ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে সার প্রয়োগ করা হচ্ছে। কাটিং সংগ্রহ করুন।

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2024
  • ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে সার প্রয়োগ করা হচ্ছে। কাটিং সংগ্রহ করুন।
    ।আমাদের দেশে ক্ষুদ্র খামারি ও বড় খামারি যারাই আছেন। আপনারা খামার প্রতিষ্ঠার অন্তত ৬ মাস পূর্বে ঘাস চাষ করুন তারপর খামার প্রতিষ্ঠা করুন। আমরা সকলেই জানি খামার করার আগে ঘাস চাষ করতে হয়। কিন্তু আমরা ঘাস চাষ না করে খামার প্রতিষ্ঠান করে থাকি সম্পূর্ণ দানাদার খাবারের উপর নির্ভরশীল হয়ে।দানাদার খাবারের ওপর নির্ভরশীল হয়ে যদি খামার করে থাকি তাহলে খামার করে লাভের তুলনায় অনেকটা লস গন্তে হয়।
    বন্ধুরা আমরা সকলেই জানি গরু-ছাগলের প্রধান খাবার হচ্ছে কাঁচা ঘাস। কাঁচা ঘাসে গরু ছাগলের মোটাতাজা করন ও দুধ বৃদ্ধিতে অনেক ভূমিকা রাখে।খামার করে লাভবান হতে চাইলে বেশি বেশি করে উন্নত জাতের উন্নত মানের হাই প্রোটিন ও ভিটামিন ক্যালসিয়াম যুক্ত ঘাস চাষ করুন ইনশাল্লাহ সফলতা পাবেন।
    ঘাসের জমি কিভাবে প্রস্তুত করবেন সে সম্পর্কে কিছু তথ্য দেয়া হলো :উচু জমি এবং নিম্ন ভূমি জমিতে ঘাস চাষ করার সঠিক নিয়ম।
    উচু জমির জন্য:প্রথমে ভালো করে জমিটাকে পরিষ্কার করে নিবেন তারপর চাষ দিয়ে নিবেন। ট্রাক্টর দিয়ে চাষ দেওয়ার পরে খেয়াল রাখতে হবে যে ঘাসের জমিটা সম্পূর্ণ শুকিয়ে না যায়। দুই এক দিন পর ঐ জমিটাতে শতাংশ প্রতি ৫০০ গ্রাম গোবর সার ৫০০ গ্রাম ড্যেপ সার প্রয়োগ করে নিবেন। ভালো করে জমিটাকে চাষ দিয়ে মাটিগুলা জুড়জুড়া করে নিবেন। তারপর মই দিয়ে মাটি গুলোকে মিশিয়ে দিবেন। অবশেষে চারা রোপনের জন্য ২ ফিট দূরে দূরে সাড়ি তৈরি করবেন। ১.৫ ফিট দূরে দূরে চারা রোপন করবেন।
    নিম্ন বমি জমিতে ঘাস চাষ :ঘাসের জমিটাতে ভালো করে চাষ দিয়ে নিবেন। তারপর ভালো করে জমিতে পানি দিয়ে সেচ দিবেন। সেচ দিয়ে জমিটাকে তলিয়ে দিবেন। পানি দেওয়ার পরে ট্রাকটর দিয়ে চাষ দিবেন যাতে মাটিগুলা কাদা হয় যায়। এরপর লাইন বাই লাইন চারা রোপন করবেন
    #গরু-ছাগলের_ঘাস
    #জারা_ঘাস
    #নেপিয়ার_ঘাস
    #ইন্দোনেশিয়ান_স্মার্ট_নেপিয়ার_ঘাস
    #বাংলার_কৃষি
    #অজানা_হাইব্রিড_ঘাস
    #indonesian_smart_nepiyer_grass
    #nepiyer_grass

КОМЕНТАРІ •