পৃথিবীর সবচেয়ে সুন্দর

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2024
  • পৃথিবীর সবচেয়ে সুন্দর #গ্রাম বাংলাদেশে ! স্বপ্নের মতো সুন্দর গ্রাম ! Beautiful village in the world
    শেরপুর জেলার ঘাগড়া গ্রাম বাংলাদেশর সবচেয়ে সুন্দর গ্রাম। অবশ্য বাংলাদেশের প্রতিটি গ্রামই সুন্দর। তবে ঘাগড়া’ গ্রামকে সবচেয়ে সুন্দর বললে হয়তো ভুল হবে না আমার মতে ! এটি শেরপুর জেলার উত্তরে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের একটি গ্রাম যা ভারত সীমান্তের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত।
    ঘাগড়াকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম বলার যথেষ্ঠ কারন রয়েছে।
    নয়নাভিরাম, অপূর্ব, অসাধারন, নান্দনিক, হৃদয়স্পর্শী, এই সবগুলো শব্দও যদি এই নামের সঙ্গে লাগানো হয় তারপরও ঘাগড়ার সৌন্দর্যের বিশ্লেষণ করা শেষ হবে না। অবশ্য বাংলাদেশেই যে এত চমৎকার, নৈর্সগিক একটি গ্রাম আছে তা অনেকেরই অজানা ! দেশ বিদেশের বিভিন্ন অঞ্চল, শহর, নগরীর সৌন্দর্যের খেতাব থাকলেও বাংলাদেশের ছোট্ট অথচ অনিন্দ্য সুন্দর এই গ্রামের কোন খেতাব নেই। এখানে প্রায় ৪০০ বছরের পুরনো একটি নান্দনিক মসজিদ আছে যেটা দেখতে দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসেন। ঘাগড়া গ্রামের অন্যতম বৈশিষ্ট্য হলো নদী ঘেঁষা আঁকাবাঁকা মাটির রাস্তা । দেখলে হয়তো আপনার মনে হতে পারে সবুজের বুকে কেউ হয়তো বিছিয়ে রেখেছে সাদা শাড়ি। গাঁয়ের মেঠো পথ, বাঁশ বাগান, সবুজ ধানক্ষেত, তালগাছ, হাঁটু জলের নদী আসলেই অনন্য করেছে এই গ্রামকে।
    #village #beautiful #bangladesh #world
    আমাদের ফেসবুক পেইজ লিংকঃ
    ফলো দিয়ে রাখুন
    👉 / tahmidaljarif
    ফলো দিয়ে রাখুন
    👉 / tastyrecipe23
    ফলো দিয়ে রাখুন
    👉 / onlineshopinglove

КОМЕНТАРІ • 1