playing chess halal or haram in Islam. Dr. Zakir Naik. ইসলামে দাবা খেলা বৈধ নাকি অবৈধ/ জাকির নায়েক

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 16

  • @alaminsarkar632
    @alaminsarkar632 2 роки тому +2

    মাশাআল্লাহ 🥰🥰

  • @mdarifkhandaker3033
    @mdarifkhandaker3033 Рік тому

    Ki aita bojte cay

  • @saymaalam1534
    @saymaalam1534 2 роки тому +2

    কি বলছে ইক্টু বঝায় বলেন পিলিজ আমি বুঝি নাই অন্য ভাষায় বলাতে ইক্টু বাংলা বলে বুঝায় দেন।

    • @mondolsportingclub4217
      @mondolsportingclub4217 2 роки тому +1

      একদল আলেম হারাম বলে আবার আরেকদল হালাল বলে। জাকির নায়েক এইটাই বললো আরকি।

    • @gkibria4453
      @gkibria4453 Рік тому

      জাকির নায়িক বললেন- এই বিষয়ে দুই ধরনের মত আছে। প্রথমত যদি এর মাধ্যমে জুয়া,বাজি ধরা হয়,ইবাদত, সালাত নষ্ট হয় তাহলে এটা হারাম হবে। আর এসব না থাকলে অনুমোদন রয়েছে বলে কিছু সংখ্যক আলেম বলেছেন।আবার কিছু সংখ্যক বলেছেন যে- এসব না থাকলেও হারাম হবে।দলিল হিসেবে তারা আলী রা. এর একটি ঘটনা বলেছেন।তিনি এগুলাকে মূর্তি নিয়ে খেলা বলেছেন। এখান থেকে এই আলেমরা হারাম বলেছেন যদিও শর্তগুলা মানা হয়।
      শেষে জাকির নায়িক বললেন- দাবার গুটির মাঝে যে নাইট/ঘোড়া আছে সেটা দেখতে মূর্তির এবং হুবহু ঘোড়া সদৃশ কিন্তু বাকি গুটিগুলা দেখতে সেসব প্রানীর মত না।তাই কেউ যদি শর্ত মেনে খেলতে চায় তাহলে ঘোড়ার মাথা,চোখ এসব ঢেকে দিয়ে,অথবা ভেংগে দিয়ে অথবা অন্যকিছু দিয়ে ঘোড়াকে পরিবর্তন করে খেলতে পারে।
      মোটামুটি এমনটাই তিনি বলেছেন।

    • @daZesus
      @daZesus Рік тому

      age school ja...tarpor bujhbi

    • @juenaislam3604
      @juenaislam3604 Рік тому

      যদি এটা সময় নষ্টের জন্য খেলা হয়, নামাজের সময় নামাজ বাদ দিয়ে খেলা হয় তাহলে এটা হারাম, বেটিং করে খেলাও হারাম।
      কেউ যদি আনন্দ অর্জনির জন্য খেলতে চায়, হারাম কাজ ছাড়া, এটা হালাল

    • @sayedajerinsaba4825
      @sayedajerinsaba4825 Рік тому +12

      ​​@@daZesus দেখেন আপনি যদি কাউকে সাহায্য না করতে পারেন তবে অযথা ছোট করবেন না এটা অনেক খারাপ লাগার মত . Assalamualikum❤