আপনার প্রোগ্রামটা দেখে খুবই ভালো লাগলো আপনি যত সুন্দর বুঝিয়েছেন এরকম আর কেউ ইউটিউবে বোঝাতে পারেনি আমি একজন আমার বয়স ৭৭ বছর। প্রোগ্রাম দেখে খুবই ভালো লাগলো এবং আশা করি এই ইউজ করব
লেবু গাছ থেকে কিভাবে প্রচুর ফুল পাবো আর সেই ফুল থেকে কিভাবে প্রচুর লেবু পাবো তার একটা Complete প্যাকেজ পেলাম আজকের ভিডিওর মাধ্যমে। অসাধারণ লাগলো রাজু দা। শেয়ার করলাম সব্বার সাথে।
সত্যিই ঈশ্বরের এক অসাধারণ সৃষ্টি লেবু গাছ। ভিটামিন C এর এক ভরপুর আধার লেবু। আপনার ভিডিওটি দেখে অনেক অজানা বিষয় পরিষ্কার হয়ে গেল। দারুন লাগলো। অনেক ভুল ভ্রান্তি গুলো বুঝতে পারলাম। 3টি পার্টই অনবদ্য। লেবুগাছের ফুল আনতে আর ফুল গাছে ধরে রাখতে এমন ভিডিও UA-cam নেই। শেয়ার করলাম।
বাহঃ খুব ভালো লাগলো রাজু ভাই। এই সময়ে সকলের গাছেই লেবুর ফুল এসেছে, তাই তারা সবাই উপকৃত হবেন। আমিও ভীষণ উপকার পেলাম। নিজেকে না দেখিয়ে, ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে যে উপস্থাপনা আপনি আজ আমাদের উপহার দিলেন তার জন্য স্যালুট জানাই আপনাকে। চরৈবেতি।
আপনার কথা বলার ধরণ আমার খুব ভালো লাগলো আর কিছু শিখতে ও পারলাম, আমি কলমের গাছ এনেছিলাম একটাও লেবু হয়নি 6বছর পর গাছটি তুলে ফেলেছি খুব কষ্ট ও হয়েছে তার কারণ আমি লেবু খুব ভালোবাসি লেবুকে আমি একটা ঔষধ হিসাবে দেখি
আমার বাড়ির বাগানে কিছু গাছে ফুল আসেনি। কিছু গাছে লেবু ফুল এলেও ঝরে গেছে। লেবুর সব সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে গেলাম। দারুন লাগলো ভিডিওটা। শুভেচ্ছা নিও।
মূল্যবান তথ্য। জানলাম, আমার একটাই অনুরোধ যেসব ঔষধ গুলির নাম জানা- লেন তা কোথায় সহজে পাব তা জানালে চিরকৄতজ্ঞ থাকবো,আমার বয়স প্রায় 76 বৎসর আমি প্রায় 10/15 ধরে চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হয়নি, তাই কুড়িয়ে অনুরোধ একটু দয়াকরে যদি জানান দক্ষিন কলকাতায় ঐ ঔষধ কোথায় পাওয়া য়ায় তবে আমার জীবনের শেষে একটু শান্তি পাব। অন্তত এইটুকু দয়া করুন।
জ্যাঠামশাই আমার প্রণাম নেবেন। ua-cam.com/video/oZRbjfTstOM/v-deo.html এই লিঙ্ক এ ক্লিক করুন। এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে। ফোন করে অর্ডার করতে পারেন।
ভাই খুব সময় উপযোগি ও তথ্য বহুল ভিডিও উপহার পেলাম। এখানে গাছে ফুল বা গুটি ধরার পর কখন গাছের টবে খাবার দিতে হবে বলবেন। আর একটি প্রশ্ন প্লানোফিক্স টা ফুল থেকে ফলে রুপান্তরিত হবার পর দিতে হবে তো? খুব খুব ভালো ও সুস্থ থাকবেন ভাই।
Next : 12 year's old lemon tree .They use normalized all time but that tree has dry .To wrong for them .Please if you say something to watch us Thank you so much .
Wowawooo What a nice presentation about lemon plant! Just excellent.... Your voice is very attractive.... Thanks for uploading that video...... God bless you...
গাছের ক্লোরোসিস রোগ যার প্রভাবে পাতা হলুদ হয়ে যায়, তার প্রতিকার এর জন্য Epsom salt জরুরি। প্রতি দশ দিনে 4 থেকে 5 গ্রাম 1লিটার জলে মিশিয়ে স্প্রে করুন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো ভাবে বোঝানোর জন্য। তবে সখ করে ছাদে দুটো লেবুগাছ আর কয়েকটি অন্য গাছ লাগিয়েছি। দুটো লেবুগাছের জন্য যদি এতগুলো অষুধ কিনতে হয় তাহলে তো লেবুর চেয়ে অষুধের খরচা অনেক বেশি হয়ে যাবে !!
যে ফুলগুলো ঝরে গেছে সেগুলো তো আর ফিরে আসবে না। আগামী flowering period এর জন্য অপেক্ষা করতে হবে। আশাকরি ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করলে আপনার গাছে অবশ্যই প্রচুর বাতাবি লেবু ফলবে। কথা দিলাম।
Dada, 10 yr hoye gelo ekta lebur bijer gach notun boro pote bosalam. Kintu sikor chate pati I karon khub vari hoye geche. Malira faki dey btao koreo ni taka nieche. Tai gachta ki korle lebu asbe. R ekta bijerii komla gach mone hoy otao chete dilam kintu 7/8 yr holo ful djoreni. Apni ki korbo pls bolben.
বীজের যেকোন লেবু গাছ ছাদ বাগানে লাগালে ফল আসতে সময় লাগে নূন্যতম 7 থেকে 8 বছর। সেটা 10 বছরও অনেক সময় লেগে যায়। তার পেছনে পরিচর্যায় যা খরচ হয়, তার থেকে 40 থেকে 60 টাকা দিয়ে নতুন Grafting বা জোড় কলমের গাছ কিনে নেওয়াই শ্রেয়। কারন এই ধরণের গাছে 6 মাসের মধ্যেই প্রচুর ফলন হয় এবং হতেই থাকে। তাই আমার Suggestion আপনার গাছ দুটি কোনো বাড়ির উঠোনে লাগিয়ে দিয়ে ছাদে কলমের গাছ লাগিয়ে নিন।
দাদা আমার কমলা লেবু গাছে তো ফুল না এসে প্রচুর পরিমানে কচি পাতা এসেছে,,, এবং প্রতিদিন কিছু না কিছু কচি পাতা গাছের নিচে ঝরে পড়ছে,,,, এ অবস্থায় কি করনীয় আছে যদি একটু বলে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম,,, MD JUWEL,,,,, FROM,, BANGLADESH
দাদা ভালো থাকবেন।টবে এলাচি লেবু গাছের বয়স ডের বছর। গাছে নতুন পাতা এসেছে। ফুল ওগুটি সব ঝরে গেছে।ফল দুই তিনটার বেশি হয় না। জৈব ভাবে কি দিব কি করব জানাবেন।বাংলাদেশে থাকি।
Dada, video ta khub informative. Khub valo laglo. 2 to question chilo amer. 1. December mase ful pawar jonno ami borsa er por pruning korechi. Eai pruning korar por nitrogen saar dite hobe??? Naki potash - salfer saar dite hobe? Saar dewar por kivabe jol debo gache? 2. pruning korar por ki jol debo na gache?
Prunning করবার আগে নাইট্রোজেন সার দিতে হয়। তাহলে সবুজ পাতা ও ডালে গাছ ভরে ওঠে। প্রূনিং করার পর যতক্ষণ পর্যন্ত না গাছ প্রচুর ডাল ও পাতায় ভরে যায়, ততদিন নাইট্রোজেন সার কমবেশী দিতে হবে। ঠিক ফুল আসবার আগের মুহূর্তে, জল কম দিতে হবে, নাইট্রোজেন সার ব্যবহার কমাতে হবে। ভিডিওটা আরেকবার দেখে নিন plz....
Dada amra sadharon gach kori chade tai kivabe bujhbo j nurseryte valo gach pabo r chinboii ba kicabe manuser kothar jore. Amr to 10 yr holo pray lebu dhorlo.
Dada, ami kivabe lebu r peara r dalim gacher kolom korbo nine pls bolbento amay. Tobe valo hobe ki joldi follow dekhte pabo. Otai khub anondo hobe janen
bhi ami 20th December pati lebu gache brustar2 spray korechi, ekhon dekhchi kichu sada sada kurir moton, ekhono ki water control e rakhbo? ekhon ki kora uchit jodi bolen tobe khub upokrito hobo.
thank you bhai, kotodin pore miraculan debo,amer kache ei muhurte planofix nei.goto bachhor apner video dekhe chaina tagor er poricharja korte subidha hoy,er por theke ami apnar vedio theke information nie thaki, khub upokrito hoy.
ফুল নয় এটা ফল ও সবজি গাছের মুকুল বা ফুল আনতে অনেক বেশি কার্যকর। আপনি 1 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে হার্ডি ফুল গাছ যেমন জবা, বোগেনভ্যালিয়া ইত্যাদি তে দিয়ে দেখতে পারেন।
akta problem hche lau gach e .. patr goray lal pipre asche r ros chuse khache .. jar jnno pata gulo bandho hy thkche .. pata ta khele utche na r growth hcena . ki kora jay aktu blben
Bhai amar lebu gache prachur phul eshechilo ,dukher bishay amar sob phul jhare gelo .Aj tomar ei constructive alochonay anek kichu shikhlam ,tomay ajasra dhanyabad,bhalo theko bhai.
আন্তরিক শুভামনা দাদা
আর লেবু ঝরবে না।
যেভাবে বলেছি ঠিক নিয়ম মেনে সেইভাবে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করুন।
প্রচুর লেবু অবশ্যই পাবেন।
@@sadherchhadbagan thank you so much
1111111111111111111111
@@sadherchhadbagan
@@sadherchhadbagan য
লেবু গাছ নিয়ে ভিডিও করলেন খুব ভালো লাগলো দাদা অনেক কিছু জানতে পারলাম ভাল থাকবেন ধন্যবাদ আপনাকে দাদা 🌿🪴🌿🍈🍋🍋🙏❤️🥰
Welcome উমা দি
আপনিও ভালো থাকবেন।
শুভকামনা রইলো।
আপনার প্রোগ্রামটা দেখে খুবই ভালো লাগলো আপনি যত সুন্দর বুঝিয়েছেন এরকম আর কেউ ইউটিউবে বোঝাতে পারেনি আমি একজন আমার বয়স ৭৭ বছর। প্রোগ্রাম দেখে খুবই ভালো লাগলো এবং আশা করি এই ইউজ করব
কাকবাবু আমার প্রণাম নেবেন। আশীর্বাদ করবেন আগামীতেও যেন এই রকম ভিডিও সবসময় আপনাদের উপহার দিতে পারি।
কাকবাবু আমার প্রণাম নেবেন। আশীর্বাদ করবেন আগামীতেও যেন এই রকম ভিডিও সবসময় আপনাদের উপহার দিতে পারি।
লেবু গাছ থেকে কিভাবে প্রচুর ফুল পাবো আর সেই ফুল থেকে কিভাবে প্রচুর লেবু পাবো তার একটা Complete প্যাকেজ পেলাম আজকের ভিডিওর মাধ্যমে।
অসাধারণ লাগলো রাজু দা।
শেয়ার করলাম সব্বার সাথে।
অবশ্যই শেয়ার করুন।
আপনাদের জন্যই তো আমার এই নিবেদন। আপনাদের ভালো লাগলে তবেই আমি গর্বিত হই। ভিডিও করাটাও সার্থক হয়।
এভাবেই পাশে থাকবেন।
Lank
তেল দিচ্ছেন দাদা।
আপনি খুব ভালো ভাবে বোঝালেন।অনেক কিছু শিখলাম।আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
আন্তরিক শুভকামনা অরবিন্দ দা।
পাশে থাকবেন।
ধন্যবাদ, খুবই তথ্য বহুল ভিডিও।
Welcome...👍👍
Khub shundor training! Akhon vogobaner kripay..
ধন্যবাদ
ঈশ্বরের আশীর্বাদ সব কিছুতেই রয়েছে।
Ashadharan bhai apnar alochana .
সমৃদ্ধ হলাম বন্ধু।
পাশে আছি সবসময়।
সত্যিই ঈশ্বরের এক অসাধারণ সৃষ্টি লেবু গাছ।
ভিটামিন C এর এক ভরপুর আধার লেবু।
আপনার ভিডিওটি দেখে অনেক অজানা বিষয় পরিষ্কার হয়ে গেল।
দারুন লাগলো।
অনেক ভুল ভ্রান্তি গুলো বুঝতে পারলাম।
3টি পার্টই অনবদ্য। লেবুগাছের ফুল আনতে আর ফুল গাছে ধরে রাখতে এমন ভিডিও UA-cam নেই।
শেয়ার করলাম।
খুব সুন্দর ভিডিও।
আন্তরিক ধন্যবাদ
বাহঃ
খুব ভালো লাগলো রাজু ভাই।
এই সময়ে সকলের গাছেই লেবুর ফুল এসেছে, তাই তারা সবাই উপকৃত হবেন।
আমিও ভীষণ উপকার পেলাম।
নিজেকে না দেখিয়ে, ব্যাকগ্রাউন্ড ভয়েস দিয়ে যে উপস্থাপনা আপনি আজ আমাদের উপহার দিলেন তার জন্য স্যালুট জানাই আপনাকে।
চরৈবেতি।
সমৃদ্ধ হলাম আপনার কমেন্টস এ।
খুব ভালো থাকবেন। শুভকামনা নিরন্তর।
দাদা অনেক ভালো থাকবেন। আন্তরিকতার সাথে বুঝানোর জন্য আপনাকে ধন্যবাদ। খুব ভালো লাগলো।👍👍
ওয়েলকাম।
আপনিও ভালো থাকবেন। ভালো রাখবেন গাছ দের।
পাশে আছি সবসময়।
আপনার কথা বলার ধরণ আমার খুব ভালো লাগলো আর কিছু শিখতে ও পারলাম, আমি কলমের গাছ এনেছিলাম একটাও লেবু হয়নি 6বছর পর গাছটি তুলে ফেলেছি খুব কষ্ট ও হয়েছে তার কারণ আমি লেবু খুব ভালোবাসি লেবুকে আমি একটা ঔষধ হিসাবে দেখি
অসাধারণ সুন্দর একটি ইনফরমেশন পেলাম
অনেক ধন্যবাদ ভাই।
Welcome
শুভ বিজয়া
@@sadherchhadbagan gf ff
Khub upokar holo dada
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
Khub bhalo hoyeychey ati chichilam
Thanks
Khub bhalo laglo dada..ami o try korbo
অবশ্যই করবেন দিদি।
দারুন রেজাল্ট।
খুব সুন্দর করে বুঝিয়েছেন । খুবই ভালো হয়েছে । ধন্যবাদ । আপনার অনেক ভিডিও দেখেছি । এত সুন্দর আগের ভিডিও যে আগের সব ভিডিও টেক্কা দেবে ।
আমার বাড়ির বাগানে কিছু গাছে ফুল আসেনি। কিছু গাছে লেবু ফুল এলেও ঝরে গেছে। লেবুর সব সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে গেলাম।
দারুন লাগলো ভিডিওটা।
শুভেচ্ছা নিও।
ভিডিও দেখে পরিচর্যা করুন।
আশাকরি দারুন রেজাল্ট পাবেন, আগামী বছরে
@@sadherchhadbagan p
Khub valo laglo dada
Thank you very much ❤️
কোনো প্রশংসাই যথেষ্ট নয়, এতই প্রাঞ্জল এক উপস্থাপনার জন্য। ধন্যবাদ ভাই।
ওয়েলকাম দাদা
সঙ্গে থাকবেন
ভিডিওটা খুব ভালো লাগল
ধন্যবাদ ভাই
খুব ভালো লাগলো।
ধন্যবাদ দিদি।
দাদা ভাই আপনার ভিডিও আমি সব সময় দেখে শিখি,,ধন্যবাদ,রাজু ভাই
Nice presntation + clarification thank you
You are welcome
Thanks with regards...
Khub upokar holo
Thank you very much...
Atai chaichilam khub bhalo
ধন্যবাদ দিদি
অসাধারণ দাদা,,,❤❤
আমি বাংলাদেশ থেকে বলছি, আপনার ভিডিওগুলো অসাধারণ দাদা, আমি সব সময় আপনার ভিডিওগুলো দেখি ,ধন্যবাদ দাদা ভালো থাকবেন,,❤❤
আমি খুবই অনুপ্রেরণা পেলাম দিদি।
পাশে থাকবেন এভাবেই।
খুব ভাল লাগল
Thank you very much
খুব সুন্দর এবং খুবই উপকারী video. ভালো থাকবেন। নমস্কার নেবেন।
S by by in
পেয়ারা গাছে প্রচুর ফুল ও ফল আসা সম্পর্কে ভিডিওর অনুরুধ।
বেশ
লিখে নিলাম বন্ধু।
খুব শীঘ্রই চেষ্টা করবো।
Moon
অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে। দেখছি
লেবু গাছে ফুলফল আনার জন্য ১৮মিনিট সময়,আর এক কথা বারবার ভাল ব্যবসা পেয়েছেন।
Patilebu gacher kander daga gulo sukiye jachhe,gach ta ke bachanor upay ki?
অনেক অনেক ধন্যবাদ।
ওয়েলকাম দিদি
Thanks from Bangladesh
Most welcome
The classical music as background music is undoubtedly praisable.Thank you
This is the sound of Santoor....
Thanks for your appreciation...
Regards
Beautiful lemon tree
Excellant explain.
Glad you think so!
মূল্যবান তথ্য। জানলাম, আমার একটাই
অনুরোধ যেসব ঔষধ গুলির নাম জানা-
লেন তা কোথায় সহজে পাব তা জানালে
চিরকৄতজ্ঞ থাকবো,আমার বয়স প্রায়
76 বৎসর আমি প্রায় 10/15 ধরে চেষ্টা
করছি কিন্তু কোনো লাভ হয়নি, তাই
কুড়িয়ে অনুরোধ একটু দয়াকরে যদি
জানান দক্ষিন কলকাতায় ঐ ঔষধ
কোথায় পাওয়া য়ায় তবে আমার
জীবনের শেষে একটু শান্তি পাব।
অন্তত এইটুকু দয়া করুন।
জ্যাঠামশাই আমার প্রণাম নেবেন।
ua-cam.com/video/oZRbjfTstOM/v-deo.html এই লিঙ্ক এ ক্লিক করুন।
এই ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে।
ফোন করে অর্ডার করতে পারেন।
অনেক ধন্যবাদ ভাই।
ববিতা দি
ওয়েলকাম
দারুন লাগলো
খুব ভালো বললেন ভাই আমি অনেক কিছু জানতে পারলাম ।
👍Durdanto laglo Dada. Valo thakben. Amar akta request jodi sombhob hoi Lau gacher porichorja niye akta vdo banan.
Anek kichu jante parlam dada . Thank you
ওয়েলকাম
Very good information for me.
Many many thanks for your valuable open ion
Very Good Vedio
Thanks
ভাই খুব সময় উপযোগি ও তথ্য বহুল ভিডিও উপহার পেলাম। এখানে গাছে ফুল বা গুটি ধরার পর কখন গাছের টবে খাবার দিতে হবে বলবেন। আর একটি প্রশ্ন প্লানোফিক্স টা ফুল থেকে ফলে রুপান্তরিত হবার পর দিতে হবে তো? খুব খুব ভালো ও সুস্থ থাকবেন ভাই।
গুঁটি আসবার পর planofix apply করবেন।
1 ফোঁটা 1 লিটার জলে।
কুঁড়ি আসবার পর খাবার ও অনুখাদ্য দিতে হবে।
Dada holud borner lebu ja ai vedeo te dekha jacche ta ki jater? Darun sundar dekte lagche lebu somet puro gach
Thank you to your useful videos .Really we don't know about to care of Limon tree .So very loss in my village-house .There are one big limon
Next : 12 year's old lemon tree .They use normalized all time but that tree has dry .To wrong for them .Please if you say something to watch us Thank you so much .
Kindly send the pictures or video of that lemon plant to my WA number 9874066457 and tell the problem clearly please
Kindly send the pictures or video of that lemon plant to my WA number 9874066457 and tell the problem clearly please
That Lemon tree died for last week .Thanks for your answer .
Wowawooo
What a nice presentation about lemon plant!
Just excellent....
Your voice is very attractive....
Thanks for uploading that video......
God bless you...
Thank you very much, with regards...
Apnar vedio ami always dekhi,... ekta quiry chilo pls reply deben. Flowering periods nov-dec, july-aug,feb-march.... ae mnths gulo te jol deoa komia ki gacher pata puropuri jhoria felbo??.wk e thik kodin jol deoa jbe?
Apsom salt ki debar dorkar? Dorkar hole kokhon? Janale khub valo hobe.Thanks
গাছের ক্লোরোসিস রোগ যার প্রভাবে পাতা হলুদ হয়ে যায়, তার প্রতিকার এর জন্য Epsom salt জরুরি।
প্রতি দশ দিনে 4 থেকে 5 গ্রাম 1লিটার জলে মিশিয়ে স্প্রে করুন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো ভাবে বোঝানোর জন্য। তবে সখ করে ছাদে দুটো লেবুগাছ আর কয়েকটি অন্য গাছ লাগিয়েছি। দুটো লেবুগাছের জন্য যদি এতগুলো অষুধ কিনতে হয় তাহলে তো লেবুর চেয়ে অষুধের খরচা অনেক বেশি হয়ে যাবে !!
Amazing fantastic
Khub sundor video.
Aggromin gold paini, aamaka diyacha sudhu Aggromin. J ta dust. Kivaba dabo ?
আইসক্রিম এর চামচ এর ১ চামচ করে গাছের গোড়ায় দিন। 10 দিনে 1বার করে।
Batabi Lebu or Gondhoraj Lebu gachher khatreo ki same process???
bhai apni uttror than bole thank you, ekhon dekhchi lebu kona hoyeche ,tobe ekta duto pore jachhe, saff spray korbo?
লেবু আসবার পর ঠিক কি দেবেন, পরিস্কার ভাবে ভিডিওতে বলেছি একটু দেখে নিন দিদি।
খুব ভালো হয়।
তাহলে আর লেবু ঝরবে না।
অসাধারন দাদা খুব ভালো লাগলো আপনার আজকের ভিডিও. দাদা আমার একটা বাতাবি লেবু গাছ আছে কিন্তু সব ফুল গুলো ঝড়ে গেছে কি করব ।
যে ফুলগুলো ঝরে গেছে সেগুলো তো আর ফিরে আসবে না।
আগামী flowering period এর জন্য অপেক্ষা করতে হবে।
আশাকরি ভিডিওটি দেখে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করলে আপনার গাছে অবশ্যই প্রচুর বাতাবি লেবু ফলবে।
কথা দিলাম।
ওকে দাদা. ধন্যবাদ
your are best in youtube,. love u bro.
You make me inspaired....
Thank you dada.....
A very good video for new gardeners specifically divided into three parts have made my concept clear. Thanks🙏
Thank you with regards 🙏
Dada Batabi gache ful eseche , last year dui bar ful esechilo, fol 1 ta dhore chilo, ebar apnar tips try korbo thanks
Thank you so much dada
মোস্ট ওয়েলকাম
দারুণ, এই পরিচর্চা কি সব গাছে করা যাবে
যে কোন লেবু গাছ সহ, সাইট্রাস প্রজাতির সকল গাছে একই পরিচর্যা।
দাদা বুষ্টার টু বদলে মিরাকুলান ওআগ্ৰ্যেমিন গোল্ড এর বদলে কম্বিটল দিতে পারব?
Agromin Gold এর পরিবর্তে Combicall
use করা যাবে।
কিন্তু
Boostar II ও মিরাকুলান এক নয়।
দুটো সম্পূর্ন আলাদা কম্পোনেন্ট দিয়ে তৈরি।
Thank you
Welcome
Dada, 10 yr hoye gelo ekta lebur bijer gach notun boro pote bosalam. Kintu sikor chate pati I karon khub vari hoye geche. Malira faki dey btao koreo ni taka nieche. Tai gachta ki korle lebu asbe. R ekta bijerii komla gach mone hoy otao chete dilam kintu 7/8 yr holo ful djoreni. Apni ki korbo pls bolben.
বীজের যেকোন লেবু গাছ ছাদ বাগানে লাগালে ফল আসতে সময় লাগে নূন্যতম 7 থেকে 8 বছর। সেটা 10 বছরও অনেক সময় লেগে যায়। তার পেছনে পরিচর্যায় যা খরচ হয়, তার থেকে 40 থেকে 60 টাকা দিয়ে নতুন Grafting বা জোড় কলমের গাছ কিনে নেওয়াই শ্রেয়।
কারন এই ধরণের গাছে 6 মাসের মধ্যেই প্রচুর ফলন হয় এবং হতেই থাকে।
তাই আমার Suggestion আপনার গাছ দুটি কোনো বাড়ির উঠোনে লাগিয়ে দিয়ে ছাদে কলমের গাছ লাগিয়ে নিন।
Exclusive.... Hats off
Thank you dada...
Stay in tuned...
দাদা আমার কমলা লেবু গাছে তো ফুল না এসে
প্রচুর পরিমানে কচি পাতা এসেছে,,,
এবং প্রতিদিন কিছু না কিছু কচি পাতা
গাছের নিচে ঝরে পড়ছে,,,, এ অবস্থায়
কি করনীয় আছে যদি একটু বলে দিতেন
তাহলে অনেক উপকৃত হতাম,,,
MD JUWEL,,,,, FROM,, BANGLADESH
কচি পাতা ঝরে যাওয়া টা কাঙ্ক্ষিত নয়।
অবিলম্বে গাছে ম্যানসার fungicide স্প্রে করুন 2 গ্রাম 1 লিটার জলে গুলে সপ্তাহে একবার ।
গাছের গোঁড়ায় কম জল দিন।
মাটি খুশে দিয়ে আলগা করুন।
দাদা ভালো থাকবেন।টবে এলাচি লেবু গাছের বয়স ডের বছর। গাছে নতুন পাতা এসেছে। ফুল ওগুটি সব ঝরে গেছে।ফল দুই তিনটার বেশি হয় না। জৈব ভাবে কি দিব কি করব জানাবেন।বাংলাদেশে থাকি।
ua-cam.com/video/IkxEqyFtGDI/v-deo.html
এই ভিডিওটি দেখুন।
Great 🙏 big brother
Thank you
@@sadherchhadbagan dada amar bari puruliya te ami kichu aam gach lagiyeche kichu gache Rog lagche jodi apnar ws no ta diten tahole khub upokrito hotam
ধন্যবাদ দাদা, আপনার দেওয়া Tips Follow করে আমার লেবু গাছে অনেক ফুল ধরেছে এবং লুবও হচ্ছে, লেবু ধরার পর কি কি সার প্রয়োগ করতে হবে ? জানালে উপকার হয় ।
এই ভিডিওতে বলেছি।
প্লিজ একটু দেখে নিন।
পুরোটাই clear হয়ে যাবে।
saff spray korar kotdin pore Agromin gold spray korbo?
4 দিন।
তার মাঝে জল স্প্রে করে পাতায় লেগে থাকা সাফ পাউডার অবশ্যই ধুয়ে দিতে হবে।
জয়গুরু দাদা... গাছে লেবু এসেছে... কিন্তু লেবু গুলো বড় হচ্ছে না আর surface ও rough.... কি করবো একটু বলে দিলে খুব ভালো হতো
জয়গুরু 🙏🏻
একটু maicroniutrant দিন
ভিডিওতে যেভাবে বলেছি, ঠিক সেভাবেই পরিচর্যা করুন।
জয়গুরু বন্দে পুরুষোত্তমম
Very very thanks for your coment
Most welcome Dada
Dada
Ekhon to gache fol ache, akhon ki gache kom jol ba pesticide dite parbo?
darun dada. Amar matite bosano lebu gache last year bumper fol hoy. Kintu ebochore same wayte ful elo na. booster ll diye 3 ta ful elo. Ki kori
Booster II স্প্রে করে দেখতে পারেন। ফুল চলে আসতে পারে এখনও।
@@sadherchhadbagan LP
Dada, video ta khub informative. Khub valo laglo.
2 to question chilo amer.
1. December mase ful pawar jonno ami borsa er por pruning korechi. Eai pruning korar por nitrogen saar dite hobe???
Naki potash - salfer saar dite hobe?
Saar dewar por kivabe jol debo gache?
2. pruning korar por ki jol debo na gache?
Prunning করবার আগে নাইট্রোজেন সার দিতে হয়।
তাহলে সবুজ পাতা ও ডালে গাছ ভরে ওঠে।
প্রূনিং করার পর যতক্ষণ পর্যন্ত না গাছ প্রচুর ডাল ও পাতায় ভরে যায়, ততদিন নাইট্রোজেন সার কমবেশী দিতে হবে। ঠিক ফুল আসবার আগের মুহূর্তে, জল কম দিতে হবে, নাইট্রোজেন সার ব্যবহার কমাতে হবে। ভিডিওটা আরেকবার দেখে নিন plz....
@@sadherchhadbagan ki kore bhujbo je gache ever ful asbe?
পেয়ারা গাছের এই রকম একটা ভিডিও চাই
আচ্ছা অবশ্যই চেষ্টা করবো।
Dada amra sadharon gach kori chade tai kivabe bujhbo j nurseryte valo gach pabo r chinboii ba kicabe manuser kothar jore. Amr to 10 yr holo pray lebu dhorlo.
Grafting এর গাছ দেখলেই চেনা যায়।
নীচে জোড় কলম এর চিন্হ থাকে।
দেখবেন দুটো ডাল জোড়া আছে।
Dada, ami kivabe lebu r peara r dalim gacher kolom korbo nine pls bolbento amay. Tobe valo hobe ki joldi follow dekhte pabo. Otai khub anondo hobe janen
lebu gachhe phul asa suru hochhe abar lebu dhore achhe, brustar2 ki apply kora jabe?
হ্যাঁ যাবে।
এখনি দিন।
যেভাবে ভিডিওতে বলেছি।
thank you bhai.
Amar nij hate kolom kora3 bochorer. gach tir koun bridhee ney. Ki korbo pormorsho plz
Very informative & lucid. But little slow...
Thanks....
I wl try my best to improve it for next video...
bhi ami 20th December pati lebu gache brustar2 spray korechi, ekhon dekhchi kichu sada sada kurir moton, ekhono ki water control e rakhbo? ekhon ki kora uchit jodi bolen tobe khub upokrito hobo.
হ্যাঁ
আরেকটু কন্ট্রোল করুণ।
প্রচুর কুঁড়ি আসবে এখনও।
তারপর গাছের গোড়া ময়েশ্চার রাখবেন। নইলে সব ফুল ঝরে যাবে।
thank you bhai, kotodin pore miraculan debo,amer kache ei muhurte planofix nei.goto bachhor apner video dekhe chaina tagor er poricharja korte subidha hoy,er por theke ami apnar vedio theke information nie thaki, khub upokrito hoy.
thanks
দাদা আপনারা তো শুধু ছাদ বাগানের কথাই বলেন আমি দুই একর জমিতে লেবুর বাগান করেছি বাগান চাষীদের পরামর্শ দিবেন ❤
একই পরিচর্যা।
মাটিতে জৈব সার ব্যবহার করুন।
দাদা আমার লেবুগাছে প্রচুর লেবু হয়েছে-- কিন্তু বড়ো হচ্ছে না-- ছোট থেকে একটু বড় হয়ে থেমে থাকছে-- কি করলে উপকৃত হব ।
সঠিক অনুখাদ্যের অভাব।
ভিডিওটি আরেকবার দেখুন।
অবশ্যই সমাধান পেয়ে যাবেন।
Dada ful na jhorar jonno organic kono upay bolun,..pls, chad bagan e kono chemical spry krte chaichi naa.
ei somoy lebu gachhe neem khol use kora jabe ki ?
মাটিতে কেচো বা পোকা হলে ব্যবহার করতে পারেন।
ভাই আমার লেবুগাছে প্রচুর ফুল আসছে।এখন বড়বড় কাল পিপড়া ধরেছে এখন কি দিব।
Hamla Pesticide বা Cypermethrin গ্রুপের যেকোন Pesticide 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করুন সপ্তাহে একবার করে।
সব পিঁপড়া মারা যাবে।
Kokophite ghach bosano jabe?
লেবুগাছ এর মাটির সাথে খানিকটা কোকোপিট মেশাতে পারেন।
কিন্তূ শুধুমাত্র কোকোপিট এ লেবুগছ গাছ বসালে, সেটা ভালো হবে না।
দাদা বছরের কুন সময় লেবু গাছের ছাটাই করতে হয়।
ua-cam.com/video/mRcBjgsipYo/v-deo.html
এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন।
সুন্দর করে বলেছি, লেবু গাছ কখন কাটবেন, কেনো কাটবেন।
Notun gach kena laganur por ja lebu chelo sa gulo barca na.plesse janaben.
দেখুন ভিডিওর 3rd পার্ট এ বলেছি, ফুল থেকে লেবু হবার পর কি করতে হবে।
Booster 2 je kono fol gache deoa jabe bhai full asara jonne
ফুল নয়
এটা ফল ও সবজি গাছের মুকুল বা ফুল আনতে অনেক বেশি কার্যকর।
আপনি 1 ফোঁটা 1 লিটার জলে মিশিয়ে হার্ডি ফুল গাছ যেমন জবা, বোগেনভ্যালিয়া ইত্যাদি তে দিয়ে দেখতে পারেন।
দারুন🥰🥰🥰
Upodesgulu khub bhalo lagacha,Dharnobad,
ফুল আসার পর miraculan use করা যাবে কি
না
Ami termaric use kore Pari?
ফাংগাস ,ব্যাকটেরিয়া,ও পোকার দমনের জন্য কোন সময়ে অসুধ দেব আর কতবার দেব একটু জানিও রাজু ভাই , ভিডিওটি আমার খুব উপকারে লাগবে
এটা দেখুন
অনেক idea পাবেন
ua-cam.com/video/I-MhsoHQiVI/v-deo.html
akta problem hche lau gach e .. patr goray lal pipre asche r ros chuse khache .. jar jnno pata gulo bandho hy thkche .. pata ta khele utche na r growth hcena . ki kora jay aktu blben
পাতায় পোকার লার্ভা আছে।
যেটা খেতে পিপঁড়ে ভীড় করছে।
Kingdoxa Pesticide 1ml 1লিটার জলে গুলে স্প্রে করুন সপ্তাহে একবার করে সন্ধ্যা বেলায়।
@@sadherchhadbagan thank you dada solution er jnno ...
:)
Very nice video 👍