বাণিজ্যিক ছাগলের ঘর তৈরির সম্পূর্ণ হিসাব | খাতায় কলমে | Goat Shed Construction Cost

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • নমস্কার,
    Royal Farm এর ছাগলের ঘর তৈরির কাজ শুরু হয় 2022 মে মাসে আর শেষ হয় জুন মাসে। এই ঘর তৈরির সমস্ত খরচ খাতায় কলমে এখানে করা আছে। অনেকেরই প্রশ্নের কথা মাথায় রেখে আমরা যতটা পেরেছি হিসেব করে দিয়েছি। 🙂
    ভিডিওটি দেখুন ও ভালো লাগলে লাইক, শেয়ার করে বাকিদের দেখার জন্য বলে দিন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তি ভিডিও পেতে।
    ধন্যবাদ। 😊
    ∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆∆
    রয়েল ফার্ম, একটি সমন্বিত কৃষি খামার। এখানে একই জায়গায় ছাগল, মুরগি, মাছ পালন হয়। এর সাথে এখানে জৈব সার, সবুজ ঘাস চাষ করা হয় গবাদি পশুর শুকনো খাওয়ার পাওয়া যায়।
    কুরবানী ও বলির জন্য সংরক্ষিত রেওয়াজি ও দেশী ছাগল পাওয়া যায়।
    এছাড়া এখানে উচ্চ পুষ্টি মানের ডানা খাওয়ার পাওয়া যায়।
    এক বছর আগে শুরু এই ফার্ম। অনেক ওঠা পড়ার ভেতর দিয়ে , অনেক অভিজ্ঞতা নিয়ে আমরা এগিয়ে চলেছি।
    এই যাত্রা পথের সমস্ত সত্যি কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে।
    পাশে থাকুন ও নিয়মিত মতামত জানান আমাদের ইউটিউব চ্যানেলে।
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    এক বছরের অভিজ্ঞতায় ছাগলের ফার্ম এর কাহিনী 👉 • এক বছরের ফার্মের অভিজ্...
    ===========================================
    facebook - www.facebook.c...

КОМЕНТАРІ • 23