প্রথমত Return থাকলে 10% VAT , আপনার job / business থাকলে সহজে Loan পাবেন। অন্যথায় যে কোন Asset such as home, land etc থাকলেও loan পাবেন। এগুলোর কোনটা না থাকলে কিছু দিন কষ্ট করে একটা DPS করুন তারপর DPS এর against 80%-90% পর্যন্ত loan নিতে পারবেন এবং তাতে ও আপনি লাভবান হবেন। Finally তারপর ও যদি কোথাও loan না পান তো এলাকায় সমিতি পাবেন পরিমাণে কম হলেও আপনি সেখান থেকে loan নিতে পারবেন এবং সে ক্ষেত্রেও আপনি looser হবেন না। Just try it. Thank u all.
আসসালমু আলাইকুম আশা করি ভাল আছেন,আপনার ভিডিও টি দেখে খুব ভাল লাগলো,আমার একটা প্রশ্ন ছিল উত্তর পেলে খুশি হব, DPS এর শুরুতেই ব্যাংক লুন দিবে,নাকি DPS এর মেয়াদ পূর্ণ হলে এই টাকার উপর ব্যাংক লুন দিবে, মানে কখন লুন নিতে হবে বা কখন ব্যাংক লুন দিবে, আর লুন পেলে লুনের টাকা সাথে সাথেই FDR করা যাবে, জানাবেন প্লিস
আপনি যদি পাঁচ বছর করে দুই মেয়াদে Loan নেন এবং double benefit scheme করে রাখেন আপনি এখান থেকে ৩০ লক্ষ টাকা পেতে পারেন VAT TAX বাদ দেয়ার পর আপনি 26 লক্ষ plus পেতে পারেন l আপনি যে সুন্দর comments করেছেন এর উপরে Base করে পরের Video টি আমি ready করব । সেখানে details আপনি অবশ্যই দেখতে পাবেন । তবে আপনার এই সুন্দর প্রশ্নটির জন্য অসংখ্য ধন্যবাদ ।
ভাই আপনার টাকা জমার আগেই আপনি ডিপিএস করি লোন নিতে চান আপনাকে তো লোন দিবে না আপনার ৩ লক্ষ টাকা জমা হইলে না আপনি মনে করেন ২ লাখ ৫০ হাজার বা ২ লাখ ৮০ হাজার টাকার লোন নিতে পারবেন জমা হওয়ার আগে আপনাকে তো লোন দিবে না ডিপিএস এর এগেনে স্টেট লোন নিতে হলে টাকা জমা হতে হয় বুঝছেন যেমন এক লাখ টাকা জমা হয় না আপনি আশি হাজার টাকা লোন পাবেন
এই ধরনের কৌশলকে "আর্বিট্রাজ" বলা হয়। তবে ব্যাংকগুলো এ ধরনের কৌশলকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের নিয়মকানুন এবং শর্তাবলি আরোপ করে থাকে। তাই এ ধরনের কৌশল সবসময় কাজ করবে এমনটা ধরে নেওয়া উচিত নয়।
Now would you please answer my question. For example, আমি জনতা ব্যাংক অথবা অন্য কোন ব্যাংক থেকে ৩ লাখ টাকা লোন নিয়ে সেই ব্যাংকেই ৩ বছরের জন্য FDR করলাম , ৫ বছরে ব্যাংক আমার লোনের এগেইনস্টে প্রায় ১ লাখ টাকা লাভ নেবে আমার কাছ থেকে এবং FDR এ ৫ বছরে লাভ দেবে ৩ লাখ টাকা, লোনের ১ লাখ লাভ বাদ দিলে বাকি থাকে ২ লাখ। এখন আমার প্রশ্ন হলো, ৫ বছরে ৩ লাখ টাকায় ব্যাংক আমার কাছ থেকে লোনের এগেইনস্টে লাভ নিচ্ছে ১ লাখ টাকা, আর FDR আর আমাকে লাভ পাচ্ছি প্রায় ২ লাখ টাকা। ব্যাংক ৩ লাখ টাকায় আমার কাছ থেকে ১ লাভ করে আমাকে ৩ লাখ টাকায় ২ লাখ লাভ দেবে কি করে?
আপনার প্রশ্নটা আসলে লিখে বোঝানো একটু কঠিন তারপরও বলছি, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন ব্যাংক আপনার টাকাকে ১০ গুণ বানিয়ে ফেলতে পারে এবং 10 গুণ থেকেই তারা ইনকাম করতে পারে । আসুন Example দিই। আপনার কথামতো আপনি ৫ লক্ষ টাকার লোন নিলেন এবং ৫ লক্ষ টাকা এফডিআর করলেন আপনার হিসাবে এটা ৫ লক্ষ টাকা কিন্তু ব্যাংকের হিসাবে এটা ১০ লক্ষ টাকা ।প্রথমত তারা ৫ লক্ষ টাকা লোন দিয়েছে এটা তাদের টাকা দ্বিতীয়ত তারা ৫ লক্ষ টাকা FDR পেয়েছে। এটাও তাদের টাকা এবং মোট ১০ লক্ষ টাকা । আপনার FDR এর টাকাটা অন্য আরেকজনকে লোন দিবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে ১৫ লক্ষ টাকা আর আপনার মত সেও যদি একই কাজ করে তাহলে ব্যাংকের হিসেবে মোট ২০ লাখ টাকা হবে ।এভাবে ব্যাংক প্রায় ৫ লক্ষ টাকাকে ১০ গুন বাড়িয়ে ৫০ লক্ষ করে ফেলতে পারে এবং পুরা টাকাটা থেকেই তারা ইনকাম করতে পারে। এর আরো অনেক হিসাব আছে যা লিখে বোঝানো সম্ভব নয় । কিন্তু আপনার প্রশ্নটিই খুবই যৌক্তিক । এরকম প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
লোণ 😂 নিতে গেলে লাখে ৫ হাজার সাথে সার্ভিস চার্জ সাথে মরণ বীমা অনেক কিছু আছে এর সাথে😅😅😂😂 এসব মিলালে ০০ কারণ এটা নিয়া জমা দিতে গেলে ভাড়া ভোগান্তি ইত্যাদি
একটু জানা দরকার আপনি কোন সেক্টরে কাজ করেন, দয়া করে উত্তর দেবেন। আর কেউ তো লোন নেবে নিশ্চয়ই কোন একটা সমস্যার কারণে আর সেই লোন নিয়ে যদি এফডিআর করে রাখি তাহলে আবার লোন নেবো কেন?
Vai bank kivabe loan dei janen na apne joto tk rakben tar 90%loan dei apni 1year e 60 rakhben r loan koko paben ki video banan vai aita kon bank e dei amon loan janan vai please
ভাই আপনি কি শুকনা খান যদি শুকনা খান তাহলে হিসাব ঠিক আছে, ডিপিএসের প্রতি মাসে জমা দিতে হয় এফডিআর একবারে জমা দিতে হয়। যদি টাকায় থাকে তাহলে কে ডিপিএস করবে?
আগে সুদের হার ৬-৯% থাকার কারণে সকল ব্যাংক পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর বা ১০ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে গিয়েছিল । সুদের হার এখন আবার মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কারণে তা ৯% থেকে বেড়ে অনেক ক্ষেত্রে 16-17% গিয়েছে । যার কারণে ৬-৯% করার আগে যে রকম ৫ বছরে ডাবল স্কিম ছিল সেই একই ভাবে তা আবার ফিরে আসছে । এই কারণে সব ব্যাংকই ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের ডাবল স্কিম গুলো নিয়ে আসবে বা অনেকগুলো ব্যাংক নিয়ে এসেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@@solutionenjoy1286 ok, thanks for your reply. DPS er taka joma na dile DPS active thakbe to? sorry apni hoyto video te clear kore bolsen but ami bujhi ni, tai jiggasa korlam,
@@solutionenjoy1286 ok, thanks . apnar diya process gulo ami bank er shathe alochola korbo, jodi tara agree hoy tahole valo, r jodi agree na hoy tahole apnake comments korbo abar,ok? r jodi agree hoy tao janabo, thanks again.
যদি কোন কারনে ডিপিএস এ টাকা দিতে না পারেন তাহলে মূলধন ফেরত পাবেন। কোন কারনে লোনের টাকা ফেরত দিতে না পারেন। তাহলে তাহলে হবে মজা আম আর ছালা দুইটাই যাবে 🤣🤣
না ভাই, DPS না চালাতে পারলে যেমন ভেঙে ফেলা যায় লোন করে FDR করলে এবং লোনের কিস্তি পরিশোধ করতে না পারলেও এ FDR ভেঙে পরিশোধ করে দেওয়া যায় l এই টাকাটা তুলে আমরা তো অন্য কোন কাজে খরচ করছি না বরং এখানেও যে পরিমাণ পরিশোধ করেছি ওই টাকাটা আমাদের হাতে থেকে যাবে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
Meghna, Premier etc 5 yrs, Standard Bank 5.5 yrs.এছাড়াও আরো বেশ কিছু ব্যাংক তাদের এই প্লান নিয়ে এসেছে lআগে সুদের হার ৬-৯% থাকার কারণে সকল ব্যাংক পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর বা ১০ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে গিয়েছিল । সুদের হার এখন আবার মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কারণে তা ৯% থেকে বেড়ে অনেক ক্ষেত্রে 16-17% গিয়েছে । যার কারণে ৬-৯% করার আগে যে রকম ৫ বছরে ডাবল স্কিম ছিল সেই একই ভাবে তা আবার ফিরে আসছে । এই কারণে সব ব্যাংকই ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের ডাবল স্কিম গুলো নিয়ে আসবে বা অনেকগুলো ব্যাংক নিয়ে এসেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Ami apnar all Video dekhi,, but ai video moto view ar comments ono kono Video nai,, ai Video niya onker question, so ai mtr apni clear akta Video koren,,jate apnar diya information kaje lage,,kaje nah lagate parle amon Video dila lav ki,,
আগে সুদের হার ৬-৯% থাকার কারণে সকল ব্যাংক পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর বা ১০ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে গিয়েছিল । সুদের হার এখন আবার মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কারণে তা ৯% থেকে বেড়ে অনেক ক্ষেত্রে 16-17% গিয়েছে । যার কারণে ৬-৯% করার আগে যে রকম ৫ বছরে ডাবল স্কিম ছিল সেই একই ভাবে তা আবার ফিরে আসছে । এই কারণে সব ব্যাংকই ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের ডাবল স্কিম গুলো নিয়ে আসবে বা অনেকগুলো ব্যাংক নিয়ে এসেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@@solutionenjoy1286 তিন লাখ টাকা দুই বছরের জন্য কিস্তি দিচ্ছি ১৬২০০ টাকা,সাথে ১০০০ হাজার ডিপিএস,আর আপনার কি হিসার দেখাচ্ছে আপনি যেই কিস্তি বলছেন তাতো আসলেই হয়না।
ব্যাংক লোনের ইনস্টলমেন্ট কিভাবে দিবে ডিপিএস এর ইন্সটলমেন্ট ৫০০০ মধ্যে , এর বিপরীতে লোন নিলাম তিন লাখ,, যা এফডিআর করলাম,, ডিপিএস এর বিপরীতে যেই লোন তার ইনস্টলমেন্ট কিভাবে পরিশোধ হবে ??
এভাবে কখন লোন দিবে না। সোনালি ব্যাংকে যোগাযোগ করেছিলাম ম্যানেজার বলেছে যে এই বুদ্ধি দিয়েছে সে কি শুকনা পাতা খায়। কারন ডিপিএস যা জমবে ১ বছর পর হতে ৯০% পর্যন্ত লোন করা যাবে। ধন্যবাদ
আপনার ব্যাংকের সঙ্গে Contract হলো পাঁচ বছরে আপনাকে double দিবে তাতে Rate কত Percent হলো এটা matter করে না । কেননা loan Installment বা DPS এর মত ভেঙে ভেঙে টাকা দেওয়া হয় না যেখানে Rate ব্যাপার থাকে । FDR এর ক্ষেত্রে টাকাটা একবারে দিয়ে দেওয়া হয় যেটা কিনা ব্যাংক বারবার ব্যবহার করতে পারে । So double scheme এ আপনি অবশ্যই double ই পাবেন ।
ভাই, DPS এর টাকা জমা ছাড়া লোন নেয়া যাবে না? বা আমি ৫বছর এর জন্য DPS ৫হাজার করে শুরু করবো জানুয়ারি থেকে আমি চাইলে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে কী লোন নিয়ে পারব না?
Service holder কিংবা businessman হলে সহজে loan পাওয়া যায়l এর বাইরে student loan, car loan, house loan এগুলো পেতে গেলেও খুব একটা বেগ পোহাতে হয় না কিন্তু এর বাইরে Loan নিতে গেলে bank আপনাকে দিতে চাইবে না । Bank মূলত loan amount back পাওয়ার surety খোঁজে l সেটা থাকলে যে কেউই Bank থেকে loan নিতে পারে ।
ব্যাংক বিশ্বাসের জায়গা যেদিন বিশ্বাস উঠে যাবে দেখবেন সেদিন থেকে আর কোন ব্যাংক থাকবে না। বর্তমান মেঘনা ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক পাঁচ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে এসেছে।তাদের যে কোন ব্রাঞ্চে গেলেই ডাবল স্ক্রিনে টাকা রাখতে পারবেন। শুধুমাত্র সুদের হার বাড়ার কারণে পাঁচ বছরে ডাবল দেওয়া তাদের জন্য সহজ । আস্তে আস্তে অন্য ব্যাংক এই স্কিমগুলা নিয়ে আসছে । আর হ্যাঁ আমার পরিচয়টা আপনি আমার ফেসবুক প্রোফাইলে গেলে পাবেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই টাকা কথায় রাখা হবে সেই বিষয়ে বিস্তারিত বলেন বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে টাকা রেখে সেটা টাকা বড় লোকেরা লোন নিয়ে খেলাপি ঋণের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে নেয়
Meghna, Premier etc 5 yrs, Standard Bank 5.5 yrs.এছাড়াও আরো বেশ কিছু ব্যাংক তাদের এই প্লান নিয়ে এসেছে lআগে সুদের হার ৬-৯% থাকার কারণে সকল ব্যাংক পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর বা ১০ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে গিয়েছিল । সুদের হার এখন আবার মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কারণে তা ৯% থেকে বেড়ে অনেক ক্ষেত্রে 16-17% গিয়েছে । যার কারণে ৬-৯% করার আগে যে রকম ৫ বছরে ডাবল স্কিম ছিল সেই একই ভাবে তা আবার ফিরে আসছে । এই কারণে সব ব্যাংকই ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের ডাবল স্কিম গুলো নিয়ে আসবে বা অনেকগুলো ব্যাংক নিয়ে এসেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই, আপনি বলচেন মেগনাতে ৫ বছরে দ্বিগুন ইন্টারেস্ট দেয়, কোথায পাইছেন এই তথ্য। মিয়া, ফালতু তথ্য দিয়ে কেন বিভ্রান্ত করেন। কোন ব্যাংকে ৮ বছর ৬ মাসের নিচে ডাবল ইন্টারেস্ট নাই। তারপরও যদি আপনি বলেন আছে, তবে লিংক দিয়েন।
এখানে ১৫ পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে ৪৫০০০, আর তিন লক্ষ টাকা আপনাকে কিসের উপর দেবে। আর প্রতিমাসে যে আপনি ইনস্টলমেন্টের টাকা জমা দিচ্ছেন সেই টাকার কোন মূল্য নেই? পাঁচ বছরে কোন ব্যাংক দ্বিগুণ টাকা দেয় না। এইসব বাদ দিয়ে মানুষকে ভালো বুদ্ধি দেন।
আগে সুদের হার ৬-৯% থাকার কারণে সকল ব্যাংক পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর বা ১০ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে গিয়েছিল । সুদের হার এখন আবার মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কারণে তা ৯% থেকে বেড়ে অনেক ক্ষেত্রে 16-17% গিয়েছে । যার কারণে ৬-৯% করার আগে যে রকম ৫ বছরে ডাবল স্কিম ছিল সেই একই ভাবে তা আবার ফিরে আসছে । এই কারণে সব ব্যাংকই ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের ডাবল স্কিম গুলো নিয়ে আসবে বা অনেকগুলো ব্যাংক নিয়ে এসেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ। ’’নিচ্ছে 93611.00 দিচ্ছে 2 লক্ষ+ ব্যাংক টিকে থাকছে কিভাবে!! ’’ ভিডিওটা দেখুন উত্তর পাবেন।
আপনি ঠিকই বলেছেন। Systematic Investment ভাল জায়গা , লাভবান হওয়া যায় কিন্তু সকলের কাছে এটার গ্রহণ যোগ্যতা এখনো establish হয়নি। এটাই যা সমস্যা। Thanks for your Idea.
আগে সুদের হার ৬-৯% থাকার কারণে সকল ব্যাংক পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর বা ১০ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে গিয়েছিল । সুদের হার এখন আবার মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কারণে তা ৯% থেকে বেড়ে অনেক ক্ষেত্রে 16-17% গিয়েছে । যার কারণে ৬-৯% করার আগে যে রকম ৫ বছরে ডাবল স্কিম ছিল সেই একই ভাবে তা আবার ফিরে আসছে । এই কারণে সব ব্যাংকই ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের ডাবল স্কিম গুলো নিয়ে আসবে বা অনেকগুলো ব্যাংক নিয়ে এসেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ। ’’নিচ্ছে 93611.00 দিচ্ছে 2 লক্ষ+ ব্যাংক টিকে থাকছে কিভাবে!! ’’ ভিডিওটা দেখুন উত্তর পাবেন।
প্রথমত Return থাকলে 10% VAT , আপনার job / business থাকলে সহজে Loan পাবেন। অন্যথায় যে কোন Asset such as home, land etc থাকলেও loan পাবেন।
এগুলোর কোনটা না থাকলে কিছু দিন কষ্ট করে একটা DPS করুন তারপর DPS এর against 80%-90% পর্যন্ত loan নিতে পারবেন এবং তাতে ও আপনি লাভবান হবেন।
Finally তারপর ও যদি কোথাও loan না পান তো এলাকায় সমিতি পাবেন পরিমাণে কম হলেও আপনি সেখান থেকে loan নিতে পারবেন এবং সে ক্ষেত্রেও আপনি looser হবেন না।
Just try it. Thank u all.
ভাই, DPS এর শুরু করছি ২মাস আমাকে কী ৮০% লোন দিবে নাকি আমার ১বছর বা DPS এর মেয়াদ শেষ এ টাকা জমা থাকলে লোন দিবে? একটু জানান।
হ্যাঁ পারবেন ।
@@solutionenjoy1286ভাই আমার ন্যাশনাল ব্যাংকে ডিপিএস আছে ২ লক্ষ ৬০ হাজার টাকা জমা হয়েছে এখন তারা টাকা দিতেছেন এখন কি করা যায়
আসসালমু আলাইকুম আশা করি ভাল আছেন,আপনার ভিডিও টি দেখে খুব ভাল লাগলো,আমার একটা প্রশ্ন ছিল উত্তর পেলে খুশি হব, DPS এর শুরুতেই ব্যাংক লুন দিবে,নাকি DPS এর মেয়াদ পূর্ণ হলে এই টাকার উপর ব্যাংক লুন দিবে, মানে কখন লুন নিতে হবে বা কখন ব্যাংক লুন দিবে, আর লুন পেলে লুনের টাকা সাথে সাথেই FDR করা যাবে, জানাবেন প্লিস
Vat Na Tax
যে ব্যাংক ডবল দেবে তারা আম+ছালা পুরাটাই খেয়ে ফেলবে
অনেক কিছু বলেনি, লাভের অংশ থেকে ১৫% Tax কেটে নিবে। লোন প্রোসেসিং কেটে নিবে, লোন ইনসুরেন্সের টাকা কেটে নিবে। লোন কোন সুবিধা হতে পারে না।
স্যার, এক্ষেত্রে আমাকে প্রতি মাসে ডিপিস এর ইন্সটলম্যন্ট এবং লোনের ইন্সটলম্যন্ট দিতে হবে। তবে তো আমার দুই দিক থেকেই চাপ বাড়লো।
এতো সহজ নয়, বাস্তবতা অনেক ভিন্ন!!!
ভাই ডবল বেনিফিড স্ক্রীন এর জন্য ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের রাখলে হবে।
ভাই 22,000.00 কোটির একটা অংশ এ ব্যাংকটি পেয়েছে। সম্ভাবনা এখন তাদের 80% + positive এর দিকে।
Kindly apnr education level ta jante pari???
Ami bank tk rakhle tara amake profit dibe 10% ar oi tk upor loan nile dite hobe 3%+ mane 13% so profit ki vabe hove?? Bojaiya bolben plz
@@nuruzzamankhan7430 No, its a double scheme . So the profit rate is higher.
ভাই ৭ বছরের আগে অথবা ৫ বছরে কোন ব্যাংক ডাবল স্কিম দেয় দয়া করে জানাবেন।
Ucb
নিশ্চয়ই আল্লাহ সুদকে করেছে হারাম
Ascha mawlana saheb
Sud chara bisso cholba na...
Ami 98% nischit.
Apni ba apnar family dika takan haram kamayer sombona khuv besi
Amio ata vabchilamm.... Thanks
Vaiya ami brack bank a dps korci 10 bosor mayed par months 10 hajar taka mayed sesh hole 17 lakh 50 hajar dibe ata thik naki please janaben
আপনি যদি পাঁচ বছর করে দুই মেয়াদে Loan নেন এবং double benefit scheme করে রাখেন আপনি এখান থেকে ৩০ লক্ষ টাকা পেতে পারেন VAT TAX বাদ দেয়ার পর আপনি 26 লক্ষ plus পেতে পারেন l আপনি যে সুন্দর comments করেছেন এর উপরে Base করে পরের Video টি আমি ready করব । সেখানে details আপনি অবশ্যই দেখতে পাবেন । তবে আপনার এই সুন্দর প্রশ্নটির জন্য অসংখ্য ধন্যবাদ ।
৯% এর উপর যে কোনো ব্যাংক এ FDR/DPS করা রিস্ক। কারণ তাদের তারল্য সঙ্কট থাকার কারণেই তারা হাই রেটে লাভ দিয়ে তাদের তারল্য সংকট সামালের চেষ্টা করে
আল আরাফা ভাল অবস্থায় আছে
তাই নাকি ভাইয়া? লোন ইন্টারেস্ট নিচ্ছে ১৩.৫ আর ডিপোজিট ইন্টারেস্ট দিবে ৯ এর নিচে? 😂😂
ভাই আপনার টাকা জমার আগেই আপনি ডিপিএস করি লোন নিতে চান আপনাকে তো লোন দিবে না
আপনার ৩ লক্ষ টাকা জমা হইলে না আপনি মনে করেন ২ লাখ ৫০ হাজার বা ২ লাখ ৮০ হাজার টাকার লোন নিতে পারবেন জমা হওয়ার আগে আপনাকে তো লোন দিবে না
ডিপিএস এর এগেনে স্টেট লোন নিতে হলে টাকা জমা হতে হয় বুঝছেন যেমন এক লাখ টাকা জমা হয় না আপনি আশি হাজার টাকা লোন পাবেন
Right...
Oni ki tahole amader boka banalo???
সঠিক
you are a genius
এই ধরনের কৌশলকে "আর্বিট্রাজ" বলা হয়। তবে ব্যাংকগুলো এ ধরনের কৌশলকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ধরনের নিয়মকানুন এবং শর্তাবলি আরোপ করে থাকে। তাই এ ধরনের কৌশল সবসময় কাজ করবে এমনটা ধরে নেওয়া উচিত নয়।
লোনের ইন্টারেস্ট অনেক সময়ই বাড়ে সে ক্ষেত্রে তোই হবে?
লোন টা আমি কিভাবে নিবো,সেটার ব্যাবস্থা কেমনে হবে,সেটাই তো বড় সমস্যা,,এটাই মাইরপ্যাচ,,
ব্যাংকে যোগাযোগ করুন তারাই আপনাকে পথ দেখাবে।
Now would you please answer my question.
For example, আমি জনতা ব্যাংক অথবা অন্য কোন ব্যাংক থেকে ৩ লাখ টাকা লোন নিয়ে সেই ব্যাংকেই ৩ বছরের জন্য FDR করলাম , ৫ বছরে ব্যাংক আমার লোনের এগেইনস্টে প্রায় ১ লাখ টাকা লাভ নেবে আমার কাছ থেকে এবং FDR এ ৫ বছরে লাভ দেবে ৩ লাখ টাকা, লোনের ১ লাখ লাভ বাদ দিলে বাকি থাকে ২ লাখ। এখন আমার প্রশ্ন হলো, ৫ বছরে ৩ লাখ টাকায় ব্যাংক আমার কাছ থেকে লোনের এগেইনস্টে লাভ নিচ্ছে ১ লাখ টাকা, আর FDR আর আমাকে লাভ পাচ্ছি প্রায় ২ লাখ টাকা।
ব্যাংক ৩ লাখ টাকায় আমার কাছ থেকে ১ লাভ করে আমাকে ৩ লাখ টাকায় ২ লাখ লাভ দেবে কি করে?
আপনার প্রশ্নটা আসলে লিখে বোঝানো একটু কঠিন তারপরও বলছি, আপনি যদি ব্যাংকে টাকা রাখেন ব্যাংক আপনার টাকাকে ১০ গুণ বানিয়ে ফেলতে পারে এবং 10 গুণ থেকেই তারা ইনকাম করতে পারে । আসুন Example দিই। আপনার কথামতো আপনি ৫ লক্ষ টাকার লোন নিলেন এবং ৫ লক্ষ টাকা এফডিআর করলেন আপনার হিসাবে এটা ৫ লক্ষ টাকা কিন্তু ব্যাংকের হিসাবে এটা ১০ লক্ষ টাকা ।প্রথমত তারা ৫ লক্ষ টাকা লোন দিয়েছে এটা তাদের টাকা দ্বিতীয়ত তারা ৫ লক্ষ টাকা FDR পেয়েছে। এটাও তাদের টাকা এবং মোট ১০ লক্ষ টাকা । আপনার FDR এর টাকাটা অন্য আরেকজনকে লোন দিবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে ১৫ লক্ষ টাকা আর আপনার মত সেও যদি একই কাজ করে তাহলে ব্যাংকের হিসেবে মোট ২০ লাখ টাকা হবে ।এভাবে ব্যাংক প্রায় ৫ লক্ষ টাকাকে ১০ গুন বাড়িয়ে ৫০ লক্ষ করে ফেলতে পারে এবং পুরা টাকাটা থেকেই তারা ইনকাম করতে পারে। এর আরো অনেক হিসাব আছে যা লিখে বোঝানো সম্ভব নয় । কিন্তু আপনার প্রশ্নটিই খুবই যৌক্তিক । এরকম প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
তোর বাপে ৩ লাখ টাকা লোন দিবে
@@solutionenjoy1286 well described
সবাইকে তো একই লস দিল ব্যাংক ? কেমনে কি 🤔 ------- 🦇!
আমি তো কিছুই বুঝলাম না
Thanks Sair😊
Welcome 😊
Kon bank ar chak ar mamlay basi valo hobe agroni bank naki brack bank ar
Amake ki bank lon dibe...kivabe lon pbo
eta chara r vlo kno investment nai ?
Very nice bro...🎉🎉🎉
Thanks ✌️
Kub sundor hisab 😢😢😢
Dps+loan instalments =11,000+ howar kotha,apni hisab ki korlen bujhlam na.r btw apnr koyta loan ase kindly jante pari???
লোণ 😂 নিতে গেলে লাখে ৫ হাজার সাথে সার্ভিস চার্জ সাথে মরণ বীমা অনেক কিছু আছে এর সাথে😅😅😂😂 এসব মিলালে ০০ কারণ এটা নিয়া জমা দিতে গেলে ভাড়া ভোগান্তি ইত্যাদি
২ লক্ষ টাকার সুদ সহ বোনাস পাবেন পরকালে এটার জন্য প্রুস্তুত থাইকেন।
Loan interest rate fluctuate kore so it’s depend on interest rate
yes, Still PROFIT MARGIN is much higher than DPS. Thank you very much.
একটু জানা দরকার আপনি কোন সেক্টরে কাজ করেন, দয়া করে উত্তর দেবেন। আর কেউ তো লোন নেবে নিশ্চয়ই কোন একটা সমস্যার কারণে আর সেই লোন নিয়ে যদি এফডিআর করে রাখি তাহলে আবার লোন নেবো কেন?
Vai bank kivabe loan dei janen na apne joto tk rakben tar 90%loan dei apni 1year e 60 rakhben r loan koko paben ki video banan vai aita kon bank e dei amon loan janan vai please
কোন ব্যাংক ১২% প্রফিট দেবে? বলেন-
vai kon bank e 5 year's er double scime ase bolle valo hoto...
Premier, Meghna etc
ইন্টারেস্টের উপর টিন থাকলে ১০% ট্যাক্স, না থাকলে ১৫% ট্যাক্স কাটবে। এছাড়া আবগারি শুল্ক এগুলো কই যাবে 🥱🥱!!এছাড়া ব্যাংক কি এমনি এমনি লোন দিবে 😂
Kon kon bank 5 bochor a double benefit dey? List den
কেউ দেয়না, ৭/৮ বছরে দেয় প্রায় সব ব্যাংকেই
৫বছরে ডাবল বেনিপিট কোন ব্যাংক দিবে না,
পাঁচ বছর পর আপনি যা পাবেন তা থেকে ১৫ পার্সেন্ট সরকার ট্যাক্স কেটে নিয়ে আপনাকে দিবে।
স্যার এ রকম আরও ভিডিও চাই লোন কিভাবে কোন রাখলে ভালো মুনাফা পাওয়া যায় লোনের টাকা বাদে।
Thanks for good information dear brothers.
Always welcome
এখন আমার প্রশ্ন আমি ব্যাংক থেকে লোন নেবো আবার সেই টাকা ডিপোজিট করবো ব্যাংক 🏦 কর্তৃপক্ষ এতটাই কি সহজ-সরল 😕🥴
সুদের মধ্যে আল্লাহর বরকত দেয় না
Jekhane pura banking bisoyta e risky
মাশাআল্লাহ ❤️
সুদের টাকার জন্য মাশাআল্লাহ বলতেছেন কিভাবে.?? হাইরে মুসলমান। 🙂🙂
5 years e double kon Bank e?
Janaben please
Ific
5 y 9m ific. @@ProbetBarua
আসসালামু আলাইকুম স্যার কোন ব্যাংক কে নিরাপদ।
ভাই আমি যদি ডিপিএস করি 5 বছরের জন্য ব্যাংকে আমাকে লোন দেবে দুই তিন লক্ষ টাকা আমি ভাবছি একটি ডিপিএস করবো 25 সালে
@@bmsmonju8898 Ok
Kon bank 5 year a 2X tk dai oiter ekta list den dekhi
Meghna, premier 5 years, Standard Bank 5.5 years
@@solutionenjoy1286ভাই কই পাইছেন এই তথ্য
Premier 5.6 @@solutionenjoy1286
ও দাদা, আমাকে একটা ৩ লক্ষ টাকার লোন করে দেন না আপনার ব্যাংক থেকে। কাগজ পত্র কি কি লাগবে বলেন....
হা হা !! খুব চিন্তায় ফেলে দিলেন স্যার আপনাকে তো Loan দেওয়া যাবে না আবার নাও তো বলতে পারবো না l কি করা যায় বলুন তো……
খুব সুন্দর তথ্য। কিন্তু লোন কেউ প্রথমে পাবে কিভাবে?
লোন কি মামার বাড়ীর আবদার চাইলে পাইলাম
Eta apnr bul hisab fix diposite 500+200+1000 charge overall 10k monthly cost total loss!!
@@juberjuberahmed624 No, its double scheme . 10% Or 15% tax and charge May be not but if so sure one time only and Its profitable.
ignorance on it's peak.Dps installament ar loan installament alada.Ultimately onside a tk jombe arek pashe tk kombe.Extra jabe minimum 2%
5 bocor por 36 hajar taka dibe aponake k boleche???? 4 lakher ero besi
ভাই আপনি কি শুকনা খান যদি শুকনা খান তাহলে হিসাব ঠিক আছে, ডিপিএসের প্রতি মাসে জমা দিতে হয় এফডিআর একবারে জমা দিতে হয়। যদি টাকায় থাকে তাহলে কে ডিপিএস করবে?
ভাই, উনি মেয়াদহীন শুকনা খেয়ে বকবক করছে।
What a calculation vai DPs korle sthe sthe laon diye dibe bah vai bah
অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতির দেশে এ ধরনের ডিপিএস করে প্রতারিত হওয়া ছাড়া উপকারিত হওয়ার সম্ভাবনা নাই
Vai loan ki 5 years ar jonno dey
Apnar Kotha moto Amon ta hole sobai Amon ta korto
আগে সুদের হার ৬-৯% থাকার কারণে সকল ব্যাংক পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর বা ১০ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে গিয়েছিল । সুদের হার এখন আবার মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কারণে তা ৯% থেকে বেড়ে অনেক ক্ষেত্রে 16-17% গিয়েছে । যার কারণে ৬-৯% করার আগে যে রকম ৫ বছরে ডাবল স্কিম ছিল সেই একই ভাবে তা আবার ফিরে আসছে । এই কারণে সব ব্যাংকই ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের ডাবল স্কিম গুলো নিয়ে আসবে বা অনেকগুলো ব্যাংক নিয়ে এসেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ব্যাংকের নামগুলো বলুন,ধন্যবাদ
FDR-এ চক্রকার অনুসারে সুদ ধরা হয়।
@@AbuHanif-hs6rd Yes, thanks
আমার কমেন্টে যারা পড়বেন মুসলমান হলে এই সমস্ত সুদের কারবারে যাবে না সবাই ইসলামী ব্যাংকে টাকা রাখবেন কুনা হলে তাদের হবে আপনার কিছুই হবে না
Bhai sorry eivabe hoy na. Apner DPS er tk alada r loan er installment alada joma dite hobe.
অই কোন ব্যাংক দাবল দেয়রে?
কোন ব্যাংকে 3 লক্ষ টাকা এফডিআর করলে 5 বছরে তা 6 লক্ষ টাকা হবে?
ucb bank
6.6 years
ডিপিএসের কিস্তি + লোনের কিস্তি দুইটা কিস্তি মাসে দিতে হবে ? নাকি একটা কিস্তি দিলেই হবে ? বুঝিয়ে বলেন, ধ্যনবাদ ।
Just paying your loan installment only.
@@solutionenjoy1286 ok, thanks for your reply. DPS er taka joma na dile DPS active thakbe to?
sorry apni hoyto video te clear kore bolsen but ami bujhi ni, tai jiggasa korlam,
আমার মনে হয় video টা আপনার আরেক বার দেখা উচিৎ। DPS এর টাকা দিয়েই Loan এর কিস্তি দিতে হবে। DPS না করেই প্রায় double পেতে পারেন। Thanks
@@solutionenjoy1286 ok, thanks . apnar diya process gulo ami bank er shathe alochola korbo, jodi tara agree hoy tahole valo, r jodi agree na hoy tahole apnake comments korbo abar,ok? r jodi agree hoy tao janabo, thanks again.
,, যে টাকাটা ডিপিএস করতেন সেটাই লোন হিসেবে দিবেন। সিম্পল হিসাব
Vai loun taka debe k
যদি কোন কারনে ডিপিএস এ টাকা দিতে না পারেন তাহলে মূলধন ফেরত পাবেন।
কোন কারনে লোনের টাকা ফেরত দিতে না পারেন।
তাহলে তাহলে হবে মজা
আম আর ছালা দুইটাই যাবে 🤣🤣
না ভাই, DPS না চালাতে পারলে যেমন ভেঙে ফেলা যায় লোন করে FDR করলে এবং লোনের কিস্তি পরিশোধ করতে না পারলেও এ FDR ভেঙে পরিশোধ করে দেওয়া যায় l এই টাকাটা তুলে আমরা তো অন্য কোন কাজে খরচ করছি না বরং এখানেও যে পরিমাণ পরিশোধ করেছি ওই টাকাটা আমাদের হাতে থেকে যাবে । আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার কোনো ব্যাংক আছে নাকি ডাবল দেয়ার যদি দেয় আমি এখনই ৫০ লক্ষ টাকা এফডিআর করবো...😁😁😁😁😁😁
Meghna, Premier etc 5 yrs, Standard Bank 5.5 yrs.এছাড়াও আরো বেশ কিছু ব্যাংক তাদের এই প্লান নিয়ে এসেছে lআগে সুদের হার ৬-৯% থাকার কারণে সকল ব্যাংক পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর বা ১০ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে গিয়েছিল । সুদের হার এখন আবার মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কারণে তা ৯% থেকে বেড়ে অনেক ক্ষেত্রে 16-17% গিয়েছে । যার কারণে ৬-৯% করার আগে যে রকম ৫ বছরে ডাবল স্কিম ছিল সেই একই ভাবে তা আবার ফিরে আসছে । এই কারণে সব ব্যাংকই ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের ডাবল স্কিম গুলো নিয়ে আসবে বা অনেকগুলো ব্যাংক নিয়ে এসেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
AB Bank 5.6 years e double
@@raihanrashed2000 বাংলাদেশের ব্যাংক গুলোর যে অবস্থা ডাবলের আশায় পরে মুলধন হাওয়া হয়ে যাবে।
উদ্ভট হিসাব ।
আমি ইসলামি ব্যাংকে ৩লাখ টাকা FDR করেছি ৩ বছরের জন্য। এক বছরে তারা লাভ দিলো মাত্র ২০ হাজার টাকা।
only FDR নয় DOUBLE SCHEME এ আসুন। আপনি DOUBLE ই পাবেন।
আচ্ছা ভাই প্রথম DPS deposit করার পর কী আমাকে ব্যাংক লোন দিবে
সেক্ষেত্রে কোন ব্যাংকগুলো ভালো ও দ্বিগুন দেয়? @@solutionenjoy1286
15%tax on profit?
3 lac 3 lac 5 year Kon bank dey?
Union Bank
Global Islamic bank DPS 13% rate🎉🎉🎉🎉🎉
Ami apnar all Video dekhi,, but ai video moto view ar comments ono kono Video nai,, ai Video niya onker question, so ai mtr apni clear akta Video koren,,jate apnar diya information kaje lage,,kaje nah lagate parle amon Video dila lav ki,,
@@nuruzzamankhan7430 Ok, thanks for ur support .
বাটপারি।
অল্প বিদ্যা ভয়ংকর,,, নিতান্তই হাস্যকর।।৫ বছরে যারা ডাবল দিতে চাই তাদের কে ৫ বছর পরে নাও পাওয়া যেতে পারে।
আগে সুদের হার ৬-৯% থাকার কারণে সকল ব্যাংক পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর বা ১০ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে গিয়েছিল । সুদের হার এখন আবার মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কারণে তা ৯% থেকে বেড়ে অনেক ক্ষেত্রে 16-17% গিয়েছে । যার কারণে ৬-৯% করার আগে যে রকম ৫ বছরে ডাবল স্কিম ছিল সেই একই ভাবে তা আবার ফিরে আসছে । এই কারণে সব ব্যাংকই ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের ডাবল স্কিম গুলো নিয়ে আসবে বা অনেকগুলো ব্যাংক নিয়ে এসেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
😊
কোন কোন ব্যাংক ৫ বছরে ডাবল ভেনিপিট দিচ্ছে একটু বলবেন...?
ভাই,তিন লাখ টাকা পাঁচ বছরের জন্য লোন নিলে,মাসে কত করে কিস্তি দিতে হবে, সেটা ক্লিয়ার হলাম না, একটু বলে দিবেন কত করে মাসে দিতে হবে
6673.33 per month for 12% interest & 6825.92 per month for 13% interest.
@@solutionenjoy1286 তিন লাখ টাকা দুই বছরের জন্য কিস্তি দিচ্ছি ১৬২০০ টাকা,সাথে ১০০০ হাজার ডিপিএস,আর আপনার কি হিসার দেখাচ্ছে আপনি যেই কিস্তি বলছেন তাতো আসলেই হয়না।
হিসাব টা আমারে পুরো বুঝিয়ে দিলে উপকৃত হতাম ভাই।মিলাতে পারেন কি
ব্যাংক লোনের ইনস্টলমেন্ট কিভাবে দিবে ডিপিএস এর ইন্সটলমেন্ট ৫০০০ মধ্যে , এর বিপরীতে লোন নিলাম তিন লাখ,, যা এফডিআর করলাম,, ডিপিএস এর বিপরীতে যেই লোন তার ইনস্টলমেন্ট কিভাবে পরিশোধ হবে ??
DPS এর টাকাই এখানে loan এর installment দিবেন। DPS তো আপনি করবেনই না।
bhai FDR kun bank a sob theke valo hobe
Any well margined bank but 5 years plan only two bank Meghna and Premier. Others are follow the line very soon. Thanks
Loan neyar process ta janaben.
কোন ব্যাংক ৫বছরে ডাবল করে দিবে?
Meghna Bank, Premier Bank etc and most of the bank issued circular Very soon.
এভাবে কখন লোন দিবে না। সোনালি ব্যাংকে যোগাযোগ করেছিলাম ম্যানেজার বলেছে যে এই বুদ্ধি দিয়েছে সে কি শুকনা পাতা খায়। কারন ডিপিএস যা জমবে ১ বছর পর হতে ৯০% পর্যন্ত লোন করা যাবে। ধন্যবাদ
এফডিআর রেট কত করে ধরলেন। ২২-২৫‰ রেট ছাড়া কি ৫ বছরে ডবল হয়? কি বুঝানরে ভাই মানুষরে।
আপনার ব্যাংকের সঙ্গে Contract হলো পাঁচ বছরে আপনাকে double দিবে তাতে Rate কত Percent হলো এটা matter করে না । কেননা loan Installment বা DPS এর মত ভেঙে ভেঙে টাকা দেওয়া হয় না যেখানে Rate ব্যাপার থাকে । FDR এর ক্ষেত্রে টাকাটা একবারে দিয়ে দেওয়া হয় যেটা কিনা ব্যাংক বারবার ব্যবহার করতে পারে । So double scheme এ আপনি অবশ্যই double ই পাবেন ।
৫ বছরে দ্বিগুন দেয় এমন ব্যাংক কোনটি আছে নাম বলুন।
Meghana bank
14% হারে লোন নিয়া ১১% হারে ফডিআর করলে লস,তার উপর প্রসেসিং ফি,টাক্স
৩,০০,০০০/- কোন ব্যাংক, রিস্ক ফ্রি লোন দিবে ! DPS করার আগেই ৩ লাখ দিবে ! হাস্যকর !
Loan এর জন্য আপনি eligible কিনা দেখুন না হলে top comment দেখুন। Thanks
ভাই, DPS এর টাকা জমা ছাড়া লোন নেয়া যাবে না? বা আমি ৫বছর এর জন্য DPS ৫হাজার করে শুরু করবো জানুয়ারি থেকে আমি চাইলে জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে কী লোন নিয়ে পারব না?
Yes.
সোনালী ব্যাংকে এটা করা যাবে, জানাবেন প্লিজ, বাহরাইন থেকে।
আপনার বাসা কোথায়,,?
সরকারি ব্যাংকগুলো এখনো পর্যন্ত এ ধরনের স্কিম নিয়ে আসে নাই
আপনি কি মূলে লোন নিবেন,,
৩ লাখ টাকা না জমা থাকলে।।। ব্যাংক কোনকিছু ছাড়া ৩ লাখ টাকা লোন দিবে কখনোই দিবে না
Service holder কিংবা businessman হলে সহজে loan পাওয়া যায়l এর বাইরে student loan, car loan, house loan এগুলো পেতে গেলেও খুব একটা বেগ পোহাতে হয় না কিন্তু এর বাইরে Loan নিতে গেলে bank আপনাকে দিতে চাইবে না । Bank মূলত loan amount back পাওয়ার surety খোঁজে l সেটা থাকলে যে কেউই Bank থেকে loan নিতে পারে ।
Kon Bank.. Apni nije nisen??kaw paise,emon karo number den..
ব্যাংক বিশ্বাসের জায়গা যেদিন বিশ্বাস উঠে যাবে দেখবেন সেদিন থেকে আর কোন ব্যাংক থাকবে না। বর্তমান মেঘনা ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক পাঁচ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে এসেছে।তাদের যে কোন ব্রাঞ্চে গেলেই ডাবল স্ক্রিনে টাকা রাখতে পারবেন। শুধুমাত্র সুদের হার বাড়ার কারণে পাঁচ বছরে ডাবল দেওয়া তাদের জন্য সহজ । আস্তে আস্তে অন্য ব্যাংক এই স্কিমগুলা নিয়ে আসছে । আর হ্যাঁ আমার পরিচয়টা আপনি আমার ফেসবুক প্রোফাইলে গেলে পাবেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Arey vai bank ki chailey loan devey
না কিন্তু process follow করলে অবশ্যই loan পাবেন।
ব্যাক নাম বলেন
Premier, Meghna etc
টাকা রাখলে আর টাকা পাওয়া যাবে না।@@solutionenjoy1286
এই টাকা কথায় রাখা হবে সেই বিষয়ে বিস্তারিত বলেন বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে টাকা রেখে সেটা টাকা বড় লোকেরা লোন নিয়ে খেলাপি ঋণের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে নেয়
কোন ব্যাংক দিবে ৫ বছরে ডাবল?
Fake news 5 years Kono Bank dubble dei na so please don't give fake news
Vudai akhon ar kono bank 5 yr dabol dei na
Meghna, Premier etc 5 yrs, Standard Bank 5.5 yrs.এছাড়াও আরো বেশ কিছু ব্যাংক তাদের এই প্লান নিয়ে এসেছে lআগে সুদের হার ৬-৯% থাকার কারণে সকল ব্যাংক পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর বা ১০ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে গিয়েছিল । সুদের হার এখন আবার মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কারণে তা ৯% থেকে বেড়ে অনেক ক্ষেত্রে 16-17% গিয়েছে । যার কারণে ৬-৯% করার আগে যে রকম ৫ বছরে ডাবল স্কিম ছিল সেই একই ভাবে তা আবার ফিরে আসছে । এই কারণে সব ব্যাংকই ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের ডাবল স্কিম গুলো নিয়ে আসবে বা অনেকগুলো ব্যাংক নিয়ে এসেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাই, আপনি বলচেন মেগনাতে ৫ বছরে দ্বিগুন ইন্টারেস্ট দেয়, কোথায পাইছেন এই তথ্য। মিয়া, ফালতু তথ্য দিয়ে কেন বিভ্রান্ত করেন। কোন ব্যাংকে ৮ বছর ৬ মাসের নিচে ডাবল ইন্টারেস্ট নাই। তারপরও যদি আপনি বলেন আছে, তবে লিংক দিয়েন।
Loan নেয়ার প্রসেস শেয়ার করুন। আর বর্তমানে তারল্য সংকট নেই এমন কোন ব্যাংক 5 বছরে ডাবল দেয়
Ok, My next video আসছে।
@@solutionenjoy1286 অপেক্ষায় থাকলাম
Meghna Bank
কি বুজাইলেন বুঝি নাই! লোন নিয়ে শোধ করে লাভ ৩৪৯০০০ /। ডিপিএস করেও সেম ৩.৫ লাখ!!
এই ভিডিও টি দেখেন, 10,000.00 টাকার DPS না করলে 8,47,287.00 টাকা লাভ হতে পারে , উত্তর পাবেন।
এখানে ১৫ পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে ৪৫০০০, আর তিন লক্ষ টাকা আপনাকে কিসের উপর দেবে। আর প্রতিমাসে যে আপনি ইনস্টলমেন্টের টাকা জমা দিচ্ছেন সেই টাকার কোন মূল্য নেই? পাঁচ বছরে কোন ব্যাংক দ্বিগুণ টাকা দেয় না। এইসব বাদ দিয়ে মানুষকে ভালো বুদ্ধি দেন।
আগে সুদের হার ৬-৯% থাকার কারণে সকল ব্যাংক পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর বা ১০ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে গিয়েছিল । সুদের হার এখন আবার মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কারণে তা ৯% থেকে বেড়ে অনেক ক্ষেত্রে 16-17% গিয়েছে । যার কারণে ৬-৯% করার আগে যে রকম ৫ বছরে ডাবল স্কিম ছিল সেই একই ভাবে তা আবার ফিরে আসছে । এই কারণে সব ব্যাংকই ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের ডাবল স্কিম গুলো নিয়ে আসবে বা অনেকগুলো ব্যাংক নিয়ে এসেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
’’নিচ্ছে 93611.00 দিচ্ছে 2 লক্ষ+ ব্যাংক টিকে থাকছে কিভাবে!! ’’ ভিডিওটা দেখুন উত্তর পাবেন।
এত্তো কিছু না করে SIP করলেই হয়
আপনি ঠিকই বলেছেন। Systematic Investment ভাল জায়গা , লাভবান হওয়া যায় কিন্তু সকলের কাছে এটার গ্রহণ যোগ্যতা এখনো establish হয়নি। এটাই যা সমস্যা। Thanks for your Idea.
Eta bojiye bolen.
কন কি দুনিয়া এতো সহজ হলে সবাই এগুলোই করতো যাইহোক যারা ৫ বছরে ডাবল দেয় এমন কয়েকটা ব্যাংকের নাম বলেন
আগে সুদের হার ৬-৯% থাকার কারণে সকল ব্যাংক পাঁচ বছর থেকে বাড়িয়ে সাত বছর বা ১০ বছরে তাদের ডাবল স্কিম নিয়ে গিয়েছিল । সুদের হার এখন আবার মার্কেটের উপর ছেড়ে দেওয়ার কারণে তা ৯% থেকে বেড়ে অনেক ক্ষেত্রে 16-17% গিয়েছে । যার কারণে ৬-৯% করার আগে যে রকম ৫ বছরে ডাবল স্কিম ছিল সেই একই ভাবে তা আবার ফিরে আসছে । এই কারণে সব ব্যাংকই ৫ থেকে ৬ বছরের মধ্যে তাদের ডাবল স্কিম গুলো নিয়ে আসবে বা অনেকগুলো ব্যাংক নিয়ে এসেছে । আপনাকে অসংখ্য ধন্যবাদ।
’’নিচ্ছে 93611.00 দিচ্ছে 2 লক্ষ+ ব্যাংক টিকে থাকছে কিভাবে!! ’’ ভিডিওটা দেখুন উত্তর পাবেন।
সুদের কারবার