শিবাজী ! তোমার এই video টি দেখে কী যে আনন্দ পেলাম কি বলবো... মনে হোল স্বর্গের কাছকাছি ঘুরে এলাম... আমরা এই বয়েসে আর হয়তো যেতে সাহস করবো না... কিন্তু তাতে কোনও দুঃখ নেই ...তুমি তো কতো মনোরম জায়গা গুলি আমাদের দেখিয়ে দিচ্ছো... বাড়ী বসে কতো ভ্রমণ করছি... খুব ভালো থেকো তুমি ও পৃথ্বীজিত.. আর আমাদের আরো আরো নতুন নতুন ভ্রমণের video দেখিয়ে আনন্দ দিও...
I didn't understand y we Indians keep on fantasise about European countries.. Our own land has everything from mountains to beaches to ancient sites to desert... India should be the world's tourist hub if our govt look into it... Btw amazing vlog..
Truely said ,our country India has such diversity in physical features climates and cultures languages .still run after and being crazy of European countries ,Italy,Spain and Niagara falls.chitrakuta falls, jog falls , Himachal Pradesh, Arunachal Pradesh,Manipur any where we go God has given us wide varieties. I want to get born again in India in next life
Bcoz though we have a plenty full of sites which are of proud,but our management is so bad that everywhere in india,there is plenty of literrings !!!!!!!!!!!!!!!!!!!!!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
India has unbelievable potential, but simply look at the infrastructure. Irregular electricity, abysmal transport, mediocre food arranged by travel agencies. Europe, due to multiple reasons, has been able to overcome all such things. India has potential, but a long long way to go❤a genuinely objective answer btw, I simply love Gangtok. Can't wait to go back❤
এই নিয়ে 4 বার এই ভিডিওটি দেখলাম সত্যি এই সুন্দর অনুভূতি ক্যামেরার মাধ্যমে প্রকাশ্য করা আর আপনার কণ্ঠস্বর এর মাধুর্যতা অতুলনীয় 👏👏👏👏👌👌👌👌👌😊👍😊💓💖💓যতবার দেখি মন ভরে যায়...
নমষ্কার দাদা, অামি তারেক, ঢাকা (বাংলাদেশ) থেকে বলছি। বরফের শ্বেতশুভ্র এই উপত্যকা সত্যিই মন প্রাণ জুড়িয়ে দেয়ার মতো৷ জীবনে একবার হলেও এ জায়গাগুলো ঘুরতে না পারলে মনে কষ্ট থেকে যাবে। বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় অাবারও লকডাউন শুরু হয়েছে। ঘরে থেকে অাপনার এই মনোমুগ্ধকর এই ভিডিও মন অার হৃদয়ে নতুন করে প্রাণের সঞ্চার করে 💛💗💙💚💗💙💖
@@explorershibaji dada ekta budgt andaman trip er video dio to....r jodi paro port blair e phoneix bay jetty and rajib gandhi water sport complex er kache kichu poket friendly hotel er phn no and name dio to
তবে কারোর শ্বাস সংক্রান্ত সমস্যা থাকলে সমস্যায় পড়তে পারেন। সে দিকটা ভেবে। লাচেনে ও লাচুংএ অক্সিজেন ভীষণ কম। কারণ উচ্চতা তো অনেক বেশী। তাই শ্বাস কষ্টের সমস্যা হতে পারে।
শিবাজী দ্যা বলি খরচা কত পরলো।।। আর ও শিবাজী দ্যা একটা রিকোয়েস্ট করি এই ছোট ভাইটা রিকোয়েস্ট রাখো কিভাবে যাব টোটাল কম পয়সার মধ্যে একটি প্যাকেজ এর বাজেট গুলো একটু বলে দাও না।।। আজকে রবিবার ছুটির দিন বসে বসে তোমার সব কটা ভিডিও দেখছি খুব খুব খুব ভালো লাগছে।।
2020 te giyechilam lachen e jei hotel e apni chilen tar opposite hotel e chilam, bhor 4 te beriye chilam kintu eto snow fall holo rasta bandho hoye galo,tai guru sisya k darshan dilo na,ekhon apnar video ta dekhe mone hocche ekhoni beriye pori, thanks a lot, keep it up, love you
মনোমুগ্ধকর, নয়নাভিরাম দৃশ্য দেখলাম। হিমালয়ের এই রূপ বাকরুদ্ধ করে দেয়। তার উপর আপনার অনবদ্য উপস্থাপনা দেখার আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। আন্তরিক ধন্যবাদ জানবেন। 🙏🙏
অপূর্ব, অনবদ্য, কুর্ণিশ জানাই আপনাকে। পথের শত প্রতিকুলতায়ও নিয়মিত ধারণ করে যাচ্ছিলেন আর হাসি মুখে বর্ণনা দিতে ভুল করছিলেন না, ভিডিও দেখছি বলে মনে হচ্ছিলো না,মনে হচ্ছিল আমিও যেন সহযাত্রী, সহযোদ্ধা, ভালো থাকবেন দাদা...
The lachen morning was truly mesmerizing with the added flute music...gives us a glimpse of the silent and slow life-style of that town.... Osadharon...
অপূর্ব লাগলো Gurudongmar Lake ভ্রমণ এর vdo দেখে. দারুণ দারুণ সুন্দর. খুবই যাওয়ার ইচ্ছে থাকলেও হবে কিনা জানি না কারণ এই পরিস্থিতির কবে উন্নতি হবে তার ওপর তো বেড়ানো নির্ভর করছে. যাক আপনাদের vdo দেখে দুধের স্বাদ ghole এ metalam.
Shibaji babu awesome presentation as always. Thoroughly enjoyed it. U and ur friendship with Prithijit babu is like Jay and Veeru in Sholay. Khubi bhalo laglo. God u bless u both.
West Bengal er eto kache je ato bhalo jaiga ache jeta jekono din Leh/Ladakh er substitute hote pare. North Sikkim is a gem of India’s North East. Thanks for covering it so beautifully, jawar iche berei jache kintu jete parbo na ekhon hoyto paristhitir jonno..
অসাধারণ একটা video জানিনা 3 বছর পুরোনো ভিডিওতে এই নতুন কমেন্টটা আপনার চোখে পড়বে কিনা। তবে আপনাকে জানিয়ে রাখি এই দুর্গা পুজোতে আমিও north সিকিম বেড়াতে যাবো 5 oct to 12 oct . 12 oct আমরা NJP থেকে ট্রেন ধরে 13 oct howrah পৌঁছাবো। যাইহোক এর আগে ভগবানের কৃপায় 3 বার সিকিম ঘুরে ফেলেছি শুধু এই Gurudongmar Lake যাওয়া হয়নি আমার ভাইয়ের অসুস্থতার কারণে তবে সেটা আজ থেকে প্রায় 7 বছর আগের ঘটনা। এই বছর আবার চেষ্টা করবো সেই না যাওয়া জায়গা টা তে পৌঁছানোর। আপনার ভিডিওটা দেখে আর যেনো শক্তি পাচ্ছি যে এই বারে যেতে পারব। ভালো থাকবেন। আজ থেকে আমি আপনার চ্যানেলের নতুন সদস্য হলাম ❤️😊
ভালবাসা নিবেন,দাদা।❤️ বাংলাদেশ থেকে আপনার চ্যানেলের দর্শক।সিকিম নিয়ে বাংলাদেশী অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি , তবে তাদের ভিডিওতে লাচেং দেখিনি।কারণ ইন্ডিয়ান ছাড়া অন্য কাউকে এখানে যাওয়ার অনুমতি দেয় না।ধন্যবাদ আপনাকে সিকিমের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেওয়ার জন্য।
Apnar North Sikim er videota asadharon,Gangtok theke Lachen,sekhan theke kalapaththor,pathe choto choto falls,tarpar,caffe,atlast gurudongmar lake,soo beautiful!mone hochchilo,jyano ami i okhane enjoy korchi,I am speechless!video dekhekhei eiabastha,gele kihabe?apnake many many..... thanks,god bless you,valothakben,paroborti video r apekhkhate roilam👌👍🤔🙂🙏🤲💐❤🇮🇳🍫🍰🎂🎁
nature is wonderful, Switzerland monay hoaychay ,r lake ta thik jano pangong lake of ladakh er sathay vison mil, laglo,north sikim er nature ekdam ladakh er moton, again waiting for another vlog keep 👍👌
অসাধারণ লাগলো । 4k -তে আরো যেন বেশী ভালো লাগছে । খুব সম্ভবতঃ তুমি পুরো Polar ব্যবহার করেছো । গুরুদোংমার যাত্রাপথ সত্যিই ভাষায় বর্ণনা করা যায় না । আর পৃথ্বীজিৎ যেন দিনে দিনে অসাধারণ হয়ে উঠছে । খুব ভালো description দিচ্ছে । অভিনন্দন জানালাম । তবে তোমরা যে বেশ সমস্যার মধ্যে পড়েছিলে সেটা বোঝা যাচ্ছে । তা সত্ত্বেও যেভাবে হাসিমুখে presentation দিয়েছো, তা একটা দৃষ্টান্ত । আমি নির্দ্ধিধায় বলছি, এই বাংলায় ভিডিও করতে গেলে তোমাকে follow না করে উপায় নেই ।
দাদা, আপনার কথার সূত্র ধরেই বলি, এই সুন্দর জায়গার মতো, এই ভিডিওর সৌন্দর্য্য, ভাষায় প্রকাশ করা অন্ততঃ আমার পক্ষে সম্ভব নয়। এর সঙ্গে মন ভুলিয়ে দেয় সুন্দর Music টা। Thank you - অরুণ
আমাদের এতো সুন্দর জায়গা দেখানোর জন্য ধন্যবাদ নয় শুভেচ্ছা ও অভিনন্দন তারপর আর কি বলবো কথা বলা বন্ধ কারন বরফ বরফ শুধু বরফ আহা মনটা ভরে গেল আপনাদের চোখ দিয়ে দেখলাম বলার ভাষা নেই আমার ওকে এগিয়ে চলুন বন্ধু দের সাথে জুটি টা যত্ন করে রাখবেন
প্রতিটা video র মতো এই video টি ও খুব ভালো লাগলো। North Sikkim সত্যিই খুব সুন্দর। আর আপনার video quality উপস্থাপনা এতো ভালো লাগে লিখে প্রকাশ করতে পারবো না। ভালো থাকবেন দাদা। আর ও ভালো ভালো video দেখতে চাই আমরা।
Ei vlog dekhe Bimal Gurung da k contact kore ghure elam last week.Lachen jaoar pothe, eto kharap rastai, bristi r modhye eto darun gari chalalen je bolar noi..pherar din o pherar pore phone kore khoj khobor nilen..sotti khub bhalo experience onar sathe, highly recommended.
Sir, প্রথমেই ধন্যবাদ জানাই এরকম দারুন একটি ভিডিও পোষ্ট করার জন্য । খুবই informative, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, আপনার এই ভিডিও টা দেখে সেই ইচ্ছাটা কয়েকগুণ বেড়ে গেলো ।
খুব সুন্দর লাগলো দাদা অসাধারন 👌👌 আমার লাছুং গিয়েছিলাম কিন্তু এই ভিডিও টা দেখার পরে মনে হচ্ছে লাছেন টা মিস করলাম। আমরা 11,3, 2021 গিয়ে ছিলাম।। আমরা লাছেন অবশ্যই যাবো কোন এক দিন😊
Excellent presentation, narration, view- photography....mode of speech ---- just awesome..... Feeling just we are there.... thank u for a mind-blowing video.... We are blessed seeing beauty of nature with u...... Keep it up....👍🥰
অপূর্ব,অসাধারণ দৃশ্য।লেকের জল কতটা স্বচ্ছ!মন কেমন করে দাদা।আপনার ভিডিও দিন প্রতি দিন ভালো হচ্ছে।বরফের কাছে আপনাদের উচ্ছ্বলতায় আমিও অংশ নিয়ে থাকি। আমার নিজের জন্য তোলা kashmir,the switzerland in India,ভিডিওটা দেখলে যতটা আনন্দ হয় , এতটাই আনন্দ পেলাম এখানে। যদি কখনো পাহাড়ী ঝর্নার সাথে ,প্রায় হারিয়ে যাওয়া সরস্বতী নদীর দেখা হয় তো অবশ্যই ভালো লাগবে।ছবি তোলো খুব খেয়াল করি,মানে শিখি আর কি।
Ami Gurudonmar Lake jete giye parini, Lachen e eto borof er jonno atke giyechilam. Apnar video ta dekhar por abar bhitor ta nara diye uthlo, abar ekbar try neoa jete pare. Khub sundor apnader video gulo. Ami always follow kori apnader.
শিবাজী ! তোমার এই video টি দেখে কী যে আনন্দ পেলাম কি বলবো... মনে হোল স্বর্গের কাছকাছি ঘুরে এলাম... আমরা এই বয়েসে আর হয়তো যেতে সাহস করবো না... কিন্তু তাতে কোনও দুঃখ নেই ...তুমি তো কতো মনোরম জায়গা গুলি আমাদের দেখিয়ে দিচ্ছো... বাড়ী বসে কতো ভ্রমণ করছি... খুব ভালো থেকো তুমি ও পৃথ্বীজিত.. আর আমাদের আরো আরো নতুন নতুন ভ্রমণের video দেখিয়ে আনন্দ দিও...
এই দুর্দান্ত গরমে, চারদিকের রাজনৈতিক দলাদলির মধ্যে আপনার এই video টা একঝলক ঠান্ডা হাওয়ার মত।
আপনাকে অনেক ধন্যবাদ 🙏
I didn't understand y we Indians keep on fantasise about European countries.. Our own land has everything from mountains to beaches to ancient sites to desert... India should be the world's tourist hub if our govt look into it... Btw amazing vlog..
Truely said ,our country India has such diversity in physical features climates and cultures languages .still run after and being crazy of European countries ,Italy,Spain and Niagara falls.chitrakuta falls, jog falls , Himachal Pradesh, Arunachal Pradesh,Manipur any where we go God has given us wide varieties. I want to get born again in India in next life
Europe is heaven
Bcoz though we have a plenty full of sites which are of proud,but our management is so bad that everywhere in india,there is plenty of literrings !!!!!!!!!!!!!!!!!!!!!🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
India has unbelievable potential, but simply look at the infrastructure. Irregular electricity, abysmal transport, mediocre food arranged by travel agencies. Europe, due to multiple reasons, has been able to overcome all such things. India has potential, but a long long way to go❤a genuinely objective answer btw, I simply love Gangtok. Can't wait to go back❤
এই নিয়ে 4 বার এই ভিডিওটি দেখলাম সত্যি এই সুন্দর অনুভূতি ক্যামেরার মাধ্যমে প্রকাশ্য করা আর আপনার কণ্ঠস্বর এর মাধুর্যতা অতুলনীয় 👏👏👏👏👌👌👌👌👌😊👍😊💓💖💓যতবার দেখি মন ভরে যায়...
অসাধারণ🥰🥰🥰❤️❤️❤️🤩🤩👍👍👍
পারলে এক কোটিটা লাইক করে দিতাম।
আমার তো এখনি যেতে ইচ্ছে করছে এত সুন্দর বরফ চারিদিকে। মানে uncle seriously এটা আপনার ভিডিও বলেই প্রকৃতির এতো সুন্দর রূপটা ফুটে উঠেছে। দারুন enjoy করলাম আজকের ভিডিওটা। সবকিছু আপনি দারুন দেখিয়েছেন। যেমন আপনার কণ্ঠস্বর তেমন আপনার ভিডিও। Beautiful presentation.God's creation is really wonderful.❤
আমি বলে বোঝাতে পারবনা আজকের ভিডিওটা আমার কত ভালো লেগেছে।🙂
Ami 21st March 2021 giyechilam. Darun view, clear sky. Osadharon jaiga
Production and Presentation quality greater than most international travel blogs! Subscribed!
Thank you so much!!😊
নমষ্কার দাদা, অামি তারেক, ঢাকা (বাংলাদেশ) থেকে বলছি। বরফের শ্বেতশুভ্র এই উপত্যকা সত্যিই মন প্রাণ জুড়িয়ে দেয়ার মতো৷ জীবনে একবার হলেও এ জায়গাগুলো ঘুরতে না পারলে মনে কষ্ট থেকে যাবে। বাংলাদেশে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় অাবারও লকডাউন শুরু হয়েছে। ঘরে থেকে অাপনার এই মনোমুগ্ধকর এই ভিডিও মন অার হৃদয়ে নতুন করে প্রাণের সঞ্চার করে 💛💗💙💚💗💙💖
অসংখ্য ধন্যবাদ তারেক, হ্যাঁ এখন সব জায়গাতেই আবার করোনা বাড়ছে। এখানেও খুব খারাপ অবস্থা। সাবধানে থেকো।
@@explorershibaji dada ekta budgt andaman trip er video dio to....r jodi paro port blair e phoneix bay jetty and rajib gandhi water sport complex er kache kichu poket friendly hotel er phn no and name dio to
আপনি যাওয়ার এক সপ্তাহ পরে আমরা গিয়েছিলাম। সত্যিই অদ্ভুত সুন্দর। ক্যামেরা justice করে না।❤️
Kobe gchile tmra?
@@pratyashasdiary8776 23rd to 30th March
Apu kon time a gele ei poribesh dekha jabe?
@@anwarshwpno6864 March April ... Khub Valo time
Kon somoy gala base valo
আমরা ও গিয়েছিলাম ২০১৭ তে, আপনার এই ভিডিও দেখে মনে পড়ে যাচ্ছে। খুব সুন্দর উপস্থাপনা আপনার।
হয়তো কোনোদিন যেতে পারবোনা কিন্তু তুমি সেই দুঃখটা ভুলিয়ে দিলে দাদা অনেক ধন্যবাদ আনন্দ করো সাবধানে থেকো তোমার একনিষ্ঠ ভক্ত 😍😍
খুব সুন্দর... ভিডিও...
আমিও আপনার ৫ দিন বাদে গেছিলাম....
অসাধারণ দৃশ্য.....
Onno jogot a chilam.❤️👍❤️👍
Se aar bolte
prothomai boli অপূর্ব video, darun laglo, আমি পাহাড় khub valobasi, Gurudangmar Lake a jaoya hoyni, video ta dekhe jabar e66a ta soto gun bere gelo
এই ভিডিও যে দেখবে সে লাদাখ না গিয়ে এখানে আসবে ❤️❤️❤️❤️❤️
Amio etai bhabchilam 😀
ঠিক বলেছেন... (Pranab traveller's)
তবে কারোর শ্বাস সংক্রান্ত সমস্যা থাকলে সমস্যায় পড়তে পারেন। সে দিকটা ভেবে। লাচেনে ও লাচুংএ অক্সিজেন ভীষণ কম। কারণ উচ্চতা তো অনেক বেশী। তাই শ্বাস কষ্টের সমস্যা হতে পারে।
Exactly didi .. thik bolechen ...
Ladakh ER view ER theke onek alada ,tulona kora jay na 1 tar Sathe arektar
Shivaji da tomar video roj ami ebong amar puro family dekhi...khub bhalo...excellent video capture
বরফ সম্পর্কিত পৃথ্বীজিৎ দার বক্তব্যের সঙ্গে আমি পুরোপুরি সহমত পোষণ করছি। ❤️❤️
অপূর্ব সুন্দর।যত দেখি ততই মুগ্ধ হয়ে আরো দেখতে ইচ্ছে করে।আজ সাবা দিন ধরে দেখেই চলেছি, নিজেকে সামলাতে পারছি না। ধন্যবাদ শিবাজী ও তার বন্ধুর জন্য।
আমরা লাচেন গুরুদংমার লেক যাইনি। খুব ভাল লাগল। আর হ্যাঁ, গ্যাংটকে বজ্র স্ট্যান্ডে public toilet খুব নোংরা। ঠিক বলেছেন শিবাজী দা।
2015 sale giyechilam akhon kichu ta bodle giyeche khub valo laglo video ta ❤️
অসংখ্য ধন্যবাদ!!
শিবাজী দ্যা বলি খরচা কত পরলো।।। আর ও শিবাজী দ্যা একটা রিকোয়েস্ট করি এই ছোট ভাইটা রিকোয়েস্ট রাখো কিভাবে যাব টোটাল কম পয়সার মধ্যে একটি প্যাকেজ এর বাজেট গুলো একটু বলে দাও না।।। আজকে রবিবার ছুটির দিন বসে বসে তোমার সব কটা ভিডিও দেখছি খুব খুব খুব ভালো লাগছে।।
Er aager video dekho sob bola ache
2020 te giyechilam lachen e jei hotel e apni chilen tar opposite hotel e chilam, bhor 4 te beriye chilam kintu eto snow fall holo rasta bandho hoye galo,tai guru sisya k darshan dilo na,ekhon apnar video ta dekhe mone hocche ekhoni beriye pori, thanks a lot, keep it up, love you
মনোমুগ্ধকর, নয়নাভিরাম দৃশ্য দেখলাম। হিমালয়ের এই রূপ বাকরুদ্ধ করে দেয়। তার উপর আপনার অনবদ্য উপস্থাপনা দেখার আনন্দ আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। আন্তরিক ধন্যবাদ জানবেন। 🙏🙏
অসাধারণ। সত্যিই অসাধারণ। গরমের দুপুরে এই বরফ দেখেও শান্তি! পরের পর্বের অপেক্ষায় রইলাম।
অপূর্ব, অনবদ্য, কুর্ণিশ জানাই আপনাকে। পথের শত প্রতিকুলতায়ও নিয়মিত ধারণ করে যাচ্ছিলেন আর হাসি মুখে বর্ণনা দিতে ভুল করছিলেন না, ভিডিও দেখছি বলে মনে হচ্ছিলো না,মনে হচ্ছিল আমিও যেন সহযাত্রী, সহযোদ্ধা, ভালো থাকবেন দাদা...
Ata kon time a... Mane bosorer kon shomoi gele erokom pawa jabe
আলাদা করে বলার মতো কিছু থাকে না স্যার আপনার ভিডিও দেখার পর,,,আবারও একটি খুবই তথ্যসমৃদ্ধ সুন্দর ভিডিও ❤️❤️
Dada Apnar tour r Video gulo sotti khub sundor..khub valo lage dekte..R Onek Dorkari information paoa jai..😍😍😍😍😍😍😍😍😍😍
The lachen morning was truly mesmerizing with the added flute music...gives us a glimpse of the silent and slow life-style of that town.... Osadharon...
Asadharon.... Shibajida tumii paro....... Onek onek hats off tomai
অসাধারণ সুন্দর হয়েছে, এর আগে গুরুদম্বার লেকের অনেক ব্লগ আমি দেখেছি ,কিন্তু আপনার এটা একেবারেই আলাদা ।।। ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Thank you so much!!😊
Apnar video gulo etooo sundor...onk kichu jna jaii ...
Asadharan vlog....asadharan scenic beauty....excellent vlog
অপূর্ব লাগলো Gurudongmar Lake ভ্রমণ এর vdo দেখে. দারুণ দারুণ সুন্দর. খুবই যাওয়ার ইচ্ছে থাকলেও হবে কিনা জানি না কারণ এই পরিস্থিতির কবে উন্নতি হবে তার ওপর তো বেড়ানো নির্ভর করছে. যাক আপনাদের vdo দেখে দুধের স্বাদ ghole এ metalam.
Shibaji babu awesome presentation as always. Thoroughly enjoyed it. U and ur friendship with Prithijit babu is like Jay and Veeru in Sholay. Khubi bhalo laglo. God u bless u both.
উত্তর সিকিম এক কথায় অসাধারণ অসাধারণ চোখ ফেরাতেই পারছি না মোবাইল য়ের পরদা থেকে।ব্যাকগাউনড মিউজিক অসাধারণ আপনাকে অনেক ধন্যবাদ।
Sibaji Babu video ta khubi enjoyable. chok sorate parchilam na. thank you very much for updating us.
West Bengal er eto kache je ato bhalo jaiga ache jeta jekono din Leh/Ladakh er substitute hote pare. North Sikkim is a gem of India’s North East. Thanks for covering it so beautifully, jawar iche berei jache kintu jete parbo na ekhon hoyto paristhitir jonno..
অসাধারণ একটা video জানিনা 3 বছর পুরোনো ভিডিওতে এই নতুন কমেন্টটা আপনার চোখে পড়বে কিনা। তবে আপনাকে জানিয়ে রাখি এই দুর্গা পুজোতে আমিও north সিকিম বেড়াতে যাবো 5 oct to 12 oct . 12 oct আমরা NJP থেকে ট্রেন ধরে 13 oct howrah পৌঁছাবো। যাইহোক এর আগে ভগবানের কৃপায় 3 বার সিকিম ঘুরে ফেলেছি শুধু এই Gurudongmar Lake যাওয়া হয়নি আমার ভাইয়ের অসুস্থতার কারণে তবে সেটা আজ থেকে প্রায় 7 বছর আগের ঘটনা। এই বছর আবার চেষ্টা করবো সেই না যাওয়া জায়গা টা তে পৌঁছানোর। আপনার ভিডিওটা দেখে আর যেনো শক্তি পাচ্ছি যে এই বারে যেতে পারব। ভালো থাকবেন। আজ থেকে আমি আপনার চ্যানেলের নতুন সদস্য হলাম ❤️😊
মুগ্ধ হয়ে উপভোগ করলাম অসাধারণ শিবাজি দা 👌🍀👌
ভালবাসা নিবেন,দাদা।❤️
বাংলাদেশ থেকে আপনার চ্যানেলের দর্শক।সিকিম নিয়ে বাংলাদেশী অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি , তবে তাদের ভিডিওতে লাচেং দেখিনি।কারণ ইন্ডিয়ান ছাড়া অন্য কাউকে এখানে যাওয়ার অনুমতি দেয় না।ধন্যবাদ আপনাকে সিকিমের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেওয়ার জন্য।
পুরোটা দেখেছি। চোখের পলক ফেলা দায়। ঢাকা থেকে ভালোবাসা রইলো।
আমি ও ঢাকা থেকে, আমি কিন্তু বাঙালি বাবুরব নিয়মিত দর্শক
@@fmhira5588 শুনে ভীষণ খুশি হলাম
Apnar North Sikim er videota asadharon,Gangtok theke Lachen,sekhan theke kalapaththor,pathe choto choto falls,tarpar,caffe,atlast gurudongmar lake,soo beautiful!mone hochchilo,jyano ami i okhane enjoy korchi,I am speechless!video dekhekhei eiabastha,gele kihabe?apnake many many.....
thanks,god bless you,valothakben,paroborti video r apekhkhate roilam👌👍🤔🙂🙏🤲💐❤🇮🇳🍫🍰🎂🎁
দু বারের চেষ্টায় পৌছাতে পেরে ছিলাম। অতুলনীয় ধারাভাষ্য। ধন্যবাদ।
অসাধারণ, অসভাবিক, প্রকৃতির বৈশিষ্ট 👌👌👌👌👏😊👍যা সত্যি আপনি সহজ করে বুঝিয়ে দিলেন 💓💖💓
Apurba sundar, excellent photography
sotti apurbo laglo.......ami 2014-a giyechhilam.......tobe apnar video dekhe mone hochhe abar ekbar ghure ashi
Osadharon!!kono tulonai hbe na!!Mon vore gelo!!!!Durdanto
..❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
nature is wonderful, Switzerland monay hoaychay ,r lake ta thik jano pangong lake of ladakh er sathay vison mil, laglo,north sikim er nature ekdam ladakh er moton, again waiting for another vlog keep 👍👌
Mon vore galo video ta dekhe. Thank you Dada....
Khub sundor laglo. Ami r amar wife khub enjoy kori apnar video dekhe. Thanx ai anando debar jonne
অসাধারণ লাগলো । 4k -তে আরো যেন বেশী ভালো লাগছে । খুব সম্ভবতঃ তুমি পুরো Polar ব্যবহার করেছো । গুরুদোংমার যাত্রাপথ সত্যিই ভাষায় বর্ণনা করা যায় না । আর পৃথ্বীজিৎ যেন দিনে দিনে অসাধারণ হয়ে উঠছে । খুব ভালো description দিচ্ছে । অভিনন্দন জানালাম । তবে তোমরা যে বেশ সমস্যার মধ্যে পড়েছিলে সেটা বোঝা যাচ্ছে । তা সত্ত্বেও যেভাবে হাসিমুখে presentation দিয়েছো, তা একটা দৃষ্টান্ত । আমি নির্দ্ধিধায় বলছি, এই বাংলায় ভিডিও করতে গেলে তোমাকে follow না করে উপায় নেই ।
শিবাজী দা মুগ্ধ হয়ে দেখলাম, অনেক ধন্যবাদ
ITS HEAVEN ON EARTH SIVAJI DA, BHABCHI SANYAS নিয়ে চলে যায় আপনার ভিডিও দেখে এতো টান অনুভব করলাম।
Khub khub vlo lglo apnar video ,. Mne holo apnar sthe amio ghure elam
এই ভিডিওটা ভাল লাগলো. ❤❤❤❤ ধন্যবাদ।
অপূর্ব প্রাকৃতিক পরিবেশ।
অসাধারণ সুন্দর উপস্থাপনা 👍 তথ্য বহুল ভিডিও 👍
দাদা, আপনার কথার সূত্র ধরেই বলি, এই সুন্দর জায়গার মতো, এই ভিডিওর সৌন্দর্য্য, ভাষায় প্রকাশ করা অন্ততঃ আমার পক্ষে সম্ভব নয়। এর সঙ্গে মন ভুলিয়ে দেয় সুন্দর Music টা। Thank you - অরুণ
আমাদের এতো সুন্দর জায়গা দেখানোর জন্য ধন্যবাদ নয় শুভেচ্ছা ও অভিনন্দন তারপর আর কি বলবো কথা বলা বন্ধ কারন বরফ বরফ শুধু বরফ আহা মনটা ভরে গেল আপনাদের চোখ দিয়ে দেখলাম বলার ভাষা নেই আমার ওকে এগিয়ে চলুন বন্ধু দের সাথে জুটি টা যত্ন করে রাখবেন
Vlog ta khub sundor hoyechee.....just mindblowing
Dada tomar video gulor jonno sob somoy wait kore thaki...
Eto shundor presentation...daarun khub helpful...
Onk onk subho kamona tomar jonne....
Oh thank you somuch Shibaji da. Amar north Sikkim tour plan ta tmi onk easy kore dicho. Baki videos er opekhay roilam. Thanks again.
Dada, Uffff, Just Asaadhaaran Anabadya Abhutapurba .... Aamaar Android Phone, Vodafone Connection N Internet, You Tube, Aapnaar Channel Ebang Aamaar Chokh, Sab Saarthak Holo Aar Beshi Kichu Bolbonaa Dada, Aapni Nije Aapnaar Dhanyabaad Jebhaabe Khushi Nite Chaan Niye Nin .... Shudhu, Khub Khub Khub Bhaalo Thaakun Sustha Thaakun, Bassss, Aar Kichu Chaainaa
অসাধারণ বর্ননা, ❤❤❤ আপনাদের সাথে একবার বেড়াতে পারলে জীবন ধন্য হবে।
প্রাকৃতিক সৌন্দর্য এ ভরা অসাধারণ ভিডিও। সেরা ভিডিও। ❤️💛
Asam sir video.sound the absolutely perfect
স্নিগ্ধ, মনোরম এক ভিডিও ..
Excellent videography & narration ..
A feast for the eyes ❤️ ❤️
অনবদ্য অসাধারণ অভুতপূর্ব
স্বর্গীয় অনুভূতি যেন।কোনদিনই যেতে পারবোনা।তাই এমন একটা অসামান্য ভিডিও ভ্রমণ করানোর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
আপনার সুস্থতা কাম্য।এইভাবেই আমরা আপনার মাধ্যমে আনন্দ উপভোগ করছি ,তাই আবারও ধন্যবাদ
অসংখ্য ধন্যবাদ!!
Excellent presentation..Probably the best video on North Sikkim..Keep up the good Job..All the best....
Apni eto sundor narrate koren jeno mone hoy sotti sotti oi jaygagulo pouche gechi jekhane apni jan.
প্রতিটা video র মতো এই video টি ও খুব ভালো লাগলো। North Sikkim সত্যিই খুব সুন্দর। আর আপনার video quality উপস্থাপনা এতো ভালো লাগে লিখে প্রকাশ করতে পারবো না। ভালো থাকবেন দাদা। আর ও ভালো ভালো video দেখতে চাই আমরা।
দাদা ব্যাপক লাগলো, excellent your presentation, simply awesome!
uff sei gurudongmar lake, just osadharon video ta.. #SumanPayel
Ei vlog dekhe Bimal Gurung da k contact kore ghure elam last week.Lachen jaoar pothe, eto kharap rastai, bristi r modhye eto darun gari chalalen je bolar noi..pherar din o pherar pore phone kore khoj khobor nilen..sotti khub bhalo experience onar sathe, highly recommended.
Amra o jete chaichi . Ektu bolben bimal gurung er sathe kibhabe booking korechilen . Ektu help korun please .
নীল নির্জনে স্বর্গীয় সফরে আপনাদের সঙ্গে মনে মনে সামিল হলাম। এই নতুন পথ নতুনভাবে আবিষ্কার করেন তাই সত্যিই আপনি Explorar Shivaji.. 🌈
অসাধারণ লাগলো কিছু বলার নেই 👍❤👍
Gurudongmar lake aar Kala patthar - osadharon laglo.. jabo na ladakh..ekhanei jabo..
Sir, প্রথমেই ধন্যবাদ জানাই এরকম দারুন একটি ভিডিও পোষ্ট করার জন্য । খুবই informative, আমারও যাওয়ার ইচ্ছা ছিল, আপনার এই ভিডিও টা দেখে সেই ইচ্ছাটা কয়েকগুণ বেড়ে গেলো ।
অপূর্ব সুন্দর হয়েছে ভিডিও টি। এক কথায় অসাধারণ। অনেক ধন্যবাদ।
প্রাকৃতিক দৃশ্য অসাধারণ যা্র কোনো তুলনা নেই
Ashadharon hoyeche. Ami 2005 and 2006 e giyechilam. Ekhan anek hotel hoyeche Lachen e. Khub bhalo laglo..purono smriti..👍👍👍
Apurba video satti darun 👌👌💓
খুব সুন্দর লাগলো দাদা অসাধারন 👌👌
আমার লাছুং গিয়েছিলাম কিন্তু এই ভিডিও টা দেখার পরে মনে হচ্ছে লাছেন টা মিস করলাম। আমরা 11,3, 2021 গিয়ে ছিলাম।। আমরা লাছেন অবশ্যই যাবো কোন এক দিন😊
অসাধারণ লাগল। এই সময় ট্রাভেল ব্লগ গুলো দেখে মনটা ভালো রাখছি। দাদা নমস্কার।
Excellent presentation, narration, view- photography....mode of speech ---- just awesome..... Feeling just we are there.... thank u for a mind-blowing video.... We are blessed seeing beauty of nature with u...... Keep it up....👍🥰
Thanks a ton
Spectacular view. Thanks. You people are really fortunate.
Amar complete bike niye 2017 dada....sotti asadharon 👌👌👌👌 ar Tomar kothay to Abar mone holo jeno okhanei a6i....👌👌👌👌❤️❤️❤️❤️
এক কথায় অসাধারণ❤❤❤❤❤🙏🙏🙏👏👏👏👏👏👏👍👍👍👍
Asadharan laglo dada. Mon bhore gelo
আবার মে মাসের শেষ সপ্তাহে ঘুরে আসুন। বর্ষা শুরুর ঠিক আগে। আরো রোমাঞ্চকর পাবেন। খুব সুন্দর ভিডিও।
ভাই এতো সুন্দর ভিডিও টা দেখার জন্য অনেক ধন্যবাদ মনে হচ্ছে আমি ই নিজে ঘুরে দেখছি।
আপনার সিনেমাটিক্ শট্ দুর্দান্ত, মনে হচ্ছিল যেন আমি নিজেই বরফের রাজ্যে দাঁড়িয়ে আছি। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
অসাধারন সুন্দর লাগলো ধন্যবাদ আপনাকে।
দারুন সুন্দর হয়েছে ছবিগুলো দেখে মন ভরে গেল।
ধন্যবাদ
অপূর্ব,অসাধারণ দৃশ্য।লেকের জল কতটা স্বচ্ছ!মন কেমন করে দাদা।আপনার ভিডিও দিন প্রতি দিন ভালো হচ্ছে।বরফের কাছে আপনাদের উচ্ছ্বলতায় আমিও অংশ নিয়ে থাকি। আমার নিজের জন্য তোলা kashmir,the switzerland in India,ভিডিওটা দেখলে যতটা আনন্দ হয় , এতটাই আনন্দ পেলাম এখানে। যদি কখনো পাহাড়ী ঝর্নার সাথে ,প্রায় হারিয়ে যাওয়া সরস্বতী নদীর দেখা হয় তো অবশ্যই ভালো লাগবে।ছবি তোলো খুব খেয়াল করি,মানে শিখি আর কি।
সত্যিই দাদা অসাধারণ লাগল ভিডিওটি। ভাষায় প্রকাশ করতে পারব না। 👌👌👌👌❤❤❤❤
অপূর্ব সুন্দর । মন ভালো হয়ে গেল ।
Khubb e bhalo laglo dada..🥰🥰 khub helpfull. Amra north sikkim jawar pln korche October.
Dada thanks darun jayga kono din jate parbo na but tomra amader dakhale 🙏🙏
Ami Gurudonmar Lake jete giye parini, Lachen e eto borof er jonno atke giyechilam. Apnar video ta dekhar por abar bhitor ta nara diye uthlo, abar ekbar try neoa jete pare. Khub sundor apnader video gulo. Ami always follow kori apnader.