যুদ্ধ বিধ্বস্ত নতুন বাংলাদেশকে 'সোনার বাংলাদেশ' গড়ার স্বপ্ন । Moosa Bin Shamsher। Bobby Hajjaj

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • ১৯৭২ সালে যুদ্ধ বিধ্বস্ত নতুন বাংলাদেশকে 'সোনার বাংলাদেশ' গড়ার স্বপ্ন নিয়ে প্রথম পথ চলা এক মেধাবী তরুণ দেশপ্রেমিক। পাকিস্তানি হানাদার বাহিনীর কারাগারে শারীরিক অত্যাচার যাকে দমাতে পারেনি। যার মেধা এবং সাহস সকল প্রতিকূলতাকে হার মানায়। এই দেশের প্রতি যার অবদান কিংবদন্তি হয়ে থাকবে । আমি গর্ব করে বলতে পারি, সেই আদর্শ পুরুষ, আমার বাবা ড. মূসা বিন শমসের।
    বাংলাদেশের আপামর জনগণের জন্য আমার বাবা কত অবদান রেখেছেন আমি মনে করি, সেটা দেশবাসির আরো পরিষ্কারভাবে জানা প্রয়োজন। আমার বাবা একজন বহুল আলোচিত ব্যক্তিত্ব।আর যেখানেই আলোচনা থাকে সেখানে অনেক ভুল ধারণা সমালোচনাও থাকতে পারে। উনাকে নিয়েও তেমন আছে।
    বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর থেকে ব্যবসায় নিয়োজিত হন আমার বাবা । উনার মেধা, শ্রম এবং মহান আল্লাহ তালার রহমতে উনি খুব অল্প সময়ের মধ্যে ব্যবসায় অনেক সফলতা অর্জন করতে সক্ষম হন। এখানে বলাটা প্রয়োজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক বড় অবদান ছিলো আমার বাবার ব্যবসার সফলতার পেছনে।
    ‘৭০ -এর দশক থেকে বিশ্বব্যাপী উনি ব্যবসা শুরু করেন এবং উনার ব্যবসার মাধ্যমে পশ্চিমা দেশগুলোতে, মদ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং ঐ সকল দেশের সরকার প্রধানদের সাথে আমার বাবার বন্ধুত্বপরায়ন সুসম্পর্ক গড়ে ওঠা শুরু হয়। একই সময় বিশ্বের সবচাইতে স্বনামধন্য বড় বড় ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলোর সাথেও আমার বাবা কাজ করা শুরু করেন। সেই আলোকে উনি মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বের অনেক দেশে তাদের সেনাবাহিনী গুলোর সাথে অনেক ভালো সম্পর্ক গড়তে সক্ষম হন ।
    আমার বাবা আমাকে অনুপ্রাণিত করেছেন দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করতে। আমি আমার বাবার আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
    #BobbyHajjaj #MoosabinShamsher #NDM #JoiBangladesh #Politics #Govt #UpdateNews #Changetv #press #ববিহাজ্জাজ #এনডিএম #জয়বাংলাদেশ #বাংলাদেশ

КОМЕНТАРІ • 21