মনে পড়ে রুনা লায়লার প্রথমস্বামী জাভেদ কায়সার কে?কেন বিচ্ছেদ হয়েছিল? জানুন সেই বিভীষিকাময় স্মৃতি

Поділитися
Вставка
  • Опубліковано 21 гру 2024

КОМЕНТАРІ • 483

  • @bushrachannel
    @bushrachannel  Місяць тому +158

    এত ষড়যন্ত্রের পরও এখনো রুনা লায়লা অদ্বিতীয়া !
    কন্ঠশিল্পী রুনা লায়লার কর্মজীবন।
    মনে পড়ে রুনা লায়লার প্রথম স্বামী জাভেদ কায়সার কে? কেন বিচ্ছেদ হয়েছিল দুজনের? রুনা লায়লার সেই বিভীষিকাময় স্মৃতি!
    কন্ঠশিল্পী রুনা লায়লার জীবন কাহিনী।

    • @anamulmishuk8515
      @anamulmishuk8515 Місяць тому

      আপনি রুনা কে অনেক বেশি সাপোর্ট নিয়ে ভিডিও করেছেন কিন্তু এত্তগুলা বিয়ে করেও বুড়া বয়সে যেটি করেছে সেটাই টিকছে

    • @makjilany
      @makjilany Місяць тому +13

      #BUSHRA_APU u simply did a GREAT JOB......... KEEP it UP Apu.........😍🤟✌👌💯💢💥

    • @zebunnesa899
      @zebunnesa899 Місяць тому +8

      ১৯১২ সালে জন্ম? তাহলে বয়স এখন ১০০ এর উপর।১৯৫২ হতে পারে

    • @mprogamer511
      @mprogamer511 Місяць тому +1

      ​@@makjilany❤

    • @Ahamudaakther
      @Ahamudaakther Місяць тому

      Dkkksjjdddsss​@@makjilany

  • @SaifMuhin
    @SaifMuhin Місяць тому +17

    রুনা লায়লা, বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কণ্ঠশিল্পী। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, প্রিয় গায়িকাকে নিয়ে ভিডিও করার জন্য।

  • @kohinoorsultana5182
    @kohinoorsultana5182 Місяць тому +37

    বাংলাদেশের বিখ্যাত গায়িকা রুনা লায়লা আমার অন্যতম পছন্দের গায়িকা।বুশরা চ্যানেলের প্রতিটি কথাই শতভাগ সত্যি।আমি আমার প্রিয় শিল্পীর সুস্থতা ও দীর্ঘআয়ু কামনা করি।বুশরা চৌধুরীকে অনেক ধন্যবাদ এই ভিডিওটির জন্য।

  • @snehakantichakma9884
    @snehakantichakma9884 Місяць тому +12

    খুবই ভালো লাগলো আমার প্রিয় শিল্পী রুনার লায়লার হাসি কান্না ও সুখ দুঃখের ইতিহাস জেনে। চমৎকার রুনার ধৈর্য্য। দীর্ঘজীবি হও।

  • @sabbirahmed1483
    @sabbirahmed1483 Місяць тому +47

    রুনা লায়লা আমার আপন মামাতো বোন। অসাধারণ একজন মানুষ তার জন্য আমরা গর্বিত ❤❤

    • @mrashid229
      @mrashid229 Місяць тому

      রুনা লায়লা শিল্পী হিসাবে অনন্য সাধারণ। জানা ছিল না তাঁর জীবনে এতটা ঝড় বয়ে গিয়েছিল। আমি কোন তারকার ব্যাক্তিগত জীবন নিয়ে চর্চা করি না, সেটা উচিৎ নয় মনে করি। তবে তাঁকে জীবনে এত ষঢ়যন্ত্র মোকাবেলা করতে হয়েছিল জেনে আরো শ্রদ্ধ্যা বেড়ে গেল তাঁর প্রতি। এত শক্তিশালী শিল্পীকে বাঁধা দেয়ার সাধ্য আছে কার? হাস্যকর যারা তার উপর ঈর্ষান্বিত হয়ে বিরোধিতা করেছিল। কোনভাবেই তারা যে রুনা লায়লার সমকক্ষ নয় তা তারা ঠিকই বুঝেছিল। গুণী মানুষের ব্যাক্তিত্বই তাঁর শক্তি। জীবনের প্রান্তিক অধ্যায়ে রুনা লায়লা স্বপরিবারে সুখী হোন, এই কামনাই করি।

    • @MoriyamRahman-b1f
      @MoriyamRahman-b1f Місяць тому +2

      Mashalla may allha bless my runa Lila

  • @khaledaasad2454
    @khaledaasad2454 Місяць тому +22

    প্রথমেই উপস্থাপিকা কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলার কোকিল সম্পর্কে মূল্যবান তথ্য দেয়ার জন্য। রুনা লায়লা আমাদের অহংকার। উনাকে যতবার দেখি ততই মূগ্ধ হই।

  • @tanzidahossain998
    @tanzidahossain998 Місяць тому +17

    আমার মনে আছে ছোট বেলায় হলে মুক্তি পাওয়া একটি সিনেমায় গাওয়া রুনা লায়লার গান " আমার মা নেই বাপ নেই এতিম আমি এই দুনিয়ায়... .." - এই গানটা শুনে আবেগে অনেক কেঁদেছি, যদিও আমি এতিম ছিলাম না! গানে ওনার কন্ঠস্বরই শ্রোতাদের আবেগে সব সময় ভাসিয়ে নিয়ে গিয়েছে! উনি বাংলাদেশের সম্পদ, আমাদের অহঙ্কার আর আবেগ!! ওনাকে সালাম এবং শ্রদ্ধা!! ❤❤❤

  • @ShakilKhanWorld
    @ShakilKhanWorld Місяць тому +37

    যে যতো বড়,যে যতো মূল‍্যবান,যে যতো খাটি,যে যতো মহান-তার জীবনে যুদ্ধ ততো বেশি! তার জ্বলন্ত প্রমান আমাদের বাংলাদেশের অহংকার শ্রদ্ধেয় রুনা লায়লা ম‍্যাম! আপনার দীর্ঘায়ু কামনা করি!

    • @RubinaBegum-k9d
      @RubinaBegum-k9d Місяць тому +1

      রুনা লায়লা রুনা লায়লাই thats all
      thanks bushra. rubina

    • @AltafHossen-s5d
      @AltafHossen-s5d Місяць тому +1

      এদের চরিত্র বলতে কিছুই নেই.

    • @suvrup9547
      @suvrup9547 10 днів тому

      ​@@AltafHossen-s5dনিজেদের চরিত্র ঠিক করুন, অন্যের চরিত্র নিয়ে আপনাদের ভাবতে হবে না।

  • @shirinafroz2391
    @shirinafroz2391 Місяць тому +10

    রুনা লায়লার জন্য শ্রদ্ধা।
    আপনাকে পেয়ে বাংলাদেশ
    অবশ্যই ধন্য।আমরা গর্বিত।

  • @AlamgirTalukder-d5r
    @AlamgirTalukder-d5r Місяць тому +18

    সকল বাঁধা বিপত্তি পেরিয়ে রুনা লায়লা
    গানের জগতে অন্যানা ও অপ্রতিদ্বন্দ্বী।
    রুনা লায়লা বাংলাদেশের গর্ব ও অহংকার !!

  • @shahalam7556
    @shahalam7556 Місяць тому +9

    রুনা লায়লা খুরশীদ আলামের গানের জুটি ছিল খুব জনপ্রিয়। দুঃখের বিষয় হলো খুরশীদ আলম স্যার কে সে ভাবে মূল্যায়ন করা হয় নাই।এই শিল্পী আজ ও বেঁচে আছেন।।❤❤❤

  • @hudanfidanblog2hudan
    @hudanfidanblog2hudan Місяць тому +100

    রুনা লায়লা আমাদের অহংকার উনার মতো এতো গুনি শিল্পী এই উপমহাদেশে আর আসবে না এ দেশে উনার সঠিক সম্মান হয়নি যদি তিনি ইন্ডিয়া বা পাকিস্তানে থাকতেন তাহলে তারা উনাকে লতা মঙ্গেশকর বা ম্যাডাম নুরজাহানের সমান সম্মান পেতেন আফসোস আমরা গুণীজনদের সম্মান দিতে জানিনা.রুনা জী কে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই এবং অনেক ধন্যবাদ বুশরা আপুকে ❤

    • @rantoalauddin1537
      @rantoalauddin1537 Місяць тому

      Keno Bhai amader momtaz ache na.uni to runa,Sabina unader chaye onek boro singer.last 16 years a momtaz ke to onek boro singer hisebe proman korar chesta kora hoyeche.kara je momtaz r moto akta third class prostitute r Gaan shone.

    • @nazmunnahar1298
      @nazmunnahar1298 Місяць тому +2

      অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ক্ষনজন্মা জীবন্ত কিম্বদন্তী শিল্পী রুনা লায়লার প্রতি❤

    • @ahmedsayeed7287
      @ahmedsayeed7287 Місяць тому +2

      Una aila amadir ungkar

    • @Ahamudaakther
      @Ahamudaakther Місяць тому

      Lllllllllllllllllllllll) lllllllllllllllllllllllk​Llllllhklllllllllllllallllllllllllllkkklllllllaaallllk(lkaakllllllkllllllglkaallllllllhllllllllkllllllllllllllllllklllllllllllllllllllllllkklllllllllllllllllllllllllllllklllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllljlklllllllllkkllllllllllllllllllllllllllllllldlllllllllllllllkkkjfkklllljlllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllallllllllllllllllllllllllllllllllllllllslllllllllllflkkkh

    • @riajmohsinkhan23
      @riajmohsinkhan23 Місяць тому +3

      সঠিক বলেছেন

  • @sherinsultana7985
    @sherinsultana7985 Місяць тому +14

    ধন্যবাদ তার জীবনের এতো অজানা গল্প শেয়ার করার জন্য.. উনি অনন্যা.. কিংবদন্তি.. উনার কন্ঠের তুলনা উনি নিজেই ❤

  • @rinazvlogs
    @rinazvlogs Місяць тому +20

    রুনার সাথে কারো তুলনা হয় না, আমার সবচেয়ে প্রিয় শিল্পী।

  • @JuijesminIslamJuijesminIslam
    @JuijesminIslamJuijesminIslam Місяць тому +10

    রুনা লায়লার কন্ঠ হচ্ছে সাগরের ঢেউ এর মতো , এত সুন্দর কন্ঠ ওনার গান শুনলেই মন ভালো হয়ে যায় , ওনার গান আমি প্রায়ই শুনি , দৈত্য কন্ঠ যেমন খুরশিদ আলম , রুনা লায়লা , রুনা লায়লা , এন্ড্রু কিশোর ওনাদের গান আমার খুব ভালো লাগে । এক কথায় ৯০ দশকের গান আমার খুব ভালো লাগে , রুনা লায়লা ম্যাডামের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি

  • @DyInfinix-h1p
    @DyInfinix-h1p Місяць тому +7

    আমরা এমন এক হতভাগা জাতি পেয়ে মূল্যায়ন করতে জানি না,অথচ হারিয়ে গেলে অনুশোচনা করি। অনেক, অনেক শ্রদ্ধা ও ভালোবাসা জিবন্ত কিংবদন্তী এই প্রিয় শিল্পীর জন্যে। তার দীর্ঘ জীবন কামনা করি।

  • @আনন্দভুবন-র২প
    @আনন্দভুবন-র২প Місяць тому +4

    আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি,কারন ম্যাডাম রুনা লায়লার মতো একজন ব্যক্তিত্যের সাথে দেখা হয়েছে।অনেক সরল মনের মানুষ মনে হয়েছে।ভিশন ভালোবাসা তার জন্য ❤

  • @MoniMoni-o7q
    @MoniMoni-o7q Місяць тому +6

    কি আর বলবো রুনা ইজ রুনা তার বিকল্প নেই। একজন মানুষ এতো কিছু র পর ও টিকে আছেন এবং থাকবে মানুষের মধ্যে.....

  • @nazninakhter4727
    @nazninakhter4727 Місяць тому +14

    অনেক অনেক অনেক ভালো লাগলো। অনেক অজানা তথ্য জানলাম। সেই সাথে ভালো লেগেছে
    আপনার পরিবেশনা।

  • @ShabanMahmood-yu7gt
    @ShabanMahmood-yu7gt 21 день тому +1

    অনেক অজানা তথ্য জানলাম, বুশরা। চমৎকার বিশ্লেষণ করেছেন আপনি। ভীষণ ভালো লাগলো অনুষ্ঠানটি। ভালো থাকবেন সবসময়।

  • @fayzulahsan8661
    @fayzulahsan8661 Місяць тому +3

    কিছু ঘটনা ছিল, পুরোপুরি জানা ছিল না। হালকা হালকা ঘটনা জানা ছিল। বুশরা ম্যাডামকে ধন্যবাদ - সম্পূর্ণ বিষয়গুলো উপস্থাপনের জন্য। আমাদের প্রিয় শিল্পী দীর্ঘজীবী হোক।

  • @ShahnazPervin74
    @ShahnazPervin74 Місяць тому +5

    অতুলনীয় একজন কিংবদন্তী শিল্পী রুনা লায়লা।অন্য কোনো শিল্পীর সাথে তার গান বা তার কন্ঠের তুলনা হযনা।

  • @sanyartmedia4199
    @sanyartmedia4199 Місяць тому +9

    সোহেল রানা আসলে একজন ভালো মানুষ আমি মনে করতাম।উনার ছবি যখন দেখতাম, তখনই মনে হত।আজকে আরও পরিষ্কার হয়ে গেলো, ধন্যবাদ আপু।

  • @monilodinicesong.5896
    @monilodinicesong.5896 Місяць тому +3

    রুনা লায়লার মতো আর এতো বড় মহান বিখ্যাত শিল্পী বাংলাদেশে হবে কি না এটা আমাদের চিন্তার বিষয়! আমরা এবং আমাদের দেশ গরবিত রুনা লায়লার মতো এতো বড় মাপের শিল্পীর জন্ম হওয়াতে। স্যালুট আপনাকে রুনা লায়লা শ্রদ্ধাস্পদেষু। অনেক ভালোবাসি আপনাকে ও আপনার অবিস্বরণীয় কন্ঠকে। মনি লোদী, ক্যানবেরা,
    অস্ট্রেলিয়া থেকে।

  • @singeralamgirprodhan1079
    @singeralamgirprodhan1079 Місяць тому +11

    রুনা লায়লা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের একজন শ্রদ্ধেয় গুনী শিল্পী। তিনি একজনই তার তুলনা হয়না। ওনার মত যোগ্য এবং গুনী শিল্পী বাংলাদেশে দিতীয় টি আর হবেনা।

  • @rokeyabegum8016
    @rokeyabegum8016 Місяць тому +83

    এই যে আপনি বললেন রুনা, আলমগীর সুখে-দুঃখে এক হয়ে আছে। তাহলে আলমগীরের প্রথম স্ত্রীর কি অপরাধ ছিল? কেন সে আজকে 25 বছর স্বামী ছাড়া আছে? রুনা তো ইচ্ছা করলে যার ওয়াইফ নেই তাকে বিয়ে করতে পারতো। কেন রুনা একটা সাজানো সংসার ধ্বংস করল। রুনা আলমগীর কখনো সুখী হবে না। আলমগীরের প্রথম বউয়ের চোখের পানি বৃথা যাবে না। কাউকে ধোকা দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আমি রুন আলমগীর কে অন্তরের অন্তস্থল থেকে তীব্রভাবে ঘৃণা করি। যে মহিলা বিবাহিত পুরুষকে বিয়ে করে আরজে পুরুষ বউ থাকতে অন্য মহিলাকে বিয়ে করে তারা কখনই সভ্য মানুষ হতে পারে না। তারা হচ্ছে এই সভ্য যুগের অসভ্য মানুষ

    • @ch_oo_ra
      @ch_oo_ra Місяць тому

      রুনার সাথে অভিনয়, প্রেম, বিয়ের বহু আগেই আলমগীর তার প্রথম স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ ঘটান। না জেনে কমেন্ট করতে আসবেন না।

    • @Bushra_Cineplex-1997
      @Bushra_Cineplex-1997 Місяць тому +13

      নায়ক আলমগীর এর প্রথম স্ত্রী সাথে ডিভোর্স হয়ে যায় তার অনেক সময় পর রুনা লায়লার সাথে ছবি করেন তারপর প্রেম ও বিয়ে হয়।

    • @MonirHossain-c8u
      @MonirHossain-c8u Місяць тому

      এক হাতে তালি বাজেনা এতে রুনা কে একা দুষী হবে কেনো? আলমগীর অবশ্যই দুধের বাচ্ছা নয়

    • @kanizfatema3102
      @kanizfatema3102 Місяць тому +11

      RunalayelAr Jonno ghor bangsilo

    • @omarsajib2106
      @omarsajib2106 Місяць тому

      এটা সত্যি,আলমগির এর সাথে ডিভোর্স এর পরে খোশনুর আলমগির এর এক বন্ধুকে বিয়ে করেন এটা কেউ বলেনা,সবাই শুধু আলমগির রুনার বিয়েটাকে একপাক্ষিক ভাবে দেখে।​@@Bushra_Cineplex-1997

  • @sahakter3405
    @sahakter3405 Місяць тому +4

    রুনা লায়লা প্রিয় শিল্পী এবং বাংলাদেশের সব শিল্পী থেকে ওনি অনেক সর্বসেরা

  • @NazrulIslam-ok4es
    @NazrulIslam-ok4es Місяць тому +2

    ধারাবাহিক ভাবে উপস্থাপনের জন্য বুশরা আপু আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

  • @shahnazakndo
    @shahnazakndo Місяць тому +4

    এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য বুশরা চ্যানেল কে অভিনন্দন ❤❤❤❤❤❤,

  • @omarsajib2106
    @omarsajib2106 Місяць тому +24

    অল্প কথায় লিখে অনুভতি প্রকাশ করতে পারছিনা,রুনা লায়লার পুরো ভিডিও টি দেখলাম শুনলাম, সবচেয়ে কষ্টদায়ক লাগলো যখন উনি মাসুদ পারভেজের সাথে গান রেকর্ডিং এর স্মৃতিচারণ করছেন,এখন হয়তো অবলীলায় বলছেন কিন্তু ভাবা যায় ওইসময় কতটা কষ্ট পেয়েছিলেন এবং অপমান বোধ করেছিলেন, এইজন্যই বলে রাখে আল্লাহ মারে কে,যার সম্মান প্রাপ্য সে সম্মানিত হবেই তার প্রকৃত উদাহরণ রুনা লায়লা,তবে জাতী হিসেবে আমরা ব্যর্থ কারণ রুনা লায়লার পরিপূর্ণ ব্যবহার আমরা করতে পারিনি।রুনা লায়লার আরো সাফল্য কামনা করি।আর বুশরা আপার জন্য অশেষ ধন্যবাদ।

    • @Bushra_Cineplex-1997
      @Bushra_Cineplex-1997 Місяць тому +3

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য ই এই vdo টি করতে পেরেছি। তাই কৃতজ্ঞতা জানাই আন্তরিক ভাবে।

  • @protimasen4028
    @protimasen4028 Місяць тому +6

    সত্যিই রুনা লায়লা অসাধারণ 🙏❤️

  • @BachuKhan-s5v
    @BachuKhan-s5v Місяць тому +1

    বুশরা আপুকে আজ আবারও ধন্যবাদ জানাচ্ছি। পুরনো সিনেমার স্মৃতিকে আপনি ফিরিয়ে আনছেন। আজ আপনি যার সম্পর্কে বলছেন তিনি আমাদের এবং এই উপমহাদেশের একজন গুনি শিল্পী। কিন্তু তার মূল্যায়ন আমরা করতে পারিনি। আমরা যোগ্য মানুষদের কখনো সম্মান করতে জানিনা বা দিতে জানিনা। রুনা লায়লার মূল্যায়ন করেছে সারা পৃথিবী। দোয়া ও শুভেচ্ছা রইলো প্রিয় রুনা লায়লার জন্য এবং বুশরা আপনাকেও।

  • @mohammadnurealam7522
    @mohammadnurealam7522 Місяць тому +1

    জননন্দিতা কণ্ঠশিল্পী রুনা লায়লাকে দারুনভাবে তুলে ধরেছেন!

  • @nipachowdhury4744
    @nipachowdhury4744 Місяць тому +1

    বাংলাদেশের সম্মানের গর্ভের স্হান হল রুনা লায়লা।প্রিয় শিল্পীকে কৃতঙ্তা জানাছি।তাঁর সুস্হতা ও দীর্ঘ আয়ু কামনা করছি।

  • @sheaulyyeasmin7573
    @sheaulyyeasmin7573 27 днів тому +1

    যখন আমি থাকবো না
    রুনা লায়লা র এই প্রিয় গান আমার ও খুব খুব প্রিয়

  • @MDAmranHossain-o5d
    @MDAmranHossain-o5d Місяць тому +3

    বুশরা চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। একসময় রুনা ম্যাডামের গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়েছি।

  • @shuvokhan6060
    @shuvokhan6060 Місяць тому +6

    Runa Laila is a freak of nature,to me she is the greatest ever Singer.Never heard this kind of voice before or since her and her skill is unparalleled

  • @thelostrealruralface4117
    @thelostrealruralface4117 Місяць тому +4

    দিত্বীয় রুনা লায়লা আর আসবেনা।রুনা লায়লার দীর্ঘ জীবন কামনা করি

  • @sabihaahsan2440
    @sabihaahsan2440 Місяць тому +3

    লতা বলেন আর নুরজাহান বলেন রুনা লায়লার মতো এমন সুন্দর কন্ঠস্বর আমার জীবনে শুনি নাই ।

    • @swapnabiswas987
      @swapnabiswas987 Місяць тому

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @beautyparvin2286
    @beautyparvin2286 Місяць тому +7

    আমাদের বাংলাদেশের গর্ব রুনা লায়লা ♥️♥️♥️

  • @badrunsictlectures6113
    @badrunsictlectures6113 Місяць тому +3

    বাংলাদেশের একমাত্র প্রিয় গায়িকা রুনা লায়লা

  • @m.maksudali3339
    @m.maksudali3339 Місяць тому +11

    অজানা তথ্য জানা হলো, ধন্যবাদ আপনাকে

  • @taijulislam770
    @taijulislam770 Місяць тому +5

    আমাদের রুনা মেম সম্পর্কে এত সুন্দর ভাবে আলোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের দেশের সম্পদ তথা গোটা বিশ্বের সম্পদ আমাদের রুনা লায়লা বেঁচে থাকুক হাজার বছর দোয়া করি আল্লাহর কাছে আমিন

  • @engrmafizuddinkhankhan3881
    @engrmafizuddinkhankhan3881 Місяць тому +2

    তাই তিনি গেয়েছেন, সুখ তুমি কি আমার জানতে ইচ্ছে করা,কি অপূর্ব কন্ঠ

  • @shamsunnaharbeauty889
    @shamsunnaharbeauty889 Місяць тому +6

    এই অসাধারন গুনী শিল্পীর জন্য শুভ কামনা।যে বয়সে শিশুরা খেলেধুলা করে সময় কাটান সেই বয়স থেকেই উনি গান ও পড়ালেখা সমান তালে চালিয়ে গেছেন।
    তার জীবনের সাফল্যের জন্য তার মা ও বাবার অবদান ও কম নয়।

  • @fatemabegom5249
    @fatemabegom5249 Місяць тому +1

    আপু সব কিছু খুলে বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পৃিও শিল্পী এমন কোরুন কাহিনি সুনে অনেক অনেক কষ্ট লাগলো

  • @AbdurRab-qt4qi
    @AbdurRab-qt4qi Місяць тому +1

    রুনা লায়লা বাংলাদেশের অহংকার , অসাধারণ একজন গায়িকা এবং নায়িকা!!

  • @makjilany
    @makjilany Місяць тому +4

    GREAT JOB DONE BY #BUSHRA ..... #মহান_শিল্পীর জীবনী সুন্দরভাবে তুলে ধরতে সবাই পারে না.... কেও কেও পারে...... এরমধ্যে #বুশরা অন্যতম.....💗❤🧡💯💢💥✌🤟👌

  • @rasin2838
    @rasin2838 27 днів тому

    রুনা লায়লার মতো এমন কষ্ট বাংলাদেশে আরেকজন জন্ম নিবে কিনা সন্দেহ আছে ❤❤❤❤❤❤

  • @userviuser
    @userviuser Місяць тому +3

    রুনালা বাংলাদেশের গর্ব। অথচ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান থেকে সে আজও বঞ্চিত।

  • @monowaramina9599
    @monowaramina9599 Місяць тому +7

    আমার প্রিয় শিল্পী সম্পর্কে অনেক কিছু জানলাম।

  • @দর্শনাচুয়াডাঙ্গাসরকারীপ্রাঃবি

    রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন দুজনেই আমার খুব পছন্দের শিল্পী।

  • @azizulhaqueprince6368
    @azizulhaqueprince6368 3 дні тому

    Runa Laila the best legendary singer of Bangladesh. From my child hood i become pleasure to hear her melodious uncommon lyrical voice. Thaks my favourite singer for giving much happiness.

  • @shahjahanbusiness7894
    @shahjahanbusiness7894 Місяць тому

    তার কন্ঠের সাথে অন্য কারো মিল নেই তার কন্ঠ স্বয়ং আল্লাহর দান।
    দীর্ঘ জীবি হোন।

  • @MDNasirUddin-i6o
    @MDNasirUddin-i6o Місяць тому +1

    বুশরা চ্যানেল কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

  • @NisarHmmrightAhmed
    @NisarHmmrightAhmed Місяць тому +5

    দিত্বীয় রুনা লায়লা আর আসবেনা।রুনা লায়লার দীর্ঘ জীবন কামনা করি।

  • @ashabegum23
    @ashabegum23 Місяць тому +7

    রুনা লায়লার কন্ঠে যেন জাদু আছে আমার মনে হয় বাংলাদেশের সেরা কন্ঠশিল

  • @SabihaRahmanRuna
    @SabihaRahmanRuna 29 днів тому

    আমার খুব কান্না পাচ্ছে। রুনা লায়লা কে আমি খুবই ভক্তি ও শ্রদ্ধা করি।

  • @begumrebeka6499
    @begumrebeka6499 20 днів тому

    Video টা অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

  • @Foodforlife735
    @Foodforlife735 Місяць тому +1

    অনেক অজানা তথ্য জানতে পারলাম ধন্যবাদ আপুকে

  • @jahidkazi5148
    @jahidkazi5148 Місяць тому +8

    Our one and only International singer 👩‍🎤

  • @mdmizanurrahman4859
    @mdmizanurrahman4859 Місяць тому +2

    আপু আপনার উপস্থাপনা এতটাই সুন্দর যে বার শুনতে ইচ্ছে করে। আজকের জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের দেশের গর্ব রুনা লায়লার জীবনী অনেক ভালো লাগলো। একটা অনুরোধ আমাদের দেশের আর এক জীবন্ত কিংবদন্তী কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমিন এর জীবনী দেখতে চাই। আশা করি আমার এই ছোট্ট অনুরোধ টি রাখবেন। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

  • @sabinayeasmin7195
    @sabinayeasmin7195 15 днів тому

    Khub valo laglo..thanks

  • @alamarabegum
    @alamarabegum Місяць тому

    খুব ভালো লাগলো আমার প্রিয় শিল্পীকে নিয়ে এ প্রতিবেদন। ❤❤

  • @MohammadnurulhaqueMoksud-pt2hi
    @MohammadnurulhaqueMoksud-pt2hi Місяць тому +5

    রুনা ম্যাম উপ মহাদেশের জিবন্ত এক কিংবদন্তির নাম।

  • @manirrony833
    @manirrony833 Місяць тому +4

    আমরা তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা না করে,তার কর্মজীবন নিয়ে আলোচনা করলে ভালো হয়।তার মতো শিল্পী বাংলাদেশে কখনো আসবে বলে মনে হয় না।গুনীজনকে সম্মান করা আমাদের সকলেরই উচিত।

  • @iskanderjulkarninetutul9246
    @iskanderjulkarninetutul9246 Місяць тому +4

    আমার প্রিয় শিল্পী অজীবন মনে রাখবো ইন্নালিল্লাহ উনাকে আমার সালাম

  • @SaramasTullah
    @SaramasTullah Місяць тому +3

    Bangladesher best gayika. Sohel rana always great personality man. Abdul Hadi k kahonoi khoob akta Bhalo lagtona. Bashir Ahmed, Runa Laila best.

  • @shahanakhan7405
    @shahanakhan7405 Місяць тому +2

    অনেক ভালো লেগেছে ধন্যবাদ 🌹🌹

  • @mirzamasuma-mr7cs
    @mirzamasuma-mr7cs Місяць тому +3

    রুনা লায়লা আমাদের গর্ব। ছোট বেলায় ওনার গান শুনে মুগ্ধ হতাম।এত গুনি শিল্পী উপমহাদেশে আর কখনো হবে না।❤

  • @NRAutoAndMachinery
    @NRAutoAndMachinery Місяць тому +2

    Awesome artist. Just out of this world. May she live many more years in this world, in our hearts. 🎉🎉

  • @AbidHasan-y7c
    @AbidHasan-y7c Місяць тому +1

    রুনা আপু তোমাকে অনেক ভালোবাসি তোমার প্রত্যেকটা গান শুনি এখন বড় হতে শুরু করছে তখন থেকে তোমার গান ভালবাসি তোমার সাথে সাথে তোমার গানের সাথে মিশে গেছি তোমাকে অনেক ভালোবাসি কতবার বলি ততবার বলতে ইচ্ছা করে তোমার গানকে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে ধন্যবাদ

  • @habibsokal8107
    @habibsokal8107 Місяць тому +5

    রুনা লায়লা ৭ বার জাতীয় পুস্কার লাভ করেছেন,সুরকার হিসেবে একবার ...

  • @jahidkazi5148
    @jahidkazi5148 Місяць тому +4

    Apnar maddhome onek kichu jante parlam,dhonnobaad apu 😊

  • @agdumbagdumchannel
    @agdumbagdumchannel Місяць тому +7

    আমার প্রিয় গায়িকা❤🇧🇩

  • @palash134
    @palash134 4 дні тому

    Love and Respect to Runa Laila, amar onek priyo Shilpi and prio বাক্তিততো

  • @manashidebi5057
    @manashidebi5057 Місяць тому +2

    Runa Laila is SUPERB. She is the precious gem in the world of song. May God bless her.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @youtubehla
    @youtubehla Місяць тому +2

    Excellent! খুব ভালো লেগেছে। 🎉🎉

  • @aishaakhi4942
    @aishaakhi4942 27 днів тому

    আমার প্রিয় শিল্পী। উনার জনপ্রিয় প্রায় সবগুলো গান আমার জানা।

  • @paulpurification1665
    @paulpurification1665 Місяць тому +10

    রুনা ম্যাডামের মামা ছিলেন বিখ্যাত সংগীত ব্যক্তিত্ব সুবীর সেন।

  • @zeenat1100
    @zeenat1100 Місяць тому +2

    রুনা লায়লা সত্যিই আমাদের গর্ব❤অনেক অনেক ভালোবাসা তাঁর জন্য❤

  • @bananiafsanasvlogs7669
    @bananiafsanasvlogs7669 Місяць тому +4

    Thanks for sharing the life history of Runa Laila ❤️

  • @PK__REACTION.24
    @PK__REACTION.24 Місяць тому +2

    Most beautiful and famous singer in the world .Congratulations

  • @romamohammed1317
    @romamohammed1317 Місяць тому +1

    Runa Laila Queen of singer was my childhood favorite singer ❤ love her all beautiful songs 🎵 she is a miracle singer one and only Ma'am Runa Laila Rarest gems 💎 ✨ ever forever living Eternal melodies..RESPECT FOREVER FOR YOU with Love. Thank you forever for you 🌹💛

  • @ChowdhuryNabi
    @ChowdhuryNabi 14 днів тому

    Excellent introducing about my most favourite Singer. She is unparallel not compeareble to any others..

  • @sksadi1322
    @sksadi1322 Місяць тому +3

    প্রিয় শিল্পীর প্রতি বিনম্র শ্রদ্ধা 🌹👑🙏

  • @ashabegum23
    @ashabegum23 Місяць тому +2

    আমার একজন প্রিয় শিল্পী রুনা লায়লা তার গান শুনলে আমি মাতোয়ারা হয়ে যাই

  • @abusayedripon4116
    @abusayedripon4116 Місяць тому +5

    Amader pryo O ahongkar Runalaila tar dirgo jibon kamona korchi❤❤

  • @naafsf1
    @naafsf1 Місяць тому +19

    জাভেদ কায়সার খারাপ মানুষ ... ঠিক আছে । কিন্তু এর পর ও উনি অনেক গুল বিয়া করেছেন আর শেষে আলমগির এর ঘর ভাংলেন ...। আমি ওনার এক জন গানের ভক্ত কিন্তু উনার বাক্তিগত জীবন এক দম পসন্দ করি না ।

  • @showkatalishikder1050
    @showkatalishikder1050 Місяць тому +5

    রুনা লায়লার জীবনের এত কষ্টের কথা আজই জানলাম।শুরু থেকে ওনার পিছনে আলমগীর সাহেবের মতো একটা শক্ত খুঁটি থাকলে উনি আরো এগিয়ে যেতে পারতেন।এত কিছুর পরেও ভারতে গিয়ে তিন দিনে ৩০টি গান করে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখেছেন এবং বিভিন্ন ভাষায় ১০ হাজারের মতো গান করেছেন তাতে আমরা উনাকে সারা দুনিয়ার একজন শ্রেষ্ঠ গায়িকা মনে করতে পারি।আমি এই গুনী শিল্পীর আরো সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বুশরা চ্যানেলের উপস্থাপিকাকে তার সুন্দর উপস্থাপনের জন্য।

    • @rinaislam1895
      @rinaislam1895 Місяць тому

      রুনা লায়লাকে অনেকেই ভালো বাসেন।শুনেছিলাম হাজার হাজার মানুষ উনাকে ভালোবাসেন।এবং হাজার ছেলেরা তার পিছনে ঘুরেছেন।এবং এটা সত্য। তাহলে তিনি বিবাহিত পুরুষ যার সুখের একটা সংসার ছিলো সে সংসার ভেঙে তাকে বিয়ে কেন করতে হলো?
      আমি তখন অনেক ছোট্ট ছিলাম তখন দেখতাম আমার বড় ভাইয়া আপুরা, সাবানা ম্যাডাম, আলমগীর স্যারের পরিবারের কার্ড সহ অন্যান্য ছবি ভিউ কার্ড হিসেবে বিক্রি হতো ও গুলো কিনতো সবাই ঐ পরিবারের। এতো সুখের সংসার কেন ভাংলেন? আমি মনে করি এ ধরনের মহিলাকে সাপোর্ট দেওয়ার কোন যুক্তি নেই।

  • @MrRatan01
    @MrRatan01 Місяць тому +1

    সততি ই সুন্দর এবং হৃদয় বিদারক ঘটনার মধ্যে দিয়ে রুনা লায়লার জীবন ছিল সেটা যেনে মন ভরেগেল রুনা লায়লাকে আমরা সুইডেনের স্টকহলমে ইনভাইট করেছিলাম খুবসমভব ১৯৮৮/৮৯ এর দিকে তখন সামনে খেকে ওনার গান শুনার ও দেখা হয়েছিল আমার। তবে রুনাকে যে বাংলাদেশ বেতারে এতদিন গান গাইতে দেয়নি সেটা শুনে আমার অনেক রাগ হয় যদি। যানিনা এমন করে আমরা দেশের কতযে শিল্পি হারিয়েছি কেন এত হিংসা আমাদের? আমরা তো এই দেশটা স্বাধীন করেছি অনেক রক্ত দিয়ে জিবন দিয়ে আমাদের বাংলা বলার জন্য ও আমাদের জিবন দিতে হয়েছিল ১৯৫২ তে আর ২০২৪ সে ও অনেক রক্ত দিয়ে এদেশ হইতে বিতাড়িত করা হয়েছে শৈরাচার মাফিয়া খুনি সরকার শিশুদের ও জিবন দিতে হয়েছে মা বাবার কোলে তাই আমার অনুরোধ আর যেন এমন ভাবে রক্ত বা জিবন নাশ না করা হয় বাংলা দেশ হোক স্বাধীন সকলের জন্য সকল বর্ন ধর্মের মধ্যে যেন কোন ভেদাভেদ না থাকে আমরা সকলেই বাংলাদেশি সকলে মিলে মিশে দেশটাকে গড়ে তুলি।❤❤❤

  • @tahminatanjin4603
    @tahminatanjin4603 Місяць тому +1

    তৎকালীন শিল্পীরা রুনা লায়লার সাথে এমন নির্মম আচরণ করেছে জেনে অবাক এবং ব্যাথিত হলাম।

  • @abidmukit5539
    @abidmukit5539 Місяць тому +4

    উনার গলার আমি পাগল এতে কোনো সনদেহ নেই ।

  • @nannantupakhi2023
    @nannantupakhi2023 Місяць тому +1

    Runa Laila is the best singer of Banglafesh. I lv her so very much ❤❤❤

  • @akashbatash4407
    @akashbatash4407 Місяць тому +1

    খুবই অবাক হলাম এতো এতো নামী দামী একজন মানুষের জীবনের স্ট্রাগলের কথা শুনে, যা আগে কখনো জানা ছিল না!
    আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের জন্য কল্যান দান করুন আমীন!

  • @samirroy5708
    @samirroy5708 Місяць тому +5

    Great artist,sweet golden voice❤❤❤

  • @alliazam
    @alliazam 25 днів тому

    আপু আপনাকে ধন্যবাদ রুনা ম্যাডামের লাইফের অনেক কিছু জানলাম

  • @overloadedsystem5650
    @overloadedsystem5650 Місяць тому

    অনেক ভালো লাগলো আমরা জানতাম আমাদের এত প্রিয় গায়িকা যার তুলনা শুধু নিজেই আর কেউ নেই সেই তিনি এত ব‍্যথা পেয়েছেন । সত্যিই আমরা বড়ই অভাগা জাতি । ক্ষমা করবেন মহা মূল্যবান মহা মান‍্য শিল্পী আমাদের প্রিয় রুনা লায়লা । আপনার এই কষ্টকর জীবনের কথা শুনে বুকে এত ব্যথা পেলাম ।

  • @DoctormohiuddinKhan
    @DoctormohiuddinKhan Місяць тому +2

    স্যালুট রুনা

  • @কৌশিকঅনীক
    @কৌশিকঅনীক Місяць тому +3

    এরকম গানের শিল্পী আর কখনও আস্বে কিনা সন্দেহ।