আক্ষেপ নিয়েই মারা যান চলচ্চিত্রের গুণী অভিনেতা সৈয়দ আখতার আলী | Cine Poison
Вставка
- Опубліковано 10 лют 2025
- আক্ষেপ নিয়েই মারা যান চলচ্চিত্রের গুণী অভিনেতা সৈয়দ আখতার আলী | Cine Poison
বাংলা চলচ্চিত্র যুগে যুগে অসংখ্য গুণী চরিত্রাভিনেতা পেয়েছেন। তাদেরই একজন সৈয়দ আখতার আলী। চারশতাধিক ছবিতে অভিনয় করলেও বড় চরিত্রে বা মনে রাখার মতো চরিত্রে তাকে সুযোগ দেয়া হয়নি। এটাই আমৃত্যু ছিল তার বড় আক্ষেপ।
১৯৬৫ সালে নদী ও নারী চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রের সঙ্গে তার যাত্রা শুরু হয় আমৃত্যু অব্যহত ছিল এই যাত্রা। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলোঃ নবাব সিরাজউদ্দৌলা, ফেরারী বসন্ত, কি যে করি, সুরুজ মিয়া, এখনই সময়, সূর্যদীঘল বাড়ি, এমিলের গোয়েন্দা বাহিনী, মাটির ঘর, বেদের মেয়ে জোছনা, লালু মাস্তান, স্বপনের নায়ক, স্বপ্নের ঠিকানা, মহা মিলন, সুজন সখি, এই ঘর এই সংসার, বিচার হবে, চার সতীনের ঘর, আঞ্জুমান, মেঘের পরে মেঘ, চিত্রা নদীর পারে, শ্যামল ছায়া ইত্যাদি।
আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি গুণী এই চলচ্চিত্র অভিনেতার সংগ্রামী জীবনের কথা।
Syed Akhter Ali was a talented character artist of Bangladeshi Cinema. In his career, he acted in more than 400 movies. His most notable films are: Nabab Siraj Uddaula, Ferari Boshonto, Ki Je Kori, Ekhoni Somoy, Surjodighol Bari, Emiler Goyenda Bahini, Matir Ghor, Beder Meye Josna, Lalu Mastan, Shopner Nayok, Shopner Thikana, Moha Milon, Sujon Sokhi, Ei Ghor Ei Shongshar, Bichar Hobe, Char Shotiner Ghor, Anjuman, Megher Pore Megh, Chitra Nodir Pare, Shemon Chaya etc.
In this video, I talked about his struggling life. In most of the movies, he got small and unnoticeable characters. He barely got the chance to show what he was capable of!
This is a Tribute video, a Tribute to Syed Akhter Ali. You can also call it a mini documentary.
#cine_poison #bangla_movies #bangla_film
Script, Voice, and Edit: Tareq Ahmed
Studio: Britter Baire Films
Music: Dulcinea
Artist: Steve Adams
Follow Me on Facebook:
Cine Poison: / cinepoison
Tareq Ahmed: / tareq.cinemawala
অনেক ছবিতে দেখেছি উনাকে কিন্তু উনি যে মারা গেছে জানতাম না আজকে জানলাম ধন্যবাদ
ওনার সম্পর্কে জানার অনেক আগ্রহ ছিলো আমার।কিন্তু কোন মাধ্যম পাচ্ছিলাম না।শেষ পর্যন্ত আপনার মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে
ওনাকে ছবিতে অনেক দেখেছি। তিনি তাঁর প্রাপ্য সম্মানটুকু পান নি। আমার খুব ইচ্ছা Cine poison এর vlogger ভাইটিকে দেখার।Cine poison কে ধন্যবাদ এ পর্বটার জন্য। হয়তো আপনিই তাঁকে সম্মান দিয়েছেন।আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন, আমিন।
আমিন
খুব সুন্দর ভিডিও বানাইছেন ভাই। আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ওনার সম্পর্কে জানানোর জন্য।
সৈয়দ আক্তার আলী ছিলেন বাংলা চলচ্চিত্রের ছোট বড় কখোনো চাচা কখোনো হোটেল বয় কখোনো পারা পরশি এইধরনের চরিত্রে বেশি দেখা যেত আজ আমাদের মাঝে নেই আছে শুধু তার অকাল প্রিয় ছোট খাট অভিনয় আগামী ৩০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম ধন্যবাদ জানাই মোঃ জাকির হোসেন সদস্য বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক প্রতিনিধি সমিতি
এফডিসিতে একবার উনার সাথে দেখা হয়েছিলো, খুব ভালো সহজসরল মানুষ ছিলেন তিনি।আল্লাহ উনাকে বেহেশত বাসী করুক, আমিন।
অনেক অনেক ধন্যবাদ ভাই
সঠিক নামটা জানা ছিল না,গুণী এই অভিনেতার। তবে তাঁর অভিনীত বহু বহু ছবিই দেখার সৌভাগ্য হয়েছে। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি।
ওনার অভিনয় আমাদের ভাল লাগত। আপনাকে ধন্যবাদ
আল্লাহ তাকে জান্নাত বাসি করেন ❤
উনাকেই সেদিন ইউটিউব,গুগলে খুঁজছিলাম। নাম জানতাম না। কিন্তু বেশ কিছু চলচ্চিত্রের ইন্ট্রোডাকটরি পার্টে তার নাম খুঁজেছি। তবে পাইনি।
কাকতালীয় ভাবে আজকেই আপনার ভিডিও পেলাম
অফুরান ভালোবাসা ❤️️❤️️❤️️
আপনাকে অসংখ্য ধন্যবাদ
সৌয়দ আখতার আলী সাহেব অনেক ভালো অভিনেতা অসাধারণ
ওনাকে বহু ছবিতে দেখেছি কিন্ত তার সম্পুকে কিছু জানতাম ❤️❤️❤️❤️❤️
অফুরান ভালোবাসা
তাকে এক সিন চাচা বলে ডাকতাম। কারণ তিনি অনেক ছবিতে অভিনয় করেছেন একটিমাত্র দৃশ্যে। আজকে তার নাম জানতে পারলাম। অনেক ধন্যবাদ।
Nice. Apnr video Sundor Hoy
এই ব্যক্তি সম্পর্কে জানার খুব আগ্রহ ছিল আমার কিন্তু আজ জানতে পারলাম
ভালোবাসা অফুরান ভাই ❣💯❣
❤️️❤️️❤️️❤️️
তাকে অভিনয় করতে দেখেছি,, কিন্তু,, তার নাম জানিনা,, উনার অভিনয় টা খুব ভালো লাগে আমার কাছে,, অনেক কষ্টের অভিনয় করে,,
Tq,,,,🌹🌹🌹🌹🌹🌹🌹💯💯💯sundar,,,,,,,,video
ভালো লাগলো ভাই, আপনার এই video টা
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ❤
সম্মান রইলো এই গুনি শিল্পীর প্রতি। 💙🇧🇩🇧🇩🇧🇩💙
❤❤❤
Great Actor ❤
💙💜♥️💚কারেট💙💜♥️💚
Great sharing
It's very surprising and also unfortunate. Ei known face-er unknown actorer protivar mullayon keno sevabe kora holo na eta vebe khoobi obak hochhi. Sei songe Srodha-kritoggotaye matha noto hoye ashchhe apnader proti, jara taake eto sundorvabe tule dhorechhen ebong taake jothajotho shomman diyechhen.
এরকম অনেক অভিনেতাই আছে তাদের কে নিয়ে ভিডিও বানাবেন প্লিজ
জ্বী ভাইয়া আমরা অবশ্যই চেষ্টা করব এমন শিল্পীদের নিয়ে ভিডিও বানাতে। অফুরান ভালোবাসা ❤️
Amar dada chilen uni 😭
আমি ওনাকে বাস্তবে দেখেছি
❤️❤️❤️
Good news
ঢাকা আর্টস কলেজে পড়াশোনা করেছেন, যেটা আজকে জানলাম
5:17-INNANILLAHHE WA INNAHELAIHE RAJIUN😢😢😢😢😢
Allah Take Jannat Nosib Koruk. Ameen
@@CinePoison AMIN
বিনম্র শ্রদ্ধা
❤️❤️❤️❤️❤️❤️
❤❤❤❤❤
উনার সাথে আমার একবার দেখা হয়েছিল ২০০৩ সালে । একটি রেষ্টুরেন্টে
এই প্রথম তার নাম জানলাম
নায়িকা রানী জিন্নাহ সাথী মিশালা নিশি কাজল নদী দের ভিডিও দিবেন
জ্বী উনাদের নিয়েও আমরা পর্যায়ক্রমে ভিডিও আপলোড করবো। অসংখ্য ধন্যবাদ ❤️️❤️️❤️️
ASSALAMUALAIKUM WA RAHMATULLAH
Walaikum Assalam Wa Rahmatullah
আহ !
ভালো লোক
উনি আর আনোয়ার হোসেন,শুধু গরিবের ভূমিকায় অভিনয় করতেন আর রোগ সুখ-দুঃখ লেগেই থাকত,রাজুর মা aaaaaaaa হার্ট অ্যাটাক.
হা হা হা... আনোয়ার হোসেন শেষের দিকে এমন চরিত্র করতেন কিন্তু প্রথম দিকে তাও নায়ক ছিলেন কিন্তু এই বেচারা ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত একই ধরনের চরিত্রে অভিনয় করতে বাধ্য হয়েছে। যাই হোক, কেমন আছেন ভাই? অনেক দিন পর আপনার মন্তব্য পেলাম।
@@CinePoison ভাই ভালো আছি বাংলাদেশ গিয়েছিলাম অনেক দিনের জন্য.এইতো আবার চলে এসেছি ,আশা করি আপনি ভালো আছেন,সবচেয়ে ভালো লাগলো আপনি আমার কথা মনে রেখেছেন
ইশ একবার বলতেন ভাই অন্তত একটা চায়ের আড্ডা হয়ে যেত! আপনি তো মনে হয় অনেক বছর পর দেশে আসলেন। আবার আসলে অবশ্যই জানাবেন ভাই। সব সময় ভালো থাকুন সেই কামনা করি ❤️️
@@CinePoison thank you so much
এনাকে দেখা যেতো,বস্তিতে অসহায় অবস্তায়, কখনো ঠেলা গাড়ি চালাতেন,,,
Tini j eto shikkhito jantam na..
আগে মানুষ নেশা থেকে অভিনয় করত, এখন করে টাকার জন্য।
CHOTU BELA THEKE ONAR CHOBI DEKHI.SOTTI ONAR NAM JANTAM NA. ASONGKHO DHONNOBAD APNAKE.
Apnakeo onek onek dhonnobad sob somoy comment kore onuprerona joganor jonno. Ofuran valobasa
Vilkhuk
এতে ত করিম চাচা।
এফডিসিতে একবার উনার সাথে দেখা হয়েছিলো, খুব ভালো সহজসরল মানুষ ছিলেন তিনি।আল্লাহ উনাকে বেহেশত বাসী করুক, আমিন।