ভাই আমি ১০ বছর মেয়াদী লাখপতি স্কীম করবো প্রতি মাসে ৫০৪০ টাকা করে জমা রাখবো ১০ বছরে জমা হবে ৯ লক্ষ টাকা এখান থেকে ভ্যাট ও ট্যাক্স ও প্রদেয় মুনাফা শুল্ক বাদ দিয়ে আমি মোট কত টাকা পাবো
আসসালামু আলাইকুম স্যার আমি কৃষি ব্যাংকে ৫ বছরের জন্য ১০ হাজার টাকা করে প্রতি মাসে ডিপিএস করতে চাই ৫ বছর পর সরকারি ব্যাট কাঁটার পর কত টাকা হাতে পাবো একটু জানাবেন প্লিজ।
ভাইয়া আমি কৃষি ব্যাংকে এফডিআর করেছিলাম ৩ মাসের অটো রেনু। তার কিছুদিন পর আমার টাকার প্রয়োজন হয় এবং এফডিআর এর যে টাকা তার অর্ধেক টাকা লোন নিই। এখন লোন পরিশোধ করা আমার পক্ষে সম্ভব না। তাই এফডিআর থেকে কি পরিশোধ করা যাবে? আমার কাছে শুধু এফডিআর নাম্বারটাই আছে।
ভাই কৃষি ব্যাংক কি আমি একটা লোন করতে চাইছিলাম প্রতি 1 লাখ টাকায় 15 হাজার টাকা তাদের ঘুষ দিতে হবে। বুঝতে পারছি না কি করবো। অনেক বড় আশা করে একটা গরুর ফার্ম করছিলাম টাকার অভাবে গড়ে তুলতে পারছি না।😢
ধন্যবাদ আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বিষয়টি 👍
সুন্দর উপস্থাপন ।
ধন্যবাদ
Thanks.
Good
মাসিক ডিপোজিট স্কিম এ ২০২১/২০২২ সালে মুনাফার হার কত ছিল?
৩১/০৮/২০২১ তারিখ হতে মাসিক ডিপোজিট স্কিমের নতুন রেট দিয়েছিল। আপনার কত তারিখে কত বছর মেয়াদের রেট দরকার জানান।
আমি প্রতিমাসে ৩০০০ করে, ৬ বছর মেয়াদি ডিপিএস করছি, জুলাই মাসে, কিন্তু টাকা জমা দেওয়ার পর মোবাইলে sms আসেনা কেন?
ভাই আমি ১০ বছর মেয়াদী লাখপতি স্কীম করবো প্রতি মাসে ৫০৪০ টাকা করে জমা রাখবো ১০ বছরে জমা হবে ৯ লক্ষ টাকা এখান থেকে ভ্যাট ও ট্যাক্স ও প্রদেয় মুনাফা শুল্ক বাদ দিয়ে আমি মোট কত টাকা পাবো
প্রায় সারে ৮ লাখ টাকা পাওয়া যাবে
Lakh poti sceam r dps ki same ?
প্রায় সেইম।
বিদেশে থেকে ডি পি স করবো কিভাবে
কৃষি ব্যাংক এ বিদেশ থেকে ডিপিএস করা যায় না।
আসসালামু আলাইকুম স্যার আমি কৃষি ব্যাংকে ৫ বছরের জন্য ১০ হাজার টাকা করে প্রতি মাসে ডিপিএস করতে চাই ৫ বছর পর সরকারি ব্যাট কাঁটার পর কত টাকা হাতে পাবো একটু জানাবেন প্লিজ।
ভাইয়া আমি কৃষি ব্যাংকে এফডিআর করেছিলাম ৩ মাসের অটো রেনু। তার কিছুদিন পর আমার টাকার প্রয়োজন হয় এবং এফডিআর এর যে টাকা তার অর্ধেক টাকা লোন নিই।
এখন লোন পরিশোধ করা আমার পক্ষে সম্ভব না। তাই এফডিআর থেকে কি পরিশোধ করা যাবে? আমার কাছে শুধু এফডিআর নাম্বারটাই আছে।
যদি লোন পরিশোধ করা সম্ভব নয় তবে এফডিআর ভেঙে লোন পরিশোধ করাই ভালো হবে।
ইতালি থেকে কি এই স্কিম খোলা যাবে?
না। নিজে অফিসে উপস্থিত থাকতে হবে।
আমার সাথে যোগাযোগ করুন
আমার কাছে কিছু তথ্য আছে
ভাইয়া একমাসে টাকা না দিতে পারলে কতো হাজারে কতো টাকা জরিমানা দিতে হয়
প্রতি হাজারে ২০ টাকা
প্রবাসিরা কি করতে পারবে বিদেশ থেকে
না
ভাই কৃষি ব্যাংক কি আমি একটা লোন করতে চাইছিলাম প্রতি 1 লাখ টাকায় 15 হাজার টাকা তাদের ঘুষ দিতে হবে। বুঝতে পারছি না কি করবো। অনেক বড় আশা করে একটা গরুর ফার্ম করছিলাম টাকার অভাবে গড়ে তুলতে পারছি না।😢
ঘুষ চাওয়ার জন্য হেড অফিসে কমপ্লেইন দিন। ১৬১২৯ নম্বরে।
কৃষি ব্যাংকের ঋণ মুকুব করছে আমার দাদা দলিল থেকে টাকা এনেছিল আরো ২০-২৫ বছর আগে এখন আমি ঢাকা রিকশা চালাই আমি কি করবো আমি টাকা দিতে পারতেছি না
সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করুন
আমি প্রতিমাসে ৩০০০ করে, ৬ বছর মেয়াদি ডিপিএস করছি, জুলাই মাসে, কিন্তু টাকা জমা দেওয়ার পর মোবাইলে sms আসেনা কেন?
কৃষি ব্যাংক এ ডিপিএস একাউন্ট এর ম্যাসেজ সিস্টেম এখনও চালু হয়নি।