Prostate surgery: কখন করাবেন প্রস্টেট সার্জারি, কোন উপায়েই বা করাবেন?

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2024
  • 🩺Dr. Kaushik Sarkar
    📌Consultant Urologist and Uro- Oncologist
    👉MBBS(Cal), MS (IPGMER), Member of Royal College of Surgeons (England), MCh (Urology)
    📍Address : 4/2, Paramhansa Dev Road Chetla Kolkata, West Bengal 700027
    📍Google Location: g.page/r/CXgEf...
    ☎️For Appointment : 9830501166
    কখন করাবেন প্রস্টেট সার্জারি
    কোন উপায়েই বা করাবেন?
    প্রস্টেট সার্জারির অনেক পদ্ধতি রয়েছে। মিনিম্যাল ইনভেসিভ সার্জারি সম্পর্কেও নিশ্চয়ই অনেকে শুনেছেন।
    ইউরিন পাসের জন্য যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়েই কিছু নল এবং নল মারফত কিছু যন্ত্রপাতি প্রবেশ কানো হয়। প্রস্টেট গ্লান্ডকে ভেঙে ওই নল মারফত বের করা হয়। এরপর রোগীকে ক্যাথিটার পরিয়ে দেওয়া হয়। কিছুদিন ক্যাথিটার পরে থাকতে হয় রোগীকে।
    রোগী অনেক সময় প্রশ্ন করেন, ‘ডাক্তারবাবু ওপেন করতে হবে না তো?’
    ঠিক কথা, কেউই এখন আর ওপেন সার্জারি করতে চান না। বছরে হয়তো চিকিৎসককে একটিই ওপেন সার্জারি করতে হয়। তাই বলে ওপেন সার্জারির গুরুত্ব বা প্রয়োজনীয়তা কমে গিয়েছে ভাবলে চলবে না।
    আজকাল প্রস্টেট সার্জারির সংখ্যা এমনিতেই অনেক কমে গিয়েছে। কেন কমেছে? কারণ আর কিছুই নয়, এখন অনেক ভালো ওষুধ বেরিয়েছে। ফলে ওষুধ খেয়েই রোগ সেরে যাচ্ছে।
    তার পরেও কিছু ব্যক্তির ওষুধ খেয়েও পূর্ণ সমাধান হয় না। তখন সার্জিক্যাল কিওরের কথা ভাবতে হয়।
    বিশেষ করে দারুণ উপকারী ওষুধগুলি খেয়েও যখন কাজ হয় না তখন বুঝতে হয় রোগীর প্রস্টেট গ্ল্যান্ড যথেষ্ট বড় হয়ে গিয়েছে।
    এই যে আমরা মাইক্রোসার্জারি করে থাকি তা অনেকটা নারকেল কোরার মতো বিষয়। আমরা নারকোলের মতোই প্রস্টেটে একটা ছোট্ট ফুটো করে সেই প্রস্টেটের ভিতরের অংশ বের করে আনি। বাইরের খোলটি পড়ে থাকে।
    প্রস্টেট কুরে বের আনলে রক্ত বেরয়। এই রক্ত ধুয়ে দেওয়ার জন্য জল দিতে হয়। এই জলের একটা অংশ শরীর শোষণ করে নেয়।এই জলের মাত্রা বেশি হয়ে গেলে তখন হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
    সাধারণ হিসেবে অনুসারে ১ গ্রাম প্রস্টেট বের করতে ১ মিনিট সময় লাগে। তাহলে ৬০ গ্রাম প্রস্টেট বের করতে ৬০ মিনিট সময় লাগার কথা। ৯০ গ্রাম বের করতে ৯০ মিনিট সময় লাগবে। অথচ চিকিৎসা শাস্ত্রে নিয়ম অনুসারে প্রস্টেটের অপারেশন শেষ করতে হয় ৯০ মিনিটের মধ্যে।
    তাহলে যার প্রস্টেট গ্ল্যান্ডের ওজন ১২৫ গ্রাম তিনি কী করবেন? আসুন জেনে নেই বিস্তারিত।
    📧Mail ID: surg.ks@gmail.com
    🌐Website : www.drkaushiksa...
    📌Other Attachments :
    🏥Woodlands Multi Specialty Hospital
    🏥Ruby General Hospital
    🏥RSV Hospital
    📌Treatments Offered :
    👉TURP
    👉TURBT
    👉Laser Surgery
    👉Kidney Stone surgery
    👉Minimally Invasive Urology
    👉Laparoscopic Urology Surgery
    👉Uro Oncology
    👉Bladder Cancer
    👉Kidney Cancer
    👉 Testis Cancer
    👉Penile Cancer
    #Urology#prostatesurgery#turp#openprostatesurgery#prostatemicrosurgery#Kidneystone #BestUrologist #Hematuria, #Prostate, #Stricture #Circumcision #ProstateCancer #Bladdercancer #bph #BenignProstaticHyperplasia #PROSTATE #prostatehealth #prostatecancerawareness #prostatetreatment #ProstateGland #Doctor #medical #surgery #surgeon #preventionisbetterthanthecure🩺

КОМЕНТАРІ • 22

  • @sucharitabanerjee9100
    @sucharitabanerjee9100 Рік тому +6

    ভালো ওষুধ কি আছে যদি বলেন তবে ভালো হয় ডাক্তার বাবু।

  • @kakan8772
    @kakan8772 3 місяці тому

    বুঝানোর ধরনটা দারুন।

  • @MahimMolla-xs3gw
    @MahimMolla-xs3gw 15 днів тому

    Sir apni kothay bosen

  • @user-ou3nx8ng9j
    @user-ou3nx8ng9j 4 місяці тому

    Sir hart er ekta valb jodi block thake ta hole ki opration ta kora jabe plz reply sir

  • @OjoyOjoy-se2io
    @OjoyOjoy-se2io 2 місяці тому

    স্যার যোগাযোগ করবো কিভাবে

  • @hawaiianrusa4946
    @hawaiianrusa4946 Рік тому

    Very informative and helpful post.

  • @Rupom607
    @Rupom607 Рік тому

    sir,amar epidymal sist ase,4.5 and mild hydrocil ase. Doctor amake kuno medicine dey na, amake bollo aro boro hole sergari korbe, ami ekon ki korbo sir???

  • @shrabanichatterjee1367
    @shrabanichatterjee1367 3 місяці тому

    Prostate operation r por baby howar chance ki thake sir?

  • @user-zb5oj2er7e
    @user-zb5oj2er7e 2 місяці тому

    sir Prostate operation ki full oggan kore ki

  • @most.rafeyaakter5182
    @most.rafeyaakter5182 Рік тому

    স্যার এই অপারেশন করার পরেও কি আবার রক্তপড়া ও প্রসাব আটকে যাওয়ার সমস্যা হতে পারে? জানালে খুবি উপকৃত হতাম।

  • @user-rr6bs2ww5w
    @user-rr6bs2ww5w 7 місяців тому

    Sir aponi kothay bosen.thikanata diben

  • @bishnughosh4621
    @bishnughosh4621 7 місяців тому

    Sir is 40 mg a large size prostate

  • @user-gn6ii7vp8d
    @user-gn6ii7vp8d 3 місяці тому

    খরচ কত হবে

  • @riyankaalam7621
    @riyankaalam7621 8 місяців тому

    স্যার আপনি কোথায় বসেন?

  • @ronjitmondol8229
    @ronjitmondol8229 Рік тому +1

    স্যার আপনার সঙ্গে যোগাযোগ করবো কি ভাবে

  • @abdulmotalibtalukdar8380
    @abdulmotalibtalukdar8380 11 місяців тому

    Sir prostate cyst ki medicine khele valo hoy??

  • @NikunjaSarkar-fr6xi
    @NikunjaSarkar-fr6xi 6 місяців тому

    ☆Happy☆

    • @user-tm6yd7mt7x
      @user-tm6yd7mt7x 6 місяців тому

      Vai apne ki sostu acen akhon apni ki ai operation korcen

  • @mohammedrasel8431
    @mohammedrasel8431 4 місяці тому

    সার আপনার বাসা কোথায়

  • @NazimUddin-we6hr
    @NazimUddin-we6hr 10 місяців тому +1

    Sir prostate turp surgery korar por sex korle semen penis dia ki ar kokhono asbe na?