North Sikkim এর এমন tour schedule আমার জীবনে প্রথম। Tour & Photography র সূত্রে দু বার North Sikkim ঘুরেছি, কিন্তু নিজের ভ্রমনে ও ছবিতেও এমন details কখনো পাই নি । বিশেষত Yumthung valley র এমন অপার সৌন্দর্য, Goat ও রাত্রিবাসের অভিজ্ঞতা সত্যিই মন ছুঁয়ে গেলো। পরবর্তীতে যাওয়ার সময় আপনার শরণম্পন্ন হবো কিন্তু নিশ্চিতভাবে 🙏। অনেক অনেক ধন্যবাদ ।।
বেশিরভাগ youtuber প্রকৃতির বদলে নিজেদেরকে বেশি ক্যামেরাবন্দি করে থাকে কিন্তু আপনি সর্বদাই নিজের বদলে প্রকৃতিকে ক্যামেরা বন্দি করে থাকেন যেটা সত্যি খুব দারুন লাগে ভালো থাকবেন আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের উপহার দিতে থাকবেন ❤
সত্যিই অদ্ভুত সুন্দর জায়গা এই উত্তর সিকিম.....বেশ কয়েক বার গেছি কিন্তু দৃশ্য দেখে দেখে মন যেন আর ভরে না....আর সেই সঙ্গে মন ছুঁয়ে যাওয়া উপস্থাপনা......
এরকম ভিডিও আরো চাই সে পুরোনো হোক ক্ষতি নেই, পুরনোকে নতুনভাবে উপস্থাপনা তেও একটা আলাদা অনুভূতি আছে আপনার ভিডিওতে।❤ আপনি যদি ডুয়ার্সের আগের ভিডিও গুলো নিয়ে যদি এরকম একটা ভিডিও করেন খুব খুশি হবো😊 আর 52 সপ্তাহে 52 টা জায়গা না হলেও 52 টা নতুন ভিডিও হলেও খুব খুশি হব আমরা।
আহা অপূর্ব বড়ই সুন্দর জায়গা দেখলাম মনটা ভরে গেল নাম না জানা কত রকমের ফুল দারুন লাগল বলার মতো কোনও ভাষা নেই অসাধারণ দৃশ্য প্রকৃতির এতো সুন্দর রূপ সত্যি মুগ্ধ হয়ে গেলাম যাই বলবো সেটা কম বলা হবে
একবার গাড়ির গন্ডগোল হওয়ায় গ্যাংটক থেকে আর লাচুং, লাচেন যাওয়া হয়নি। গাড়ি আমাদেরকে নিতে আসতে বেলা 2 টা বাজিয়ে দিয়েছিল। তাই হোটেল ম্যানেজার এর পরামর্শে আর উত্তর সিকিম যাওয়া হয়নি। তবে যাওয়ার খুবই ইচ্ছা আছে। আপনার ভিডিও গুলো আজকাল কম দেখা হচ্ছে। এই ভিডিওটা খুব সুন্দর উপস্থাপন হয়েছে। এই কদিনে আপনার তিন চারটে ভিডিও দেখলাম তার মধ্যে এটা খুবই উচ্চ মানের।
সিকিম গিয়েছি কিন্তু এই জায়গা যাইনি অসাধারণ দৃশ্য প্রকৃতির যা সুন্দর করে দেখালেন আর যাবার দরকার নেই মনটা ভীষণ আনন্দ লাগে আহা কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য বারবার আগে পরে করে দেখি দেখতে দেখতে মনে হয় ওইখানে চলে গেছি মনকে সুস্থ রাখার জন্য অবশ্যই দরকার ভিডিও দেখো পাহাড় ঝর্ণা
পর্দার আড়ালে থেকে এতো সুন্দর উপস্থাপনা অসাধারন লাগে... যা আপনাকে অন্যান্য ইউটিউবারের থেকে আলাদা করে... অনেক দিন থেকেই আপনার ভিডিও দেখি... মুগ্ধ হই... Music ও cinematography খুব ভালো করেন আপনি... যেন একজন কম কথা বলা মানুষ নিজের অনেক না বলা কথা বলছে.. আপনার ভিডিও দেখলে তেমনি মনে হয়
২০০+ ভিডিও দেখছি নর্থ সিকিমের। তবে আপনার মত এতো সুন্দর করে কেউ দেখানি আগে কখনো, বাংলাদেশ থেকে এই ভাইয়ের ভালবাসা নিবেন 💙🇧🇩❣️ আমার স্বপ্নে জায়গা সিকিম, ইচ্ছা আছে আপনার মত করেই এইভাবে সিকিম কে দেখা, 💚
অকল্পনীয়,নৈসর্গিক...কবে যেতে পারবো জানি না তবে ফাটিয়ে দিয়েছেন... চালিয়ে যান,আরো চোখ মন জুড়িয়ে যাওয়া মুহূর্ত আমাদের উপহার দিয়ে যান এভাবেই.... ভালো থাকবেন।❤
Darun.....2015 ta lachung ..Yumthang valley ghura asachi......asadharon 2023 ta viral scope a Roshan Rai er songa silk route....rolep ghura alam....darun.....ar Roshan khub valo manus Thanks....shantanu
প্রায় চল্লিশ বছর হিমালয়ে হাঁটছি।এখন বিরতি। লাচুং শুটিং আর বেড়ানো নিয়ে বার দশেক ।বুঝতে পারলাম না, lachung টা কি করে হটাৎ সুইজারল্যান্ড হয়ে গেলো? আপনার হাত আর চোখের জন্য?lachung সত্যিই অসাধারণ,তার ওপর আপনার তুলি!!!ভুলি কেমনে? একটা অনুরোধ,ছোট্ট করে একবার হর কি দুন টা ট্রেক করে আসুন। ছোট্ট ট্রেক,মন ভরে যাবে।আমাদেও স্বাদ বদল হবে।খুব খুব ভালো থাকবেন।❤❤
খুব সুন্দর। আমি শেষ গেছিলাম জুন ২০১৭। গুরুদোঙ্গমার এর অসাধারণ ভিউ পেয়েছিলাম। গেছিলাম গ্যাঙটকের লর্ডস ট্যুর এন্ড ট্রাভেলস এর প্যাকেজে। ড্রাইভার ছিলো পেম্পা নামের একটি অল্পবয়সী যুবক। অসাধারণ ড্রাইভার,ব্যবহার এবং ড্রাইভিং।। আর উপরি পাওনা পথে ল্যণ্ডস্লাইড এবং ঝিরঝিরে বৃষ্টিতে ভয়ঙ্কর লাচেন চু।। অবিস্মরণীয় স্মৃতি। তখন টানেল এর কাজ চলছে। সাথে ছিলো বরফ ঢাকা দুধসাদা জিরোপয়েন্ট। দারুণ হয়েছে ভিডিও।
অসাধারণ লাগলো ভিডিওটি। উঃ সিকিম ভ্রমনের সৃতি ফিরে পেলাম। অনেক নুতন জায়গা দেখলাম আপনার ভিডিওতে। ভাইরাল স্কোপের ভিডিও এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। ভালো থাকবেন।
অকল্পনীয়,নৈসর্গিক.. পর্দার আড়ালে থেকে এতো সুন্দর উপস্থাপনা অসাধারন লাগে... যা আপনাকে অন্যান্য ইউটিউবারের থেকে আলাদা করে... অনেক দিন থেকেই আপনার ভিডিও দেখি... মুগ্ধ হই... Music ও cinematography খুব ভালো করেন আপনি... যেন একজন কম কথা বলা মানুষ নিজের অনেক না বলা কথা বলছে.. আপনার ভিডিও দেখলে তেমনি মনে হয় ,কবে যেতে পারবো জানি না । উঃ সিকিম ভ্রমনের সৃতি ফিরে পেলাম। অনেক নুতন জায়গা দেখলাম আপনার ভিডিওতে। ভাইরাল স্কোপের ভিডিও এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। সিকিম গিয়েছি কিন্তু এই জায়গা যাইনি অসাধারণ দৃশ্য প্রকৃতির যা সুন্দর করে দেখালেন মনটা ভীষণ আনন্দ লাগে আহা কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য বারবার আগে পরে করে দেখি দেখতে দেখতে মনে হয় ওইখানে চলে গেছি ,সত্যিই অপূর্ব অতুলনীয়। ভালো থাকবেন।
Wonderful video. Darun.... bandha chake na ghure nijer moto kare sajiye niye tour plan ta apurba laglo. Jadi tour cost ta jante pari khub bhalo hai. Apnar moto kare jawar ichha thaklo....
ইয়ুমথাং গিয়েছি ১ম বার '৯১সালে। ভ্যালি তে গোটে ছিল একটি মাত্র। রেস্ট হাউসে রাত্রি যাপন করে পরের দিন ভ্যালি ঘোরানো হত তখন। ক্যাপ্টেন শেখর দত্তের তত্বাবধানে ট্যুর অপারেট হতো তখন। প্রায় ভার্জিন স্পট তখন ইয়ুমথাং। আর গুরুদোংমার গিয়েছি ১২ বছর হলো। এ পথে থাঙ্গুর পর অনেক সেনাবাহিনীর বাঙ্কার দেখেছি, শুনেছি বোফর্স কামানের গর্জন। তবে শান্তনুর ক্যামেরা যেভাবে হরিণ আর ইয়াকের দল ধরেছে অসাধারণ লাগলো। প্রচুর ছবি দেখে মনটা সত্যিই গেয়ে উঠলো - 'এ পথে আমি যে, গিয়েছি ২/১বার '। ভালো থাকুন ভাই, ছবি ব্লগ আমাদের আবিষ্ট করে রাখুক।
অসাধারণ দৃশ্য তুলে ধরেছেন আপনার ক্যামেরায়। তবে আরও কয়েকটি তথ্যের অভাব অনুভব করেছি, যেমন প্রত্যেকটা জায়গার উচ্চতা, উচ্চতা জনিত সমস্যা মেটানোর উপায় বা সাবধানতা পারমিটের প্রয়োজন আছে কি না ইত্যাদি! আবার অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও পরিবেশনের জন্য।
North Sikkim is a very beautiful place...I have visited number of times... still love to revisit...In one word it's a PARADISE 👌🏻👌🏻 The people say about North Sikkim the lesser it would be... Your presentation is wonderful...and makes the scenario more beautiful...I would like to suggest you to visit Palmajua...in Darjeeling..and make a video
North Sikkim er upor anek blog dekhechi, eti akdom ovinovo.Ami dubar North Sikkim gachi, akhon o Gurudongmar dakha hoe ni. Tobe Thangu valley te je thakar ato sundar arrangement ache age jana chilo na.
খুব ভালো ভিডিও, আমি আপনার ভিডিও দেখে একাই ঘুরি কিন্তু আপনার ভিডিও সাথে থাকায় একা মনে হয়না, মনে হয় আপনিও সাথে আছেন । আপনার আগের ভিডিও দেখে পরিকল্পনা করেছিলাম নভেম্বর মাসে নর্থ সিকিম যাব কিন্তু ওই মাসেই পরিক্ষা পড়েছে তাই প্ল্যান বাতিল করতে হল। আপনার ভিডিও দেখে দার্জিলিং ঘুরে এলাম একাই, ঠিক তেমনি যেমন আপনি ভিডিওতে দেখিয়েছেন, অতিরিক্ত রঙ মাখানো নায়। ❤❤❤❤
Apnar travel blog gulo khub sundar..background music tar theke besi sundar..apnar blog dekhar por nijeke r aatkaona jaina.mone hoi kokhon chuthe jai sei jaiga gulo k dekhar inno.
আপনার হাতের ছোঁয়া ক্যামেরার চোখ অসাধারণ আমি এই ছোঁয়া দেখতে চাই কাশ্মীরের বাগিচা ঝরনা পাহাড় নদীতে মন আমার ব্যাকুল হয়ে রইল কবে দেখতে পাবো বলুন কাশ্মীরকে নতুন চোখে
খুব সুন্দর জায়গা খুব ভালো লাগলো।আমি আজকে palling South a এসেছি। আপনার কাছে অনুরোধ করছি যদি বলেন কোথায় ঘুমাবো খুব ভালো হয়। ভালো থাকবেন আর আরও ভিডিও দেবে না। আমি আপনার ভিডিও দেখি।
শান্তনু বাবু একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। নর্থ সিকিম টুর হয় সাধারণত প্যাকেজে। আপনি যেভাবে ঘুরছেন সেটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? খরচের একটা বাজেট দিলে খুব ভালো হতো। ধন্যবাদ। অসাধারণ আপনার ভিডিওগ্রাফি। উপস্থাপনা একদম অন্যরকম ।
দু চোখ ভরে দেখলাম দাদা আপনার ভিডিও, প্রকৃতি এত সুন্দর ঘুরে দেখার মন ভাগ্য নেই তেমন, তবে দার্জিলিং সিকিম যাওয়ার আশা মনে অনেক দিন থেকে, কেমন খরচ হবে দাদা একটু জানাবেন, বাংলাদেশ থেকে
North Sikkim এর এমন tour schedule আমার জীবনে প্রথম। Tour & Photography র সূত্রে দু বার North Sikkim ঘুরেছি, কিন্তু নিজের ভ্রমনে ও ছবিতেও এমন details কখনো পাই নি ।
বিশেষত Yumthung valley র এমন অপার সৌন্দর্য, Goat ও রাত্রিবাসের অভিজ্ঞতা সত্যিই মন ছুঁয়ে গেলো।
পরবর্তীতে যাওয়ার সময় আপনার শরণম্পন্ন হবো কিন্তু নিশ্চিতভাবে 🙏।
অনেক অনেক ধন্যবাদ ।।
বেশিরভাগ youtuber প্রকৃতির বদলে নিজেদেরকে বেশি ক্যামেরাবন্দি করে থাকে কিন্তু আপনি সর্বদাই নিজের বদলে প্রকৃতিকে ক্যামেরা বন্দি করে থাকেন যেটা সত্যি খুব দারুন লাগে
ভালো থাকবেন আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও আমাদের উপহার দিতে থাকবেন ❤
প্রকৃতি যেন সব কিছু ঢেলে দিয়েছে এই North Sikkim কে ❤❤❤ জীবনে অন্তত একবার যাওয়া উচিৎ ..স্বর্গ বললেও ভুল হবে না ❤❤❤
একদম
But government aro bhalo kore guchiye rakhte pare... Foreign er moto vibe ase na.
সত্যিই অদ্ভুত সুন্দর জায়গা এই উত্তর সিকিম.....বেশ কয়েক বার গেছি কিন্তু দৃশ্য দেখে দেখে মন যেন আর ভরে না....আর সেই সঙ্গে মন ছুঁয়ে যাওয়া উপস্থাপনা......
এরকম ভিডিও আরো চাই সে পুরোনো হোক ক্ষতি নেই, পুরনোকে নতুনভাবে উপস্থাপনা তেও একটা আলাদা অনুভূতি আছে আপনার ভিডিওতে।❤
আপনি যদি ডুয়ার্সের আগের ভিডিও গুলো নিয়ে যদি এরকম একটা ভিডিও করেন খুব খুশি হবো😊
আর 52 সপ্তাহে 52 টা জায়গা না হলেও 52 টা নতুন ভিডিও হলেও খুব খুশি হব আমরা।
আহা অপূর্ব বড়ই সুন্দর জায়গা দেখলাম মনটা ভরে গেল নাম না জানা কত রকমের ফুল দারুন লাগল বলার মতো কোনও ভাষা নেই অসাধারণ দৃশ্য প্রকৃতির এতো সুন্দর রূপ সত্যি মুগ্ধ হয়ে গেলাম যাই বলবো সেটা কম বলা হবে
একবার গাড়ির গন্ডগোল হওয়ায় গ্যাংটক থেকে আর লাচুং, লাচেন যাওয়া হয়নি। গাড়ি আমাদেরকে নিতে আসতে বেলা 2 টা বাজিয়ে দিয়েছিল। তাই হোটেল ম্যানেজার এর পরামর্শে আর উত্তর সিকিম যাওয়া হয়নি। তবে যাওয়ার খুবই ইচ্ছা আছে। আপনার ভিডিও গুলো আজকাল কম দেখা হচ্ছে। এই ভিডিওটা খুব সুন্দর উপস্থাপন হয়েছে। এই কদিনে আপনার তিন চারটে ভিডিও দেখলাম তার মধ্যে এটা খুবই উচ্চ মানের।
সিকিম গিয়েছি কিন্তু এই জায়গা যাইনি অসাধারণ দৃশ্য প্রকৃতির যা সুন্দর করে দেখালেন আর যাবার দরকার নেই মনটা ভীষণ আনন্দ লাগে আহা কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য বারবার আগে পরে করে দেখি দেখতে দেখতে মনে হয় ওইখানে চলে গেছি মনকে সুস্থ রাখার জন্য অবশ্যই দরকার ভিডিও দেখো পাহাড় ঝর্ণা
প্রকৃতিকে এত নিবিড়ভাবে উন্মোচন করতে খুব কম মানুষই পারে, সত্যিই অপূর্ব অতুলনীয়।
পর্দার আড়ালে থেকে এতো সুন্দর উপস্থাপনা অসাধারন লাগে... যা আপনাকে অন্যান্য ইউটিউবারের থেকে আলাদা করে...
অনেক দিন থেকেই আপনার ভিডিও দেখি...
মুগ্ধ হই...
Music ও cinematography খুব ভালো করেন আপনি...
যেন একজন কম কথা বলা মানুষ নিজের অনেক না বলা কথা বলছে.. আপনার ভিডিও দেখলে তেমনি মনে হয়
💗
হে সুন্দর প্রকৃতি তোমার রুপে পুলকিত মন। স্রষ্টা নিজের মতো করে তৈরি করে ন তার অপরুপ চিত্র। ❤️❤️🌹🌺♥️
Butiful, Darun Darun,man ta khub bhalo hoya jai apnar Vlog dakhle,💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আরও একটা অপূর্ব ভিডিও 👍🏻 excellent, বার বার দেখতে ইচ্ছে করে।
২০০+ ভিডিও দেখছি নর্থ সিকিমের। তবে আপনার মত এতো সুন্দর করে কেউ দেখানি আগে কখনো,
বাংলাদেশ থেকে এই ভাইয়ের ভালবাসা নিবেন 💙🇧🇩❣️
আমার স্বপ্নে জায়গা সিকিম, ইচ্ছা আছে আপনার মত করেই এইভাবে সিকিম কে দেখা, 💚
অজস্র ধন্যবাদ আপনাকে
Very good and informative vlog , done with details …amazing videography 👍
অকল্পনীয়,নৈসর্গিক...কবে যেতে পারবো জানি না তবে ফাটিয়ে দিয়েছেন... চালিয়ে যান,আরো চোখ মন জুড়িয়ে যাওয়া মুহূর্ত আমাদের উপহার দিয়ে যান এভাবেই.... ভালো থাকবেন।❤
Darun.....2015 ta lachung ..Yumthang valley ghura asachi......asadharon
2023 ta viral scope a Roshan Rai er songa silk route....rolep ghura alam....darun.....ar Roshan khub valo manus
Thanks....shantanu
প্রায় চল্লিশ বছর হিমালয়ে হাঁটছি।এখন বিরতি। লাচুং শুটিং আর বেড়ানো নিয়ে বার দশেক ।বুঝতে পারলাম না, lachung টা কি করে হটাৎ সুইজারল্যান্ড হয়ে গেলো? আপনার হাত আর চোখের জন্য?lachung সত্যিই অসাধারণ,তার ওপর আপনার তুলি!!!ভুলি কেমনে?
একটা অনুরোধ,ছোট্ট করে একবার হর কি দুন টা ট্রেক করে আসুন। ছোট্ট ট্রেক,মন ভরে যাবে।আমাদেও স্বাদ বদল হবে।খুব খুব ভালো থাকবেন।❤❤
অনেক ধন্যবাদ আপনাকে
Ato sundor! Kobe jete parbo jani na..khub icche ache jabar ..ato sundor vlog upohar deyar jnno ank dhonnobad
Watched this video silently. But I praise it loudly for your inimitable style of presentation and videography.
কমেন্ট কি করবো বুঝতে পারি না,এক কথায় অসাধারণ।।
খুব সুন্দর। আমি শেষ গেছিলাম জুন ২০১৭। গুরুদোঙ্গমার এর অসাধারণ ভিউ পেয়েছিলাম। গেছিলাম গ্যাঙটকের লর্ডস ট্যুর এন্ড ট্রাভেলস এর প্যাকেজে। ড্রাইভার ছিলো পেম্পা নামের একটি অল্পবয়সী যুবক। অসাধারণ ড্রাইভার,ব্যবহার এবং ড্রাইভিং।। আর উপরি পাওনা পথে ল্যণ্ডস্লাইড এবং ঝিরঝিরে বৃষ্টিতে ভয়ঙ্কর লাচেন চু।।
অবিস্মরণীয় স্মৃতি। তখন টানেল এর কাজ চলছে। সাথে ছিলো বরফ ঢাকা দুধসাদা জিরোপয়েন্ট।
দারুণ হয়েছে ভিডিও।
Apner uposthapono monomugdhokor osadharon opurbo. Valo thakben
অসাধারণ লাগলো ভিডিওটি। উঃ সিকিম ভ্রমনের সৃতি ফিরে পেলাম। অনেক নুতন জায়গা দেখলাম আপনার ভিডিওতে। ভাইরাল স্কোপের ভিডিও এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। ভালো থাকবেন।
আগেও গেছি এই জায়গাতে, কিন্তু আপনার চোখে দেখতে যেন খুবই আলাদা।❤❤
Dada 2mr cinematography, shots presentation just osadharon❤
এককথায় অসাধারণ একটি ব্লগ। নর্থ সিকিমকে নতুন করে দেখলাম।
ভীষণ ভালো লাগলো ঈশ্বর তোমার মঙ্গল করুন
Sotti atto sundor Sikkim swargo ❤❤ ar akta kotha abaro apnar chokh diye dakhlm photography asadharon excellent superb mind blowing 😊❤❤😊👌🙏
খুব ভালো লাগলো👍👌
অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পেলাম❤
আপনার ভিডিও তে এক অন্য মাত্রায় প্রাণ আছে❤ এভাবেই এগিয়ে যান আর আমাদের এভাবেই সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে যান❤ Best wishes ❤️
অসংখ্য ধন্যবাদ আপনাকে
খুব ভালো ফটোগ্রাফি। তথ্যপূর্ণও বটে।
অকল্পনীয়,নৈসর্গিক.. পর্দার আড়ালে থেকে এতো সুন্দর উপস্থাপনা অসাধারন লাগে... যা আপনাকে অন্যান্য ইউটিউবারের থেকে আলাদা করে...
অনেক দিন থেকেই আপনার ভিডিও দেখি...
মুগ্ধ হই...
Music ও cinematography খুব ভালো করেন আপনি...
যেন একজন কম কথা বলা মানুষ নিজের অনেক না বলা কথা বলছে.. আপনার ভিডিও দেখলে তেমনি মনে হয় ,কবে যেতে পারবো জানি না । উঃ সিকিম ভ্রমনের সৃতি ফিরে পেলাম। অনেক নুতন জায়গা দেখলাম আপনার ভিডিওতে। ভাইরাল স্কোপের ভিডিও এক অনন্য অনুভূতির সৃষ্টি করে। সিকিম গিয়েছি কিন্তু এই জায়গা যাইনি অসাধারণ দৃশ্য প্রকৃতির যা সুন্দর করে দেখালেন মনটা ভীষণ আনন্দ লাগে আহা কি অপরূপ প্রাকৃতিক দৃশ্য বারবার আগে পরে করে দেখি দেখতে দেখতে মনে হয় ওইখানে চলে গেছি ,সত্যিই অপূর্ব অতুলনীয়। ভালো থাকবেন।
💐💐💐
Sir, aapnar vlog dekhte khub pochondo kori. Ami.
Aapni ato sundor description den jeno mone hoi ami tour korchi. Ami aapnak dekhte chai
Khub sundar upasthapana. Chalie jao.
Khub khub valo laglo. Darun photography ‐ khub sundar, mon vore galo. Namaskar.
Thank you so much
সত্যিই অসাধারণ....complete tour এর খরচ এর ব্যাপারে একটু আইডিয়া দিলে ভালো হয়
আমারও জানার ইচ্ছে..
আমার দেখা অনেক vlog এর মধ্যে অন্যতম ,অপূর্ব। ভাই আরো vlog আমাদের উপহার দিও
অসাধারণ, একদম মন ভরে গেলো।
Daaruuunnnn❤❤❤❤puro 27 minute dhore jeno tomar sathe gota tour ta korlam 😘😘😘
Vlog dakhar agai like dilam
Beautiful presentation of amazing landscapes from North Sikkim, so mesmerizing. Thank you for bringing such addictive videos Santanu Babu.
So nice of you
অসাধারণ... মন ভালো করে দিলেন
Aapka voice bahut pyara hai
Awer dristi bahut imandar hai
Gorkhey salam sir ji
Thanks a million Sir 🙏🏼💝
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন r অপেক্ষায় রইলাম পরের ব্লগের
অনেক ধন্যবাদ আপনাকে
Wonderful video. Darun.... bandha chake na ghure nijer moto kare sajiye niye tour plan ta apurba laglo. Jadi tour cost ta jante pari khub bhalo hai. Apnar moto kare jawar ichha thaklo....
Apnar travel vlog er ami akjon gunomugdho bhokto... onek onuprerona pai apnar kaj dekhe
Thanks a bunch
Asadharon hoyechee vlog ta....
Thank u dada
শুভ সকাল। এই দৃশ্যগুলি তোমার নর্থ সিকিম এর ভিডিওগুলি তে দেখেছি।তুমি যেইসব জায়গায় রাত্রিবাস করতে বলেছ,সেইসব জায়গায় অক্সিজেন এর খুব অভাব।
লাচুং-লাচেং-গুরুদংমার গেছি কিন্ত শান্তনু বাবুর চোখ দিয়ে দেখার অনুভূতিটাই আলাদা। সুতরাং শান্তনু বাবু জিন্দাবাদ।।
Gurudongmar e khub sorir kharap kore sunechhi
Different kind of north sikkim vdo. Good.
এর সবগুলো video আলাদা আলাদা করে আগে দেখেছি. তাও এটা পুরোটা দেখলাম.
Apurba darun dadavai❤❤❤❤❤❤
❤surely wit tes kind of picturesque landscapes, one will become either a poet, an artist or a romantic writer...paka🎉 phenomenal..u rock
Surely. Or a philosopher 😊
ইয়ুমথাং গিয়েছি ১ম বার '৯১সালে। ভ্যালি তে গোটে ছিল একটি মাত্র। রেস্ট হাউসে রাত্রি যাপন করে পরের দিন ভ্যালি ঘোরানো হত তখন। ক্যাপ্টেন শেখর দত্তের তত্বাবধানে ট্যুর অপারেট হতো তখন। প্রায় ভার্জিন স্পট তখন ইয়ুমথাং। আর গুরুদোংমার গিয়েছি ১২ বছর হলো। এ পথে থাঙ্গুর পর অনেক সেনাবাহিনীর বাঙ্কার দেখেছি, শুনেছি বোফর্স কামানের গর্জন। তবে শান্তনুর ক্যামেরা যেভাবে হরিণ আর ইয়াকের দল ধরেছে অসাধারণ লাগলো। প্রচুর ছবি দেখে মনটা সত্যিই গেয়ে উঠলো - 'এ পথে আমি যে, গিয়েছি ২/১বার '। ভালো থাকুন ভাই, ছবি ব্লগ আমাদের আবিষ্ট করে রাখুক।
আর লাচেন, লাচুং তখন কেমন ছিল?
❤🎉❤🎉❤🎉 Have Good News. Sikkim, North East India. SIKKIM - Paradise.
লাস্ট ডিসেম্বরে গেছিলাম ...ছবির মতো সুন্দর north sikkim... ❤
খুব ভালো লাগলো পাহাড় বরফ
Onak kushi ami aj prothom love you dada ❤❤❤😊🤗 somrat Bangladesh
Thank you so much 😊
এক কথায় অসাধারণ একটি ভিডিও দেখলাম 👌❤
অনেক অনেক ধন্যবাদ
অসাধারণ দৃশ্য তুলে ধরেছেন আপনার ক্যামেরায়। তবে আরও কয়েকটি তথ্যের অভাব অনুভব করেছি, যেমন প্রত্যেকটা জায়গার উচ্চতা, উচ্চতা জনিত সমস্যা মেটানোর উপায় বা সাবধানতা পারমিটের প্রয়োজন আছে কি না ইত্যাদি! আবার অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও পরিবেশনের জন্য।
Superb work..I saw the entire video. Carry on
Thank you so much 😀
@@Viral_Scope what is the package cost ?
অসাধারণ ।
Excellent santonu, khub useful changu lake er modhe nei.
Thank you . Chhangu Lake East Sikkim a tai akhane rakhi ni
It's a very mature, compact and captivating presentation.
Thanks to you Mr. Santanu.
My pleasure
North Sikkim is a very beautiful place...I have visited number of times... still love to revisit...In one word it's a PARADISE 👌🏻👌🏻 The people say about North Sikkim the lesser it would be... Your presentation is wonderful...and makes the scenario more beautiful...I would like to suggest you to visit Palmajua...in Darjeeling..and make a video
Khub sundor laglo.
Thank u
North Sikkim er upor anek blog dekhechi, eti akdom ovinovo.Ami dubar North Sikkim gachi, akhon o Gurudongmar dakha hoe ni. Tobe Thangu valley te je thakar ato sundar arrangement ache age jana chilo na.
Dream destination ❤❤
Dada tomar tour porikolpona anujai per head koto porbe....
R ha,, Time-lapse gulo oshadharon❤❤
Dada, darun 👌
এক কথায় অসাধারণ ❤
খুব ভালো ভিডিও, আমি আপনার ভিডিও দেখে একাই ঘুরি কিন্তু আপনার ভিডিও সাথে থাকায় একা মনে হয়না, মনে হয় আপনিও সাথে আছেন । আপনার আগের ভিডিও দেখে পরিকল্পনা করেছিলাম নভেম্বর মাসে নর্থ সিকিম যাব কিন্তু ওই মাসেই পরিক্ষা পড়েছে তাই প্ল্যান বাতিল করতে হল। আপনার ভিডিও দেখে দার্জিলিং ঘুরে এলাম একাই, ঠিক তেমনি যেমন আপনি ভিডিওতে দেখিয়েছেন, অতিরিক্ত রঙ মাখানো নায়। ❤❤❤❤
💗🙏🏼
Apnar travel blog gulo khub sundar..background music tar theke besi sundar..apnar blog dekhar por nijeke r aatkaona jaina.mone hoi kokhon chuthe jai sei jaiga gulo k dekhar inno.
🙏🏼🙏🏼🙏🏼
এককথায় , অসাধারণ 🙏
Apni abar jite gelen.adbhut
🥰🥰
Very nice 👍 and informative...!!!!
Thanks a lot
Darun 🎉❤
আপনার হাতের ছোঁয়া ক্যামেরার চোখ অসাধারণ আমি এই ছোঁয়া দেখতে চাই কাশ্মীরের বাগিচা ঝরনা পাহাড় নদীতে মন আমার ব্যাকুল হয়ে রইল কবে দেখতে পাবো বলুন কাশ্মীরকে নতুন চোখে
খুব সুন্দর জায়গা খুব ভালো লাগলো।আমি আজকে palling South a এসেছি। আপনার কাছে অনুরোধ করছি যদি বলেন কোথায় ঘুমাবো খুব ভালো হয়। ভালো থাকবেন আর আরও ভিডিও দেবে না। আমি আপনার ভিডিও দেখি।
Excellent presentation 👍
Many thanks
Durdanto❤
❤ অসাধারণ ❤
Apnar video guli te ekta odvut shanti ache...
Excellent photography and video
Glad you enjoyed it
শান্তনু বাবু একটা কথা খুব জানতে ইচ্ছে করছে। নর্থ সিকিম টুর হয় সাধারণত প্যাকেজে। আপনি যেভাবে ঘুরছেন সেটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? খরচের একটা বাজেট দিলে খুব ভালো হতো।
ধন্যবাদ। অসাধারণ আপনার ভিডিওগ্রাফি। উপস্থাপনা একদম অন্যরকম ।
DADA OSADHARON LAGLO
Amazing click❤
April e eyrokom flower r snow dekhte paoa jabe?
march end e ki gurudongmar jaoa possible ?
Yumthang theke nanan trek er ullekh korlen, jodi trek gulir naam janate paren khub bhalo hoy.
November end jachhi snow pawa jbe?
Nice work.
Have you booked the travel package online ?
Any website ?
What is the name of the background music?
Dada khub sundor presentation and package. Eta ki apni customized korechen? Na tour operators package?
Tour operator k jemon bolben temon vabei kore debe
20:31 Yumthang ভ্যালিতে থাকার জন্য যে বাড়িটির কথা উল্লেখ করলেন, তার নাম ও ফোন নম্বর পাওয়া যেতে পারে ?
দু চোখ ভরে দেখলাম দাদা আপনার ভিডিও, প্রকৃতি এত সুন্দর ঘুরে দেখার মন ভাগ্য নেই তেমন, তবে দার্জিলিং সিকিম যাওয়ার আশা মনে অনেক দিন থেকে, কেমন খরচ হবে দাদা একটু জানাবেন, বাংলাদেশ থেকে
apnar photography skill khb bhalo
Very nice video Dada
Breathtaking
Thank you so much
😢😢😅😮
Ami..e 1st dekha suru korlam ...sombar ta robibar hoye gelo sokal sokal
Thanks a lot