বানিয়াচং: 'পৃথিবীর সবচেয়ে বড়' গ্রামের জীবন-জীবিকা | Documentary of Baniachong | Big Village
Вставка
- Опубліковано 6 лют 2025
- #বানিয়াচং, #Baniachong, #documentaryofBaniachong #Baniachongdocumentary #Documentary #EkhonTV #এখনটিভি
ইতিহাস ঐতিহ্যে পরিপূর্ণ অবিশ্বাস্য রকম বিশাল গ্রামের নাম বানিয়াচং। যার অবস্থান হবিগঞ্জ জেলায়। গ্রামের নামকরনেই উপজেলাটির নামও হয় বানিয়াচং।
স্থানীয়রা এই গ্রামটিকে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রাম আবার অনেকে পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম হিসেবে আখ্যায়িত করে থাকেন। বিশাল আয়তনের কারনে চারটি ইউনিয়নে ভাগ করা এ গ্রামটি বর্তমানে বাংলাদেশের অন্যতম উন্নত একটি গ্রাম।
বানিয়াচং: 'পৃথিবীর সবচেয়ে বড়' গ্রামের জীবন-জীবিকা | Documentary of Baniachong | Big Village
First-ever Business Television 'EKHON', telling about Bangladesh. Speak up and know what Bangladesh says in EKHON.
About EKHON TV:
===============
EKHON TV is the Bangladesh Government Approved first Business TV Channel, where this TV creates all the business contents, program, documentaries with own team. Also Sometimes We are using some Third-Party materials where we have the specific authorization and permission to use this on UA-cam.
EKHON TV has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except EKHON TV (SPICE Television Limited).
Our Office Address:
================
EKHON TV
City Park Lane
19 Hatkhola Road, Wari
Dhaka-1203
Bangladesh
Our Social Media Link:
==================
Facebook: / tv.ekhon
Twitter: / ekhon_tv
Linkedin: / ekhon-tv
Instagram: / ekhon_tv
For advertisement :
contact: +8801894890358, +8801678034732
email : mkt.sales@ekhon.tv
Fair Use Disclaimer:
=================
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. "Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use."
১৯৮৪,৮৫ এবং ৮৬ এই তিন বছরের অজস্র স্মৃতি চোখের সামনে জ্বল জ্বল করে। মাঝে মাঝে হৃদয় কেঁদে উঠে পুরনো স্মৃতি মনে করে। কত চেনা মুখ হারিয়ে গেছে সময়ের পরিক্রমায়। বড় বাজার সঃ প্রাঃ বিদ্যালয় ও এরশাদ হাইস্কুল ছিলো আমার বিদ্যাপিট। বানিয়াচং থানার সামনের দিগন্ত বিস্তৃত হাওর, থানার পাশে বিশাল ঈদগাহ মাঠ, শুঁটকি নদী আরো কত মধুর স্মৃতি! বানিয়াচং আমি তোমাকে ভালোবাসি, এখনো!
১৯৮৪ তে আমার বাবার বিয়ে ৮৫ তে আমার জন্ম আর ৮৬ তে আমি ফুটফুটে শিশু। তাই হয়তো পৃথিবীটা তখন এতো সুন্দর ছিলো🤩🥰🤣🤣🤣।
তবে হ্যাঁ ৯০ দশকে যেটুকু দেখেছি, তখনকার সময়গুলো কে মনে পড়লে চোখে জল গড়িয়ে আসে..😭😭
@@md.muzahedulislamrifat5982 ?????
আমার প্রিয় গ্রাম বানিয়াচং,,, ধন্যবাদ এখন চ্যানেলকে
আপনার গ্রামে স্কুল কয়টি
সত্যি আসলে অনেক সুন্দর একটা গ্রাম। প্রাকৃতিক সুন্দর্যে বড়া এই গ্রাম। যতই আধুনিক হউক না কেনো গ্রামে যদি এমন সুন্দর খাল বিল এবং বনভূমি না থাকে তাহলে আসল সুন্দর্য উপভোগ করা যাই না। ধন্যবাদ এখন চ্যানেলকে।
সাড়ে ছয় কিঃ মিঃ লম্বা হয়ে এশিয়ার বড় গ্রাম, কিন্তু সাড়ে সাত কিঃ মিঃ লম্বা হয়ে ও আব্দাল পুরের নামটা শুনলাম না
আমি এই বানিয়াচংয়ের ছেলে হয়ে নিজেকে ধন্য মনে করি।
আলহামদুলিল্লাহ
Amder dawat dan vai😊😊😊,,
আপনার গ্রামে স্কুল কয়টি
Vai appar sathe jugajok korbo kivabe
ধন্যবাদ এত সুন্দর গ্রাম পরিচিতি জাতির সামনে উপস্হাপনের জন্য।
সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাতায়ালার জন্য
যদিও আমার বাড়ি আজমিরীগঞ্জ আমাদের পার্শ্ববর্তী উপজেলা বানিয়াচং।
অনেক অনেক ইতিহাস নিয়ে দুটি উপজেলা, উপস্থাপন কারি ভাইকে জানাই অসম্ভব ধন্যবাদ ভালো থাকোন সুস্থ থাকোন ❤❤❤❤❤❤
Love u baniyachong❤❤❤❤❤
অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি আমার জন্ম ভূমি বানিয়াচং।
মাছ আর কচুর মোড়ার জন্য বিখ্যাত। অনেক বার ঘুরতে গেছি। বিশেষ করে পানির মৌসুমে অনেক সুন্দর লাগে
অসাধারণ একটি গ্রাম।জীবনে বহুবার গিয়েছিলাম।
ভাই সত্যিই অসাধারন আপনাদের গ্রাম।আপনাদের গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে গেলাম।আমি মুন্সীগন্জ তথা বিক্রমপুর থেকে আপনাদের গ্রামে ঘুড়তে আসবো ইনশাআল্লাহ
চমৎকার সুন্দর হয়েছে ধন্যবাদ ❤❤
সত্যি ই আজকে নিজেকে আবারও গর্বিত মনে হচ্ছে। আমার গ্রাম বলে কথা। শ্রীখাইল এর কে আছেন
Srikhai ER Kew thakle ki hobe ??
আমি টাংগাইল থেকে দেখছি। দেখতে খুবই ভালো লাগছে
হবিগঞ্জ জেলার একটা সুনাম, বানিয়াচং গ্রাম।❤❤❤
আলহামদুলিল্লাহ আমার জন্ম এই বানিয়াচং গ্রামে তিন নং ইউনিয়ন
ইন্ডিয়া থেকে ❤
আমার জন্মভূমির গ্রাম বানিয়াচং ।
খুব সুন্দর ও তথ্যবহুল চিত্রায়ন হয়েছে ।
এর কলাকুশলীদের সবাইকে ধন্যবাদ ।
বক্তব্য প্রদানকারীদের নাম ও স্থান জানতে পারলে আরো ভালো হতো ।
is there any hotel to stay ??
@@khairulalam2690 Yes, Plenty in Boro Bazar
এখানে গেলেই আমার মনটা জুরিয়ে যায়।আমার গ্রাম বলে কথা❤❤❤
"প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা যদি জিতে যাই তাহলে আমরা হেরে যাবো।"
আমি কিছু দিন আগে পাবনা থেকে সপরিবার সহ ঘুরে আসলাম, ভালোই লাগলো, সাগর দিঘি, রাজবাড়ী সবকিছু ঘুরলাম,
রাজবাড়ির পাশেই আমার বাড়ি
একবার গিয়েছিলাম। অসাধারণ এক গ্রাম প্রকৃতির সাথে বসবাস তাদের।
এই গ্রামটায় আমার জন্ম হয়েছে. ছোটবেলায় গল্প শুনছি মুরুব্বিরা বলছে এবং এখনো এটা প্রচলিত আছে এই গ্রামে বাস করি চৌকিদার ছিল অর্থাৎ গ্রামপুলিশ ছিল যদিও দুর্ভাগ্যজনক আমরা এই গ্রামে বসবাস করি না বর্তমান সিলেটের বাসিন্দা ইংল্যান্ড প্রবাসী তুমি গ্রামটাকে খুব বেশি মিস করি আমাদের জায়গা-জমি সম্পত্তির সবকিছু এখানে আছে আমার প্রিয় জন্মভূমি
ভাই আমি এক জন বাহারাইন প্রবাশি বানিয়াচং কি মন্দীরা গ্রাম আছে থাকলে জানাবেন
দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ।
ভিডিওটা দেখে খুব ভালো লাগলো ধন্যবাদ
এই গ্রাম দেখে মনটা বরেগেলো অনেক সুন্দর গ্রাম
আয়েশা আবেদ ফাউন্ডেশনে চাকরি করার সুবাদে অনেক স্মৃতি। আমার পছন্দের জায়গা ও ❤❤❤।
বানিয়াচং ❤❤
খুব সুন্দর একটা খবর।
দেখতে সুন্দর হলে ও গ্রামের মানুষ অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে যা তাদের শান্তি। ❤
আমার গ্রাম বানিয়াচং ❤️🇧🇩
অনেক সুন্দর গ্রাম
Darun video
বানিয়াচং ''সাড়ে ছয় কিলোমিটার আয়তনের'' বলাটা কি ঠিক?
''কিলোমিটার'' হল ''দীর্ঘের'' মাপ -- আয়তনের মাপ হয় ''বর্গ-কিলমিটার''।
দ্রষ্টব্যঃ ''বাংলাপিডিয়া'' অনুসারে বানিয়াচং উপজেলা (নাকি গ্রাম?)এর আয়তন হল ৪৮২.২৫ বর্গ-কিলোমিটার।
শুদ্ধ পরিসংখন টা জাঞ্চাই করে জানালে সবার জন্য ভাল হবে !
ধন্যবাদ।
Right Length and wide multiple korle hoi square km or miles 3 km length 2 km wide hole hobe 6 square km Jodi road er measure korte hoi tobe mile ba km hoito mathematically weakens royeche
@@karapurboguraroadgournadi7541 That's of course elementary! We hoped that the video report would be corrected accordingly. Moreover, the area given in Banglapedia is apparently much bigger than ''6 square km''!
Ami gesi vai osthir jayga❤
আমি গর্বিত যে আমি এই গ্রামের সন্তান আই মিস ইউ বানিয়েছেন
৪ টি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা হতে পারে
কিন্তু গ্রাম হয় কিভাবে, আবার এটি তো একটি উপজেলাও বটে?
ঠিক বলেছেন
বানিয়াচং উপজেলা ১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত। বানিয়াচং গ্রাম ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত।
এই গ্রাম দেখার সৌভাগ্য আমার হয়েছে
আমি গর্বিত যে আমি সেই গ্রামের ছেলে
আমি গিয়েছি খুলনা থেকে খুব সুন্দর এটা
আমার গ্রামের বাড়ি❤️
অসাধারন একটি সড়ক, ২০১৪ তে বাইকে করে গিয়েছিলাম। 😅
আমি সেই গ্রামের গর্বিত বাসিন্দা।
আলহামদুলিল্লাহ
আমার প্রিয় গ্রাম বানিয়াচং
যাওয়া হয়নাই, বন্ধু বা আত্নীয় কেউ না থাকায়।
যাওয়ার খুবি ইচ্ছে আছে। সিলেট শহরের কুট্টি বাসিন্দা আমি😢
আসেন ভাই আমি আপনার এক আত্মীয়
Awesome
এরকম গ্রাম দেখলে মন চায় যদি এই গ্রামের বাসিন্দা হতাম
বানিয়াচং থানা সদর আমার জন্মভূমি ❤
Good work,, excellent tram work,, congratulated
সিলেট বিভাগের অন্যান্য থানা সবদিকে এগিয়ে গেলেও বানিয়াচং থানা টা এখনো আগের মতোই রয়ে গেলো কোনো দিকে উন্নতি হইলোনা☹️
বানিয়াচং থেকে দেখছি
❤❤❤nice❤❤❤❤
অনেক ছোট্ট কালে গিয়ে ছিলাম মনে নাই
Ami গর্বিত এই গ্রামে জন্মগ্রহণ করে 😊
আমি গিয়েছে এই এলাকায় চুয়াডাঙ্গা থেকে
Ekhane goyecilam..gp er 3g tower installation kore ascilam...onek sundor valo lagar moto gram
Wonderful 😊
আমি বানিয়াচং থাকি❤❤❤❤
আমার জন্মভূমি প্রাণ প্রিয় গ্রাম বানিয়াচং
আমার বাড়ি আজমিরীগঞ্জের পিরিজপুর গ্রামে, যখন হবিগঞ্জে যাই তখন এই গ্রামের উপর দিয়েই যেতে হয়
দেশীয় মাছ বাঁচান..... শোল, কৈ, পুটি, চেলা..... এই মাছগুলো যদি হারিয়ে যায়, তাহলে বাঙালিও হারিয়ে যাবে । বিদেশী মাছ চাষ করুন, কিন্তু দেশীয় মাছ কেও বাঁচিয়ে রাখুন 🙏
ধন্যবাদ
বানিয়া সং আমার একটা বন্ধ আচ্ছা খুব সুন্দর বাংলা সং
My Village ❤
আমি গর্বিত কারণ, আমি বানিয়াচং এর সন্তান 😊
Very nice 👍🙂
অনেক সুন্দর দৃশ্য ধন্যবাদ এখন টেলিভিশনকে
আমি বানিয়াচংয়ের ছেলে হিসাবে আমার গ্রাম নিয়ে গর্বিত
Beautiful wow sweet
Thanks.
impressive
আমার সুমন কে আমি অনেক ভালবাসি ❤❤❤❤❤❤
আমার সুমনের গ্রাম
আমার সোনার বাংলা 🇧🇩
আমি তোমায় ভালোবাসি 🥰
আমাদের গ্রাম
My village my love
Ariall bell niye documentary bana hok
I am proud to be because i am from baniyachong ❤
এই গ্রাম আমাদের সিলেট বিভাগ এর হবিগঞ্জ জেলার একটা উপজেলা বানিয়াচং
বানিয়া চং এর চাউল অনেক ভাল
চালের মিল আছে অনেকগুলো
আমার গ্রাম এটি। কারন আমি যেহেতু বাংলাদেশে থাকি তাই এটি আমার ও গ্রাম৷
আমি গিয়েছি।
Baniyachong Adarsha High School er student,,, my home baniyachong 🌸
4k na dite parle o 1440p dile valo hoy
গ্রাম আর গ্রাম নেই।এখন উপজেলা,ইউনিয়ন আর ছোট গ্রাম নিয়ে বানিয়াচং গ্রাম।নাম গ্রাম রাখলে যদি গ্রাম হয়ে যেত,তাহলে চট্টগ্রাম পৃথিবীর সব থেকে বড় গ্রাম।
আবাল নাকি আপনি
😅😂
ছাগল!এইটা গ্রাম ই। এই গ্রামকেই ধীরে ধীরে ভিন্নতা দিয়া হয়েছে।
I am very happy my area bunny out
থানা কয়টি ও ইউনিয়ন কয়টি?
আমিও বানিয়াচং উপজেলার।
কমলারাণীর দিঘি এবং সাগর দিঘি আমার দেখার সৌভাগ্য হয়েছে।
Hov valo Laglo dekhe... Italy theke.. love from habiganj
শুরু তে বলা হলো তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত গ্রামটি। কিছুক্ষণ পরেই বলতেছেন চারটি ইউনিয়ন?🤔
প্রথমে ভুল বলেছিল । বাস্তবে বানিয়াচংয়ে ৪ টা ইউনিয়ন আছে । পরে অবশ্য সঠিক বলেছে ।
❤❤❤❤❤নদীর দুইপাশে গাছ লাগাই। পানি পরিস্কার রাখি।মাছ ও সবজি চাষ করি।
আমি গিয়েছিলাম গত বছর
এই এলাকার মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মতো স্বভাবে।
গ্রাম গুলোকে যেন কখনোই শহরের দিকে ধাবিত করা না হয়।।
❤️🇧🇩
ভাই সামান্য একটু ভুল হয়েছে তিনটা ইউনিয়ন না চারটা ইউনিয়ন হবে
আমি গেছিলাম একবার।
💗💗💗💗💗💗