❤❤❤ মাশাআল্লাহ ❤❤❤ আল্লাহতালা আপনার জ্ঞানকে আরো বৃদ্ধি করুন আপনার মত যোদ্ধা আমাদের সমাজে অনেক প্রয়োজন আজ আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম দাবা খেলা যে হারাম নয় এটাতো শিখলাম এর সঙ্গে আরো অনেক অনেক অনেক কিছু শিখলাম এটাও শিখলাম কোনো হালাল জিনিসকে হারাম করতে কিছু ব্যক্তিদের ছোট কাঁপে না তারা আবার দলিল স্বরূপ মিথ্যা হাদীস ও পেশ করতে পারে আল্লাহ আপনি সকলকে হেদায়েত দান করুন আর আমার এই ভাইয়ের মেহনত প্রচেষ্টাকে কবুল করুন এবং প্রতিটি জামানায় এইরূপ যোদ্ধা একটি করে তৈরি করুন যারা হাদিস ও হাদিসের নামে মিথ্যা বানানো হাদিসগুলি আমাদের সামনে তুলে ধরতে পারে আমীন।
অসাধারণ ভাই। অনেক ধন্যবাদ। আমি দাবা খেলিনা। শিখবোও না। বাট ইসলামে এটা কেন হারাম এটা জানতে গিয়ে আপনার ভিডিওটা ফেলাম। অনেক ভালো বলেছেন, মাশাআল্লাহ। ভাইয়া, আপনার অনেক মেধা আছে। ইসলাম সম্পর্কে জানার ধারা অব্যাহত রাখুন। ইসলাম সম্পর্কে মানুষদেরকে জানানো আমাদের জন্য ফরজ। এজন্য অবশ্যই প্রথমে নিজেকেই জানতে হবে। আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে। আল্লাহ আমাদেরকে তাঁর প্রিয়দের তালিকায় অন্তর্ভুক্ত করুন। আমিন।
নিছক সময় পালন করা হয় এই সব খেলা যায়েজ না যে খেলাতে শারীরিক কর্ম আছে এবং আমাদের কাজে লাগে ঐসব খেলা জায়েজ হাদিস এ আছে যে ইসলাম এর সবথেকে সৌন্দর্য বিষয় হল অনর্থক কথা বার্তা এবং কাজকর্ম থেকে বিরত থাকা আর দাবা খেলা একটা অনর্থক সময় নষ্ট করা ছারা কিছুই না
@@sajjatarif124 দাবা খেলা অনর্থক নাকি সেটা নিজে খেলা না জানলে বুঝবেন কেমনে? দাবা এবং গণিত দুইটায় ব্রেনের মাল্টি টাস্কিং আর কোগনিটিভ দক্ষতাকে দৃঢ় করে। যেটা বিজ্ঞান দ্বারা স্বীকৃত। দাবা যেহেতু ব্রেনের খুব ভালো একটা ব্যায়াম। আর ব্রেন কী শরীরের কোনো অংশ না? একটা দাবার ম্যাচ ফুটবল ম্যাচ আর ক্রিকেট ম্যাচের আগেই শেষ হয়ে যায়। তাহলে ফুটবল ক্রিকেটও তো নিছক সময় নষ্ট।
I had a lots of troubles of playing chess...I thought also it’s not for damn like any kind of game such cards,dice..As well more common thing is It’s not harm for humans..or Religions.. Now I have precise concept of it.. Thanks, brother 💜
গত দুইদিন যাবৎ এই ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম। হালাল হারামের তর্কে খেলা অনেক দিন বন্ধ রেখে নিশ্বাস নিতে পারছিলাম না। কিছুটা স্বস্তি পেলাম। ধন্যবাদ অাতিকুল ভাই।
@First Name Last Name apni gali dile apnar mukh nosto hobe tar noi. Deken reference khujte gele apni kcuee bujbenna bcz u r not an Islamic scholar. Do know about Al hadis? Do u read Arabic language? Answer is no. So if u want a reference for this type of Haram game u should go to an Islamic scholar. Reference: Every time wasting game is Haram whatever it is. (Al-Quran). Akn bolen apni tho Ayat r kono direction denni I will tell u should understand Holly Qur'an then u automatically get ur answer.
khub i bhalo legeche, amake onk lok daba khelte dekha bolto tumi haram khela khelso, tokhon ami chinta korlam ami eta nia research kore tader bhul promanito korbo. R ei video ta amake onk help korbe thank you so much. May god bless you.
ভাই দাবা খেলা হারাম উনি উনার বুঝ থেকে বলেছেন রাসূল সঃ বলেছেন ইসলাম এর সবথেকে বেশি সৌন্দর্য হল অনর্থক কথা বার্তা এবং অনর্থক কাজ থেকে বিরত থাকা আর হাদিস দ্বারা পমানিত যে ঐই সব খেলা জায়েজ যে খেলা আমাদের শারীরিক পশান্তি দেয় অর্থাত শারীরিক বেয়াম এর মতো অনেক টা সেই ক্ষেত্রে দাবা খেলা শারীরিক কোন কাজে লাগে না বরং সময় অপচয় করে তাছারা এই টা হারাম হবার পিছনে আরো কারন আছে দাবা খেলাতে ঘোরার যে গুটি ঐ টা ঘোরার মতো তৈরি করা আর ইসলাম মূর্তি পতিমা জায়েজ নাই এই ক্ষেত্রেও হারাম আবার অনেকে এই খেলাটাকে পেশা হিসেবে গ্রহণ করে এবং এই খানে টাকার বিষয় বাজি জুয়া এইসব জরায় ঐ ক্ষেত্রেও হারাম হয় আর রাসূল এর যুগে দাবা খেলার পচলন থাকলেও ঐ সময়ে এই খেলা এত পরিচিতি ছিল না তৎকালীন সময়ে ঐ খেলা এত ভাইরাল ছিল না তাই ঐ সময়ের ক্ষেত্রে এই টাকে হারাম করা হয় নি আর ঐ সময়ে পাশা খেলার পচলন ছিল বলে এবং ভাইরাল ছিল বলে ঐ টা হারাম হয়েছে এই টা হয় নি আর এই টা বুঝতে গেলে উদাহরণ হল রাসূল সঃ তার সময়ে মসজিদ এ নামায পরার অনুমোদন ছিল কিন্তু এখন নেই কারন রাসূল সঃ মারা যাবার পর আয়েশা রঃ বলেছিলেন যদি রাসূল সঃ বেচে থাকতেন তাহলে তিনি নারীদের মসজিদ যাবার জন্য বারন করতেন মানে রাসূল এর সময়ের পরিস্থিতি থেকে তার মৃত্যুর পর পরিস্থিতি সময় টা ভালো ছিল না তাই তিনি এই কথা বলেছেন আর এখন পরিস্থিতি আরও ভালো না তাই এখন নারীদের মসজিদ এ নামায পরার বিধান নাই ঠিক তেমনি আল্লাহ কোরআন বলেছেন যে আমরা পথমে রক্ত পিন্ড ছিলাম এর পরে আমরা মানুষ হয়েছি আর আধুনিক বিজ্ঞান বলে আমরা ভ্রুন থেকে হয়েছি তাহলে কী কোরআন মিথ্যাচার হবে অবশ্যই না তখন যুগ উন্নত ছিল না তাই মানুষ রক্ত পিন্ড বলে চিনত তাই ঐ ক্ষেত্রেই এই সময়ের উপর নির্ভর হয়ে ঐ আয়াত নাযিল হয় আর ভ্রুন দেখতে অনেকটা রক্ত পিন্ড এর মতো তাহলে ঐ সময়ে এইসব কিছু ঠিক ছিল এখন ঠিক নাই ঠিক ঐ ভাবেই দাবা খেলা ঐ সময়ে পরিচিত ছিল না বলে হারাম হয় নি কিন্তু এখন পরিচিত তাই এই টা পরিস্থিতির পূরণ নির্ভর করে হারাম আর ইসলাম পরিস্থিতির উপর নির্ভরশীল হয়ে কিছু বিষয়ের ফয়সালা দেয় এই টার ও বিধান ইসলাম রেখেছে ঠিক ঐ ভাবেই এই টা হারাম হবে বুঝলেন
আর আল্লাহ কোরআন বলেছেন সূরা নিসা 59 নম্বর আয়াত যে আমরা মানব আল্লাহ এবং রাসূল এবং মুজাহিদ গন কে আর মুজাহিদ গন হল আলেম গন আর আল্লাহ নিজে হুকুম করছে তাদের মানতে আর আপনি কাকে মানছেন সে গুগল দেখে হাদিস বলে ভাই কোরআন এর আয়াত এর সানে নুজুল সারমর্ম যেইরকম আছে হাদিস এর ও সারমর্ম আছে তাই আরবি সাহিত্য না পরে ইসলাম সম্পর্কে ভালো করে অঁআ জেনে মন্তব্য করা উচিত না আর আলেম রা ঐ জ্ঞান অর্জন করেই পরে গবেষনা করে দাবা খেলার বেপারে আলেমরা কম গবেষনা করেন নাই ঐ 1400 বছর ধরে গবেষণা হচ্ছে আর এই গবেষণা করে তারা হারাম বলেছেন বা ফতুয়া দিয়েছেন
আর ইসলাম এ ইজমা কিয়াস আছে আর ইজমা কিয়াস হল এমন কোন বিষয় যেখানে ইসলাম সরাসরি কিছু বলেন নি বা চুপ ছিল কিছুই বলেন নি ঐ সব বিষয়ে বেপারে নীতিমালা হবে কোরআন এবং হাদিস এর আলোকে জ্ঞানী আলেম গবেষণার ফল কে পকাশ করে এখন ইসলাম এ ইজমা কিয়াস মানা জায়েজ করেছে যা হাদিস কোরআন দ্বারা পমানিত তাই দাবা খেলা যে হারাম এই টা না বলা থাকলেও ইজমা এবং কিয়াস এর মাধ্যমেই কোরআন এবং হাদিস এর আলোকে হারাম আর ইজমা কিয়াস রাখার কারন হলো দুনিয়া সময় পরিবর্তনশীল তাই সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায় তাই তখন কোরআন এবং হাদিস এ ঐ বিষয়ের বেপারে সরাসরি কিছু বলা না থাকলে বা চুপ থাকলে তখন ইজমা কিয়াস আর দাবা খেলা যে হালাল বা হারাম কোনটাই বলা নাই তাই ইজমা কিয়াস এর মাধ্যমেই সিদ্ধান্ত এসেছে আর মুসলিম হিসেবে আপনাকে ইজমা মানা ওয়াজিব তাই মানা আপনার জন্য জরুরি আর এ আলেমদের থেকে বেশি জানে না ইসলাম সম্পর্কে তাই এর কথা শুনা মূর্খতা
Very good! I enjoyed the whole. You have exhibited reference which is coherent with intuitive rationality. An interesting video. I want to ask you about a topic regarding Animation of human you are putting in your videos? Is that permissible in Islam? Can you demonstrate details. Im Looking forward to this content. Bless you.
এই কথাটি সঠিক বলেছেন আপনি। ইউটিউবের মনিটাইজেশন ছেড়েছি, ফাইবারে গ্রাফিক্স ডিজাইনের কাজ ছিলো সেটা ছেড়েছি কারন প্রানীর ছবি আকাতে হয়। এগুলো আমার জন্য খুবই কঠিন ছিলো। খুবই কঠিন। কিন্তু তাও আল্লাহর ভয়ে ছেড়েছি। আমি একদম innocent না। বিবেক দিয়েছেন আল্লাহ যেগুলো বুঝতে পারছি ভুল সেগুলো আস্তে আস্তে সুধরাচ্ছি। যেমন এই এনিমেশন এটাও হারাম আল্লাহ আমাকে প্রান দিতে বলবেন আমি তখন পারবো না। এজন্য এটাও ছাড়বো। আমার জন্য দোয়া করবেন।
ইসলাম ডিসকারেজ করেছে মূর্তি বানানোকে; ভাস্কর্য, শিল্প বা ছবি আঁকাকে নয়! এখন আসলে জিনিসটা কী? ইসলাম যে জিনিসটাকে ডিসকারেজ করেছে সেটা হচ্ছে মূর্তি বানানো। যেহেতু মূর্তি-প্রতিমা পূজার কাজে ব্যবহার করা হয়। সেজন্যে না করেছে ইসলাম। যে না তুমি মূর্তি বানাবে না প্রতিমা বানাবে না, তাহলে তোমাকে জীবন দিতে বলা হবে। ভাস্কর্য, শিল্প, ছবি এগুলোর ব্যাপারে সেইভাবে কখনো কিছু বলা হয় নি। কী উদ্দেশ্যে ভাস্কর্য বানানো হচ্ছে বা ছবি আঁকা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ! বরং আমরা তো কোরআন শরীফে দেখি যে, দাউদ (আ)-এর ওখানে ভাস্কর্য ছিল। তার প্রাসাদে ভাস্কর্য ছিল! তো অতএব কী উদ্দেশ্যে আপনি তৈরি করছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ ইসলাম যেটা হচ্ছে যে, আল্লাহর সাথে কাউকে শরিক করতে কঠোরভাবে নিষেধ করে। সেটা ছাড়া যে-কোনো ছবি আপনি আঁকতে পারেন। এর মধ্যে আমি দোষের কিছু দেখি না।
@@SayedMishkaturRahman I see, You said about morality but It is not upon criticism. Whereby already Hadits are available. Statue and drawings are similar in some cases where drawing is also meant to be business either human or living animals. So that impulses how you use it. Check this links your reference will be clear. www.google.com/amp/s/islamqa.info/amp/en/answers/39806 www.islamweb.net/en/fatwa/4138/ruling-on-drawing-human-bo islam.stackexchange.com/questions/869/is-drawing-or-photographing-people-prohibited-in-islam
@Mobin Sakin Magriber Salat 3 rakat rasulullah (SM) shevabei porechen. Amra nisshondehe take onushoron korbo. Ekhane 4 rakat bananor proshno ashche kotha theke. Boroncho jodi amra dolil pai shorashori jekono prokar chobi akar nishedhaggar bepare nisshondehe amra shetao palon korbo. Also thanks a lot.. but irrationality in my logic was not understood by your question. You are next level intellectual so please stop dragging me to your level. If you have clear ahadith regarding it or even amazing ulama's conviction (without any dispute) do share with me I will obey Inshallah. Ba'rakallahi Feekum.
দুটোতেই ব্যাকগ্যামন খেলার কথা বলা হয়েছে ভাইয়া, ৪৯৩৯ ভিডিও তে দেখিয়েছি, বই বের করে দেখুন ৪৯৩৮ সেখানেও backgammon খেলার কথা রয়েছে , রেফারেন্স হিসেবে লিঙ্ক দিচ্ছি hamariweb.com/islam/hadith/sunan-abu-dawood-4938/#:~:text=Sunan%20Abu%20Dawood%20Hadith%20No,4938&text=Narrated%20Abu%20Musa%20al%2DAshari,disobeys%20Allah%20and%20His%20Messenger.
Chess is Haram . Because On that time no one played chess in the time of Great Prophet Sm. It is played by Freemasons because it's colour are black and white . Maximum scholars said , Its haram but some says halal because of condition. You know some scholars also approved that listing to songs are halal.
আচ্ছা ভাই দাবা খেলায় তো কিং এর মাথার উপর একটি ক্রস চিহ্ন থাকে এই চিহ্নটি তো খ্রিস্টানদের প্রতীক তাহলে কি দাবা খেলা হারাম নয় দয়া করে কমেন্ট জানাবেন প্লিজ
বিভিন্ন মানুষের মতামত বিভিন্ন থাকতে পারে, তবে আল্লাহ জানেন কে কোথায় থেকে বিরত এবং যুক্ত। ধরা যাক আমি কুরান থেকে দূরে নেই, আর আপনি বললেন আছি, এই অভিযোগের দায়ভার তখন আপনাকে নিতে হবে।
I f Knight represents statues directly It is recommended that the head should be removed if Possible. Allah Knows best. May Allah Show us truth as truth and show us false as clear falsehood Ameen.
এ নিজে দাবা খেলে এবং নিজে এর মাধ্যমেই এর ইনকাম সোর্স তেরি করেছে তাই নিজে করে বলে পছন্দ করে বলে এ উল্টা পাল্টা বুঝিয়ে এই টা কে হালাল করতাছে যেমন যারা পেম করে এদের মধ্যেই কিছু পাবলিক আছে নিজে পেম করে বলে এই টাকে হালাল করতে চায় এ ঐ রকম ই
*Is chess forbidden in Islam?* Look, *I have no problem with whether chess is haram or not.* _My problem is lying about Allah and His Messenger! It cannot be accepted in any way. But our Protestant Muslims i.e. Salafis especially the people of Bangladesh have been doing it. It is absolutely haram haram and haram. How much will I explain to you?_ *Allah or His Messenger never forbade the game of chess, ludu, etc.!* *Quran (29:78)* *_And who is more unjust than he who forges a lie against Allah or (he who) denies the truth after it has come to him? Hell is not the abode of the disbelievers?_* *Bukhari 109:* *_Narrated from Salamah Ibn Aqwa ‘(Razi.). He said: I heard the Prophet (peace and blessings of Allaah be upon him) say, 'Whoever accuses me of something I did not say, let him make his address in Hell.'_* Muslim 2260 - Here it is said that playing chess is like inserting one's hand into pork and blood. A: Here, there is no mention of playing chess. Here, the game of "Nardashi" is mentioned. At that time this game was played for money; Simply put, it is gambling. And gambling is forbidden. It can be of any kind. Also, the Arabic word for "chess" is - satranj - شطرنج Which is the "matan" of the hadith (in the original text) - no! And none of the other descriptions are like that. Now let's see what else to give, Gambling also includes children's losing games. First, I don't know if it's really in Ibn Kathir. However, it is certain that this explanation is completely wrong and 100% wrong. *This time you see, according to your opinion, your messenger is the gambler.* *Abu Dawood 256* ، *They have this respect for the Messenger of God. Now question your conscience, whether you follow them.* *_Once the Prophet (peace be upon him) opened the curtain of Ayesha's house and saw the toys and said, "What are these?" Ayesha said, "These are my dolls." One of them was a winged horse. Seeing that, he (Rasulullah) said to her- "What is this among these toys?" Ayesha (R) said, "Horse", Rasulullah (SAW) said - "What is on the horse?" Then Ayesha said, "Did you not hear that Sulayman (peace be upon him) had a horse with two wings? Then the Messenger of Allah (peace be upon him) smiled and even his jaw teeth were blessed."_* *Page: 521, Hadith: 4650, Islamic Foundation* _Those who have so far deliberately translated the word "chess" into the tactic (نرد شير) are asking for forgiveness from Allah. Because the Prophet (peace and blessings of Allaah be upon him) said, “Whoever fabricates a lie in my name will find his abode in Hell”_ *(Saheeh Bukhari, Saheeh Muslim, Sunan Abu Dawood)* *What is a dice game?* _Pasha is a game introduced by the king of Iran, Irad Shir Ibn Babak Shah. In the hadith, this game is called 'Nirde Shir'. Basically, 'Nirde Shir' is the real name of the game mentioned in the hadith. It is basically an Iranian word. Nirad is a kind of basket made of palm leaves whose face is at the bottom and the bottom is a little wider than the top. This game is played with the help of seven cowries. It was basically a kind of gambling._ Sad but true is the fact that some people cut the dice in the translation of the hadith and preach by writing chess instead. Chess Arabic is Shatranji (شطرنج). There is also a hadith where the game of chess (شطرنج) is said to be haram. Chess and dice are not the same thing. Those who have so far deliberately tried to translate the word (نرد شير) are asking for forgiveness from Allah. Because the Prophet (peace and blessings of Allaah be upon him) said, “Whoever fabricates a lie in my name will find his abode in Hell” *(Saheeh Bukhari, Saheeh Muslim, Sunan Abu Dawood)* *_Many people say that playing chess has statues of animals like horses, so playing chess is haraam. We need to understand that worship idols and toy dolls are not one. Worship has nothing to do with a chess horse or an elephant. These are toys. No one worships them._* *_And there are documents in the hadith about this. Ayesha (R) herself used to play with toy horses in front of Rasulullah. But the Prophet (peace be upon him) did not stop but took part in the fun. Which proves that there is no problem with toy horses. And this event was towards the end of the Prophet's prophetic life. The Battle of Tabuk was the last battle of the life of the Prophet (peace be upon him). This hadith describes the events of that time._* *_Ayesha (R) herself used to play with toy horses in front of Rasulullah. But the Prophet (peace be upon him) did not stop but took part in the fun. Which proves that there is no problem with toy horses. And this event was towards the end of the Prophet's prophetic life. The Battle of Tabuk was the last battle of the life of the Prophet (peace be upon him). This hadith describes the events of that time._* *_(Abu Dawud : 5th volume : 521 pages Islamic Foundation)_*
হারাম করতে হলে দলিল প্রয়োজন, দয়াকরে, কোনো ব্যাক্তির মতামত দেবেন না। কোনো আলেম ও সম্পুর্ন zero যদি সে কুরান থেকে রেফারেন্স বা সহিহ হাদিস থেকে কথা না বলে মততবাদ দেয়। আলনার কথার দলিল দিন যে সব খেলাই হারাম। পরে আবার পরিবর্তন করবেন না যে কিছু কিছু খেলা হালাল। আর দয়াকরে কমেন্ট করলে রেফারেন্স সহ করবেন।
@@focus-meইসলামে যতদূর সম্ভব দাবা খেলা কে ও হারাম বলা হয়েছে সে যায় হোক কিন্তু যদি ইসলামে দাবা খেলা কে হারাম বলতো তো তাহলে কি আপনি দাবা খেলা ছেড়ে দেবেন নাকি আরে ইসলামে তো নবী ছয় বছরের বাচ্চা আইসা কে বিয়ে করেছেন তো আপনি কবে বাচ্চা কে বিয়ে করবেন সেটা জানাবেন আপনার নবী তো যুদ্ধবন্দী নারী দের ভোগ করতো আপনিও কি তাহলে তাই করবেন।
@@focus-me আবু মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ যে ব্যক্তি দাবা খেললো সে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করলো। (আবু দাউদ,ইবনে মাজাহ,আহমাদ, দার,হাকিম,ইবনে হিব্বান) আদাবুল মুফরাদ, হাদিস নং ১২৮১ হাদিসের মান: হাসান হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD এ হাদীস নিয়ে আপনি কী বলবেন?
@@vivoindia7370 তোদের জন্য তো সবই হালাল। পরের বউ নিয়ে ভোগ করাও। তোর তো ভাই মুসলমানদের হালাল হারামের মধ্যে নাক গলানোর দরকার নাই। তুই এই ভিডিও দেখতে আসছিস কেন, আর শয়তানের মতো কমেন্ট করছিস কেন? যা ভাগ এখান থেকে ছোটলোক কোথাকার
Bhaiya apni video te bollen je quran ar hadis er shate na milleo ami akaei Dabar pokkhe jete parbo. Jodi seta biggan,manob kollan ar dhormer biruddhe na jai. Accha bhaiya jodi quran ar hadis er shathe na mile tobe Kibhabe dhormer pokkhe holo? Ar biggan er shathe islam ke to milano jabe na. Karon islam onek upore. Bisoy ta bojale bhalo hobe.
আলহামদুলিল্লাহ, এই পয়েন্ট টার জন্যই আমি দাবা খেলা ছেড়ে দিতে গিয়েছিলাম, এই প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওতে বলেছি 57:05 থেকে আপনার প্রশ্নের উত্তর পেতে শুরু করবেন। এর পরেও প্রশ্ন থাকলে একজন মুসলিম ভাই হিসেবে জানাতে পারেন, ভিডীও শেষে এটাও জানানো আছে যে আমি ভুল এটা প্রমান করার আপনাদের হাতে দুইটা অপশন আছে , ১ কুরান হাদিসে দেখান যেখানে দাবা খেলা হারাম করা হয়েছে, আমি আয়াত সহ আপনাদের দেখিয়েছি আমি ব্যাক্তিগত মতামত ছুড়ে দিই নি , ইসলামে কারো বিরুদ্ধে যাওয়া আইন আছে তা হচ্ছে আপনি যদি কোনো স্কোলারের সঙ্গে এক মত না হোন আপনাকে দলিল দেখিয়ে কথা বলতে হবে যে এই হাদিসে বা কুরানের আয়াতে এইটা বলা হচ্ছে অথছ আপনি এইটা বলছেন আপনি ভুল ২ নাম্বার অপশন হচ্ছে দেখাতে হবে এটি মানব কল্যানের বিরুদ্ধে যায় বিজ্ঞানের বিরুদ্ধে যায়, যেমন ধরুন সমাজে আপনি অশ্লিলতা ছড়াচ্ছেন, এতে সমাজ নষ্ট হচ্ছে, এটী সমাজের বিরুদ্ধে যাচ্ছে, মানব কল্যানের বিরুদ্ধে যাচ্ছে, এতে করে সমাজের ব্যাক্তিগুলো আপনাকে strike করবে, তেমন দাবা খেললে কারো সংস্কৃতি, কল্যান এগুলো বিরুদ্ধে যাচ্ছে কিনা।
@@UnknownBoy-ks1ef একদম সঠিক বলেছেন। আমি নিজে অবাক হয়ে গিয়েছি যখন রেফারেন্স মেলাতে গিয়েছি, আমি ভাবতেও পারছিলাম যে মিথ্যে রেফারেন্স দিয়েও মানুষ পোষ্ট করে, আগে তো ভাবতাম, রেফারেন্স দিয়ে এতোগুলো মানুষের সঙ্গে প্রতারনা করবে না। পরে বুঝলাম আমার মতন পাবলিক বহু আছে যারা রেফারেন্স দেখলেই বিশ্বাস করে ফেলে, যাচাই করে দেখে না। আমি যাচাই করতে গিয়ে দেখি আরবি পর্যন্ত অন্য কোনো টপিকের। এইটার মাধ্যমে আমাকে আল্লাহ্ একটা হেদায়াত দিয়েছেন যে কোনো কিছু যাচাই করে তারপর সিদ্ধান্ত গ্রহন । আপনারাও অবশ্যই এই অভ্যাসে অভ্যস্থ হোন।
❤❤❤ মাশাআল্লাহ ❤❤❤
আল্লাহতালা আপনার জ্ঞানকে আরো বৃদ্ধি করুন আপনার মত যোদ্ধা আমাদের সমাজে অনেক প্রয়োজন
আজ আপনার কাছ থেকে অনেক কিছু শিখলাম দাবা খেলা যে হারাম নয় এটাতো শিখলাম এর সঙ্গে আরো অনেক অনেক অনেক কিছু শিখলাম এটাও শিখলাম কোনো হালাল জিনিসকে হারাম করতে কিছু ব্যক্তিদের ছোট কাঁপে না তারা আবার দলিল স্বরূপ মিথ্যা হাদীস ও পেশ করতে পারে
আল্লাহ আপনি সকলকে হেদায়েত দান করুন
আর আমার এই ভাইয়ের মেহনত প্রচেষ্টাকে কবুল করুন এবং প্রতিটি জামানায় এইরূপ যোদ্ধা একটি করে তৈরি করুন যারা হাদিস ও হাদিসের নামে মিথ্যা বানানো হাদিসগুলি আমাদের সামনে তুলে ধরতে পারে
আমীন।
অসাধারণ ভাই। অনেক ধন্যবাদ। আমি দাবা খেলিনা। শিখবোও না। বাট ইসলামে এটা কেন হারাম এটা জানতে গিয়ে আপনার ভিডিওটা ফেলাম। অনেক ভালো বলেছেন, মাশাআল্লাহ। ভাইয়া, আপনার অনেক মেধা আছে। ইসলাম সম্পর্কে জানার ধারা অব্যাহত রাখুন। ইসলাম সম্পর্কে মানুষদেরকে জানানো আমাদের জন্য ফরজ। এজন্য অবশ্যই প্রথমে নিজেকেই জানতে হবে। আপনার কথাগুলো অনেক ভালো লেগেছে। আল্লাহ আমাদেরকে তাঁর প্রিয়দের তালিকায় অন্তর্ভুক্ত করুন। আমিন।
@Mobin Sakin Ei intellectual dekhi shobkhane intelligence chopke beracche. Someone give him a cookie.. xD
@@SayedMishkaturRahman xD 🤣
Watch Sheikh Assimal Hakeem's video?
Alhamdulillah
Many many thanks brother.....
May Allah bless you
Thank you for clear this topic.
You are welcome!
আমার মনেও সন্দেহ ছিল যে দাবা হালাল কি না। এখন, সন্দেহ দূর হয়ে গেল। ধন্যবাদ ভাই।
নিছক সময় পালন করা হয় এই সব খেলা যায়েজ না যে খেলাতে শারীরিক কর্ম আছে এবং আমাদের কাজে লাগে ঐসব খেলা জায়েজ হাদিস এ আছে যে ইসলাম এর সবথেকে সৌন্দর্য বিষয় হল অনর্থক কথা বার্তা এবং কাজকর্ম থেকে বিরত থাকা আর দাবা খেলা একটা অনর্থক সময় নষ্ট করা ছারা কিছুই না
@@sajjatarif124 দাবা খেলা অনর্থক নাকি সেটা নিজে খেলা না জানলে বুঝবেন কেমনে? দাবা এবং গণিত দুইটায় ব্রেনের মাল্টি টাস্কিং আর কোগনিটিভ দক্ষতাকে দৃঢ় করে। যেটা বিজ্ঞান দ্বারা স্বীকৃত। দাবা যেহেতু ব্রেনের খুব ভালো একটা ব্যায়াম। আর ব্রেন কী শরীরের কোনো অংশ না? একটা দাবার ম্যাচ ফুটবল ম্যাচ আর ক্রিকেট ম্যাচের আগেই শেষ হয়ে যায়। তাহলে ফুটবল ক্রিকেটও তো নিছক সময় নষ্ট।
@@sajjatarif124toke ke bolse be?
@@HabiburRahman-jm2uh তোর নবী মুহাম্মদ সঃ
@@HabiburRahman-jm2uh কেন দেখবি ঐ হাদিস রেফারেন্স সহ কীরে
Thanks, Thanks, Thanks again 😊 no sooner but one day everyone will understand your hardwork🎉🎉🎉
Thanks a lot ☺️. What a nice video!
Searching for this post for long time.
I had a lots of troubles of playing chess...I thought also it’s not for damn like any kind of game such cards,dice..As well more common thing is It’s not harm for humans..or Religions..
Now I have precise concept of it..
Thanks, brother 💜
গত দুইদিন যাবৎ এই ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম। হালাল হারামের তর্কে খেলা অনেক দিন বন্ধ রেখে নিশ্বাস নিতে পারছিলাম না।
কিছুটা স্বস্তি পেলাম।
ধন্যবাদ অাতিকুল ভাই।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
@@mohammadamirali1335 dhur miya Apni Reference nia asen.
@@mohammadamirali1335 কোথাওই লেখা নেই দাবা খেলা হারাম।
@First Name Last Name apni gali dile apnar mukh nosto hobe tar noi. Deken reference khujte gele apni kcuee bujbenna bcz u r not an Islamic scholar. Do know about Al hadis? Do u read Arabic language? Answer is no. So if u want a reference for this type of Haram game u should go to an Islamic scholar. Reference: Every time wasting game is Haram whatever it is. (Al-Quran). Akn bolen apni tho Ayat r kono direction denni I will tell u should understand Holly Qur'an then u automatically get ur answer.
❤❤ Masha Allah, YOU Are really genius.
❤ u brother,,,, GO AHEAD.............
khub i bhalo legeche, amake onk lok daba khelte dekha bolto tumi haram khela khelso, tokhon ami chinta korlam ami eta nia research kore tader bhul promanito korbo. R ei video ta amake onk help korbe thank you so much. May god bless you.
আলহমদুলিল্লাহ,এটা আমার favourite গেম
সন্দেহ দূর হইলো
ধন্যবাদ আপনাকে 🙂
আল কুরতুবি (র.)
আপনার এই কথা শুনে যারা যারা বিভ্রান্ত হচ্ছে তার দায়ভার আপনার উপরই বর্তাবে।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাব সত্য তুলে ধরার জন্য।
you are really a genius 👍
onk kosto kore video banan chaliye jan vobisshote onk unnoti korben inshallah
অনেক কিছুই জানতে পারলাম। সবার হাতেই এখন মোবাইল থাকে। কেউ কিছু বললো। তা যে সব সময় সঠিক এটা ভাবা ঠিক না।
ধন্যবাদ
অনেক ধন্যবাদ, ভাই। মূর্খদের এবার জবাব দিতে পারব।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
ভাই দাবা খেলা হারাম উনি উনার বুঝ থেকে বলেছেন রাসূল সঃ বলেছেন ইসলাম এর সবথেকে বেশি সৌন্দর্য হল অনর্থক কথা বার্তা এবং অনর্থক কাজ থেকে বিরত থাকা আর হাদিস দ্বারা পমানিত যে ঐই সব খেলা জায়েজ যে খেলা আমাদের শারীরিক পশান্তি দেয় অর্থাত শারীরিক বেয়াম এর মতো অনেক টা সেই ক্ষেত্রে দাবা খেলা শারীরিক কোন কাজে লাগে না বরং সময় অপচয় করে তাছারা এই টা হারাম হবার পিছনে আরো কারন আছে দাবা খেলাতে ঘোরার যে গুটি ঐ টা ঘোরার মতো তৈরি করা আর ইসলাম মূর্তি পতিমা জায়েজ নাই এই ক্ষেত্রেও হারাম আবার অনেকে এই খেলাটাকে পেশা হিসেবে গ্রহণ করে এবং এই খানে টাকার বিষয় বাজি জুয়া এইসব জরায় ঐ ক্ষেত্রেও হারাম হয় আর রাসূল এর যুগে দাবা খেলার পচলন থাকলেও ঐ সময়ে এই খেলা এত পরিচিতি ছিল না তৎকালীন সময়ে ঐ খেলা এত ভাইরাল ছিল না তাই ঐ সময়ের ক্ষেত্রে এই টাকে হারাম করা হয় নি আর ঐ সময়ে পাশা খেলার পচলন ছিল বলে এবং ভাইরাল ছিল বলে ঐ টা হারাম হয়েছে এই টা হয় নি আর এই টা বুঝতে গেলে উদাহরণ হল রাসূল সঃ তার সময়ে মসজিদ এ নামায পরার অনুমোদন ছিল কিন্তু এখন নেই কারন রাসূল সঃ মারা যাবার পর আয়েশা রঃ বলেছিলেন যদি রাসূল সঃ বেচে থাকতেন তাহলে তিনি নারীদের মসজিদ যাবার জন্য বারন করতেন মানে রাসূল এর সময়ের পরিস্থিতি থেকে তার মৃত্যুর পর পরিস্থিতি সময় টা ভালো ছিল না তাই তিনি এই কথা বলেছেন আর এখন পরিস্থিতি আরও ভালো না তাই এখন নারীদের মসজিদ এ নামায পরার বিধান নাই ঠিক তেমনি আল্লাহ কোরআন বলেছেন যে আমরা পথমে রক্ত পিন্ড ছিলাম এর পরে আমরা মানুষ হয়েছি আর আধুনিক বিজ্ঞান বলে আমরা ভ্রুন থেকে হয়েছি তাহলে কী কোরআন মিথ্যাচার হবে অবশ্যই না তখন যুগ উন্নত ছিল না তাই মানুষ রক্ত পিন্ড বলে চিনত তাই ঐ ক্ষেত্রেই এই সময়ের উপর নির্ভর হয়ে ঐ আয়াত নাযিল হয় আর ভ্রুন দেখতে অনেকটা রক্ত পিন্ড এর মতো তাহলে ঐ সময়ে এইসব কিছু ঠিক ছিল এখন ঠিক নাই ঠিক ঐ ভাবেই দাবা খেলা ঐ সময়ে পরিচিত ছিল না বলে হারাম হয় নি কিন্তু এখন পরিচিত তাই এই টা পরিস্থিতির পূরণ নির্ভর করে হারাম আর ইসলাম পরিস্থিতির উপর নির্ভরশীল হয়ে কিছু বিষয়ের ফয়সালা দেয় এই টার ও বিধান ইসলাম রেখেছে ঠিক ঐ ভাবেই এই টা হারাম হবে বুঝলেন
আর আল্লাহ কোরআন বলেছেন সূরা নিসা 59 নম্বর আয়াত যে আমরা মানব আল্লাহ এবং রাসূল এবং মুজাহিদ গন কে আর মুজাহিদ গন হল আলেম গন আর আল্লাহ নিজে হুকুম করছে তাদের মানতে আর আপনি কাকে মানছেন সে গুগল দেখে হাদিস বলে ভাই কোরআন এর আয়াত এর সানে নুজুল সারমর্ম যেইরকম আছে হাদিস এর ও সারমর্ম আছে তাই আরবি সাহিত্য না পরে ইসলাম সম্পর্কে ভালো করে অঁআ জেনে মন্তব্য করা উচিত না আর আলেম রা ঐ জ্ঞান অর্জন করেই পরে গবেষনা করে দাবা খেলার বেপারে আলেমরা কম গবেষনা করেন নাই ঐ 1400 বছর ধরে গবেষণা হচ্ছে আর এই গবেষণা করে তারা হারাম বলেছেন বা ফতুয়া দিয়েছেন
আর ইসলাম এ ইজমা কিয়াস আছে আর ইজমা কিয়াস হল এমন কোন বিষয় যেখানে ইসলাম সরাসরি কিছু বলেন নি বা চুপ ছিল কিছুই বলেন নি ঐ সব বিষয়ে বেপারে নীতিমালা হবে কোরআন এবং হাদিস এর আলোকে জ্ঞানী আলেম গবেষণার ফল কে পকাশ করে এখন ইসলাম এ ইজমা কিয়াস মানা জায়েজ করেছে যা হাদিস কোরআন দ্বারা পমানিত তাই দাবা খেলা যে হারাম এই টা না বলা থাকলেও ইজমা এবং কিয়াস এর মাধ্যমেই কোরআন এবং হাদিস এর আলোকে হারাম আর ইজমা কিয়াস রাখার কারন হলো দুনিয়া সময় পরিবর্তনশীল তাই সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায় তাই তখন কোরআন এবং হাদিস এ ঐ বিষয়ের বেপারে সরাসরি কিছু বলা না থাকলে বা চুপ থাকলে তখন ইজমা কিয়াস আর দাবা খেলা যে হালাল বা হারাম কোনটাই বলা নাই তাই ইজমা কিয়াস এর মাধ্যমেই সিদ্ধান্ত এসেছে আর মুসলিম হিসেবে আপনাকে ইজমা মানা ওয়াজিব তাই মানা আপনার জন্য জরুরি আর এ আলেমদের থেকে বেশি জানে না ইসলাম সম্পর্কে তাই এর কথা শুনা মূর্খতা
@@sajjatarif124shobai eki fotwa den nai
ami jokhon daaba khela haram shunsi tokhon khub kharap legesilo. but eta janar por valo laglo. thanks
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
Description where? Thanks
Very good! I enjoyed the whole. You have exhibited reference which is coherent with intuitive rationality. An interesting video. I want to ask you about a topic regarding Animation of human you are putting in your videos? Is that permissible in Islam? Can you demonstrate details. Im Looking forward to this content. Bless you.
এই কথাটি সঠিক বলেছেন আপনি। ইউটিউবের মনিটাইজেশন ছেড়েছি, ফাইবারে গ্রাফিক্স ডিজাইনের কাজ ছিলো সেটা ছেড়েছি কারন প্রানীর ছবি আকাতে হয়। এগুলো আমার জন্য খুবই কঠিন ছিলো। খুবই কঠিন। কিন্তু তাও আল্লাহর ভয়ে ছেড়েছি। আমি একদম innocent না। বিবেক দিয়েছেন আল্লাহ যেগুলো বুঝতে পারছি ভুল সেগুলো আস্তে আস্তে সুধরাচ্ছি। যেমন এই এনিমেশন এটাও হারাম আল্লাহ আমাকে প্রান দিতে বলবেন আমি তখন পারবো না। এজন্য এটাও ছাড়বো। আমার জন্য দোয়া করবেন।
ইসলাম ডিসকারেজ করেছে মূর্তি বানানোকে; ভাস্কর্য, শিল্প বা ছবি আঁকাকে নয়!
এখন আসলে জিনিসটা কী? ইসলাম যে জিনিসটাকে ডিসকারেজ করেছে সেটা হচ্ছে মূর্তি বানানো। যেহেতু মূর্তি-প্রতিমা পূজার কাজে ব্যবহার করা হয়।
সেজন্যে না করেছে ইসলাম। যে না তুমি মূর্তি বানাবে না প্রতিমা বানাবে না, তাহলে তোমাকে জীবন দিতে বলা হবে।
ভাস্কর্য, শিল্প, ছবি এগুলোর ব্যাপারে সেইভাবে কখনো কিছু বলা হয় নি।
কী উদ্দেশ্যে ভাস্কর্য বানানো হচ্ছে বা ছবি আঁকা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ!
বরং আমরা তো কোরআন শরীফে দেখি যে, দাউদ (আ)-এর ওখানে ভাস্কর্য ছিল। তার প্রাসাদে ভাস্কর্য ছিল!
তো অতএব কী উদ্দেশ্যে আপনি তৈরি করছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ ইসলাম যেটা হচ্ছে যে, আল্লাহর সাথে কাউকে শরিক করতে কঠোরভাবে নিষেধ করে।
সেটা ছাড়া যে-কোনো ছবি আপনি আঁকতে পারেন। এর মধ্যে আমি দোষের কিছু দেখি না।
@@SayedMishkaturRahman I see, You said about morality but It is not upon criticism. Whereby already Hadits are available. Statue and drawings are similar in some cases where drawing is also meant to be business either human or living animals. So that impulses how you use it. Check this links your reference will be clear.
www.google.com/amp/s/islamqa.info/amp/en/answers/39806
www.islamweb.net/en/fatwa/4138/ruling-on-drawing-human-bo
islam.stackexchange.com/questions/869/is-drawing-or-photographing-people-prohibited-in-islam
@Mobin Sakin Magriber Salat 3 rakat rasulullah (SM) shevabei porechen. Amra nisshondehe take onushoron korbo. Ekhane 4 rakat bananor proshno ashche kotha theke. Boroncho jodi amra dolil pai shorashori jekono prokar chobi akar nishedhaggar bepare nisshondehe amra shetao palon korbo. Also thanks a lot.. but irrationality in my logic was not understood by your question. You are next level intellectual so please stop dragging me to your level. If you have clear ahadith regarding it or even amazing ulama's conviction (without any dispute) do share with me I will obey Inshallah. Ba'rakallahi Feekum.
খুব সুন্দর আলোচনা।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
I was inspired by your video thank you so much brother..
I like you because you are so talent.
apanara jei chess ta khelen shei chess ta kivabe namabo?
Bhai ami jodi massenger e online e chess kheli seta ki haram hbe..?
ভাইয়া পোস্টে সুনানে আবু দাউদের ৪৯৩৮ নং হাদিস এর রেফারেন্স দেওয়া (1:16 sec), কিন্তু আপনি গুগল থেকে *৪৯৩৯ নং হাদিস টি(1:29) বের করেছেন।
দুটোতেই ব্যাকগ্যামন খেলার কথা বলা হয়েছে ভাইয়া, ৪৯৩৯ ভিডিও তে দেখিয়েছি, বই বের করে দেখুন ৪৯৩৮ সেখানেও backgammon খেলার কথা রয়েছে , রেফারেন্স হিসেবে লিঙ্ক দিচ্ছি hamariweb.com/islam/hadith/sunan-abu-dawood-4938/#:~:text=Sunan%20Abu%20Dawood%20Hadith%20No,4938&text=Narrated%20Abu%20Musa%20al%2DAshari,disobeys%20Allah%20and%20His%20Messenger.
Thank u❤
আমায় এখন দাবা খেলা হারাম বল্লে আমি এই ভিডিওর লিংক কপি করে দিয়ে দেই🙂 তর্ক করার কি দরকার 🤝
I love to play chess ke amke challenge korte chay 😊
Onek din dhore ei somossay silam onekei eishob jal hadis Gola niya ascilo...tader answer dite parinai ekhon parbo...🙂
Time waste na korle Chess is Halaal
Jkhn sunsilam j haram tkhn khub kharap lagsilo. Bt I m happy now
আপনার নাম কি ভাইয়া??? আপনার ফেসবুক আইডির নাম কি?
Chess is Haram . Because On that time no one played chess in the time of Great Prophet Sm. It is played by Freemasons because it's colour are black and white . Maximum scholars said , Its haram but some says halal because of condition. You know some scholars also approved that listing to songs are halal.
এটা শতভাগ হালাল । আপনি আপনার হারামের দলিল দিন । আমি আমার দলিল দিব।
Thank's vaia,,,,😃
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
ভাইয়া আমিও দাবা খেলতাম কিন্তু আজকে আমার বন্ধু বলেছে দাবা নাকি হারাম পরে আমি আপনার ভিডিও দেখেছি
Thanks.
আপনাকেও ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য
খুব সুন্দর ভাবে ব্যখ্যা দিয়েছেন। ধন্যবাদ ভাই জান।
vai chess ki proffetion hisebe neoa jabe na
kono game e profession hisabe neoya jay na
good job. go ahead.
thanks for feedback
অনেক ধন্যবাদ বড় ভাই
অনেক ধন্যবাদ, ভাই
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
পরিশেষে হালাল/ হারাম কোনটা?🤔
হালাল
😅
Still confused??
তার মানে আপনি বুজাতে চাচ্ছেন , the knight এর মূর্তির মত আকৃতি পরিবর্তন করে খেলা যাবে। নাহলে না ।
হা
যে আরবি পড়তে পারে না, সে আবার ইংরেজির বাংলা করে, হাদিস শোনাছে
যারা জীবনে দাবা খেলে নাই , তারাও বলে দাবা খেলা হারাম । স্টুপিড
আচ্ছা ভাই দাবা খেলায় তো কিং এর মাথার উপর একটি ক্রস চিহ্ন থাকে এই চিহ্নটি তো খ্রিস্টানদের প্রতীক তাহলে কি দাবা খেলা হারাম নয় দয়া করে কমেন্ট জানাবেন প্লিজ
ক্রুস ঢেকে নিলে আর ঘোড়ার অবয়ব ঢেকে নিলে আর সমস্যা হওয়ার কথা নয়।
ধন্যবাদ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
Onekei ble vai ata haram.. But amr chess khela khub valo lage🥰
1:15:21 practically na khele online e khela jabe .....etokhone ja bujhlam
Thank you vhaiya 😊
(রহঃ) হবে (রাঃ) হবেনা ভাই।
অনেক ধন্যবাদ ভাই
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
Thank u Atichul bhai.
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
তুমি কুরআনের থেকে অনেক দূরে আছ ভাই।দাবা খেলা কথিত বুদ্ধি মানেরা কেন ইসলাম থেকে দূরে?
বিভিন্ন মানুষের মতামত বিভিন্ন থাকতে পারে, তবে আল্লাহ জানেন কে কোথায় থেকে বিরত এবং যুক্ত। ধরা যাক আমি কুরান থেকে দূরে নেই, আর আপনি বললেন আছি, এই অভিযোগের দায়ভার তখন আপনাকে নিতে হবে।
এটা শতভাগ হালাল । আপনি আপনার হারামের দলিল দিন । আমি আমার দলিল দিব।
ছোট মেয়ের পুতুল খেলার উপর ভিত্তি করে প্রাপ্ত বয়স্ক মেয়েকে টেডি কিনে দেওয়া হালাল হবে?
Nice
animation ki halal
ভাই।দাবা খেলার টাকার বিনিময়ে করা হয়।
বাজি ধরে খেলা হয়।সেই বাজি কি হারাম কেটাগারিতে পড়েনা?দয়া করে জানাবেন।
টাকা দিয়ে খেললে যেকোনো খেলা হারাম।
taka diye khela hoy k bolce
Thanks bro
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
Vai sey hoise
Knight এর ব্যাপারটা ক্লীয়ার না আমি।
I f Knight represents statues directly It is recommended that the head should be removed if Possible.
Allah Knows best.
May Allah Show us truth as truth and show us false as clear falsehood Ameen.
যেসব নাইট স্পষ্ট মুর্তির মতো সেগুলো কিনবেন না । আমি যেটা ইউজ করি সেটাতে কেশ ছাড়া আর কিছুই ঘোড়ার সাথে মিল নেই।
thank you ভাই
Magnus Carlsen amar favourite player....
good
Mashalla
ভাই আপনার ইসলামিক নলেজ কতটুকু? জাকির নায়েক এর চেয়েও কি বেশি?
Apnar knowledge kototuk
@@Inspired_insights100 apni arejoner ta dia ki korben
@@Inspired_insights100pagol jakir o dabak halal bolche
Hmm r8
আপনি খুব সম্ভবত জীবনেও তাস খেলেন নি। খেলে থাকলে তাস খেলতে বুদ্ধি লাগে না সেটা বলতে পারতেন না।
তাস খেলার জন্য মেমোরি লাগে ভালো। কত নাম্বার কার্ড যাচ্ছে তা যত ভালোভাবে মনে রাখতে পারবেন তত জয়ের সম্ভাবনা বাড়ে, কিন্তু পার্শিয়ালিটির ব্যাপারটা থাকেই।
তারমানে লুডু খেলা হারাম?
Yes
ভাই চরম বাঁচানি বাঁচালেন। দাবা খেললে বুদ্ধি বাড়ে।
ভাই শুধু বুদ্ধি না দাবার আরও অনেক উপকারীতা আছে। Google এ search দিলেই পাবেন।
@@mst.ferdousiakter1666 thnx..u from?
@@rubel01819 Bangladesh
@@mst.ferdousiakter1666 i know Bangladesh, but which district?
@@rubel01819 why bro?
এ নিজে দাবা খেলে এবং নিজে এর মাধ্যমেই এর ইনকাম সোর্স তেরি করেছে তাই নিজে করে বলে পছন্দ করে বলে এ উল্টা পাল্টা বুঝিয়ে এই টা কে হালাল করতাছে যেমন যারা পেম করে এদের মধ্যেই কিছু পাবলিক আছে নিজে পেম করে বলে এই টাকে হালাল করতে চায় এ ঐ রকম ই
apni haram er reference den
*Is chess forbidden in Islam?*
Look, *I have no problem with whether chess is haram or not.*
_My problem is lying about Allah and His Messenger! It cannot be accepted in any way. But our Protestant Muslims i.e. Salafis especially the people of Bangladesh have been doing it. It is absolutely haram haram and haram. How much will I explain to you?_
*Allah or His Messenger never forbade the game of chess, ludu, etc.!*
*Quran (29:78)*
*_And who is more unjust than he who forges a lie against Allah or (he who) denies the truth after it has come to him? Hell is not the abode of the disbelievers?_*
*Bukhari 109:*
*_Narrated from Salamah Ibn Aqwa ‘(Razi.). He said: I heard the Prophet (peace and blessings of Allaah be upon him) say, 'Whoever accuses me of something I did not say, let him make his address in Hell.'_*
Muslim 2260 - Here it is said that playing chess is like inserting one's hand into pork and blood.
A: Here, there is no mention of playing chess.
Here, the game of "Nardashi" is mentioned. At that time this game was played for money; Simply put, it is gambling. And gambling is forbidden. It can be of any kind.
Also, the Arabic word for "chess" is - satranj - شطرنج
Which is the "matan" of the hadith (in the original text) - no! And none of the other descriptions are like that.
Now let's see what else to give,
Gambling also includes children's losing games.
First, I don't know if it's really in Ibn Kathir. However, it is certain that this explanation is completely wrong and 100% wrong.
*This time you see, according to your opinion, your messenger is the gambler.*
*Abu Dawood 256*
، *They have this respect for the Messenger of God. Now question your conscience, whether you follow them.*
*_Once the Prophet (peace be upon him) opened the curtain of Ayesha's house and saw the toys and said, "What are these?" Ayesha said, "These are my dolls." One of them was a winged horse. Seeing that, he (Rasulullah) said to her- "What is this among these toys?" Ayesha (R) said, "Horse", Rasulullah (SAW) said - "What is on the horse?" Then Ayesha said, "Did you not hear that Sulayman (peace be upon him) had a horse with two wings? Then the Messenger of Allah (peace be upon him) smiled and even his jaw teeth were blessed."_*
*Page: 521, Hadith: 4650, Islamic Foundation*
_Those who have so far deliberately translated the word "chess" into the tactic (نرد شير) are asking for forgiveness from Allah. Because the Prophet (peace and blessings of Allaah be upon him) said, “Whoever fabricates a lie in my name will find his abode in Hell”_
*(Saheeh Bukhari, Saheeh Muslim, Sunan Abu Dawood)*
*What is a dice game?*
_Pasha is a game introduced by the king of Iran, Irad Shir Ibn Babak Shah. In the hadith, this game is called 'Nirde Shir'. Basically, 'Nirde Shir' is the real name of the game mentioned in the hadith. It is basically an Iranian word. Nirad is a kind of basket made of palm leaves whose face is at the bottom and the bottom is a little wider than the top. This game is played with the help of seven cowries. It was basically a kind of gambling._
Sad but true is the fact that some people cut the dice in the translation of the hadith and preach by writing chess instead. Chess Arabic is Shatranji (شطرنج). There is also a hadith where the game of chess (شطرنج) is said to be haram. Chess and dice are not the same thing.
Those who have so far deliberately tried to translate the word (نرد شير) are asking for forgiveness from Allah. Because the Prophet (peace and blessings of Allaah be upon him) said, “Whoever fabricates a lie in my name will find his abode in Hell” *(Saheeh Bukhari, Saheeh Muslim, Sunan Abu Dawood)*
*_Many people say that playing chess has statues of animals like horses, so playing chess is haraam. We need to understand that worship idols and toy dolls are not one. Worship has nothing to do with a chess horse or an elephant. These are toys. No one worships them._*
*_And there are documents in the hadith about this. Ayesha (R) herself used to play with toy horses in front of Rasulullah. But the Prophet (peace be upon him) did not stop but took part in the fun. Which proves that there is no problem with toy horses. And this event was towards the end of the Prophet's prophetic life. The Battle of Tabuk was the last battle of the life of the Prophet (peace be upon him). This hadith describes the events of that time._*
*_Ayesha (R) herself used to play with toy horses in front of Rasulullah. But the Prophet (peace be upon him) did not stop but took part in the fun. Which proves that there is no problem with toy horses. And this event was towards the end of the Prophet's prophetic life. The Battle of Tabuk was the last battle of the life of the Prophet (peace be upon him). This hadith describes the events of that time._*
*_(Abu Dawud : 5th volume : 521 pages Islamic Foundation)_*
বাইতুল মুকাদ্দাস বিজয় সুলতান সালাউদ্দিন দাবা খেলায় পারদর্শী
nc.vai
Bhai common sence bole chess holo halal
Vai apni je cartoon ta use koren oita to haram.
First command
congratulation
Draght game is forbidden.this is like chess game
Daba haram broh haram... Apni boro boro mufti der lecture suinen...
apni zakir naik আর sheikh assim al hakim এর বক্তব্য শুইনেন
ইসলাম এ যেকোনো খেলায় হারাম বুঝলেন সুতরাং দয়া করে ওই ধর্ম টিকে হোয়াইট করার বৃথা চেষ্টা করা বন্ধ করুন।
হারাম করতে হলে দলিল প্রয়োজন, দয়াকরে, কোনো ব্যাক্তির মতামত দেবেন না। কোনো আলেম ও সম্পুর্ন zero যদি সে কুরান থেকে রেফারেন্স বা সহিহ হাদিস থেকে কথা না বলে মততবাদ দেয়। আলনার কথার দলিল দিন যে সব খেলাই হারাম। পরে আবার পরিবর্তন করবেন না যে কিছু কিছু খেলা হালাল। আর দয়াকরে কমেন্ট করলে রেফারেন্স সহ করবেন।
@@focus-meইসলামে যতদূর সম্ভব দাবা খেলা কে ও হারাম বলা হয়েছে সে যায় হোক কিন্তু যদি ইসলামে দাবা খেলা কে হারাম বলতো তো তাহলে কি আপনি দাবা খেলা ছেড়ে দেবেন নাকি আরে ইসলামে তো নবী ছয় বছরের বাচ্চা আইসা কে বিয়ে করেছেন তো আপনি কবে বাচ্চা কে বিয়ে করবেন সেটা জানাবেন আপনার নবী তো যুদ্ধবন্দী নারী দের ভোগ করতো আপনিও কি তাহলে তাই করবেন।
@@focus-me আবু মূসা আশআরী (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ যে ব্যক্তি দাবা খেললো সে আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করলো। (আবু দাউদ,ইবনে মাজাহ,আহমাদ, দার,হাকিম,ইবনে হিব্বান)
আদাবুল মুফরাদ, হাদিস নং ১২৮১
হাদিসের মান: হাসান হাদিস
Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
এ হাদীস নিয়ে আপনি কী বলবেন?
@@vivoindia7370 তোদের জন্য তো সবই হালাল। পরের বউ নিয়ে ভোগ করাও। তোর তো ভাই মুসলমানদের হালাল হারামের মধ্যে নাক গলানোর দরকার নাই। তুই এই ভিডিও দেখতে আসছিস কেন, আর শয়তানের মতো কমেন্ট করছিস কেন? যা ভাগ এখান থেকে ছোটলোক কোথাকার
What about pubg ?
Haha
haram
Bhaiya apni video te bollen je quran ar hadis er shate na milleo ami akaei
Dabar pokkhe jete parbo. Jodi seta biggan,manob kollan ar dhormer biruddhe na jai. Accha bhaiya jodi quran ar hadis er shathe na mile tobe
Kibhabe dhormer pokkhe holo? Ar biggan er shathe islam ke to milano jabe na. Karon islam onek upore. Bisoy ta bojale bhalo hobe.
Tumi Andu hodis bol ho
যদিও আমি খেলি কিন্তু আপনার মত অস্বীকার কারী না। দাবা খেলা হারাম।
এটা শতভাগ হালাল । আপনি আপনার হারামের দলিল দিন । আমি আমার দলিল দিব।
Faltu news
ভাই দাবা তে মুর্তি থাকে,,,,,আর মুর্তি হারাম।তাহলে কি দাবা হারাম নয়?
আলহামদুলিল্লাহ, এই পয়েন্ট টার জন্যই আমি দাবা খেলা ছেড়ে দিতে গিয়েছিলাম, এই প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওতে বলেছি 57:05 থেকে আপনার প্রশ্নের উত্তর পেতে শুরু করবেন। এর পরেও প্রশ্ন থাকলে একজন মুসলিম ভাই হিসেবে জানাতে পারেন, ভিডীও শেষে এটাও জানানো আছে যে আমি ভুল এটা প্রমান করার আপনাদের হাতে দুইটা অপশন আছে ,
১ কুরান হাদিসে দেখান যেখানে দাবা খেলা হারাম করা হয়েছে, আমি আয়াত সহ আপনাদের দেখিয়েছি আমি ব্যাক্তিগত মতামত ছুড়ে দিই নি , ইসলামে কারো বিরুদ্ধে যাওয়া আইন আছে তা হচ্ছে আপনি যদি কোনো স্কোলারের সঙ্গে এক মত না হোন আপনাকে দলিল দেখিয়ে কথা বলতে হবে যে এই হাদিসে বা কুরানের আয়াতে এইটা বলা হচ্ছে অথছ আপনি এইটা বলছেন আপনি ভুল
২ নাম্বার অপশন হচ্ছে দেখাতে হবে এটি মানব কল্যানের বিরুদ্ধে যায় বিজ্ঞানের বিরুদ্ধে যায়, যেমন ধরুন সমাজে আপনি অশ্লিলতা ছড়াচ্ছেন, এতে সমাজ নষ্ট হচ্ছে, এটী সমাজের বিরুদ্ধে যাচ্ছে, মানব কল্যানের বিরুদ্ধে যাচ্ছে, এতে করে সমাজের ব্যাক্তিগুলো আপনাকে strike করবে, তেমন দাবা খেললে কারো সংস্কৃতি, কল্যান এগুলো বিরুদ্ধে যাচ্ছে কিনা।
ফতুয়া দিতে দিতে জাতি আজ ভিব্রান্ত...
@@UnknownBoy-ks1ef একদম সঠিক বলেছেন। আমি নিজে অবাক হয়ে গিয়েছি যখন রেফারেন্স মেলাতে গিয়েছি, আমি ভাবতেও পারছিলাম যে মিথ্যে রেফারেন্স দিয়েও মানুষ পোষ্ট করে, আগে তো ভাবতাম, রেফারেন্স দিয়ে এতোগুলো মানুষের সঙ্গে প্রতারনা করবে না। পরে বুঝলাম আমার মতন পাবলিক বহু আছে যারা রেফারেন্স দেখলেই বিশ্বাস করে ফেলে, যাচাই করে দেখে না। আমি যাচাই করতে গিয়ে দেখি আরবি পর্যন্ত অন্য কোনো টপিকের। এইটার মাধ্যমে আমাকে আল্লাহ্ একটা হেদায়াত দিয়েছেন যে কোনো কিছু যাচাই করে তারপর সিদ্ধান্ত গ্রহন । আপনারাও অবশ্যই এই অভ্যাসে অভ্যস্থ হোন।
যত দোষ ঘোড়াতে। ঘোড়ার মাথা বিকৃত করলেই চলে।
দাদা হালাল মানে কি
যেটা ইসলাম ধর্মে বৈধ করা হয়েছে তাকে হালাল বলে । আর যেটা ইসলাম ধর্মে নিষিদ্ধ করা হয়েছে সেটা কে হারাম বলে।
No offence but everyone should check this video about 'Daba' 'halal' or 'haram'?
ua-cam.com/video/HHMn05VOjqc/v-deo.html
good