেই নোমান আলী খানের লেকচার খুঁজি।@@NAKBangla
আপনারা জান্নাত নিয়ে ভিডিও দেন না কেন? ইয়াসির কাদির এর?
sounds like wierd 😢
সকল ডার্বিং নোমান আলী খানের কন্ঠে শুনতে চাই।কে কে একমত???????????????
Common sense ki gile felen khawar shathe? Nouman Ali Khan ki Bangladeshi?
❤❤❤❤❤
❤❤❤
আপনারা জান্নাত নিয়ে ভিডিও দেন না কেন? ইয়াসির কাদির এর?
জান্নাতের বর্ণনা দ্বিতীয় খন্ডের কাজ চলছে।
@NAKBangla Plz fast... Plzz. Can’t wait