360 Investigation(যমুনা টিভি)- বনি আমিনের মিথ্যাচার ও কৃষি বায়োস্কোপের প্রামাণিক জবাব

Поділитися
Вставка
  • Опубліковано 7 кві 2023
  • যমুনা টিভির ৩৬০ ডিগ্রি ইনভেস্টিগেশন এর " বৃক্ষ তোমার নাম কি" এই শিরোনামে একটি প্রতিবেদন বিগত ০৭ এপ্রিল তারিখে প্রচার করা হয় যা উদ্দেশ্যমূলক, মিথ্যাচারে দুষ্ট এবং যমুনা টিভির মত চ্যনেলে অনিভেপ্রেত।
    আলোচ্য প্রতিবেদনটিতে আমাকে দায়ী করা হয়েছে বিভিন্ন চারা ব্যবসায়ীর চারা বিক্রির জন্য ইউটিউব চ্যানেল খুলে বসেছি উল্লেখ করে। তথ্যটি অর্বাচিন ও ভিত্তিহীন। এর একরত্তিও প্রতিবেদনের কোথাও প্রমাণিত হয়নি।
    উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার জন্য সাংবাদিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন ভাষায় আক্রমণ করা হয়েছে।
    উপরোন্তু ভিজ্যুয়াল ও গ্রাফিক্স এ ‘চিহ্নিত’ ও ‘দায়ী’ হিসেবে মর্যাদাহীনভাবে আমাকে তুলে ধরা হয়েছে। এটি সরকারি কর্মকমিশনের নিয়মের আওতাধীন সরকারি কর্মকর্তার মর্যাদা আঘাতপ্রাপ্ত হয়েছে। যা সরকারি সম্প্রসারণ ব্যবস্থার ওপর আঘাতের সামিল। একই সঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. হামিদুর রহমান ও বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মেহেদী মাসুদের নাম ও ছবি যুক্ত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানাভাবে দায় চাপানোর প্রয়াস নেয়া হয়েছে।
    এই ভিডিওতে মিঃ বনি আমিনের মিথ্যাচারের প্রমাণ দেখানো হয়েছে।
    যমুনা টিভি কতৃপক্ষকে প্রতিবাদ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশ পাঠানো হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে অবশ্যই।
    কৃষি বায়োস্কোপ দেশের কৃষি, কৃষক ও কৃষি উদ্যোক্তাদের কল্যাণে বহুবছর থেকে নিঃস্বার্থভাবে কাজ করছে। কৃষি বায়োস্কোপের ভিডিও দেখে হাজার হাজার তরুণ কৃষি উদ্যোক্তা কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করেছে। কৃষি বায়োস্কোপ আপনাদের ভালবাসায় টিকে আছে, আগামীতেও থাকবে ইনশাল্লাহ।
    কৃষিই সমৃদ্ধি।

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @yasirarafatkeeron
    @yasirarafatkeeron Рік тому +72

    কেন আপনি যমুনা টিভির সাংবাদিকদের সাথে বসেন নি, তাহলে তার সামনেই তো আপনি তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারতেন

    • @abjabkd1886
      @abjabkd1886 11 місяців тому +1

      তালহা যুবায়ের তার কৃষি বায়স্কোপে চ্যালেম্জ ছুড়ে বলেছেন টিম ৩৬০*
      তিনি নিরপেক্ষ কোন চ্যানেলে লাইভে বসতে চান। অতএব টিম ৩৬০১ কত প্রস্তুত তার নিতে এটা দেখার অপেক্ষায় রইলাম। ভালবাসা থাকলো উভয়ের জন্য।

    • @lumen5699
      @lumen5699 11 місяців тому

      Ekmot

    • @s.raiaanentertain
      @s.raiaanentertain 10 місяців тому

      niropekkor drkr ki...live korlei to hoi..

  • @msafi9046
    @msafi9046 Рік тому +20

    সর্বনাশ করছেন কতো কৃষকের 😡😡😡

  • @shoponkhondokar3319
    @shoponkhondokar3319 Рік тому +104

    তোমাদের মুখোস খুলে গেছে 😂😂

    • @hozoraelahy6102
      @hozoraelahy6102 Рік тому

      হ্যাঁ ।
      সে গুন্ডা লীগের গুন্ডা।

    • @hozoraelahy6102
      @hozoraelahy6102 Рік тому +1

      হ্যাঁ ।
      সে আমার সাথে বেয়াদবি করেছে।

    • @diponmondal1482
      @diponmondal1482 Рік тому

      যমুনা Tv ঠিকই বলছে। যমুনা tv সামনে আপনি সরাসরি কেনো দেখা করলেন না?

    • @abjabkd1886
      @abjabkd1886 11 місяців тому

      তালহা যুবায়ের তার কৃষি বায়স্কোপে চ্যালেম্জ ছুড়ে বলেছেন টিম ৩৬০*
      তিনি নিরপেক্ষ কোন চ্যানেলে লাইভে বসতে চান। অতএব টিম ৩৬০১ কত প্রস্তুত তার নিতে এটা দেখার অপেক্ষায় রইলাম। ভালবাসা থাকলো উভয়ের জন্য।

    • @majharulislam3788
      @majharulislam3788 9 місяців тому

      সালার পুতেরা ভালো চালাকি করছো

  • @user-iq6px4gm6g
    @user-iq6px4gm6g Рік тому +21

    প্রতারকের আইনের আওতায় নিয়ে আসা হোক,,,

  • @mofizsekh3974
    @mofizsekh3974 Рік тому +18

    আরে ভাই আপনার উচিৎ ছিলো তাদের সাথে কথা বলা, তখন তারা যদি আপনার বক্তব্য কে কেটে কুটে দেখাত তখন আপনি বলতে পারতেন যে আপনারা পজেটিভ দিক টা ছেড়ে নেগেটিভ দিক টা দেখাচ্ছেন , আর সেই কৃষক গুলো যে ক্ষতিগ্রস্ত হয়েচ্ছে এটা থেকে তো আপনি ইনকার করতে পারবেন না , আপনি যদি এতই সদয় হতেন তাহলে আপনি নিজেই তাদের এই ফল না হওয়ার বিষয় টাকে বিশ্লেষণ করে মানুষের সামনে তুলে ধরতেন ও তাদের সচেতন করতেই যে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন , আপনি কৃষকের দিক দেখছেন না শুধুই নিজের বাঁচার ও অপরের ভুল টাকে দেখাতে চাইছেন , আপনি ভুল থেকে পাক নাকি ,

  • @zubyair
    @zubyair Рік тому +11

    আপনার রফিকুলের দার্জিলিং কমলার ভিডিও দেখে আমি উচ্চমুল্যে কমলার চারা কিনেছিলাম এবং ক্ষতিগ্রস্থ হয়েছি।

    • @-orion8635
      @-orion8635 Рік тому

      উনি আপনাকে কিনতে বলেছিলেন?

  • @md.shahinali7396
    @md.shahinali7396 Рік тому +47

    আপনি তাঁদের সাথে ক্যামেরার সামনে কথা বললেন না কেন?

    • @monirhossain2235
      @monirhossain2235 Рік тому

      Tomer bap ke bolo onno Chanel e live e aste oner sathe

    • @abirahamedallvdo
      @abirahamedallvdo Рік тому +2

      Batpar tai ase nai call o dore nai 😂

    • @md.shahinali7396
      @md.shahinali7396 Рік тому +3

      @@monirhossain2235 আমার আব্বা এসব বোঝে না ভাই। আমি কৃষি নিয়ে পড়াশোনা করেছি। আমি জানি কিছুটা৷

    • @timefornotuel
      @timefornotuel Рік тому

      @@monirhossain2235 madarchud holei ja hoi

  • @tahsin.hamim25
    @tahsin.hamim25 Рік тому +7

    ভয়ে সাংবাদিকদের সাথে কথাই বললেন না আর এখন আসছেন সাফাই দিতে?
    তবে একটা কথাই বলবো আপনারা যারা রিপোর্টার আছেন তাদের উচিত আরো সচেতনতার সাথে যেকোন রিপোর্ট করা।

  • @Drkhanglaucoma
    @Drkhanglaucoma Рік тому +134

    "আগে বড়লোকরা কুকুর পালত। এখন সাংবাদিক পালে" এই উক্তি সব সময় সত্য

    • @bdrandomofficial6161
      @bdrandomofficial6161 Рік тому

      না জেনে কথা বলিস না মাদার চোদ

    • @Zakirlovebangladesh
      @Zakirlovebangladesh Рік тому +1

      ভাই সত্যি আপনি একজন গেনি মানুষ

    • @rislam5256
      @rislam5256 Рік тому

      You are absolutely right...most of the media channels and their jounalists have become domestic dogs of the thieves of the country...

  • @swapnaRajyafishbd
    @swapnaRajyafishbd Рік тому +60

    আপনি যদি ঠিক থাকতেন অবশ্যই সাংবাদিকদের সাথে বসতেন।

  • @mosarafhosen2234
    @mosarafhosen2234 Рік тому +12

    এখানে যারা কমেন্ট করতেছেন,তাদেরকে অনুরোধ আগে 360 ডিগ্রির প্রতিবেদনটা দেখে আসা।

    • @searchtune9275
      @searchtune9275 Рік тому +1

      এরা সব ওনার ই লোক

    • @hossainforhad9835
      @hossainforhad9835 Рік тому

      আর কাওকে ই বিশ্বাসকরবো না!!

    • @swapnaRajyafishbd
      @swapnaRajyafishbd Рік тому

      সবই তো ওনার এজেন্ট

  • @user-kl4pc1of5r
    @user-kl4pc1of5r Рік тому +34

    সাংবাদিক যদি ভুল রিপোর্ট করে থাকে তাহলে আমার প্রশ্ন আপনি সরাসরি সাক্ষাৎ করলেন না কেন আপনার প্রশ্ন অনুযায়ী কমলা গাছ খুবই ভালো তাহলে কৃষক সব গাছ কেটে ফেলল কেন এবং তারা যে ক্ষতির সম্মুখীন হয়েছে আপনি একবারও তাদের সাথে দেখা করলেন না আপনি যদি কৃষকের সাথে ফলন নিয়ে কথা বলতেন তাহলে বুঝতাম যে আপনি খুবই ভালো একজন সরকারি কর্মকর্তা

    • @AtiqurRahman-ds3hm
      @AtiqurRahman-ds3hm Рік тому +2

      সহমত

    • @matiurrahmanmatiurrahman4985
      @matiurrahmanmatiurrahman4985 Рік тому +1

      সহমত

    • @shadimdmosabbah3124
      @shadimdmosabbah3124 Рік тому +2

      সমস্যা টা আমাদের পাবলিক এর ভাই।
      কারন আমরা দেশি জাত এর বদলে বিদেশি জাত পছন্দ করি।

    • @bilkisbilkis7460
      @bilkisbilkis7460 Рік тому

      ভাই তালহা জুবায়ের বাংলাদেশের কৃষকের অনেক লস করেছে

  • @mashfequrrahman7072
    @mashfequrrahman7072 Рік тому +29

    আপনি বসেন নি বসলেই তো সবাই সব যেনে যেত আপনার আসল চেহারা বের হয়ে যেত।

    • @MdSumon-jx6qk
      @MdSumon-jx6qk Рік тому

      গোপনে কেন বসবে ধান্দাবাজি? উনিতো লাইভে বসার জন্য আহবান করলোই।

    • @Politemamun
      @Politemamun Рік тому +4

      এটা আর বলার অপেক্ষা রাখে না।ও একটা কঠিন মাল। তাই ধরা দেই নাই ওইদিন

  • @dcmarvelorothersuperheromo1371

    ওমর ফারুকের চায়না কমলাগুলো টক. আমি সেখান থেকে ঘুরে এসেছি.

  • @nawshadmahmud3828
    @nawshadmahmud3828 Рік тому +2

    দুটো প্রতিবেদনই দেখেছি।
    আমি নিজেও অল্প পরিমাণে এই জাতের চারা নিয়েছি। আপনার প্রতি সম্মান রেখেই বলছি,এই জাত গুলি তে সমস্যা আছে। এগুলো আমাদের দেশের জন্য ভেরিফায়েড জাত না।
    আপনাদের বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে কিন্তু এই জাতিগুলি খুবই প্রশ্নবিদ্ধ। আপনারা যখন সরকারি নিয়ম ব্যাতিরেকে এমন নাম দিয়ে বা কোয়ালিটি ইনডেক্স ফুলফিল না করা জাতকে এমন ভাবে ভালো বললে আমাদের মতো সাধারণ মানুষ বেশি আগ্রহী হয়।
    আশাকরি ভবিষ্যতে এগুলো খেয়াল রাখবেন।

  • @freevision0171
    @freevision0171 Рік тому +9

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হটিকালচার ঝিনাইদহ গিয়ে তারা নারিকেল ভালো ফলন দেখাতে পারেননি। তাহলে কি সাধারণ কৃষি আপনাদের থেকে ভালো কাজ করতেছে।

  • @shadhinahmed9729
    @shadhinahmed9729 Рік тому +10

    বাটপার না হলে এমন হয় না। jumona tv kharap na

  • @mjrallroundertv6845
    @mjrallroundertv6845 Рік тому +55

    দেখানোর সময় দেখালেন যে এটা চায়না কমলার চাড়া কিন্তু বিক্রির সময় কোন জাতের চাড়া বিক্রি করছেন সেটা কি আপনি জানেন। এই জায়গাটাই তো দুর্নীতি করেছেন

    • @md.ahsanulkabir2920
      @md.ahsanulkabir2920 Рік тому +3

      এই দূর্নীতি কিভাবে তালহা জুবায়ের স্যার করলেন?

    • @mdtawhid4015
      @mdtawhid4015 Рік тому

      সহমত

    • @GYANPROBHU
      @GYANPROBHU Рік тому +2

      এসব মহৎ উদ্যোগীর পিছে না লাগলে হয়না?হাঁটুরে কিল মারতে সুখ,আমরা বাঙালি!

    • @mr.unlimited7950
      @mr.unlimited7950 Рік тому

      ​@@GYANPROBHU আমরা বাঙ্গালি বলেই কি আপনি এখনো একজন প্রতারকের সাফাই গায়তে পারছেন, অন্যদেশ হলে আপনার বিচিতে দুইটা ইট বেঁধে দিত 😃

    • @HafizAdil-ms1mr
      @HafizAdil-ms1mr Рік тому

      জব্বর কাউন্টার দিয়েছেন বিভিন্ন রিপোর্ট দেখিয়ে। তো, সব রিপোর্ট দেখি এই ওমর ফারুককে নিয়েই! যারা তার কাছ থেকে চারা নিয়ে বাগান করেছে,, তাদের অবস্থা এখন কেমন? একজনের ও তো হয় নি।সবাই ধান্দাবাজ হয়ে গেছে দেশে বিশ তলা থেকে গাছ তলা সব ধান্ধাবাজ 😡😡😡😡😡😡

  • @banglaremark5659
    @banglaremark5659 Рік тому +12

    আপনাদের সবার মূল টার্গেট চারা বিক্রি করা।

    • @shamimhasan5607
      @shamimhasan5607 Рік тому +1

      একদম সত্য কথা এটা,,,, কারন এরা কমিশন খায়,,, বাইনচোদ এ রা,,, আর আমরা সাধারন কৃষক হুগা মারা খাই

  • @hossainforhad9835
    @hossainforhad9835 Рік тому +5

    আপনি জাতের নাম দিছেন, আমি ও নতুন জাত নিবো ভাবছি,কিন্তু দেখলাম আপনার কথা(জাতের নাম) আর বারি (বাংলাদেশ কৃষি গবেষনা ইনিষ্টিউট) এর সাথে কোন মিল পাইনাই""""!!! আপনি নাম দেন আর আমরা কিনি!!"

  • @sakibulhossain9535
    @sakibulhossain9535 Рік тому +8

    আপনারও সমস্যা আছে। আমাদের দেশের বেশিরভাগ কৃষক কৃষিবিজ্ঞান সম্পর্কে জানেন না। সুতরাং প্রচারণা গুলো এমনভাবে করবেন না যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ গত ২/৩ বছর ধরে বিভিন্ন ফেইজবুকে পেজে দেখা যায়। সুতরাং কৃষি সাফল্য প্রচারের পূর্বে একটু সচেতনতা প্রয়োজন

  • @AnotherViewBD
    @AnotherViewBD Рік тому +7

    এজন্যই অনেক আগে থেকেই আমি বার বার বিভিন্ন জায়গায় কমেন্ট করতাম,যেই ফল নিয়ে প্রতিবেদন করা হয় সেটার চারা সরকারি ভাবে তৈরি করে কৃষকদের দিতে হবে এবং চাষের পদ্ধতি জানাতে হবে। তাছাড়া অন্যেরা দেখাবে এক দেবে আরেক।

    • @greenyroof6045
      @greenyroof6045 Рік тому

      এখানে তালহা স্যারের কি দোষ আছে? ইন্ডিয়া থেকে বলছি,উনি নিষ্পাপ লোক।

  • @nirajulhaque7129
    @nirajulhaque7129 Рік тому +8

    ওখানে জবাব দিলেন না কেন?

  • @amibolce2879
    @amibolce2879 Рік тому +25

    এমনি এমনি কাওকে দোষ দেয়না ভাই,
    আপনি সাংবাদিক দের সাতে দেখা করেন্নি এটার মানে কি
    আপনি গাছের উপর কাটেন না আপনি গাছের নিচে কাটের আমরাও বুজি ভাই,

    • @MHmunna-yv7bc
      @MHmunna-yv7bc Рік тому

      চোরের মন পুলিশ পুলিশ।

    • @mdalislam9779
      @mdalislam9779 Рік тому

      সাংবাদিক তোমার ধোলা ভাই যে তাই! হারামির বাচ্চা জানস না সাংবাদিক জাতটা কেমন?

    • @rifatahmed-cc7hi
      @rifatahmed-cc7hi Рік тому

      tmi kichu bujho na vaia.....

    • @ahtuhin4825
      @ahtuhin4825 Рік тому

      আপনি একটা বরো আবাল।

  • @farmingandfarmersfeni3304
    @farmingandfarmersfeni3304 Рік тому +7

    আপনার সব তত্ত্ব এমন ভাবে তুলে দরো তার কারনে এই দেশের কূষির অনেক খতি হয়ছে। আপনার সব ভিডিওর টাইটেল গুলো এমন এক বিগা চাষ করে ৫ লাখ টাকা আয়।

  • @searchtune9275
    @searchtune9275 Рік тому +7

    আপনি ফেসে গেছেন ভাই। যমুনা টিভির টিম ৩৬০° তারা যথেষ্ঠ প্রফেশনাল। তাদের সাথে চ্যালেঞ্জ করুন প্রমান দেখান

    • @md.ahsanulkabir2920
      @md.ahsanulkabir2920 Рік тому

      ৩৬০° প্রতিবেদনে তো কোনো প্রমাণ হাজির করেনি। যা করেছে তা যথেষ্ট হাস্যকর ও দুর্বল প্রতিবেদন।

    • @searchtune9275
      @searchtune9275 Рік тому

      @@md.ahsanulkabir2920 যেটাই হোক ভাই এটার একটা সত্যতা সামনে আসা উচিত

  • @Shakib121ms
    @Shakib121ms Рік тому +3

    তবে আমার প্রশ্ন হচ্ছে যদি এতই ফলন হয়
    আমার গাছে কেন হচ্ছে না

  • @nannupajure3484
    @nannupajure3484 Рік тому +4

    সাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা।।এটা এমন একটা দেশ যেখানে বাটপারা পোরমোশন দেয়া হয়।। তুমি যদি এত সাধু হও তা হলে এত বার যোগা যোগ করা হলো তুমি দেখা করলে না কেন।।

  • @saifulislamshawkat2539
    @saifulislamshawkat2539 Рік тому +34

    আপনার ভিডিও দেখে কমলা চারা আর নারকেল গাছ কিনে ৭-৮ জন কৃষক সর্বহারা হয়েছেন আমার চোখে দেখা।
    আপনি চারা বিক্রির কমিশন নেন।
    আর নিজের মন মত জাতের নাম দিয়ে দেন।
    চাকরি করেন চাকরি নিয়ে থাকেন।অফিস ছেড়ে মাঠে যাওয়ার দরকার নাই।

    • @monirhossain2235
      @monirhossain2235 Рік тому

      E abar kon bolda

    • @farmingandfarmersfeni3304
      @farmingandfarmersfeni3304 Рік тому

      @GREENY ROOF আসলে আমি ৩-৪ বছর উনার ভিডিও দেখি আপনার দারনা ভুল । উনি চারা বিক্রি নিয়ে দান্দা করে। তাই আমাদের দেশের অবস্থা খারাপ

    • @farmingandfarmersfeni3304
      @farmingandfarmersfeni3304 Рік тому

      আসলে আমি ৩-৪ বছর উনার ভিডিও দেখি আপনার দারনা ভুল । উনি চারা বিক্রি নিয়ে দান্দা করে। তাই আমাদের দেশের অবস্থা খারাপ। কোন চাষ এর বিস্তারিত ভিডিও দেন না। চারা বেচার কমিশন নেয় মনে হয়

    • @shadeshiuddog7938
      @shadeshiuddog7938 Рік тому

      কেন ভাই ?
      আপনার ধান্দাবাজিতে কি কোন সমস্যা হচ্ছে ?
      🦔🦔🦔

    • @user-bj6oh9pj5v
      @user-bj6oh9pj5v Рік тому +1

      তালহা জুবায়ের কমিশন নেন সেটার প্রমান দেন
      ভাই? একটা প্রমাণ দিতে পারলেই বুঝতে পারব যে উনি কমিশন খোর।

  • @rahimnurkhan3337
    @rahimnurkhan3337 Рік тому +4

    আপনার যুক্তি খন্ডানো আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় নাই ,
    বনি আমিন ঠিকই বলেছে আপনাদের মত লোকের কারণে অনেক মানুষ পথের ফকির হয়েছে

  • @mustakahmed8745
    @mustakahmed8745 Рік тому +5

    কেউ দোষ শিকার করতে রাজি নয়।
    যমুনা টেলিভিশন এরকম অসংখ্য প্রতিবেদন করেছে,,আপনি সব গুলোর ভুল ধরিয়ে দিন👍👍👍

  • @MehediHasan-kd9gl
    @MehediHasan-kd9gl Рік тому +17

    যমুনার রিপোর্ট অনেকাংশে ঠিকঠাক ছিল।আপনার জন্য অনেক কৃষক পথে বসেছে।
    শাইখ সিরাজের এত বছরের ক্যারিয়ারে কোন দাগ নাই।

    • @abjabkd1886
      @abjabkd1886 11 місяців тому

      কোন কিছু দেখানোর মানে বা অনুপ্রেরণা দেয়ার অর্থ এই নয় যে আপনি না জেনে না বুঝে সঙ্গে সঙ্গে সেটা করতে শুরু করে দিবেন। আর তাই যদি করেন তাহলে আপনার থেকে বড় আহাম্মক তো আর কেউ নেই।

  • @ballalenterprise7513
    @ballalenterprise7513 Рік тому +17

    যমুনা টিভির সাংবাদিকের মুখোমুখি হওয়ার ভয়ে আপনি অফিসে না গিয়ে বাগানে বাগানে ঘুরে ভিডিও বানাচ্ছেন! আপনি যদি উনার সামনাসামনি হয়ে উনার পশ্নের উওর দিতে পারতেন তাহলে বুঝতাম আপনার ভিতরে কোন দুর্বলতা নেই!

    • @greenyroof6045
      @greenyroof6045 Рік тому +1

      সামান্য যমুনা টিভি নিয়ে পরে থাকলে,কৃষক না খেয়ে থাকবে ।যমুনা টিভির লোক চলে যেতো দরকারে, বাগানে স্যারকে খুঁজতে।ইন্ডিয়া থেকে বলছি সে সঠিক তথ্যই দেয়।

    • @monirhossain2235
      @monirhossain2235 Рік тому +1

      Arek sagol 😂😂😂😂😂

  • @zakirhossain1374
    @zakirhossain1374 Рік тому +14

    আল্লহ্ তায়ালা দয়াকরে সকল বিপদ আপদ থেকে সকল মুসলিমদের মুক্তি করে দিন ****আমিন ***

  • @rechhwanulhoqueraseb3254
    @rechhwanulhoqueraseb3254 Рік тому +2

    আপনি তো মূল বিষয় বললেন না।আপনি দেখাইছেন কোন চারা আর বিক্রি করলেন কোনটা এটা মেইন কথা বলেন।আর যনুনার ঐ নিউজ ওটা দেখে করা।এটা তদন্ত করে করা

  • @RezaulKarim-oh2tr
    @RezaulKarim-oh2tr Рік тому +4

    আপনি নিজের প্লাটফর্ম ব্যবহার না করে তাদের সামনে উত্তর দিলে সন্তুষ্ট ভালো হতো।

    • @Politemamun
      @Politemamun Рік тому

      কিভাবে দিবে দিলেতো থলের বিড়াল বেরিয়ে আসতো ভাইজান।

  • @wahedurrahman5131
    @wahedurrahman5131 Рік тому +5

    ইচ্ছা করলেই সব কিছুতে ব্যপক সফলতা আসে না, তার জন্য প্রয়োজন হয় পূর্ব অভিজ্ঞতা, বা হাতে কলমে শিক্ষা।কোনো প্রাথমিক জ্ঞান ছাড়াই কারো দেখে কেউ যদি ব্যপকভাবে কিছু করতে যায় তবে তাতে ৫০%এর বেশি ঝুকি থাকবেই , আর এই ক্ষেত্রে যারা অনুপ্রানিত করে তাদেরও সম পরিমান দায় থাকে।আপনাদের উৎসাহী প্রতিবেদনে যে কেউ-ই অনুপ্রানিত হয়ে যখন বড় কিছু করতে যাবে তখন তার জন্য যে সমস্যাগুলির সামনে এসে দাড়াতে পারে সেগুলি সম্মন্ধ্যে আপনাদের কোনো বার্তা বা উপদেশ থাকে না্; সুতরাং ক্ষতির দায়ভার আপনাদেরকে নিতে হবে। কারো সফলতার গল্প তুলে ধরার সাথে সাথে সফলতার পিছনের বাধা-বিপত্তির যে বহর থাকে সেগুলিও তুলে ধরুন।

  • @user-nf2jq2pn4m
    @user-nf2jq2pn4m 9 місяців тому +2

    যত রকমের ধান্দাবাজি বিপদে পড়ে আমাদের মত সাধারন মানুষ

  • @mdtawhid4015
    @mdtawhid4015 Рік тому +2

    আপনি যদি এত সৎ হন তাহলে তাদের সাথে খোলাসা কথা কেন বলেননি❓
    আপনি কি এমন বিজ্ঞানী হয়ে গেলেন যে নতুন নতুন ফলের নাম আবিষ্কার করতে হবে ❓

  • @merinaapgindustries8882
    @merinaapgindustries8882 Рік тому +19

    খুবই সুন্দর, উচিত শিক্ষা দিয়েছেন, সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন।

    • @sajibdey250
      @sajibdey250 Рік тому

      অনুমতি দেয়া গেলো😂।

    • @HrishiLizard265
      @HrishiLizard265 Рік тому

      এই বদমায়েশই তো চ্যালেঞ্জ নেয় না

  • @comedyoala
    @comedyoala Рік тому +6

    আপনার দোষ না থাকলে আপনি তাদের সাথে দেখা করলেন না কেনো? কষ্ট করে আপনার এই ভিডিও বানানোর দরকার হতো না। আপনার মধ্যে কিন্তু আছে।

    • @monirhossain2235
      @monirhossain2235 Рік тому

      Sagol video ta dekh pura.

    • @comedyoala
      @comedyoala Рік тому

      @@monirhossain2235 তোর ভাষায় বুঝা যায় তুই কি।

  • @rahathasan3758
    @rahathasan3758 Рік тому +2

    দুইবার অফিসে গিয়েছিল, আপনাকে খুজেও পাওয়া যায়নি😂।আর আপনি সব প্রশ্নের উত্তর দেবেন?

  • @nayeemhasan7242
    @nayeemhasan7242 Рік тому +9

    ধন্যবাদ। যতো চ্যানেলেই প্রচার হোক কোন কৃষি নিউজ প্রচারে আপনি আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আশা রাখি।

  • @janealam2219
    @janealam2219 Рік тому +10

    ওরে বাটপার তোমার বিপদ সামনে....

  • @abdulbasir6261
    @abdulbasir6261 Рік тому +8

    আপনার উচিত আরও দায়িত্ব নিয়ে কাজ করা

  • @Game0N0000
    @Game0N0000 Рік тому +1

    কমেন্ট সেকশন দেখি ভাড়াটে দালাল দিয়ে ভরা। দয়া করে নতুন উদ্যোক্তারা এই প্রতারক এর ফাঁদে পা দিবেন না।

  • @assadshawon5530
    @assadshawon5530 Рік тому +1

    আমি বনি আমিনের ওই ভিডিওতে কমেন্ট করে বলেছি যে, বরিশালে এসে দেখে যান এখানে ভিয়েতনাম নারিকেলের কি অসাধারণ ফলন হচ্ছে।

  • @alishakil3554
    @alishakil3554 Рік тому +14

    আল্লাহ সত্যের জয় দিবেন।

  • @asifriad1
    @asifriad1 Рік тому +8

    মজার বিষয় হচ্ছে নিজের অফিসে বসেও সাংবাদিকের মুখোমুখি হবার সাহস পায়নি !!!! সৎসাহসের অভাব থাকলে যা হয় আর কি।
    অথচ ভিডিও দিয়ে নিজেকে দুধে ধোয়া তুলসী পাতা করার চেষ্টা।

  • @Fazla_Rabbi_BAU
    @Fazla_Rabbi_BAU Рік тому +4

    ফসলের জাতের নাম মনমত প্রচার কি অপরাধ নয়? আপনি দায়িত্বশীল কৃষি অফিসার। একজন কৃষক পারলেও আপনার জায়গা থেকে আপনি কি এটা প্রচার করতে পারেন?

    • @themostbeautiful546
      @themostbeautiful546 Рік тому

      আপনার মাথা মনে হয় পুরাই আউলায়া গেছে,,সাধারণ ভাবে না বুঝে ঘুরিয়ে বুঝেন

  • @manjurulalam823
    @manjurulalam823 Рік тому +4

    Shykh Seraj bhai unar video tay কমলা যে পানসে উনি বলাছিলেন আপনি উনাকেও ভিলে দিয়েছিলেন। আপনার ভিডিও তেও বুঝা যায় আপনার কোন উদেশ্য ছিল।

  • @mjrallroundertv6845
    @mjrallroundertv6845 Рік тому +12

    বাটপারি বাদ দেন

  • @pangkajdattalotus8202
    @pangkajdattalotus8202 Рік тому +3

    আপনার এত সৎসাহস, তাহলে আপনি কথা বললেন না কেন?😮😮

  • @funbazzz4025
    @funbazzz4025 9 місяців тому +3

    অপরাধ করেও, নিজেকে অপরাধী মনে করেন না।

  • @mdf8267
    @mdf8267 Рік тому +30

    তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে আপনি নিজের জায়গা থেকে নিজের বিচক্ষণতা আর সততার পরিচয় দিয়েছেন। যাহোক সামনের দিন গুলোতে আরেকটু সচেতনতা অবলম্বন করবেন কারণ আপনাদের মত ব্যাক্তিদের প্রতিবেদন বা পরামর্শকে আমরা অর্থাৎ কৃষকরা খুব গুরুত্বের সাথে দেখি।

    • @kaibad-jo6xd
      @kaibad-jo6xd Рік тому

      তুই কোথায় (চোর)।

    • @Jony-ql1tw
      @Jony-ql1tw Рік тому +3

      ধুরমিয়া দালালি করেন,,,,,সাংবাদিকের সাথে কেন কথা বলেন নাই কন,,,,

    • @mdf8267
      @mdf8267 Рік тому +1

      @@Jony-ql1tw ভাই...
      এদেশের সাংবাদিকরাও কিন্তু ধোঁয়া তুলিস পাতা না।

    • @Jony-ql1tw
      @Jony-ql1tw Рік тому

      @@mdf8267 বাংলাদেশ কোন সাংবাদিক নাই,, সাংঘাতিক,,, সবগুলো দালাল,,,

    • @abjabkd1886
      @abjabkd1886 11 місяців тому

      সাংবাদিকদের সাথে কথা বলতে হবে কেন??

  • @rahimnurkhan3337
    @rahimnurkhan3337 Рік тому +4

    আপনি এখন চ্যালেঞ্জ দেন তাকে বসবেন তার সাথে ,
    অথচ আপনার সৎ সাহস থাকলে সে সময় তার সাথে কথা বলতেন ,

  • @nasirhossain9478
    @nasirhossain9478 Рік тому +8

    আপনি নির্দোষ হলে তাদের মুখোমুখি হতেন।

    • @sefimran7667
      @sefimran7667 Рік тому

      আপনি কি ভিডিও টা সম্পূর্ণ দেখছেন?

    • @sefimran7667
      @sefimran7667 Рік тому

      মুখোমুখি তো হতেই চাইলো কিন্তু সেটা লাইভে, পার্সোনালি নয়।

    • @SohelKhan-xl3tz
      @SohelKhan-xl3tz Рік тому

      Ki karone oder taka dayor jonno right

  • @moniruzzamanliton1465
    @moniruzzamanliton1465 Рік тому +2

    আপনি মিয়া সাংবাদিক আপনার বক্তব্য নিতে গেলে আপনি কথাই বললেন না আপনার সে সৎ সাহস নেই

  • @advtanvir9828
    @advtanvir9828 Рік тому +1

    যদি সব মিথ্যা হয় তবে ডিজিটাল নিরাপত্তা আইনে পদক্ষেপ নিতে পারবেন আপনি

  • @md.jakirhossain2724
    @md.jakirhossain2724 Рік тому +4

    ক্যামেরার সামনে আসলেন নাহ কেন?

    • @monirhossain2235
      @monirhossain2235 Рік тому

      Tor bap re ko onno chanel er live e aste oner sathe

    • @farmingandfarmersfeni3304
      @farmingandfarmersfeni3304 Рік тому

      আসলে আমি ৩-৪ বছর উনার ভিডিও দেখি আপনার দারনা ভুল । উনি চারা বিক্রি নিয়ে দান্দা করে। তাই আমাদের দেশের অবস্থা খারাপ। কোন চাষ এর বিস্তারিত ভিডিও দেন না। চারা বেচার কমিশন নেয় মনে হয়

    • @md.jakirhossain2724
      @md.jakirhossain2724 Рік тому

      😂😂😂😂

  • @user-mukter-4664
    @user-mukter-4664 Рік тому +7

    আপনার সত সাহস থাকলে তখন মুখোমুখি হতেন

    • @Mujiburrahma3189
      @Mujiburrahma3189 Рік тому

      মুখোমুখি মানে হচ্ছে টাকা নিয়ে দফারফা করবে

  • @sanlearningtubebd6336
    @sanlearningtubebd6336 Рік тому +25

    তালহা জুবায়ের স্যার কারো শত্রু হওয়ার জন্য কারো ক্ষতি করতে হয় না। আপনি ভাল কাজ করলেই অন্যের শত্রু হয়ে যাবেন। তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমি একটা স্কুলকে কে টেনে তুলার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। যার বিনিময়ে আমার অনেক শত্রু হয়ে গেছে। শাহিন আলম from চাঁদপুর. ❤❤❤❤❤❤❤❤

    • @arahman1934
      @arahman1934 Рік тому +1

      Apnar onek dus ase

    • @bdrandomofficial6161
      @bdrandomofficial6161 Рік тому +3

      চোরের সাপোর্ট চোর

    • @Politemamun
      @Politemamun Рік тому +2

      আপনিও তাহলে একই নৌকার মাঝি।

  • @googleaccountofbipul7555
    @googleaccountofbipul7555 Рік тому +3

    আপনার উদ্দেশ্য কি সেটা আপনিই ভালো জানেন
    যাই হোক, ভুল হলে শিক্ষা নিবেন এটা বুদ্ধিমানের কাজ

  • @jubayelislam1015
    @jubayelislam1015 Рік тому +5

    ওরে বাটপার!!!!😂😂😂

  • @Mehedipets750
    @Mehedipets750 Рік тому +5

    যমুনার সাথে খেলা দেখার অপেক্ষায় রইলাম।

  • @SIAgrofarm
    @SIAgrofarm Рік тому +2

    আপনার কথায় এক মত। তবে ফারুক ভাই থেকে চারা নিয়ে আজ ক্ষতির মুখে।

  • @towhidalam8076
    @towhidalam8076 Рік тому +1

    এক জন উদ্যোক্তা ১১৫ খাটো জাতের থাইল্যান্ডি নারিকেল গাছ কেটে ফেলেছিল ফল ধরতেছে না বলে আর আপনি গিয়ে প্রকাশ করছিলেন কি উনি পরিচর্যা করতে জানে না তাই ধরে নাই আর কৃষি বিভাগের লোকদের কোন দোষ নাই এভাবে প্রকাশ করছিলাম মনে আছে

  • @monuj6956
    @monuj6956 Рік тому +4

    আপনি হলেন সরকারি বাঁটপার আপনি কেনো সরাসরি সাংবাদিকের সাথে সাক্ষাত্ দেন নি

  • @saddamhosan9501
    @saddamhosan9501 Рік тому +3

    সোজা উত্তর দেন। কৃষকে ঠকিয়েছেন। কিনা ????

  • @nasirhossain9478
    @nasirhossain9478 Рік тому +1

    কমলা তো টক তিতে কিন্তু আপনারা কি বলে প্রচার করছেন। উনারা গাছ কাটছে কেনো???

  • @hasnainahmadtanim1190
    @hasnainahmadtanim1190 Рік тому +2

    রিপোর্ট করার আগে দেখা দিলেন না, এখন ওপেন চ্যালেন্জ দিচ্ছেন!
    আপনাকে সাধু ভেবেছিলাম ভাই 😐

    • @akbarali-jw3sh
      @akbarali-jw3sh Рік тому

      আপনি কী বরা বা অন্ধ?ভালো করে ওনার কথা শুনে কমেন্ট করেন।

  • @RHMEDIA161
    @RHMEDIA161 Рік тому +3

    আপনি যদি যদি সত্যি হন তাহলে কেন লুকোচুরি করলেন।

  • @raselrana-8134
    @raselrana-8134 Рік тому +9

    ইনি ও দরবেশ বাবা মানে সিরাজ আমানুষ

  • @khanjewel2823
    @khanjewel2823 Рік тому +2

    আপনার প্রতিবেদনের পরে চারার রমরমা ব্যবসা শুরু হয়। অন্য জায়গা থেকে চারা এনে নিজের বাগানের নামে সেই চারা বিক্রি করা হয়, অথচ আপনি তার প্রতিবাদ করেন না। হাজার হাজার চারা হয়, কিন্তু গাছের ডগা কাটা নাই, তাহলে কিভাবে হয় এই চারা? আপনি সব জানেন।

  • @RSShaon-lb1ri
    @RSShaon-lb1ri Рік тому +1

    তাহলে আপনে সাক্ষাৎকার দিলেন না কেনো?

  • @user-eh7jo8gx2p
    @user-eh7jo8gx2p Рік тому +2

    স্যার, কিছু পাগল আপনার পিছনে লেগেছে শুধু এতটুকুই? সজলের মাল্টা আমি একদিন নয় পাঁচদিন খেয়েছি। এমন মাল্টা বাংলাদেশে প্রথম, হাজারও বাগানে গিয়েছি কিন্তু এমনটা কোন বাগানে পাই নাই। সত্যিই খুব মিস্টি ও রসালো। মোট কথা নাম কোন বিষয় না! আর নাম দেওয়ার অধিকার শুধু কৃষকেরই থাকে। বারি কি? পিতা নাম রাখে সন্তানের, আর কৃষকের কাছে তার বাগান সন্তানের মতই। সত্যিই হোম ওয়ার্ক বড় প্রোয়োজন। স্যার ঠিকই বলেছেন।

  • @bdall4682
    @bdall4682 Рік тому +3

    আপনি তাদের সাথে সামনাসামনি কথা বলেনি কেন?

  • @junnunmia3537
    @junnunmia3537 Рік тому +2

    ওমর ফারুকের বাগান কি এখন আছে,সেটা আগে দেখান!?

  • @EarningLifetimeshyerBazer666
    @EarningLifetimeshyerBazer666 Рік тому +1

    প্রথমে তো মনে করেছিলাম বিখ্যাত ইউটিউবার বনি আমিন এর কথা বলা হচ্ছে যে যিনি অস্ট্রেলিয়াতে বসবাস করেন আমাদের হাতিয়ার ছেলে

  • @blogerpinto
    @blogerpinto Рік тому +6

    সঠিক বিচার প্রয়োজন

  • @mdjonayedhossain4910
    @mdjonayedhossain4910 Рік тому +10

    বাটপার 🤣

  • @beautifulworld114
    @beautifulworld114 Рік тому +2

    উনি ওটা বুঝাতে চান যমুনা টিভির সাংবাদিক আমি যা বুঝলাম ওমর ফারুকের কাছে চায়না কমলা আছে কিন্তু আপনারা অল্প সময় কিভাবে এত চায়না কমলার গাছ কলম করলেন উনার যেটাই সন্দেহ হয় আমার আতা সন্দেহ হয় আপনারা বাইরের নার্সারি থেকে গাছ কিনে মানুষের কাছে বিক্রি করেছেন

  • @BhuiyanFaysal-kb1qd
    @BhuiyanFaysal-kb1qd Рік тому

    আমি প্রতিবেদন টি দেখেছি, মূলত যেমন ভাবে উপস্থাপন করা হয়েছে, আপনি তেমন কোন অপরাধ করেন নি, অনেক বড় বড় চোড় বাটপার আছে, তাদের নিউজ এই সব ৩৬০ ডিগ্রি তে আসে না

  • @1knightff829
    @1knightff829 Рік тому +10

    আপনার দোষ না থাকলে আপনি তাদের সাথে দেখা করতেন।
    কিন্তু আপনি তা করেন নি তাই আপনার ও দোষ আছে।

  • @sabbirrahman6334
    @sabbirrahman6334 Рік тому +11

    আপনার ভিতরে ঝামেলা আছে প্রতিবেদন দেখলে বোঝা যায়

  • @M.HMaruf
    @M.HMaruf 10 місяців тому +1

    জনাব তালহা জুবায়ের সাহেব আপনি যদি কারো উপকার করেন তাহলে আল্লাহ তার প্রতিদান দেবেন। আর যদি কারো ক্ষতি করে থাকেন তাহলে আল্লাহ তার প্রতিদান দেবেন। আমাদের মত সরল কৃষকদেরকে নিয়ে কেউ যেন তাদের স্বার্থ সিদ্ধি করতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।

  • @kobeghoar
    @kobeghoar Рік тому +1

    আমি বলবো এখানে অন্য এক বড় মোটা ব্যক্তি দুর থেকে
    অপ প্রচারে উৎসাহিত করেছে।
    এখোনো বুঝতে পারছেন না ঐ যে একটু বেশী বেশি
    বক বক করে।
    যার বিরুদ্ধে অভিযোগ আছে চ্যানেলে খবরদারি করার ।
    অপ প্রচারে উৎসাহিত করেছে।
    এখোনো বুঝতে পারছেন না ঐ যে একটু বেশী বেশি
    বক বক করে।
    যার বিরুদ্ধে অভিযোগ আছে চ্যানেলে খবরদারি করার ।

  • @hasanzeem1985
    @hasanzeem1985 Рік тому +5

    নিউটন ভাইয়ার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

    • @greenyroof6045
      @greenyroof6045 Рік тому

      তালহা স্যার ভালো মানুষ এবং সঠিক তথ্যই দেন।ইন্ডিয়া থেকে বলছি

    • @farmingandfarmersfeni3304
      @farmingandfarmersfeni3304 Рік тому

      @@greenyroof6045 আসলে আমি ৩-৪ বছর উনার ভিডিও দেখি আপনার দারনা ভুল । উনি চারা বিক্রি নিয়ে দান্দা করে। তাই আমাদের দেশের অবস্থা খারাপ

    • @priyankamongia268
      @priyankamongia268 Рік тому

      এই সালা চোর
      ua-cam.com/video/bicuETy8SG4/v-deo.html

    • @wildfruits
      @wildfruits Рік тому

      @@greenyroof6045 আপনার সমস্যা কি? ইন্ডিয়া থেকে দেখেই বিরাট তালেবর হইয়া গেছেন? দেশের আপামর কৃষকরা হুদাই তার বিরুদ্ধে বলছে? এখানে যারা উনার সাফাই গাইছে কয়জন কৃষক আছে? সবাই হুজুগে মাতাল,আবেগে ভাসছে।জায়গায় বেজায়গায় সব বাটপারদের প্রমোট করেছে এই তালহা জুবায়ের।কবির মিলিটারির মতো বাটপারকেও প্রমোট করে দেশের সাধারণ মানুষের সাথে সরাসরি প্রতারণায় অংশ নিয়েছে এই তালহা জুবায়ের।

    • @joyfulnessunlimited2062
      @joyfulnessunlimited2062 Рік тому

      Dalal😂😂😂

  • @smmehadihasan3537
    @smmehadihasan3537 Рік тому +12

    এসব মশা মাছির আক্রমণ নিয়ে মনে কিছু নিবেন না ভাইয়া Talha Zubair Masror Newton.
    আমরা জানি আপনি সমগ্র বাংলার একমাত্র কৃষি অফিসার যিনি মাঠে ময়দানে কাজ করেন।
    আপনার জন্য সবসময় দোয়া রইলো।
    আপনার ফ্যামিলির জন্য দোয়া রইলো। 🥰

  • @mohammadnaim2197
    @mohammadnaim2197 Рік тому +2

    আপনি একবার চিন্তা করলেন না
    যে ওমর ফারুক এত চারা পাইলো কই
    তার গাছের একটাও ডাল কাটা না

  • @sujontwoinonebd
    @sujontwoinonebd Рік тому

    আমাদের টিভির সাংবাদিকদের আমাজন জঙ্গলে পাঠিয়ে দেওয়া হক।আমাদের দেশের সাংবাদিকরা প্রতিবেদন তৈরি করে ব্লাকম্যাইল করার চেষ্টা করে সার্থ হাছিল না হলে প্রকাশ করেন।

  • @mdafridi24
    @mdafridi24 Рік тому +6

    😂😂
    Apni ki tulsi pata?

  • @tanvirhasan-to2ni
    @tanvirhasan-to2ni Рік тому +8

    আপনি ধোয়া তুলসী পাতা নন। কৃষকদের কাছে গিয়ে ভিডিও না করে নার্সারী মালিকদের চারা বিক্রি করার জন্য তাদের বিজ্ঞাপন দিয়েছেন

    • @farmingandfarmersfeni3304
      @farmingandfarmersfeni3304 Рік тому

      আসলে আমি ৩-৪ বছর উনার ভিডিও দেখি আপনার দারনা ভুল । উনি চারা বিক্রি নিয়ে দান্দা করে। তাই আমাদের দেশের অবস্থা খারাপ। কোন চাষ এর বিস্তারিত ভিডিও দেন না। চারা বেচার কমিশন নেয় মনে হয়

  • @ashrafulislam8534
    @ashrafulislam8534 Рік тому

    স্যার আমিও এইসব ফাউল ভিডিও দেখে বাগান কাটার সিদ্ধান্ত নিয়েলাম পরে মাথায় আসলো এইবার ফলন কেমন হয় দেখিই না, গতবা আল্লাহর রহমতে অন্য চাষের তুলনায় অনেক ভালো লাভ হয়েছে আর যদি অন্যদের কথা মত বা অন্যদের বাগান কাটা দেখে আমিও বাগান কেটে দিতাম আমি অনেক ক্ষতিগ্রস্ত হতাম আশা করছি গত বারের তুলনায় এবার দ্বিগুন ফলন হবে

  • @biplobahmedmilon9258
    @biplobahmedmilon9258 10 місяців тому

    কমিশন কত নেন স্যার।আমার কিছু কচুর চারা আছে বিক্রি করবো, একটা ভিডিও বানাবেন স্যার।যা বিক্রি হবে তার অর্ধেক আপনার

  • @mominulhaque5765
    @mominulhaque5765 Рік тому +5

    আপনি জদি সচ্চ নির্দোষ হতেন তাহলে আপনি যমুনা টিভির সাংবাদিক এর সাথে কথা বলেন নাই কেন? ওনিতো প্রমান সহ দেখায়ছেন। তাই আমি মনে করি আপনি এক্ষেত্রে দায়ি।

  • @mdjamilhossain6024
    @mdjamilhossain6024 Рік тому +5

    তুমি নিজে কম ধান্দাবাজ না ভাই।

  • @sohagfaruque7797
    @sohagfaruque7797 Рік тому

    ami apnar akjon regular viewer. apni nosto hoya jan. Ei desh apnare valo thakte dibena. #shame jamuna

  • @suhibhossain3606
    @suhibhossain3606 Рік тому +2

    আপনি একজন সরকারি ইমপ্লোয়াইয়ে হয়ে আপনারা হাতে ওই গুলো কি

  • @smartagroplanning6098
    @smartagroplanning6098 Рік тому +4

    আমি আপনার ভিডিও দেখে কৃষিকাজ করে অনেক লাভবান হয়েছি। ধন্যবাদ ভাই।

    • @greenyroof6045
      @greenyroof6045 Рік тому

      আমিও।ইন্ডিয়া থেকে বলছি

    • @farmingandfarmersfeni3304
      @farmingandfarmersfeni3304 Рік тому

      আসলে আমি ৩-৪ বছর উনার ভিডিও দেখি আপনার দারনা ভুল । উনি চারা বিক্রি নিয়ে দান্দা করে। তাই আমাদের দেশের অবস্থা খারাপ। কোন চাষ এর বিস্তারিত ভিডিও দেন না। চারা বেচার কমিশন নেয় মনে হয়