টানা এক ঘন্টা ধরে এই ভিডিও দেখার একটাই কারণ, ছোট বেলায় শীতের দিন যখন নানুবাড়ি যেতাম তখন নানুরা পেয়াজ, রসুন, আলু, মরিচ, টমেটো, শাক এসব ফলাত। মাঝে মাঝে আমি হ্যাল্প করতাম । নিজের খাবার নিজে ফলিয়ে খাওয়া আসলেই আনন্দদায়ক
পিয়াজের চারা থেকে পেঁয়াজ উৎপাদন করলে ভালো ফল পাওয়া যায়। আমাদের ফরিদপুরে 20 কাঠা জমিতে প্রায় ৬০থেকে ৮০ মন পিয়াজ হয়।প্রথমে পেঁয়াজের দানাগুলো বোনাতে হয়। তার 45 দিন পর লাগানোর উপযুক্ত হয়। এইভাবে চাষ করলে ভালো রেজাল্ট পাবেন। ইনশাআল্লাহ
১.ভাই আপনাকে প্রথমে পেঁয়াজের ভালো মানের দানা সংগ্রহ করতে হবে। বা আপনি নিজেও দানা তৈরি করতে পারবেন। আপনার পেঁয়াজের মাছ বরাবর একটা হাই থেকে ফুলের মতো এসেছে।ওটা আর কিছুদিন রেখে দিলে দেখবেন বেশ বড় একটা ফুলের রূপনীবে।ওই ফুলের মধ্যেই আছে আমাদের পেঁয়াজের দানা। দানাটা পাকার জন্য অপেক্ষা করতে হবে। পেকে গেলে সিরে রোদ্রে দিয়ে ভিতরের দানাটা সংগ্রহ করতে হবে। পুরা জিনিসটা সফল করতে ভালো সময় লাগবে আপনি হয়তো বুঝে গেছেন। সহজ পথ কারো মাধ্যমে পেঁয়াজের ভালো মানের দানা সংগ্রহ করতে পারেন। ২.দানা বুনানোর দেড় মাসের মধ্যে লাগানোর উপযুক্ত হয়ে ওঠে। ৩.এরপর চারাটা তুলে আপনি যেভাবে লাগাইছেন তিন থেকে চার আঙ্গুল পরপর লাগিয়ে দিলেই হবে। তবে লাগানোর আগে ভালো পরিমাণ সার দিতে হবে। এবং লাগানোর পরে পানি। আপনার 80% কাজ শেষ। লাগানোর এক মাস পর আবার সার দিয়ে পানি দিবেন। এবং মাটিটা শুকানোর পর ভেতরের খালি জায়গা গুলা আলগা করে দিবেন যাতে পেঁয়াজটা বড় হতে পারে। তারপর আর তেমন কিছু করতে হবে না। এরপর দেখবেন পেঁয়াজের মাছ বরাবর ফুলালা একটা হাই হয়। হাইটা ভেঙে না দিলে ও দানা বানানোর কাজ করতে থাকে। এবং পেঁয়াজটাকে শুকিয়ে ফেলবে। পুরা জিনিসটা সফল করতে। পাঁচ মাস সময় লাগবে। পেঁয়াজ লাগানোর সঠিক সময় নভেম্বর ডিসেম্বরের শুরুর দিকে। যাই হোক ভাই এইভাবে চাষ করলে আশা করা যায় আপনি ভালো কিছু পাবেন। আমি মনে করি। ইনশাআল্লাহ আপনার চাষবাসের ভিডিও আমার বেশি ভালই লাগে। আমি দুই বছর যাবত আপনার ভিডিও দেখি আমার মনে হয় না আমি তেমন কোনো কমেন্ট করছি। এটা আপনাকে করা আমার প্রথম কমেন্ট বলা যায়। যাই হোক ভালো থাইকেন। এবং মাখলুকে আমার পক্ষ থেকে হ্যালো জানাইন। ধন্যবাদ
একসাথে পুরা ১ ঘণ্টা ভিডিওটা দেখলাম এটাই মনে হয় ২০২৪ এ দেখা আমার সেরা ভিডিও এবং সম্পূর্ণ দেখা ভিডিও, খুবই ভালো লাগসে ফারহান ভাই! প্রতিটা মুহূর্ত ইনজয় করসি💗
I love how you had a smile on your face throughout the video! It's great to see content like this from you, especially for people like me who don’t usually watch you for finance related stuff.
ভাইয়া টমেটোর যে গাছ টা মারা যাচ্ছে ওইটা তুলে ফেলে দেন কারণ ওইটার কারণে অন্য ভালো গাছ গুলোতেও সমস্যা শুরু হবে।আমি প্রতি বছর ৪ বিঘা টমেটো চাষ করি। তাছাড়া আপনার টমেটোর বীজ টাও ভালো না মনে হয় কারণ টমেটো গুলো বেশি ছোট কারণ সাধারণত ১২ বা ১৪ এর টমেটো তে ১ কেজি হওয়ার কথা, তাই আপনার উচিত আরো ভালো টমেটো বীজ ব্যবহার করা।
পুরো ১ ঘণ্টা ধরে ভিডিওটা দেখেছি। গার্ডেনিং আমার শখ, দেখতে ভালো লাগে। ১ বার ঢাকায় পুরো বারান্দায় লাউ, শসা লাগিয়েছি। সেই গাছ হয়েছে, ফুল হয়েছে কিন্তু কোনো ফলই টিকে নাই। পরে আর করা হয়নি। কিন্তু ইচ্ছা আছে দেশের বাহিরে গেলে এর চেয়ে ভালো করে লাগাবো-ইনশাআল্লাহ।
ভাইয়া রসুন গাছটার শুট গুলা কেটে খেয়ে ফেললে রসুন আরো বড় হবে। ঐ শুট গুলা রান্না করেও খাওয়া যায় অথবা এজ এ ড্রেসিং স্যালেডেও ইউস করা যায়। বেশ মজা। শুট না কাটলে রসুন ছোটই থাকবে।
যাদের বড় ভিডিও ভাল লাগে - এটা দেখতে পারেন - আমার ইজিপ্টের ইতিহাস নিয়ে ভ্লগ - এটাও ১ ঘণ্টা লম্বাঃ ua-cam.com/video/Pt3ibgckaL4/v-deo.html&ab_channel=KhalidFarhan
@@iamkhalidfarhan আপনার কথার একটা মাধুর্য আছে শুনতে ও ভালো লাগে। আবার অনেকে আছে যাদের ভিডিওতে ক্লিক করে ১ মিনিট ও টিকতে পারি না অসহ্য লাগে। একারণেই আপনার ১ ঘন্টার ভিডিও ও দেখা যায়।
বর্তমান মানব সভ্যতা যদি প্রকৃতির এই প্রেম ভালোবাসা টা বুঝতো তাহলে উন্নতি নামক মানসিক অবনতির গোলামী করতে হতো না, মানসিক কারাগারে আবদ্ধ থেকে স্বাধীন দেখানোর নাটক করতে হতো না , মাসিক বেতন ভাতার উপর খাবার দাবার নিয়ন্ত্রিত হতো না একটা নিশ্চিত চিন্তামুক্ত জীবন যাপন থেকে বেরিয়ে দুশ্চিন্তা ডিপ্রেশন গ্রস্ত মরে না গিয়ে বেঁচে থাকার মতো জীবন যাপন করতে হতো না। এই বর্তমান জ্ঞানী নামক অজ্ঞান জাতি এই বিষয়গুলো কবে বুঝবে , কবে এই সাধারণ বিষয় গুলো নিয়ে একটু ভাববে সৃষ্টিকর্তাই ভালো জানেন । ধন্যবাদ ফারহান ভাই ধন্যবাদ অনেক ধন্যবাদ, খুবই ভালো লেগেছে , আমি ভাবছিলাম আপনি শুধু এক তরফা টেকনোলজি ক্রেন্দ্রিক চিন্তাভাবনা করেন কিন্তু এখন বুঝতে পারলাম আপনি আসলেই একজন গভীর চিন্তাশীল পার্সন। এবং বাস্তব উপলব্ধি কারী। আমি জানি কমেন্ট আপনি দেখবেন না তারপরও করে রাখলাম হয়তো এই কমেন্ট টা দেখে, কোন একজন মানুষ উপকৃত হতে পারে।
পুরো ভিডিওটি দেখছি। এবং আগ্রহ নিয়েই দেখছি। আমি বাগান করতে খুব পছন্দ করি। তাই আগ্রহ নিয়েই দেখছিলাম। আপনি সব সময় ব্যবসা কেন্দ্রিক কথা বলেন। মাঝে মধ্যে ট্যুর সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও বানান এগুলো ভালো লাগে,, কারন আমি ঘুরতে খুব পছন্দ করি। আজকের ঘন্টা খানিকের ভিডিওটাও ভালো লাগছে কারন, বাগান করাটাও আমার ভালো লাগে। আয়ারল্যান্ড এর মতো ঠান্ডা পরিবেশে প্রথমবারের মতো বাগান করে, আপনি যেমন সফলতা পেয়েছেন, সেইটা সত্যি প্রশংষনীয়। আমার মনে হয় এভাবে প্লান করে বাগান করতে আর নাও চান, তবুও কিছু সবজি লাগাতে পারেন।
I love gardening too😍 ঢাকা শহরে প্রচুর ঝামেলা এসব করতে।তারপর যদি হন শিক্ষার্থী।অন্যের বাসায় করাটা অনেক tough...এরপরও ঘাড় তেরামি করে কিছু গাছ লাগানোর পর যখন ফসল পাওয়া যায় তখনকার আনন্দ বলে বুঝানোর মতো না
Sir,video ta onk josss hoisse! 1 second o video ami tene dekhi nai akdom full video A-Z deksi... Khub valo lagse....onk peaceful & satisfying cilo video ta...thanks a lot atto joss akta video krar jonnehh!❤❤❤
Ami foreigner ekta bhai er gardening er video dekhi.(uni vegetables tule..gach er care kore) vlo lagto dekhte..ekn apnar video dekhe o vlo laglo.. Amro iccah ase gardening korar.choto khato vavhe korsi gardening.. In sha Allah ekdin boro bagan hbe Bidesh weather vlo..tay gardening o vlo hoi
ভাইয়া, আসসালামু আলাইকুম আপনার গার্ডেনিংের রেজাল্ট খুবই ভাল হয়েছে, পেয়াজ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লাগান, এত এত আলু হইসে, সত্যি আমি ভাবসি ধরবেই না, আর এখান থেকে কিছু বীজ/সীড আগামী বছরের জন্য রাখতে পারেন।
সম্ভব হলে গ্রীন হাউজ তৈরি করে নেন। তাহলে বেড আর সিডলিং হঠাৎ বরফ পড়া থেকে বাঁচাতে পারবেন। হারভেস্টিং দেখতে ভিষন ভালো লাগলো। টমেটোকে পিউরি করে বা সস করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। 👍
পেঁয়াজ হারভেস্ট বা সংগ্রহ করতে সাধারণত ৯০ থেকে ১২০ দিন সময় লাগে, যা মূলত পেঁয়াজের জাত, বীজের ধরন, এবং আবহাওয়ার ওপর নির্ভর করে। পেঁয়াজের পাতা হলুদ হয়ে পড়ে যেতে শুরু করলে এবং মাথার অংশ মাটির উপরে উঠতে থাকলে, সেটি হারভেস্ট করার সময় হয়ে যায়।
এই ভিডিও যে আমি ফুল দেখে ফেলবো ভিডিও প্লে করার আগে পর্যন্ত চিন্তাও করি নাই। নিজেরও ইচ্ছে আছে গার্ডেনিং করার কিন্তু সুযোগ নাই। কখনো সুযোগ হলে অবশ্যই করবো।
Two tips for better onion size: 1. cut down the onion top cause it needs much energy to grow which slows down the onion growth phase 2. harvest onion when onion tops have fallen due to dryness
PRINT ON DEMAND ব্যবসা বর্তমান সময় অনুযায়ী কতটুকু উপযোগী? POD ব্যবসা করে কি আসলেই লাভ করা সম্ভব ? POD ব্যবসায় কম্পিটিশন কেমন? POD ব্যবসায় লাভবান হাওয়া কতটুকু কঠিন? এইসব বিষয় এর উপর একটা ভিডিও চাই......
ভাইয়া, আমি দিনাজপুরের বিরামপুর থানার একটা গ্রামে থাকি। আমি মোটামুটি গার্ডেনিং এর সাথে জন্মের পর থেকেই অভ্যস্ত। সিজনারি ফলন যেমন আলু, টমেটো, পেয়াজ,রসুন, শীম, কপি অনেক সবজীই ফলানো হয় প্রতিবছর। কিন্তু এভাবে ধরে ধরে চিন্তা করা হইনাই কখনো। নেক্সট থেকে আমিও মাটি, সার, সীড এইগুলা আপনার মতো চিন্তা করবো এবং নিজেই অবাক হবো, এবং অবশ্যই নিজেরে থ্যাংকস দিবো। গার্ডেনিং এ অনুপ্রেরণা টা এখন অনেকটা বেড়ে গেছে আপনার থেকে অনুপ্রেরণা পেয়ে। 🥰 এতোদিন এইগুলা অর্থ উপার্জনের জন্য করতাম। কিন্তু এখন সেইটা শখ এবং উপার্জন ২টারই কারন হবে ইনশাআল্লাহ।
Ami dekhsi letus ful.. Amr gach ta almost 2/3 foot lomba hoise. Pore ful o hoise. Besirvag manush aloe vera ful dekhe na. Amr gach e ami setao dekhechi.. Gardening is a amazing hobby. Nijer gache ful fol dekhle j anonda ta asole bolar moto na😊
bhaia, tomar gardening dekhe ami bohut motivate hoisi... ei Canaday amra onek try kori morich-tomato egula lagate, ekbari khali successful hoisilam... but abar try korbo tomar theory apply kore... thanks for the video :)
টানা এক ঘন্টা ধরে এই ভিডিও দেখার একটাই কারণ, ছোট বেলায় শীতের দিন যখন নানুবাড়ি যেতাম তখন নানুরা পেয়াজ, রসুন, আলু, মরিচ, টমেটো, শাক এসব ফলাত। মাঝে মাঝে আমি হ্যাল্প করতাম ।
নিজের খাবার নিজে ফলিয়ে খাওয়া আসলেই আনন্দদায়ক
এরকম দীর্ঘ সময় নিয়ে ভিডিও করা আমি খুব কমই দেখেছি। যার জন্য আপনি প্রসংশপ্রপ্ত। আমিও ছোটবেলায় বাড়িতে গার্ডেনিং করতাম। আসলেই অনেক মজার একটা বিষয়।
গার্ডেনিং আমার ও শখ,বলে না শখের তোলা ৮০ টাকা,এত্ত ভালো লাগছে এই ভিডিও টা।বেস্ট বেস্ট বেস্ট। মাশাআল্লাহ।
11:20 বাংলাদেশী স্ট্রবেরি বীজ থেকে চারা তৈরি করা অনেকটা অসম্ভব
আমি অনেক ট্রাই করছি এবং বিভিন্ন ভিডিও থেকেও দেখেছি
পিয়াজের ফুলগুলো ভেঙে দিলে আরো বড় বড় পিয়াজ হতো। ফুলগুলো বীজ তৈরি করায় শক্তি খেয়ে ফেলে বাল্ব মোটা হয় না তাই।
ফুল ভেঙে নিয়ে ওগুলো ও খেতে পারতেন।
ভাই মাফ করে দিয়েন। ভিডিওটা দেখতে বসেছিলাম। পরে ১ ঘন্টার ভিডিও দেখে হুশ ফিরছে। যাই আল্লাহ হাফেজ।
Thumbnail টা অস্থির। ডিজাইনারকে একটা ট্রিট দিয়ে দিয়েন
😂😂 ক্রেডিটটা কিন্তু ওনারও আছে যেহেতু ডিজাইনার কে টাকা দিছিল উনি😂😂
True!
eta osthir lagche? fr
উনি নিজেই ডিজাইন করেছে
যিনি থামলেন ডিজাইন করেছেন তিনি আবার কমেন্ট করেছেন।
পিয়াজের চারা থেকে পেঁয়াজ উৎপাদন করলে ভালো ফল পাওয়া যায়। আমাদের ফরিদপুরে 20 কাঠা জমিতে প্রায় ৬০থেকে ৮০ মন পিয়াজ হয়।প্রথমে পেঁয়াজের দানাগুলো বোনাতে হয়। তার 45 দিন পর লাগানোর উপযুক্ত হয়। এইভাবে চাষ করলে ভালো রেজাল্ট পাবেন। ইনশাআল্লাহ
Bah thanks bhai
yes
১.ভাই আপনাকে প্রথমে পেঁয়াজের ভালো মানের দানা সংগ্রহ করতে হবে। বা আপনি নিজেও দানা তৈরি করতে পারবেন। আপনার পেঁয়াজের মাছ বরাবর একটা হাই থেকে ফুলের মতো এসেছে।ওটা আর কিছুদিন রেখে দিলে দেখবেন বেশ বড় একটা ফুলের রূপনীবে।ওই ফুলের মধ্যেই আছে আমাদের পেঁয়াজের দানা। দানাটা পাকার জন্য অপেক্ষা করতে হবে। পেকে গেলে সিরে রোদ্রে দিয়ে ভিতরের দানাটা সংগ্রহ করতে হবে।
পুরা জিনিসটা সফল করতে ভালো সময় লাগবে আপনি হয়তো বুঝে গেছেন।
সহজ পথ কারো মাধ্যমে পেঁয়াজের ভালো মানের দানা সংগ্রহ করতে পারেন।
২.দানা বুনানোর দেড় মাসের মধ্যে লাগানোর উপযুক্ত হয়ে ওঠে।
৩.এরপর চারাটা তুলে আপনি যেভাবে লাগাইছেন তিন থেকে চার আঙ্গুল পরপর লাগিয়ে দিলেই হবে। তবে লাগানোর আগে ভালো পরিমাণ সার দিতে হবে। এবং লাগানোর পরে পানি। আপনার 80% কাজ শেষ।
লাগানোর এক মাস পর আবার সার দিয়ে পানি দিবেন। এবং মাটিটা শুকানোর পর ভেতরের খালি জায়গা গুলা আলগা করে দিবেন যাতে পেঁয়াজটা বড় হতে পারে।
তারপর আর তেমন কিছু করতে হবে না। এরপর দেখবেন পেঁয়াজের মাছ বরাবর ফুলালা একটা হাই হয়। হাইটা ভেঙে না দিলে ও দানা বানানোর কাজ করতে থাকে। এবং পেঁয়াজটাকে শুকিয়ে ফেলবে।
পুরা জিনিসটা সফল করতে। পাঁচ মাস সময় লাগবে।
পেঁয়াজ লাগানোর সঠিক সময় নভেম্বর ডিসেম্বরের শুরুর দিকে।
যাই হোক ভাই এইভাবে চাষ করলে আশা করা যায় আপনি ভালো কিছু পাবেন। আমি মনে করি। ইনশাআল্লাহ
আপনার চাষবাসের ভিডিও আমার বেশি ভালই লাগে। আমি দুই বছর যাবত আপনার ভিডিও দেখি আমার মনে হয় না আমি তেমন কোনো কমেন্ট করছি। এটা আপনাকে করা আমার প্রথম কমেন্ট বলা যায়।
যাই হোক ভালো থাইকেন। এবং মাখলুকে আমার পক্ষ থেকে হ্যালো জানাইন। ধন্যবাদ
ফরিদপুর!!! আমিও 😂
ফরিদপুরের ভাই আমার। আমি সদরপুর থেকে বলছি। আপনি কই থেকে?
একসাথে পুরা ১ ঘণ্টা ভিডিওটা দেখলাম এটাই মনে হয় ২০২৪ এ দেখা আমার সেরা ভিডিও এবং সম্পূর্ণ দেখা ভিডিও, খুবই ভালো লাগসে ফারহান ভাই! প্রতিটা মুহূর্ত ইনজয় করসি💗
I love how you had a smile on your face throughout the video! It's great to see content like this from you, especially for people like me who don’t usually watch you for finance related stuff.
ভাই মরিচ গাছ আমাদের ও একটা ছিল । অনেকদিন মরিচ ধরে নি ৫-৬ মাস হতে পারে । এর পর আলহামদুলিল্লাহ ভাল ফল দিয়েছে এবং দিচ্ছে ।
বাতাবি লেবু টিভি কোথায়?
এখানে বাম্পারের উপর বাম্পার ফলন হইতেছে
বাংলাদেশের কৃষক বিদেশে ফ্রিল্যান্সিং করে ফসল ফলাচ্ছে😆
বাতাবি লেবু টিভি এখন ফ্যাসিবাদের দিনলিপি নিয়ে ব্যাস্ত
সেই কমেন্ট তো😂
পুরো ভিডিওটা একটানা শেষ করলাম। বেশ মজা পেয়েছি।
এবার শীতে ছোট পরিসরে গার্ডেনিং করার চেষ্টা করবো ইনশাআল্লাহ
1:04:28 অসাধারণ ভালো লাগলো। সত্যি বলতে আমার নিজের গার্ডেনিংয়ের শখ জেগে উঠেছে 😅
Same
Believe me or not I was waiting for your garden tour.
I always see your vegetables and fruits stories in IG and FB
Love your Farhan vai:)
পোলাপাইন বাড়িতে কৃষিকাজ করতে লজ্জা পায়, দেখো কিভাবে বিদেশে কোটিপতি হলেও কৃষি কাজ করে। আমার মনে হয় এটা WORDPLAY. দেশে কামলা আর বিদেশে গার্ডেনিং।
প্রফিট হবে না এমন কিছু ফারহান ভাই করবে বলে আমার মনে হয় না,পরবর্তীতে দেখবো যে এখান থেকে ঠিকই বিশাল অংকের টাকা সেভ হয়েছে 😂❤
video er madhome onek view pabe
আপনি টিকটক না দেখে এই ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন। উপকার তো আমাদেরও হচ্ছে@@GufranMohammadSami-hk9fv
প্রফিট তো অবশ্যই আছে, আমি ধরতে পেরেছি , কিন্তু বলবো না।
সবচেয়ে বড় প্রফিট হলো এটা একটা মাইন্ড রিফ্রেশিং কাজ।
All about the knowledge he gains from that journey
ভাইয়া টমেটোর যে গাছ টা মারা যাচ্ছে ওইটা তুলে ফেলে দেন কারণ ওইটার কারণে অন্য ভালো গাছ গুলোতেও সমস্যা শুরু হবে।আমি প্রতি বছর ৪ বিঘা টমেটো চাষ করি। তাছাড়া আপনার টমেটোর বীজ টাও ভালো না মনে হয় কারণ টমেটো গুলো বেশি ছোট কারণ সাধারণত ১২ বা ১৪ এর টমেটো তে ১ কেজি হওয়ার কথা, তাই আপনার উচিত আরো ভালো টমেটো বীজ ব্যবহার করা।
আসলে ওগুলো চেরি টমেটো। শীত প্রধান দেশে হয়ত বেশি হয় ওগুলো। আংশিক ভিন্ন আমাদের দেশের বড় টমেটো থেকে। এগুলো দিয়ে সালাত খেতে অনেক মজা
পুরো ১ ঘণ্টা ধরে ভিডিওটা দেখেছি। গার্ডেনিং আমার শখ, দেখতে ভালো লাগে। ১ বার ঢাকায় পুরো বারান্দায় লাউ, শসা লাগিয়েছি। সেই গাছ হয়েছে, ফুল হয়েছে কিন্তু কোনো ফলই টিকে নাই। পরে আর করা হয়নি। কিন্তু ইচ্ছা আছে দেশের বাহিরে গেলে এর চেয়ে ভালো করে লাগাবো-ইনশাআল্লাহ।
খুবই ভালো লাগলো ভাইয়া। আমরাও চেষ্টা করছি কৃষিতে কিছু পরিবর্তন আনতে।আপনার এরকম উদ্যোগ সবাইকে অনুপ্রাণিত করবে।আসুন কৃষির সাথেই থাকি
ভাই আপনার জীবনের কিছু শুনাতে এইসব শুনতে ভালো লাগে।
মানুষ জীবন কাহিনী গল্প ❤❤❤
ভাইয়া রসুন গাছটার শুট গুলা কেটে খেয়ে ফেললে রসুন আরো বড় হবে। ঐ শুট গুলা রান্না করেও খাওয়া যায় অথবা এজ এ ড্রেসিং স্যালেডেও ইউস করা যায়। বেশ মজা। শুট না কাটলে রসুন ছোটই থাকবে।
Good job Brother!
Marketing এর পাশাপাশি অন্য কিছু করার চিন্তা করা।
মন ছুয়ে যাওয়ার মতো চিন্তা!
Wow
পুরো ভিডিওটা দেখলাম, খুব খুব ভালো লাগলো ফারহান ভাই। অনেক কিছু নতুন জানতে পারলাম। নতুন বছরের আপডেটের অপেক্ষায় থাকলাম।
যাদের বড় ভিডিও ভাল লাগে - এটা দেখতে পারেন - আমার ইজিপ্টের ইতিহাস নিয়ে ভ্লগ - এটাও ১ ঘণ্টা লম্বাঃ ua-cam.com/video/Pt3ibgckaL4/v-deo.html&ab_channel=KhalidFarhan
Done
@@iamkhalidfarhan না এটা দেখে ফেলসি পুরোটা ভালো আগামি বছর আবার দেখতে চাই
@@iamkhalidfarhan আপনার কথার একটা মাধুর্য আছে শুনতে ও ভালো লাগে। আবার অনেকে আছে যাদের ভিডিওতে ক্লিক করে ১ মিনিট ও টিকতে পারি না অসহ্য লাগে। একারণেই আপনার ১ ঘন্টার ভিডিও ও দেখা যায়।
vaiya piaj ar fool kata dela piaj ta onek boro hota
51:15 pinching করে দেখতে পারেন || কিছু জাত এর মরিচ pinch না করলে ফুল দিতে চায় না
যেমন ধানিয়া মরিচ
exactly ei kothatai boltam ami ekhon. apnar comment dekhe ami ar bollam na😁.
বাগান করতে দেখে ভীষণ ভালো লাগলো! বাট বাগানটা আরেকটু অর্গানাইজ করে নিবেন ভাইয়া।
খালিদ ফারহান ভাইয়ের গার্ডেনিং-এর এই ভিডিওটি অসাধারণ 😍
Love from Bangladesh❤
বর্তমান মানব সভ্যতা যদি প্রকৃতির এই প্রেম ভালোবাসা টা বুঝতো তাহলে উন্নতি নামক মানসিক অবনতির গোলামী করতে হতো না, মানসিক কারাগারে আবদ্ধ থেকে স্বাধীন দেখানোর নাটক করতে হতো না , মাসিক বেতন ভাতার উপর খাবার দাবার নিয়ন্ত্রিত হতো না একটা নিশ্চিত চিন্তামুক্ত জীবন যাপন থেকে বেরিয়ে দুশ্চিন্তা ডিপ্রেশন গ্রস্ত মরে না গিয়ে বেঁচে থাকার মতো জীবন যাপন করতে হতো না। এই বর্তমান জ্ঞানী নামক অজ্ঞান জাতি এই বিষয়গুলো কবে বুঝবে , কবে এই সাধারণ বিষয় গুলো নিয়ে একটু ভাববে সৃষ্টিকর্তাই ভালো জানেন ।
ধন্যবাদ ফারহান ভাই ধন্যবাদ অনেক ধন্যবাদ, খুবই ভালো লেগেছে , আমি ভাবছিলাম আপনি শুধু এক তরফা টেকনোলজি ক্রেন্দ্রিক চিন্তাভাবনা করেন কিন্তু এখন বুঝতে পারলাম আপনি আসলেই একজন গভীর চিন্তাশীল পার্সন। এবং বাস্তব উপলব্ধি কারী। আমি জানি কমেন্ট আপনি দেখবেন না তারপরও করে রাখলাম হয়তো এই কমেন্ট টা দেখে, কোন একজন মানুষ উপকৃত হতে পারে।
ভালো লাগল আপনি গার্ডেনিং ভিডিও দেখে। ছোট বেলায় নানাবাড়িতে এরকম গার্ডেনিংয়ের অনেক স্মৃতি আছে।
ভাই আপনি যদি আপনার বাসার আশেপাশে নিয়ে একটা ব্লগ বানিয়েতে
পুরো ভিডিওটি দেখছি। এবং আগ্রহ নিয়েই দেখছি। আমি বাগান করতে খুব পছন্দ করি। তাই আগ্রহ নিয়েই দেখছিলাম। আপনি সব সময় ব্যবসা কেন্দ্রিক কথা বলেন। মাঝে মধ্যে ট্যুর সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও বানান এগুলো ভালো লাগে,, কারন আমি ঘুরতে খুব পছন্দ করি। আজকের ঘন্টা খানিকের ভিডিওটাও ভালো লাগছে কারন, বাগান করাটাও আমার ভালো লাগে। আয়ারল্যান্ড এর মতো ঠান্ডা পরিবেশে প্রথমবারের মতো বাগান করে, আপনি যেমন সফলতা পেয়েছেন, সেইটা সত্যি প্রশংষনীয়। আমার মনে হয় এভাবে প্লান করে বাগান করতে আর নাও চান, তবুও কিছু সবজি লাগাতে পারেন।
Thanks bhai
I love gardening too😍 ঢাকা শহরে প্রচুর ঝামেলা এসব করতে।তারপর যদি হন শিক্ষার্থী।অন্যের বাসায় করাটা অনেক tough...এরপরও ঘাড় তেরামি করে কিছু গাছ লাগানোর পর যখন ফসল পাওয়া যায় তখনকার আনন্দ বলে বুঝানোর মতো না
Khalid Farhan ভাইয়ের ভিডিও যেই বিষয়ে হক না কেন ভিডিও সম্পুন দেখতে ভালো লাগে😍😍😍
Onk age theke Video dekhi But comment kori nah ...
Apni kotha gula amr onk Valo lage ...Sir ❤
Sir,video ta onk josss hoisse!
1 second o video ami tene dekhi nai akdom full video A-Z deksi...
Khub valo lagse....onk peaceful & satisfying cilo video ta...thanks a lot atto joss akta video krar jonnehh!❤❤❤
4:36 His eye contact was seriously next level!
আপনার লম্বা ভিডিও বেশি পছন্দ করি
Keep it up brother. I have enjoyed the video and the process of getting into the gardens and nature. All the best for your next project!
Ami foreigner ekta bhai er gardening er video dekhi.(uni vegetables tule..gach er care kore) vlo lagto dekhte..ekn apnar video dekhe o vlo laglo.. Amro iccah ase gardening korar.choto khato vavhe korsi gardening.. In sha Allah ekdin boro bagan hbe
Bidesh weather vlo..tay gardening o vlo hoi
ভাইয়া আপনার নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় ছিলাম ,এইরকম এতো সুন্দর একটা ভিডিও অপলোড করবেন কখনো ভাবতেই পারি নি ।ধন্যবাদ ভাইয়া, এইরকম ভিডিও আরও চাই |🥰
I will start gardening from December. Pray for my garden😊
N- nitrogen- mostly from urea
P- phosphorus- From TSP
K- potassium - from Mop (Muriate of potash)
এত্ত বড় ভিডিও তাও পুরোটা দেখতে খুব ভালো লাগলো ❤❤❤
নতুন বছরের নতুন গার্ডেনিং ভিডিও দেখার অপেক্ষায় রইলাম ❤❤
Please upload more videos like this. Videos that is relatable on our regular life basis.
Ami suru theke sesh porjonto akdom properly dekhlam dekhar por 1 hour hoye gese ami ter e pai nai... Onek interesting laglo...
ভাইয়া এইরকম ভ্লগ আরো চাই, আপনার কথা যত বেশি শুনতে পারি তত ই ভাল লাগে
গার্ডেনিং ব্যাপার টা খুবই এনজয় করি, দেশের বাহিরে থাকা অবস্থায় আমিও সিম করলা ফলিয়েছি, তবে সময় টা মিস করি।
Thank you Bhiyaaa.. learned a lot of things..
May Allah give you more Barakah.. Ameen.. ❣
ভাইয়া, আসসালামু আলাইকুম
আপনার গার্ডেনিংের রেজাল্ট খুবই ভাল হয়েছে,
পেয়াজ আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লাগান,
এত এত আলু হইসে, সত্যি আমি ভাবসি ধরবেই না,
আর এখান থেকে কিছু বীজ/সীড আগামী বছরের জন্য রাখতে পারেন।
ভালো লাগলো অনেক। এত্তো কিউট কিউট গাছ হইছে৷ গাছপালা নিয়ে আরও ভিডিও দিয়েন ভাইয়া।❤
আমি আপনাকে দেখে অনেক অনুপ্রাণিত হই, তাই নিজে চেষ্টা করতেছি একটা website দাড় করাবে।
সম্ভব হলে গ্রীন হাউজ তৈরি করে নেন। তাহলে বেড আর সিডলিং হঠাৎ বরফ পড়া থেকে বাঁচাতে পারবেন। হারভেস্টিং দেখতে ভিষন ভালো লাগলো। টমেটোকে পিউরি করে বা সস করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। 👍
Ma sha Allah. Vaiya apnr gardening r vdo dekhe bujha jcce, apnrr ki poriman dhorjo ache, jar jnno 1yr r vdo include kore vdo upload korte parcen..
বাংলাদেশের বাজারের রসুন ছাদে লাগাইছিলাম আলহামদুলিল্লাহ ভাল হয়েছিল।
আপনি অসাধারণ একজন পরিশ্রমী মানুষ।
ভাই অনেক সুন্দর ভিডীও ছিলো,
গার্ডেনিং কতো অসাধরণ হতে পারে, সেটা কখনো চিন্তা করি নাই।
আপনার ভিডীও টা দেখে, আমারো ইচ্ছে হচ্ছে গার্ডেনিং করতে,
17:52 not actually Seed compose it will be Seedling mix
It's a mixture of cocoa, pea, soil, and compost
Happy Gardening bhaiya. Favorite one! 🙂
ভিডিওটা দেখতে বসেছিলাম পরে ১ ঘন্টার ভিডিও দেখে হুশ ফিরছে
পুরা ভিডিও দেখলাম এই আসায় যে ভাইয়ের বাড়ি কেমন বা আস পাশ দেখা যাবে। আবার দেখে ভালো ও লাগলো রিলেট করতে পারলাম কারন আমিও গার্ডেনিং করি
Finally a creative content that we all needed 👍✨.
খালিদ ভাই আপনি এখন থেকে ভ্লগ করেন প্লিজ
এই ব্লগটা সেরা হয়েছে ভাই এক কথায় সেরা
সম্পর্ন ১ ঘন্টা ধরে ভিডিওটা দেখলাম, কারন আমিও কৃষি প্রেমি ❤
আমার দেখা আপনার সবচেয়ে ভালো ভিডিও ছিল এটা।
ভাইয়া,,,,, টাকা নাকি শিক্ষা?? কোনটি বেশি গুরুত্বপূর্ণ? কোনটার পিছনে ছুটবো এ বিষয়ে যদি একটা ভিডিও দিতেন।।।
I don't know how & why i watched the full video. But honestly i loved it.. It didn’t bored me for a single sec...keep the good work.
Gardening এর উপর আমরা একটা Website কবে পাইতেসি ?
Yes we need next gardening project,
And i hope this time result will be better
অসাধারণ লাগলো। নস্টালজিক হয়ে যাচ্ছি। পুরো ভিডিও টা দেখলাম।মনে হচ্ছিলো কোন বাস্তব মুভি।
ভাই রসুন গুলো তো দেখাইলেন না। বিডিওটা দেখে অনেক ভালো লাগছে।
Very calming and informative video. You really know how engage us. Want more of this kind of video ❤❤
You took my 1.04 hours, But it's worth, it because I learned something from this video. Love this!!!
ভাইয়া প্রতিবছর গার্ডেনিং ভিডিও চাই। আর একটা কথা,আপনি রসুনের আপডেট ভিডিওটা এড করতে ভুলো গেসেন🙂 ঔইটাও নেক্সটাইম চাই
এইসব ভিডিও করা উচিত। খুবই ভালো হয়েছে ভিডিও। পুরোটা দেখলাম। ইনজয় করেছি।
Bro trust me you deserve 10 millions of subscribers.. insha'Allah you'll get it soon 😊
Video ta 25-30 minutes ar 2-3 ta part a korla bashi vlo hoyto ....but I like this gardening video
From Passive Journal Student . I JUST LOVE THIS🥰🥰🥰🥰
একটু ও না কেটে পুরোটাই দেখলাম। খুব ভালো লাগছে।
পেঁয়াজ হারভেস্ট বা সংগ্রহ করতে সাধারণত ৯০ থেকে ১২০ দিন সময় লাগে, যা মূলত পেঁয়াজের জাত, বীজের ধরন, এবং আবহাওয়ার ওপর নির্ভর করে। পেঁয়াজের পাতা হলুদ হয়ে পড়ে যেতে শুরু করলে এবং মাথার অংশ মাটির উপরে উঠতে থাকলে, সেটি হারভেস্ট করার সময় হয়ে যায়।
সুন্দর আমি ও চেষ্টা করবো এমন কিছু করার। আমাদের ছাদে পর্যাপ্ত জায়গা নেই
Bhaia you are so inspiring person..may allah bless me to work with you in future in sha alllah
Use copper made instruments for digging it would prevent snails from attacking plants
মরিচ গাছে মাকর বা পোকা ধরেছে কিনা দেখেন। গাছ ছেটে দিবেন। PGR স্প্রে করতে পারেন। গোড়ার দিকের মাটি খুচিয়ে ড্যাপ সার ও পটাশ সার দিলে ফুল আসবে। এগুলা অবশ্য দেশী মরিচ গাছের জন্য। বাইরের আবহাওয়ার জন্য কেমন হবে জানি না 😐
ভাইয়া এরাকম ভিডিও প্রচুর চাই........ আপনি ভিডিও বানালে অনেক ইনফরমেশন পাবো,,,, গার্ডেনের ব্যাপারে......
এই ভিডিও যে আমি ফুল দেখে ফেলবো ভিডিও প্লে করার আগে পর্যন্ত চিন্তাও করি নাই। নিজেরও ইচ্ছে আছে গার্ডেনিং করার কিন্তু সুযোগ নাই। কখনো সুযোগ হলে অবশ্যই করবো।
Wonderful video , Good quality, good content & love You Khalid Farhan Vaiya ❤️❤️❤️
Two tips for better onion size:
1. cut down the onion top cause it needs much energy to grow which slows down the onion growth phase
2. harvest onion when onion tops have fallen due to dryness
গাছ লাগানোর জায়গা নাই। তারপরও ভিডিওটা দেখছি,দেখতে ভালো লাগছে।
PRINT ON DEMAND ব্যবসা বর্তমান সময় অনুযায়ী কতটুকু উপযোগী?
POD ব্যবসা করে কি আসলেই লাভ করা সম্ভব ?
POD ব্যবসায় কম্পিটিশন কেমন?
POD ব্যবসায় লাভবান হাওয়া কতটুকু কঠিন?
এইসব বিষয় এর উপর একটা ভিডিও চাই......
পুরো ১ ঘন্টা ৪ মিঃ দেখলাম। ভালো লাগলো, Good Luck 👊
ভাইয়া, আমি দিনাজপুরের বিরামপুর থানার একটা গ্রামে থাকি। আমি মোটামুটি গার্ডেনিং এর সাথে জন্মের পর থেকেই অভ্যস্ত। সিজনারি ফলন যেমন আলু, টমেটো, পেয়াজ,রসুন, শীম, কপি অনেক সবজীই ফলানো হয় প্রতিবছর। কিন্তু এভাবে ধরে ধরে চিন্তা করা হইনাই কখনো। নেক্সট থেকে আমিও মাটি, সার, সীড এইগুলা আপনার মতো চিন্তা করবো এবং নিজেই অবাক হবো, এবং অবশ্যই নিজেরে থ্যাংকস দিবো। গার্ডেনিং এ অনুপ্রেরণা টা এখন অনেকটা বেড়ে গেছে আপনার থেকে অনুপ্রেরণা পেয়ে। 🥰 এতোদিন এইগুলা অর্থ উপার্জনের জন্য করতাম। কিন্তু এখন সেইটা শখ এবং উপার্জন ২টারই কারন হবে ইনশাআল্লাহ।
Ami dekhsi letus ful.. Amr gach ta almost 2/3 foot lomba hoise. Pore ful o hoise. Besirvag manush aloe vera ful dekhe na. Amr gach e ami setao dekhechi.. Gardening is a amazing hobby. Nijer gache ful fol dekhle j anonda ta asole bolar moto na😊
Oneeek valo laglo farhan vaiya tumar eii garden er video ta❤❤❤
সম্পূর্ণ ভিডিও টা দেখলাম। বেশ ইন্টারেস্টিং।
vai season two chai. it's an amazing experience. love you brother 🥰
আপনার ভিডিওর নোটিফিকেশন আসা মাত্রই আমি আপনার ভিডিও দেখি আমি আপনার ফ্যান.!!❤❤
Thank you bhaia
bhaia, tomar gardening dekhe ami bohut motivate hoisi... ei Canaday amra onek try kori morich-tomato egula lagate, ekbari khali successful hoisilam... but abar try korbo tomar theory apply kore... thanks for the video :)
Pura 1 hour 4 minutes without skip dekhsi.. The reason is I love to see you and listen your thoughts.💜
Thanks bhaia, I really appreciate it.