মনোরম পরিবেশে খুব সুন্দর ছোট্ট এই ভ্রমণ। বারবার একদিন বা দুদিনের জন্য এই ছোট ছোট ভ্রমণ আমরা আশা রাখি দেখার জন্য।। হঠাৎ করে খোলা হাওয়ার একদমকা বাতাস মনকে শীতল করে দিল, টাকি রাজবাড়ীতে নিপুন হাতের তৈরি মা দুর্গা র মূর্তি মনে করিয়ে দিল সত্যজিত রায়ের ক্যাপ্টেন স্পার্কের কথা।। আজও রাজবাড়ির এই একচালা মন্দিরে মূর্তি দেখলে মনে হয় কেউ গণেশ কে লুকিয়ে রেখেছে।।ওরা কেওড়া আমাদের কাছে একটা নতুন সংযোজন, আমরা যারা কলকাতায় বড় হয়েছি তারা হয়তো সম্বন্ধে খুব একটা জানিও না। টাকির সাথে ও তাকি রে কখন যে জুড়ে গেল বুঝতেই পারলাম না চোখের সামনে পৃত্থিজিতার জিতেন্দর এর ছবিটা ভেসে উঠল। আপনাদের তৃপ্তি করে খাওয়া-দাওয়া দেখেই বুঝলাম খোলা আমার খাওয়া-দাওয়া ভালো।।।। ভালো থাকবেন আপনারা দুজন ধন্যবাদ।। 40:06
1. কোনো অনুষ্ঠান বাড়ি তে পাঁচ মেশালী সবজি অথবা তরকারি কে বলে ছ্যাচড়া। 2. পুজো তে প্রসাদ হিসাবে নিবেদন করা হয় যে সবজি যার মধ্যে বড়ি, থোড় ইত্যাদি অবশ্যই থাকে তাকে বলে লাবরা। 3. যখন ছ্যাচড়া তে মাছের মাথা অথবা চিংড়ি জাতীয় আমিষ পড়ে, তখন সেটা হয় ঘণ্ট বা ঁঘ্যাট।
শিবাজিদা আমি অর্ঘ্য অধিকারী বলছি হুগলী জেলা থেকে.... তুমি তো অমরনাথ, কেদারনাথে হেঁটে উঠেছো.....আমার recommend please শিবাজিদা তুমি একবার ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড় থেকে ঘুরে এসো, খুব ভালো লাগবে....ওখানেও হেঁটেই উঠতে হয়....ওটা একটা জৈন ধর্মাবলম্বীদের জায়গা....এছাড়াও ওখানে আশেপাশে উশ্রী নদী, ভাতিন্ডা জলপ্রপাত এবং আরও অনেক ভালো ভালো জায়গা দেখতে পাবে....এটা তিন-চারদিনের Short Trip কিন্তু খুব ভালো লাগবে, পারলে একবার ওখান থেকে ঘুরে এসো......
Lovely, lovely Sir … thoroughly enjoyed this … Always love your slow commentary which is understandable. Good wishes to You and Prithwijit from London .
দূর দান্ত একটা ভিডিও। সারা সপ্তাহের ক্লান্তি শেষে অসাধারণ একটা অনুভূতি হলো।মনটা ভালো হয়ে গেল। বাংলাদেশ এবং পাকিস্তান একই পথের পথিক। কবে যে সবকিছুর অবসান হবে তা শুধু উপর ওয়ালা জানেন।ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।😊😊
বর্ষার গ্রাম বাংলার অসাধারণ রূপ, আর ড্রোন থেকে নেওয়া ছবি অনবদ্য, ভীষণ ভীষণ সুন্দর একটা ভ্রমণ হলো। রাতের বেলা ছবি ও খুব সুন্দর। এতো কাছে এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ,ভালো থাকবেন। শুভ রাত্রি।
আমাদের এই অঞ্চলের মধ্যে সত্যিই একটা অত্যন্ত সুন্দর ঘোরার জায়গা আপনার মাধ্যমে দেখতে পেলাম খোলা হাওয়া রিসোর্টে একবার যাওয়ার ইচ্ছে রইলো ভালো থাকবেন দাদা
খুব ভালো স্থান নির্বাচন। টাকি-হাসনাবাদ অনেকবার গেছি। ভীষণ প্রিয় জায়গা। নতুন করে আপনাদের ভ্রমণ-চিত্রে দেখতে আবারও ভালো লাগলো। ইছামতী আর বিভূতিভূষণ একাকার হয়ে আছেন। তাঁর ঐ অঞ্চলে দীর্ঘদিন বাস এবং তার ফলস্বরূপ কালজয়ী উপন্যাস 'ইছামতী'-র সৃষ্টি, সবমিলিয়ে অঞ্চলটির স্থান-মাহাত্ম্য অনবদ্য। খুব ভালো ভিডিও আর ভাষ্য উপস্থাপন। অবশ্য এ নিয়ে Explorer Shibaji-কে নতুন করে কিছু বলার নেই। পৃথ্বীজিৎ-এর মুখে অনেকদিন পরে জাম্পিং জ্যাক কথাটা যৌবন-স্মৃতির স্পর্শ লাগালো মনে। এটি জিতেন্দ্র-শ্রীদেবীর সুপারহিট ছবি 'হিম্মৎওয়ালা'-র অন্যতম একটি জনপ্রিয় গান। বাপী লাহিড়ির সুরে গেয়েছিলেন কিশোরকুমার ও আশা ভোঁসলে। ভ্রমণের মাঝেমাঝেই এইসব নানাবিধ প্রসঙ্গের উল্লেখ, ভ্রমণ-চিত্রটিকে যেভাবে বৈচিত্র্যময় করে তোলে, তার ফলে, ভালো লাগাটা এক অন্য মাত্রা পায়। অনেক অভিনন্দন আপনাদের। ভালো থাকবেন। Explorer Shibaji আরও সাফল্যের পথে এগিয়ে যাক।
Khlola hawa naamta darun. Very serene place, good to see meat masala leaf, Oraa Karaa, shob notun jinish dekhlam. Taki Shib Mondir khoob shundor laaglo. By the way, Laabra, Chaanchra and ghaent shob ey peet o peet. Lovely video.
খুব ভালো লাগলো। পূজায় এই ধরনের প্রকৃতির সঙ্গে মিলে মিশে মনটা সকাল বেলায় খুবই ভালো হয়ে গেল। আমার ছেলের সাথে পরিচয় হয়েছে। আমার ছেলে লণ্ডনে থাকে। আমরা পুরো পরিবার সবসময় তোমাদের ব্লগ দেখি।থাকিও কাছাকাছি।
দারুন লাগলো আজকের ভিডিওটা, খুব সুন্দর জায়গা, এক বা দু রাতের জন্যে যাওয়া যেতেই পারে, প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যাবে আর ভালো মন্দ খাওয়াদাওয়া যাবে, অসাধারণ ❤❤❤
Khub bhalo laglo Khola Hawa resort.Akbar jawa r ichhe roilo.Speciallyy launch a lunch to asadharon. Anek age akbar Taki giyechilum. Kintu akhon dekhlum sob kichu anno rokom Ichamoti nodi r sobuj prokriti ak rokom ache.Aporoop sundor.Bhalo thakbrn.
অনেকদিন পর আপনাদের এই ভিডিও টা খুব মন দিয়ে দেখলাম। দারুন দারুন লাগলো খোলা হাওয়া রিসোর্ট টা দেখে ও তার সম্পর্কে জেনে। যাবার ভীষন ইচ্ছে রইলো। পৃথিজিৎ দার জাম্পিং জাম্প মনে হয় জিতেন্দ্র। জানিনা সঠিক বললাম কিনা। কেওড়া ফল দিয়ে যে চাটনি হয় আর সেটা যে হজম এর পক্ষে খুবই উপকারী সেটাও নতুন তথ্য আমার কাছে। এমনই ভালো আরো ভিডিও র অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।।
শিবাজীদা ও পৃথিজিৎদা কে অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই হাসনাবাদ ও টাকির ঐতিহ্য তুলে ধরার জন্য। আমার বাড়ি বসিরহাট। আমি আপনার একজন একনিষ্ঠ ফ্যান। আপনার সব ভিডিও গুলো আমি দেখি। পরিশেষে পৃথিজিৎদার লঞ্চ এ খাওয়া ছেঁচড়া উওরে আসি লাবড়া ঘ্যাট ও ছ্যাচড়া সব একই গোত্রের।যেমন ধরুন বাড়িতে একটা ছেলে। বাড়ির দাদু ঠাকুরমা ও অন্যান্য সদস্যরা আদর করে এক এক জন এক এক নামে ডাকে এই আর কি। ভালো থাকবেন আপনারা এবং আমাদের জন্য নুতন নুতন ভিডিও পরিবেশন করবেন এই আশা রাখি। ❤ যেমন
কি সুন্দর জায়গা দারুন লাগলো। তোমাদের ভিডিও দেখলেই মন ভালো হয়ে যায়। এত সুন্দর করে সব কিছু ফুটিয়ে তোলো তোমরা আমার তোমাদের লোকাল ট্রিপ বাংলার গ্রাম দারুন লাগে। যাবো পরিবার নিয়ে। 🌸
Khub bhalo location pawa gelo akta. Short trip er jonno khub bhalo spot.apnader ai blog ta uponogi holo amar jonno, October er por, November er jonno. ❤❤❤🎉🎉🎉.
Darun darun darun laglo episode ta khub bhalo laglo,anek subhokamona o bhalobasha Shibaji Da o Prithwijit Dadara.anek bhalo thakun r amader emoni episode upohar diye jaan.Pronaam neben.❤🙏
Ashadharon video shibaji da..ki shundor kore tule dhorecho tumi ai ati shadharon akti jaigake ashadharon bhabe,,r ata tomar darai shombhob.. beautiful greenary..prokriti jano ujar kore diyeche nijek...tar opor upri paona prithwijit dar kotha "ora kaora","forashider r bhangeni"ai shob..shotti khub enjoy korlam tomader shathe amio......,....💚❤️🌿🍃💯
Saroter dine khola haoyar tour o travel videography excilent sathe jhumur nach sundor. Scenario assadharon. Thanks To Explorer Shibaji O Prithijit. 💐💐😍
Khola Hawa homestay যথেষ্ট ভালো, প্রাকৃতিক পরিবেশ মন ভালো করার কিন্তু rate বড্ড বেশি এছাড়া টাকি আমি দুবার গেছি নদীর পাড় সকাল ও সন্ধ্যা বেলা সত্য মনোরম।
একটা সময় কেওড়ার সিজনে প্রায় প্রতি দিন কেওড়ার টক খেতাম। ছোট কাকড়া বা কুচো চিংড়ি দিয়ে কেওড়ার টক, সেই রকম স্বাদ। কখনও দল বেঁধে উঠতাম কেওড়া গাছে। লবন আর কাঁচা ঝাল দিয়ে কেওড়া গাছের মগডালে বসে কেওড়া খাওয়ার কত যে স্মৃতি আছে! ওড়ার ফলও খাওয়া যায়, তবে সবচেয়ে ভালো ওড়ার ফুলের মধু। বিকেল বেলায় ওড়ার আধফোঁটা ফুল তুলে, সন্ধ্যার সময় কাঁসার থালায় একটু জল দিয়ে সাঁজিয়ে রাখা হতো ওড়ার ফুল। ফুলের পিছনের সুচালো অংশটা কেটে ফুলগুলোকে থালায় বসানো হতো। আর সকাল বেলায় উঠেঁই মধু খাওয়ার ধুম পড়ে যেতো। ফুলগুলো ফুঁটে থাকতো, পাঁপড়িগুলো ফেলে দিলেই পাঁপড়ির গোড়ায় বাটির মতো জায়গায় জমে থাকা মধু দেখা যেতো। এক একটা ওড়াফুলে ছোট্ট এক বাটি মধু। কত যে খেয়েছি....। এখনও ওড়াফুল আছে, তবে মধু খাওয়ার মানুষ আর নেই।
হাসনাবাদ এর খোলা হাওয়া সত্যিই মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এই ভিডিওটিতে যে সুন্দর দৃশ্যপট এবং নিসিন্দাকরণের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে তা সত্যিই চমৎকার। "খোলা হওয়ার" নামটি সার্থক হাসনাবাদের প্রকৃতি, নদী, এবং খোলা আকাশ মনকে বিমোহিত করেছে। প্রতিবারের মতন দুজনের পারস্পরিক সৌহার্দ্য এবং তাদের মজার আলাপচারিতা এই প্রতিবেদনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। টাকীর অসাধারণ সৌন্দর্য্য নদীর পাড়ে দাঁড়িয়ে প্রকৃতির স্নিগ্ধতা দেখে মনে এক গভীর শান্তির স্পর্শ এনে দিল - অনেক ধন্যবাদ এই প্রতিবেদনের জন্য ।
Superb! My home ( Newtown ) is just 2 hrs from Taki area…. But tired of Sonar Bangla after several trips……Finally a nice change! Thank you for introducing this lovely place!
শিবাজী দা টাকি ভ্রমণ খুব উপভোগ করলাম। খোলা হাওয়া র পরিবেশ মনোরম, দূষণ মুক্ত সাস্থ্যকর পরিবেশ বান্ধব অপূর্ব। ধন্যবাদ🙏💕
আহা কতদিন পর নিজের স্কুলটাকে দেখলাম ; আমাদের টাকি রামকৃষ্ণ মিশন ❤❤❤
টাকী,হাসনাবাদের অসাধারন package উপহার দিলেন
খোলা হাওয়া কথায় আর কাজে কি অপুর্ব নৈসর্গিক মিল ধন্যবাদ দাদা আপনাদের কে দেখানোর জন্য। সিলেট 🇧🇩 থেকে ❤❤
মনোরম পরিবেশে খুব সুন্দর ছোট্ট এই ভ্রমণ। বারবার একদিন বা দুদিনের জন্য এই ছোট ছোট ভ্রমণ আমরা আশা রাখি দেখার জন্য।। হঠাৎ করে খোলা হাওয়ার একদমকা বাতাস মনকে শীতল করে দিল, টাকি রাজবাড়ীতে নিপুন হাতের তৈরি মা দুর্গা র মূর্তি মনে করিয়ে দিল সত্যজিত রায়ের ক্যাপ্টেন স্পার্কের কথা।। আজও রাজবাড়ির এই একচালা মন্দিরে মূর্তি দেখলে মনে হয় কেউ গণেশ কে লুকিয়ে রেখেছে।।ওরা কেওড়া আমাদের কাছে একটা নতুন সংযোজন, আমরা যারা কলকাতায় বড় হয়েছি তারা হয়তো সম্বন্ধে খুব একটা জানিও না। টাকির সাথে ও তাকি রে কখন যে জুড়ে গেল বুঝতেই পারলাম না চোখের সামনে পৃত্থিজিতার জিতেন্দর এর ছবিটা ভেসে উঠল। আপনাদের তৃপ্তি করে খাওয়া-দাওয়া দেখেই বুঝলাম খোলা আমার খাওয়া-দাওয়া ভালো।।।। ভালো থাকবেন আপনারা দুজন ধন্যবাদ।। 40:06
অসাধারণ দাদা আপনাকে ধন্যবাদ, ভারত বাশিকে জানাই ধন্যবাদ,, 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩👍
বাংলাদেশিদেরো ধন্যবাদ দিতে ইচ্ছা করে, যদি আপ্নারা সংখ্যালঘু হিন্দু আর আদিবাসীদের উপর অত্যাচার না করতেন।
1. কোনো অনুষ্ঠান বাড়ি তে পাঁচ মেশালী সবজি অথবা তরকারি কে বলে ছ্যাচড়া।
2. পুজো তে প্রসাদ হিসাবে নিবেদন করা হয় যে সবজি যার মধ্যে বড়ি, থোড় ইত্যাদি অবশ্যই থাকে তাকে বলে লাবরা।
3. যখন ছ্যাচড়া তে মাছের মাথা অথবা চিংড়ি জাতীয় আমিষ পড়ে, তখন সেটা হয় ঘণ্ট বা ঁঘ্যাট।
😊🙏
@@PrithwijitOMonerManus 🙏🙏
বারবার আপনাদের কথার প্রেমে পড়ে যাই।খুব সুন্দর। লাগল।আমার বাড়ির কাছে।
২০২১ সালে টাকী গেছিলাম। খুব ভাল লেগেছিল। আপনাদের মাধ্যমে আবার ঘোরা হয়ে গেলো। স্মৃতির রোমন্থনও হয়ে গেলো। বেশ ভাল লাগল।
এতো দেখছি অক্সিজেনের খনি !! অপূর্ব প্রকৃতি !! ইছামতী র অনন্য রূপ দেখে সত্যি মন ভরে গেলো ❤❤❤ তবে এই এপিসোডের সেরা স্লোগান 😂😂 ' ওরা কেওড়া ' 😂😂
শিবাজিদা আমি অর্ঘ্য অধিকারী বলছি হুগলী জেলা থেকে.... তুমি তো অমরনাথ, কেদারনাথে হেঁটে উঠেছো.....আমার recommend please শিবাজিদা তুমি একবার ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড় থেকে ঘুরে এসো, খুব ভালো লাগবে....ওখানেও হেঁটেই উঠতে হয়....ওটা একটা জৈন ধর্মাবলম্বীদের জায়গা....এছাড়াও ওখানে আশেপাশে উশ্রী নদী, ভাতিন্ডা জলপ্রপাত এবং আরও অনেক ভালো ভালো জায়গা দেখতে পাবে....এটা তিন-চারদিনের Short Trip কিন্তু খুব ভালো লাগবে, পারলে একবার ওখান থেকে ঘুরে এসো......
আপনার ভিডিও টি দেখবার পরে "খোলা হাওয়া" তে দুই দিনের জন্য গিয়েছিলাম। এক অপূর্ব পরিতৃপ্তি নিয়ে ফিরেছি। অনেক অনেক ধন্যবাদ ।
দারুন সুন্দর উপলব্ধি। মনোরম পরিবেশে খোলা বিশুদ্ধ বাতাসে বেড়ানোর মজা টাই আলাদা।
ওড়াক্যাওড়া--আমরা না।দারুণ মন্তব্য,অসাধারণ।😂😂😂
খোলা হাওয়া রিসর্ট একটা নতুন মাত্রা পেল আপনাদের আগমনে।
অপূর্ব, দারুন লাগলো দাদা, গিয়ে থাকার ইচ্ছে জাগছে মনে।
Lovely, lovely Sir … thoroughly enjoyed this …
Always love your slow commentary which is understandable.
Good wishes to You and Prithwijit from London .
ছোট্ট একটা ভ্রমণ কাহিনী অথচ কত বড়ো মনোরম দৃশ্যাবলী। বেশ লাগলো। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
1 মিনিট ও হয়নি দেখছি। ভালো লাগবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অসম্ভব সুন্দর।❤💕
What a lovely video ! Very enjoyable and informative. Best wishes to you Mr. Explorer Shibaji and Mr. Prithwijit.
দুরদান্ত যায়গা,এরকম কাছেপিঠে এত সুন্দর সুন্দর বেরোনোর সন্ধান দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই❤❤❤❤
দূর দান্ত একটা ভিডিও। সারা সপ্তাহের ক্লান্তি শেষে অসাধারণ একটা অনুভূতি হলো।মনটা ভালো হয়ে গেল। বাংলাদেশ এবং পাকিস্তান একই পথের পথিক। কবে যে সবকিছুর অবসান হবে তা শুধু উপর ওয়ালা জানেন।ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।😊😊
অতি মনোরম সুন্দর জায়গা।টাকিতে ইছামতী নদীর তীরে 3 দিন ছিলাম।সব ঘুরেছি।সব মনে পড়ে গেল। ভালো থেকো। আনন্দে থেকো। অনেক শুভকামনা।
Exclusive... Darun informative...
সত্যি সত্যিই পাহাড় নদীতে অফবিট কাশ্মীর দেখে দেখে খোলা হাওয়ায় প্রাণভরে শ্বাস নেওয়া গেল।দারুণ সার্থকনামা।
Darun একটা jaigar sondhan dile সত্যি osadharon vabchi amrao যাবো ekdine weekende ❤
ছোটবেলার স্মৃতিজড়িত সব জায়গা দেখালেন শিবাজিদা। দারুন উপভোগ করলাম vlog টা।
বর্ষার গ্রাম বাংলার অসাধারণ রূপ, আর ড্রোন থেকে নেওয়া ছবি অনবদ্য, ভীষণ ভীষণ সুন্দর একটা ভ্রমণ হলো। রাতের বেলা ছবি ও খুব সুন্দর। এতো কাছে এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ,ভালো থাকবেন। শুভ রাত্রি।
আমাদের এই অঞ্চলের মধ্যে সত্যিই একটা অত্যন্ত সুন্দর ঘোরার জায়গা আপনার মাধ্যমে দেখতে পেলাম খোলা হাওয়া রিসোর্টে একবার যাওয়ার ইচ্ছে রইলো ভালো থাকবেন দাদা
খুব ভালো লাগল। আরো এক মানস ভ্রমণ হল। খোলা হাওয়া বেশ ভালো লাগল।👌👌💐💐
খুব ভালো স্থান নির্বাচন। টাকি-হাসনাবাদ অনেকবার গেছি। ভীষণ প্রিয় জায়গা। নতুন করে আপনাদের ভ্রমণ-চিত্রে দেখতে আবারও ভালো লাগলো। ইছামতী আর বিভূতিভূষণ একাকার হয়ে আছেন। তাঁর ঐ অঞ্চলে দীর্ঘদিন বাস এবং তার ফলস্বরূপ কালজয়ী উপন্যাস 'ইছামতী'-র সৃষ্টি, সবমিলিয়ে অঞ্চলটির স্থান-মাহাত্ম্য অনবদ্য। খুব ভালো ভিডিও আর ভাষ্য উপস্থাপন। অবশ্য এ নিয়ে Explorer Shibaji-কে নতুন করে কিছু বলার নেই। পৃথ্বীজিৎ-এর মুখে অনেকদিন পরে জাম্পিং জ্যাক কথাটা যৌবন-স্মৃতির স্পর্শ লাগালো মনে। এটি জিতেন্দ্র-শ্রীদেবীর সুপারহিট ছবি 'হিম্মৎওয়ালা'-র অন্যতম একটি জনপ্রিয় গান। বাপী লাহিড়ির সুরে গেয়েছিলেন কিশোরকুমার ও আশা ভোঁসলে। ভ্রমণের মাঝেমাঝেই এইসব নানাবিধ প্রসঙ্গের উল্লেখ, ভ্রমণ-চিত্রটিকে যেভাবে বৈচিত্র্যময় করে তোলে, তার ফলে, ভালো লাগাটা এক অন্য মাত্রা পায়। অনেক অভিনন্দন আপনাদের। ভালো থাকবেন। Explorer Shibaji আরও সাফল্যের পথে এগিয়ে যাক।
😊🙏
যদি ভিডিও গুলো ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে তোমার ভিডিও। আমি তো তোমাদের ভিডিও jonno wait করে থাকি❤❤❤
Finally😍😍 ei video taar e opekkha korchhilam ❤️ darun laglo go mama❤️
Khlola hawa naamta darun. Very serene place, good to see meat masala leaf, Oraa Karaa, shob notun jinish dekhlam.
Taki Shib Mondir khoob shundor laaglo.
By the way, Laabra, Chaanchra and ghaent shob ey peet o peet.
Lovely video.
Khub sundor lagloooo .....onek information pelam ei video theke......apnara khub bhalo thakben ❤❤
খুব ভালো লাগলো। পূজায় এই ধরনের প্রকৃতির সঙ্গে মিলে মিশে মনটা সকাল বেলায় খুবই ভালো হয়ে গেল। আমার ছেলের সাথে পরিচয় হয়েছে। আমার ছেলে লণ্ডনে থাকে। আমরা পুরো পরিবার সবসময় তোমাদের ব্লগ দেখি।থাকিও কাছাকাছি।
দারুন লাগলো আজকের ভিডিওটা, খুব সুন্দর জায়গা, এক বা দু রাতের জন্যে যাওয়া যেতেই পারে, প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যাবে আর ভালো মন্দ খাওয়াদাওয়া যাবে, অসাধারণ ❤❤❤
খুব ভালো লাগলো। এমন short trip আরো দেখতে চাই. ❤❤
অসাধারণ গ্রাম বাংলার দৃশ্য।মন ছুঁয়ে গেল ❤❤❤
ওরা ক্যাওড়া নয়, আমরা সবাই ক্যাওড়া। 😂 মজা করে বললাম।
লাবড়া নিরামিষ আইটেম। ছ্যাচড়া বা ঘ্যাট আমিষ।
খুব ভালো লাগলো❤❤
Manus duto video gulo k ato sundor kore futea tole sotte mon chue jai 😊😊❤️❤️❤️🙏🏾
Khub valo laglo dada. Ato sundor jayega dekhe mon vore gelo ❤. Jumping jack ... Actor Jitendra sir 😊. valo thakben apnara.
Bahh vishon valo laglo eto sundar bornona diyechho jabujhte etuku asubidha hochhe na❤❤
Darun laglo video ta! Erom Peaceful offbeat 2 days er trip er khoj pele besh jome jabe.. 😌
বিদেশ ভ্রমণ থেকে আমার ভারত বর্ষ ভ্রমণই বেশি ভালো লাগে। অবশ্যই এই ধরনের আরো ভিডিও বানাবেন। আপনাদের প্রতি শুভকামনা রইল -- বাংলাদেশ থেকে রাসেল খান।
Khub bhalo laglo Khola Hawa resort.Akbar jawa r ichhe roilo.Speciallyy launch a lunch to asadharon. Anek age akbar Taki giyechilum. Kintu akhon dekhlum sob kichu anno rokom
Ichamoti nodi r sobuj prokriti ak rokom ache.Aporoop sundor.Bhalo thakbrn.
অনেকদিন পর আপনাদের এই ভিডিও টা খুব মন দিয়ে দেখলাম। দারুন দারুন লাগলো খোলা হাওয়া রিসোর্ট টা দেখে ও তার সম্পর্কে জেনে। যাবার ভীষন ইচ্ছে রইলো।
পৃথিজিৎ দার জাম্পিং জাম্প মনে হয় জিতেন্দ্র। জানিনা সঠিক বললাম কিনা।
কেওড়া ফল দিয়ে যে চাটনি হয় আর সেটা যে হজম এর পক্ষে খুবই উপকারী সেটাও নতুন তথ্য আমার কাছে।
এমনই ভালো আরো ভিডিও র অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন।।
Darun apnader Sab video romantic and perfect, thanks. 😊😊😊❤
খুউব ভাল লাগল ধন্যবাদ।
Khub sundar ,ami tomader sab VDO dekhi khub valo lage.
দাদা হাসনাবাদ থেকে বলছি, আমরা ধন্য হলাম আপনার আগমনে। ভালো থাকবেন সবসময়।
শিবাজীদা ও পৃথিজিৎদা কে অনেক অনেক আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই হাসনাবাদ ও টাকির ঐতিহ্য তুলে ধরার জন্য। আমার বাড়ি বসিরহাট। আমি আপনার একজন একনিষ্ঠ ফ্যান। আপনার সব ভিডিও গুলো আমি দেখি। পরিশেষে পৃথিজিৎদার লঞ্চ এ খাওয়া ছেঁচড়া উওরে আসি লাবড়া ঘ্যাট ও ছ্যাচড়া সব একই গোত্রের।যেমন ধরুন বাড়িতে একটা ছেলে। বাড়ির দাদু ঠাকুরমা ও অন্যান্য সদস্যরা আদর করে এক এক জন এক এক নামে ডাকে এই আর কি। ভালো থাকবেন আপনারা এবং আমাদের জন্য নুতন নুতন ভিডিও পরিবেশন করবেন এই আশা রাখি। ❤
যেমন
হাসনাবাদের আমার যায়নি তবে টাকী গেছে অনেক বার । খুব খুশি হয়েছি হাসানাবাদ আমি ভালো লাগছে 🙏🏼🙏🏼🙏🏼😍😍
খুব ভালো লাগল। খাবারগুলো খুব লোভনীয়। ❤
কি সুন্দর জায়গা দারুন লাগলো। তোমাদের ভিডিও দেখলেই মন ভালো হয়ে যায়। এত সুন্দর করে সব কিছু ফুটিয়ে তোলো তোমরা আমার তোমাদের লোকাল ট্রিপ বাংলার গ্রাম দারুন লাগে। যাবো পরিবার নিয়ে। 🌸
Khub bhalo location pawa gelo akta. Short trip er jonno khub bhalo spot.apnader ai blog ta uponogi holo amar jonno, October er por, November er jonno. ❤❤❤🎉🎉🎉.
Darun darun darun laglo episode ta khub bhalo laglo,anek subhokamona o bhalobasha Shibaji Da o Prithwijit Dadara.anek bhalo thakun r amader emoni episode upohar diye jaan.Pronaam neben.❤🙏
সত্যি মনোরম পরিবেশ❤❤❤❤
Ashadharon video shibaji da..ki shundor kore tule dhorecho tumi ai ati shadharon akti jaigake ashadharon bhabe,,r ata tomar darai shombhob.. beautiful greenary..prokriti jano ujar kore diyeche nijek...tar opor upri paona prithwijit dar kotha "ora kaora","forashider r bhangeni"ai shob..shotti khub enjoy korlam tomader shathe amio......,....💚❤️🌿🍃💯
Khub sundor laglo video ta ❤
Darun laglo apnader ai Blog ta..
Osadharon dada khubi enjoy korlam mind blowing video
Amon video guloi beshi aesthetic lage,amon video gulo aro chai dada...
ভীষন ভালো লাগলো খোলা হাওয়া হাসনাবাদ দেখতে আর আপনাদের ব্লগ আমি দেখি আর দেখতেও ভালো বাসি
Saroter dine khola haoyar tour o travel videography excilent sathe jhumur nach sundor. Scenario assadharon. Thanks To Explorer Shibaji O Prithijit. 💐💐😍
খুব সুন্দর করে দেখালেন ছোট ভ্রমন এর ভিডিও ❤খুব সুন্দর
awesome..........prottakta episode e awtulaniya
খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤
Vison valo laglo apnader ei vlog ta. Onek din dhore vabchi jabo. Ei vlog ta dekhe aro utsahito holam. Khub valo thakben. Next vdo er asay roilam
Darun laglo, jamping জ্যাক মনে হয় jitendra
খুব ভালো লাগলো এপাড়ে অনেক গিয়েছিলাম অনেক স্যুট করেছি সাতক্ষীরায়
Khub khub khub valo laglo,eto sundar abhigyata hoche bhai apnader video dekhe ki bolbo,ja kono din dakhte pabona,ta sab dekha hoye jachhe, anek aneeeek dhanyabad 👍👍
Khola Hawa homestay যথেষ্ট ভালো, প্রাকৃতিক পরিবেশ মন ভালো করার কিন্তু rate বড্ড বেশি এছাড়া টাকি আমি দুবার গেছি নদীর পাড় সকাল ও সন্ধ্যা বেলা সত্য মনোরম।
একটা সময় কেওড়ার সিজনে প্রায় প্রতি দিন কেওড়ার টক খেতাম। ছোট কাকড়া বা কুচো চিংড়ি দিয়ে কেওড়ার টক, সেই রকম স্বাদ। কখনও দল বেঁধে উঠতাম কেওড়া গাছে। লবন আর কাঁচা ঝাল দিয়ে কেওড়া গাছের মগডালে বসে কেওড়া খাওয়ার কত যে স্মৃতি আছে! ওড়ার ফলও খাওয়া যায়, তবে সবচেয়ে ভালো ওড়ার ফুলের মধু। বিকেল বেলায় ওড়ার আধফোঁটা ফুল তুলে, সন্ধ্যার সময় কাঁসার থালায় একটু জল দিয়ে সাঁজিয়ে রাখা হতো ওড়ার ফুল। ফুলের পিছনের সুচালো অংশটা কেটে ফুলগুলোকে থালায় বসানো হতো। আর সকাল বেলায় উঠেঁই মধু খাওয়ার ধুম পড়ে যেতো। ফুলগুলো ফুঁটে থাকতো, পাঁপড়িগুলো ফেলে দিলেই পাঁপড়ির গোড়ায় বাটির মতো জায়গায় জমে থাকা মধু দেখা যেতো। এক একটা ওড়াফুলে ছোট্ট এক বাটি মধু। কত যে খেয়েছি....। এখনও ওড়াফুল আছে, তবে মধু খাওয়ার মানুষ আর নেই।
অসাধারণ স্মৃতিচারণ। আন্তরিক ধন্যবাদ।
খুব ভালো লাগলো।
শিবাজী দা তোমার ভিডিও স্থান গুলি অসাধারণ 👍
আপনাদের প্রত্যেকটি ভিডিওর উপস্থাপনা বচনভঙ্গি আমার খুবই ভালো লাগে, বাংলাদেশ থেকে আপনাদের জন্য অনেক ভালোবাসা।
আমি বাংলাদেশী, দেখছি আমেরিকা থেকে।
এইরকম আরও ভিডিও চাই 🇺🇸🇧🇩
খুব সুন্দর সবুজ মনোরম গ্রাম বাংলা শিবাজী দা ❤❤❤❤
বনগাঁর বাসিন্দা, ইছামতীর গল্পে বেড়ে ওঠা আরেক শহর। আমার এখানে নদী মৃতপ্রায়। সেই ইছামতীর এ যেন পুরো অন্য অবিশ্বাস্য রুপ!
Apnar ei programme gulo amar onek beshi bhalo lage .. bidesh nijerai onek berai .. kintu desher ei omulyo roton gulo apnar kripay dekha hoy .. khub bhalo lage . 🙏
Video ta 2160p kore dekhe chi khub sundor hoyeche 🎉❤
হাসনাবাদ এর খোলা হাওয়া সত্যিই মনে বিশেষ জায়গা করে নিয়েছে। এই ভিডিওটিতে যে সুন্দর দৃশ্যপট এবং নিসিন্দাকরণের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে তা সত্যিই চমৎকার। "খোলা হওয়ার" নামটি সার্থক হাসনাবাদের প্রকৃতি, নদী, এবং খোলা আকাশ মনকে বিমোহিত করেছে। প্রতিবারের মতন দুজনের পারস্পরিক সৌহার্দ্য এবং তাদের মজার আলাপচারিতা এই প্রতিবেদনকে আরও প্রাণবন্ত করে তুলেছে। টাকীর অসাধারণ সৌন্দর্য্য নদীর পাড়ে দাঁড়িয়ে প্রকৃতির স্নিগ্ধতা দেখে মনে এক গভীর শান্তির স্পর্শ এনে দিল - অনেক ধন্যবাদ এই প্রতিবেদনের জন্য ।
দারুণ অভিজ্ঞতা !
Shundor r informative video, onek dhonyobad ShibajiDa
Osadharon... specially the new begali word "Takish" relevant to ur chatni... :)
Lovely place with excellent surroundings... Keep travelling and inspiring like this❤
বেশ ভালো লাগলো রেসর্ট এর আয়োজন
খুব ভালো লাগলো আপনাদের উপস্থাপনা। ভালো থাকবেন।
ভিডিওটি দেখে খুব ভালো লাগলো। রিসোর্টটির সুযোগ-সুবিধা সম্পর্কে অনেক জানতে পারলাম। আমিও একবার এই রিসোর্টে যাওয়ার চাই। 😊
Jumping jack holo Jitendra. Khub vhalo laglo apnar video
Superb! My home ( Newtown ) is just 2 hrs from Taki area…. But tired of Sonar Bangla after several trips……Finally a nice change! Thank you for introducing this lovely place!
দাদা আমি বসিরহাট থেকে। অনেক অনেক ধন্যবাদ টাকি ও হাসনাবাদ কে এত সুন্দর ভাবে তুলে ধরার জন্য।❤
খুব খুব ভালো লেগেছে, ভালো থাকবেন l
নতুন জায়গা নতুন দ্রষ্টব্য স্থান ভালোই লাগলো।
টাকি ঘুরে এসেছি।দারুন ভিডিও।
ফাটা ফাটি ❤❤❤❤❤❤❤❤
Jumping Jack Is Jeetendra 😊
Darun vlog taki shivaji uncle ❤❤
বেশ ভালো লাগল হাসনাবাদ ও টাকী ভ্রমন কাহিনী ! শান্তি নিকেতন নিয়ে একটি ভিডিও দেখতে চাই ।
উফফ অসাধারণ 😊❤❤❤❤