আমি ভারত থেকে বলছি , এমন ছবির মত গ্রাম দেখলে নিজের ছোটবেলায় কিছুদিন কাটানো গ্রামের কথা মনে হয় !! চট করে ছুটে যাই মন বলে !! বাবার পেট্রোল পাম্প ছিল সেই সুবাদে হুগলী জেলার এক বিখ্যাত গ্রামে প্রায় দশ বছর ছিলাম !! জিটি রোডের ধারে বাড়ি ছিল আর একটু পেছনে ছিল সবুজ মাঠ আর ছবির মত গ্রাম !! এখন আমি বিবাহ সূত্রে দক্ষিণ কোলকাতায় - আমার বর্তমান বাপের বাড়িও হুগলী শহরে !! তবু সেই দিন কিন্তু আমার জীবনের শ্রেষ্ট স্বর্ণালী সময় - ওই দশটা বছর !! 👍❤️ খুব ভালো লাগলো ভিডিওটি !!
হায়রে সেই পুরনো দিন অনেক মিস করি, এই ভিডিওর মাধ্যমে যা দেখলাম এমন কোনো বাড়িতে এইসব ঐতিহ্য ছিল না কেউ বলতে, দিনগুলো অনেক সুন্দর ছিল মানুষ গুলো অনেক সুন্দর মনের মানুষ ছিল, আর এখন বর্তমানে আগের সৌন্দর্য ঐতিহ্য গুলো দেখা যায় না। মানুষের মন মানসিকতার অনেক পরিবর্তন এসে গেছে, উন্নয়নের পিছনে ছুটতে গিয়ে সব সৌন্দর্য হারিয়ে গেছে।
ফিরে যেতে ইচ্ছে করে শৈশবের সেই প্রকৃতিতে,এখন চারিদিকে ঘর বাড়িতে হারিয়ে গেছে আমার শৈশবের সেই সুন্দর প্রকৃতি। এখনও একটু পর পরই সেই প্রকৃতি কথা মনে পড়ে চোখ দিয়ে পানি চলে আসে। ইউটিউব গুগলে চার্স দিয়ে গ্রামের দৃশ্য গুলো দেখে শৈশবের সেই স্বাদটা নেওয়ার চেষ্টা করি
গ্রাম এর নাম দেখেই মন বুঝে নিয়েছে এ আমার প্রিয় ভূমি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা। যদি ও মন চাইলেও যেতে পারি না। ধন্যবাদ আপনাদের প্যানোরমা টিমকে, মাঝে মাঝে আমার মতো বাইরে থাকা মানুষগুলোকে তার প্রিয় ভূমির আঞ্চলিক স্বাদ দেওয়ার জন্য।
ইট পাথরের বাড়ি চাইতে গ্রামের মাটির ঘর অনেক শান্তি ছোট বেলায় গ্রামে এই রকম অনেক মজা সত্যি দেখে চোখের পানি চলে আসলো। এই রকম সাদা মাটা জীবন অনেক ভালো। হত আর এই জীবন ফিরে পাবো না।
আপু আপনাকে আবারও স্বাগতম জানাই আমরা সবাই মিলে ভিডিও গুলো দেখছি আমি দুবাই থেকে দেখছি অনেক ভালো লাগে আপনার ভিডিও গুলো আর আপনার কথা গুলো খুব ভালো লাগে সায়েরে আপু
ছয় বছর ধরে প্রবাসে আছি গ্রাম কে অমেক মিস করি আজকে এই ভিডিও টা দেখে আমার মন ভরে গেছে মন হলো আমি বাড়িতেই আছি আমাদের গ্রামের পরিবেশ ঠিক এমনই কত সুন্দর দৃশ্য
আসসালামু আলাইকুম☺️আমি গ্রামে থাকি,আমাদের গ্রামটা আধুনিক গ্রামে রুপ নিয়েছে,তবে বেশ কিছুদিন ধরে আমার ইচ্ছা করছে গ্রামের ভিডিও দেখব,আজ দেখেছি, অসাধারণ মনোমুগ্ধকর প্রকরিতি😘।
আমার ঠাকুমা ওপার বাংলার এই গ্রামে জন্মেছিলেন ...দেশ ভাগের পর স্বামী সন্তানের সাথে পশ্চিম বঙ্গে চলে আসেন ...ওনার জীবিত থাকা কালীন অনেকবার এই গ্রামের কথা শুনেছি ওনার মুখে ..
যেমন অকৃত্রিম সুন্দর গ্রাম তেমন অকৃত্রিম সুন্দর আপনার বলার ধরণ এবং কন্ঠ, আসলে আল্লাহ তাআলার সৃষ্টির কোন তুলনা নাই।
প্রানের এই মাতৃভূমির অপরুপ দৃশ্য দেখলে প্রবাস জীবন আর ভালো লাগে না। ।।
সত্যি চোখে জল এসে যায় 🥺
এতো সুন্দর গ্রাম সেই সাথে আপনার সুন্দর উপস্থাপনা ভিডিওটির সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে💖অনেক ভালো লাগলো
আমি ভারত থেকে বলছি , এমন ছবির মত গ্রাম দেখলে নিজের ছোটবেলায় কিছুদিন কাটানো গ্রামের কথা মনে হয় !! চট করে ছুটে যাই মন বলে !!
বাবার পেট্রোল পাম্প ছিল সেই সুবাদে হুগলী জেলার এক বিখ্যাত গ্রামে প্রায় দশ বছর ছিলাম !! জিটি রোডের ধারে বাড়ি ছিল আর একটু পেছনে ছিল সবুজ মাঠ আর ছবির মত গ্রাম !! এখন আমি বিবাহ সূত্রে দক্ষিণ কোলকাতায় - আমার বর্তমান বাপের বাড়িও হুগলী শহরে !! তবু সেই দিন কিন্তু আমার জীবনের শ্রেষ্ট স্বর্ণালী সময় - ওই দশটা বছর !! 👍❤️
খুব ভালো লাগলো ভিডিওটি !!
গ্রাম দেখলেই ছোটবেলা র কথা মনে পড়ে যায়
Thik bolechen 😢😨
ঠিক বলেছেন খুব বেশি মিস করি দেখে চোখে পানি চলে এসেছে
গ্রামে যেতে আমার খুব ইচ্ছে করে। আমার সাশ প্রসাশে শুধুই গেরাম
হায়রে সেই পুরনো দিন অনেক মিস করি, এই ভিডিওর মাধ্যমে যা দেখলাম এমন কোনো বাড়িতে এইসব ঐতিহ্য ছিল না কেউ বলতে, দিনগুলো অনেক সুন্দর ছিল মানুষ গুলো অনেক সুন্দর মনের মানুষ ছিল, আর এখন বর্তমানে আগের সৌন্দর্য ঐতিহ্য গুলো দেখা যায় না। মানুষের মন মানসিকতার অনেক পরিবর্তন এসে গেছে, উন্নয়নের পিছনে ছুটতে গিয়ে সব সৌন্দর্য হারিয়ে গেছে।
যত দেখি গ্রামের দৃশ্য ই চোখ জুড়িয়ে যায়😍😍😊
কি আর বলবো বলার কোনো ভাষা নেই সারাদিন দেখলে মন ভরবে না,শুধু দেখতে ইচ্ছে করবে
আধুনিক জীবনে গ্রামের প্রকৃতিটা দিন দিন সবাই ভুলে যাচ্ছে,,, আপনার ভিড়িও গুলো দেখলে ফিরে যায় আগের দিন গুলায়😍😍
আমিও গ্রামেই থাকি, কিন্তু আমার গ্রামে তো শহুরে জীবনের ছোঁয়া লেগে গেছে। এত সুন্দর ছবির মতো গ্রাম কোথায় আর দেখা যায়?
ঠিকই। এখন আর গ্রামে বেড়াতে মজা নেই।
ভাষা হারিয়ে ফেলেছি এক কথায় অসাধারণ 👍 👍👍👍
আহা!কি সুন্দর প্রানবন্ত প্রশান্তিময় পরিবেশ,যতয় দেখি ততয় মুগ্ধ লাগে
আমার দাদার বাড়ি আমশরার পাশের গ্রাম শ্যামেরঘোন।
গ্রাম বাংলা সৌন্দর্য তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
ফিরে যেতে ইচ্ছে করে শৈশবের সেই প্রকৃতিতে,এখন চারিদিকে ঘর বাড়িতে হারিয়ে গেছে আমার শৈশবের সেই সুন্দর প্রকৃতি।
এখনও একটু পর পরই সেই প্রকৃতি কথা মনে পড়ে চোখ দিয়ে পানি চলে আসে। ইউটিউব গুগলে চার্স দিয়ে গ্রামের দৃশ্য গুলো দেখে শৈশবের সেই স্বাদটা নেওয়ার চেষ্টা করি
গ্রামের এই সাদামাটা প্রকৃতিঘনিষ্ঠ জীবন যাপনই আমার কাছে শ্রেষ্ঠ।
I love village life❤️
গ্রাম এর নাম দেখেই মন বুঝে নিয়েছে এ আমার প্রিয় ভূমি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা। যদি ও মন চাইলেও যেতে পারি না। ধন্যবাদ আপনাদের প্যানোরমা টিমকে, মাঝে মাঝে আমার মতো বাইরে থাকা মানুষগুলোকে তার প্রিয় ভূমির আঞ্চলিক স্বাদ দেওয়ার জন্য।
Ty koi thaken apni...?
খুব সুন্দর পরিবেশন।সব সময় দেখা হয় না।কিন্তু যখন সময় পাই একসাথে অনেক ভিডিও দেখে নি।কলিকাতা থেকে।
এই গ্রাম টা বিশাল বড়, এই গ্রাম আমি ৩-৪ বার পুরোটা ঘুড়েছি💓
Hi❤️
মাশা আল্লাহ,আমশরা গ্রাম ,বাংলার মনমাতানো গ্রাম, জত দেখি, ততবারই দেখিতে মনচাঞ, এই আমশরা গ্রামটি দেখানোর জন্য ,আপনাকে অনেক ধন্যবাদ ।
আপনার ভিডিও গুলো দেখলে শৈশবের স্মৃতি গুলো মনে পড়ে যায়। মনে হয় আবার যদি আমার শৈশব ফিরে পেতাম!
দেখে চোখে পানি চলে আসলো ছোট বেলাকে খুব মিস করছি
😪😪😪😪😪
এত সুন্দর ডকুমেন্টরি চ্যানেল UA-cam আর দেখিনি।
এক কথায় অসাধারণ।
এই হলো আমার সোনার বাংলা।
আমি তোমায় ভালোবাসি এটা আমার বাংলাদেশ আমাদেরই বাংলা রে।
অনেক সুন্দর হইছে আপু!! দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায় আর মনটা ভরে যায়
সেই ছোট বেলার কথা মনে পড়ে গেল অনেক অনেক ভালো লাগলো ভিডিওটা দেখে
ইট পাথরের বাড়ি চাইতে গ্রামের মাটির ঘর অনেক শান্তি ছোট বেলায় গ্রামে এই রকম অনেক মজা সত্যি দেখে চোখের পানি চলে আসলো। এই রকম সাদা মাটা জীবন অনেক ভালো। হত আর এই জীবন ফিরে পাবো না।
এতো সুন্দর ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ জানায় আপনাকে আপু।মালয়েশিয়া থেকে বলছি।
অসম্ভব সুন্দর লাগে গ্রামীণ সৌন্দর্য,, প্রথম কমেন্ট 🥰❤️
শহরে পরে থাকলেও মনটা পরে থাকে সেই ছট্ট গ্রামে!!!
এগুলি বাংলার প্রতিদিনের সাধারণ কাজ, কিন্তু কি সৌন্দর্য, কি অসাধারণ। ধন্যবাদ
আপু আপনাকে আবারও স্বাগতম জানাই আমরা সবাই মিলে ভিডিও গুলো দেখছি আমি দুবাই থেকে দেখছি অনেক ভালো লাগে আপনার ভিডিও গুলো আর আপনার কথা গুলো খুব ভালো লাগে সায়েরে আপু
তোমার একেকটা ভিডিও যেন স্বর্গ স্নিগ্ধ সুখ পাওয়া যায়। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আর তোমার হৃদয় মাখা ভাষা কন্ঠ শুনি।
এক কথায় অসাধারণ , বাংলাদেশর গ্রাম বাংলা নিয়ে আপনাদের সকল ভিডিও গুলো আমার পছন্দ,আমি সময় পেলেই এসব ঐতিহ্যবাহী জীবন বাংলার ভিডিও গুলো দেখি
খুব কান্না চলে আসে এগুলো দেখলে। কিকরে হারিয়ে গেলো এসব সময় গুলো
আমার বড় খালাম্মার বাসা আমসড়ায় । মাশাল্লাহ অনেক সুন্দর একটি গ্রাম। মাঝে মাঝে এ গ্রামে যাই গ্রামের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে।
এই জীবনে তো আর সইসব আর পাবো না তবে আবার যদি ফিরি এই দুনিয়ায় যেনো আমার সেই ধুলো মাটির গ্রাম টা তে ফিরে আসি অনেক মিস করি সেলে বেলা টা 😭😭😭
আল্লাহর অনুমতি ছাড়া কোন বিপদ আসে না, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে আল্লাহ তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন।
(আত-তাগাবুন, আয়াত- ১১)
আপনার মতো করে আর কেউই এতো সুন্দর করে উপস্থাপনা করতে পারে না। ধন্যবাদ মালিহা মেহনাজ শায়েরী ম্যাডাম।
শহড়ে থাকলেও মন পরে থাকে গ্ৰামে।গ্ৰাম আমার বড়ই প্রিয় ❤️
অনেক অনেক ধন্যবাদ আপনাদের বাংলার অপরুপ চিত্র তুলে ধরার জন্য
সবার কাছেই দাগ কাটে এই রকম গ্রামের বাড়ী আর তার প্রকৃতি।
মিষ্টি কুমড়ার ক্ষেতটা আমাদের😍😍😍
সত্যি??😍😍😍
আপনার কথাগুলো শুনলে বাংলাদেশের কবিদের কথা মনে হয় আপুকে অসংখ্য ধন্যবাদ
ভিডিও টা দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম।
গ্রামের পরিবেশ গুলো অনেক সুন্দর লাগে।
অনেক দিন পরে একটা ভিডিও পেলাম
ধন্যবাদ আপু
হৃদয় ছোঁয়া ডকুমেন্টারি। ❤
আপনাদের কি বলে যে ধন্যবাদ দেবো। কত সুন্দর সুন্দর প্রকৃতি দেখানোর জন্য। আমাদের সিরাজগঞ্জ।
ছয় বছর ধরে প্রবাসে আছি গ্রাম কে অমেক মিস করি আজকে এই ভিডিও টা দেখে আমার মন ভরে গেছে মন হলো আমি বাড়িতেই আছি আমাদের গ্রামের পরিবেশ ঠিক এমনই
কত সুন্দর দৃশ্য
বাংলাদেশ এই ভিডিওগুলো আমাকে খুব ভালো লাগে, কারণ আমাদের কলকাতাতে এসব দেখার আফসোস।
আপুর এই ভিডিও গুলো দেখলে আমার মন ছুঁয়ে যায় কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না, খুব ভালো লাগে,,🥰🥰🥰
ছোটবেলায় রাজহাসের দৌড়ানো যে কত খাইছি 😂 মনে পরলেই হাসি পায়, রাজ হাস আমি খুব ভয় পাইতাম, যে বাড়িতে রাজ হাস থাকতো, ঐবাড়িতে যাইতাম না😂
মন - চোখ দুই ভরে গেলো।
💌💟💝💖💗
মনটা চলে যেতে চাই শৈশবে দিন গুলি তে
আমি গ্রাম ভালোবাসি গ্রামের এমন দৃশ্য শুধু আপনার ভিডিওতেই দেখি ❤
Pother panchali te eii gram er naam ta porechilam mone hoy, chasider chotto gram, khub valo laglo ❤❤❤❤❤
ইস কি অসাধারণ দৃশ্য!!! শৈশবের অনেক কিছু মনে পড়ে গেলো।
আহ্ আমার সোনার বাংলা 😍 জানিনা এই গ্রামীণ সৌন্দর্য আর কতদিন টিকে থাকবে 😌
I was born and raised in America but this Village will always be one my Favourite
আসসালামু আলাইকুম☺️আমি গ্রামে থাকি,আমাদের গ্রামটা আধুনিক গ্রামে রুপ নিয়েছে,তবে বেশ কিছুদিন ধরে আমার ইচ্ছা করছে গ্রামের ভিডিও দেখব,আজ দেখেছি, অসাধারণ মনোমুগ্ধকর প্রকরিতি😘।
ওয়াও! ভিডিওটি দারুন তো 😍 খুব ভালো লাগলো দেখে🌹
সত্যি ছোটোবেলার কথা মনে পড়ে গেল
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 🌺🌺🌺
Apu kub sundor gram Valo laghlo
বেঁচে থাকলে এই কৃত্রিম শহর ছেড়ে চলে যাব আমার গ্রাম চাঁদপুরে
চাঁদপুর কোন জাগায় আপনার বাড়ী
আমিও এমন চিন্তা করি।
Amr vari o cadpor🤗
Hi
এতো ভালো লাগে বলার ভাষা নেই
গ্রাম টি দেখার পর মনে চাচ্ছে বাংলাদেশে চলে যাই
আসো চলে আসো।
আহ গ্রাম শান্তি আর শান্তি
গ্রামেই থাকি...।গ্রাম ছাড়া শহরে গেলে ভালো লাগে না...।🤗🖤🖤
❤️
আমি অনেক ভাগ্যবান যে আমার ছোট বেলা কেটেছে গ্রামে।
সত্যি যেন ছোট্ট বেলার দিনগুলি মনে পড়ে আপনার মাধ্যমে দিদি কুলগাছে ঝাকা দিয়ে কুল কুড়ি পালিয়ে যাওয়া আঃ আনন্দ ছিলো সেইদিন ধন্যবাদ
Sumodhu kanthe gramer itikatha.....manta bhore gelo.....kato sahoj, kato sundor sab gram.... ❤️🇮🇳❤️👌👌👌👌👌👌
গ্রাম টা দেখলে আমাদের সইসবের কথা নারা দিয়ে উঠে মনে কই গেলো সেই দিন গুলো আগেই তো ভালো ছিলাম
পুরো আমার শৈশব জীবন। খুব ভালো লাগলো☺
সুখের জীবন কোন ঝামেলা নেই, খুব শান্ত পরিবেশ
💖💖💖💖 ইচ্ছে করছে ছুটে চলে যায় 😔😔😔😔 আর ফিরে না আসি এ কালো শহরে 😢😢
আমার ঠাকুমা ওপার বাংলার এই গ্রামে জন্মেছিলেন ...দেশ ভাগের পর স্বামী সন্তানের সাথে পশ্চিম বঙ্গে চলে আসেন ...ওনার জীবিত থাকা কালীন অনেকবার এই গ্রামের কথা শুনেছি ওনার মুখে ..
আমার গ্রাম দাদা
আসো ঘুরে যাও
@@etcvideos4555 masallah vai aponar gram ta ekdin asbo vai insallah
অসাধারণতা একটা গ্রাম অনেক ভালো লাগলো
খুব সুন্দর পরিবেশ
আমরা যে শহরে জন্ম নিয়েছি এই শহরে জন্ম না নিয়ে এমন গ্রামে জন্ম নিলে অনেক ভাল হোতো
এমন বৈচিত্রময় গ্রাম্য জীবন অনেক ভাল লাগে
আপনাদের video দেখলে মন ভালো হয়ে যায়
গ্রামের ভিডিও গুলো দেখতে খুবই ভালো লাগে
আমার সোনার বাংলাদেশ
ইটের শহর থেকে গ্রামের মাটির ঘড়গুলোকে অনেক ভালো লাগে😊
❤❤❤
অপরূপ গ্রামের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ
আপনাকে অনেক ধন্যবাদ
শিশুদের দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেল ❤️❤️❤️😄
Love from India 🇮🇳🇮🇳❣️❣️❣️
আমার প্রিয় মাতৃভূমির দেশ
Gram bangla r ek chokh jurano drisho..choto belar onk sriti mone pore jai🥰🥰
দৃশ্য দেখে ছোট বেলার স্মৃতি মনে পড়ে গেল
আমি একজন সাধারণ গ্রামের মেয়ে তাই আমার কাছে গ্রাম অনেক ভালো লাগে
Me also
ইশশশ মনে হল পিছনের জীবনে চলে গেছিলাম
এগুলা ভিডিও দেখলে গ্রামের কথা এবং ছোটবেলার কথা মনে পড়ে
এইরকমের ভিডিও প্রতিদিন চাই
জবা ফুলের গাছ টি দেখে খুব ভালো লাগলো
মাশাআল্লাহ, খুব সুন্দর ভিডিও প্রাকৃতিক পরিবেশ।
Video dekhe chotobelar moto mne hoy....jotoi unnoto hocche totoi gram sohorer moto hocche
আধুনিকতা আর স্মার্ট হওয়ার নেশায় আজ শহর নয় গ্রামগুলোও আক্রান্ত
আপনাদের উপস্থাপন ও ভিডিও খুবই চমৎকার
Gram ta onek sundor....... Khub valo laglo
গ্রাম মানেই মন জুড়ানো দৃশ্য।