২৫০০ সালে গানটি যারা শুনবেন তাদের উদ্দেশ্যে বলি,তোমরা বাংলার এই গান গুলোকে কোন দিন অমুল্যায়ন করবে না কারণ এই গান গুলো আমাদের রক্ত মাংসের সাথে মিশে ছিলো
এই গানের নায়ক, গায়ক, সুরকার-গীতিকার কেউই এখন বেঁচে নেই। "এই না ভুবন ছাড়তে হবে দুই দিন আগে পরে..." পুরো গানটাই অনেক সুন্দর। তখনকার দিনে গানের অনেক মানে ছিলো। শুনেও শান্তি লাগতো। ❤
আপনারা যদি মুসলমান হন,তাহলে এই গান নিয়ে মরার চিন্তা না করে,ইমান সর্ত কাজ, ও নামাজ হজ্জ যাকাত এগুলো নিয়ে পরপারে যাওয়ায় জন্য আল্লাহর কাছে সাহায্য চান।প্রত্যেক মানুষের আসল জীবন পরপারে।
এই ছবির শুটিংয়ের সময় আমি উপস্থিত ছিলাম এটা মানিকগন্জের কৈট্টা নামক জায়গায় হয়েছিলো ।এই ছবিতে জাফর ইকবাল সাহেবের কৈট্টা যাত্রা ষ্টেজের “এই আছি এই নাই “ গানের মধ্যে আমার ছবি ও আছে সেসময় আমি দশম শ্রেণীর ছাএ ছিলাম। আজ প্রায় তিনযুগ ধরে স্বপরিবারে ইউরোপ প্রবাসী। এ,গাফ্ফার ডেপটফোর্ড ব্রডওয়ে লন্ডন ইউ কে ১০/০৯/২৪ইংরেজী রাত ঃ- ০১ঃ২৮ মিনিট
কি পরিমাণ সৃষ্টিশীল হলে এরকম গান তৈরি করা যায় ও দরকভরা কন্ঠে গাওয়া যায়❤ এই গানগুলো হয়তো দিনকে দিনকে শোনার মানুষ কমবে। তবে এই মাস্টারপিস গানগুলো শোনার সময় চোখের কোনে পানি জমবেই ।
গত এক সপ্তাহ ধরে এই গান শুনছিলাম। কখনো বা জোরে ঘর ফাটিয়ে। আজ শুনলাম এই গানের গায়ক আর নেই তখন থেকেই মনটা কেমন জানি করছে। ছোটো বেলায় একবার ভাগ্যক্রমে উনার সাথে হাত মেলাবার সুযোগও হয়েছিলো আমার। ভালো থাকবেন ওপারে। ❤
যতদিন বাংলাদেশ নামে এই ব দ্বীপ এর অস্তিত্ব থাকবে ততদিন এই গান গুলো পুরনো হবে না😥 ২০০৮ এ প্রথম শুনছিলাম আবার ২০২২ এ শুনলাম (মাঝখানেও শুনেছি! গান গুলো কোনদিন পুরনো হওয়ার নই😥😊)
আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছিল আবেগি কথা ও সুর এবং এন্ড্রু কিশোরের ভরাট কন্ঠের কি যে সংমিশ্রণ। এমন গান হাজার বছরে একবারই হয়। দুজনই আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন।
অনেক কষ্ট করে না খেয়ে জমানো ১১ টাকা দিয়ে বন্ধুর কাছ থেকে ব্লুটুথ দিয়ে গানটি নিয়েছিলাম,, এতো দিওয়ানা ছিলাম এই গানটির জন্য এখনো আছি সারাজীবন ই থাকবো,,, ২০৫০ সালে যারা শুনবেন তারা মনে রেখো এই গানগুলো আমাদের রক্তের সাথে মিশে আছে
Ahmed Imtiaz sir, how come you produce these lines.. Andrew Kishore sir's tone is unmatched with any other. May Almighty gives us more legends like you both.
@@sefanuelhemrom2772 কন্ঠ শুনলেই বুঝা যায়, গানের শিল্পী কে,,, কিন্তু কয়জনে বুঝে গীতিকার আর সুরকার খায়না মাথায় দেয়,,,, গানটাযে এন্ড্রু কিশোর গেয়েছে এটা সবাই অনুমান করতে পেরেছে,,,, এখানে রিপ্লে দেয়ার কোনো কারন দেখি না,,,,,যে সুরকার ও গীতিকারের নাম জানে,সে কন্ঠ শিল্পীরো নাম জানে 😷😷
এই গানটা কোথায় হারিয়ে গিয়েছিল জানিনা। আজ আমার বয়স 56+হলো সেই ছোট্ট বেলায় গানটা শুনে ছিলাম। সারাজীবন সেরা গান। অসংখ্য ধন্যবাদ যেমনি গানের কথা তেমনি গায়কের ভয়েস। সব থেকে বড়ো কথা কত বাচ্চা ছেলেমেয়েরা এই গানটা লাইক, কমেন্ট করেছে এটা যেন গানটাকে অন্যমাত্রা দিয়েছে।
আমার মতে এই গানটি সর্বকালের সেরা ভালোবাসার গান।সেই ছোট বেলা থেকে শুনছি, আজও সেই প্রথম ভালোলাগাই আছে। ২০২২সালে এই কথা বলছি যে, যারা বাংলাকে ভালো বাসে বাংলা গান কে ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগবে।পরবর্তী প্রজন্মের কাছে আমাদের অহংকার রেখে গেলাম।পারলে এ রকম একটি গান তোমার বানাও,,,,,,,
আমার সারা দেহ কন্ঠঃ এন্ড্রু কিশোর সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল মুভিঃ নয়নের আলো .................................... আমার সারা দেহ খেয়ো গো মাটি এই চোখ দুটো মাটি খেয়ো না আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে না গো মিটবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না ওরে… ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে যেন না পারে সে যেতে আমায় কোনদিনও ছেড়ে আমি এই জগতে তারে ছাড়া থাকবো নারে থাকবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না ওরে… এই না ভুবন ছাড়তে হবে দুইদিন আগে পরে বিধি, একই সঙ্গে রেখো মোদের একই মাটির ঘরে আমি এই না ঘরে থাকতে একা পারবো নারে পারবো না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মন ভরবে না
@@subhadipgoswami7134 ধন্যবাদ তথ্যটি দেওয়ার জন্য আমার জানা ছিল না গানটি শুনলাম ভালো লাগলো আমি জানতাম ছবিতে ফিমেল বয়েজ ছিল সামিনা চৌধুরী কারণ সংগীত পরিচালক এক সাক্ষাৎকারে বলেছিলেন এই ছবির বাজেট খুব কম ছিল তাই সাবিনা 12 না কাউকে দিয়ে গান করানো সম্ভব ছিল না তাই বিকল্প হিসেবে সামিনাকে দিয়ে গান করিয়েছেন ধন্যবাদ
কি প্রান কাড়া সুর,কি আবেগ,কি অনুভুতি,হ্রদয়ের কি ব্যাকুলতা এক অপুর্ব সৃস্টি শৈলিতা,জীবন্ত প্রেম লেখকের অনবদ্য কল্পনা।ধন্যবাদ শ্রদ্ধেয় গীতিকার সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শিল্পী এন্ড্রু কিশোরকে। ২৪ মে ২০২৩
জুগের স্রোতে সবাই গা ভাসাই না,কেও তো আছে আমার মতো এমন হৃদয়স্পর্শী গান আর কথায় আবেগি হয়ে পরে... 😔 আল্লাহ আপনাকে জান্নাত নাসিব করুক প্রিয় জাফর ইকবাল স্যার 🤲🏻❤️🌸
হাজার হাজার বছর ধরে এই গান মানুষের হৃদয় জয় করে নিবে। ৯০ দশকের সোনালী যুগের গান💜 শিল্পী ঃএন্ড্রু কিশোর স্যার এবং গীতিকার ঃআহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার যুগ যুগ ধরে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে এই গানের মধ্য দিয়ে।
গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল । এবং কন্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর । এটা আহমেদ ইমতিয়াজ বুলবুলের ই সৃষ্টি । সত্যিই অসাধারন গান। ২ জন ই আমাদের লিজেন্ড । ❤️❤️❤️
সুরকার গীতিকার যেই হোক কন্ঠ যদি ঠিক না থাকে কোনো কৃতিত্ব নেই!একটি গান হিট কন্ঠ শিল্পীর দ্বারা!যদিও এর পেছনে সুরকার ও গীতিকারের অবদান অস্বীকার করা যায়না..!!!
very much nostalgic. song ta shunle buk a tan lage. teen age a ai song gulo shuntam, movie gulo dekhtam. every Friday te 2:50 to 3:00 pm a shob kaj shesh kore btv r shamne boshe jetam. aha re, shonali din gulo r roilo na. akhon shudhu ee sriti niye song gulo shuni.
হয়তো এই গান জনম জনম থাকবে। গানের শিল্পী, হিরো আমাদের মাঝে আর নেই। একদিন আমরাও থাকব না। মৃত্যুকে স্মরণ করি সৃষ্টিকর্তার সকল আদেশ মেনে চলি। পাঁচ অক্ত নামাজ পড়ি।
এন্ড্রো কিশোর এর গলায় জাদু আছে। আমার প্রিয় শিল্পী তিনি। এই গানগুলো আগের স্মৃতি গুলো মনে করিয়ে দেয় ৯০/৯১সালের কথা। তখন আমি ৭বছরের ছিলাম কিন্তু এই গানগুলো শুনতাম।
২৫০০ সালে গানটি যারা শুনবেন তাদের উদ্দেশ্যে বলি,তোমরা বাংলার এই গান গুলোকে কোন দিন অমুল্যায়ন করবে না কারণ এই গান গুলো আমাদের রক্ত মাংসের সাথে মিশে ছিলো
অনেক সুন্দর বলেছেন
Yes onik valo ff khelen
রাইট
আমরা সেদিন পরকালে থাকব এটাই নিয়ম কিন্তু এই কমেন্ট যদি তখন কেউ পরেন তবে এই বাংলা গানগুলোকে কেউ অমুল্ল্যায়ন করবেন না🙏🙏🙏
এই গানগুলোর সাথে আমাদের আবেগ আমাদের প্রেম আমাদের ভালোবাসা অতীত জীবনের স্মৃতি মিশে আছে,, তোমরা যত্ম করে রেখো বন্ধুরা
এই গানের নায়ক, গায়ক, সুরকার-গীতিকার কেউই এখন বেঁচে নেই।
"এই না ভুবন ছাড়তে হবে দুই দিন আগে পরে..." পুরো গানটাই অনেক সুন্দর। তখনকার দিনে গানের অনেক মানে ছিলো। শুনেও শান্তি লাগতো। ❤
ঠিক বলেছেন, কেউ আর বেঁচে নেই 😭
আমরাও হয়তো মারা যাবো, তবে কমেন্ট গুলো রয়ে যাবে সারাজীবন
আপনারা যদি মুসলমান হন,তাহলে এই গান নিয়ে মরার চিন্তা না করে,ইমান সর্ত কাজ, ও নামাজ হজ্জ যাকাত এগুলো নিয়ে পরপারে যাওয়ায় জন্য আল্লাহর কাছে সাহায্য চান।প্রত্যেক মানুষের আসল জীবন পরপারে।
Mon vore jay ganta sunle
আমি মরে গেলেও তারে দেখার সাধ মিটবে না
এন্ড্রু কিশোর স্যার নেই, কিন্তু তার গানগুলো যতোদিন বাংলাদেশ থাকবে ততোদিন অমর হয়ে থাকবে
মনে হয় আর কিছুদিন পর আমরা পরাধীন হয়ে যাব মানে ভারতের অংগরাজ্য
যারা এই ২০২৪ এ এসেও এই গানগুলো শুনতে এসেছেন, তাদের রুচির প্রতি সন্মান জানিয়ে গেলাম ❤️💝
এই ছবির শুটিংয়ের সময় আমি উপস্থিত ছিলাম এটা মানিকগন্জের কৈট্টা নামক জায়গায় হয়েছিলো ।এই ছবিতে জাফর ইকবাল সাহেবের কৈট্টা যাত্রা ষ্টেজের “এই আছি এই নাই “ গানের মধ্যে আমার ছবি ও আছে সেসময় আমি দশম শ্রেণীর ছাএ ছিলাম। আজ প্রায় তিনযুগ ধরে স্বপরিবারে ইউরোপ প্রবাসী।
এ,গাফ্ফার
ডেপটফোর্ড ব্রডওয়ে
লন্ডন
ইউ কে
১০/০৯/২৪ইংরেজী
রাত ঃ- ০১ঃ২৮ মিনিট
ভাই এক জায়গায় দেখে আসলাম
❤
❤❤❤❤
কি পরিমাণ সৃষ্টিশীল হলে এরকম গান তৈরি করা যায় ও দরকভরা কন্ঠে গাওয়া যায়❤ এই গানগুলো হয়তো দিনকে দিনকে শোনার মানুষ কমবে। তবে এই মাস্টারপিস গানগুলো শোনার সময় চোখের কোনে পানি জমবেই
।
হারিয়ে গেছে লেজেন্ড 😭😭😭😭
আমি কলকাতার মানুষ হয়েও স্যারের প্রায় সব গান শুনতাম।😭😭😭 আই লাভ ইউ স্যার
Thanks bro
😭😭
😭😭😭
হয়তোবা আমাদের বসবাসের জায়গাটা ভিন্ন কিন্তু আমাদের আত্মিক সম্পর্ক তো একই। তাই এইসব গান সবাইকেই আকৃষ্ট করে।
Ganta sunle gayer lom dariye jay
কতটা আবেগপ্রবন ও ভালবাসা সিক্ত হলে এত ভাল লাইন লিখা যায়,ভাবতেই অবাক লাগে
Khub valo
Right
অসাধারণ অসাধারণ আমার এক সময়ের ফেবারিট গান এখন ও আছে
আমার কাছে মনে হয় আহমেদ ইমতিয়াজ বুলবুল ছিলেন বাংলা সংগীতের সব থেকে আবেগ প্রবন এবং সত মানুষ।
আহমেদ ইমতিয়াজ বুলবুল সেই কথার জাদুকর, সুরের জাদুকর। তিনি আজ আমাদের মাঝে নেই।
আমি যখন খুব ছোট্টো তখন ভাবতাম, বাংলাদেশের জাতীয় ফল যেমন কাঠাল,ফুল শাপলা তন্মধ্যে জাতীয় শিল্পী/গায়ক এন্ড্রু কিশোর।
হ্যাটস অফ #এ্যান্ড্রুজাফরবুলবুল
আমার কথা কইছেন।
আমারও মনে হত!
বাংলাদেশের জাতীয় শিল্পী সাবিনা ইয়াসমিন
আহমেদ ইমতিয়াজ বুলবুল❤️🩹🖤💯
@@mohammadaymanzaarid4273 উনি জাতীয় গীতিকার
শুধু এই গানটি ই নয়। গানটির, দৃশ্য, সময়কাল ও বলে দেয় কতোটা পরিচ্ছন্ন ছিল সেই মূহুর্ত গুলো...
কত দরদ দিয়ে গাওয়া গান 🥺❤️ গানটা যতবার শুনি চোখে জল আসে 🙏🙏🙏🙏
সত্যিকারের গান এমন ই হয়। ❤️
রেডিও +অলিমপিক ব্যাটারি=৯০ এর দশকের অসাধারণ দুপুর
কত আবেগ কত স্মৃতি
আরও ছিল সানলাইট, হক, পোলার, চান্দা...
অসাধারণ
এখন সব কিছু স্মৃতিময়
আ হা! কি স্মৃতি মনে করিয়ে দিলেন।
এই গানটা শুনলে মনটা একদম শিথিল হয়ে যায়। গানের অর্থ গুলো কতটা সুন্দর। চোখ বুজে গানটা শুনলে কয়েক মিনিটের জন্য মনটা কোথায় যেন হারিয়ে যাই।
old is gold
2019 সালে এসেও এই গান শুনছি
2021 ও শুনছি
২০২২ থেকে বলছি
2024❤
আমি শুনছি ২০২৪
৪০বসর হয়ে গেল, এমন জীবন্ত কথার সাদ নিয়েছে আমার বাবা,ভাতিজা, কোটি কোটি মানুষ গায়ক ও নায়ক, একদিন আমাকে হতে হবে একই পথের পথিক বড়ই কষ্টের গান,
So sad,
আহ্ কি দারুণ ছিলো আমাদের সেই সোনালী শৈশব। 😢😢
****সত্যি এন্ড্রু কিশোর দা অভাব কখোনো পুরন হবেনা । কিংবদন্তির জন্ম একবারই হয়।****
একদিন ওনার সারা দেহ মাটি খেয়ে গেলেও এই গানের মধ্য দিয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন আমাদের হ্রদয়ে। RIP Legend. 😥😥😥
ঠিক বলেছেন 😭😭
এন্ড্রু কিশোরের,সার্থক লিপ দিলেন,জাফর ইকবাল।খুব ভালো লাগলো।অভিনয় ও গান
From India, Nirmal sen
আজকে শুনে গেলাম, আবার যেদিন কেউ লাইক দিবে সেদিন শুনতে আসবো
১১/০১/২০২৪
Chole ashun abar shunte
২০২৩ সালেকার এই গানটি শোনার জন্য এসেছেন তারা লাইক দিয়ে যাবেন।
তাহলে আবার ওই গানটি শোনার সৌভাগ্য হবে।
হাজার বছর পর ওই গানটি কখনো পূরণ হবে না
ভাইয়া ২০২৪ সালে
❤
এই গানটি সর্বকালের সেরা দশটি বাংলা গানের মধ্যে অন্যতম।কার কথা বলবো? জাফর ইকবাল? এন্ড্রু কিশোর? নাকি আহমেদ ইমতিয়াজ বুলবুল?দ্বিধায় পড়ে যাই সব সময়।
All the best...jafor vh.bulbul vh. Kisor vh...3 legend... proud our country.....🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
ইমতিয়াজ বুলবুল
অবশ্য-ই অাহমেদ ইমতিয়াজ বুলবুলের নামটা
আগে আসবে,কারণ এই গানের গীতিকার ও সুরকার ওনি,মানে এই গানের সৃষ্টিকারী।
আহমেদ ইমতিয়াজ বুলবুল কারন উনি এরকম অনেক গান সৃষ্টি করেছেন এবং অনেক শিল্পী তৈরি করেছেন।
no competatior this song
গত এক সপ্তাহ ধরে এই গান শুনছিলাম। কখনো বা জোরে ঘর ফাটিয়ে। আজ শুনলাম এই গানের গায়ক আর নেই তখন থেকেই মনটা কেমন জানি করছে।
ছোটো বেলায় একবার ভাগ্যক্রমে উনার সাথে হাত মেলাবার সুযোগও হয়েছিলো আমার। ভালো থাকবেন ওপারে। ❤
Onek lucky akjon manush apni
চির অমর হয়ে থাকবে গানটি। ২০৭০ সালে গানটি শুনবো আর নাতি নাতনি দের কাছে বলবো এন্ডু কিশোর নামে একজন লিজেন্ড শিল্পী ছিল বাংলাদেশে।❤️❤️
2070 sal porjonto ki amra bacbo
এই গানটি বার বার শুনতে ইচ্ছা করে, আমার। আমার দুই চোখের জল চলে আসে এই গানটি শুনে। ২/২/২০১৫ ইং ২/৬/২১ @ ১৮/৩/২৩ ইং কমেন্টে করে গেলাম।
যতদিন বাংলাদেশ নামে এই ব দ্বীপ এর অস্তিত্ব থাকবে ততদিন এই গান গুলো পুরনো হবে না😥 ২০০৮ এ প্রথম শুনছিলাম আবার ২০২২ এ শুনলাম (মাঝখানেও শুনেছি! গান গুলো কোনদিন পুরনো হওয়ার নই😥😊)
এ যেনো গান নয়, মনে হয় শৈশবের স্মৃতি ঘেরা, জীবন্ত এক ইতিহাস,
Ji vhaijan
কি অর্থ...! কি সুর...!
যুগের পর যুগ আসবে, যাবে কিন্তু এসব গান রয়ে যাবে মানুষের অন্তরে অন্তরে।।
গীতিকার,সুরকার,কন্ঠ শিল্পী,অভিনেতা কেউই আজ বেচে নে।।।। হায়রে দুনিয়া
কালজয়ী গানগুলো বাংলার অমর সৃষ্টি। একেকটা গান যেন একেকটা মহাকাব্য ❤❤
বর্তমান যুগের হাজার গানের সমান এই একটি গান তার থেকেও বেশি হবে আর যে একবার শুনবে গানটা আশা করি তার পছন্দ হবে ১০০ পার্সেন্ট
আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছিল আবেগি কথা ও সুর এবং এন্ড্রু কিশোরের ভরাট কন্ঠের কি যে সংমিশ্রণ। এমন গান হাজার বছরে একবারই হয়। দুজনই আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন।
মা নেই আজ তিন মাস, এই গানটা শোনার পর কলিজাটা ফেটে যায়, দুই নয়নের পানি ধরে রাখতে পারি না।
২০২০ সাল এ শুনলাম। সত্যি আগের মত কেন এমন গান শিল্পীরা এখন তুলে ধরেনাহ।আগের শিল্পী বেস্ট ছিল
অনেক কষ্ট করে না খেয়ে জমানো ১১ টাকা দিয়ে বন্ধুর কাছ থেকে ব্লুটুথ দিয়ে গানটি নিয়েছিলাম,,
এতো দিওয়ানা ছিলাম এই গানটির জন্য এখনো আছি সারাজীবন ই থাকবো,,,
২০৫০ সালে যারা শুনবেন তারা মনে রেখো এই গানগুলো আমাদের রক্তের সাথে মিশে আছে
জাফর স্যার,এন্ড্রু কিশোর স্যারও চলে গেছেন।
হয়তো আমিও একদিন চলে যাবো শুধু গানটা থেকে যাবে।🙂
গানের মাজে বেঁচে থাকবেন হাজার হাজার বছর এন্ডু কিশোর স্যার শ্রদ্ধা আপনাকে
যেখানেই থাকেন ভাল থাকেন
দুজনই (জাফর ইকবাল এবং কিশোর)আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাদের কর্ম দিয়ে আজীবন বেঁচে থাকবেন আমাদের মাঝে। 😐
দুজনের জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।
🥺🥺
@@faruquebiswas1161 1pyyyyyyyuuupup0pq
আহমেদ ইমতিয়াজ বুলবুলও বেঁচে নেই।
@@MWaheduzzamanKhan1 ঠিক কথা 👍
আমি ভারত থেকে শুনছি গানটি❤❤আমি কমেন্ট করে গেলাম আগামী প্রজন্মের জন্য,আমি একদিন থাকবোনা কিনতু আমার লেখা থাকবে❤❤
Hi
এর প্রতিটা লাইনই যেন হৃদয থেকে নিংরানো।অদ্ভুদ ভালোলাগার একটা গান।যেন হাজার বছরেও পুরোনো হবে না।
1993 সালে জখন বি টি ভি এইছবিটা দেখি এই গান সোনার পর আমার চোখের পানি আর দরে রাখতেই পারিনাই কথ আবেগ ছিল ঐই সময়
আবেগটা হারাতে দিয়েন না ভাই,,,,,
Sotti...!!!R pabona oi din guli
Sotti
Ahare abeggggg
Gaan ta sunle chuker pani raka jaina
২০২০ সালে এসেও ভালো লাগা আগের মতোই থেকে গেলো....অসাধারণ একটি গান
এই সব গান শুনলেযে চোখে পানি আটকিয়ে রাখতে পারি না
Bangladesh ar best singer Andrew kishore is number one singer..
আমি
Me
ami
2020 সাল লাইক দিন জারা গান টা শুনতাছেন
Very nice
Gmggfggggf x ggggfadla assailant the Aaron ggnbgbggbbgggggbgbfhbmjbn g g v
আমার সবচেপিয়পৃ
@@oyshijahan836 @@-@5@-@-@G-@-@@
Accha comments e like paile ki taka ba kichu pawa Jay?
Ahmed Imtiaz sir, how come you produce these lines.. Andrew Kishore sir's tone is unmatched with any other. May Almighty gives us more legends like you both.
এগুলো গান নয় জীবন্ত প্রাণ।আমার প্রিয় মানুষ জন প্লিজ লাইক দিবেন আর গানটি শুনব।।
মেনে নিতে পারছি না।
প্রিয় এই শিল্পী আর নেই😓😓
same vai
😰😰😰
😭😭😭😭
😓😓😓😓😓😭😭😭😭
সুরের জাদুকর আহমেদ ইমতিয়াজ বুলবুল এর অমর সৃষ্টি এই অমর গান।
গায়ক এন্ড্রু কিশোর স্যার।
@@sefanuelhemrom2772 আরে মিয়া সুরকার বুঝেন না ?
মিয়া, আপনে আপনার টা বুঝেন আমি আমি আমার টা বুঝি। 😄
@@sefanuelhemrom2772 কন্ঠ শুনলেই বুঝা যায়, গানের শিল্পী কে,,, কিন্তু কয়জনে বুঝে গীতিকার আর সুরকার খায়না মাথায় দেয়,,,, গানটাযে এন্ড্রু কিশোর গেয়েছে এটা সবাই অনুমান করতে পেরেছে,,,, এখানে রিপ্লে দেয়ার কোনো কারন দেখি না,,,,,যে সুরকার ও গীতিকারের নাম জানে,সে কন্ঠ শিল্পীরো নাম জানে 😷😷
আপনার প্রথম কমেন্ট আমি যোগ করে দিয়েছিলাম গায়ক কে। তখন কমেন্ট না বুঝেই আমাকে সুরকার বুঝাইতে আসলেন। আমি কি আপত্তি করেছিলাম সুরকার নিয়া?
বাংলার মানুষের গর্ব।বাঙালির অস্তিত্বের সাথে মিশে যাওয়া গান গুলোকে কেউ অবহেলা করিয়েন না,প্লিজ
এই গানটা কোথায় হারিয়ে গিয়েছিল জানিনা। আজ আমার বয়স 56+হলো সেই ছোট্ট বেলায় গানটা শুনে ছিলাম। সারাজীবন সেরা গান। অসংখ্য ধন্যবাদ যেমনি গানের কথা তেমনি গায়কের ভয়েস। সব থেকে বড়ো কথা কত বাচ্চা ছেলেমেয়েরা এই গানটা লাইক, কমেন্ট করেছে এটা যেন গানটাকে অন্যমাত্রা দিয়েছে।
আমার মতে এই গানটি সর্বকালের সেরা ভালোবাসার গান।সেই ছোট বেলা থেকে শুনছি, আজও সেই প্রথম ভালোলাগাই আছে। ২০২২সালে এই কথা বলছি যে, যারা বাংলাকে ভালো বাসে বাংলা গান কে ভালোবাসে তাদের অবশ্যই ভালো লাগবে।পরবর্তী প্রজন্মের কাছে আমাদের অহংকার রেখে গেলাম।পারলে এ রকম একটি গান তোমার বানাও,,,,,,,
আমার সারা দেহ
কন্ঠঃ এন্ড্রু কিশোর
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবল
মুভিঃ নয়নের আলো
....................................
আমার সারা দেহ খেয়ো গো মাটি
এই চোখ দুটো মাটি খেয়ো না
আমি মরে গেলেও তারে দেখার সাধ
মিটবে না গো মিটবে না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… ইচ্ছে করে বুকের ভিতর
লুকিয়ে রাখি তারে
যেন না পারে সে যেতে
আমায় কোনদিনও ছেড়ে
আমি এই জগতে তারে ছাড়া
থাকবো নারে থাকবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
ওরে… এই না ভুবন ছাড়তে হবে
দুইদিন আগে পরে
বিধি, একই সঙ্গে রেখো মোদের
একই মাটির ঘরে
আমি এই না ঘরে থাকতে একা
পারবো নারে পারবো না
তারে এক জনমে ভালোবেসে
ভরবে না মন ভরবে না
MGZ - Pallivation সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ছবি টা ছোট বেলা থেকে দেখব বলেছি এখন দেখা হল না আপনার জন্য দেখব ছবি নামটা জানতাম না এখন জেনে গেলাম
Gitikar: Nazrul islam Babu??!!
👍
duijone opare pari jomiyesen sudhu tader sur ar gan smriti hoye thakbe r koti vokter pranei tara omor hoye thakben.
তুমি মর নাই।বেচেঁ আছ কোটি ভক্তর মাঝে।
hm
মারা গেসে
Mara gesa 😢
@@alexanik1 lpp
মাএই চলে গেলেন কেকে তার মৃত্যু সংবাদ শুনে তার কন্ঠে গাওয়া প্রিয় গানটি শুনতে এসেছেন?
Ageo onek sunechi..kintu mrittur kotha sune ajke abr esse Holo suni..😭😭😭
😥😥😥😥
আমি
😭😭😭😭
Amr ammu bollo Endro kishore er gan sunte chan...tar mrittur khobor shonar por.....amio shunlam....uni asholey Legand...and legend never dies..🙂🙂
২০২৪ সালে গানটি শুনলাম। স্মৃতি হিসাবে ২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম। দেখি কতগুলো লাইক পড়ে।
Onek onek besi shundor .Moner moto akti gan .
comment টা রেখে গেলাম একদিন আমিও থাকবো না, সৃতি রেখে যাচ্ছি আগামী প্রজন্মের জন্য
মন ছুয়ে যাওয়া এই গানগুলো আমাদের মাঝে যেন বার বার ফিরে আসে।
Don't say that "he is no more". He is always with us in our hearts like our heartbeat.....
Yes r8
U r right....he is true legend
we proud of him
Yeah, legends never die.
Missed our popular Singer , best songs of all.
Well said brother
লিজেন্ড ভালো থাকবেন, আল্লাহ আপনাকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুক। দোয়া রইলো প্লেব্যাক সম্রাট💓❤
2022-2050 এর মধ্যে যারা যারা গানটা শুনবে সবাই একটা করে লাইক দিবে। যাতে লোক বুঝতে পারে এই গানের এখন ও একটু ও কদর কমে নাই
😮
এই গান বাংলার মানুষকে হাজার বছর ধরে মুখে মুখে গেয়ে ফিরে যাবে, তবে কখনো হারিয়ে যাবে না।।
ভাবতেই অবাক লাগছে এত সুন্দর গলার মানুষ টা আর বেচে নেই। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর গান দিয়ে আমাদের দেশ টাকে সমৃদ্ধ করার জন্য।
পৃথিবী যতদিন থাকবে এই গানগুলো ততদিন বাংলার মানুষের মনে থাকবে ।
এন্ডু কিশোর এর ক্যান্সার হইছে।আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক।আমিন।
ভোরবে না গো ভরবে না।
আমিন!!!
আমিন
@@dinaomrah8262 👍
কিছুক্ষন আগেই মারা গেলেন...
Rockstar এর নাদান পারিন্দে , আমাদের সারাদেহ খেয়ো মাটি ❤
বাংলা গানের সুনালী অতিত,,,এমন মান সম্মত গান এখন আর পাওয়া যায় না,,,❤❤❤৷
2019 সালে গানটি কে কে শুনছেন নিচে লাইক দিবেন ধন্যবাদ
Nazmul Haque আমি কলকাতা থেকে।।। এই গানটা গায়ীকা সাবিনা ইয়াসমিনের কন্ঠে আরো ভাল লাগে
@@subhadipgoswami7134 কিন্তু এই গান তো সাবিনা ইসমিনের নয় এই গান গেয়েছে এন্ডু কিশোর এবং সামিনা চৌধুরী সাবিনা ইয়াসমিন নয় ধন্যবাদ
Nazmul Haque আচ্ছা দাদা আপনি একটু ইউটিউবে গিয়ে গানটা লিখে সাবিনা ইয়াসমি নামটা লিখে সার্চ করুন পেয়ে যাবেন।। এই গানটা সাবিনা ইয়াসমিন করেছেন বলেই বললাম ধন্যবাদ
@@subhadipgoswami7134 ধন্যবাদ তথ্যটি দেওয়ার জন্য আমার জানা ছিল না গানটি শুনলাম ভালো লাগলো আমি জানতাম ছবিতে ফিমেল বয়েজ ছিল সামিনা চৌধুরী কারণ সংগীত পরিচালক এক সাক্ষাৎকারে বলেছিলেন এই ছবির বাজেট খুব কম ছিল তাই সাবিনা 12 না কাউকে দিয়ে গান করানো সম্ভব ছিল না তাই বিকল্প হিসেবে সামিনাকে দিয়ে গান করিয়েছেন ধন্যবাদ
Ami sunchi
আমি চলে যাব ,আমার মত হাজারো মানুষ চলে যাবে 😭কিন্তু গান গুলো বেঁচে থাকবে হাজার বছর ধরে❤️❤️❤️👈
এ ধরনের গান শুনলে অন্তর জুড়িয়ে যায়।সত্যিই
এন্ড্রকিশোর একজন মহান শিল্পী।
আহা...তখনকার সময় ছিলো গানের স্বর্ণ যুগ❤
কি প্রান কাড়া সুর,কি আবেগ,কি অনুভুতি,হ্রদয়ের কি ব্যাকুলতা এক অপুর্ব সৃস্টি শৈলিতা,জীবন্ত প্রেম লেখকের অনবদ্য কল্পনা।ধন্যবাদ শ্রদ্ধেয় গীতিকার সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শিল্পী এন্ড্রু কিশোরকে। ২৪ মে ২০২৩
অশেষ ভালোবাসা রইলো এন্ড্রু কিশোর এর জন্য।সৃষ্টিকর্তা স্বর্গবাসী করুন।
জুগের স্রোতে সবাই গা ভাসাই না,কেও তো আছে আমার মতো এমন হৃদয়স্পর্শী গান আর কথায় আবেগি হয়ে পরে... 😔
আল্লাহ আপনাকে জান্নাত নাসিব করুক প্রিয় জাফর ইকবাল স্যার 🤲🏻❤️🌸
তখন এই গানটাই যুগের সাথে তাল মিলানো ছিল
বাংলাদেশের যতটুকু উননতি তার সবকিছুই...সোনালি দিনের ছবিগুলোর ফলে
গত কয়েক প্রজন্মের আবেগ ভালোবাসার গান❤,
আগামীর প্রজন্মের জন্য এই গান রেখে গেলাম❤
তোমরা জেনে রেখো এই গান জনপ্রিয় ছিলো😊
এগুলো গান আমাদের আবেগ ছিলো, ছিলো অনুভূতি আরো ছিলো বেঁচে থাকার অনুপ্রেরণা 💜💜💜 শাকিল 11-10-2022
হাজার হাজার বছর ধরে এই গান মানুষের হৃদয় জয় করে নিবে। ৯০ দশকের সোনালী যুগের গান💜
শিল্পী ঃএন্ড্রু কিশোর স্যার
এবং গীতিকার ঃআহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার যুগ যুগ ধরে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে এই গানের মধ্য দিয়ে।
গানের মর্মার্থ আরো হৃদয়গ্রাহী করতে হলে "নয়নের আলো" আগে দেখতে হবে। নয়লে অপূর্ণ থেকে যাবে।
ইচ্ছে করে বুকের ভিতর লুকিয়ে রাখি তারে💔 এটাই তো সথ্যিকারের ভালোবাসা
আহামেদ ইমতিয়াজ বুলবুল যেমন অমর, তার এই গান ও তেমনি অমর
এটা ওর গান না। এন্ড্রু কিশোরের
ওরে গান্ডু চোদা আমি কন্ঠের ভিত্তিতে বলছি। কে লেখছে তার উপর ভিত্তি করে বলিনি।
Jafor ikbal gaisay
গানটি লিখেছেন এবং সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল । এবং কন্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর । এটা আহমেদ ইমতিয়াজ বুলবুলের ই সৃষ্টি । সত্যিই অসাধারন গান। ২ জন ই আমাদের লিজেন্ড । ❤️❤️❤️
সুরকার গীতিকার যেই হোক কন্ঠ যদি ঠিক না থাকে কোনো কৃতিত্ব নেই!একটি গান হিট কন্ঠ শিল্পীর দ্বারা!যদিও এর পেছনে সুরকার ও গীতিকারের অবদান অস্বীকার করা যায়না..!!!
2024 সালে এসেও গানটি কে কে শুনছেন,,তাদের রুচি সাধারন বললে ভুল হবে,,একদম অসাধারন❤❤
Ami
যত বার শুনবো তত বার চোখের জল চলে আসে ধরে রাখতে পারি না মন টা জোরিয়ে যাই 😢😢😢😢
😭😭😭
যতদিন যাচ্ছে, মানুষ আবেগহীন হয়ে যাচ্ছে। আগের দিনে এই ছবিগুলো দেখে পুরো পরিবার কান্নাকাটি করতাম।
অসাধারণ লিরিক্সের একটা গান। এসব গান এখন আর লেখকের খাতায়
গায়কির গলায় হয়ে উঠে না।
ভাবতেই ভাল লাগে
এখানে যারা কমেন্ট করেছে তাদের সবার একটা সোনালি অতীত ছিলো যা কেউ কোন দিন ভুলবে না..
গানগুলো চির অমর হয়ে রবে
২২/১০/২০২২
very much nostalgic. song ta shunle buk a tan lage. teen age a ai song gulo shuntam, movie gulo dekhtam. every Friday te 2:50 to 3:00 pm a shob kaj shesh kore btv r shamne boshe jetam. aha re, shonali din gulo r roilo na. akhon shudhu ee sriti niye song gulo shuni.
এই গান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি টিকিয়ে রেখেছে, গান গুলো কখনো পুরনো হবে না,,
- প্রতিটা লাইন হৃদয় ছুয়ে দেয়,অনেকেই গানের মানে টা বুঝে না;যারা বুঝে তারা অবশ্যই এই গানের প্রেমিক!
.অনেক দিন পর হঠাৎ মনে পড়লো
আমার প্রিয় এক জন শিল্পী
💞💞💞এন্ড কিশোর 😪😪😪 2021
খুবই ভয় হয় কখন যেনো মরে যাই, আল্লাহ তুমিতো দয়াময় তুমি আমাদের সবাইকে মাপ করে দাও।দুনিয়ার সকল মানুষ কে রোগ বালাই থেকে মুক্ত করে দাও।
এই সেই সোনালি দিন গুলোর কথা মনে পড়ে,,এই গান গুলো সেই পূরনো দিন গুলো মনে করয়ে দেয়,,কতই না সুন্দর ছিল সেই সোনালি দিন গুলো😑
আমার সবচেয়ে প্রিয় গান।এটা এন্ড্রোকিশোর স্যারের প্রথম ছায়াছবির গান।এই গানটার জন্য তাকে ৮০০ টাকা দেওয়া হয়।
কীভাবে জানলেন?
উনার প্রথম গান হচ্ছে এক চোর যায় চলে তারপর গান হচ্ছে চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইড়া উইড়া!ধন্যবাদ!!!
হাজার বছর পরেও এই গান শুনতে ভালো লাগবে কলিজায় দাগ কেটে যায় ২০২১
মনের মাঝে একটা আলাদা অনুভুতি উপলব্ধি হয়, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
স্মরণীয় ছবি নয়নের আলো এর গানগুলি আপলোড করার জন্য অনেক অনেক ধন্যবাদ
nice
ছোটবেলা থেকে এই গানগুলি শুনে বড় হয়েছি,তাই বারবার এই গানগুলি শুনতে ইচ্ছে করে।
হয়তো এই গান জনম জনম থাকবে।
গানের শিল্পী, হিরো
আমাদের মাঝে আর নেই।
একদিন
আমরাও থাকব না।
মৃত্যুকে স্মরণ করি
সৃষ্টিকর্তার সকল আদেশ মেনে চলি।
পাঁচ অক্ত নামাজ পড়ি।
এমন একজন কণ্ঠ ছিলাে যার ডুবলিকেট করার ক্ষমতা বাংলাদেশের কোন শিল্পীর ই নেই।এক কথায় লিজেন্ড ছিলাে।যার কমতি কোন শিল্পী দূর করতে পারবে না।😥😥❤💔💔
গানের শিল্পীরা, আহমেদ ইমতিয়াজ বুলবুল, এন্ড্রু কিশোর, জাফর ইকবাল কেউই বেঁচে নেই। তাদের শিল্প বেঁচে আছে বাঙালির মাঝে।
মিস করবো খুব গানের যুবরাজ কে! কে কে এখন গানটা শুনতে আসছেন?
এন্ড্রো কিশোর এর গলায় জাদু আছে। আমার প্রিয় শিল্পী তিনি। এই গানগুলো আগের স্মৃতি গুলো মনে করিয়ে দেয় ৯০/৯১সালের কথা। তখন আমি ৭বছরের ছিলাম কিন্তু এই গানগুলো শুনতাম।
এমন মায়াধারী কন্ঠ হয়তো আর আসবেনা,,, এমন চলচ্চিত্র, সত্যিকারের অভিনেতা হয়তো আর আসবেনা।।
সত্যিই সোনালী অতীতের কথা মনে জায় আমার জাফর ইকবালের এই সিনেমা দেখার সৌভাগ্য হয়েছিল।