কনের বাড়ির তত্ত্বগুলো খোলা হলো আজ..তত্ত্বের জিনিস দেখে সকলে ভারি খুশি

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @somnathmukherjee2640
    @somnathmukherjee2640 5 місяців тому +23

    আপনার পরিবারের অনুষ্ঠান দেখে অত্যন্ত আনন্দ পেলাম। সুন্দর পরিবার আপনার। মা কে সবচেয়ে বেশী নম্বর দিলাম। এই বয়সেও হাসিমুখে সমস্তকিছু সামলানো বেশ শক্ত কাজ। কিন্তু কি অনায়াসে উতরে দিলেন ছেলের বিয়ের ঝক্কি। মানিকবাবুকে দারুন মানিয়েছিল।

  • @Keya-pu7nu
    @Keya-pu7nu 5 місяців тому +18

    নতুন বউ খুবই ভালো । সবসময় মুখে হাসি লেগে আছে। খুব মিষ্টি দেখতে। সভ্য, ভদ্র ।যাকে এক কথায় বলে ভালো মেয়ে😊😊। তোমাদের সকলের জন্য আমার ভালোবাসা রইল। ❤❤

  • @purnamaity2866
    @purnamaity2866 5 місяців тому +494

    নতুন বৌ অত্যন্ত ভালো। পরিশীলিত, মার্জিত ও বিনয়ী। কোনো বিরক্তি নেই। প্রতিটি মূহুর্ত উপভোগ করছে। মুখে সর্বদা হাসি লেগে রয়েছে।এই পরিবারের জন্য একদম ঠিকঠাক। আগামীর জন্য শুভ কামনা রইল।জীবন সুখকর হয়ে উঠুক।

    • @mampidiaries1
      @mampidiaries1 5 місяців тому

      www.youtube.com/@mampichotuu

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +34

      একদম ঠিক কথা😊অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

    • @goodlife3811
      @goodlife3811 5 місяців тому +3

      Didi khub valo lege6e ❤

    • @moumitaduttadasgupta5766
      @moumitaduttadasgupta5766 5 місяців тому +3

      Sottti soda hassomoyi natun bou...

    • @moumitaduttadasgupta5766
      @moumitaduttadasgupta5766 5 місяців тому +5

      Mahua di tomar golar jadute to amra mohito... tobe tomar bon keo amar darun legeche

  • @tanusridhara8805
    @tanusridhara8805 5 місяців тому +70

    খুব ভালো শিক্ষা পেয়েছে মিতুন, সকলকে পায়ে হাত দিয়ে প্রনাম দেখে খুব ভালো লাগলো। এখনতো প্রনাম করার চল একপ্রকার উঠে গেছে। খুব কম বাড়িতে দেখতে পাওয়া যায়।

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +5

      একদম ঠিক কথা😊 অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

    • @PreyasiKar
      @PreyasiKar 5 місяців тому +1

      ​@@probaseghorkonna2712Mohua di ami New York e thaki ebar amra desh e jaini..tomar barir bie dekhe mon bhore gelo..next time New York asle kintu amra dekha korbo kemon

  • @panchak.
    @panchak. 5 місяців тому +40

    দিদি তত্ত্ব দেখে চোখ জুড়িয়ে গেল। এককথায় অসাধারণ। নবদম্পতি সুখে থাকুক এই কামনা মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি।

  • @SWARABHUMIPURABKATHA
    @SWARABHUMIPURABKATHA 5 місяців тому +20

    এত বর্ণময় অনুষ্ঠান পৃথিবীর আর কোথাও হয় কি না সন্দেহ। এ দেখার বাসনা ফুরায়না। সুন্দর পরিবেশন হয়েছে। রব কনে এত সুন্দর মানিয়েছে! খুব সুন্দর ❤

  • @bidishagarai6048
    @bidishagarai6048 5 місяців тому +5

    Ato co operative sasurbari bodhoi khub kom e dekha jai...❤.
    Protyek ta manus mitun di k ato appreciate korche eta dekhei khub valo lagche..❤️

  • @umachattoraj8250
    @umachattoraj8250 5 місяців тому +5

    Shob gifts khub e sundor o ruchishil hoeche. Kintu shob theke bhalo laglo apnader appreciation, jeta Mitun er mukhe hashi aro chowra kore dicche. Ekti meye shob chere onno poribar e ashe jokhon , tokhon onno poribarer erokom warm gestures shob kichu koto easy kore dey. Sobai anondor songe upohar grohon korche,hami khacche ,chobi tulche. Asha kori ei bhalobasha o positive vibes sobsomoy apnader songe thakuk.

  • @APLifestyle441
    @APLifestyle441 5 місяців тому +33

    মিতুনকে দেখলেই ভালো লাগছে, কি মিষ্টি, সত্যি সবার সাথে কতো আনন্দ করে আছে, আসলে দিদিভাই আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো। তত্ত্বের সাথে সবকিছুই খুব সুন্দর❤❤❤❤❤❤

  • @sharmisthadutta6874
    @sharmisthadutta6874 5 місяців тому +12

    খুব ভালো লাগলো দেখে।শাড়িগুলো খুব ভালো ।আরো ভালো লাগলো যখন দেখলাম আমাদের তৈরী আলতা সিদুর কাপড়ের ওপর।মনটা খুশিতে ভরে গেল।সুখের হোক নতুন জীবন ভাই মিতুলের।

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

    • @sharmisthadutta6874
      @sharmisthadutta6874 5 місяців тому

      তোমাদের দুই বোনের শাড়ি কোথা থেকে কেনা নাম কি।জানাবে।

  • @mithuadhikary8535
    @mithuadhikary8535 5 місяців тому +36

    হালুইকর শব্দটা শুনে খুব ভালো লাগলো ছোটবেলায় শুনেছি এখন তো আর কেউ বলেই না সবাই রাধুনিই বলে।

  • @kajalrakshit5879
    @kajalrakshit5879 5 місяців тому +18

    রং বেরঙের শাড়িগুলো দেখে মনটা খুশি হয়ে গেলো। ঐ বাড়িতে সবথেকে সদাই ব্যস্ত আপনার বোনের ঐ পুঁচকে ছেলেটা! সব সময় ওর মুখে দুষ্টু মিষ্টি হাসি লেগে আছে, আর সব সময় কাজের ভারে ব্যস্ত হয়ে ও দৌড়াচ্ছে! 😂😂❤❤

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +1

      একদম ঠিক কথা😊 অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

  • @susmitpaul1901
    @susmitpaul1901 5 місяців тому +25

    দিদি তোমাদের পুরো পরিবার এত সুন্দর, দেখেও চোখের আর মনের শান্তি। তত্ত্বগুলো ভীষণ সুন্দর, রুচিসম্মত ।

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому

      একদম ঠিক কথা😊 অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

  • @Koushika-m6m
    @Koushika-m6m 5 місяців тому +4

    নতুন বউ এর বাড়ি থেকে যে শাড়ি গুলো দিয়েছে , প্রত্যেকটা ভীষণ পছন্দ সই , ভীষণ সুন্দর । মিতুনের পছন্দ আছে।

  • @AmalGhosal-f5k
    @AmalGhosal-f5k 5 місяців тому +4

    এইগুলি তত্ত্ব না দোকান , সত্যি " এক সে বরকর এক " ! মুগ্ধ হয়ে গেলাম !!!
    God bless you & your all family members 🙏🙏🙏🙏🙏

  • @fatemahossain8375
    @fatemahossain8375 5 місяців тому +2

    বিয়ের পুরোটা অনুষ্ঠান দুর্দান্ত হয়েছে 👌❤

  • @sudiptachakraborty9544
    @sudiptachakraborty9544 5 місяців тому +15

    সত্যিই তাই প্রত্যেকটা উপহার ভীষণ সুন্দর আর খুব নিখুঁতভাবে যেন বাছাই করা❤

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +1

      একদম ঠিক কথা😊 অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

  • @jollysengupta8159
    @jollysengupta8159 5 місяців тому

    দারুণ সব তত্ত্ব ! খুব ভালো লাগল ভিডিওটা । আসল যে মানুষ সেই নতুন বৌমাটি খুব মার্জিত , ধৈর্য্যশীলা , হাসিখুশী ।

  • @piamallick4653
    @piamallick4653 5 місяців тому +5

    নতুন বউ টি খুব সুন্দর। সব বড়দের আশীর্বাদ ও ভালোবাসা প্রাণ খুলে গ্রহণ করছে। দেখে অত্যন্ত ভালো লাগলো। তোমাদের বাড়ির যোগ্য উত্তসূরি। তাদের নতুন জীবনের জন্যে অনেক শুভেচ্ছা রইলো।❤❤❤❤

  • @RakhiBanerjee-f9v
    @RakhiBanerjee-f9v 5 місяців тому

    নতুন বৌ খুব ভালো। খুব মিষ্টি। তবে বৌ এর বাপের বাড়ির লোকজন ও খুব ভালো। কারণ তোমার কথা শুনে মনে হোলো। আর ত্বত্ত গুলো অপূর্ব সুন্দর।

  • @tumpamarik6257
    @tumpamarik6257 5 місяців тому +105

    প্রতি বার একটা কথাই ভাবি ঠিক যেন পাশের বাড়ির কেউ। দরজা খুলেই দেখা হবে ।গল্প হবে । কত কিছুর আদান প্রদান চলবে । খুব ভাল। ❤ এমন টাই থেকো।

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +7

      অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

    • @shilproy878
      @shilproy878 5 місяців тому

      ​@@probaseghorkonna2712ami apner sob video dekhi khub valo lage

    • @monalisaray282
      @monalisaray282 5 місяців тому

      মই অসমৰ পৰা চাই আছো বহুত ভাল লাগে আপোনাক🎉 আপোনাৰ পৰিয়ালক

  • @mallikasantra8798
    @mallikasantra8798 5 місяців тому +1

    দিদি কে দেখে আমি ও ভল্গ করা শুরু করেছি। দিদি তুমি আমার inspiration আশা করি দিদির পাশে যে ভাবে আছেন আপনারা আমার পাশেও থাকবেন এই কমনায় করি🙏

  • @amritasaha1872
    @amritasaha1872 5 місяців тому +14

    শাড়ির রং গুলো সব কটাই খুব সুন্দর হয়েছে। খুব ভালো লাগলো।

  • @shilamajumder907
    @shilamajumder907 5 місяців тому +2

    সব শাড়ি গুলো খুব সুন্দর হয়েছে। মিতুল যেমন সুন্দর সব জিনিস খুব সুন্দর।

  • @adrijabanerjee1732
    @adrijabanerjee1732 5 місяців тому +13

    পরিবারের সবাইকে খুব ভালো লাগলো ❤ তবে আমার সব থেকে ভালো লেগেছে তোমার মাকে। কী সুন্দর করে সব কিছু সামলালেন আর মা জগদ্ধাত্রী র মতো দেখতে ❤❤❤❤

  • @sumitachakraborty9828
    @sumitachakraborty9828 5 місяців тому

    দিদি নব দম্পতিকে তাদের বৈবাহিক জীবনের জন্য অনেক শুভকামনা রইলো।এই কটা দিন যেন আমরাও এই বিয়েবাড়ির একটা অংশ হয়ে গেছিলাম।হা পিত্যেশ করে বসে থাকতাম তোমার ভিডিওর অপেক্ষায়।আজ তোমার মুখে ফিরে যাওয়ার কথা শুনে মনটা অসম্ভব ভারী হয়ে উঠলো।ভালো থেকো দিদি।❤❤

  • @palichakladar9316
    @palichakladar9316 5 місяців тому +3

    খুব ভালো লাগলো। তত্ত্ব দেখে খুব ভালো লাগলো। অনেক শিখেও নিলাম।

  • @sudiptadas96215
    @sudiptadas96215 5 місяців тому +1

    Ato sundor bea er onusthan ato sundor vabe sobar mukhe hasi darun ata sotti Mahuya dir poribar,relatives sotti aijonnoi amader mahuya di ato pochonder sobkichu koto sundor vabe somponno holo ❤valotheko aivabei sobai

  • @pujanobab875
    @pujanobab875 5 місяців тому +4

    মিতুন দিদি কে আপনারা সবাই আশির্বাদ করবেন । এক এক করে পা চুযে প্রনাম করা অনেক কষ্টের। সবাই ভালো থাকবেন।

  • @AmaderVromonBilash
    @AmaderVromonBilash 5 місяців тому

    শাড়িগুলো অনেক সুন্দর

  • @RupamGupta-zn4cq
    @RupamGupta-zn4cq 5 місяців тому +4

    অনুষ্ঠান শেষ হয়ে গেলে মন খারাপ হয়ে যায়, আপনার ব্লগ দেখে মনে হয় যেন আমরা ও ওই খানে আছি. খুব ভালো লাগল.

  • @SherajulIslam-sl4od
    @SherajulIslam-sl4od 5 місяців тому

    বা খুব সুন্দর হয়েছে
    বা খুব সুন্দর হয়েছে ভিডিও টা।

  • @kakolichanda7299
    @kakolichanda7299 5 місяців тому +6

    খুব সুন্দর হয়েছে বিয়ের প্রতিটি তত্ত্ব সামগ্রী👌👌 বর ও বধু খুব ভালো করে গুছিয়ে সংসার করুক এই কামনা করি ❤ ভালো থেকো তুমিও সপরিবারে ❤

  • @RinkuPal-z4c
    @RinkuPal-z4c 5 місяців тому +1

    হ্যাঁ দিদি ভাই ঠিকই বলেছ এদিককার মিষ্টি খুব সুন্দর আমার বাপের বাড়ি বাঁকুড়া এখানে আমার বিয়ে হয়েছে তারকেশ্বরে এখানকার মিষ্টি এখানকার পরিবেশ খুবই সুন্দর।

  • @Rakhidas341
    @Rakhidas341 5 місяців тому +53

    Metun অনেক অনেক শুভেচ্ছা জানাই ওর বিবাহিত জীবন খুব সুখের হোক সাইবাবা ওকে আশীর্বাদ করুক

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому

      অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

    • @Rakhidas341
      @Rakhidas341 5 місяців тому

      @@probaseghorkonna2712 love you didi

  • @rupadas9320
    @rupadas9320 5 місяців тому

    তত্বের জিনিস গুলো দারুন হয়েছে

  • @rupalidatta6098
    @rupalidatta6098 5 місяців тому +4

    তত্ত্বের শাড়ি গুলো দারুন হয়েছে।নতুন জীবনের জন্য অনেক শুভ কামনা রইলো। মিতুন কে গোলাপী। শাড়ি টা খুব সুন্দর লাগছে।💙💛❤️💛

  • @marmitabs1988
    @marmitabs1988 5 місяців тому

    Sob kota saree ek se barkar ek...ki bolbo konta chere konta dekhi....mitun k dekhchi sob somoe mukhe hasi...khub valo laglo..

  • @bhaswatiroy1469
    @bhaswatiroy1469 5 місяців тому +3

    খুব ভালো লাগলো, তত্ত্বের সব জিনিস খুব সুন্দর হয়েছে,সব থেকে আমার যেটা ভালো লাগলো যে তোমাদের পরিবার এবং মিতুন দের পরিবার এতো সুন্দর মিলেমিশে গেছো এটা খুবই ভালো লাগলো।

  • @shrabantighosh5403
    @shrabantighosh5403 5 місяців тому +1

    খুব সুন্দর একটা ভিডিও। দেখে খুব ভালো লাগলো; মনটা জুড়িয়ে গেল। মিতুন খুব ভালো। সব সময় মুখে হাসি। দেখে ভালো লাগলো দিদি। তোমরা সবাই খুব ভালো।

  • @indranichoudhury9848
    @indranichoudhury9848 5 місяців тому +94

    আপনার বোনকে খুবই সুন্দর দেখতে।যে ভাবে থাকে সেই ভাবেই এত সুন্দর লাগে!

  • @anusarkar900
    @anusarkar900 5 місяців тому

    নব দম্পতির জীবনসুখের হোক। আপনিও খুব ভালো থাকুন

  • @paulamimukherjee0506
    @paulamimukherjee0506 5 місяців тому +4

    আমাদের হুগলী র মিষ্টি র প্রশংসা সবাই করে।।।।আমাদের বাড়িতে শুধু পৈতে তে আনন্দ নাড়ু হয় বিয়ে তে হয় না।।।তবে খেতে খুব ভালো লাগে।।।।ভিডিও টা খুব সুন্দর লাগলো।।।

    • @indranichoudhury9848
      @indranichoudhury9848 5 місяців тому

      @@paulamimukherjee0506 আনন্দ নাড়ু কিভাবে তৈরি করেন যদি বলতেন ভীষণ উপকৃত হতাম।আমাদের এদিকে এসবের চল নেই তাই বানানোর খুব ইচ্ছে আমার।

  • @simapaul4286
    @simapaul4286 5 місяців тому +1

    খুব ভালো লাগলো ব্লকটা। তোমাদের তথ্য জিনিসগুলো খুব সুন্দর। বিয়েটাও খুব ভালোভাবে হয়েছে

  • @somnathmondal1643
    @somnathmondal1643 5 місяців тому +3

    আমি ও তো ভাবছিলাম , যে আবার কখন খুব আনন্দের মহুতো দেখতে পারবো।।❤❤❤❤😊

  • @somapaladhi8494
    @somapaladhi8494 5 місяців тому +2

    মিথুন ভারী মিষ্টি মেয়ে খুব ভালো লাগলো

  • @pritikonasanbui3241
    @pritikonasanbui3241 5 місяців тому +17

    হুগলি জেলার মিষ্টি সত্যিই খুব ভালো❤️❤️, খুব ভালো লাগলো ভিডিও টি,

    • @Shiprasfamily5241
      @Shiprasfamily5241 5 місяців тому

      Hm amar sosur bari hoogly

    • @sanandabasubairagya8801
      @sanandabasubairagya8801 5 місяців тому

      Hooghly er mistir aladai test... r ami thaki Chandannagar... amader ekhane bikhato jolvora sondesh

  • @TumpaSarkar-tf7bk
    @TumpaSarkar-tf7bk Місяць тому

    যেমনি গলার ভয়েস টা মিষ্টি তেমনি তোমার কথা বলার ধরন তাও খুব ভালো লাগে ❤❤❤

  • @PallabiBarik-f4p
    @PallabiBarik-f4p 5 місяців тому +5

    খুব ভালো লাগলো দিদি। মিতুল বোনের বাড়ির প্রত্যেকটি শাড়ি আর শার্ট গুলোও খুব সুন্দর হয়েছে। একটা মেয়ের বিয়ের জন্য বাবা মাকে কতটা আগে থেকে প্রস্তুতি নিলে তবেই এতো সুন্দর তত্ত্ব দেওয়া যায়। খুব সুন্দর হয়েছে সবকিছু।

  • @banglashiksha8596
    @banglashiksha8596 5 місяців тому

    আনন্দঘন এই মুহূর্ত গুলো ভীষণ দামী❤❤❤

  • @amritachaudhary5822
    @amritachaudhary5822 5 місяців тому +120

    দিদি তুমি একা না আমরাও পুরো আনন্দ করে নিলাম বিয়েতে,এত সুন্দর একটা পরিবার মন ভরে যায়, বার বার দেখতে ইচ্ছে করে সব মুখ গুলো❤❤❤সবাই ভালো থেকো❤❤❤❤❤❤❤

  • @dipasreechattopadhyay1118
    @dipasreechattopadhyay1118 5 місяців тому +1

    মিতুলের বাড়ি থেকে সত্যিই দারুন সব জিনিস দিয়েছে। খুব ভালো লাগলো।

  • @kakolinandanguin2660
    @kakolinandanguin2660 5 місяців тому +41

    আমরা কেউ কাউকে চিনি না। জানিনা। তবুও ফিরে যাবার কথা শুনলেই বুকের মধ্যে একটা তিরতিরে কষ্ট বয়ে যায়।

    • @kakalidutta2832
      @kakalidutta2832 5 місяців тому +2

      Akdom

    • @tapasighosh1294
      @tapasighosh1294 5 місяців тому +2

      Ekdom

    • @udaanzindagiki5792
      @udaanzindagiki5792 5 місяців тому

      ❤❤❤❤akdom

    • @Ahare-mori
      @Ahare-mori 5 місяців тому

      আমার তো এটা ভেবেই মন খারাপ লাগছে জ মহুয়া দি ও চলে যাবে

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +2

      অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

  • @krishnabhattacharya1653
    @krishnabhattacharya1653 5 місяців тому

    কি অপূর্ব প্রত্যেক টি শাড়ী-, অত্যন্ত রুচিশীল মিতুলের বাড়ী

  • @pritideb7139
    @pritideb7139 5 місяців тому +121

    মিতুন কে বৌভাতের রাতের সাজের থেকে আজকে এই হাল্কা গোলাপী শাড়িতে খুব ভালো লাগছিল । আর তত্ত্বের প্রত্যেকটি শাড়ি খুব সুন্দর হয়েছে। পুরো তত্ত্ব সাজানো টাও খুব সুন্দর লাগছে বিশেষ করে ভালো লাগলো সূচিপত্র টা । কী সুন্দর করে কুনকেটা সাজিয়েছে।

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +4

      অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

    • @KrishnaPatra-sq9cz
      @KrishnaPatra-sq9cz 5 місяців тому

      ওটা কে তত্ত্বসূচী বলে

    • @rinishaghosh690
      @rinishaghosh690 5 місяців тому

      একদমই ঠিক। মিতুন কে সাজার থেকে না সেজেই আরও ভাল লাগছে।

    • @afrinaahmedahmed7053
      @afrinaahmedahmed7053 5 місяців тому

      Onk shundor noytun bou....

  • @abhinabaghosh8172
    @abhinabaghosh8172 5 місяців тому

    মিষ্টি আমার খুব প্রিয় এতো টা প্রিয় যে যখন খায় একবারে ৫০-৬০ টা

  • @reenagupta1634
    @reenagupta1634 5 місяців тому +6

    বিয়ে বাড়ি র অনুষ্ঠান আমরাও উপভোগ করলাম ভালো করে। সবাই কার মঙ্গল কামনা করি। সুস্থ থেকো সবাই মিলে। ❤

  • @PiyushSur
    @PiyushSur 5 місяців тому

    দিদি আপনার ছোট মামাটি খুব ভালো উনি একটা ব্লক করতে পারে ওনার সারাদিনের কর্মকাণ্ড নিয়ে

  • @Sharmisthasangsar10
    @Sharmisthasangsar10 5 місяців тому +4

    দিদি তোমাকে দেখে অনুপ্রাণিত হয়ে আমিও একটি চ্যানেল খুলেছি...তুমি আমার কাছে আমার প্রেরণা...তোমার হাজার হাজার ভালোবাসার মানুষের কাছে আমি খুব সামান্য তবুও তোমার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি 🙏🙏🙏

  • @koushikkumardutta1666
    @koushikkumardutta1666 5 місяців тому +1

    বিয়ের তত্ব গুলি খুব সুন্দর হয়েছে। মিতুন নামটি ও খুব মিষ্টি।

  • @mdjewel3248
    @mdjewel3248 5 місяців тому +25

    খুব miss করছে এই ৫ দিন বাংলাদেশের সব জায়গায় নেট বন্ধ করে রেখেছিলো। 😢😢😢😢. তাই ব্লগ গুলি দেখতে পারি নি ব্লগ টা অনেক সুন্দর হয়েছে। সবাই কে খুব ভালো লাগছে। দোয়া করি সবার জন্য সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ❤❤

  • @ranjanaguha1910
    @ranjanaguha1910 5 місяців тому

    নুতন বৌ যেমন সুন্দর তেমনি প্রণামী জামা কাপড়ও খুব সুন্দর হয়েছে!

  • @soumyaghosh8301
    @soumyaghosh8301 5 місяців тому +14

    আমিও বাবার সাথে একটু গল্প করে নি, আমারও যাওয়ার দিন এগিয়ে আসছে। এই কথাটার মধ্যে কতটা মনখারাপ আর কষ্ট লুকিয়ে আছে, সেটা বোধহয় একমাত্র তুমিই বুঝতে পারছো দিদি। আজকের ভিডিওটা দেখে মনে হচ্ছে, কতদিনের আনন্দের হাট ভেঙে গেল।

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +1

      একদম ঠিক কথা😊 অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

  • @PiufromPune
    @PiufromPune 5 місяців тому +2

    খুবই ভালো লাগলো আপনার জন্য মেদিনীপুরকে অনেকে ভালো করে জানছে।

  • @sharmisthadutta6874
    @sharmisthadutta6874 5 місяців тому +10

    মিতুলের বাড়ি থেকে দীপালি আলতা গেছে ওটা আমাদের তৈরী।দেখে খুব ভালো লাগলো।

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +2

      ও বাহ্😊 অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

  • @samitamukherjee2984
    @samitamukherjee2984 5 місяців тому

    Ei video ta sotti khub enjoy korlam

  • @rupadassarma2189
    @rupadassarma2189 5 місяців тому +11

    Apnara sokole je vabe notun bou er bari theke asa totto gulor prosongsa korchilen, dekhei mon ta bhore gelo. Eta ekti meyer kache je koto boro paowna....seti Mitun er chowra hasi dekhei bojha jacche. Sokol k niye Mitun khub sukhi hok. ❤️

  • @shuklakhawas5735
    @shuklakhawas5735 5 місяців тому

    Ki sundor hoyeche sobar pronami gulo r atai holo Meyer barir sabcheye besi anondo je chhele r barir sakoler tader deya jinis patro pachhondo hoyeche

  • @manalideysarkar7440
    @manalideysarkar7440 5 місяців тому +39

    আজকাল মধ্যবিত্ত বাঙালি বাড়ির বিয়ের tradition কোথায় যেন হারিয়ে যাচ্ছে.... আজকাল গায়ে হলুদ এর জায়গায় স্থান নিয়েছে haldi,pool party...কিন্তু তোমার ভাই এর বিয়ে দেখার পর মন ভরে গেল...মনে হল এরকম বিয়ে যেন বহু দিন দেখি না...মনে পড়ে গেল ছোটবেলার কথা....ভালো থেকো তোমরা সবাই..এই রকম চিরকাল সাধারণের মধ্যে অসাধারণ হয়ে থেকো তুমি ❤

    • @sarthakadak2454
      @sarthakadak2454 5 місяців тому +3

      Asole biye ta jara kore tader'o nijossho swopno swad icche bole kichu bostu ache.. Onno ke khushi korar jonno nijer planning gulo change kore others der moto kore korbe, eta asha kora ta paap!

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +2

      অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

  • @ds.family3201
    @ds.family3201 5 місяців тому +1

    Tumi kub sundor kotha bolo. Tobay tomader poribarer sobai kub bhalo. R tomar ma k deakhtay kub sundor r kub smart.

  • @dishahalder9944
    @dishahalder9944 5 місяців тому +75

    আপনার বোনটিকে ঠাকুরের মতো দেখতে..সত্যি

    • @Aneeta0
      @Aneeta0 5 місяців тому

      Hey onek sundor... Beautiful features

    • @sujatasengupta9465
      @sujatasengupta9465 5 місяців тому

      Bonke baba r jethhar moton dekhte. Khub sundori.

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +7

      একদম ঠিক কথা😊অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

    • @diaryofronnmom6679
      @diaryofronnmom6679 5 місяців тому

      ​@@probaseghorkonna2712tomra sobai sundar❤

    • @niveditabanerjee8918
      @niveditabanerjee8918 5 місяців тому

      না সেজে বোন যেন আরো সুন্দর। নায়িকারা হার মেনে যাবে।

  • @monisvlog6347
    @monisvlog6347 5 місяців тому

    ভীষন সুন্দর ভিডিও মন প্রাণ ভরে গেল।এত সুন্দর পরিবার নতুন বৌমা খুব সহজেই মিশে যেতে পেরেছে ❤

  • @deepabhattacharjee1874
    @deepabhattacharjee1874 5 місяців тому +26

    আনন্দনাড়ু আমার বাপের বাড়িতে ও আছে।সব শুভ অনুষ্ঠান বিয়ে, পৈতে, অন্নপ্রাশন সবেতেই হয় কিন্তু যাদের আনন্দনাড়ু নেই তারা বানাতে পারে না। আমার শ্বশুর বাড়িতে নেই আমি পারিনা বানাতে।

  • @somamukherjee4489
    @somamukherjee4489 5 місяців тому +2

    মহুয়া তত্ত্ব র শাড়ি গুলো অপূর্ব 👌। ভীষন ভীষন ভালো লেগেছে। এগুলো কোন্ দোকানে র কেনা জানলে কিনতাম এতো পছন্দ। তোমার আর তোমার বোনের শাড়ী র কালার তো অপূর্ব সুন্দর

  • @sonalichatterjee1843
    @sonalichatterjee1843 5 місяців тому +4

    এই যে বিয়ের প্রনামি আসে তা কিন্তু দেখার জন্য মনটা ছটফট করে.....নিজের কি রং....অন্যের কি রঙের দেখার জন্য....... মিতুনের বাড়ী থেকে তত্ত্ব এসেছে তার সবগুলোই খুব সুন্দর হয়েছে।...... শাড়ি গুলোর সব রং গুলোই দুর্দান্ত হয়েছে।......সত্যি ছোটো বেলায় বিয়ে বাড়ীর তত্ত্ব এর মিষ্টি খাওয়ার জন্য বসে থাকতাম😊😊😊😊খুব ভালো লাগলো সবকিছুই...... ভালো থেকো সকলে ❤❤❤❤❤❤

  • @indranibhaduri7581
    @indranibhaduri7581 5 місяців тому +1

    তোমাদের সবার তত্ত্ব খুব সুন্দর হয়েছে গো এত ভালো শাড়ী আর তার রং খুব পছন্দ সই এটা কিন্তু বিয়ের একটা অঙ্গ আমরাও সবাই gift দেখলাম

  • @sonalisantra9001
    @sonalisantra9001 5 місяців тому +13

    বাঃ বিয়ের তত্ত্ব গুলি খুব সুন্দর লাগল। তোমাদের বিয়েবাড়ির কয়েকদিনের হৈ হৈ সব সাংগ হল।এবার সানাইতে বিদায়ের সুর তুলে, সবার নিজের নিজের আশ্রয়ের দিকে রওনা দেয়ার পালা। ভাল থাকবে সবাই। ❤❤❤

    • @mampidiaries1
      @mampidiaries1 5 місяців тому

      www.youtube.com/@mampichotuu

  • @kakaliroy4325
    @kakaliroy4325 5 місяців тому

    মহুয়া তোমার বোন যেমন সুন্দর তেমন মিষ্টি ।সকলে ভালো থেকো সুস্হ থেকো ❤

  • @sannitipathak4873
    @sannitipathak4873 5 місяців тому +241

    সমগ্র বিয়েবাড়ি জুড়ে তোমার বোনের দিকেই বেশি নজর গেছে। তোমার বোন শার্প সুন্দরী। এত মিষ্টি ফেস cutting খুব কমই দেখা যায়।

    • @sunandamallick2307
      @sunandamallick2307 5 місяців тому +11

      Sotti tai 😊

    • @nilabose
      @nilabose 5 місяців тому +11

      Ekdom thik...even nighty teo khub sundor lagchilo...sharp features onar

    • @mitadhar3776
      @mitadhar3776 5 місяців тому +3

      Akdom thik.

    • @poulomichatterjee2716
      @poulomichatterjee2716 5 місяців тому +7

      একদম ই তাই, আসলে ওনাদের ফ্যামিলির সবাই সুন্দর

    • @Shrabanigiri7
      @Shrabanigiri7 5 місяців тому +4

      Sotti bisesh kore reception r din oi lal sobuj saree uff aladai lagchilo❤

  • @priyankamanna3592
    @priyankamanna3592 5 місяців тому

    শারির কালোর গুলো খুব সুন্দর হয়েছে।

  • @bulbulmukherjee2736
    @bulbulmukherjee2736 5 місяців тому +9

    মিতুনকে আজকে অনেক বেশী সুন্দর লাগছে।
    বরের পিসির শাড়ী(cream colour) আর বরের পিসির বড় বৌমার শাড়ী(yellow colour) - এই দুটো আমার সবচেয়ে পছন্দ হয়েছে।

  • @pradipmukhopadhyay3243
    @pradipmukhopadhyay3243 5 місяців тому

    ভীষণ ভাল লাগল। একদম নিজের বাড়ির প্রতিচ্ছবি দেখতে পেলাম❤️। মিতুন আপনাদের মতোই মিশুকে হবে বুঝতেই পারলাম। সবাই খুব ভাল থাকুন 🙏🏻

  • @sutapaparial4304
    @sutapaparial4304 5 місяців тому +7

    আমার শ্বশুর বাড়ি , বাপের বাড়ি দুই বাড়িতেই আনন্দ নাড়ু আছে,চালের গুঁড়ো,আখের গুর,নারকোল কোরা,সাদা তিল , আটা একসাথে মেখে নারু পাকিয়ে সর্ষের তেলে ছাকা করে ভেজে,আগে, নান্নি মুখের টা রেখে ঠাকুর ঘরে,তারপর সবাই খাবে। খুব ভালো লাগলো ভিডিও টা,বেশ হৈ হৈ হয় এই সময়,খুব সুন্দর হয়েছে ভিডিও টা,পরের ভিডিওর অপেক্ষায় রইলাম,ভালো থেকো তোমরা ❤❤❤❤

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +1

      অসংখ্য ধন্যবাদ রেসিপিটার জন্য😊🙏❤️

    • @sutapaparial4304
      @sutapaparial4304 5 місяців тому

      @@probaseghorkonna2712 ভালো থেকো,ঠাকুর ,মা তোমাদের ভালো রাখুন,অনেক ভালোবাসা ❤️

  • @debdutpanda9253
    @debdutpanda9253 14 днів тому

    Mahua Bouma vison misti hoeyche…. Congratulations to Raja - Mitun…
    Tomar bon k vison darun dekhte 😊

  • @susmitasaha4978
    @susmitasaha4978 5 місяців тому +31

    এবার যখন ফিরে যাবে ক্যালিফোর্নিয়াতে তখন তোমার ভষণ মন খারাপ করবে মহুয়া।এত আনন্দ,এত ভালোবাসা,এত খুনসুটি সব মন ভরে স্মৃতির ঝুলিতে ভরে নিয়ে যেও। তোমার মুখে বিদেশ ফেরার কথা শুনতেই বুকটা কষ্টে মুচড়ে উঠলো।মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে এত দূরে থাকা খুবই মন খারাপের। ভালো থেকো। অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য।❤❤❤❤

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +3

      একদম ঠিক কথা😊 অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

    • @amrinsultana1880
      @amrinsultana1880 5 місяців тому

      Tomar jabe sunle kosto lage

    • @PreyasiKar
      @PreyasiKar 5 місяців тому

      ​@@amrinsultana1880Hoytoh mohua di phire o esechen..Karon bie bouvaat toh onek din agey mitey geche

  • @Smile-el9no
    @Smile-el9no 5 місяців тому +1

    মিতুন কি মিষ্টি মেয়ে গো? খুব ভালো ঘর আলো করা বৌ। তোমার বোন ও খুব সুন্দর দেখতে।❤

  • @justzindegi8389
    @justzindegi8389 5 місяців тому +13

    একটা দারুন ব্যাপার দেখলাম। বরকে একদম তার মামার মতো দেখতে আবার বরের ভাগ্নেকে ও বরের মতো দেখতে।

  • @PriyankaSingh-vk1px
    @PriyankaSingh-vk1px 5 місяців тому

    মিতুন দি যেন স্বয়ং মা লক্ষ্মী।
    মানে যাকে বলে রূপে লক্ষী গুণে সরস্বতী ❤

  • @prithamaitrasarkar6788
    @prithamaitrasarkar6788 5 місяців тому +12

    Pronamir sonkhya ta boroi beshi..akdom core family chara atojon ke mone hoy na dileo chole..nijer familyr ta nijerai kore nile bhalo..meyer barir opor onekta chaap pore..akei 70000 gold price

  • @shriyanshmondal2817
    @shriyanshmondal2817 5 місяців тому

    রসগোল্লা দেখে জিভে জল চলে এলো দিদি
    মিষ্টির মতোই সব সম্পর্ক গুলো যেনো মিঠে হয়
    গোপালর কাছে এই কামনা করলাম ❤️

  • @Theletsvlog
    @Theletsvlog 5 місяців тому +10

    অপেক্ষায় ছিলাম ❤
    ঠিক এইসময় আপনার চ্যানেলের ভক্তরা আপনার অপেক্ষায় থাকেন 🥰

  • @shuvankhidas2707
    @shuvankhidas2707 Місяць тому

    Sotti tumi nonod hisebe koto valo ♥️♥️♥️

  • @LazzyLad4922
    @LazzyLad4922 5 місяців тому +6

    খুব ভালো লাগলো ভিডিও টা দেখে ❤️❤️❤️❤️❤️

  • @gopalsarkar9902
    @gopalsarkar9902 5 місяців тому

    অসম্ভব ভালো লাগলো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম তোমার ব্লগের জন্য । খুব ভালো থাকুক মিতুন আর রাজা। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন আশীর্বাদ থাকলো ওদের দুজনের জন্য

  • @srksanchitaqueen62
    @srksanchitaqueen62 5 місяців тому +9

    মামা-মামির পায়ে হাত দিতে নেই তত্ত্বগুলো সত্যিই খুব সুন্দর

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому +1

      ও এটা জানতাম না😊 অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

    • @indiangirl727
      @indiangirl727 5 місяців тому

      Ku sanskar Maa er babar barir lokeder somman Kom dite banano esob Kothao ble jamai ke sasur Sasuri ke Pronam na korate keu ble mama Mami ke na korte Kothao masi ke. Sob planning r ki6u na .

  • @jayeeghosh4401
    @jayeeghosh4401 5 місяців тому

    নতুন বউ ভারী মিষ্টি❤️কত্তো সুন্দর ব্যবহার তার...খুব মিষ্টি মুখটা❤আর তত্ব গুলো কত্তো সুন্দর করে সাজানো😍❤️

  • @PriYanka-sv3cl
    @PriYanka-sv3cl 5 місяців тому +17

    এত আনন্দ করে মজা করে এত আত্মীয় স্বজন কাছের মানুষ ছেড়ে সেই সুদূর বিদেশ পাড়ি দেওয়া সত্যিই অনেক কষ্টের এত আনন্দের মাঝে তোমার ফিরে যাওয়ার কথা শুনে আমাদেরও মনটা একটু খারাপ হয়ে গেলো কারণ এই কদিন তোমার সাথে সাথে আমরাও মনে হলো সেখানে উপস্থিত থেকে সেই আনন্দটাই উপভোগ করছি এখন বিদায়ের সুর বাজবে শুনে মনটা খারাপ হয়ে গেলো 😢

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  5 місяців тому

      একদম ই ঠিক কথা😊 অসংখ্য ধন্যবাদ😊🙏❤️

  • @pujachakraborty8552
    @pujachakraborty8552 5 місяців тому

    নতুন সদস্য বেশ হাসিখুশি... নতুন পরিবেশ নতুন মানুষ সবকিছুর মধ্যে এই হাসিটা বড্ড ভালো লাগছে..❤❤ এইভাবেই সবাইকে নিয়ে হাসিখুশি থাকুক কামনা করি❤❤

  • @sulagnamukherjee6105
    @sulagnamukherjee6105 5 місяців тому +5

    আনন্দ নাড়ু আমাদের বাড়িতে ও আছে। কিন্তু এই নাড়ুর নিয়ম হলো,যদি বাড়িতে এই নাড়ু বানানোর প্রথা না থাকে,তাহলে এই নাড়ু বানানো যায় না। আমার শ্বশুর বাড়িতে নেই,তাই আমি বানাতে পারিনা বাড়িতে। তবে খেতে অসাধারণ।।❤❤

  • @baishakhidas4231
    @baishakhidas4231 5 місяців тому

    আপনার বোন এতো সুন্দর!! প্রত্যেকেই সুন্দর আপনারা। তবে আপনার বোন কে বিশেষ করে বলার মতই সুন্দর। ভিডিওতে যতবার দেখলাম খুব ভালো লাগলো। আর এতো সুন্দর হয়েও দিদির ভ্লগে নিজেকে খুব দেখানোর তাড়াও নেই। অনেক সুন্দরীদেরই এই ব্যাপারটা থাকে। এটিও খুব ভালো লাগলো।
    সবাই ভালো থাকুন❤