বাংলাদেশের সবাই লস করেছে বায়োফ্লক করে। এখনো যারা ফেসবুকে বায়োফ্লক ট্রেনিং দিয়ে টাকা নিচ্ছে তাদের শাস্তি চাচ্ছি। এবং শিক্ষিত যুবকদের এদের হাত থেকে বাঁচাবার জন্য অনুরোধ জানাচ্ছি।
যারা আমাদের মতো তরুণ, তারা জীবনের শুরুতে যদি এমন ব্যর্থ হয়, তাহলে তার জীবনটাই থমকে যায়, আর এমন নাটকীয় ভাবে প্রতিবেদন গুলো তৈরী করে, যা দেখে মনে হয় আজকে শুরু করলে কালকে লাখ পতি😭😭😭
বিশেষ ধন্যবাদ, শেরে বাংলা ইউনিভার্সিটির স্যার কে।। অতি উতসাহ থামানো!! 😭😭😭উনার জন্য অনেক চ্যালেঞ্জ ছিলো।। আসলে আমাদের যুবকদের একটু শিক্ষা হওয়া দরকার আছে।। আমি নিজেও একজন ভুক্তভোগী।।
আপনাদের এরকম একটা প্রতিবেদন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি শুধু সাধারণ ইউটিউবার না, অনেক উচ্চ পর্যায়ের অনেক পরিচিত ব্যক্তি , স্বনামধন্য টিভি চ্যানেলের মালিক আছেন যার কারণে বায়োফ্লক চাষিরা সর্বস্বান্ত হয়ে গিয়েছে
উদ্যেক্তাদের মূল সমস্যা হচ্ছে সঠিক পরিকল্পনার অভাব, ট্রেনিংয়ের অভাব, যেকোনো কিছুর উদ্যেগ নিলে অবশ্যই সেটা সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে, সঠিক পরিকল্পনা করতে হবে, তারপর আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে, পাশাপাশি বাস্তবতা এবং মাঠ পর্যায়ের সবকিছু বুঝতে হবে।
এর জন্য মূলত দায়ী শাইখ সিরাজ, সে সবসময়ই কিছু সফল উদ্যোক্তাকে রং চং মাখিয়ে সামনে নিয়ে আসে। কিন্তু বাকি 99% ব্যর্থতার গল্প সে কখনই প্রচার করে না, তাহলে মানুষ আরো সচেতনভাবে উদ্যোক্তা হতে পারত।
আসলেই লাভের খবর খুব ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়,,, চেলেন্জি খবর বা লোকসানের খবর কেউ প্রচার করে না। কোন কৃষি কর্মকর্তা তার খোঁজ খবর রাখে না। এদের বিরুদ্ধে একটা আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়া দরকার বলে আমি মনে করি।
ছিরাজ সাহেব নামকরা মানুষ ৷ কত কথা বলেন, কিন্তু কৃষিতে সরকারি প্রণোদনা কৃষক পায় কিনা, অথবা ভূয়া কৃষক এবং ফিল্ড সুপারভাইজাররা মিলে মিশে যে লোপাট করে তার খবর কোথাও বলা হয়না...
এটা আমাদের দুর্ভাগ্য যে, আমরা বাংলাদেশের মত একটা জায়গায় বাস করি। কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি 35 বছর পর অংশগ্রহণ করা যায় না। আপনাদের উচিত প্রশিক্ষণ কর্মশালা শুরু করা। বাংলাদেশের কৃষিভিত্তিক দেশ। এখানে কৃষিবিষয়ক উদ্যোক্তাদের সম্মান দেওয়া হয় না।
কথা গুলো বোঝার মতো । সত্য প্রতিবেদনটি তুলে ধরার জন্য ধন্যবাদ । ভূয়া বিজ্ঞাপন দেখে অনেকেই প্রতারিত হয়ে পথে বসেছে । অনেকেই আবার নিঃস্ব হয়ে ছেড়েছে বাড়িঘর ।
আমি এটা অনেক বছর আগে থেকেই বলি।একবার ওরা যেখানে যায়,তারপর আর কি হয় সেটা দেখায়না।এবং ব্যর্থদেরও দেখায়না।ওদের কাজ পাবলিককে বোকা বানিয়ে ভিউ নিয়ে কামাই করা
কতজন কৃষক কৃষি অফিসে যেয়ে পরামর্শ চায় ??? বেশির ভাগ মানুষই কৃষি অফিসের পরামর্শ ছাড়াই প্রজেক্ট শুরু করে দেয়। তারপর ধরা খাওয়া শুরু হলে কৃষি অফিসে দৌড়াদৌড়ি শুরু করে। বিঃদ্রঃ আমি কিন্তু কৃষি অফিসার না বা কৃষি অফিসে চাকরিও করি না। আশপাশের উদ্যোক্তাদের দেখে এই জিনিসটা বুঝছি।
বিনিয়োগ ছাড়া ধনী হওয়া যায়না স্যার এটা সত্যি আমি ৫ লাখ বিনিয়োগ করে মাসে ১ লাখ লাভ পাই। কিপ্টোমার্কেট সেরা সুবিধা ও লাভজনক। ওয়ারেন বাফেট। ইলন মাক্স সবাই কিপ্টো মার্কেটে বিনিয়োগ করে কোটিপতি হয়েছে
শায়েখ সিরাজ কিভাবে দায়ী হয় শুনি? সে কি বলছে কখনো আপনারা না জেনে শুনে উদ্যোক্তা হওয়া শুরু করেন? সে যতগুলা প্রোগ্রাম করেছে সব উদ্যোক্তাই আগে প্রশিক্ষণ নিয়েছে তারপর সফল হচ্ছে। শুধু প্রোগ্রাম দেখে উদ্যোক্তা হলে তো হবে না আগে সেই বিষয়ে জানতে হবে প্রশিক্ষণ নিতে হবে তারপর সে মাঠে নামবে তা না করে নেটে দেখেই উদ্যোক্তা হলে তো ধরা খাবেই। তবে এটাও সত্য কিছু ছাগল রঙ লাগিয়ে অনেক প্রচার করে ভিউ পাওয়ার আশায় যাদের ন্যূনতম যোগ্যতা নাই তাদের সাথে তো আর শায়েখ সিরাজ এর তুলনা করলে চলে না। আর যে উদ্যোক্তা হবে তার নিজের ভালো নিজেকে বুঝতে হবে। ভালোভাবে খোঁজখবর না নিয়ে ধরা খেলে তো আর নেট এর দোষ দিতে পারে না। আমার এক শিক্ষক সবসময় বলে যার যার কর্মফল সে সে ভোগ করবে। সে জন্য কেউ দায়ী নয়। তাই উদ্যোক্তাদের উচিত হবে আগে শিখে তারপর মাঠে নামতে। ধন্যবাদ।
বহুদিন পরে মনে হলো একটি সত্তিকারের প্রতিবেদন দেখতে পেলাম। এনটিভিকে অনেক ধন্যবাদ
সত্যি বলতে সাংবাদিক ভাইকে আমার মন থেকে অনেক অনেক গভীর শ্রদ্ধা ও ভালবাসা যে এরকম সত্যিকারের সত্য তুলে ধরার জন্য আর পরিশ্রম ছাড়া কেউ সফল হয় না ধন্যবাদ
বহুদিন পরে মনে হলো একটি সত্তিকারের প্রতিবেদন দেখতে পেলাম। এনটিভিকে অনেক ধন্যবাদ
X45
❤❤❤ make a new law
কোরিয়া চলে যান। 2 মাস ভাষা শিখে, মাসে ৩ লাখ বেত ন। স সম্পুর্ন free তে নিবে আপনাকে।আমাদের Kishorganj এ ঘ রে ঘ রে যাচ্ছে south korea
বাংলাদেশের সবাই লস করেছে বায়োফ্লক করে। এখনো যারা ফেসবুকে বায়োফ্লক ট্রেনিং দিয়ে টাকা নিচ্ছে তাদের শাস্তি চাচ্ছি। এবং শিক্ষিত যুবকদের এদের হাত থেকে বাঁচাবার জন্য অনুরোধ জানাচ্ছি।
মোট কথা হলো লোভ করে নয়। বুজে শুনে করতে হবে।
ধন্যবাদ N টিভি কে, এই রকম একটা প্রতিবেদন উপস্থাপনা করার জন্য।
অনেক দিন পর সত্য কথা বলার জন্য ধন্যবাদ বাস্তব অভিজ্ঞতা ছাড়া কেউই কোন যায়গায় হাত দিবেন না
অভিজ্ঞতা ছাড়া কোনো কাজে সফল হওয়া খুবি কষ্টকর। তাই প্রতিটা কাজ আগে শেখা উচিত
স্যালুট প্রতিবেদককে.. 😍😍😍
সময়োপযোগী প্রতিবেদন..❤❤
বাংলাদেশের মানুষেরা চায়, কিভাবে পরিশ্রম ছাড়া টাকা উপার্জন করা যাবে, এই স্বপ্নই তাদেরকে ফতুর করছে। আল্লাহ তাদের পরিশ্রমী হওয়ার তৌফিক দান করুন আমিন
ঠিক বলেছেন ভাই 1:18
Thik
সত্যিকারের বাস্তব ধর্মী প্রতিবেদন দেওয়ার জন্য এনটিভিকে অসংখ্য ধন্যবাদ ।
আজকে এই নিউজ টার কারনেই আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করলাম৷ অনেক ভালো একটা নিউজ করলেন৷ ধন্যবাদ৷
এনটিভিকে অসংখ্য ধন্যবাদ বাস্তব অভিজ্ঞতা দেয়ার জন্য।
অনেকদিন আগেই এই খবর প্রচার করা উচিৎ ছিল,,,,দেরিতে হলেও প্রকাশ করার জন্য NTV কে ধন্যবাদ।
এই ধরনের নিউজ প্রচার করার জন্য এনটিভিকে ধন্যবাদ।
ধন্যবাদ NTV কে ব্যর্থদের নিয়ে চমৎকার রিপোর্ট করার জন্য।
অনেক ধন্যবাদ এনটিভিকে যে এতো সুন্দর করে বাস্তবতার দৃশ্য তুলে ধরার জন্য
খুবই বাস্তবধর্মী এবং সময়োপযোগী নিউজ❤❤❤
ধন্যবাদ এনটিভি🖤❤️🖤
সারা জীবন দেখে আসলাম খালি সব কিছুতেই লাভ আর লাভ আজ দেখলাম বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন & সত্যিকারের খবর অনেক ধন্যবাদ এন টি ভি কে।
প্রশিক্ষণ ছাড়া কোন কাজ করতে গেলে সফল হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না।
এই প্রথম মন থেকে NTV কে সাবস্ক্রাইব করলাম❤❤
সত্য সবসময় NTV দুঃখে পাশে রয়
যারা আমাদের মতো তরুণ, তারা জীবনের শুরুতে যদি এমন ব্যর্থ হয়, তাহলে তার জীবনটাই থমকে যায়, আর এমন নাটকীয় ভাবে প্রতিবেদন গুলো তৈরী করে, যা দেখে মনে হয় আজকে শুরু করলে কালকে লাখ পতি😭😭😭
ধন্যবাদ এনটিভি কে,
বাস্তবসম্মত একটি প্রতিবেদন করার জন্য।
NTV কে ধন্যবাদ
যুগোপযোগী খবর প্রচার করার জন্য
এনটিভিকে মনের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটা খবর প্রকাশ করার জন্য ধন্যবাদ এন টিভি
ধন্যবাদ সবার মাঝে তুলে ধরার জন্য
NTV কে অনেক ধন্যবাদ এমন একটি প্রোগ্রাম করার জন্য।
যারা এসব গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক
অসংখ্য্ ধন্যবাদ এনটিভি রিপোটার ভাইকে। আমরা আশা করছি প্রতি সপ্তাহে
এ-ই রকম একটা প্রতিবেদন দেওয়া উচিত । ধন্যবাদ এনটিভি
এটা খুবই দুঃখজনক। এসব প্রতারকদের আইনের আওতায় আনা হোক
lol😅😅😅😅😅
ধন্যবাদ NTV কে এ ধরনের একটি সচেতন মূলক ভিডিও দেয়ার জন্য।
আলহামদুলিল্লাহ খুব প্রয়োজনিয় একটা নিউজ
বিশেষ ধন্যবাদ, শেরে বাংলা ইউনিভার্সিটির স্যার কে।। অতি উতসাহ থামানো!! 😭😭😭উনার জন্য অনেক চ্যালেঞ্জ ছিলো।। আসলে আমাদের যুবকদের একটু শিক্ষা হওয়া দরকার আছে।। আমি নিজেও একজন ভুক্তভোগী।।
ধন্যবাদ আপনাদের সঠিক তথ্য তুলে ধরার জন্য
NTV কে ধন্যবাদ। এমন একটা প্রতিবেদন করার জন্য
ধন্যবাদ এনটিভিকে আসল সত্যিটা তুলে ধরার জন্য ❤ ভিডিওটি দেখে আমরা সবাই যেন সচেতন হই...
অসাধারণ একটি সচেতন মূলক প্রতিবেদন। এনটিভি সত্যিই একটি অনেস্ট চ্যানেল।
পোল্ট্রি সেক্টরে অভিজ্ঞতা নিয়ে আসলেও লস এবং নিজের মুল্যবান সময় নষ্ট করা ছাড়া আর কোন বিকল্প নেই, ধন্যবাদ সাংবাদিক কে সঠিক তথ্য তুলে ধরার জন্য।
আপনাদের এরকম একটা প্রতিবেদন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি শুধু সাধারণ ইউটিউবার না, অনেক উচ্চ পর্যায়ের অনেক পরিচিত ব্যক্তি , স্বনামধন্য টিভি চ্যানেলের মালিক আছেন যার কারণে বায়োফ্লক চাষিরা সর্বস্বান্ত হয়ে গিয়েছে
উদ্যেক্তাদের মূল সমস্যা হচ্ছে সঠিক পরিকল্পনার অভাব, ট্রেনিংয়ের অভাব, যেকোনো কিছুর উদ্যেগ নিলে অবশ্যই সেটা সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে, সঠিক পরিকল্পনা করতে হবে, তারপর আপনাকে অনেক পরিশ্রমী হতে হবে, পাশাপাশি বাস্তবতা এবং মাঠ পর্যায়ের সবকিছু বুঝতে হবে।
ধন্যবাদ এনটিভিকে এরকম প্রতিবেদন দেওয়ার জন্য
এর জন্য মূলত দায়ী শাইখ সিরাজ, সে সবসময়ই কিছু সফল উদ্যোক্তাকে রং চং মাখিয়ে সামনে নিয়ে আসে। কিন্তু বাকি 99% ব্যর্থতার গল্প সে কখনই প্রচার করে না, তাহলে মানুষ আরো সচেতনভাবে উদ্যোক্তা হতে পারত।
শাইখ সিরাজ একলা না,ব্যাঙ্গের ছাতার মতো বহুত ইউটিউবার গজিয়েছে।
আসলেই লাভের খবর খুব ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হয়,,, চেলেন্জি খবর বা লোকসানের খবর কেউ প্রচার করে না। কোন কৃষি কর্মকর্তা তার খোঁজ খবর রাখে না। এদের বিরুদ্ধে একটা আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়া দরকার বলে আমি মনে করি।
ছিরাজ সাহেব নামকরা মানুষ ৷ কত কথা বলেন, কিন্তু কৃষিতে সরকারি প্রণোদনা কৃষক পায় কিনা, অথবা ভূয়া কৃষক এবং ফিল্ড সুপারভাইজাররা মিলে মিশে যে লোপাট করে তার খবর কোথাও বলা হয়না...
সিরাজ সাহেব মাল কামাই য়া বসে আছে আমার ফকির হয়ে গেছি
এই কথাটা অনেকেই বুঝতে পারেনা, শাইখ সিরাজ আমার অপছন্দের একজন ব্যক্তি।
এই প্রতিবেদনটা আসলে সত্যি তার প্রমান আমি নিজেই।
বলাটা যত সহজ করাটা অনেক কষ্টকর।
একদম সৎ এবং সঠিক নিউজ। এটাই বাস্তব।
রঙিন স্বপ্ন , বাস্তব জীবনে অনেক কঠিন, সঠিক প্রতিবেদন করেছেন, ধন্যবাদ এন টিভি
বহুদিন পরে মনে হলো একটি সত্যিকার প্রতিবেদন দেখতে পেলাম
সত্য ঘটনা তুলে ধারায় ধন্যবাদ Ntv Channel কে
ব্যতিক্রম খবর, ধন্যবাদ NTV❤
সব কিছুর আগে বাস্তব জ্ঞিয়ান থাকয়ে হবে।
এবং যে ব্যবসা করবেন।
তার পতিকার এবং ছোট থেকে শুরু করবেন।
তার বাস্তব অবিজ্ঞতা থাকতে হবে
এটা আমাদের দুর্ভাগ্য যে, আমরা বাংলাদেশের মত একটা জায়গায় বাস করি। কৃষি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি 35 বছর পর অংশগ্রহণ করা যায় না। আপনাদের উচিত প্রশিক্ষণ কর্মশালা শুরু করা। বাংলাদেশের কৃষিভিত্তিক দেশ। এখানে কৃষিবিষয়ক উদ্যোক্তাদের সম্মান দেওয়া হয় না।
ঠিক বলছেন আপনি।
একম
ধন্যবাদ এন টিভিকে এমন সত্যি টা তুলে ধরার জন্য ❤
এটাই বাস্তব চিত্র, আমি পাখি পুষে অনেক ক্ষতি হয়েছে৷ কিনতে গেলে চড়া দামে কিনতে হয় আর বিক্রি করতে গেলে তখন দামে থাকে না৷
সকলে সফলতার কথা বলে, আপনি ব্যার্থতার কথা তুলে ধরেছেন খুব ভালো
Exactly same goes for freelancers. The internet says the thing what we really expect to see but in reality its far more difficult.
Freelancing করে বড়লোক হয়েছে অনেকে। আমিও ফ্রী ল্যান্সিং এ ঢুকবো।
চমৎকার নিউজ। ধন্যবাদ এটিএন বাংলা কে।
সমসাময়িক একটা বিষয় নিয়ে সংবাদ প্রচার করায় এনটিভিতে ধন্যবাদ। দেশটা কৃষি বাটপারে ভরে গেছে। আর দামী দামীলোক ভাড়া করে বেশি দামে চারা বিক্রি করছে।
সত্যিকারে প্রতিবেদনের জন্য ধন্যবাদ
সত্য তুলে ধরার জন্য Ntv কে অসংখ্য ধন্যবাদ।👍👍👍
চমৎকার প্রতিবেদন, ধন্যবাদ এনটিভিকে।
শিক্ষার ব্যবস্থা কি????
ইউটিউব যেমন সহজলভ্য কিন্তু এসব সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানে ট্রেনিং কে ও সহজলভ্য করা উচিৎ
আপনাকে অনেক ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য।
Thank you mr. Dv harun because of some truthful information about corrupted police and other bad man.
ধন্যবাদ #ntv বাস্তবতা তুলে ধরার জন্য।
আগে শিখতে হবে, অথবা পরীক্ষামূলক ভাবে কিছু করতে হবে, শুধুমাত্র ইউটিউবারদের দোষ দিয়ে লাভ নেই
Age puro video dekhte hbe tarpor montobbo korte hobe. Intro/Thumbnail dekhe karo dosh diye lav nei.
Correct
ঠিক
ব্যবসা অল্প দিয়ে করতে হয়, বাস্তব অভিজ্ঞতা হবে বুঝতে হবে তারপরে লাভ হবে,
সময়োপযোগী একটা প্রতিবেদন। ধন্যবাদ NTV কে।
কথা গুলো বোঝার মতো ।
সত্য প্রতিবেদনটি তুলে ধরার জন্য ধন্যবাদ ।
ভূয়া বিজ্ঞাপন দেখে অনেকেই প্রতারিত হয়ে পথে বসেছে ।
অনেকেই আবার নিঃস্ব হয়ে ছেড়েছে বাড়িঘর ।
শায়খ সিরাজের ভিডিও দেখে যারা উদ্দোক্তা হতে চায় তারা এভাবেই মারা খাবে। শায়খ সিরাজের অনুষ্ঠান বন্ধ করা উচিত।
ওনারা শুধু সফলতা বিষয় উপস্থাপন করে যারা ব্যর্থ হয় তাদের খবর উপস্থাপন করে না
করলে তো মানুষ অনুষ্ঠান দেখবো না আর ওদের টাকা ইনকামও হবে না ।
ভাই যে ছেলেটার ভিডিও দেখছ ওই চ্যানেল টা কিন্তু শাইখ সিরাজের বর্তমানে যে চ্যানেলের ভিডিও দেখছো এইটা কিন্তু শাইখ সিরাজের
তালহা জুবায়ের, কামরুজ্জামান,মেহেদী মাসুদ এরা হল বড় বাটপার।
আবালের দল,বাবার হোটেলে খাও।আর এসব চিন্তা করো।
আমি এটা অনেক বছর আগে থেকেই বলি।একবার ওরা যেখানে যায়,তারপর আর কি হয় সেটা দেখায়না।এবং ব্যর্থদেরও দেখায়না।ওদের কাজ পাবলিককে বোকা বানিয়ে ভিউ নিয়ে কামাই করা
বাহ্ দারুন একটি খবর ❤❤ ধন্যবাদ সাংবাদিক ভাইকে।
শাইখ সিরাজ সাহেবকে দেখানো দরকার।
আর তালহা স্যার?
উনার কারনে দেশ নষ্ট হয়ে যাচ্ছে
@@rudroasaduzzaman2999 দালাল কে আবার স্যারো বলেন।
সিরাজ,তালহা বাংলার কলংক
(চটকদার কথায় আমরা তাদের প্রতি মুগ্ধ হয়ে তাদেরকে কোটিপতি বানিয়ে দিয়েছি)
একদম বাস্তব সম্মত খবর প্রচারের জন্য ধন্যবাদ
সফলতার কোন শটকাট হয় না, অনেক কাঠখড় পুড়িয়ে এরপর সফলতা আসে এমনই নয়
রাইট
সত্য প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।
কৃষির গাইডলাইন দেওয়ার দায়িত্ব কার নিশ্চয়ই কৃষি কর্মকর্তার। কিন্তু তারা কতটুকু কৃষককে পরামর্শ দিয়ে সাহায্য করে?
তারা অফিসের চেয়ারে সুপার গ্লু লাগিয়ে বসেছে কেউ হাত ধরে টেনে নিয়ে যেতে পারবেনা 😁😁😁
তারা টাকা ছাড়া আপনাকে পরামর্শও দেয়না
তারাতো মাস শেষে মোটা বেতন পান! তাই তাদের কোনো চিন্তা নেই।
কতজন কৃষক কৃষি অফিসে যেয়ে পরামর্শ চায় ??? বেশির ভাগ মানুষই কৃষি অফিসের পরামর্শ ছাড়াই প্রজেক্ট শুরু করে দেয়। তারপর ধরা খাওয়া শুরু হলে কৃষি অফিসে দৌড়াদৌড়ি শুরু করে।
বিঃদ্রঃ আমি কিন্তু কৃষি অফিসার না বা কৃষি অফিসে চাকরিও করি না। আশপাশের উদ্যোক্তাদের দেখে এই জিনিসটা বুঝছি।
তারা সরকারি চেয়ারে ঘুমায়, মাঠে নেই
সত্যিই সত্য কথা
বিনিয়োগ ছাড়া ধনী হওয়া যায়না স্যার এটা সত্যি আমি ৫ লাখ বিনিয়োগ করে মাসে ১ লাখ লাভ পাই। কিপ্টোমার্কেট সেরা সুবিধা ও লাভজনক। ওয়ারেন বাফেট। ইলন মাক্স সবাই কিপ্টো মার্কেটে বিনিয়োগ করে কোটিপতি হয়েছে
অসাধারণ প্রতিবেদন। ধন্যবাদ
আমি একজন সিংগাপুর প্রবাসি। আমার মা ১ টা গোরু থেকে ১১ গোরু উতপাদন করেছেন এখন চারটা গাভিন আমার মা অনেক লাকী। মোট ৭রছর সময়ে এক দিনে না ভাই।
খুব উপকারী প্রতিবেদন প্রকাশ করার জন্য ধন্যবাদ ❤
না জেনে শুনে নামলে লস হবে স্বাভাবিক বিষয় এটা।😊
এর জন্য সবচেয়ে বেশি দায়ী শায়েখ সিরাজ এর মত মানুষ
100%
ওনারা শুধু সফলতা বিষয় উপস্থাপন করে যারা ব্যর্থ হয় তাদের খবর উপস্থাপন করে না
করলে তো মানুষ অনুষ্ঠান দেখবো না আর ওদের টাকা ইনকামও হবে না
রাইট
শায়েখ সিরাজ কিভাবে দায়ী হয় শুনি? সে কি বলছে কখনো আপনারা না জেনে শুনে উদ্যোক্তা হওয়া শুরু করেন? সে যতগুলা প্রোগ্রাম করেছে সব উদ্যোক্তাই আগে প্রশিক্ষণ নিয়েছে তারপর সফল হচ্ছে। শুধু প্রোগ্রাম দেখে উদ্যোক্তা হলে তো হবে না আগে সেই বিষয়ে জানতে হবে প্রশিক্ষণ নিতে হবে তারপর সে মাঠে নামবে তা না করে নেটে দেখেই উদ্যোক্তা হলে তো ধরা খাবেই। তবে এটাও সত্য কিছু ছাগল রঙ লাগিয়ে অনেক প্রচার করে ভিউ পাওয়ার আশায় যাদের ন্যূনতম যোগ্যতা নাই তাদের সাথে তো আর শায়েখ সিরাজ এর তুলনা করলে চলে না। আর যে উদ্যোক্তা হবে তার নিজের ভালো নিজেকে বুঝতে হবে। ভালোভাবে খোঁজখবর না নিয়ে ধরা খেলে তো আর নেট এর দোষ দিতে পারে না। আমার এক শিক্ষক সবসময় বলে যার যার কর্মফল সে সে ভোগ করবে। সে জন্য কেউ দায়ী নয়। তাই উদ্যোক্তাদের উচিত হবে আগে শিখে তারপর মাঠে নামতে। ধন্যবাদ।
yes
সত্যি কথাগুলো বলার জন্য ধন্যবাদ ❤।
আমার ও একি অবস্থা ভাই।৩ বছরে ২৫ লাখ টাকা শেষ করে এখন খামারে কুকুর পালন করব।চিন্তা করতেছি।মনের কথা তুলে ধরার জন্য ধন্যবাদ।❤
কি খামার দিছিলেন?
খুব ভালো লাগলো সত্যি একটি খবর শুনে উইটুবে ডুকলেই শুধু লাব আর লাব মনে করে কত কিছু না করলাম কোন লাব পেলাম না আপনাকে অনেক ধন্যবাদ😢😢😢
৯০ এর দশকে বিটিভি এর মাটি ও মানুষ একই কাজ করত ! শুধু সফলতাই দেখাত, রিস্ক ফ্যাক্টর বলত না।শেখার গুরুত্ব ও বলত না।।
সঠিক ও প্রয়োজনীয় খবর দেখানোর জন্য ধন্যবাদ
এই ধরনের ইউটিউবার দের বিরুদ্ধে আইনগত বেবস্থা নিলে সাধারন মানুষ অনেক ক্ষতির হাত থেকে বাচতে পারে।
তা নিবে কেন ডিজিটাল আইন তো শুধু জামাত শিবির আর বিএনপি'র জন্য
ধন্যবাদ সাংবাদিক ভাইকে । কৃষি সেক্টরটা না জানা থাকলে কেউ করবেননা
সাতার না জেনে যেমন পুকুরে নামলে মরতে হয় তেমন ট্রেনিং ছাড়া অভিজ্ঞতা ছাড়া যেকোনো কিছু করলে লস ছাড়া আর কিছু হবে না।।
সঠিক গাইড লাইন,পরামর্শ, শিক্ষা ও অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতারনায় চুড়ান্ত সীমা অতিক্রম করছে। এদের আইনের আওতায় আনা অতিব জরুরি।।💌
আসলে প্রতিটা সাফল্য ও দক্ষতার শুরুটা হয় ছোট্ট পরিসরে। সবাইকে অনুরোধ করব প্লিজ ধীরে ধীরে আগান।
N tv কে অসংখ্য ধন্যবাদ। এমন সচেতনমূলক প্রতিবেদনের জন্য।
Feels nostalgic watching this quality video really childhood came to life 😂
যে বিষয় নিয়ে আলোচনা করতাম, তারই প্রতিবেদন আজ দেখে ভাল লাগলো।
একই অবস্থা ফ্রিলেসিং ১০০০ হাজারে ১-২ জন সফল ওটা দেখ সবাই এই লাইন আসতে চাই ৷ আমার ৫ লাখ টাকা ধরা মুদির দোকান দিলে ভালো হয।
আপনাদের অসংখ্য ধন্যবাদ সত্য প্রচার করার জন্য
বুজে শুনে করতে হবে
ধন্যবাদ জানায় আপনাকে ভাই NTV নিওজ ভাই কে।
এর জন্য দায়ী শাইখ সিরাজ
ধন্যবাদ এতো সুন্দর খবর উপস্থাপন করার জন্য।
এই সব ইউটিবারদের আইনের আওতায় এনে কঠিন বিচার করা হোক।
চাকরি করি, পাশাপাশি এসব করি, কিন্তু চাকরি ছেড়ে/ বা এমনভাবে ব্যাবসার জন্য টাকা নষ্ট করবো না, যে,এ টাকা দিয়ে সঙসার চালানোর চিন্তা করা যাবে না
এখন পর্যন্ত ভালো খবর দেখি নাই আজ দেখলাম ধন্যবাদ এনটিভি কে
😭😭😭😭😭😭 বাংলাদেশ কিছু মানুষের জন্য অন্য মানুষের ক্ষতি