আমি উনার 30 পারা কোরআন অনুবাদের ডাবিং শুনেছি, তখন থেকে খুজতেছি ভদ্রলোককে এক নজর দেখার জন্য, অনেকদিন খোঁজার পর আজকে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ। আমি উনার কন্ঠের একজন ভক্ত।
স্যার ইংরেজি সব্দ,এর বাংলা অর্থ জনাব, আবার যদি বাংলায় জনাব বলত তা হলে আবার আপনারাই বলতেন জনাব জনাব বলে এটা কেমন লাগে, ইংরেজিতে স্যার বলতে হবে এটা কোন বাধ্যতামূলক না,
এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই শুনলাম। এতো লম্বা অথচ একটুও স্কীপ তো করিনি'ই বরং অনেকবার ব্যাকে গিয়েছি। সত্যি বলতে কি, এই মানুষটির কথা কতবার যে চিন্তা করেছি! যদি একটিবার মানুষটিকে সরাসরি হোক কিংবা ভিডিওতে দেখতে পেতাম!!! ইশ! মানুষ কি এতো সুন্দর ও চমৎকারভাবে কথা বলতে পারে!!! তবে আসল কথা হলো, এই কন্ঠ সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, পরবর্তীতে নিজ চেষ্টা ও মেহনতের উছিলায় আল্লাহ তায়ালা মানুষকে এই নেয়ামত দান করেন। আর কথাগুলো শুনে আমার ব্যক্তিগত ধারণা হলো যে, ব্যক্তিগত জীবনে জনাব সৈয়দ ইসমাত তোহা স্যার অনেক অনেক সৎ ও উদার মনের মানুষ।❤️ আল্লাহ রব্বুল আলামীন যেন উনাকে আরো সুস্থতার সাথে নেক হায়াৎ দান করুন, আমীন!👏
আমার জন্ম 1974, তারমানে 80/81 সাল থেকেই আমি রেডিওতে উনার কন্ঠে প্রতিদিন সকাল 7 টার সংবাদ শুনতাম। উনার কুরআনের বাংলা অনুবাদ ও শুনেছি। ফি আমানিল্লাহ ,আল্লাহ উনাকে সুস্থ রাখুক ,ভাল রাখুক। আমিন আমিন আমিন।
৫২ বছর ধরে আমাদের মন জয় করে আসছে এই কণ্ঠ। সৈয়দ ইসমাত তোহাকে শ্রদ্ধা জানাই। তাঁর কোরআনের অনুবাদ অসাধারণ! মহান আল্লাহ তার এই কাজকে কবুল করেন ও এর উত্তম প্রতিদান দিক আমিন !
সবকিছুই আল্লাহর নেয়ামত অবশ্যই উনার কন্ঠটা আল্লাহর নেয়ামত উনার একটা চ্যানেল আছে হয়তো উনি কোরআনের কোরআন ও হাদিসের বিষয় নিয়ে আলাপ করেন যাই হোক উপস্থাপক তরুণ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সকলের একটা বদভ্যাস আছে প্রত্যেকেই ভাই বলে সম্বোধন করে কিন্তু তোমার বাবার বয়সী তুমি অফিশিয়ালি যেহেতু একটা অনুষ্ঠান পরিচালনা করছো তাকে তুমি স্যার অথবা তোহা সাহেব বলে সম্বোধন করতে তুমি সরাসরি তাকে ভাই বলে সম্বোধন করছো তুমি কি এখানে ব্যক্তিগত তার সাথে আলাপচারিতা করছো এটা পাবলিক একটা প্রোগ্রাম সেখানে তুমি তাকে ভাই বলে সম্বোধন করছো কেন ছোট ভাই বাংলাদেশের মানুষদের এই বিষয়গুলি শেখা উচিত প্রত্যেকটা অনুষ্ঠানেই দেখি বাবার বয়সী বৃদ্ধ বয়সী আমাদের একটা সংস্কৃতি একটা সভ্যতা রয়েছে আমরা আমাদের বাবার বয়সী লোকদেরকে কখনো ভাই বলে ডাকি না তাকে আঙ্কেল বলি অথবা অফিশিয়াল ডেকোরাম অনুযায়ী তাকে স্যার বলে সম্বোধন করি এগুলো শেখা উচিত
স্যার আসসালামুয়ালাইকুম, আপনার জন্য রইলো প্রচুর শ্রদ্ধা। আপনার কন্ঠে বাংলা অনুবাদ করা আল কোরআন শরীফ শুনছি। এত সুন্দর কন্ঠে আল্লাহতালা হয়তো আপনাকে এজন্যই দিয়েছিলো, যে আপনি কোনদিন কোরআন শরীফের বাংলা অনুবাদে কন্ঠ দিবেন। আপনার সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি।
প্রায় 40বছর আগে অনেক বছর খুলনা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ ও উত্তোরণ অনুষ্ঠান ইসমাত তোহা স্যর পরিচালিত আমি আসাম থেকে শুনতেইছিলাম। আমার প্রিয় কন্ঠ ছিলো। সময়ের গহ্বরে সব বিস্মৃতিতে পতিত।আজ এই অনুষ্ঠানে ওনাকে দেখে সত্যিকারে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আল্লাহ ওনাকে শান্তিতে রাখুক। আমিন।
উপস্থাপক এবং নির্মাতাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এমন কণ্ঠের এক যাদুকরকে সবার সামনে নিয়ে আসার জন্য। অনেকদিনের সাধ ছিল এই মানুষটিকে এক নজর দেখার জন্য। বিনম্র শ্রদ্ধা এবং শুভ কামনা প্রিয় তোহা ভাইর জন্য।
আমি একটি বিশেষ ছিডি রেকোর্ডারের কোরআনের ৩০ পাড়া অনুবাদ শুনেছি।আর অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম।আর আমি শুধু একাই নই আমার মনে হয় আরো লক্ষ লক্ষ বাংলাদেশি আমার মতোই মুগ্ধ হয়েছেন।আমার মনে হয় কোরআনের তরজমা অনুবাদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি বিশেষ ভাবে প্রতিদান পাবেন।যা পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়ে যাবেন।এটা আমার বিশ্বাস।
ইসমত তোহা ভাইকে আমি সরাসরি রিদম প্লাস স্টুডিওতে একাধিকবার দেখেছি এবং কথাও বলেছি। খুবই সাদা মনের মানুষ উনি। নিরহংকারী!!! সদা হাস্যোজ্জ্বল রসিক একজন মানুষ! আল্লাহ উনার ভালো করুন।
আজকে প্রথম দেখলাম ও শুনলাম ওনার পরিচ আগে জানতাম না। এতো গুনি মানুষ আজকে দেখলাম। চমৎকার ওনার জীবন কাহিনী। খুব ভালো লাগলো। এখন থেকে ওনার নিয়মিত অনুষ্ঠান দেখবো। আল্লাহ ওনাকে সুস্থ রাখুন।
আমি ধৈর্য সহকারে পুড়া ঘটনাটা শুনলাম এবং দেখলাম খুবই ভালো লাগলো,,, উনি সত্যিই এক জন খুবই ভালো মনের মানুষ,, আল্লাহ তায়ালা যেন ওনাকে সুস্থ রাখেন নেক হায়াত দান করেন এই দোয়া করি আমিন
আমার মনে আছে, আমি যখন ক্লাস ১/২ তে পরতাম । তখন প্রতিদিন সকালে কোরআন তেলওয়াত এর, বাংলা অনুবাদ শুনতাম উনার কন্ঠে । আর ভাবতাম এত ভারী কন্ঠ কার হতে পারে ...। পরক্ষনে ভাবতাম এটা মনে হয় দুনিয়ার কোনো মানুষের কন্ঠ নয় । এটা মনে হয় স্বর্গীয় কন্ঠ ।।
অসাধারণ একজন মানুষ, অসাধারণ এক ব্যাক্তিত্বের অধিকারী।আমি শুধু উনার কন্ঠ শোনে উনাকে দেখতে খুব ইচ্ছে হতো।আজ পূরণ হলো সেই আশাটা।উনার কোরআনা মাজীদ অনুবাদ পঠন অসাধারণ। উনার জন্য রইলো...
রেডিও, টেলিভিশনের কি ভিষন প্রিয় এবং পরিচিত একটি কন্ঠ। অথচ আজ জানলাম ওনার পরিচয়, দেখতেও পেলাম! এদেশে এভাবেই বিস্মৃত থাকেন আমাদের গুনীজনেরা! হাজার সালাম, শ্রদ্ধা আপনাকে সৈয়দ ইসমাত তোহা, স্যার। সুস্থ থাকুন, আরও অনেকদিন বেঁচে থাকুন আমাদের মাঝে। উপস্থাপকের প্রতিও রইলো কৃতজ্ঞতা, ধন্যবাদ এমন মূল্যবান একটি এপিসোডের জন্য। ❤
বাংলাদেশ বেতারের আমার হৃদয় হরণ করা কন্ঠস্বর তোহা স্যার যাকে কখনও দেখতে পাবো ভাবিনি ,ইউটিউব এর কল্যাণে তাকে দেখতে পেলাম ,অসম্ভব ভালো লাগলো,সেই সত্তর দশকের আমাদের হৃদয় পাগল করা কন্ঠ স্যালুট জানাই তাকে।
সেই ছোট বেলা থেকেই ওনার কন্ঠস্বর শুনে আসছি।এত মনোমুগ্ধকর এবং বক্তিত্বপূন কন্ঠস্বর আর নেই বললেই চলে।চিরতারন্য ভরা একটা কন্ঠস্বর অনেক দিন পর ওনাকে দেখলাম।
আসলে বাস্তব বলেছেন তোহা ভাইয়ের বয়েজ বাল্যকাল থেকেই শুনেছি কিন্তু কোনোদিন চেহারা দেখেনি কিন্তু আজ শেষ বয়সে আপনার মাধ্যমে দেকার সুযোগ পেলাম।আপনাকে ধন্যবাদ। আল্লাহ এ-সব গুণীজনদের আল্লাহ তায়ালা হায়াত দান করুন।
❤ Amir Chowdhury কে অসংখ্য ধন্যবাদ।কারণ এই পরিচিত ভয়েস টা কার টা জানার আগ্রহ অনেক দিন ধরেই ছিল।কিন্তু আজ সরাসরি দেখলাম। সত্যিই অনেক ভালো লাগলো স্যারকে দেখে।আর স্যার এর জ্ঞানগর্ভ আলোচনা শুনে আমি মুগ্ধ।স্যারকে আল্লাহ আরও নিক হায়াত বৃদ্ধি করে দিক। আমিন ।।
পুরোটা অনুষঠান মনোযোগ দিয়ে শুনলাম, খুব ভালো লাগলো।ভালো লাগলো উনার আল্লাহর প্রতি প্রবল আস্তা,সততা, মা বাবা এবং বড়দের প্রতি ভক্তি শ্রদ্ধা। ভালো লাগলো উনার প্রথম প্রেমের গল্প, উপস্থাপক বারবার জিজ্ঞেস করার পরও তিনি,মুখ ফোটে বলেননি আজো মনে পড়ে সেই প্রথম প্রেম প্রথম ভালোবাসা, তিনি সেটা এড়িয়ে গেছেন। কিন্তু একটা দীর্ঘ শ্বাস ফেলেছেন,এবং কিছুটা আক্ষেপও করেছেন, যে আমি তার প্রতি অন্যায় করেছি।😮
সঠিক কথা বলেছেন প্রিয় ভাই মা বাবার দোয়া এবং মানুষের ভালো বাসা থাকলে, আল্লাহ তাকে সর সময় ভালো রাখেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমার পরিবার নিয়ে ভালো আছি। আলহামদুলিল্লাহ।
এই ভয়েস গুনী মানুষ টা বহু ভয়েস শুনোছি তার কিন্তু সত্যি তাকে আজ দেখে মুগ্ধ, অনেক বার মনে হয়েছে কে এই gold ভয়েসে আর। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখুক অনেক বছর। সৌদি আরব প্রবাসি সিরাজগঞ্জ রায়গঞ্জ।
এমন একজন মানুষকে ইউটুবের মাধ্যমে দেখলাম মন প্রান শীতল হয়েছে,খুবই গুনি একজন মানুষ যে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনেক বছর ধরে, তাকে আল্লাহ সুস্থ ভাবে নিয়ে যান,এবং যে কয়দিন পৃথিবীতে আছে সুস্থভাবে থাকুক এই কামনা করি।
সৈয়দ ইসমাত তোহা সাহেবের কথাগুলি অনেক ধর্য্য ও মনোযোগ সহকারে শুনলাম। সাথে চ্যানেলটি সাবসক্রাইব করলাম। দোয়া করি। সৃষ্টিকর্তা এই মানুষটিকে সুস্থ রাখুন এবং দীর্ঘ জীবন লাভ করুন। ভদ্রলোককে এক নজর দেখার জন্য, অনেক দিন খোঁজার পর আজকে দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ।
বাবার বয়সী একজন মানুষকে ভাই সম্বোধন করাটা খুবই অপ্রীতিকর লাগল। উনার মত সম্মানিত একজন ব্যক্তিকে স্যার কিংবা আংকেল সম্বোধন করলে মনে হয় না আপনার জাত চলে যেত।
তোহা ভাইয়ের কোনো তুলনা নেই। মনে পড়ে, সেই ছোটবেলায় ৯টার দিকে রেডিওতে উত্তরণ অনুষ্ঠান হতো, কী মুগ্ধ হয়ে শুনতাম তাঁর কণ্ঠ। প্রিয় এই কণ্ঠ-কিংবদন্তি অনেকদিন বাঁচুক এই প্রার্থনা।
আল্লাহ প্রদত্ত কন্ঠ মাশা আল্লাহ
❤️❤️❤️❤️
উনার এই চমৎকার কন্ঠ আল্লাহর
এক বিশেষ নিয়ামত।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
@@AmirChowdhuryapnar nam ki vai
Hum
মহান আল্লাহ তায়ালা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন।
উপস্থাপাকের জন্যও রইলো দোয়া একজন সৎ, গুনি মানুষ কে দেখাবার জন্য।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
উনার কোরানের অনুবাদ আমি প্রত্যেক দিন শুনি, উনার বেস্ট ওয়ার্ক।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
আমিও
AMI MUGDHO HOYE ONAR QURANER BANGLA ONOBAD SHUNI ! JEKHANE JEMON STRESS DEYA UCHIT TINI SERUP STRESS DIYESEN. ALHAMDOLILLAH !
Ami o
Amio sunechi
কোটি মানুষের মধ্যেও একজন তোহা ভাইকে পাওয়া যাবে না। দেশের জন্য উনি এক সম্পদ। আল্লাহ উনার সুস্থ জীবন এবং দীর্ঘায়ূ দান করুন ~আমিন।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
মাশাআল্লাহ অনাকে আল্লাহ পাক রাব্বুল আলামীন দিরগো নেক হায়াত বারিয়ে দিক আমিন অনাকে আল্লাহ সব সময় সুস্থ রাখুক ভালো রাখুক ইনশাআল্লাহ আমিন
Excellent
কিয়ের ভিতরে কি কইলেন মিয়া???
এতো ছ্যাচরা ক্যান আপনারা!
Masa Allah
আমি উনার 30 পারা কোরআন অনুবাদের ডাবিং শুনেছি, তখন থেকে খুজতেছি ভদ্রলোককে এক নজর দেখার জন্য, অনেকদিন খোঁজার পর আজকে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ। আমি উনার কন্ঠের একজন ভক্ত।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
ভাই, উনার কোরআনের অনুবাদ এর কোথায় পাওয়া যাবে ? ইউ টিউবে আছে কী ???
জী আছে
স্যার ইংরেজি সব্দ,এর বাংলা অর্থ জনাব,
আবার যদি বাংলায় জনাব বলত তা হলে আবার আপনারাই বলতেন জনাব জনাব বলে এটা কেমন লাগে,
ইংরেজিতে স্যার বলতে হবে এটা কোন বাধ্যতামূলক না,
@@সোনারবাংলা-ছ২য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
ঘুষ খেতে হবে, তাই চাকরি ছেড়ে দিয়েছেন। অসাধারণ সৎ মানুষ। সালাম আপনাকে।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
রাইট
𝐓𝐡𝐞 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐥𝐢𝐟𝐞 𝐢𝐧 𝐚𝐥 𝐪𝐮𝐫𝐚𝐧
@@AmirChowdhury0:12 😂 0:28 0:28 0:19 0:19 0:20 0:24 0:25 0:18
Bokaxhoda nki re tui😂😂 ki sob vul val clip dis abal😂😂 @@abdulmannan-n7p
এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই শুনলাম। এতো লম্বা অথচ একটুও স্কীপ তো করিনি'ই বরং অনেকবার ব্যাকে গিয়েছি। সত্যি বলতে কি, এই মানুষটির কথা কতবার যে চিন্তা করেছি! যদি একটিবার মানুষটিকে সরাসরি হোক কিংবা ভিডিওতে দেখতে পেতাম!!!
ইশ! মানুষ কি এতো সুন্দর ও চমৎকারভাবে কথা বলতে পারে!!!
তবে আসল কথা হলো, এই কন্ঠ সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত, পরবর্তীতে নিজ চেষ্টা ও মেহনতের উছিলায় আল্লাহ তায়ালা মানুষকে এই নেয়ামত দান করেন।
আর কথাগুলো শুনে আমার ব্যক্তিগত ধারণা হলো যে, ব্যক্তিগত জীবনে জনাব সৈয়দ ইসমাত তোহা স্যার অনেক অনেক সৎ ও উদার মনের মানুষ।❤️ আল্লাহ রব্বুল আলামীন যেন উনাকে আরো সুস্থতার সাথে নেক হায়াৎ দান করুন, আমীন!👏
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
ধন্যবাদ। সৈয়দ ইসমাত তোহা স্যারের এই সাক্ষাত্কারে যেন অতীতের সোনালী মুহূর্তে ফিরে গেলাম।
সুন্দর থাকুন সুস্থ থাকুন।
ভয়েস দিয়েও রিজিক হয়, আল্লাহর কুদরত।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
𝐓𝐡𝐞 𝐛𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐥𝐢𝐟𝐞 𝐢𝐧 𝐚𝐥 𝐪𝐮𝐫𝐚𝐧
এই বয়সে ও উনার ভয়েস ক্লিয়ার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
এতো বয়সেও তোহা ভাইজানের আওয়াজ স্পষ্ট ও মধুময় মনে হচ্ছে~~মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ!
আমার জন্ম 1974, তারমানে 80/81 সাল থেকেই আমি রেডিওতে উনার কন্ঠে প্রতিদিন সকাল 7 টার সংবাদ শুনতাম। উনার কুরআনের বাংলা অনুবাদ ও শুনেছি। ফি আমানিল্লাহ ,আল্লাহ উনাকে সুস্থ রাখুক ,ভাল রাখুক। আমিন আমিন আমিন।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
৫২ বছর ধরে আমাদের মন জয় করে আসছে এই কণ্ঠ। সৈয়দ ইসমাত তোহাকে শ্রদ্ধা জানাই। তাঁর কোরআনের অনুবাদ অসাধারণ! মহান আল্লাহ তার এই কাজকে কবুল করেন ও এর উত্তম প্রতিদান দিক আমিন !
উনার 30 পারা কোরআন অনুবাদের ডাবিং কি ইউটিউবে আছে?
@@seikhshahin9687জি আছে
আছে
@@seikhshahin9687 আছে আমি প্লেলিস্ট এর লিংকটি দিয়েছিলাম, কোনো কারণে হয়তো ওই কমেন্টটি অপ্প্রভ করেননি আপনি ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ !
সবকিছুই আল্লাহর নেয়ামত অবশ্যই উনার কন্ঠটা আল্লাহর নেয়ামত উনার একটা চ্যানেল আছে হয়তো উনি কোরআনের কোরআন ও হাদিসের বিষয় নিয়ে আলাপ করেন যাই হোক উপস্থাপক তরুণ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সকলের একটা বদভ্যাস আছে প্রত্যেকেই ভাই বলে সম্বোধন করে কিন্তু তোমার বাবার বয়সী তুমি অফিশিয়ালি যেহেতু একটা অনুষ্ঠান পরিচালনা করছো তাকে তুমি স্যার অথবা তোহা সাহেব বলে সম্বোধন করতে তুমি সরাসরি তাকে ভাই বলে সম্বোধন করছো তুমি কি এখানে ব্যক্তিগত তার সাথে আলাপচারিতা করছো এটা পাবলিক একটা প্রোগ্রাম সেখানে তুমি তাকে ভাই বলে সম্বোধন করছো কেন ছোট ভাই বাংলাদেশের মানুষদের এই বিষয়গুলি শেখা উচিত প্রত্যেকটা অনুষ্ঠানেই দেখি বাবার বয়সী বৃদ্ধ বয়সী আমাদের একটা সংস্কৃতি একটা সভ্যতা রয়েছে আমরা আমাদের বাবার বয়সী লোকদেরকে কখনো ভাই বলে ডাকি না তাকে আঙ্কেল বলি অথবা অফিশিয়াল ডেকোরাম অনুযায়ী তাকে স্যার বলে সম্বোধন করি এগুলো শেখা উচিত
স্যার আসসালামুয়ালাইকুম, আপনার জন্য রইলো প্রচুর শ্রদ্ধা। আপনার কন্ঠে বাংলা অনুবাদ করা আল কোরআন শরীফ শুনছি। এত সুন্দর কন্ঠে আল্লাহতালা হয়তো আপনাকে এজন্যই দিয়েছিলো, যে আপনি কোনদিন কোরআন শরীফের বাংলা অনুবাদে কন্ঠ দিবেন। আপনার সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করছি।
কোরআন শরিফের পুরো বাংলা অনুবাদ ওনার ভয়েসে দেওয়া আছে, প্রায় ২৫ ঘন্টার আমি প্রতিদিন শুনি। ওনার কন্ঠ অনেক মধুর।
আল্লাহর দান❤❤
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
প্রায় 40বছর আগে অনেক বছর খুলনা বেতার কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ ও উত্তোরণ অনুষ্ঠান ইসমাত তোহা স্যর পরিচালিত আমি আসাম থেকে শুনতেইছিলাম। আমার প্রিয় কন্ঠ ছিলো। সময়ের গহ্বরে সব বিস্মৃতিতে পতিত।আজ এই অনুষ্ঠানে ওনাকে দেখে সত্যিকারে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আল্লাহ ওনাকে শান্তিতে রাখুক। আমিন।
এরকম ইসলাম প্রীতি মানুষ সত্যিই মনোমুগ্ধকর❤❤❤
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
উপস্থাপক সাহেবকে ধন্যবাদ এমন একজন গুণী মানুষকে সবার সামনে পরিচিত করার জন্য।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
কিন্তু তোহা সাহেব বলছিলেন ৬৯ উনসত্তর এর ঘটনা,,উপস্থাপক সাহেব বলছিলেন তখনতো দেশ স্বাধীন হয়েগেছে,, এটা কি করে সম্ভব.???????
ওনাকে দেখার খুব ইচ্ছে ছিল!!অবশেষে দেখতে পেলাম!!
ওনার কণ্ঠ টা খুব ই পরিচিত লাগে!!
ওনার কণ্ঠে একটা মায়া আছে!!
আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুক
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
তোহা স্যার খুলনার অহংকার আল্লাহ ওনাকে বাকি জিবনটা সুস্থ সুন্দর ভাবে কাটানোর তৌফিক দান করুন আমিন
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
খুলনার কোথায় উনার বাড়ি?
সাতক্ষীরা @@sanowaracademy4515
my birth place is also Khulna
আমি উনার কন্ঠের ভক্ত। আজ সরাসরি অনলাইনে দেখলাম। আলহামদুলিল্লাহ।
ধন্যবা আপনার মূল্যবান মতামতের জন্য ❤
উনাকে দেখার আমারো অনেক শখছিল "আলহামদুলিল্লাহ" দেখেছি আল্লাহ উনাকে সুস্থ রাখুক ভালো রাখুক। নেক হায়াত দান করুক।❤❤
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
সুবহানআল্লাহ এত সুন্দর কন্ঠ
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
ছোট বেলায় এই মানুষটার কন্ঠ শুনে মুগ্ধ হতাম ,
এই সুন্দর কণ্ঠের জন্য আমি এখনো পাগল।
ভালো থাকুন তোহা ভাই।
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
সহমত আমি ও
ভাই না, কাক্কু😀😄😃
Onek bosor por unar voice sunlam...konodin kolponao korini dekhte pabo''' Amar bhaba akhono radio sune. Dujoner Jonno e shuvo kamona o doya roilo...
Amar Babar Jonno doya korben..
এই প্রথম সুন্দর মনের মানুষ টা দেখলাম।এতদিন ওনার কন্ঠ শোনতাম। কোন দিন দেখিনি আললাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন আমিন।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
ছোট বেলা থেকেই উনার কন্ঠ রেডিওতে শুনেছি, আজ প্রথম দেখলাম। খুব ভালো লাগছে।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
উপস্থাপক এবং নির্মাতাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি
এমন কণ্ঠের এক যাদুকরকে সবার সামনে নিয়ে আসার জন্য।
অনেকদিনের সাধ ছিল এই মানুষটিকে এক নজর দেখার জন্য।
বিনম্র শ্রদ্ধা এবং শুভ কামনা প্রিয় তোহা ভাইর জন্য।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤
সুন্দর করে কথা বলা একটি আর্ট।অন্যকে অনুকরণ করা ও পারিবারিক ভাবে সেটা কিছুটা গড়ে উঠে,আর গলার স্বর সম্পূর্ণভাবে মহান আল্লাহ প্রদত্ত।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
তোহা ভাইয়াকে এই প্রথম দেখে সত্যি আনন্দিত হলাম উনাকে দেখে আমাদের এই তরুণ প্রজন্ম যুবসমাজ অনুপ্রাণিত হব
আমিও আগেই দেখেছি
আমি একটি বিশেষ ছিডি রেকোর্ডারের কোরআনের ৩০ পাড়া অনুবাদ শুনেছি।আর অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম।আর আমি শুধু একাই নই আমার মনে হয় আরো লক্ষ লক্ষ বাংলাদেশি আমার মতোই মুগ্ধ হয়েছেন।আমার মনে হয় কোরআনের তরজমা অনুবাদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি বিশেষ ভাবে প্রতিদান পাবেন।যা পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়ে যাবেন।এটা আমার বিশ্বাস।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
মাশাআল্লাহ ,,,
এত ভালো মানুষ হতে পারে আমি ভাবতে পারিনি,,
স্যারের কণ্ঠ সাথে মনটাও অনেক সুন্দর।।
আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক❤❤❤❤❤
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
ইসমত তোহা ভাইকে আমি সরাসরি রিদম প্লাস স্টুডিওতে একাধিকবার দেখেছি এবং কথাও বলেছি।
খুবই সাদা মনের মানুষ উনি।
নিরহংকারী!!!
সদা হাস্যোজ্জ্বল রসিক একজন মানুষ!
আল্লাহ উনার ভালো করুন।
আজকে প্রথম দেখলাম ও শুনলাম ওনার পরিচ আগে জানতাম না। এতো গুনি মানুষ আজকে দেখলাম। চমৎকার ওনার জীবন কাহিনী। খুব ভালো লাগলো। এখন থেকে ওনার নিয়মিত অনুষ্ঠান দেখবো। আল্লাহ ওনাকে সুস্থ রাখুন।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
অনেক বড় ফ্যান উনার। islma of life চ্যানেলের ভয়েস শুনে মানুষটাকে দেখার খুব ইচ্ছে ছিল, ধন্যবাদ ভাই❤️🇧🇩
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
আমি ধৈর্য সহকারে পুড়া ঘটনাটা শুনলাম এবং দেখলাম খুবই ভালো লাগলো,,, উনি সত্যিই এক জন খুবই ভালো মনের মানুষ,, আল্লাহ তায়ালা যেন ওনাকে সুস্থ রাখেন নেক হায়াত দান করেন এই দোয়া করি আমিন
Ameen
আমার মনে আছে, আমি যখন ক্লাস ১/২ তে পরতাম ।
তখন প্রতিদিন সকালে কোরআন তেলওয়াত এর, বাংলা অনুবাদ শুনতাম উনার কন্ঠে ।
আর ভাবতাম এত ভারী কন্ঠ কার হতে পারে ...।
পরক্ষনে ভাবতাম এটা মনে হয় দুনিয়ার কোনো মানুষের কন্ঠ নয় ।
এটা মনে হয় স্বর্গীয় কন্ঠ ।।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
উনি আর আমি প্রায় সমবয়সী,, ওনার এই উত্তরণ আমার খুউব ভাল লাগল,, অসাধারন কণ্ঠস্বর,, উনি খুব ভালো থাকুন,,,
এঁরা বাংলার আসল সম্পদ
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
উত্তরণ দুর্বার ও হতো
স্যার, আমি দীর্ঘ ৩৮ বছর ফিলিপস্ বাংলাদেশ লিমিটেডে চাকুরী করেছি।আপনার মুখে ফিলিপসের নাম শুনে আমার মনটা আনন্দে ভরে গেল।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
যার কন্ঠস্বর শুনে আমার বেড়ে ওঠা তিনি সৈয়দ ইসমত ত্বোহা।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
*জীবনের একজন সফল মানুষের সাক্ষাৎকার শুনলাম। অনেক কিছু শিখলামও। সৃষ্টিকর্তা এই মানুষটিকে সুস্থ রাখুন এবং দীর্ঘ জীবন লাভ করুন*
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
আল্লাহ তায়ালা মানুষ কে কত রকম গুন দিয়েছেন সত্যি উনাকে দেখারপড় সেই রেডিও কথা মনে পড়ে গালো মাশাআল্লাহ সত্যি আল্লাহ নেক হায়াৎ দান করুক আমিন
সবার আগে ধন্যবাদ জানায় উপস্থাপক কে । যে মানুষটাকে বহুদিন ধরে খুঁজেছি, তাকে দেখানোর জন্য ।
আরে আমিতো এই কন্ঠের প্রেমিক।কন্ঠের মালিক কে দেখলাম আজ❤️❤️ উনিতো মহাবিশ্ব নিয়ে কথা বলেন।যা আমি নিয়মিত শুনি মুগ্ধ হয়ে ❤
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
স্যার, উনার ইউটিউব চ্যানেলের নামটা জানাবেন দয়া করে?
ctv@@jyotsnabegam3376
@@jyotsnabegam3376 Islam and life
Islam of life @@jyotsnabegam3376
বয়স টা ৭০ + ৭৫,,,, তার পরে ও মানুষ টার কন্ট টা বা বয়েস টা যেনো ৩০ বচরের একজন যুবকের৷ মাশাআল্লাহ।
অসাধারণ একজন মানুষ, অসাধারণ এক ব্যাক্তিত্বের অধিকারী।আমি শুধু উনার কন্ঠ শোনে উনাকে দেখতে খুব ইচ্ছে হতো।আজ পূরণ হলো সেই আশাটা।উনার কোরআনা মাজীদ অনুবাদ পঠন অসাধারণ। উনার জন্য রইলো...
রেডিও, টেলিভিশনের কি ভিষন প্রিয় এবং পরিচিত একটি কন্ঠ। অথচ আজ জানলাম ওনার পরিচয়, দেখতেও পেলাম! এদেশে এভাবেই বিস্মৃত থাকেন আমাদের গুনীজনেরা! হাজার সালাম, শ্রদ্ধা আপনাকে সৈয়দ ইসমাত তোহা, স্যার। সুস্থ থাকুন, আরও অনেকদিন বেঁচে থাকুন আমাদের মাঝে। উপস্থাপকের প্রতিও রইলো কৃতজ্ঞতা, ধন্যবাদ এমন মূল্যবান একটি এপিসোডের জন্য। ❤
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
অনেক সুন্দর ব্যক্তি।এই রকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার।
আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি আপনাকে আজকে দেখার সৌভাগ্য হলো আললাহ আপনাকে নেক হায়াত দান করুন আমিন
মহান আল্লাহ পাক উনি আমাদের এই গুনি মানুষ কে নেক হায়াত ও সুস্থতা দান রাখুক আমিন
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল,,,আর ধন্যবাদ আপনাকে এমন একজন গুণী মানুষকে পরিচয় করিয়ে দেয়ার জন্য,,,jazakallah
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
সেই ছোট্ট থেকেই ওনার কন্ঠ শুনে আসছি কিন্তু আজ প্রথম দেখলাম।❤❤❤
উনার কন্ঠের কোরআন এর বাংলা অনুবাদ সত্যি অসাধারণ। শুনলে অন্য রকম শান্তি লাগে। আল্লাহ পাক উনাকে নেক হায়াত দান করুন।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️❤️❤️
আমি উনার কন্ঠে পবিত্র কুরআন এর বাংলা অনুবাদ শুনেছি। তখন থেকেই আমি উনার কন্ঠের প্রেমে পড়ে গেছি।আজ প্রথম উনাকে দেখলাম। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
এই কন্ঠ আল্লাহর দেয়া বিশেষ নিয়ামত। আলহামদুলিল্লাহ।
উনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল
🌹🌹🌹
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
মাশাআল্লাহ।অসাধারন ভয়েস। এই ভয়েসের যাই শুনি তাই অসম্ভব ভালো লাগে।আলৃলাহ তাকে সুস্থোতার সহিত ভালো রাখুক।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️❤️❤️
উনার কন্ঠ আমরা ছোটবেলায় রেডিওতে শুনতে পেরেছি দেখতে পেরে আজ সত্যিই আনন্দিত ধন্যবাদ❤
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
বাংলাদেশে আমার সবচেয়ে পছন্দের কন্ঠ শাজাহান খন্দকার স্যার, সৈয়দ ইসমাত তোহা স্যার এবং শায়েরী ম্যাম।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
Majharul ইসলাম also
শাহজাহান খন্দকার তিনিও উন্নত ভয়েসের অধিকারী ছিলেন।
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সৈয়দ ইসমাত তোহা ভাই আমাদের খুলনার ছেলে আমরা গর্বিত । দীর্ঘ জিবি হউক আমিন।
হায় আল্লাহ ঐ সময় আমি খুলনা মডেল হাই স্কুলে ক্লাস টেনে পড়তাম। রেডিওতে ওনার কন্ঠ সুনেছি আর আজ সামনে থেকে দখছি। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন।
ধন্যবাদ এমন একজন গুণী মানুষকে সবার সামনে পরিচিত করার জন্য।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
বাংলাদেশ বেতারের আমার হৃদয় হরণ করা কন্ঠস্বর তোহা স্যার যাকে কখনও দেখতে পাবো ভাবিনি ,ইউটিউব এর কল্যাণে তাকে দেখতে পেলাম ,অসম্ভব ভালো লাগলো,সেই সত্তর দশকের আমাদের হৃদয় পাগল করা কন্ঠ স্যালুট জানাই তাকে।
আমি ওনাকে চিনি ইসলাম এন্ড লাইফের উনি ইসলামিক ভিডিও বানায় ওখান থেকে আমি ওনার বয়স শুনি খুব ভালোবাসি উনাকে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে ❤❤❤
Ameen ❤️❤️❤️
ভাই আমিও অনেক দিন থেকে ইসলামিক এন্ড লাইভ সঙ্গে আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভিডিও বানান
মনমুগ্ধ ভাবে কথোপকথনটি শুনলাম
ইসলাম এন্ড লাইফের ভিডিও উনি বানান না, উনি শুধু কন্ঠ দেন।
মাশাল্লাহ অনেক ভালো লাগছে উনার কথাগুলো ❤❤
সেই ছোট বেলা থেকেই ওনার কন্ঠস্বর শুনে আসছি।এত মনোমুগ্ধকর এবং বক্তিত্বপূন কন্ঠস্বর আর নেই বললেই চলে।চিরতারন্য ভরা একটা কন্ঠস্বর অনেক দিন পর ওনাকে দেখলাম।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
এমন ভালো মানুষ গুলা সত্যি আর সামনের দিকে পাওয়া যাবে কিনা জানিনা সত্যি ভালো লাগলো উনার কথা গুলো ❤
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️❤️❤️
আসলে বাস্তব বলেছেন তোহা ভাইয়ের বয়েজ বাল্যকাল থেকেই শুনেছি কিন্তু কোনোদিন চেহারা দেখেনি কিন্তু আজ শেষ বয়সে আপনার মাধ্যমে দেকার সুযোগ পেলাম।আপনাকে ধন্যবাদ। আল্লাহ এ-সব গুণীজনদের আল্লাহ তায়ালা হায়াত দান করুন।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
ভীষণ পছন্দ ওনার ভয়েস।
ধন্যবাদ ওনাকে।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
❤ Amir Chowdhury কে অসংখ্য ধন্যবাদ।কারণ এই পরিচিত ভয়েস টা কার টা জানার আগ্রহ অনেক দিন ধরেই ছিল।কিন্তু আজ সরাসরি দেখলাম। সত্যিই অনেক ভালো লাগলো স্যারকে দেখে।আর স্যার এর জ্ঞানগর্ভ আলোচনা শুনে আমি মুগ্ধ।স্যারকে আল্লাহ আরও নিক হায়াত বৃদ্ধি করে দিক। আমিন ।।
ভালোবাসা ভাই আমার
দাদু কন্ঠে আল্লাহর অশেষ শক্তি আছে।
আলহামদুলিল্লাহ্
আলহামদুলিল্লাহ ।
অনেক শুনেছি।
তোহা সাহেবের জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল ।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
উনি আমার ও প্রিয় একজন ভয়েস আর্টিস্ট, ওনার দীর্ঘায়ু ও সু-সাস্থ কামনা করছি আল্লাহর কাছে।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
Jazakumullah khairon kathiron ❤
আমি সেই সময়ের সাথে ছিলাম l আমাদের বাসায় ও বড় একটা রেডিও ছিল I আমার জন্ম ১৯৫৩, ওনার প্রতিটা কথা সিনেমার মতো আমার চোখের সামনে ভাসছে I অনেক ধন্যবাদ
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
এই মানুষটির কন্ঠ ছোটবেলা থেকেই শুনে আসছি আর এখনও সেরকমই আছে আল্লাহ উনাকে নেক হায়াত দান করেন❤
সৈয়দ ইসমাত তোহা ,সাহেব কে প্রথম আজ দেখলাম, শুক্রিয়া
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
মহান আরশের উরধে সমুন্নত,
সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥...////////////////////
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
ভাই কি ভিডিও আর কি লেখলি
@@AbcdKhan-u7o "নিশ্চয় আল্লাহ কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। " সূরা আর-রাদ, ১৩:১১।
"নিশ্চয় আল্লাহ কোন কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। " সূরা আর-রাদ, ১৩:১১।
জাযাকাল্লাহ
এই বয়সে এসেও বেশ সাবলীল ভয়েস!! ওনার ভয়েস আল্লাহর দেয়া বিশেষ নেয়ামত!!
মাশা-আল্লাহ
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
পুরোটা অনুষঠান মনোযোগ দিয়ে শুনলাম, খুব ভালো লাগলো।ভালো লাগলো উনার আল্লাহর প্রতি প্রবল আস্তা,সততা, মা বাবা এবং বড়দের প্রতি ভক্তি শ্রদ্ধা। ভালো লাগলো উনার প্রথম প্রেমের গল্প, উপস্থাপক বারবার জিজ্ঞেস করার পরও তিনি,মুখ ফোটে বলেননি আজো মনে পড়ে সেই প্রথম প্রেম প্রথম ভালোবাসা, তিনি সেটা এড়িয়ে গেছেন। কিন্তু একটা দীর্ঘ শ্বাস ফেলেছেন,এবং কিছুটা আক্ষেপও করেছেন, যে আমি তার প্রতি অন্যায় করেছি।😮
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য 😍
৫৩ মিনিট যে কিভাবে গেলো বুঝতে পারলাম না,এতো মুগ্ধ হয়ে শুনছিলাম।
আলহামদুলিল্লাহ আমি ও উনার কথা শুনছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে উনার ভয়েস গুলো । আল্লাহর দান ভালো কাজে লাগাবেন।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
ভালো লাগলো প্রোগ্রাম টা। একজন অত্যন্ত শ্রদ্ধেয় এবং গুণি ব্যক্তি
কথা শুনলাম।দোয়া করি অনেক ভালো থাকুন উনি।
বিনম্র শ্রদ্ধা জানাই। উনাকে দেখার খুব ইচ্ছে ছিলে, শেষ পর্যন্ত দেখলাম। ধন্যবাদ ।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
এতো সুন্দর কন্ঠ
মাশা আল্লাহ
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
খুব সুন্দর কন্ঠ আলহামদুলিল্লাহ এখন সরাসরি দেখলাম আরো ভালো লাগলো সৈয়দ ইসমত তোহা ভাই কে
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
পিতামাতার প্রতি সম্মান ও মর্যাদার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবিক মন্তব্য।
আল্লাহ রাজী হন।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
ওনাকে দেখতে পেয়ে মনের সুপ্ত বাসনা পূর্ণ হলো। ধন্যবাদ আপনাকে এবং তোহা স্যার কে ❤
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
চমৎকার একটি উপস্থাপনা দেখলাম, তোহাভাই এবং আমির ভাই এর জন্য শুভকামনা।
ধন্যবাদ ভাই আমার 😍
আল্লাহ্ যেন উনার হায়াৎ আরো বৃদ্ধি করে এবং এই সুন্দর গলার আওয়াজ সঠিক রাখুক ও সুস্থ ভাবে বেচে থাকুক
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
সঠিক কথা বলেছেন প্রিয় ভাই
মা বাবার দোয়া এবং মানুষের ভালো বাসা থাকলে, আল্লাহ তাকে সর সময় ভালো রাখেন।
আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আমার পরিবার নিয়ে ভালো আছি। আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
এই ভয়েস গুনী মানুষ টা বহু ভয়েস শুনোছি তার কিন্তু সত্যি তাকে আজ দেখে মুগ্ধ, অনেক বার মনে হয়েছে কে এই gold ভয়েসে আর। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখুক অনেক বছর।
সৌদি আরব প্রবাসি
সিরাজগঞ্জ রায়গঞ্জ।
সৈয়দ ইসমাত তোহা সাহেব, আমাদের খুলনা জেলার কৃতি সন্তান। দীর্ঘ হায়াত দান করুন, আমিন। ২৫/০৫/২৪ ইং
ধন্যবাদ
@@AmirChowdhury তোহা ভাই কোথায় থাকেন বা তার সাথে যোগাযোগ করার কোন উপায় আছে প্লিজ একটু হেল্প করুন।।
আমি উনার সব সময় কন্ঠ শুনেছি তবে দেখার আশা চিলো। আল্লাহ তার নেক হায়াত কামনা করি। কোরআান ড্রিবলিং আরো অসাধারণ।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
এমন একজন মানুষকে ইউটুবের মাধ্যমে দেখলাম মন প্রান শীতল হয়েছে,খুবই গুনি একজন মানুষ যে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন অনেক বছর ধরে, তাকে আল্লাহ সুস্থ ভাবে নিয়ে যান,এবং যে কয়দিন পৃথিবীতে আছে সুস্থভাবে থাকুক এই কামনা করি।
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
একজন ভালো মানুষের সাক্ষাতকার শুনলাম। খুব ভালো লাগলো। উনার কন্ঠ কত যে শুনেছি তার ঠিক নেই। ভালো থাকুন। সুস্থা থাকুন তিনি।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
ISLAM and LIFE চ্যানেল দেখে আমি ওনার ভক্ত হয়ে গেছি৷
আমিও
চ্যানেলের লিংকটা কেউ দিবেন?
Islam and life লিখে সার্চ করুন ইউটিউব পেয়ে যাবেন
@@ruksana.kanta98 youtube.com/@islamandlifebangla?si=3wmYvQbXdEyVdQBB
youtube.com/@islamandlifebangla?si=jG9ORIxM2SGa3Tjt
সৈয়দ ইসমাত তোহা সাহেবের কথাগুলি অনেক ধর্য্য ও মনোযোগ সহকারে শুনলাম। সাথে চ্যানেলটি সাবসক্রাইব করলাম। দোয়া করি। সৃষ্টিকর্তা এই মানুষটিকে সুস্থ রাখুন এবং দীর্ঘ জীবন লাভ করুন। ভদ্রলোককে এক নজর দেখার জন্য, অনেক দিন খোঁজার পর আজকে দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
অনুকরনীয় ব্যক্তিত্ব। আমি মুগ্ধ।
বাবার বয়সী একজন মানুষকে ভাই সম্বোধন করাটা খুবই অপ্রীতিকর লাগল। উনার মত সম্মানিত একজন ব্যক্তিকে স্যার কিংবা আংকেল সম্বোধন করলে মনে হয় না আপনার জাত চলে যেত।
এখন খানকির পুত রিপ্লে দিবে না👍
আলহামদুলিল্লাহ ওনাকে দেখে আমি খুব খুশি হলাম।অনেক প্রোগ্রামে আমি ওনার কণ্ঠ শুনেছি।
অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
অসাধারণ প্রতিভা। আপনি তাঁকে স্টুডিওতে হাজির করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
তোহা ভাইয়ের কোনো তুলনা নেই। মনে পড়ে, সেই ছোটবেলায় ৯টার দিকে রেডিওতে উত্তরণ অনুষ্ঠান হতো, কী মুগ্ধ হয়ে শুনতাম তাঁর কণ্ঠ। প্রিয় এই কণ্ঠ-কিংবদন্তি অনেকদিন বাঁচুক এই প্রার্থনা।
সততা যে মানুষকে উচ্চ শিখরে গৌছে দেয় তার জলন্ত উদাহরণ তোহা ভাই
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️
দীর্ঘ,সুস্থ- সুন্দর হায়াত কামনা করি ।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য
ইসমত সাহেব , আপনর কথা খুবই আনন্দের সাথে শুনলাম এবং খুব ভাল লাগল। আল্লাহ আপনাকে ভাল ও সুস্থ রাখুন। নিউইয়ক থেকে।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য 😍
আল্লাহর দেওয়া খুবই সুন্দর কন্ঠ......
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ❤️