Thanks to video presenter for choosing a great historical facts. Mr Emran undoubtedly a telent and better muslim. He bears the smell of SIMPLICITY AND TRUTH. what a great man is HE only the minds eye can see it. I hope to visit this place and have a brotherly dialogue. Allah bless. From Habigonj.
এক কথায় অসাধারণ। ইনশাল্লাহ দেশে ডিসেম্বর মাসে পরিবার নিয়ে আসব তখন অবশ্যই এখানে জাব। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য 👍👍
আমি ভারতের শান্তিনিকেতনে থাকি,সত্তর পেরিয়েছি,কোলকাতায় পড়ার সময় মুক্তিযোদ্ধা দের স্বেচ্ছাসেবক হয়ে কিঞ্চিৎ কাজ করেছি তারপর স্বাধীন বাংলাদেশে আর যাওয়া হয় নি, আপনার এই ভিডিও দেখে আমার চোখে জল এনে দিল, ছোট বেলায় এক জমিদার বাড়িতে মানুষ হয়েছি, বতর্মান বংশধর ইমরান সাহেব কে দেখে খুব ভালো লাগল,একটি বার যেতে চাই সে আশা কি পূরণ হবে।
বেচরাম দেউরি আমার নানার বাড়ি। কত শতবার গিয়েছি তার কোন হিসেব নেই। কিন্তু দূর্ভাগ্য বুড়া হয়ে যাচ্ছি আজও জানা হোলো না এখানে একটা জমিদার বাড়ি আছে......!! আমার নানা বাড়িকে সবাই কাজী বাড়ি বলে কাজী বংশ বলে সবাই তাই বলে। আমার নানার বাড়িটাও বেশ পুরনো দের দুশ বছরের কম হবে না। ঐ এলাকায় পুরনো ধাঁচের অনেক স্থাপনা আমি ৩০ বছর আগে ও দেখেছি বর্তমানে কি অবস্থায় আছে ওগুলো বলতে পারবো না। যা-ই হোক প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অসাধারণ একটা ভিডিও অতৃপ্ত আত্মাকে শান্তি দেওয়ার জন্য পরিবেশন করেছেন আবারও ধন্যবাদ 💯❤️💚 জমিদার এমরান সাহেব এক কথায় অসাধারণ একজন মানুষ। ওনার কথা বলার ধরন ও উপস্থাপন সত্যি ই মনে রাখার মত। জমিদার বাড়ি তো এই জীবনে বহু দেখেছি, কিন্তু এই মানুষটির মত এত বন্ধুসুলভ মানুষকে দেখার জন্য অবশ্যই যাবো সেই সাথে রথ ও দেখব কলাও বেচবো। শুভ কামনা থাকলো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার।।
@@tamzidislam2696 ধন্যবাদ আপনাকে। আমি যতদূর জানি আমার নানা বাড়ি এখন আর অবয়বে নাই, ওটা এখন শত টুকরো হয়ে গেছে উত্তর সূরীদের কল্যাণে। ওখানে কেউ কেউ বড় বড় দালান তুলেছে। অস্তিত্ব খুজে পাওয়া কঠিন হবে বলে মনে হয়।।
দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু.... দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ঘাসের কনার উপর একটি শিশির বিন্দু..... দেশে ফিরলে অবশ্যই যাবো এখানে
অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আর জনাব ইমরান সাহেবের কথা না বললেই নয়। কথা ও আচরণে অমায়িক ভদ্র ও আন্তরিকতায় পরিপূর্ণ। যথেষ্ট শিক্ষিত, মার্জিত, রুচিশীল যা দেখলেই বুঝা যায়। আর শেষের দিকে ঢাকাইয়া শোববাষী ভাষায় যে শের টা পড়লেন ওটা যেন পুরো ঢাকাইয়া নবাব ও জমিদারির ষোলকলা পূর্ণ করে দিল। আল্লাহ উনার ভালো করুক, হেফাজতে রাখুক
ভাই, এতদিন কেনো আপনার চ্যানেল দেখলাম না!!! দারুণ, অসাধারণ। এত বিনয়ী মানুষ আগে দেখিনি, খুবই ভালো লাগলো। ফ্রি খাওয়ার ব্যাপারটা বুঝলাম না, অর্থের বিনিময়ে হলে সুন্দর হতো। ধন্যবাদ
He should be honored for his dedication. Government should help him to preserve the heritage.. Lots of respect for him. I will definitely go there to discover the history & see him physically.
Very nice uploading ..very nice video ..and one more thing is that describe o Kora nicly...I am from Kolkata...Jodi kokhono Bangladesh jai amra ki ekhane berate jete pari?
বিদেশে বেশির ভাগ টেবিল এরকম ছোটবড় করার সিস্টেমে বানানো। তারা সোফাও এমন সিস্টেমে বানায় যে ওটাকে ইচ্ছে করলে ডাবল বিছানা বানিয়ে ব্যবহার করতে পারবেন। ইমরান সাহেবের কথাগুলো খুব প্রানবন্ত বলে ভাল লাগল ভিডিওটা দেখে।👍🏼
AssalmuAlikum Dear Mr.Emran sir. I was amazed your amazing explanation of your ansestor heritage. Also from the beginning hearing Azan it make me feel like so humble. May Allah bless you both Mr.Emran and who recorded.
Hello, Great 👍 to know. Sixth generation is lucky he saw in his open eyes and taking openly. Regards to him, blessings to his longevity with good health, Bye Zeenat watching from Canada 🇨🇦
I'm impressed and delighted to watch this informative documentary video that captures the history and heritage of the then DACCA and Sonargaon territory. Requested to bring more documentary videos on historical aspects of our beautiful country to inspire people to get to know.
Such a great house! Mr.Emran is highly well known as accomplished, dainty as well as he is very generous and I fond of him, i meet him frequent time. Heritage is precious for each country cause we owe to future, Save puran Dhaka is really great association,. Thank you Very much both of you, indeed I'm profound elated to regard all as well as i can't justify heritage in just few words, it looks amazing
Thanks to video presenter for choosing a great historical facts. Mr Emran undoubtedly a telent and better muslim. He bears the smell of SIMPLICITY AND TRUTH. what a great man is HE only the minds eye can see it. I hope to visit this place and have a brotherly dialogue. Allah bless. From Habigonj.
thank you
thank you too
thank you
thank you
Yyyyuuuuyyyyuyuuuuuuùuuuuuuuuùùuuuuuùùuuuuuuuuuuuuuuuuuuuuuuùuuuuuuuuuuuuuuùuuuùuuuuuùuuuuuuùùuùùuuùùuuùùuuuuùuu
ইমরান সাহেব চরম স্মার্ট একজন মানুষ।খুব ভালোলাগলো।
বেশ বনেদী পরিবার।
আর তার উপস্থাপনা সত্যি উপভোগ্য।
আর গলাটাও মায়াবী।
সত্যি ই জমিদার সাহেব খুব আন্তরিক ও সৌখিন মানুষ। আল্লাহ উনাকে ভালো রাখুক।
আপনাকে ধন্যবাদ
@@InfoHunter আপনাকেও ধন্যবাদ এত সুন্দর কন্টেন্ট উপহার দেওয়ার জন্য।❤️
আশা করি সব সময় পাশে থেকে উৎসাহ দিবেন।
@@InfoHunter ইনশাআল্লাহ। দোয়া করি সামনে আরো এগিয়ে যান এবং আশা করি আরো সুন্দর সুন্দর ইতিহাস বিষয়ক কন্টেন্ট আমাদের উপহার দিবেন🥰
ধন্যবাদ
খুব ভালো লাগলো। আর ইমরান সাহেব কে ভীষণ আন্তরিক মনে হয়েছে। আশা করি উনার ভবিষ্যৎ প্রজন্ম ওনার মতো যত্নশীল হবে ঐতিহ্য সংরক্ষণে।
এই লোকটিকে আমার অনেক ভালো লাগলো, তার আন্তরিকতা তো অসাধারন৷
thank you too
Beshi kotha bole matha dhore jay aste aste time niye bole na mukhostho mone hoy
ব্যবহারে বংশের পরিচয় কথাটা অনেক পুরানো...।খুব ভালো লাগলো জনাব ইমরানকে দেখে।
মানুষ কতো সুন্দর করে উপস্থাপন করতে পারে তা এই ব্যক্তিকে না দেখলে অদেখা থাকতো এক জন ভালো মানুষে
ধন্যবাদ
ইমরান সাহেব একজন নিরহংকার মানুষ,,,আল্লাহ যেন তিনার হায়াত,,বাড়িয়ে দেয়,,congratulations,, এমরান সাহেব,,আপনাকে,,আপনার ব্যাবহার,, অনেক, ভাল লাগলো,,আপনার আদর্শ দিয়ে,,অাপনার একটি সন্তান,,গড়ে তোলার অনুরোধ,, আপনার প্রতি রইল,,,,,
বাহ্ মনকাড়া একটি শিক্ষনীয় দারুন অনুষ্ঠান আলহামদুলিল্লাহ
ভিডিও এর শুরুতে আযান।
আহা শুনে কি শান্তি।
মাশাআল্লাহ হুজুরের ভয়েস❤️
thank you
@@InfoHunter erase RR
ইমরান সাহেবের আন্তরিকতা খুব ভাল লেগেছে, ধন্যবাদ জনাব ইমরান
ধন্যবাদ আপনাকে
Thanks Mr imran
আমার সৌভাগ্য হয়েছিলো এক রাতে তাঁর জমিদার বাড়ির মেহমান হওয়ার। অত্যন্ত ভালো মানুষ তিনি।
পুরান ঢাকাকে এজন্যই এতটা ভালো লাগে আমার৷ এখনো সেইসব সোনালী দিনের অসংখ্য ছাপ রয়ে গেছে পুরান ঢাকায়।
ইতিহাস নির্ভর এ তথ্য সংগ্রহকারীর জন্য শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ
কি মিশুক উনি। মাশআল্লাহ। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক😍
এরাই হলো বাংলার আসল জমিদার এক কথায় অসাধারণ
অসাধারন, মুসলিম ঐতিহ্যের ধারক/ বাহক ইমরান সাহেব। শুভকামনা রইল তার প্রতি।
আপনাকেও ধন্যবাদ
সত্যি জমিদার সাহেবের আন্তরিকতা প্রসংশার দাবিদার 👌👌
ধন্যবাদ আপনাকে এমন অসাধারণ ভিডিও শেয়ার করার জন্য 🤗🤗🤗
আপনাকেও ধন্যবাদ
সত্যিই আমি হতভম্ব। এধন দিলখোলা মানুষ এখনও পৃথিবীতে তাহলে আছে।
গেলে আরও ভাল লাগবে আপনার
আল্লাহু আকবর অনেক সুন্দর লাগলো। কোরআন টা দেখে মনে শান্তি লাগলো
thank you
@@InfoHunter আল্লাহ পাক সোনার গাঁ আসার সুযোগ করে দিলে।
আরেকটা ঐতিহাসিক কাইকারটেক হাট।যেখানে প্রায় সব কিছুই পাওয়া যায়।আর হাট বসে প্রতি রবিবার। এবং নারায়ণ গন্জের নবীগঞ্জ ঘাট পার হয়ে সিএনজি / কোন গাড়ি ওয়ালাকে বললেই নিয়ে যাবে হাটে।এরপরও লাগঙ্গ বন্দ সোনার গাঁ যাওয়ার অনেক আগেই আসবে লাঙ্গল বন্দ স্টান। + মোগড়াপারা চৌরাস্তা দিয়েও যাওয়া যায়।
অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো। পারলে আপনার নাম্বারটা দিবেন
মাশাআল্লাহ! আলহামদুলিল্লাহ ❣️
অনেক ভালো মানুষ, true জমিদার ❣️
এক কথায় অসাধারণ। ইনশাল্লাহ দেশে ডিসেম্বর মাসে পরিবার নিয়ে আসব তখন অবশ্যই এখানে জাব। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য 👍👍
আপনাকেও ধন্যবাদ
চমৎকার। এই জনপদের ঐতিহ্য রেকর্ড করে রাখার জন্য এবং আমাদেরকে জানানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ
ঐতিহ্যকে ধারণ ও লালনের অসাধারণ চিন্তাশক্তি। আপনাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
আমি ভারতের শান্তিনিকেতনে থাকি,সত্তর পেরিয়েছি,কোলকাতায় পড়ার সময় মুক্তিযোদ্ধা দের স্বেচ্ছাসেবক হয়ে কিঞ্চিৎ কাজ করেছি তারপর স্বাধীন বাংলাদেশে আর যাওয়া হয় নি, আপনার এই ভিডিও দেখে আমার চোখে জল এনে দিল, ছোট বেলায় এক জমিদার বাড়িতে মানুষ হয়েছি,
বতর্মান বংশধর ইমরান সাহেব কে দেখে খুব ভালো লাগল,একটি বার যেতে চাই সে আশা কি পূরণ হবে।
অবশ্যই আসবেন ইনশাআল্লাহ
চলে আসুন
আলহামদুলিল্লাহ চোখটা জুড়িয়ে গেলো আর জমিদার বংশের মানুষকে কে দেখে বড় ভালো লাগলো ভালো থাকবেন জমিদার সাহেব।
thank you
বেচরাম দেউরি আমার নানার বাড়ি। কত শতবার গিয়েছি তার কোন হিসেব নেই। কিন্তু দূর্ভাগ্য বুড়া হয়ে যাচ্ছি আজও জানা হোলো না এখানে একটা জমিদার বাড়ি আছে......!! আমার নানা বাড়িকে সবাই কাজী বাড়ি বলে কাজী বংশ বলে সবাই তাই বলে। আমার নানার বাড়িটাও বেশ পুরনো দের দুশ বছরের কম হবে না। ঐ এলাকায় পুরনো ধাঁচের অনেক স্থাপনা আমি ৩০ বছর আগে ও দেখেছি বর্তমানে কি অবস্থায় আছে ওগুলো বলতে পারবো না।
যা-ই হোক প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অসাধারণ একটা ভিডিও অতৃপ্ত আত্মাকে শান্তি দেওয়ার জন্য পরিবেশন করেছেন আবারও ধন্যবাদ 💯❤️💚
জমিদার এমরান সাহেব এক কথায় অসাধারণ একজন মানুষ। ওনার কথা বলার ধরন ও উপস্থাপন সত্যি ই মনে রাখার মত। জমিদার বাড়ি তো এই জীবনে বহু দেখেছি, কিন্তু এই মানুষটির মত এত বন্ধুসুলভ মানুষকে দেখার জন্য অবশ্যই যাবো সেই সাথে রথ ও দেখব কলাও বেচবো।
শুভ কামনা থাকলো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার।।
ধন্যবাদ আপনাকেও
Apner nana bari Ki visit kora possible ? Apni Ki akhon desh er baire thaken ?
@@InfoHunter ❤️
@@tamzidislam2696 ধন্যবাদ আপনাকে। আমি যতদূর জানি আমার নানা বাড়ি এখন আর অবয়বে নাই, ওটা এখন শত টুকরো হয়ে গেছে উত্তর সূরীদের কল্যাণে। ওখানে কেউ কেউ বড় বড় দালান তুলেছে। অস্তিত্ব খুজে পাওয়া কঠিন হবে বলে মনে হয়।।
আবুল খয়রাত রোড সহ অনেক কিছুর নাম জানতাম , কিন্তু এই বাড়ীটি সম্পর্কে কিছু জানতাম না । খুব ভালো লাগলো ।
thank you
সবচেয়ে বড় কথা হলো লোকটা অসাধারণ... 🥰
কথা বার্তায় খুবই আন্তরিক,,, প্রকৃত শিক্ষিত এবং বড় মাপের মানুষ এনারাই,,, সম্মান রইল আপনার প্রতি।
thank you
দেখিতে গিয়েছি পর্বতমালা
দেখিতে গিয়েছি সিন্ধু....
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ঘাসের কনার উপর
একটি শিশির বিন্দু.....
দেশে ফিরলে অবশ্যই যাবো এখানে
অবশ্যই আসবেন
একটি ধানের শিষের উপর
একটি শিশির বিন্দু
বাহ বাহ বাহ....!!!!
বহুত খুব... "!!!!!
বাইজি সেতু
বহুত খুব....!!!
আপনাকে ওনেক ওনেক ধন্যবাদ এমন একটা শতবছর পুরনো জমিদার বাড়ি দেখানোর জন্য
মাশাআল্লাহ জমিদার বাড়ি টা অনেক সুন্দর লাগলো আর জমিদারবাড়ির তার থেকেও বেশি সুন্দর লাগলো নিজের হাতের লেখা আল কোরআন টা
ইনডিয়ার থেকে বলছি আমার ভিডিও টা খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এবং মৌলভীসাহেব কে।
thank you too vi
Thank you for this informative video. আমি অনেক বছর পুরানো ঢাকায় ছিলাম, কিন্তু এই ইতিহাস এবং এই জমিদার বাড়ি ও সম্মানিত পরিবার সম্পর্কে জানা ছিলোনা
thank you too
জমিদারদের ঐতিহ্য দেখে অবাক হলাম। সাহেবজাদা ইমরান সাহেবের আতিথেয়তাও অবাক করল
অসাধারণ ভালো লাগলো ভিডিও দেখে । হারিয়ে যেয়েও হারিয়ে গেলো না শুধু আপনার ভিডিও এর কারণে
thank you
উনার কথা বলার দক্ষতা অসাধারণ।
ইমরান সাহেবের অমায়িক ব্যাবহার আমাকে মুগ্ধ করেছে
" when the ornaments are destroyed, will get it back 100"% ,
But when the heritage is destroyed you will never never get it back "
🙏🙏
thank you
অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন।
আর জনাব ইমরান সাহেবের কথা না বললেই নয়। কথা ও আচরণে অমায়িক ভদ্র ও আন্তরিকতায় পরিপূর্ণ। যথেষ্ট শিক্ষিত, মার্জিত, রুচিশীল যা দেখলেই বুঝা যায়। আর শেষের দিকে ঢাকাইয়া শোববাষী ভাষায় যে শের টা পড়লেন ওটা যেন পুরো ঢাকাইয়া নবাব ও জমিদারির ষোলকলা পূর্ণ করে দিল। আল্লাহ উনার ভালো করুক, হেফাজতে রাখুক
thank you
যে নাম পুরো বিশ্বকে কাঁপায় 💗😍
তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 👍❤
ভাই আমি।ভারত থেকে।আপনার ভিডিও।দেখলাম খুব ভালো লাগলো। সবথেকে বেশি ভালো।জমিদারের বংশ ধরের কথা
thank you vi
ভাই, এতদিন কেনো আপনার চ্যানেল দেখলাম না!!! দারুণ, অসাধারণ। এত বিনয়ী মানুষ আগে দেখিনি, খুবই ভালো লাগলো। ফ্রি খাওয়ার ব্যাপারটা বুঝলাম না, অর্থের বিনিময়ে হলে সুন্দর হতো। ধন্যবাদ
খাওয়া তো অর্থের বিনিময়ে
@@InfoHunter ওহ তাই, আপনি বল্লেন আগের দিন ফোন করে জানাতে হবে। Ok thanks brother.
আপনাকেও ধন্যবাদ
দারুন ভিডিও ভাই! লোকটার মধ্যে একটা জমিদারি ভাব আছে, অহংকার নেই, এত মিশুক woww! আমার বাড়ি সোনারগাঁ! Proud
এই জমিদার পরিবারের লোকজন নিশ্চই ভালো ছিলেন তাছাড়া টিকে থাকার কথা না।
মাশা আল্লাহ অনেক ভালো লাগলো ভিডিও টা দেখে এবং বাড়ির মালিকের কথা শুনে ধন্যবাদ ভাইয়া দের কে ....
thank you too
ইমরান সাহেবের হেরিটেজ এ একদিন মেহমান হবোই ইংশা আল্লাহ
ইনশাআল্লাহ
“ইংশাআল্লাহ” কোন ভাষা?
@@khokonmimikhan2658 আরবি ভাষা
@@khokonmimikhan2658 archojjo tumi ki muslim naa ? Etaa araabi shobdo. Ortho.... ''' jodi Allah chaahen''.
@@minhajtunu9513 I think uni bujhate chacchen ইনশাআল্লাহ te ন hobe ং hobe na
Aha mon bhore gelo. What a personality. Real dhormo procharok er bongshodhar.
পুরান ঢাকা হচ্ছে শত রহস্যে ঘেরা এক শহর।।।।
সত্যি তাই
I am from puran dhaka
video korar moto kichu jana thakle janaben
জ্বি ভাই আমি এই জমিদার বাড়ির পাশেই থাকি 💗 জন্মস্থান আমার।
I am from old dhaka
পুরান ঢাকার জমিদারবাড়ির গল্প শুনলাম খুব ভালো লাগলো অজানা অনেক কিছুই জানতে পারলাম শিখতে পারলাম শেয়ার করার জন্য ধন্যবাদ
thank you too
What a decent and gentle person he is. Can't believe he is such a lovable person. Love from India....❤❤❤❤❤
thank you so much
আমার ত ওখানে যেতে খুবই ইচ্ছে করছে।
গিয়ে উনার সাথে গল্প করতে আর ঐতিহ্য ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে
oboshoi jaben
মাশাআল্লাহ মারহাবা, আপনার জন্য দোয়া রইলো আপনার বংশপরিচয়ের যে জমিদার বংশের কৃতী সন্তান আপনাকে দেখলেই বোঝা যায়
thsnk you
Onek onek bhalo legeche ai video ta . Khoooob shundor
মাশা আল্লাহ
অনেক সহজ সরল মানুষ।
old is Gold,, sotti ey video ta dekle buja jai
রহস্যময় এক শহরের নাম পুরান ঢাকা,এর আরও ঐতিহ্য আপনার চ্যানেলের মাধ্যমে দেখতে চাই।
ইমশাআল্লাহ। আপনাদেরও সহযোগীতার প্রয়োজন
ও ভাই,
মহামূল্যবান ভিডিও!!
খাঁটি ঘৃত,খাঁটি মাখন,অরিজিনাল বাদাম মশলায় রিয়েল মোঘল রান্না এখানেই পাবো!!
আলহামদুলিল্লাহ্!!
অনেক দিনের শখ ও সুপ্তবাসনা পূরণ হবে ইন-শা-আল্লাহ্!!
জাজাকাল্লাহ্ খঈর ভাইজান।।
ভদ্রলোক এতো আন্তরিক!! অসাধারণ নিঅহংকার মানুষ
Hi
চমৎকার দৃশ্য দর্শনে অভিভূত ! সকলে ভালো থাকবেন ।
thank you
আলহামদুলিল্লাহ। ইনশা আল্লাহ বাচ্চাদের নিয়ে যাব।
insha allah
মাশা আল্লাহ,,, এত সুন্দর হাতের লেখা,,, দেখে মুগ্ধ হয়ে গেলাম
আবু মোহাম্মদ ইমরান ভাইকে আল্লাহ তায়ালা আনেক ভালো রাখুন ।
thank you vi
খুব সুন্দর ভিডিও দেখলাম, ধন্যবাদ আপনাকে ,এইরকম ভিডিও উপহার দেয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ। আশা করি subscribe করে পাশে থাকবেন
This Man is really energetic at this age❤️ Respect
Mashallah Alhamdulillah Darun Vlog
He should be honored for his dedication.
Government should help him to preserve the heritage..
Lots of respect for him.
I will definitely go there to discover the history & see him physically.
thank you
আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইতিহাস ও পারিবারিক ঐতিহ্য অতুলনীয়।
সত্যি অতুলনীয়।
Very nice uploading ..very nice video ..and one more thing is that describe o Kora nicly...I am from Kolkata...Jodi kokhono Bangladesh jai amra ki ekhane berate jete pari?
ইমরান সাহেবের কথাগুলো খুবই ভাললাগার মতো।
thank you
চমৎকার আথিতেয়তা 👌
বিদেশে বেশির ভাগ টেবিল এরকম ছোটবড় করার সিস্টেমে বানানো। তারা সোফাও এমন সিস্টেমে বানায় যে ওটাকে ইচ্ছে করলে ডাবল বিছানা বানিয়ে ব্যবহার করতে পারবেন। ইমরান সাহেবের কথাগুলো খুব প্রানবন্ত বলে ভাল লাগল ভিডিওটা দেখে।👍🏼
AssalmuAlikum Dear Mr.Emran sir. I was amazed your amazing explanation of your ansestor heritage. Also from the beginning hearing Azan it make me feel like so humble. May Allah bless you both Mr.Emran and who recorded.
thank you so much
Ameen
ameen
কথা শুনে খুব ভাল লাগলো বাস্তবে কেমন হবে জানিনা। একদিন জমিদার বাড়িতে যাব।
বাস্তবেও ভাল
বাংলার ঐতিহ্য আসলেই এককথায় অতুলনীয়💜💜
WOW i am really shoked...😍😍😍
এত বড় ইতিহাস...!!!
loved this video...!!!🥰🥰🥰
thank you
সম্মানিত ইউটিউবার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা অসাধারণ পোষ্টের জন্য !
অসাধারণ একটা ভিডিও চিত্র। আমি ভাবতেও পারিনি এমন ঐতিহ্য বাহী বাড়ি আজকে দেখতে পারবো। আমি এখানে আসতে চাই ।আমাকে কি আসতে দিবেন।
অবশ্যই আসতে পারবেন
আল্লাহ আপনার নেক হায়াত দান করুন,,,, আমিন 💕💕💕
thank you
অসাধারণ, এক কথায় অসাধারণ
Insha Allah I will be visit very soon including my family. Lot of thanks for this video.
thank you so much
Onak valo laglo asole
Amaro kob akhon issa korse je ackdin sorasori dake asbo 💗
Hello, Great 👍 to know. Sixth generation is lucky he saw in his open eyes and taking openly. Regards to him, blessings to his longevity with good health, Bye Zeenat watching from Canada 🇨🇦
thank you
heritage shop bepar ta khub vlo laglo.....nxt time dhaka gele obosshoi jabo
insha allah
এই বাড়ির উঠানে আমি আর ভাইয়া অনেক খেলেছি,,,😊😊😊 এটাকে সাব বাড়ি কই আমরা ,,,,
চমৎকার জায়গা
কোথায় এই জায়গায় টা একটু বলবেন?
পুরান ঢাকা বেচারাম দেউড়ি। ভিডিওর description box এ ডিটেইল দেয়া আছে
@@InfoHunter sukria
mehoman ati nehi apni marji se.. mehoman ato he allah taraf se..vai ei kotha ta sone amr chokher pani aisa porce...kotha ta khob bhalo lagce
অসাধারণ প্রচেস্টা। 😍👍
thank you vi
উনি যোগ্য উত্তরাধিকারী। কত যত্ন করে রেখেছেন পুরনো কত স্মৃতি । বেশিরভাগ মানুষ ই এসব বিক্রি করে বিদেশে চলে যান।🙏🙏
I'm impressed and delighted to watch this informative documentary video that captures the history and heritage of the then DACCA and Sonargaon territory. Requested to bring more documentary videos on historical aspects of our beautiful country to inspire people to get to know.
Insha allah I'll try my best. thank you so much
এই ঐতিহাসিক স্থান টি আমি দেখতে চাই।
Such a great house! Mr.Emran is highly well known as accomplished, dainty as well as he is very generous and I fond of him, i meet him frequent time. Heritage is precious for each country cause we owe to future, Save puran Dhaka is really great association,. Thank you Very much both of you, indeed I'm profound elated to regard all as well as i can't justify heritage in just few words, it looks amazing
thank you too
Phone number
মানিকগঞ্জে কাজী নজরুলের প্রেমের সাক্ষী যে জমিদার বাড়ি
ua-cam.com/video/FwvMPqPvKqQ/v-deo.html
চাইলে দেখে নিতে পারেন
চমৎকার একটা প্রগ্রাম দেখলাম ।আশা করি দেখতে আসবো
thank you
মোবারক বাদ আললাহ মনজুর করলে দেখতে আসবো ইনশাআল্লাহ
insha allah
অসাধারণ মানুষ। ভারত থেকে আন্তরিক ভালোবাসা। যাবো একদিন আশা রাখছি।
দাওয়াত রইলো
@@InfoHunter ❤️
Sotti khob osadharon laglo
thank you
Kub kub valo laglo. In sha Allah jabo
thank you
Awesome... What a great gentleman this person is!!!
thank you
Khub valo laglo video ti dekhe.. amn manush khub kom e achen
thank you
আমি পুরান ঢাকার ছেলে হয়ে কিন্তু আমিই যানিনা যে বেচারাম দেউড়ি তে এই ইতিহাস আছে।
জেনে কেমন লাগলো জানাবেন
@@InfoHunter @ অবশ্যই ভালো, দেশে আসলে আসা হবে এই বেচারাম দেউড়ির এই বাড়িটিতে।
thank you
Same here. I am speechless
আমি ও জানতাম না।
একদিনের জন্যে হলেও যেতে হবে।