৯০ দশকের ছেলেমেয়েরা জানে তাদের শৈশব কৈশোর কি ছিলো। তারা জানে তাদের জীবন থেকে কত মূল্যবান কিছু হারিয়ে গেছে। এখনকার আধুনিক যুগের ছেলেমেয়েরা সেই অনুভূতিগুলো কি কখনো জানবেও না বুঝবেও না।
ছোটো বেলা থেকে গান গুলো শুনে শুনে বড় হয়েছি আজও শুনছি।মনে হছে কিশোর জীবনএ ফিরে এসেছি।ভাবতেও পারিনি এই কালজয়ী গানগুলো মোবাইলে পাব,একটা সময় ছিল যখন ক্যাসেট কিনে গান শুনতে হত।❤️❤️সেই দিন গুলি আর ফিরে আসবে?? অনেক অনেক ধন্যবাদ শাফিন ভাইয়া এবং আপনার মাইলস্ টিম কে❤️🧡💛এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য ☺️☺️😊
এখন ২০২২ সাল চলছে অথচ এই গান তার সজীবতা ধরে রেখেছে ঠিক আগের মতই। নব্বই দশকে যখন গানটি বের হয় তখন শোনার সৌভাগ্য না হলেও আমি ভাগ্যবান এই যুগে হাজারো অবান্তর লিরিক্সের ভিড়ে এই গানটি শুনতে পারছি। বাংলাদেশের ব্যান্ড সংগীতে মাইলস আমার অন্যতম একটি পছন্দের ব্যান্ড। সমবেদনা জানাই তাদের যাদের এখনো এই কালজয়ী গানটি শোনা হয় নি৷
পাগলের মত এই গান খুজেছি, প্রায় ২০ বছর। ধন্যবাদ যিনি আপলোড করছেন।তখনও বাংলা গানের রাজত চলত হিন্দি গানের বিপক্ষে। আজ অনেক বাংলা গানের লিজেন্ড চলে গেছে অন্য ভুবনে।
'অকারণ অভিমানে তুমি চলে যেওনা, মায়াবী এই বাধন ছিড়ে দূরে সরে যেওনা'। That's define the childhood of 90s Bangladeshi kids. Just can't get back my childhood, can I? 😍😍😍
২০১০ সালের দিকে ইন্টার শেষ করে ঢাকা গেছিলাম ভার্সিটির কোচিং করার জন্য। শাওন, শিমুল, চয়ন, রাসেল সহ আমরা রাজারবাজারে থাকি আর ফার্মগেটে কোচিং করি৷ তখন ইন্টারনেট অত এভেইলেবল ছিল না। আর ডেটার খরচও অনেক বেশি এইজন্য মেমোরি কার্ডে পছন্দের গান ডাওনলোড করে রাখতাম। সারা দিন-রাত সেই গানগুলা ঘুরেফিরে বাজাই। ছোটবেলা থেকেই ব্যান্ড মিউজিকের সাথে পরিচয় ছিল বইলা মোবাইলের আধা মেমোরিতে থাকতো হিন্দি আর বাকীটাতে নগরবাউল, আর্টসেল, এলআরবি, শিরোনামহীন, মাইলস ইত্যাদি। এদের মাঝে জেমস, তুহিন, শাফিন আহমেদ আর আইয়ুব বাচ্চু শুনে শুনে এদের পুরাপুরি ফ্যান হয়ে গেছি অলরেডি। এখনও মনে আছে, হাসিমুখ দিয়ে সকাল শুরু হতো আর সেই তুমি দিয়ে রাত শেষ হতো। অথবা ভালবেসে চলে যেও না, এক নদী যমুনা, নীলা, ফিরিয়ে দাও, গুরু, ইচ্ছে ঘুড়ি এইসব গান সারাদিন ঘুরেফিরে বাজতো। একবার আর্মি স্টেডিয়ামে কন্সার্ট হবে খবর পেলাম। নগরবাউল, এলআরবি আর মাইলস গাইবে। তখন এমন অবস্থা যে কোথাও কন্সার্ট হবে বা সিনেপ্লেক্সে নয়া কোন ফিল্ম আসবে শুনলেই হইহই করে চলে গিয়েছি। কিভাবে যেন কন্সার্টের টিকিট পেয়ে গেলাম। এই পয়লা এত বড় আয়োজন। তাও কন্সার্টের একেবারে সামনে দিকে চলে গেলাম। একে একে জেমস, আইয়ুব বাচ্চু আর শাফিন আহমেদের গান শুনলাম। মনে আছে, তখন শীতকাল ছিল। সন্ধ্যার পর থেকে কনকনে ঠান্ডা নামে। কন্সার্টে যাবার উত্তেজনায় শীতের পোশাক না নিয়েই আর্মি স্টেডিয়ামে ঢুকেছি। ফলে সন্ধ্যা নামতেই শীতে কাপতে শুরু করি। এদিকে জেমসের গান শুরু হলে নাচতে নাচতে ঘামে শার্ট প্যান্ট ভেজাই৷ গান থামলেই ভেজা শার্ট আর ঠান্ডা মিলে আরও অধিক শীত লাগে। এমন এক বুনো অনুভূতি। গানের তালে তালে নাচি আর চিল্লাই। গলা ভেঙ্গে ব্যঙের মতো ঘোত ঘোত আওয়াজ বের হয় তবুও এত আনন্দ লাগতেছিল! সেই রাতে কন্সার্ট থেকে ফিরে এসে লাইভে শোনা গানগুলা আরও ভাল করে শুনি। অডিও গানগুলাকে এইবার অধিক আপন মনে হয়। এক বছর পরে ঢাকা ছেড়ে সিলেটে নতুন পরিবেশে আসলাম। ক্যাম্পাসের সামনে টিলা, গহীন জঙ্গল, নতুন বন্ধুবান্ধব। সন্ধ্যায় নিরালা টিলায় গিয়ে বসি আর গলা ছেড়ে গাই, নীলা তুমি কি চাও না, হারাতে ওই নীলিমায়, যেখানে তোমার আমার প্রেম মিলেমিশে এক হয়। একদিন আইয়ুব বাচ্চু হুট করে মরে গেল। কিযে খারাপ লাগলো। বাচ্চুর গানের সাথে তো শুধু কৈশোর না, শৈশবও জড়ায় ছিল। আরও বেশি কাদালে উড়াল দিব আকাশে, বলেই ভো দৌড় দিয়েছি দাড়িয়াবান্ধা খেলার সময়। সেই গানগুলা এখন আর শোনা হয় না অত। তবে নীলা এখনও শুনি। কদিন আগেই একা ঘরে এই গান গেয়ে রেকর্ড করে ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়েছি। কাল শুনলাম শাফিন আহমেদ হার্ট এটাক করে মরে গেল৷ এখন দেশের অবস্থা ভাল না। সারাদেশে ছাত্র আন্দোলন, খুন, রক্ত দেখে মন খুবই বিষণ্ণ হয়ে আছে। এমন সময় পছন্দের গায়কের মরার খবর শুনে অধিক বিষণ্ণ লাগলো। জোর গলায় তার গান গাইতে ইচ্ছা করছে। রাহিম ভাল মিউজিক বুঝে, ও বলতেছিল, মাইলসের মতো এনার্জেটিক আর গুড রিদমের ব্যান্ড দল কম আছে৷ এর অনেকটাই শাফিনের অবদান ছিল৷ শাফিন ভাল বেইজিস্ট হওয়ায় ওদের গানগুলাতে রিদম ভাল ছিল। বাংলা মিউজিকে শাফিনের অবদান অনেক অনেক বেশি৷ আদিওস ছোটবেলার মিউজিক ওস্তাদ।
আহা কতো সুন্দর সোনালী ছিলো আমাদের চাইলেও ফিরে যেতে পারবোনা সেই ফেলে আসা দিনগুলিতে,১৯৯৪ সাল ৭ম শ্রেনিতে পড়ি তখন থেকে এই গানের সাথে পরিচয় সেই থেকে শুনছি আজও শুনি, চোখ বন্ধ করলে সেই কৈশোরে ফিরে যাই, আহা কতো সুন্দর কৈশোর ছিলো 😥
@@nargisakther.64 Akhon kar generation jara shunche tara 90s er feel khokhonei pabe na. Live concert er moja, Proti Eid-e TV te band show dekha, eigulo new generation kokhono bujhbe na.
হঠাৎ সব এলোমেলো হয়ে গেলো। আর কথা দেখা একসঙ্গে হাটা খাওয়া হাসি কান্না কিছুই হবে না। ভালো থেকো সব সময়। 28-05-2023. সেই 30জুন 2021 এর রাতের কথা মনে পরে অনেক। যেদিন প্রথম কথা হয়েছিল 💔। দোয়া তোমার জন্য 🤲
মাত্রই কারফিউয়ের মধ্যে ল্যাপটপে সেভ থাকা শাফিন ভাইয়ের সাথে এক্সপোজের প্রেংকটি দেখছিলাম,দুইদিনের ব্যবধানে তার শোক সংবাদ শুনলাম😢😢😢 শাফিন ভাইয়ের জন্য সুরের জন্য...অনেক মিস করব😢 2:58 মায়াবী এই বাধন ছিড়ে তুমি চলে যেও না....😢
‘You made me indigent With heart rending tricks I am really distressed Without you at this time All the time I have been burning Inside of my heart Why did you tie me on that time? Although there was false hope Give back Give back my love Never let go the previous time Like this way Only you stayed wholly into my heart Why did you remove all the happiness? From this heart I have been burning all the time Lest I should lose you In vain for this egoism Don’t go away Don’t go far away after tearing apart my affection I have been burning all the time Lest I should lose you…
আমার মনের অতি প্রিয় কথা গুলো তোমরা বলে দিলে ।আর সেই কথা গুলো পড়ে পুরূনো দিনের কথা রোমন্থন করছি।হিদয়ের কোথায় যেন এক চাপা চিৎকার শুনতে পাচ্ছি ।ওফ আর একবার যদি সেই দিন গুলোতে ফিরতে পারতাম? কি যে স্বপ্ন ময় ক্ষনগুলো।
জীবনে যাই করেন, কাউকে 'ব্যবহার' কইরেন না! আপনার নিজের 'শান্তির' জন্য অন্য একটা মানুষ এর জীবন নষ্ট করে দিয়েন না! মানুষটা যখন বুঝে যাবে আপনি তাকে কখনো ভালোই বাসেন নাই, শুধু নিজের সুবিধার জন্য তাকে 'ব্যবহার' করেছেন, সে আর ঠিক থাকতে পারবে না! কাউকে 'ব্যবহার' করার মতো জঘন্য কাজ খুব কম’ই আছে! একা থাকেন, তাও কারো জীবন নষ্ট কইরেন না!🖤 Thanks 🌙
আমাদের ঝগড়া হয়েছে অনেক, একসাথে নেই প্রায় ২ মাস, আজ এই গানটা তাকে পাঠিয়েছি যেন বুঝতে পারে আমার ভেতরের ঝড়। কিচ্ছু চাই না, শুধু চাই সে যেন ফিরিয়ে দেয় আমার প্রেম!
১৯৯৩ সাল ছিল কি সময়? ঐ বছর এস এস সি পাশ করেছি। এর সাথে মাইলসের 'প্রত্যাশা' এ্যালবাম বাজারে এলো। ওহ এখনও ফিরে যাই সেই বয়সে এই গানের সুরের মূর্ছনায়। এখনও শুনি নগর বাউল, মাইলস, ফিডব্যাক, সোলস, রেনেসাঁ, চাইম, নোভা ....
আমি খুব ভাগ্যবান, আমার কিশোর বয়সে এইসব কালজয়ী গানগুলো একের পর এক রিলিজ হতো আর মন্ত্রমুগ্ধের মতো শুনতাম এবং এখন শুনছি
Akdom
প:ল
সত্যিই তাই
@@failuressoul1033 q
Amio achi bro 🤘😊
বাংলাদেশের সর্বাধিক বিক্রিত গানের এ্যালবাম 'প্রত্যাশা'....!
এগুলা বস্তু হইলে স্বর্ণ দিয়া বাধাই কইরা যাদুঘরে রাইখা দিতো! এগুলা প্রতিটা প্রজন্ম শুনবে! এসব মাস্টারপিস কম্পোজিশন একবারই হয়!
Vai, Ei album er master copy er onek historical value ache
বাংলাদেশের সর্বাধিক বিক্রিত গানের এলবাম আসিফ আকবরের "ও প্রিয়া তুমি কোথায়"
@@juwelrana5291Correct
মাইলস এর এক একটা গান হচ্ছে হীরের মত যত শুনি তত আলো বের হয়।
সেই ছোট বেলা থেকে শুনছি।
❤Miles❤️
৯০ দশকের ছেলেমেয়েরা জানে তাদের শৈশব কৈশোর কি ছিলো। তারা জানে তাদের জীবন থেকে কত মূল্যবান কিছু হারিয়ে গেছে। এখনকার আধুনিক যুগের ছেলেমেয়েরা সেই অনুভূতিগুলো কি কখনো জানবেও না বুঝবেও না।
শাফিন ভাই দুনিয়া ছেঢ়ে চলে গেলেন আজ ৬৩ বছর বয়সে, তিনি সবার মাঝে থেকে যাবেন তার গানের মাধ্যমে
😢
আপনাকে কে বলসে ওনি মারা গেছে
@@Electrical514 google e search kore dekhen
Google it...he is a ex-NOTREDAMIAN...and he has died-it is authentique@@Electrical514
তিনি মারা গেসেন ২৫ জুলাই ২০২৪@@Electrical514
ওপারে ভালো থাকুন শাফিন আহমেদ স্যার... এমন মোহনীয় কণ্ঠের সুর আর শোনা যাবে না 😢....
নিঃস্ব করেছ আমায়
কি নিঠুর ছলনায়..
তুমি হীনা এ হৃদয় আমার
একাকী অসহায়..
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ..
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
ফিরিয়ে দাও আমার-ই প্রেম
তুমি ফিরিয়ে দাও..
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না..
আমার হৃদয়জুড়ে শুধু তুমি ছিলে..
যত সুখ ছিল মনে কেন মুছে দিলে..
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ..
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
অকারণ অভিমানে
তুমি চলে যেও না..
মায়াবী এ বাঁধন ছিঁড়ে
দূরে সরে যেও না..
পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ..
কেন তুমি মিছে মায়ায়
বেঁধেছিলে আমায় তখন..
❤
Vhaia,
Jams r নদীর জলে কার ছায়া ্্্্্্্্্
এ গানের লেখা টা দিতে পারবা।
Plesse.
ছোটো বেলা থেকে গান গুলো শুনে শুনে বড় হয়েছি আজও শুনছি।মনে হছে কিশোর জীবনএ ফিরে এসেছি।ভাবতেও পারিনি এই কালজয়ী গানগুলো মোবাইলে পাব,একটা সময় ছিল যখন ক্যাসেট কিনে গান শুনতে হত।❤️❤️সেই দিন গুলি আর ফিরে আসবে?? অনেক অনেক ধন্যবাদ শাফিন ভাইয়া এবং আপনার মাইলস্ টিম কে❤️🧡💛এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য ☺️☺️😊
2020 anyone ???
Best song ever 👌
Me
@@nabilatabassum2509 nice song
Me
🙋🙋
It's 2023
এখন ২০২২ সাল চলছে অথচ এই গান তার সজীবতা ধরে রেখেছে ঠিক আগের মতই। নব্বই দশকে যখন গানটি বের হয় তখন শোনার সৌভাগ্য না হলেও আমি ভাগ্যবান এই যুগে হাজারো অবান্তর লিরিক্সের ভিড়ে এই গানটি শুনতে পারছি। বাংলাদেশের ব্যান্ড সংগীতে মাইলস আমার অন্যতম একটি পছন্দের ব্যান্ড। সমবেদনা জানাই তাদের যাদের এখনো এই কালজয়ী গানটি শোনা হয় নি৷
মাইলস দেশের সবচেয়ে স্টাইলিস্ট ব্যান্ড ছিল আছে। প্রথম ব্যান্ড যারা দেশের বাইরে বাংলাদেশের ব্যান্ড সংগীত প্রচার করেছে আর জনপ্রিয় করেছে।
Yes,actually Miles is Rock.
M😂😂
শাফিন ভাইয়া চিরদিন মনে রাখবো আপনাকে আর আপনার এই গানকে চিরদিন বুকে পালন করে রাখবো।ভালোবাসা অবিরাম রইল আপনার প্রতি। ভালো থাকবেন ওপারে 💘💞
😢
20 বছর ধরে শুনছি এই গান, কিন্তু কখনোই পুরনো মনে হয় না! যত শুনি ততই নতুন মনে হয়!
মাইলস হচ্ছে বাংলাদেশের স্মার্ট ব্যান্ড।
Amar khub posondo hoise brother 👌👍🖐️👋🌹❤️🌹
পাগলের মত এই গান খুজেছি, প্রায় ২০ বছর। ধন্যবাদ যিনি আপলোড করছেন।তখনও বাংলা গানের রাজত চলত হিন্দি গানের বিপক্ষে। আজ অনেক বাংলা গানের লিজেন্ড চলে গেছে অন্য ভুবনে।
'অকারণ অভিমানে তুমি চলে যেওনা,
মায়াবী এই বাধন ছিড়ে দূরে সরে যেওনা'। That's define the childhood of 90s Bangladeshi kids. Just can't get back my childhood, can I? 😍😍😍
Not only Bangladeshi ,, it's same populer in Bengal , India on my time
Vai West Bengal eo soman polpular r egulo amader o kishor boyoser bere othar gaan.
Miles Band Kolkata Bengali Band No Bangladeshi Band Miles In Islam Muslim Miles Band in Bangladeshi Allah Rasool
Right Answer Right
@@JuneerAhmed হালার পো হালা , ওরা বলসে কোলকাতা তেও এই গান শুনতো তারা
ইংলিশ পারোস না, বুজোস না, বলতে যাস কেন, এইখানে ইসলাম আইলো কই থিকা গঞ্জা খাও?
এই গানটা আমি কাপ্তাই বাঁধের উপর হাঁটতে হাঁটতে শুনেছি। তাও আবার পূর্নিমার রাতের খোলা আকাশের নিচে শুয়ে বন্ধুরা সহ। সময়টা ১৯৯৮ সাল।
অসংখ্য ধন্যবাদ মাইলস ব্যান্ড কে, সবগুলো গান আপলোড করার জন্য। নষ্টালজিক হতে যে কেউ এখানে এসে ঘুরে যেতে পারেন।
অসাধারণ লিরিক্স
অসাধারণ কম্পোজিশন
অসাধারণ গাড়িটি
হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারন একটা গান
Bangladesh lost a pop music legend.Still cant believe😢
Most versatile brothers ever been borned in Bangladesh 🇧🇩
Bhai mar gya kya
@@THENOBITA88 Yes 😢
@@rifathossainshourav1711 kaise mara
ওপারে ভালো থাকবেন, প্রিয় শাফিন আহমেদ ❤️💚🇧🇩
ওপারে ভালো থাকবেন শাফিন ভাই 🙏🙏💐💐
নিঃস্ব করেছো আমায়,কি নিঠুর ছলনায়।
তুমি হীনা এ হৃদয় আমার,একাকী অসহায়।
নিঃস্ব করেছো আমায়,কি নিঠুর ছলনায়।
তুমি হীনা এ হৃদয় আমার,একাকী অসহায়।
পেয়ে হারানোর বেদনায়,পুড়ে চলেছি সারাক্ষণ।
কেন তুমি মিছে মায়ায়,বেঁধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও,আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও,হারানো দিনগুলো এভাবেই চলে যেও না।
আমার হৃদয়জুড়ে,শুধু তুমিই ছিলে।
যত সুখ ছিল মনে,কেন মুছে দিলে।
পেয়ে হারানোর বেদনায়,পুড়ে চলেছি সারাক্ষণ।
কেন তুমি মিছে মায়ায়,বেঁধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও,আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও,হারানো দিনগুলো এভাবেই চলে যেও না।
অকারণ অভিমানে তুমি চলে যেও না।
মায়াবী এ বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না।
পেয়ে হারানোর বেদনায়,পুড়ে চলেছি সারাক্ষণ।
কেন তুমি মিছে মায়ায়,বেঁধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও,আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও,হারানো দিনগুলো এভাবেই চলে যেও না।
নিঃস্ব করেছ আমায়,কি নিঠুর ছলনায়।
তুমি হীনা এ হৃদয় আমার,একাকী অসহায়।
পেয়ে হারানোর বেদনায়,পুড়ে চলেছি সারাক্ষণ।
কেন তুমি মিছে মায়ায়,বেঁধেছিলে আমায় তখন।
ফিরিয়ে দাও,আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও,হারানো দিনগুলো এভাবেই চলে যেও না।
ফিরিয়ে দাও,আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও,হারানো দিনগুলো এভাবেই চলে যেও না।
ফিরিয়ে দাও,আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও।
ফিরিয়ে দাও,হারানো দিনগুলো এভাবেই চলে যেও না।
Tnx
Plz send me bangla likha ta my email,,,,
জন্মের আগের গান।স্টিল প্লে লিস্টে ❤। থ্যাংক্স মাইলস ফর দিস মাস্টারপিস ❤
মাইলস এর মতো, এমন গান আর কেউ গাইতে পারবে না। ❤
হাজার বছর বেঁচে থাকবে এই গান
২০১০ সালের দিকে ইন্টার শেষ করে ঢাকা গেছিলাম ভার্সিটির কোচিং করার জন্য। শাওন, শিমুল, চয়ন, রাসেল সহ আমরা রাজারবাজারে থাকি আর ফার্মগেটে কোচিং করি৷ তখন ইন্টারনেট অত এভেইলেবল ছিল না। আর ডেটার খরচও অনেক বেশি এইজন্য মেমোরি কার্ডে পছন্দের গান ডাওনলোড করে রাখতাম। সারা দিন-রাত সেই গানগুলা ঘুরেফিরে বাজাই।
ছোটবেলা থেকেই ব্যান্ড মিউজিকের সাথে পরিচয় ছিল বইলা মোবাইলের আধা মেমোরিতে থাকতো হিন্দি আর বাকীটাতে নগরবাউল, আর্টসেল, এলআরবি, শিরোনামহীন, মাইলস ইত্যাদি। এদের মাঝে জেমস, তুহিন, শাফিন আহমেদ আর আইয়ুব বাচ্চু শুনে শুনে এদের পুরাপুরি ফ্যান হয়ে গেছি অলরেডি। এখনও মনে আছে, হাসিমুখ দিয়ে সকাল শুরু হতো আর সেই তুমি দিয়ে রাত শেষ হতো। অথবা ভালবেসে চলে যেও না, এক নদী যমুনা, নীলা, ফিরিয়ে দাও, গুরু, ইচ্ছে ঘুড়ি এইসব গান সারাদিন ঘুরেফিরে বাজতো।
একবার আর্মি স্টেডিয়ামে কন্সার্ট হবে খবর পেলাম। নগরবাউল, এলআরবি আর মাইলস গাইবে। তখন এমন অবস্থা যে কোথাও কন্সার্ট হবে বা সিনেপ্লেক্সে নয়া কোন ফিল্ম আসবে শুনলেই হইহই করে চলে গিয়েছি। কিভাবে যেন কন্সার্টের টিকিট পেয়ে গেলাম। এই পয়লা এত বড় আয়োজন। তাও কন্সার্টের একেবারে সামনে দিকে চলে গেলাম। একে একে জেমস, আইয়ুব বাচ্চু আর শাফিন আহমেদের গান শুনলাম। মনে আছে, তখন শীতকাল ছিল। সন্ধ্যার পর থেকে কনকনে ঠান্ডা নামে। কন্সার্টে যাবার উত্তেজনায় শীতের পোশাক না নিয়েই আর্মি স্টেডিয়ামে ঢুকেছি। ফলে সন্ধ্যা নামতেই শীতে কাপতে শুরু করি। এদিকে জেমসের গান শুরু হলে নাচতে নাচতে ঘামে শার্ট প্যান্ট ভেজাই৷ গান থামলেই ভেজা শার্ট আর ঠান্ডা মিলে আরও অধিক শীত লাগে। এমন এক বুনো অনুভূতি। গানের তালে তালে নাচি আর চিল্লাই। গলা ভেঙ্গে ব্যঙের মতো ঘোত ঘোত আওয়াজ বের হয় তবুও এত আনন্দ লাগতেছিল!
সেই রাতে কন্সার্ট থেকে ফিরে এসে লাইভে শোনা গানগুলা আরও ভাল করে শুনি। অডিও গানগুলাকে এইবার অধিক আপন মনে হয়। এক বছর পরে ঢাকা ছেড়ে সিলেটে নতুন পরিবেশে আসলাম। ক্যাম্পাসের সামনে টিলা, গহীন জঙ্গল, নতুন বন্ধুবান্ধব। সন্ধ্যায় নিরালা টিলায় গিয়ে বসি আর গলা ছেড়ে গাই, নীলা তুমি কি চাও না, হারাতে ওই নীলিমায়, যেখানে তোমার আমার প্রেম মিলেমিশে এক হয়।
একদিন আইয়ুব বাচ্চু হুট করে মরে গেল। কিযে খারাপ লাগলো। বাচ্চুর গানের সাথে তো শুধু কৈশোর না, শৈশবও জড়ায় ছিল। আরও বেশি কাদালে উড়াল দিব আকাশে, বলেই ভো দৌড় দিয়েছি দাড়িয়াবান্ধা খেলার সময়। সেই গানগুলা এখন আর শোনা হয় না অত। তবে নীলা এখনও শুনি। কদিন আগেই একা ঘরে এই গান গেয়ে রেকর্ড করে ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়েছি। কাল শুনলাম শাফিন আহমেদ হার্ট এটাক করে মরে গেল৷ এখন দেশের অবস্থা ভাল না। সারাদেশে ছাত্র আন্দোলন, খুন, রক্ত দেখে মন খুবই বিষণ্ণ হয়ে আছে। এমন সময় পছন্দের গায়কের মরার খবর শুনে অধিক বিষণ্ণ লাগলো। জোর গলায় তার গান গাইতে ইচ্ছা করছে। রাহিম ভাল মিউজিক বুঝে, ও বলতেছিল, মাইলসের মতো এনার্জেটিক আর গুড রিদমের ব্যান্ড দল কম আছে৷ এর অনেকটাই শাফিনের অবদান ছিল৷ শাফিন ভাল বেইজিস্ট হওয়ায় ওদের গানগুলাতে রিদম ভাল ছিল। বাংলা মিউজিকে শাফিনের অবদান অনেক অনেক বেশি৷ আদিওস ছোটবেলার মিউজিক ওস্তাদ।
Bhai eto boro comment. Tao pura ta porlam ar bhalo laglo
@@ama24107 ধন্যবাদ। এটা ফেইসবুকে লিখেছিলাম।
@@ama24107 thanks.
ভাি পরে কি ভার্সিটি তে চান্স পেয়েছিলেন?😊
@Hozaifa-kb5xt এই ব্যক্তিগত প্রশ্ন কেন?
৯০'র দশকের সেই বিখ্যাত সুর.... আজও কানে বাজে।
1:15 অসাধারণ, কোনো কথা হবে না।
Best line,
কেনো তুমি মিছে মায়ায় বেধেছিলে আমায় তখন!
Miles will NEVER be "Miles" without your voice, dear Shafin Ahmed. RIP.
আহা কতো সুন্দর সোনালী ছিলো আমাদের চাইলেও ফিরে যেতে পারবোনা সেই ফেলে আসা দিনগুলিতে,১৯৯৪ সাল ৭ম শ্রেনিতে পড়ি তখন থেকে এই গানের সাথে পরিচয় সেই থেকে শুনছি আজও শুনি, চোখ বন্ধ করলে সেই কৈশোরে ফিরে যাই, আহা কতো সুন্দর কৈশোর ছিলো 😥
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ, ,কেনো তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন? 😢
নব্বইয়ের দশকে যারা এই গানগুলো শুনতো তারাও লিজেন্ড ছিল
Asholei tai...
Akhon jara ai gann shone tara ki legend noy???????¿
Another Legendary here buddy
@@nargisakther.64 Akhon kar generation jara shunche tara 90s er feel khokhonei pabe na. Live concert er moja, Proti Eid-e TV te band show dekha, eigulo new generation kokhono bujhbe na.
@@jimb8695 Bhai kadai dilen.. miss Kori shey din gulo.. ki mojar chilo 😭😭
আমরা কলকাতা তে এই গানগুলো শুনেই বড়ো হয়েছি ❤️❤️❤️
😁
লাভ ইউ ব্রাদার। আমাদের সবই এক শুধু দেশ দুইটা।
Eai gaan ta amar khubh priyo ❤❤
❤❤❤❤❤
I’m American and I can’t understand a single word in this song, nor do I understand what any of y’all are saying, but I like this song.
আমার জন্ম সনের আশেপাশের সময়ে রিলিজ হওয়া অ্যালবাম।
এমন গান এখন অব্দি ও এলনা আর!
২০২১ এ ও শুনছি।
পরিস্থিতির স্বীকার হতে হয়, কষ্ট পেতে হয়,বাস্তবতা মনে করে মেনে নিতে হয়, চোখের দুফোটা জ্বল মুছে সামনে এগিয়ে যেতে হয়,
এইটাই জীবন।🙂
love from Turkey. I don't understand anything but this song is perfect ❤🇹🇷🇧🇩❤
Miles er sera gaan ❤️ 2006 1st sunesilam tokhn ami 6 years old....
(08-09-2021)
এই গান গুলো কখনো পুরোনো হবে নাহ
Miles🔥🖤
প্রত্যাশা বাংলা ব্যান্ড মিউজিক ইতিহাসের সেরা এ্যালবাম
এই মাত্র আবার শুনলাম কি দুর্দান্ত কম্পোজিশন আহা
এই গানগুলো শুধু গান না , ৯০ এর দশকের প্রত্যেকটা ছেলের ভালবাসা !
তার মৃত্যুর সময় বয়স হয়েছিলো ৬৩ বছর! আমি মনে করতাম তার বয়স ৪০ এর মধ্যে! ভালো থাকুন শাফিন আহমেদ ❤
হঠাৎ সব এলোমেলো হয়ে গেলো। আর কথা দেখা একসঙ্গে হাটা খাওয়া হাসি কান্না কিছুই হবে না। ভালো থেকো সব সময়। 28-05-2023. সেই 30জুন 2021 এর রাতের কথা মনে পরে অনেক। যেদিন প্রথম কথা হয়েছিল 💔।
দোয়া তোমার জন্য 🤲
এ জেনারেশন কখনো আন্দাজ করতে পারবে না আমরা কি সোনালী অতীত পার হরে এসেছি।
আর পাবো না সেই সোনালী অতীত 😐
মাত্রই কারফিউয়ের মধ্যে ল্যাপটপে সেভ থাকা শাফিন ভাইয়ের সাথে এক্সপোজের প্রেংকটি দেখছিলাম,দুইদিনের ব্যবধানে তার শোক সংবাদ শুনলাম😢😢😢
শাফিন ভাইয়ের জন্য সুরের জন্য...অনেক মিস করব😢
2:58 মায়াবী এই বাধন ছিড়ে তুমি চলে যেও না....😢
‘You made me indigent
With heart rending tricks
I am really distressed
Without you at this time
All the time I have been burning
Inside of my heart
Why did you tie me on that time?
Although there was false hope
Give back
Give back my love
Never let go the previous time
Like this way
Only you stayed wholly into my heart
Why did you remove all the happiness?
From this heart
I have been burning all the time
Lest I should lose you
In vain for this egoism
Don’t go away
Don’t go far away after tearing apart my affection
I have been burning all the time
Lest I should lose you…
Thank you once again ☺
😢 fake love
@@ryanaquadir6089 thank you too 🙏
@@safinislam3657 ohhh! 😥
শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয় গান টা।
me too
মাইলস হচ্ছে......
বাংলাদেশের সেরা স্মার্ট ব্যান্ড।
গানগুলা যখন বয়স ১০ বছর তখন বড় ভাইয়েরা সুনতো, আজ ১৩ বছর পরেও সুনতাছি হয় তো কোনদিন পুরানো হওয়ার নয় 🥀💔
এই গান গুলা শুনলে শরীরেরে লোম দাড়িয়ে যায় What a Masterpiece 😮😅
শাফিন ভাই আজিবন বেঁচে থাকবেন, আমাদের মতো শ্রোতাদের হৃদয়ে, রেখে যাওয়া ফিরিয়ে দাও এ, এই গানে😢
Nice ,,,Oneak shondhor hoicha..
শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয় এই সব গান 😌❤️
Legendary then Ulta-Legendary 🔥
40 years of One of the Greatest Band of these Asian Subcontinent Miles 👑
জাদের মিউজিক টেস্ট প্রচন্ড রকম উন্নত... তারাই গানগুলো শোনে❤️
An ever green song.never forget that old days of my child hood.. when we cheered with this song.MILES ..a history...
ভুলতে পারিনা সেই সোনালী দিনগুলো
অসাধারন এই গান গুলো ৯০ দশকের স্মৃতি গুলো আজও অবিরাম বয়ে চলেছে মনের গভীরে
Miles best ever
Okk xD
Same to you
ei chudir vai gula comment section spoil kore.
আমার মনের অতি প্রিয় কথা গুলো তোমরা বলে দিলে ।আর সেই কথা গুলো পড়ে পুরূনো দিনের কথা রোমন্থন করছি।হিদয়ের কোথায় যেন এক চাপা চিৎকার শুনতে পাচ্ছি ।ওফ আর একবার যদি সেই দিন গুলোতে ফিরতে পারতাম? কি যে স্বপ্ন ময় ক্ষনগুলো।
অকারণ অভিমানে
তুমি চলে যেও না..
মায়াবী এ বাঁধন ছিঁড়ে
দূরে সরে যেও না..
হায়রে এমন গানটাতে কমেন্ট নেই, 😇🤔যে গান গুলো হেডফোনে শুনতাম স্কুল মাঠে বসে বেশীরভাগই 🎶🎵🤔২০১৯ কে কে শুনছেন?
আমি আমি আমি
জানেই ত না অনেকেই। লিখবে কি?
তুমি চলে যাওয়ার পর আমাকে একাকিত্ব নিঃসঙ্গতা ঘিরে ধরেছিলো,
ভাগ্যিস Miles ছিলো।
এই যাত্রায় বেঁচে গেলাম।
All time sera sera sera...
Kokhon ow purono hobe nah
এক কথায় অসাধারণ
জীবনে যাই করেন, কাউকে 'ব্যবহার' কইরেন না! আপনার নিজের 'শান্তির' জন্য অন্য একটা মানুষ এর জীবন নষ্ট করে দিয়েন না! মানুষটা যখন বুঝে যাবে আপনি তাকে কখনো ভালোই বাসেন নাই, শুধু নিজের সুবিধার জন্য তাকে 'ব্যবহার' করেছেন, সে আর ঠিক থাকতে পারবে না! কাউকে 'ব্যবহার' করার মতো জঘন্য কাজ খুব কম’ই আছে! একা থাকেন, তাও কারো জীবন নষ্ট কইরেন না!🖤
Thanks 🌙
One of the best bangla band songs!
আমার হৃদয় জুড়ে শুধু তুমিই ছিলে........
অকারণ অভিমানে
তুমি চলে যেও না
মায়াবী এ বাঁধন ছিড়ে
দূরে সরে যেও না 😢
The best band song in the history of Bangladesh.
Exactly defined.
গান : ফিরিয়ে দাও ,(আমার প্রেম)
ব্যান্ড : মাইলস
কথা : মাহমুদ খুরশিদ
সুর : মানাম আহমেদ
অ্যালবাম : প্রত্যাশা
নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়
নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে
যত সুর ছিল মনে; কেন মুছে দিলে?
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
অকারণ অভিমানে তুমি চলে যেয়ো না
মায়াবী এ বাঁধন ছিড়ে দূরে সরে যেয়ো না
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়
তুমি-হীনা এ হৃদয় আমার একাকী অসহায়
পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন?
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
ফিরিয়ে দাও
আমারি প্রেম তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এভাবে চলে যেয়ো না
Safin vai is no more.
RIP legend!😢
Innaalillahi Wainnailaihi Raziuun.
Shafin vai, you'll always be in the hearts of millions of fans like me 😢
Thank you Zaki Bhai for introducing me to Miles, Vikings and Warfaze.
Super Star your welcome bhai
@@dawidmohiuddin3242 ua-cam.com/video/YQfta_poP1k/v-deo.html
ua-cam.com/video/3vpIb5La7kw/v-deo.html
@@dawidmohiuddin3242 the message was for my brother you dummy
Super Star than why the f are you saying it to me ya dumb shit
@@dawidmohiuddin3242 You have forgotten to insert an argument in your comment and a brain, too.
২০২৪ এ এসেও কে কে শুনছো 💜😘
আমি ❤
Ami
আমি❤
২০২৪-এ এসেও তোমার মায়ের জংলী গুদে আবার বাঁশের আঠা লাগাচ্ছি।
Sudu 2024 kano joto din bacha takbo tato din sunbo ❤❤❤
আমার হৃদয় জোড়ে শুধু তুমি ছিলে, যতো সুর ছিলো মনে কেনো মুছে দিলে।😢
ফিরিয়ে দাও🙏
One of the best Bangla songs ever. 💕
সাফিন আহমেদের মৃত্যুর খবর শুনে কে কে এই গান শুনতে এসেছেন?
Ami
আমি
এ বাবা,,, কবে মারা গিয়েছেন,,, প্লিজ জানাবেন প্লিজ প্লিজ
প্রজন্ম থেকে প্রজন্ম বেচে থাকবে মাইলস❤️
আমার সবচেয়ে প্রিয় ব্যান্ড মাইলস। মাইলস একজন লিজেন্ড হারালো
ফিরিয়ে দাও হারানো দিনগুলো
এ ভাবে চলে যেও না❤🙂
অসাধারণ একটা গান।❤❤❤
I am really not a Miles fan, but this song is timeless, a classic ♥
শাফিন আহমেদ বেঁচে থাকবেন তার গানে আর ভক্তদের হৃদয়ে।
আমাদের ঝগড়া হয়েছে অনেক, একসাথে নেই প্রায় ২ মাস, আজ এই গানটা তাকে পাঠিয়েছি যেন বুঝতে পারে আমার ভেতরের ঝড়। কিচ্ছু চাই না, শুধু চাই সে যেন ফিরিয়ে দেয় আমার প্রেম!
এই গান গুলো যত শুনি ততো ভাল লাগে!
গান শুনলে মন প্রান জুড়িয়ে যায়
Phire asho Miles. Nostalgia overload. Bangla Duran Duran
১৯৯৩ সাল ছিল কি সময়? ঐ বছর এস এস সি পাশ করেছি। এর সাথে মাইলসের 'প্রত্যাশা' এ্যালবাম বাজারে এলো। ওহ এখনও ফিরে যাই সেই বয়সে এই গানের সুরের মূর্ছনায়। এখনও শুনি নগর বাউল, মাইলস, ফিডব্যাক, সোলস, রেনেসাঁ, চাইম, নোভা ....
Nostalgia hits hard, these songs still give the exact same feelings like those of 15 years ago ;''''''')
the song never gets old to me, always appears new and fresh..
Love from Pakistan
Osthir...... Shai jog e chole giyechi
Late '90 এ ঈদের অনুষ্ঠানগুলোর মধ্যে মূল আকর্ষণ ছিলো "Band Show"
Nice beats and sound is ahead of its time !!
প্রিয় গান.. গান টা যখন ই শুনি আর গাই শরীরে আলাদা একটা শিহরন জাগে🖤
সব সময়ের জন্য প্রিয় একটা গান।
Love from tripura ❤️ nostalgic
সুপ্ত রাঙা ভালবাসা তোমার জন্য শাফিন আহমেদ ভাই ভাল থেক ওপারে