আমেরিকায় একটি বাচ্চা জন্মালে জন্মসূত্রে সে কি কি অধিকার পায়..dinner এ বানালাম পানির ভূর্জি😊

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 753

  • @arnikasarkar1842
    @arnikasarkar1842 Рік тому +107

    বিদেশে থেকেও যে ভারতীয় সংস্কৃতি ধরে রাখা যায় তা আপনার পরিবার কে দেখে জানা যায়। মেহার পিয়ানোতে বন্দে মাতরম শুনে সত্যিই গায়ে কাঁটা দিয়ে উঠলো❤️ অনেক অনেক ভালোবাসা ❤️❤️❤️

  • @sonalipatra4425
    @sonalipatra4425 Рік тому +110

    মেহার বন্দেমাতরম শুনে মন খুশিতে ভরে গেল আর গায়ে কাঁটা দিয়ে উঠল চোখে জল চলে এল তোমরা সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো থেকো

  • @ranjika_mallick
    @ranjika_mallick Рік тому +8

    মেহার বন্দে মাতরম বাজানো শুনে চোখে জল এসে গেল❤🥺 খুব ভালো থাকো তোমরা❤️❤️

  • @kankanamaity1794
    @kankanamaity1794 Рік тому +180

    মেহা এর বন্দেমাতরম শুনে মন টা ভরে গেল.... মেহা যখন পুরো গান টা তুলে নেবে আমাদের শুনাবেন ❤❤❤❤❤❤

    • @jhilikkundu4012
      @jhilikkundu4012 Рік тому +1

      ❤❤❤❤

    • @dipdebnath2754
      @dipdebnath2754 Рік тому +3

      রত্না মুখার্জী পূর্ব বর্ধমান।তোমার ব্লগ গুলি এতো হৃদয়গ্রাহী যে মনে হয় তুমি।আমাদের পাশে বসে সব কাজ করছ।আর মুখে বলছো। আমরা যেন ভিডিও দেখছি না। তোমার এতো সুন্দর বলা শুনে মন ভরে যায়।মেহা দিদিভাই এর বন্দে মাতরম গানটা পুরো তোলা হলে একদিন শোনার অপেক্ষায় রইলাম।তুমি মানিক।রামা ও মেহা আমার স্নেহ ভালোবাসা নিও।ভালো থেকো তোমরা।

    • @nikhilbarman8461
      @nikhilbarman8461 Рік тому

      দিদি আমাকে একটা কাজ দাও ওখানে দিদি। দিদি আমাকে একটু দয়া কর

    • @puspenbhowmik9854
      @puspenbhowmik9854 Рік тому

  • @Letsbegin569
    @Letsbegin569 Рік тому +130

    আহাঃ বিদেশের মাটিতে দেশের গান,গায়ে কাঁটা দিয়ে উঠল,চোখে হাল্কা জল চলে এল❤❤❤❤❤

    • @MrsBangaliyana27
      @MrsBangaliyana27 Рік тому +2

      Akdom Akmot

    • @jhilikkundu4012
      @jhilikkundu4012 Рік тому +1

      ❤❤❤❤❤

    • @tanmoydhar4926
      @tanmoydhar4926 Рік тому

      দেশের মাটিতে এই গান শুনলে অনেক মানুষই আজকাল শ্রদ্ধা জ্ঞাপন করে না ।

    • @Letsbegin569
      @Letsbegin569 Рік тому +2

      @@tanmoydhar4926 যারা এই সব গানের মর্ম বোঝে না,একমাত্র তারাই এইসব গান কে অবহেলা করে,শ্রদ্ধা জ্ঞাপন করে না।সেই সকল অদ্ভূত জীব দের আর যাই হোক,মানুষের পর্যায়ে ফেলা টা ঠি ক হবে না।

    • @abhibiswas31
      @abhibiswas31 Рік тому

      একদম ঠিক বলেছেন

  • @sanjumondal1094
    @sanjumondal1094 Рік тому +50

    খুব ঘরোয়া আর সাধারণ❤️ তবে এই সাধারণ হয়েও যেন অসাধারণ একজন মানুষ উনি❤️❤️ না আছে কোনো show off আর না আছে আজকালকার so called You Tuber দের মতো নিজেকে celebrity ভাবার ঢল😊 এক কথায় অমায়িক ব্যবহার সম্পন্ন মানুষ❤️❤️
    Probase ghorkonna-প্রবাসে ঘরকন্না”

  • @SomaBhowmick-pt9hq
    @SomaBhowmick-pt9hq Рік тому +6

    আমেরিকার স্কুল এ ভারতীয় গান তুলতে দিয়েছে শুনে গর্ব বোধ হচ্ছে।আর দিদিমণির নকল ফুল উপহার স্বরূপ পছন্দ করার কারনটা মন ছুঁয়ে গেল।

  • @barnalimondal7343
    @barnalimondal7343 Рік тому +34

    বিদেশের মাটিতে আপনি যে নিজের সংস্কৃতি ধরে রেখেছেন ,তা অতুলনীয়।।। অনেক অনেক ভালোবাসা❤❤❤

  • @mausumipal1627
    @mausumipal1627 Рік тому +2

    তোমার গলার আওয়াজ শুনলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। কাউকে না দেখে শুধু তার গলার আওয়াজ শুনেই যে তাকে ভালবেসে ফেলা যায় তা তোমার vlog না দেখলে অনুভব করতে পারতাম না। ভালো থেকো মহুয়া।❤

  • @snehachandra6595
    @snehachandra6595 Рік тому +43

    বিদেশে মাটির গান শুনে অজান্তে চোখে জল চলে এলো ❤❤
    বুকের ভেতর কেমন যেনো অনুভূতি হচ্ছিল
    খুব ভালো লাগলো
    একদিন পুরো গানটা শুনতে চাই 😊😊

  • @ishitadey1214
    @ishitadey1214 Рік тому +14

    গতকাল ছিল বঙ্কিমচন্দ্রের জন্মদিন আর আজ মেহার পিয়ানোতে বন্দেমাতরম। মনটা ভরে গেল দিদি। একদিন পুরোটা শোনানোর অনুরোধ রইল। ❤❤❤

  • @soumidas9692
    @soumidas9692 Рік тому +173

    মেহার বন্দেমাতরম শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো। ❤

  • @SayantaniManna02
    @SayantaniManna02 Рік тому +12

    বিদেশের মাটিতে নিজের দেশের গান শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো। খুব ভালো লাগলো ভ্লগ টা ❤️😊

  • @putulroy3065
    @putulroy3065 Рік тому +3

    বিদেশে থেকেও দেশের গান শুনতে কার না ভালো লাগে । মহুয়া তোমার মতো মা থাকলে তার হলে আর কথা নেই ❤❤

  • @SD1234-CS
    @SD1234-CS Рік тому +4

    আপনার vlog এ আপনাকে খুব একটা দেখা যায় না , বেশিরভাগ ই voice over থাকে , সেক্ষেত্রে আপনার মায়া জড়ানো কন্ঠস্বর প্রতিটা vlog কে এতটাই প্রাণবন্ত, সুন্দর - সুশীল করে তোলে যে মুগ্ধ হয়ে শুধু শুনতে ই থাকে । কোনো নাটকীয়তা নেই , কোনো বাড়তি show off নেই , এত সহজ - সরল উপস্থাপন, সত্যিই এক কথায় অনবদ্য ❤️
    আর আপনার বাচন ভঙ্গি এতটাই মার্জিত যে এটা বলার অপেক্ষা রাখে না আপনি একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী 🌼,,,,, আপনার পরিবার ও ভারী সুন্দর ❤,,,, ভালো থাকবেন ,,, অনেক অনেক শুভেচ্ছা রইলো 😊

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  Рік тому

      Thank you 🙏 😊 ❤️

    • @piyalibasu3797
      @piyalibasu3797 Рік тому +1

      ​@@probaseghorkonna2712 দিদি অনেকদিন ধরেই আপনার ভিডিও দেখছি৷ আপনাকে, আপনাদের চারজনকেই এত আপন মনে হয় যে এই কদিন আগে আপনাকে নিয়ে স্বপ্নও দেখে ফেলেছি। সেখানে আপনি আমাদের বাড়িতে এসেছেন, খুব আন্তরিক হয়ে। আর খুব গল্প হচ্ছে আমাদের৷
      স্বপ্ন কোনোদিন সত্যি হবে কিনা জানি না। তবে আপনার সঙ্গে কখনও দেখা হলে ভালো লাগবে। ভালো থাকবেন সকলে। আর মেহার জন্য আজকে স্পেশাল ভালোবাসা পাঠালাম। বন্দেমাতরমের পুরো গানটা ও যে দিন তুলবে পিয়ানোয় সেদিন অবশ্যই আমাদের শোনাবেন৷ ❤❤

  • @Tuli.Priyanka
    @Tuli.Priyanka Рік тому +4

    মেহার জন্য অনেক অনেক ভালবাসা,অনেক বড় মনের মানুষ হক , দেশের বাইরে থেকে এত সুন্দর সুরে পিয়ানো বাজানো শুনে মন ভরে গেলো দিদি❤ভালো থেকো সবাই❤❤❤

  • @shinjinibhattacharyya1061
    @shinjinibhattacharyya1061 Рік тому +1

    তোমার থেকে অনেক কিছু শেখার আছে proud of meha আর তোমার শিক্ষা আমি তোমার ব্লগ দেখতে দেখতে কোথায় যেনো হারিয়ে যাই অনেক ভালোবাসা তোমাদের জন্য ❤❤❤❤

  • @educationandmotivationfora9522

    দারুন তথ্য ,সম্মৃদ্ধ হলাম।

  • @omnamahshivay787
    @omnamahshivay787 Рік тому

    জানেন দিদি আপনার কথাগুলো এত সুন্দর ও সাধারণ যেন মনে হয় একদম কাছের মানুষ।।প্রত্যেকবার যখন ভিডিওটা শেষ হয় মনে হয় শেষ হয়ে গেল!! আর একটু হতে পারতো।

  • @supriyghsh1945
    @supriyghsh1945 Рік тому

    মেহার বন্দেমাতরম গান শুনে খুব ভাল লাগল। দিদি বিদেশে থেকেও দেশের সংস্কার সম্পর্কে ছেলেমেয়েকে এতো সুন্দর পরিচিত করা এটা বোধ হয় আপনাকে দেখেই শেখা যায়। খুব ভাল থাকবেন আপনারা সবাই।

  • @mrxyzhacker12345
    @mrxyzhacker12345 Рік тому +6

    ভারতীয় ঐতিহ্য যে বিদেশের মাটিতে রয়েছে তা মেহার গানে আর আপনার মুখে শোনা যায় দিদিভাই খুব খুব ভাল থাকুন এই কামনা করি😊❤️

  • @sayanarts871
    @sayanarts871 Рік тому +7

    অপেক্ষার অবসান হল অবশেষে। তোমার ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম বিদেশ সম্পর্কে। এইগুলো সত্যিই জানা খুব দরকার যার মাধ্যম তুমি।

  • @abhijitbanerjee8125
    @abhijitbanerjee8125 Рік тому

    বন্দেমাতরম শুনে শিরদাঁড়া সোজা হয়ে গেল। খুব ভালো। ভালো থাকবেন।

  • @ItzAyanEditz00
    @ItzAyanEditz00 Рік тому

    মেহার বন্দেমাতরম শুনে খুব ভালো লাগলো। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য কে ধরে রাখার কত ইচ্ছে তোমাদের। খুব ভালো লাগে জানো। ভালো থেকো।

  • @snigdhabag3628
    @snigdhabag3628 Рік тому +3

    বাহাহা সত্যি মনটা ভরে গেল ... মেহার পিয়ানোতে আমেরিকার বাতাসে বন্দেমাতরমের সুর বেজে উঠল। love from Hooghly❤❤

  • @mousumighosh7065
    @mousumighosh7065 Рік тому

    Very informative vlog. Mehar bajano bandemataram shune monta vore gelo

  • @manasroy5213
    @manasroy5213 Рік тому +1

    তোমার কথা শুনলে মনে ভালো হয়ে যায়। ভীষণ ভালো লাগে

  • @barshadas7066
    @barshadas7066 Рік тому

    মেহার পিওনো বাজানো শুনে খুব ভালো লাগলো

  • @snigdhasarkar1837
    @snigdhasarkar1837 Рік тому +3

    গতকাল বন্দেমাতরম গানের স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিন ছিল। খুব ভালো লাগল মেহার প্রচেষ্টা।

  • @snbose4642
    @snbose4642 Рік тому

    Khube sundor video,,, onak kichu jantay parlam

  • @miraroy-bw9qq
    @miraroy-bw9qq Рік тому

    ভীষন সুন্দর উপস্থাপনা দিদি।ভীষন পরিমিতিবোধ আছে আপনার মধ্যে।।

  • @SarbaniAdhikary-j7h
    @SarbaniAdhikary-j7h Рік тому

    দারুণ খুব সুন্দর হয়েছে তোমার blog টা

  • @punamhalder2621
    @punamhalder2621 Рік тому

    ❤️❤️❤️❤️khub valo laglo ajker videoti. Protidiner moto ajo o opekhay chilam.

  • @trishikhabarui4495
    @trishikhabarui4495 Рік тому +2

    Aha ... amdr mehu rani bidesh r matite amdr bandemataram bajache gaye srehoron jege gelo... didi tumi khub bhalo mehu r rama k manysh korecho ... odr k dekhle khub bhalo lage j ora bidesh e thekeu deser songoskar tmr r dadar jonno kichu ojana hoi ni ... khub bhalo theko sona duto❤❤❤❤

  • @trickortreat6717
    @trickortreat6717 Рік тому

    তোমার কথা শুনতে এত ভালো লাগে। মনে হয় তুমি খুব কাছের একজন। তোমার ব্লগ গুলো শোনার আগেই লাইক দিয়ে দিই, জানি সেগুলো ভালো হবেই।❤❤ তোমরা সকলে ভালো থেকো আর অনেক অনেক ভালোবাসা নিও। ভালো থাকো, সুস্থ থাকো।❤❤

  • @sonalisantra9001
    @sonalisantra9001 Рік тому +3

    তোমরা দেশের বাইরে থেকেও যেভাবে বাঙালীয়ানা(ভারতীয় সভ্যতাকে) ধরে রেখেছো দেখে খুবই ভালো লাগে।ভালো থেকো মহুয়া পরিবার নিয়ে।❤💐

  • @MrSouravkarmakar
    @MrSouravkarmakar Рік тому +2

    দারুন ভিডিও কত জিনিস জানতে পারি। মেহা এর কীবোর্ড এর বন্দেমাতরম শুনেই গায়ে কাটা দিয়ে উঠলো ❤️❤️❤️❤️❤️❤️

  • @mohuakundu2058
    @mohuakundu2058 Рік тому

    মেহার বন্দেমাতরম শুনে চোখে জল চলে এল।খুব ভালো থাকুন আপনারা।

  • @mandiraroychowdhury8859
    @mandiraroychowdhury8859 Рік тому

    মেহার বন্দেমাতরম গান শুনে খুব ভাল লাগল। খুব ভাল থেক তোমরা।

  • @bengalivloggerkaberi6644
    @bengalivloggerkaberi6644 Рік тому +34

    বিদেশের মাটিতে বন্দেমাতরম গান শুনে গা শিউরে উঠলো❤❤❤

  • @shikhapaul6083
    @shikhapaul6083 Рік тому +4

    দিদি আপনি এত দিন বিদেশে থেকে ও নিজের দেশের সমস্ত সংস্কৃতি সংস্কার নিজের ছেলে মেয়েকে দিয়েছেন। এটাতে খুব গর্ব হয়। খুব ভালো থাকবেন আর ভালো ভালো ভল্গ শেয়ার করবেন।

  • @tanusridhara8805
    @tanusridhara8805 Рік тому

    বন্দেমাতরম বেশ ভালো লাগলো। পনির ভুজ্জিটাও বেশ unique recipe.

  • @saibalganguly8154
    @saibalganguly8154 Рік тому +1

    আপনার ব্লগ থেকে আমেরিকা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়।

  • @snehapanda1341
    @snehapanda1341 Рік тому

    Mehar piyanor bondematarm gan ti khub valo laglo

  • @Hijibiji977
    @Hijibiji977 Рік тому +2

    বন্দেমাতরম গান টা শুনলেই বুকটা কেঁপে ওঠে।।❤️🇮🇳
    দিদিভাই মেহার গান টা পুরো তোলা হয়ে গেলে একবার শোনাবেন🥰❤️ ।।। বন্দেমাতর গানটা শুনলেই মন ভোরে যায়।।🥰❤️🇮🇳❤️

  • @siddharthabose4668
    @siddharthabose4668 Рік тому

    সুদূর আমেরিকা থেকে মেহার কাছে বন্দেমাতরম একটু সুর শুনে অনাবিল আনন্দ পেলাম পুরোটা শুনতে পারলে আরো আনন্দ পেতাম। আর মেহার দিদিমুনির বয়স বাষট্টি বছর কিন্তু মনটা বাচ্ছাদের মতো এটা খুব ভালো ব্যাপার আমার মনে হয় উনি বাচ্ছাদের জন্য খুব ভালো একজন দিদিমুনি। দিদি এবার আপনাকে বলি আপনার রান্নার পুরো রেসিপিটা স্ক্রিনে লেখা উঠছিলো কিকি দিচ্ছেন কিন্তু গুড়ো মসলা কি দিলেন সেটা মিস হয়ে গেলো দেখতে পেলাম না। সবশেষে বলি আপনারা সবাই হাসিখুশি এবং অনন্দে থাকবেন।

  • @sharmistharoy6229
    @sharmistharoy6229 Рік тому

    তোমার কাছ থেকে ওদেশের নিয়মকানুন গুলো জানতে পেরে খুব ভালো লাগে। মেহার বন্দে মাতরম শুনে মন ভরে গেল

  • @mitapathak2541
    @mitapathak2541 Рік тому

    তুমি এতো সুন্দর করে বুঝিয়ে বলো খুব ভালো লাগে।অনেক কিছু জানতেও পারলাম।মেহাকে পুরো গানটা শোনাতে বলবে।সবাই ভালো থেকো

  • @momtajbegam7016
    @momtajbegam7016 Рік тому

    Ak kothai osadharon

  • @naomipaul280
    @naomipaul280 Рік тому +1

    Khub bhalo laglo vlogta......shob khub bhalo theko go.....abr kobe ,India asbe janio.....lots of love to all of u , Mahuadi 😊❤❤.....

  • @manishadutta8289
    @manishadutta8289 Рік тому

    খুব ভালো লাগলো, তোমাদের ওখানকার বাচ্চাদের নাগরিকত্ব বিষয়ে জানতে পেরে,
    মেহার বন্দেমাতরম গানটি বাজানোয় ভীষন
    আনন্দ পেলাম ,ভালো থেকো সবাই❤️❤️❤️❤️

  • @DebasmitaBhadra-fy6eg
    @DebasmitaBhadra-fy6eg 4 місяці тому

    Khub bhalo laglo blog ta❤❤

  • @DebapriyaDeb-sm8he
    @DebapriyaDeb-sm8he 8 місяців тому

    Vlog ta darun deklam

  • @sarmitaghosh9330
    @sarmitaghosh9330 Рік тому

    খুব খুব enjoy করছি তোমার vlog। খুব informative

  • @mitalipal1299
    @mitalipal1299 Рік тому +1

    দিদি মেহা খুব দারুন পিয়ানো বাজলো মেহার ওপর খুব গর্ব হয় সে বিদেশে থাকলেও নিজের কালচার follow করে দিদি রেসিপি টা try করে দেখবো আপনার সব রেসিপি গুলো try kori ভালো হয় 🙏🙏

  • @dilipdey8080
    @dilipdey8080 Рік тому +2

    Tomader dainandin jibon er sathe amra o ekdam ekatoh hoye porechhi.Bhalo theko tomra sabai.Meha khub sundor piano te bharotiyo 12:26 priyo gaan Bajay,ki je bhalo lage..

  • @madanghorai3679
    @madanghorai3679 Рік тому

    Kub sundor lagchilo gan ta sune❤️

  • @mithupaul4581
    @mithupaul4581 Рік тому +1

    মহুয়া দি তোমার ভিডিও খুব ভালো লাগে আর নেহা রামকৃষ্ণ কে খুব ভালো লাগে তোমারা বাড়ি হালিশহরে আর আমাদের নৈহাটি তে

  • @rupasantra2449
    @rupasantra2449 Рік тому

    Darun sundor sunte laglo

  • @pujachandra473
    @pujachandra473 Рік тому

    Darun hoyecha ranna ta divai

  • @mithumajumder9226
    @mithumajumder9226 Рік тому +1

    Ajj fast comments korlam khab valo lagech

  • @krishnenduchakraborty8373
    @krishnenduchakraborty8373 Рік тому

    Khub Sundor.... @@

  • @bibaransarkar6523
    @bibaransarkar6523 Рік тому

    Mehar vandemataram asadharon laglo

  • @Raima_098
    @Raima_098 Рік тому

    Achomkai jokhn bunu piano te gan tulchilo sara sorir jno siure uthlo amader desh maa r gan a .. onek blessings roilo bunu tomar jonno . Khub bhalo theko tomra puro poribar 😊❤️

  • @lekhanirrangtuli1682
    @lekhanirrangtuli1682 Рік тому

    Khub valo laglo piano sune

  • @P4Priy
    @P4Priy Рік тому

    Mehar Vande Mataram sunei like hit kore dilam..o ekdom onno rokom❤ Ramakrishnar jonno o onek ador ❤

  • @bijayachakrabortty9248
    @bijayachakrabortty9248 Рік тому

    বন্দেমাতরম শুমে মন ভালো হয়ে গেলো।দিদি তোমার কথা শুনলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়।ভালো থেকো,সুস্থ থেকো।

  • @indrasarkar9997
    @indrasarkar9997 Рік тому

    Very good. " বন্দেমাতরম"

  • @payelguhathakurta4128
    @payelguhathakurta4128 Рік тому

    Mishti ekta video....❤❤❤❤

  • @chitrasen750
    @chitrasen750 Рік тому

    খুব ভালো লাগলো মেহার বন্দেমাতরম গান টা

  • @prokritiosur3336
    @prokritiosur3336 Рік тому

    সুরটি খুব ভালো লাগলো।❤❤

  • @rinabanerjee2789
    @rinabanerjee2789 Рік тому

    মেহার পিয়ানো সুর অসাধারণ লাগলো নিজের দের দেশের গান পুরো টা শোনাবে ❤❤❤❤

  • @sumidutta21
    @sumidutta21 Рік тому

    তোমার info র জন্য ধন্যবাদ, অজানা কিছু নিয়ম জানলাম, ভাল থেকো মহুয়া

  • @AllyGhosh
    @AllyGhosh Рік тому +1

    আপনার ভিডিও গুলো দেখতে এত ভালো লাগে যে ভাষায় প্রকাশ করা যায় না।❤

  • @aninditascreationandcooker7121

    মেহা খুব সুন্দর পিয়ানো বাজায়, ভালো লাগলো ধন্যবাদ ❤️👍💕

  • @rwitikasaha5
    @rwitikasaha5 Рік тому

    মন ভালো করা একটা ভিডিও

  • @rakhidutta3602
    @rakhidutta3602 Рік тому

    অসম্ভব সুন্দর লাগল মেহুরানীর বন্দেমাতারম্❤❤❤❤❤❤তোমার পনীর ভুজি খুব সুন্দর। খুব ভাল থেকো তোমরা সবাই

  • @irene_renaissance
    @irene_renaissance Рік тому

    Apnar proti ti vlog ae apnaar suruchir porichoy pawa jai. Apnar theke onek shekhar acche sotyi. Khub bhalo laglo ajker vlog ti. ❤

  • @madhurimadhar170
    @madhurimadhar170 Рік тому

    Khub valo laglo video ta ❤

  • @somachakraborty6552
    @somachakraborty6552 Рік тому

    Khub bhalo laglo Meha r piano te Bande mataram sunte....puro gaan ta sonar apekhai roilam....onek information pelam ei video te....tomra sakole bhalo theko sustho theko ❤️❤️

  • @arpitapanja7769
    @arpitapanja7769 Рік тому

    Tomar blog dekhe to emni e man valo haye jay tar madhye Meha er Bande Maataram sune r o man valo haye galo... ❤❤❤❤

  • @SuklaPandey80
    @SuklaPandey80 Рік тому

    Didi khub bhalo laglo vlog ta😊

  • @simaghosh5068
    @simaghosh5068 Рік тому

    Khub valo laglo ar tar thekeo beshi valo laglo Mehar gaan sune tomrao sobai valo theko 💓💓

  • @meghadas4441
    @meghadas4441 Рік тому

    Khub valo laga tmr vlog gulo dakhta......sara din dakhta thaki

  • @arpitaghosh2305
    @arpitaghosh2305 Рік тому

    Khub sundor laglo didi

  • @rupadasgupta6405
    @rupadasgupta6405 Рік тому

    Khub bhalo laglo 👌👌❤️❤️

  • @mousumighosh7065
    @mousumighosh7065 Рік тому

    Very informative vlog. Mehar pianote bandematarom shune monta vore gelo.valo theko tomra

  • @nabanitasinha2594
    @nabanitasinha2594 Рік тому

    মেহুর পিয়ানো খুব ভালো লাগলো

  • @monidiparoy9430
    @monidiparoy9430 Рік тому

    Khub sundar laglo didi bhalo thakun sobai ke niye❤❤❤

  • @dipanwitachakraborty7487
    @dipanwitachakraborty7487 Рік тому

    Khub sundor❤

  • @Rajlaxmivlog74
    @Rajlaxmivlog74 Рік тому +1

    Apnar vlog theke amdr banglar kichu luchha vlogger der sikhya neya uchit love you di

  • @sonalichatterjee1843
    @sonalichatterjee1843 Рік тому

    খুব ভালো লাগলো মেহা র পিয়ানো বাজানো।যখন সবটা তোলা হয়ে যাবে আমাদের একবার শোনাবে। পনীর ভূজী টা দারুণ👌👌ভালো থেকো সকলে।❤❤❤

  • @lionsharminakter4686
    @lionsharminakter4686 Рік тому

    কি সুন্দর ফুলের টবগুলো !

  • @dipannitabhoumik
    @dipannitabhoumik Рік тому

    Frst vdeo dekhlm ami like korlm

  • @rishitasrimani3419
    @rishitasrimani3419 Рік тому

    খুব ভালো লাগলো👍

  • @shrabanibhattacharjee9467
    @shrabanibhattacharjee9467 Рік тому

    মেহুর গান আর মা - মেয়ের মিষ্টি সম্পর্ক খুব ভালো লাগলো ❤❤❤

  • @susmitabhowmick8184
    @susmitabhowmick8184 Рік тому

    Asadharon laglo Mehar Vandematram ganti

  • @AnkitaDuttaDas
    @AnkitaDuttaDas Рік тому

    Didi deser proti valobas tomar proti shrodhai mon voriya tole.... tomra kub valo theko r meha k taratari puro gan ta sikhte bolo r amader sonata bolo please.. kub valo theko tomra sobai ....

  • @sudeepachanda5898
    @sudeepachanda5898 Рік тому +1

    খুব ভালো লাগলো ব্লগটা ❤ তুমি এত সুন্দর করে শপিংমলে জিনিস দেখালে দারুন লাগলো❤ মেহার বন্দেমাতরম গানটা শুনে খুব ভালো লাগলো😊 ভালো থেকো সবাই❤❤

  • @rebabiswas6852
    @rebabiswas6852 Рік тому

    দিদি মেহা মা বন্দে মাতরম গান টা ভালো বাজলো ওকে পুরোটা তুলতে বলো,পনির ভূজিয়া টা শিখলাম, টার্গেটে অনেক সুন্দর জিনিস দেখলাম,তোমরা সবাই ভালো থেকো আজকের ব্লগটা ভীষন ভালো লাগলো