কি সুন্দর একটা কথা -"দিদি হচ্ছে গিয়ে আরেক মা" হঠাত করে শুনে খুব ভালো লাগলো,feel করতে পারলাম। দিদি হয়েও এই কথা তো সচরাচর সবার কাছ থেকে শুনতে পাই না। খুব ভালো
দিদিভাই জবা গাছে মাসে একবার কলার খোসা পচিয়ে অল্প পরিমানে দেবে। আর যেকোনো গাছে, বিশেষ করে ফুল গাছে মাসে ২বার পেঁয়াজের খোসা পচিয়ে জলের সাথে মিশিয়ে মাটিতে দেবে আর চাইলে কিছুটা পাতায় স্প্রে করতে পারো। দেখবে গাছ আরও সতেজ হবে আর ফুলে ফলে ভরে উঠবে।
আমি high school এ ক্লাস নিতাম।কিন্তু কিছুদিনের জন্য আমাকে experience নিতে elementary school মানে আমাদের দেশে আমরা যেটা প্রাইমারি স্কুল বলি,সেখানে ক্লাসে গিয়ে বিভিন্ন কিছু শেয়ার করতে হতো।কিন্তু যেদিন আমার শেষ ক্লাস সেদিন ওদেশের বাচ্চারা আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না !!!বিদেশিরাও কাঁদতে জানে জানতাম না।সেইসাথে বাচ্চাদের হাতে লেখা চিঠিতে তৈরি একটা ফাইল দিয়েছিল আমার পার্টনার টিচার।পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো ❤
ভালো লাগলো ❤ আমাদের দেশের মানুষরাই আস্তে আস্তে হার্টলেস হয়ে যাচ্ছে বিশ্বাস করুন. 🥺 আমার বোন Seattle থাকে ,Niece পাঁচ বছরের , ওরা এখনো চেষ্টা করেছে ওকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার, কিন্তু আমি নিজের চোখের সামনে এখানে যে 5-6 বছরের বাচ্চাদের দেখি তারা instagram খুলে রিল বানায় , বাংলা সিরিয়ালে ও Reality show তে যেসব বাচ্চাদের দেখি, তাদের হাতে আইফোন আর চোখ মুখ ঘুরিয়ে এমন ভাবে কথা বলে আমি কোনভাবেই ওদের কিউট বলতে পারিনা 🙏🏽 খুব কম বাচ্চাই আছে যাদের মধ্যে এখনো সেই Innocence ব্যাপারটা রয়েছে , ও ওখানে Govt. School এই পড়ে আর সত্যি কথা বলতে কি ওখানে স্কুল থেকে বলা হয় বাড়িতে মাতৃভাষায় কথা বলতে, আমি Like ওর complain box 😂 ভিডিও কলে প্রত্যেক week এ আমাকে ওর Updates তাই জানতে পারি.😂 সবচেয়ে বড় কথা খুব বই পড়ার অভ্যেস টা হয়েছে, যেটা আমাদের দেশে ছেলে-মেয়েদের মধ্যে দেখি হারিয়ে যাচ্ছে( আমরাই মনে হয় last জেনারেশন ছিলাম )আমি আমাদের দেশকে ছোট করছি না , আমি India কে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে আমার খুব রাগ হয় কোন কোন মা-বাবাদের দেখলে, লাইকস এর পেছনে অন্ধ হয়ে গেছে.
খুবই ভালো লাগলো ভিডিওটি ।কেয়ারিং মা দিদি ও বাবা।জীবনধারণে কারুর অবদান কম নয়।অসাধারণ তোমাদের জীবনশৈলী।ভারী সুন্দর শিক্ষা দীক্ষা ।যেমন ভাই তেমন দিদি।দেখে খুব ভালো লাগলো।অনন্যসাধারণ শিক্ষামূলক ভিডিও ।ভগবান তোমাদের মঙ্গল করুন আরো উন্নতি করো।দুই ভাই বোন মানুষের মতো মানুষ হয়ে উঠুক।বাবা মার মুখ উজ্জ্বল করুক।তোমাদের জীবনে সব পরিশ্রমের ফল সার্থক করুক ।আর এটাই একমাত্র কামনা ।মা বাবার কাছে এটাই সবচেয়ে বড় পাওনা।এর বাইরে আর কিছু চাওয়ার নেই।ভালো মানুষের মতো মানুষ হয়ে উঠুক।হরেকৃষ্ণ ।
American government school গুলো কি সুন্দর। Teachers রাও কত যত্ন সহকারে বাচ্চা দের পড়াশোনা শেখায়। নিজের হাতে তৈরি কোনো গাছে ফুল বা ফল হলে মনটা খুশিতে ভরে যায়। As usual খুব সুন্দর ব্লগ। ভালো থেকো তোমরা।
রামা স্যারের দিদিমনির কথা শুনে চোখে জল এসে গেল। এমন সম্পর্ক আজ তো বিরল। আমার ছোট বেলায় এমন একজন দিদিমনি ছিলেন। রেবা দিদিমনি। আমার মনে হতো, আর একটা মা। তাঁর আচল ধরে কতো কথা বলেছি, একদিন ও বকেননি। সেই জন্য ই আজও মনে আছে।
American Government school গুলো খুব সুন্দর আর Teacher রা koto যত্ন করে বাচ্চা দের পড়াশুনা শিখান খুব ভালো লাগলো দেখে । নিজের হাতে তৈরি গাছে ফুল ফল হলে খুব ভালো লাগে । তোমাদের সবার জন্য রইলো আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ।❤❤❤❤
রামা র ছোটবেলার কাজ গুলো আমার ছেলের scrap book er কথা মনে পড়ে গেল। তোমার কথা বলার ধরনটা এতো সুন্দর মনকে মুগ্ধ করে দেয় একেবারে যেন নেশা গ্রন্থ হয়ে গেছি ।🥰🥰🥰🥰🥰
সত্যিই আপনি টিচার কে যে সম্মান করলেন, তা এক শিক্ষনীয় ব্যবহার যা আমরা হারিয়ে ফেলছি। " শাঁকচুন্নির ছা " আপনার কিছু কথা এতো ঘরোয়া আর মজার যে রিতীমত মাথায় ঘোরে, আমি তো " ক্ষেপি" কথাটা ইউজও করছি। দারুণ লাগলো ভ্লগটা 👌👌👌💕💕💕👌👌👌
তোমার কথায় শুধু আমরা নয় রামার teacher ও আপ্লুত । যেনো মন্ত্রমুগ্ধের মতো তোমার ব্লগ দেখি ,তুমি আমাদের না চিনেও আমাদের পরিবারের খুব আপনজন হয়ে uthecho , অনেক অনেক ভালোবাসা তোমাদের পরিবারের সবার জন্য । দিদিও মা আর শাকচুন্নি র ছা শুনে খুব মজা লাগলো ,তুমি এত বছর বাইরে থাকলেও ঠিক যেনো আমাদের প্রতিবেশীর মত গলপো করো। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
যখন মেহা কে বললে দিদি হচ্ছে দ্বিতীয় মা, সত্যিই এই কথাটা শুনে মন ভরে গেলো, আমিও দিদি, আমার ভাই আছে, মেহা সত্যিই খুব ভালো দিদি সব সময় rama কে আগলে রাখে, ওদের খুনসুটি টা দেখতেও ভারী মজা আসে ❤️ সত্যিই তাই মা এর পর দিদি রাই ভাই বোনদের দ্বিতীয় মা/ বন্ধু ❤️
আজ দুপুরে ভ্লগটা দেখে ভাতঘুম দিয়েছিলাম। ওমা! স্বপ্নে দেখি আমি সুদূর আমেরিকায় মহুয়াদির বাড়ি চলে গিয়েছি। সামনে রামা খেলে বেড়াচ্ছে। সামনা সামনি কখনো দেখা হবে কিনা জানি না, তবে স্বপ্নে মানুষগুলোর সাথে দেখা হয়ে মনটা যেন জুড়িয়ে গিয়েছিল।
Ei je tumi bolle je teacher er rin kno din sodh korte parbo na eta sune chokhe jol chole elo।।amio ekjon শিক্ষিকা ।। Katojon evabe sanman dite pare।।sotti tumi asadharon
School টা দেখে মন ভরে গেলো,,, আর স্ট্রবেরির জ্যামটা দেখে আর থাকা যাচ্ছে না। অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের ❤❤❤❤Love you মেহা ভীষন মিষ্টি মেয়ে তুমি 😘😘
Amr adorer 'This is' er kotto sundor sundor kaaj dekhlaam ... Khub bhalo laaglo - O jibone onek boro hok , bhalo thakuk . School r poribesh khub bhalo.... Teacher der kotha apnar mukhe sune mon bhore galo . Rama jokhon boro hobe ei vedio ta or mone daag kete jabe ... Khub khushi o hobe . Bhalo thakben aapnara 😊😊
Ki দারুণ এতো ওই দেশে তুমি বানালে strawberryজ্যাম আর এখানে ami বানালাম আম এর আচার khub ভালো লাগলো ব্লগ টা মেয়ে কে স্কুল এ আনতে যাবার আগে টুক করে দেখে নিলাম অনেক ভালোবাসা তোমাদের ❤❤❤❤
Darun laglo didi sotti r akta maa.. Teacher er choker jol er anek karon..ami Teacher specially parent er ksche eram kotaha shunle automatically chokh e jol ese jay❤
আপনার ভিডিও আমার খুব ভালো লাগে যখন আপনি নমস্কার বলেন মনে হয় আমার আপনজন বলছে এত ভালো লাগে ভিডিও আমার বলার ভাষা নেই।।। India তে সকাল হলে ভাবি আজ হয়তো আপনি নতুন কোনো ভিডিও আপলোড করবেন পড়াশোনা মাঝে আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে আপনি সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও উপহার দিন আমাদের ❤❤❤❤❤❤
Khub bhalo laglo..besi bhalo laglo dekhe je ekhaneo ekhon activity based learning karano hoi class room decoration and the things but the different thing is yearly more then 5 times open house hoi and pre primary teo parar chap ta ekhane onke besi .. tomar backyard ta khub bhalo Lage ro planting koro ..
1st like ta ami upner video te aj debo ☺️roj vabi amr kache Notification ta aste deri hoy na amr dekte deri hoy 😟jai hok ami upner kub Boro fan didi❤kub valo thakben 🙂
Ami ei deshe notun. Biyer por e Chicago te settle korechi. Prothom e India ke khub miss kortam. Tomar channel dekhe mone hoi ei bideshe tumi ekta chotto kore nijer moton kore Kolkata te dhore rekhocho aar bangali culture ke o khub sundor kore phutiye rekhecho. Tomar channel dekhe ami khub inspiration pai. Jodio deshe r baire .. tahole o nijer culture ke nijer moton kore jagiye rakhkar prerana tumi amake diyecho … thank you 😊
অসাধারণ লাগলো ব্লগটা আর তোমার উপস্থাপনা❤❤ রামা কত সুন্দর ড্রইং করেছে খুব ভালো লাগলো❤ মেহাকে খুব মিষ্টি লাগে❤ মেহাকে অনেকটা আমাদের দিতিপিয়ার (রাসমণি) মতো দেখতে ❤
টিচার এর প্রতি আপনার যে এত কৃতজ্ঞতা, আপনার এই শিক্ষা, ছোট্টগুলো কে খুব সুন্দর আগামী দিন দেবে। ওরাও শিখবে শিক্ষক কে সম্মান করতে হয়।
ua-cam.com/video/foBP6pfBBDI/v-deo.html
ঠিক। ❤
কি সুন্দর একটা কথা -"দিদি হচ্ছে গিয়ে আরেক মা" হঠাত করে শুনে খুব ভালো লাগলো,feel করতে পারলাম। দিদি হয়েও এই কথা তো সচরাচর সবার কাছ থেকে শুনতে পাই না। খুব ভালো
দিদিভাই জবা গাছে মাসে একবার কলার খোসা পচিয়ে অল্প পরিমানে দেবে।
আর যেকোনো গাছে, বিশেষ করে ফুল গাছে মাসে ২বার পেঁয়াজের খোসা পচিয়ে জলের সাথে মিশিয়ে মাটিতে দেবে আর চাইলে কিছুটা পাতায় স্প্রে করতে পারো। দেখবে গাছ আরও সতেজ হবে আর ফুলে ফলে ভরে উঠবে।
Perfect mother ❤
Perfect wife ❤
Perfect teacher ❤❤❤❤
ua-cam.com/video/foBP6pfBBDI/v-deo.html
আমি high school এ ক্লাস নিতাম।কিন্তু কিছুদিনের জন্য আমাকে experience নিতে elementary school মানে আমাদের দেশে আমরা যেটা প্রাইমারি স্কুল বলি,সেখানে ক্লাসে গিয়ে বিভিন্ন কিছু শেয়ার করতে হতো।কিন্তু যেদিন আমার শেষ ক্লাস সেদিন ওদেশের বাচ্চারা আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না !!!বিদেশিরাও কাঁদতে জানে জানতাম না।সেইসাথে বাচ্চাদের হাতে লেখা চিঠিতে তৈরি একটা ফাইল দিয়েছিল আমার পার্টনার টিচার।পড়ে আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো ❤
ভালো লাগলো ❤ আমাদের দেশের মানুষরাই আস্তে আস্তে হার্টলেস হয়ে যাচ্ছে বিশ্বাস করুন. 🥺 আমার বোন
Seattle থাকে ,Niece পাঁচ বছরের , ওরা এখনো চেষ্টা করেছে ওকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখার, কিন্তু আমি নিজের চোখের সামনে এখানে যে 5-6 বছরের বাচ্চাদের দেখি তারা instagram খুলে রিল বানায় , বাংলা সিরিয়ালে ও
Reality show তে যেসব বাচ্চাদের দেখি, তাদের হাতে আইফোন আর চোখ মুখ ঘুরিয়ে এমন ভাবে কথা বলে আমি কোনভাবেই ওদের কিউট বলতে পারিনা 🙏🏽 খুব কম বাচ্চাই আছে যাদের মধ্যে এখনো সেই Innocence ব্যাপারটা রয়েছে , ও ওখানে Govt. School
এই পড়ে আর সত্যি কথা বলতে কি ওখানে স্কুল থেকে বলা হয় বাড়িতে মাতৃভাষায় কথা বলতে, আমি
Like ওর complain box 😂 ভিডিও কলে প্রত্যেক week এ আমাকে ওর
Updates তাই জানতে পারি.😂 সবচেয়ে বড় কথা খুব বই পড়ার অভ্যেস টা হয়েছে, যেটা আমাদের দেশে ছেলে-মেয়েদের মধ্যে দেখি হারিয়ে যাচ্ছে( আমরাই মনে হয় last জেনারেশন ছিলাম )আমি আমাদের দেশকে ছোট করছি না , আমি India কে ভীষণ ভালোবাসি, কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে আমার খুব রাগ
হয় কোন কোন মা-বাবাদের দেখলে, লাইকস এর পেছনে অন্ধ হয়ে গেছে.
Bideshi ra kadte janena etar mane ki holo😂😅
Khub sundor laglo blogg ta California r school system ta dekhe mugdho holam.
খুবই ভালো লাগলো ভিডিওটি ।কেয়ারিং মা দিদি ও বাবা।জীবনধারণে কারুর অবদান কম নয়।অসাধারণ তোমাদের জীবনশৈলী।ভারী সুন্দর শিক্ষা দীক্ষা ।যেমন ভাই তেমন দিদি।দেখে খুব ভালো লাগলো।অনন্যসাধারণ শিক্ষামূলক ভিডিও ।ভগবান তোমাদের মঙ্গল করুন আরো উন্নতি করো।দুই ভাই বোন মানুষের মতো মানুষ হয়ে উঠুক।বাবা মার মুখ উজ্জ্বল করুক।তোমাদের জীবনে সব পরিশ্রমের ফল সার্থক করুক ।আর এটাই একমাত্র কামনা ।মা বাবার কাছে এটাই সবচেয়ে বড় পাওনা।এর বাইরে আর কিছু চাওয়ার নেই।ভালো মানুষের মতো মানুষ হয়ে উঠুক।হরেকৃষ্ণ ।
Awesome, amazing, wonderful school.
ওখান কার শিক্ষা পদ্ধতি ভীষণ ভালো লাগলো! রামার কাজ দেখে খুব ভালো লাগলো!
American government school গুলো কি সুন্দর। Teachers রাও কত যত্ন সহকারে বাচ্চা দের পড়াশোনা শেখায়।
নিজের হাতে তৈরি কোনো গাছে ফুল বা ফল হলে মনটা খুশিতে ভরে যায়।
As usual খুব সুন্দর ব্লগ। ভালো থেকো তোমরা।
রামা স্যারের দিদিমনির কথা শুনে চোখে জল এসে গেল। এমন সম্পর্ক আজ তো বিরল।
আমার ছোট বেলায় এমন একজন দিদিমনি ছিলেন। রেবা দিদিমনি। আমার মনে হতো, আর একটা মা। তাঁর আচল ধরে কতো কথা বলেছি, একদিন ও বকেননি। সেই জন্য ই আজও মনে আছে।
American Government school গুলো খুব সুন্দর আর Teacher রা koto যত্ন করে বাচ্চা দের পড়াশুনা শিখান খুব ভালো লাগলো দেখে ।
নিজের হাতে তৈরি গাছে ফুল ফল হলে খুব ভালো লাগে ।
তোমাদের সবার জন্য রইলো আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ।❤❤❤❤
Strawberry🍓🍓 jam ta darun hoyeche eta dekhe amio barite baniyechi❤❤khub sundor hoyeche❤❤❤🎉🎉🎉
'দিদি হচ্ছে আরেক মা' কথাটা সত্যিই মন ছুঁয়ে গেল। আমার আট বছরের ছোট বোনকে আমার মেয়ের মতই মনে করি আমি সবসময়। ভালো থাকবেন সবসময়। ❤️
আপনার জবা গাছটার প্রতিও ভীষণ মায়া বসে গেছে। আপনাদের মতোই প্রিয় হয়ে উঠেছে ।❤️
school ta khub sundor laglo. ar ramkrishnor works were awesome.
রামা র ছোটবেলার কাজ গুলো আমার ছেলের scrap book er কথা মনে পড়ে গেল। তোমার কথা বলার ধরনটা এতো সুন্দর মনকে মুগ্ধ করে দেয় একেবারে যেন নেশা গ্রন্থ হয়ে গেছি ।🥰🥰🥰🥰🥰
সত্যিই আপনি টিচার কে যে সম্মান করলেন, তা এক শিক্ষনীয় ব্যবহার যা আমরা হারিয়ে ফেলছি। " শাঁকচুন্নির ছা " আপনার কিছু কথা এতো ঘরোয়া আর মজার যে রিতীমত মাথায় ঘোরে, আমি তো " ক্ষেপি" কথাটা ইউজও করছি। দারুণ লাগলো ভ্লগটা 👌👌👌💕💕💕👌👌👌
খুব ভালো লাগলো।ওখানকার এত কিছু জানতে পারছি।ছেলে মেয়ের ক্লাস রুম।খুব সুন্দর।এত সুন্দর সাজানো ।মৈনাক এর ক্লাস রুম।মেহা র ক্লাস রুম তা দেখতে পেলাম না।জেলি বানানো দেখলাম।
তোমার কথায় শুধু আমরা নয় রামার teacher ও আপ্লুত । যেনো মন্ত্রমুগ্ধের মতো তোমার ব্লগ দেখি ,তুমি আমাদের না চিনেও আমাদের পরিবারের খুব আপনজন হয়ে uthecho , অনেক অনেক ভালোবাসা তোমাদের পরিবারের সবার জন্য । দিদিও মা আর শাকচুন্নি র ছা শুনে খুব মজা লাগলো ,তুমি এত বছর বাইরে থাকলেও ঠিক যেনো আমাদের প্রতিবেশীর মত গলপো করো। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
একজন দিদি হিসেবে আমি মেহার feelings টা ভালোই বুঝতে পারছি ❤❤... আমিও নিজের থেকে ভাই এর কিছু দেখতে বেশি ভালোবাসি
Tomake dekhle sunle mon valo hoyejay
Yt eto rkm vlogg er vire tumi ekdm alada suvro sochooo maya vora
Erkmi theko di
স্কুল এরকম হলেই বাচ্চারা আনন্দের সাথে সবকিছু শিখতে পারে।জ্যামের রেসিপিটি সুন্দর।
Thanks 🙏 😊
যখন মেহা কে বললে দিদি হচ্ছে দ্বিতীয় মা, সত্যিই এই কথাটা শুনে মন ভরে গেলো, আমিও দিদি, আমার ভাই আছে, মেহা সত্যিই খুব ভালো দিদি সব সময় rama কে আগলে রাখে, ওদের খুনসুটি টা দেখতেও ভারী মজা আসে ❤️
সত্যিই তাই মা এর পর দিদি রাই ভাই বোনদের দ্বিতীয় মা/ বন্ধু ❤️
খুব সুন্দর আরও ভালো ভালো ব্লগ দেখার ইচ্ছা রইল
Ramar cls room ta r or hater kag gulo dkte valoi laglo
Mango Jam sekhar opekhyay roilam...
আজ দুপুরে ভ্লগটা দেখে ভাতঘুম দিয়েছিলাম। ওমা! স্বপ্নে দেখি আমি সুদূর আমেরিকায় মহুয়াদির বাড়ি চলে গিয়েছি। সামনে রামা খেলে বেড়াচ্ছে। সামনা সামনি কখনো দেখা হবে কিনা জানি না, তবে স্বপ্নে মানুষগুলোর সাথে দেখা হয়ে মনটা যেন জুড়িয়ে গিয়েছিল।
Ramkrishna drawing khub valo
Khub bhalo laglo Rama r classroom r tomar strawberry jam banano Tao khub bhalo laglo ❤❤
খুব ভালো লাগলো আজকের ভিডিও টি। রামা কাজ গুলি খুব সুন্দর ছিলো🥰🥰। মা এতো ভালো মানুষ আর এতো সুন্দর কথা বলে যে বাচ্ছারা ও তো সুন্দর হবে ❤️❤️❤️❤️
Khub valo laglo ajker vlog ta.
Osadhoron ❤apurba ekta vlog❤ jam ta yummy khub valo 😋❤🙏
Ei je tumi bolle je teacher er rin kno din sodh korte parbo na eta sune chokhe jol chole elo।।amio ekjon শিক্ষিকা ।। Katojon evabe sanman dite pare।।sotti tumi asadharon
Khub bhalo laglo
Khub sundor laglo blog ta. Bhalo theko mohua
.
কি সুন্দর জ্যাম বানালে তুমি।
Khub sundor laglo vlog ta dekhte😊❤️
উপস্থাপনটা অসাধারন উদারচিন্তার।
ua-cam.com/video/Th_ZErH92mY/v-deo.html Shourjoraag turns 5|5th birthday vlog|Birthday Bash|Birthday Party
Vlog ta vision vision vision ...valo..tulonahin valo
Khub sundor hoe6e didi vlog ta Valo theko sobai
শিক্ষিকারা মায়ের মতো careful হয় তাহলে জীবনে অনেক কিছু পাওয়া হয়ে যায় আর রামকৃষ্ণর class room টা ভারি সুন্দর লাগল❤️🥰
Khub valo hoeche r tomar protek ta video amar mon chute jai❤
দিদি এককথায় অসাধারণ রামকৃষ্ণ স্কুল দেখে মন ভরে গেল রামার হাতের ছবিগুলো খুব সুন্দর হয়েছে তোমরা সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে
3:06- darun.. khub haslam tomar kotha ta sune Boudivai
Khub valo laglo ajker vlog
Ramar class work gulo dekhe mon ta vore gelo
সত্যি দিদি আরেক মা❤️✨.
Heart touching line 💖
Katha gulo khb sundor
Beautiful craft work of Rama & meha.
Ajker blog darun hoise.
ভীষণ ভালো লাগলো ভিডিওটা। তোমরা খুব ভালো থেকো। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।
কি সুন্দর জবা ফুল 🤗
Satti Rama hater kajgulo Darun hoeyche.Khub Valo vediota.Sabi Valo thakben.
Osadharon. Ajkl yt t ja hochhe r yt dekte ichha kore na kintu apnar ae vlogging jano klanto moner rosod jogaye. ❤❤
School টা দেখে মন ভরে গেলো,,, আর স্ট্রবেরির জ্যামটা দেখে আর থাকা যাচ্ছে না। অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের ❤❤❤❤Love you মেহা ভীষন মিষ্টি মেয়ে তুমি 😘😘
সত্যি বাইরের দেশের দেখে একটু শেখা উচিত আমাদের এখানকার স্কুল গুলো শিক্ষা ব্যবস্থা আজ কি অবস্থা আমাদের এখানে ❤❤❤
খুব ভালো লাগলো ব্লগটা। আপনারাও সবাই ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
খুব ভালো লাগল আজকের ভিডিও টি দিদি
স্কুলের নিয়ম টা খুবই ভালো।রামা কতো কিছু কাজ করেছে।😊😊 আর স্কুল টাও খুব সুন্দর।জেলি টাও দারুণ হয়েছে।খুব সহজ পদ্ধতি।খুব ভালো লাগলো ব্লগ টা।❤❤❤
Enjoyed the vlog very much,.
Aapnar jawba gaach aapnar monn er koshto bujheche...😊😊 tai toh kotto ful niye sheje uthhechhe...nice video...loved watching ❤❤❤❤❤
Aha didi apner blog dekhla mon valo hoejai
Didivai apni khub sundor kotha bolen thank. U.
Sotti okaner school system, premises koto sundor..khub valo❤
খুব ভালো লাগলো আজকের ভিডিও টা
Amr adorer 'This is' er kotto sundor sundor kaaj dekhlaam ... Khub bhalo laaglo - O jibone onek boro hok , bhalo thakuk . School r poribesh khub bhalo.... Teacher der kotha apnar mukhe sune mon bhore galo . Rama jokhon boro hobe ei vedio ta or mone daag kete jabe ... Khub khushi o hobe . Bhalo thakben aapnara 😊😊
Ekta darun blog. Mon chuye galo. Valo theko didi ❤❤❤
Thank you 🙏 😊
আমাদের মহুয়া দির রান্না ঘর থেকে দারুন স্বাদের রান্না উৎপত্তি হয়।
Khub valo laglo blog ta❤👌 rama r class room ta darun❤👌. Ramar handwork khub valo❤❤
Koob sundor divai koob valo laglo😊😊😊
Ki দারুণ এতো ওই দেশে তুমি বানালে strawberryজ্যাম আর এখানে ami বানালাম আম এর আচার khub ভালো লাগলো ব্লগ টা মেয়ে কে স্কুল এ আনতে যাবার আগে টুক করে দেখে নিলাম অনেক ভালোবাসা তোমাদের ❤❤❤❤
Ei ekta channel boddhoy dekhi jekhane hate comments ba judgmental comments er kono jayga nei. Great job ♥️♥️
Waooooo,,,, 😊 ক্লাসরুম নয় , এটাই সত্যিকারের বিদ্যামন্দির ! বাহিরের চারপাশটা যেন ছবির মত সুন্দর ! 😮😂😂😂❤❤❤❤
Darun laglo didi sotti r akta maa..
Teacher er choker jol er anek karon..ami Teacher specially parent er ksche eram kotaha shunle automatically chokh e jol ese jay❤
আপনার ভিডিও আমার খুব ভালো লাগে যখন আপনি নমস্কার বলেন মনে হয় আমার আপনজন বলছে এত ভালো লাগে ভিডিও আমার বলার ভাষা নেই।।। India তে সকাল হলে ভাবি আজ হয়তো আপনি নতুন কোনো ভিডিও আপলোড করবেন পড়াশোনা মাঝে আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে আপনি সুস্থ থাকুন আর নতুন নতুন ভিডিও উপহার দিন আমাদের ❤❤❤❤❤❤
Khub valo laglo Vlog 👌 ta ❤❤
আমার ভালো লাগে তোমার কথা শুনতে, তুমি খুব মিষ্টি করে কথা বলো❤❤❤
Osadharon laglo 👍👍❤️❤️❤❤
Khub bhalo laglo..besi bhalo laglo dekhe je ekhaneo ekhon activity based learning karano hoi class room decoration and the things but the different thing is yearly more then 5 times open house hoi and pre primary teo parar chap ta ekhane onke besi .. tomar backyard ta khub bhalo Lage ro planting koro ..
Khub sundar laaglo
খুব সুন্দর অসাধারণ।
দিদি হাতেনাতে ফল না হাতেনাতে ফুল🎉 দারুন দারুন আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য আপনারা খুব ভালো থাকবেন
Darun laglo blog ta
Khub Sundar didi tomar sab kota vlog 🙏
দিদি আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও গুলো নিয়মিত দেখি।এতো মিষ্টি লাগে সেই সাথে মন ভালো হয় তোমার কথা শুনেই।
Didi tomer voice ta eto sundor sunley mon Santi hoye jai . Ar tomer ranna dekte eto valo Lage . Valo theko didi
1st like ta ami upner video te aj debo ☺️roj vabi amr kache Notification ta aste deri hoy na amr dekte deri hoy 😟jai hok ami upner kub Boro fan didi❤kub valo thakben 🙂
শাকচুন্নির ছা টাই রামা এঁকেছে 😂😂 শুনে খুব হাসি পেলো
ua-cam.com/video/Th_ZErH92mY/v-deo.html Shourjoraag turns 5|5th birthday vlog|Birthday Bash|Birthday Party
Amar o 🤣🤣🤣
Ami o akhon o haschi
Ami ei deshe notun. Biyer por e Chicago te settle korechi. Prothom e India ke khub miss kortam. Tomar channel dekhe mone hoi ei bideshe tumi ekta chotto kore nijer moton kore Kolkata te dhore rekhocho aar bangali culture ke o khub sundor kore phutiye rekhecho. Tomar channel dekhe ami khub inspiration pai. Jodio deshe r baire .. tahole o nijer culture ke nijer moton kore jagiye rakhkar prerana tumi amake diyecho … thank you 😊
Amar o
আমার তো মনে হলো আমিও আপনার সাথেই ছিলাম ধন্যবাদ
Greatest Vlogger🎉❤❤
Apnar protekta blog dakhe mone hoi jano kono ek chotogolpo. Ar apnar sajano sangsar dakhte asadharon lage. Vlo thakun sustho thakun ai kamona kari.
আপনার রান্নাঘর টি চমৎকার।
Blog ta besh bhalo.
মেহার ক্লাস রুম টা দেখার ইচ্ছে ছিল আন্টি । রামার ক্লাস রুম টা খুব সুন্দর।♥️
Apnar kotha sunei mon vlo hoye jay
অসাধারণ লাগলো ব্লগটা আর তোমার উপস্থাপনা❤❤ রামা কত সুন্দর ড্রইং করেছে খুব ভালো লাগলো❤ মেহাকে খুব মিষ্টি লাগে❤ মেহাকে অনেকটা আমাদের দিতিপিয়ার (রাসমণি) মতো দেখতে ❤
Riya j tomader o khane beratey ga6e tumi to ok Akbar Dak tey par tey 😢😢 tomader bari tey asley khub valo lagto deke
খুব সুন্দর লাগলো ভিডিওটা
এককথায় অসাধারণ 👍👍 অনেক অনেক ভালোবাসা রইলো ❤️❤️
Right
Wait korchilam notun video r jonnoy. Thank you 👍