১৯৯৬ সালের এলবাম। ২৭ বছর আগে এটি বেরিয়েছে। ২৭ বছর পরেও এর মিউজিক, কম্পোজিশন, গায়কি সব কিছু রিলেভ্যান্ট মনে হয়। কতটুকু এডভান্স ছিল ওরা সময়ের তুলনায়। আজও শুনতে পুরাতন লাগেনা। এক কথায় অসাধারণ।
১৯৯৬ সালের ফেব্রুয়ারি তে রোজার ঈদের আগে এই এলবাম বের হয়। বের হওয়ার সাথে সাথেই সবাই যেন অদ্ভুত স্রোতে ভেসে গেল, আর্ক এর নতুন শিল্পী হাসানের অপূর্ব গায়কী'র স্রোত। এই টোন এর সাথে আমরা তেমন কেউই পরিতিচ ছিলাম না। মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছি সে বছর। কী জাদুময় ছিল গানগুলো। আজ এই ২০২৩ এ এসে সেই সময়ের কথা ভাবলে এখনো শিহরিত হই।
মুহুর্তেই চলে গেলাম ক্যাডেট কলেজের সেই দিনগুলিতে! মনে আছে আন্তঃ ক্যাডেট কলেজ সাংস্কৃতিক প্রতিযোগীতায় মির্জাপুর ক্যাডেট কলেজের রাজা ভাই এই গান করেছিলেন। দারুণ টাইট কম্পোজিশন। ধন্যবাদ আর্ক এবং সাউন্ডটেক।
"ফয়সাল ইফতেখার" ওনার ক্যাডেট নাম, ক্যাডেট নাম্বারও মুখস্থ করতে হয়েছিল, আমি নজরুল হাউসে ওনার জুনিয়র ছিলাম। 🙂🙂🙂 খুব মিস করি, মূহুর্তেই অতীতের স্মৃতি রোমাঞ্চিত করে দেয়। রাজা ভাই পরে ফেইথ ব্যান্ডের ভোকাল ছিলেন অল্প সময়ের জন্য, এখন ইউ এস এ তে সেটেল্ড। এনিওয়ে আপনি কোন ক্যাডেটের? আমার পাস আউট ২০০২ এ
Sooooooooooo agree with your comment. Well said man. I was a class 9 or 10 student when this album came out and since than I have never experience any album like this...
আমার জন্ম ২০০৫ এ,আমার জন্মের অনেক আগেই আর্কের সোনালী যুগ শেষ,কিন্তু এখনও গানগুলো বেঁচে আছে মানুষের হৃদয়ে,এখনও মানুষের মুখে অলিগলিতে শুনা যায় গানগুলো,বুঝাই যাই যে আর্ক মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু ছিল কোন একসময়। সরাসরি আর্কের গান শুনে আর্কের প্রেমে পড়া হয়নি,হয়েছিল চুয়েটে ২২ সালের এর Farewell এর মাধ্যমে,প্রথমবার আর্কের লাইভ কনসার্ট শুনার সৌভাগ্য হয়।এর আগে আর্ক সম্পর্কে কিছুই জানতাম না আর এখন আর্ক ছাড়া দিন চলে না,সত্যিই সময় বদলায় ❤
Hasan and Ark came to CUET and played most accurately like you are listening here. Probably no other band could on stage live performance. During 2003-4. But the biggest concert was Chittagong stadium somewhere in 1999-20 where around 70k+people came in stadium and outer stadium…his craze can’t be understood on todays UA-cam views
💕💔বয়স তখন 21/22 -যখন ক্যাসেটা ক্রয় করি ।নতুন গান সব সময় শুনতে ভাল লাগত যতদিন নতুন ক্যাসেট বাজারে না আসত ততদিন একটানা চলত একই গান 80/90 দশকের ব্যান্ডের গান কতটা জনপ্রিয় ছিল তা আমার মতোই গান পাগলরা জানে ঐ সময় আর কখনও ফিরে আসবে বলে মনে হয় না।এখন 5%গান ভাল হয় কিন্তু বেশিদিন ঠিকেনা।💕💕💕👍
টুলু ভাইয়ের মতো legendary & classical অলরাউন্ডার band মিউজিশিয়ানরা just seldom born...এই জন্মে অল্প কিছু ভালো ও দুর্লভ পাওয়া গুলোর মধ্যে একটি হচ্ছে টুলু ভাইকে পাওয়া...!!!
ইতিহাসের পাথায় পাথায় অনবদ্য সৃষ্টি এই তাজ মহল। শত বার গানগুলি শুনেছি এক সময় আজ সেই সময় চলে গেছে কিন্তু স্মৃতি রয়েগেছে মনের গভীরে এখনও শুনি ।সেই দিনগুলো যদি আবার ফিরে ফেতাম😦কষ্ট হয় মনে এখন কেন বড় হয়ে হলাম। জীবন টা এভাবে ভাল ছিল।95/96 বের হয় ক্যাসেট টি।💘আকাশ হৃদয়ের কাছাকাছি💕ctg.
মনে হচ্ছে অনেক প্রিয় কোন একজন বন্ধু যে হারিয়ে গিয়েছিল, তেমন কাউকে কাছে পেয়েছি বহু বছর পর। এই গানগুলো একটা সময় এতটাই যত্ন নিয়ে শুনেছি। ♥️ টুলু ভাইকে সবকিছুর জন্য ধন্যবাদ।
হাসান ভাইর এই তাজমহল এ্যালবাম থেকে আমার ব্যান্ড জগতের সুচনা। আজো আর্কের সাথে আছি। এবং তার কন্ঠে গান ও করি সেই সুবাদে আমার বন্দু মহল সকলেই হাসান নামে ডাকে। আসলে আমার নাম মো:বাচ্চু বেপারী। 💙💝💖 হাসান।। ভিসন মিস করি সেই হারিয়ে যাওয়া দিন গুলি। 😳😢😭
I’m hearing Ark band from 1999 when I was a kid....My brother(Badol) is big fan of Ark..when he listening Ark band I enjoyed a lot but nothing realize about the lyrics and tune...but now a day even in modern era of music I’m mesmerized by Ark band....love you Ark..love you Hasan bhai❤️❤️
Ai albam jokhn ase sotti kotha bolta tokhn amr jonnmo ow hoi nai but tarpor ow hasan vai apnar somporka bolar kono vasa nai...ami vai ai jug ao asya apnar song soni...you are the legand of bangla band......
কলেজ লাইফটাতে অনেক বেশি শুনেছি প্রিয় শিল্পী হাসানের সব গুলো গান। আর্ক♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Eta kono gaaner album na, eta 90s e school-college e porua der time machine, ja firiye niye jae shei fele asha purono dine, baddho kore sriti romonthone.. aj Ark band nei kintu Ark beche thakbe manusher ridoye shoto bochor por o..
Love you Hasan vai. Please know that you and your voice will always be missed. Your own composed lyrics and melody is absolutely out of the world. Mind blowing!
আমারা অপেক্ষা থাকতাম কখন ইঈ নতুন ক্যাসেট আসবে,হাছান,খালিদ,জেমস,আয়ুব বাছু,শাফিন আহমেদ,বিপ্লব,এদের গান সব সময় সুনতামʼ৯৫|৯৬| সালে.খালিদ ভাই চলে গেছেন না ফেরার দেশে.উনি বেঁচে থাকবেন উনার গানের মাঝে,আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক??
One of my most favorite band album from BD...Much ahead of its time in terms of lyrics, concepts...even today, very little band has such kind of songs...Favorites in sequences are: এই রাতে, এত সুখ, গুরু, সুইটি, তাজমহল, একাকি, একটাই তুমি...And so many songs of a single album can be great like this is pretty uncommon...Hail Ark..miss you Ark and the concerts with Hasan, Pancham, Tulu, Rezwan, Shamim
Tulu,Hasan and Pancham was one the greatest trio of bangla band music. Still looking forward to listen from the trio but this might be not possible again.
Cassette to UA-cam platform - a birth of a band that conquered bangladesh permanently with a unique and classic style. Sorry for the breakdown later. A band cannot be disabled this way. You, ARK, have no right to break the heart. Winning heart is a virtue, But breaking heart is a crime, cruelty and sin simultaneously. Love from a broken heart . Thanks.
গানগুলো সব মুখস্থ, তখন ঢাকা কলেজের ছাএ, কলেজের পুকুর পারে,নিউমার্কেট এ আড্ডায়, ইডেন কলেজের বিপরীতে কোলনীতে বসে গান গাইতাম। ইডেন কলেজ, হোম ইকোনমিকস কলেজের মেয়েরা গান শুনে উৎসাহ দিতো,অসাধারণ অনুভূতি। মিস করছি সেই দিন গুলো। ইডেন কলেজে ঢুকে পুকুর পারে বসতাম, ক্ষমতার দাপট থাকলেও সাদাসিধা জীবনযাত্রায় গান দিয়ে আড্ডা মাতিয়ে রাখতাম। কই গেলো সেই দিনগুলো
নতুন প্রজ্ম্মদের জন্য কমেন্ট করে গেলাম আমি মোঃ জাকির হোসেন (রুবল) চুয়েট পাহাড়তলী চৌমুহনী এলাকা রাউজান চট্টগ্রাম। ভাই বন্ধুরা এ-ই গান গুলো শুনলে বুঝতে পারবে আমাদের ও সোনালি শৈশব ছিল সেই লেভেলের। ধন্যবাদ হাসান ভাই সহ আর্ককের সকল সদস্যবৃন্দদের!!
বাংলাদেশ ব্যান্ড সংগীত শিল্পী অনেকেই আছেন। আর যারা আছেন পুরানো শিল্পী।তার মধ্যে হাসান ভাই অন্যতম। কারণ সব ব্যান্ড শিল্পীর মধ্যে হাসান ভাইয়ের গান গাওয়ার স্টাইল ভীন্ন। তাই জেমস্, আইয়ুবাচ্চু,ও হাসান ভাই। এরা বাংলা ব্যান্ড জগতের উজ্জ্বল নক্ষত্র। ভারতের পশ্চিমবঙ্গ তথা কোলকাতার মতো বড় শহরে।আমাদের মতো বিখ্যাত ব্যান্ড শিল্পী আজো তৈরি হয়নি। কিন্তু এতো কিছুর পরও তারা আমাদের বাংলা ব্যান্ড গান আজো শুনে। তাই আজ ২০২৪ এর ২৯পেরিয়ে ৩০ শে অক্টোবর তারিখ পড়লো। হাসান ভাইয়ের পুরনো গান শুনছি। আর ফেলে আসা অতীতের সৃর্তিচারণ করছি।
এই এলবাম গুলো যখন রিলিজ হচ্ছিলো তখন আমি বেশি বড় নই!প্রাইমারি স্কুলের গন্ডি পের হয়নি!সবে মাত্র ব্যান্ড গান শুনা শুরু!পাড়ার মধ্যে পাড়ার বড় ভাইয়েরা যখন সাউন্ড বক্স লাগিয়ে শুনতো!তখন আমিও নিশ্চুপ ভাবে শ্রবণ করতাম,আর এভাবেই দিনের পর দিন শুনতে শুনতে ব্যান্ড সংগীতের প্রতি এডিক্টেট হয়ে গেলাম!অপেক্ষায় থাকতাম শুধু কখন নতুন এলবাম রিলিজ হবে!প্রিন্স মাহমুদের সুর করা এলবাম গুলো অসাধারন ভালো লাগতো!আর এখন আমি 35 বছর বয়সী!প্রবাসে কর্মবেস্ততার মাঝেও যখন youtube এ ঢুকি মনটা তখন হারিয়ে যাই সেই ফেলে আসা সুনালী দিন গুলোর মাঝে!যদি একটিবারের জন্য ফিরে যেতে পারতাম বাল্য কালের অবুঝ দিন গুলোতে 😭😭😭!যদি ছোট বেলার কথা লিখি তাহলে লিখা শেষ হবেনা!তাই কিছু কথা না বলাই থাকুক😥😥
১৯৯৬ সালের এলবাম। ২৭ বছর আগে এটি বেরিয়েছে। ২৭ বছর পরেও এর মিউজিক, কম্পোজিশন, গায়কি সব কিছু রিলেভ্যান্ট মনে হয়। কতটুকু এডভান্স ছিল ওরা সময়ের তুলনায়। আজও শুনতে পুরাতন লাগেনা। এক কথায় অসাধারণ।
Era amader time chilo present time world famous BTS..
চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে এসব গান শুনলে। ইচ্ছে করে শৈশবের সেই সোনালী দিনগুলোতে ফিরে যায়।
১৯৯৬ সালের ফেব্রুয়ারি তে রোজার ঈদের আগে এই এলবাম বের হয়। বের হওয়ার সাথে সাথেই সবাই যেন অদ্ভুত স্রোতে ভেসে গেল, আর্ক এর নতুন শিল্পী হাসানের অপূর্ব গায়কী'র স্রোত। এই টোন এর সাথে আমরা তেমন কেউই পরিতিচ ছিলাম না।
মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছি সে বছর। কী জাদুময় ছিল গানগুলো। আজ এই ২০২৩ এ এসে সেই সময়ের কথা ভাবলে এখনো শিহরিত হই।
perfect হিসেব রেখেছেন ভাই। একমাত্র এই গানের ভক্তরাই পারে এর হিসেব রাখতে।
মুহুর্তেই চলে গেলাম ক্যাডেট কলেজের সেই দিনগুলিতে! মনে আছে আন্তঃ ক্যাডেট কলেজ সাংস্কৃতিক প্রতিযোগীতায় মির্জাপুর ক্যাডেট কলেজের রাজা ভাই এই গান করেছিলেন। দারুণ টাইট কম্পোজিশন। ধন্যবাদ আর্ক এবং সাউন্ডটেক।
"ফয়সাল ইফতেখার" ওনার ক্যাডেট নাম, ক্যাডেট নাম্বারও মুখস্থ করতে হয়েছিল, আমি নজরুল হাউসে ওনার জুনিয়র ছিলাম। 🙂🙂🙂 খুব মিস করি, মূহুর্তেই অতীতের স্মৃতি রোমাঞ্চিত করে দেয়। রাজা ভাই পরে ফেইথ ব্যান্ডের ভোকাল ছিলেন অল্প সময়ের জন্য, এখন ইউ এস এ তে সেটেল্ড। এনিওয়ে আপনি কোন ক্যাডেটের? আমার পাস আউট ২০০২ এ
@@sajalhassan7208 আমি এফসিসি ৯২-৯৮!
00:06 - আয়না
05:01 - মেতে উঠি
09:05 - একাকি
13:38 - সুইটি
20:18 - গুরু
25:07 - পাগল মন
29:16 - বিদায়
33:33 - নয়নে নয়
36:28 - একটাই তুমি
40:22 - এই রাতে
45:39 - হৃদয়ে তুমি
48:48 - এত সুখ
54:54 - অন্তহীন বেদনা
58:24 - তাজমহল
thanks
Tnx
Thanks 💙
Thanks
2:21
পুরো বিশ্বে তাজমহল দুইটা।।
আগ্রায় একটা আরেকটা আমাদের বাংলা ব্যান্ডের।।
আর্ক এর গানের মাধ্যমেই ব্যান্ড সঙ্গীত ভালোলাগা শুরু।খুব মিস করি সেই দিন গুলো কে।
বাংলা ব্যান্ডের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অ্যালবাম , আবার ফিরে আসুক আর্ক- আগের মত করে ।
Sooooooooooo agree with your comment. Well said man. I was a class 9 or 10 student when this album came out and since than I have never experience any album like this...
Bangla Rock Music yes
yes
Axel Shahrier , কিন্ত আর কবে আসবে ,,
Bangla Rock Music আমিও চাই,সাথে প্রিন্স মাহমুদ সুর, লেখায়
আর্কের ৩ টা এলবাম অনেক হিট ছিলো - সাধীনতা, জন্মভুমি, তাজমহল।
আমার জন্ম ২০০৫ এ,আমার জন্মের অনেক আগেই আর্কের সোনালী যুগ শেষ,কিন্তু এখনও গানগুলো বেঁচে আছে মানুষের হৃদয়ে,এখনও মানুষের মুখে অলিগলিতে শুনা যায় গানগুলো,বুঝাই যাই যে আর্ক মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু ছিল কোন একসময়।
সরাসরি আর্কের গান শুনে আর্কের প্রেমে পড়া হয়নি,হয়েছিল চুয়েটে ২২ সালের এর Farewell এর মাধ্যমে,প্রথমবার আর্কের লাইভ কনসার্ট শুনার সৌভাগ্য হয়।এর আগে আর্ক সম্পর্কে কিছুই জানতাম না আর এখন আর্ক ছাড়া দিন চলে না,সত্যিই সময় বদলায় ❤
Hasan and Ark came to CUET and played most accurately like you are listening here. Probably no other band could on stage live performance. During 2003-4. But the biggest concert was Chittagong stadium somewhere in 1999-20 where around 70k+people came in stadium and outer stadium…his craze can’t be understood on todays UA-cam views
💕💔বয়স তখন 21/22 -যখন ক্যাসেটা ক্রয় করি ।নতুন গান সব সময় শুনতে ভাল লাগত যতদিন নতুন ক্যাসেট বাজারে না আসত ততদিন একটানা চলত একই গান 80/90 দশকের ব্যান্ডের গান কতটা জনপ্রিয় ছিল তা আমার মতোই গান পাগলরা জানে ঐ সময় আর কখনও ফিরে আসবে বলে মনে হয় না।এখন 5%গান ভাল হয় কিন্তু বেশিদিন ঠিকেনা।💕💕💕👍
সত্যি কথা
তখনকার সময়ে গীতিকার সুরকার বা শিল্পীদের ভিতর আবিষ্কার ক্ষমতা ছিলো, এখন সেটা নেই।
❤❤❤❤❤
Thik
টুলু ভাইয়ের মতো legendary & classical অলরাউন্ডার band মিউজিশিয়ানরা just seldom born...এই জন্মে অল্প কিছু ভালো ও দুর্লভ পাওয়া গুলোর মধ্যে একটি হচ্ছে টুলু ভাইকে পাওয়া...!!!
Yes best boss
ইতিহাসের পাথায় পাথায় অনবদ্য সৃষ্টি এই তাজ মহল। শত বার গানগুলি শুনেছি এক সময় আজ সেই সময় চলে গেছে কিন্তু স্মৃতি রয়েগেছে মনের গভীরে এখনও শুনি ।সেই দিনগুলো যদি আবার ফিরে ফেতাম😦কষ্ট হয় মনে এখন কেন বড় হয়ে হলাম। জীবন টা এভাবে ভাল ছিল।95/96 বের হয় ক্যাসেট টি।💘আকাশ হৃদয়ের কাছাকাছি💕ctg.
মনে হচ্ছে অনেক প্রিয় কোন একজন বন্ধু যে হারিয়ে গিয়েছিল, তেমন কাউকে কাছে পেয়েছি বহু বছর পর। এই গানগুলো একটা সময় এতটাই যত্ন নিয়ে শুনেছি। ♥️
টুলু ভাইকে সবকিছুর জন্য ধন্যবাদ।
কোন এক সময় তোমার জন্য এতো পাগল ছিলাম যে তাল অডিও ক্যাসেটি সংগ্রহ করার জন্য ১৫ দিন শহরে হোটেল ভাড়াদিয়ে থেকেছি।
wow
আরে হালার ঘরে হালা আইডি দেখে তো মনে হয় আমার সাথে তোর বয়স বেশি
Ato pagol hoite bolche ke
@@rajibrana2199 আপনি মনে হয় বর্তমান প্রজন্মের লোক
প্রেম সত্য ছিল তখন ফিলিংস গভীর ছিল
HASAN SIR কে ধন্যবাদ এতো দামী শিল্পী আর বাংলাদেশে বুকে হবেনা 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇨🇳🇨🇳🇨🇳🇨🇳❤❤❤
সেই তাজমহল__এটাই হলো আশল তাজমহল__
বাংলা ব্যান্ড এর তাজমহল❤️🧡💛💚💙💜🤎🖤🤍❣️💔💕💞💓💗💖💝❤️🧡💓💙💙🤎🖤🤍🤍🖤🤎💜💕💞💓💗💖❤️🧡💚💙💙💜🤎🤎
এমন কম্পোজ চিন্তাও করা যায় না। কি মারাত্মক লেভেলের, প্রতিটি জায়গায় এত হিউজ কাজ। পঞ্চম, টুলু ভাই আর হাসান চিন্তাই করা যায় না। কি ছিলো রে বাবা।
Even tulu boss onek detail video dibe bolechen. Amar sathe kotha hoyeche.❤❤❤
মাঝে মাঝে মনে হয় আবার সেই পুরনো দিনে ফিরে জাই,কিন্তু জেতে পারতেছি না, একটি নতুন এলবামের জন্য কত অপেক্ষা করতাম,
হাসান ভাইর এই তাজমহল এ্যালবাম থেকে আমার ব্যান্ড জগতের সুচনা। আজো আর্কের সাথে আছি। এবং তার কন্ঠে গান ও করি সেই সুবাদে আমার বন্দু মহল সকলেই হাসান নামে ডাকে। আসলে আমার নাম মো:বাচ্চু বেপারী। 💙💝💖 হাসান।। ভিসন মিস করি সেই হারিয়ে যাওয়া দিন গুলি। 😳😢😭
আর্ক ভাগ হয়ে যাওয়ার কারনে আমরা অনেক ঠকেছি,
অনেক হিট গান থেকে বঞ্চিত হয়েছি।
ভাবতেই অনেক রাগ উঠে,মন থমকে যায়।
Kichu money kornen naa santona decchi. AI dukkho kosto vulay Jan santir jogotay feray Jan because Jesus protect you and save you
গলাটা উফফফ!!!! হাসান💟💟💝💓💗
Pura world er khub kom singer e amon high scale e gaite pare....khub rare
হায়রে অতীত আর কত .কিভাবে ভুলবো তোমায়.অনেক গুলো বছর পার করেছি.এ গান গুলো শুনলে অনেক স্মৃতি মনে পড়ে যায়.
বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ইতিহাসে সর্বকালের সেরা ৫ টি জনপ্রিয় এলবামের মধ্য এটি একটি❤
I’m hearing Ark band from 1999 when I was a kid....My brother(Badol) is big fan of Ark..when he listening Ark band I enjoyed a lot but nothing realize about the lyrics and tune...but now a day even in modern era of music I’m mesmerized by Ark band....love you Ark..love you Hasan bhai❤️❤️
এমন একটা সময় ছিল মায়াবী রাত নিঝুম ছিল.....❤️❤️❤️
প্রত্যকটি গান অসম্ভব সুন্দর ,যেন মনে হয়
হাসান, বাচ্চু ভাই আমার জীবন ছিলো।
কি আর বলাবো অসাধারণ ছিলো আমাদের ব্যান্ডের গোল্ডেন সময়টা।
Can u think? On that time such a rock song like 'Guru'. That was possible only for Hasan. What a master piece the song is!
অসাধারণ সত্যিই অসাধারণ
সেই পাগল করা গান কত স্মৃতি জরিয়ে আছে গান টার সাথে আর কি ফিরে পাব সেই দিন গুলি পাবোনা
আমার অন্যতম প্রিয় এলবাম.....
তখন স্কুলে পড়ি।। কত উন্মাদ ছিলামতখন।
সুইটি গানটা গলাছেড়ে গাইতাম।
Ahhh.....Hasan and Ark
Only Legends of Bangladeshi Music Lover's are seen here.Miss those 90's era.Really what a golden time that was!!!!!!!!
Miss those days....
হাসানের সেই ঝাঝালো সুর এখন আর নাই,,আগের সেই গুরু হাসান এবং সেই সুর দেখতে চাই..লাভ ইউ হাসান লাভ ইউ Ark
আমার একজন প্রিয় শিল্পি
ar pabeno na 2004 porjonto thik chilo boyosh dekhen koto boro uni !50+ boyosh kemne sombhov 20 bochorer polar moto gawa
Ai albam jokhn ase sotti kotha bolta tokhn amr jonnmo ow hoi nai but tarpor ow hasan vai apnar somporka bolar kono vasa nai...ami vai ai jug ao asya apnar song soni...you are the legand of bangla band......
কলেজ লাইফটাতে অনেক বেশি শুনেছি প্রিয় শিল্পী হাসানের সব গুলো গান। আর্ক♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
Eta kono gaaner album na, eta 90s e school-college e porua der time machine, ja firiye niye jae shei fele asha purono dine, baddho kore sriti romonthone.. aj Ark band nei kintu Ark beche thakbe manusher ridoye shoto bochor por o..
৯৬ সালের গান
Love you Hasan vai. Please know that you and your voice will always be missed. Your own composed lyrics and melody is absolutely out of the world. Mind blowing!
আর্ক এর সকল এ্যলবাম আমার শোনা হয়ে গেছে
One of the best album in bd band music history.....josh,elegant, unreal in that time prospect.....✊💙
সুইটি তুমি আর কেদনা, গানটি শুনে চোখ ভিজে গেল
আমারা অপেক্ষা থাকতাম কখন ইঈ নতুন ক্যাসেট আসবে,হাছান,খালিদ,জেমস,আয়ুব বাছু,শাফিন আহমেদ,বিপ্লব,এদের গান সব সময় সুনতামʼ৯৫|৯৬| সালে.খালিদ ভাই চলে গেছেন না ফেরার দেশে.উনি বেঁচে থাকবেন উনার গানের মাঝে,আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক??
ব্যান্ডের একটা মৌসুম ছিল....
জীবনে কত সৃষ্টি রয়েছে এই গানের গুলোতে
যায় যায় যায় দিন ফিরে আসেনা
যায় দিনের হিসাব নিকাশ কেউ রাখেনা।
gaan gulor Bass note,keyboard note and guiter playing(specially sweety,hridoye tumi,tajmahal) shotti onno level er..eshob creation hoito ar ashbe na.....
সৃতি,সৃতি আর সৃতি দিয়ে ঘেরা এই এলবাম ও সময় গুলো 😪😪😪
আর্ক হাসান বাংলাদেশের জন্য একটা গৌরবের নাম ❤️ যিনি বাংলা ব্যান্ড সংগীতের গুণী শিল্পী ❤️
আমাদের সময়ের সেরা গান।
ভালোলাগা ও ভালোবাসার অ্যালবাম তাজমহল। অনবদ্যসব গানের সম্মিলন 💟
খুব খুব খুব ভালো লাগছে পুরানো গান গুলো শুনে ধন্যবাদ "soundtek"
Old is always gold boro ai holo amader somoyer gan,
Tahmahal gane hasan er unparalleled voice er shonge ponchom er guitar play just awesome
যুবক বয়সের মনের খোরাক ছিল এই গানগুলো। এক কথায় অসাধারণ Band
This is the best album ever in the history of Bangla Band Music...😍😍😍
One of my most favorite band album from BD...Much ahead of its time in terms of lyrics, concepts...even today, very little band has such kind of songs...Favorites in sequences are: এই রাতে, এত সুখ, গুরু, সুইটি, তাজমহল, একাকি, একটাই তুমি...And so many songs of a single album can be great like this is pretty uncommon...Hail Ark..miss you Ark and the concerts with Hasan, Pancham, Tulu, Rezwan, Shamim
গান গুলো সুনে পুরোনো দিনে হারিয়ে গেলাম,,,আহ,, এমন গান আর হবে না,,
What is Awesome ! composition & melody "ARK"
এই অ্যালবামের গানগুলো যতবার শুনি ততই শুনতে ইচ্ছে করে
Thanks vai .HASAN vai er gan golo dear jonno .Ami ekjon Hasan vokto. Thanks to you agein...
আবারও ফিরে পেতে চাই তোমাদেরকে ROCK ( ARK )
Yes yes
@@banglarockmusic8764
Bangla Band Music By ARK
"এতটুকু ছোয়া" আধুনিক গানের এলবাম আপলোড করার জন্য রিকোয়েস্ট রইলো। ধন্যবাদ সাউন্ডটেক কে!
ai album ta kenar jonno Tiffin er taka bachaiya kinsilam. tokhon fita silo. school theke asei ekaaki, suiti, guru tajmohol gaan ta suntam sobar age
one of the best album by history of bd band music
This album is one of the best album in bangla music.Great work.
Thanks, thanks & thanks to Soundtek & Ark........................
Happy to heard ARK.TNK SOUND TRACK
Tulu,Hasan and Pancham was one the greatest trio of bangla band music. Still looking forward to listen from the trio but this might be not possible again.
তাজমহল ❤
Cassette to UA-cam platform - a birth of a band that conquered bangladesh permanently with a unique and classic style. Sorry for the breakdown later. A band cannot be disabled this way. You, ARK, have no right to break the heart. Winning heart is a virtue,
But breaking heart is a crime, cruelty and sin simultaneously. Love from a broken heart . Thanks.
জন্মভূমি...... এই বাংলাদেশ গানটাও সেই লাগে
Hasan love u man....ki j fan chilam ta bole sesh hobe na......
School jiboner sei uttal song gula mone kore nostalgik hoye jay.fire jai child hood memories e .
One of the best band albums in Bangla band history
আবার এই অর্ক ফিরে আসুক❤️
সম্ভব না
গানগুলো সব মুখস্থ, তখন ঢাকা কলেজের ছাএ, কলেজের পুকুর পারে,নিউমার্কেট এ আড্ডায়, ইডেন কলেজের বিপরীতে কোলনীতে বসে গান গাইতাম। ইডেন কলেজ, হোম ইকোনমিকস কলেজের মেয়েরা গান শুনে উৎসাহ দিতো,অসাধারণ অনুভূতি। মিস করছি সেই দিন গুলো। ইডেন কলেজে ঢুকে পুকুর পারে বসতাম, ক্ষমতার দাপট থাকলেও সাদাসিধা জীবনযাত্রায় গান দিয়ে আড্ডা মাতিয়ে রাখতাম। কই গেলো সেই দিনগুলো
thanks soundtek for uploding this favorite album
কি অসাধারণ শিল্পী ছিল হাসান। পরে যে ওর কি হলো।
ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কয়রা তুমি দিও তোমার মন । আপন আপন করো যারে সেতো আপন নয় ।
গান গুলি এতো ভালো লাগে যা ভাষায় প্রকাশ করা যাবে না
এখনো প্রায় সময় গান শুনলে ব্যান্ড গান শুনি,
বর্তমান সময়ের গান গুলো অসয্য লাগে,
হাসান তুমি পাগলের মত গাইতে ভালবাস,আর আমি শুনতে,
রিদয়ে হাসান 💖,
নতুন প্রজ্ম্মদের জন্য কমেন্ট করে গেলাম আমি মোঃ জাকির হোসেন (রুবল) চুয়েট পাহাড়তলী চৌমুহনী এলাকা রাউজান চট্টগ্রাম। ভাই বন্ধুরা এ-ই গান গুলো শুনলে বুঝতে পারবে আমাদের ও সোনালি শৈশব ছিল সেই লেভেলের। ধন্যবাদ হাসান ভাই সহ আর্ককের সকল সদস্যবৃন্দদের!!
অনেক favorite ছিল এক সময় ❤️❤️❤️
বাংলাদেশ ব্যান্ড সংগীত শিল্পী অনেকেই আছেন। আর যারা আছেন পুরানো শিল্পী।তার মধ্যে হাসান ভাই অন্যতম। কারণ সব ব্যান্ড শিল্পীর মধ্যে হাসান ভাইয়ের গান গাওয়ার স্টাইল ভীন্ন।
তাই জেমস্, আইয়ুবাচ্চু,ও হাসান ভাই। এরা বাংলা ব্যান্ড জগতের উজ্জ্বল নক্ষত্র।
ভারতের পশ্চিমবঙ্গ তথা কোলকাতার মতো বড় শহরে।আমাদের মতো বিখ্যাত ব্যান্ড শিল্পী আজো তৈরি হয়নি। কিন্তু এতো কিছুর পরও তারা আমাদের বাংলা ব্যান্ড গান আজো শুনে।
তাই আজ ২০২৪ এর ২৯পেরিয়ে ৩০ শে অক্টোবর তারিখ পড়লো। হাসান ভাইয়ের পুরনো গান শুনছি। আর ফেলে আসা অতীতের সৃর্তিচারণ করছি।
Thanks soundtek for keeping this song alive.
One of the superstars of our golden generation....
কিছুক্ষণ এর জন্য ফিরে পেলাম ১৯৯০ দশক
এই গান কখনো ভুলার নয়
All time best
১।আয়না 0:00
২।মেতে উঠি 5:00
৩।একাকী 9:04
৪।সুইটি 13:37
৫।গুরু 20:16
৬।পাগল মন 25:05
৭।বিদায় 29:15
৮।নয়নে নয় 33:31
৯।একটাই তুমি 36:27
১০।এই রাতে 40:20
১১।হৃদয়ে তুমি 45:38
১২।এত সুখ
১৩।অন্তহীন বেদনা 54:52
১৪।তাজমহল 58:24
Sara din mukhe mukhe thakto guru tomar amon bani diyecho amay.suiti.akaki ar ore amar pagol mon.wow .khub miss kori sei choto belar ai song gula
হাসান ভাইয়ের সেরা গানগুলো শুনলে আজও কৈশরের দিনগুলী মনে পড়ে৷
অনেক সুন্দর হয়েছে গুরু আবার ফিরে আসো
সুইটি গানটি আমার প্রিয়.
Amaro vi
@@mohammadrazu7113 thanks
জীবনের সোনালী সময় ব্যয় করেছিলাম হাসানের গান শুনে আর ক্রিকেট খেলে।
Nice ❤️❤️👌👌
greatest album....tulu+ ponchom+hasan= ARK....1996
yes
হাসান ভাইয়ের গান আমার কাছে অনেক ভাল লাগে
অসাধারণ।
Ei album er sob koyta Gaan e fatafati .Tobe tajmohol ar sweety beshi valo lage amar.
এই এলবাম গুলো যখন রিলিজ হচ্ছিলো তখন আমি বেশি বড় নই!প্রাইমারি স্কুলের গন্ডি পের হয়নি!সবে মাত্র ব্যান্ড গান শুনা শুরু!পাড়ার মধ্যে পাড়ার বড় ভাইয়েরা যখন সাউন্ড বক্স লাগিয়ে শুনতো!তখন আমিও নিশ্চুপ ভাবে শ্রবণ করতাম,আর এভাবেই দিনের পর দিন শুনতে শুনতে ব্যান্ড সংগীতের প্রতি এডিক্টেট হয়ে গেলাম!অপেক্ষায় থাকতাম শুধু কখন নতুন এলবাম রিলিজ হবে!প্রিন্স মাহমুদের সুর করা এলবাম গুলো অসাধারন ভালো লাগতো!আর এখন আমি 35 বছর বয়সী!প্রবাসে কর্মবেস্ততার মাঝেও যখন youtube এ ঢুকি মনটা তখন হারিয়ে যাই সেই ফেলে আসা সুনালী দিন গুলোর মাঝে!যদি একটিবারের জন্য ফিরে যেতে পারতাম বাল্য কালের অবুঝ দিন গুলোতে 😭😭😭!যদি ছোট বেলার কথা লিখি তাহলে লিখা শেষ হবেনা!তাই কিছু কথা না বলাই থাকুক😥😥