ইমাম যখন কিরাআত পড়েন তখন তোমরা নীরব থাকো। ৫/৮৫০। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যাদের ইমাম আছে ইমামের কিরাআতই তার কিরাআত। উক্ত হাদিসের রাবী জাবির (বিন ইয়াযীদ ইবনু হারিস) সম্পর্কে ওয়াকী ইবনুল জাররাহ সিকাহ বললেও আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যা কথা বলেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি মিথ্যুক। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি নির্ভরযোগ্য নন। আল জাওযুজানী তাকে মিথ্যুক বলেছেন।
মানলাম ব্রাদার রাহুল হোসেন এর কোরআন তেলাওয়াত সহি নয় ৷ তার মানে কি এই যে ব্রাদার রাহুল হোসেন যদি কুরআন ও সহীহ হাদিস এর কথা বলেন আলোচনা করেন তাহলে শুধুমাত্র তিনি বলার কারণে 30 পারা কুরআনের যত আয়াত আছে ও যত সহি হাদিস রয়েছে সকল কিছু বানোয়াট ভিত্তিহীন প্রমাণিত হবে ৷ যদি তাই হয় তাহলে হানাফী মুকাল্লিদের কিছু বলার নেই ৷ এটা মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই না ৷ আপনাদের হানাফীদের মধ্যে যারা অনেক বেশি পরিচিত ৷ যাদের আলোচনা অনেক বেশি মানুষ শুনবে এরকম কোন মানুষ ফেস দ্যা পিপল চ্যানেলে বলুক যে সে ব্রাদার রাহুলের সাথে বাহাস করতে চায় তাহলে ব্রাদার রাহুল অবশ্যই করবে ৷ যাকে কেউ চেনে না জানে না এমন মানুষের সাথে বাহাস করা যাবে না কারণ বাহাসের উদ্দেশ্য অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া | আজ অবশ্যই নিরপেক্ষ ও পক্ষপাতিত্বহীন হতে হবে ৷
অসাদারন রাহুল বাই জাজাকাল্লাহখায়রান
অসাধারণ! জাযাকাল্লাহ খাইরান।
Alhamdolillah. Vai mone shanti pelam . Allah rahol vaiyer giyan aro barye din. Aman.
অনেক উপকারি হতে পেরেছি ভাই
রাহুল ভাই, ইমাম সাহেবকে যখন সব দায়িত্ব দেওয়া হয়েছে তাই তাদের উচিৎ মসজিদে গিয়ে শুধু বসে থাকা। রুকু সাজদা সব ইমাম সাহেব করবে।
ভাই জামাতে ১ম রাকাতের কেরাত ছেড়ে গেলে তখন কি করা হবে
Excellent knowledge based discussion.
আলহামদুলিল্লাহ
Jajakallah allahumma ameen
Alhamdulillah ❤❤❤ Bhai
❤❤❤❤❤❤
ওনার জামা সুন্নতের খেলাফ
جزاك الله خيرا فى الدارين - يا سيدى المحترم!
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আবু দাউদ হাদিস নম্বরঃ 922
যারা এইধরণের চিন্তা কোরে বা বলে তারা বড়ো পশু এটাই প্রমান কোরে চালিয়ে যাও আমরা মোমিন হিসাবে মেনে নিবো..
❤
Alhamdulillah vai anek valo laglo
জাজাকাল্লাহ খায়ের
JazkhakhAllohu khoiron.....Really wonderful discussion...
imam er pechone surah fatiha pori na
atai amr kache sb thke sothik mne hoi.
Assalamuwalikum. Rahul Amin bhai keep continue brother. In Shaa ALLAH . Allah will protect you from devils.
আসসালামু আলাইকুম ভাই।।
জিহাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন।একটা পর্ব দেন। আর বর্তমানে কিভাবে জিহাদ করবে ইত্যাদি বিষয় তুলে ধরুন।
Brather very good your lectures
Thanks you very much
সঠিক দ্বীন প্রচার করতে থাকেন
Location k S A
Masallah
Mashallah agiye jan
আহলে হাদীসের একজন লোক চাই মাথায় পাগড়ী পড়ে।
পাবেন না। তাহলে নবীজী কি পাগড়ী ব্যাবহার করেন নি?
Br Rahul age Telawat shuddho korun
Surah Fatiha part.korle.namaj.hoay.jae.bat.fatiha.part.korle.kono.mhadis.bolini.je.namaj.hote.parena
ওনার পিছনে যেটা এটা আবার কি?
ভাই আপনি জেনেনিন ইমাম সাহেব যখন ফরজ নামাজ শুরু করে মুছল্লীর আশা দেরি হলে তখন শুধু আল্লাহু আকবার বলে মুছল্লী দাঁড়িয়ে ইমামের পিছনে নামাজ পরে ।
ইউটিউব এ তাহকীক কি মাসালার লেকচার গুলো সব কি ভাবে পাবো
Sex slavery in Islam
Wikipediate ja bola hoyeche sei bisoye ekti video chai non Muslimder janano dorkar.
সুরা আরাফে তাফসির পড়তে বলুন রাহুল কে
তুমি কি পড়তে পারোও
সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বরঃ 850দেখো
ইমাম যখন কিরাআত পড়েন তখন তোমরা নীরব থাকো।
৫/৮৫০। জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যাদের ইমাম আছে ইমামের কিরাআতই তার কিরাআত।
উক্ত হাদিসের রাবী জাবির (বিন ইয়াযীদ ইবনু হারিস) সম্পর্কে ওয়াকী ইবনুল জাররাহ সিকাহ বললেও আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যা কথা বলেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি মিথ্যুক। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি নির্ভরযোগ্য নন। আল জাওযুজানী তাকে মিথ্যুক বলেছেন।
এগুলো করে আর কতদিন খাবেন,
Sotto promanito korle majhabi vaider jole.
আবু দাউদ হাদিস নং604 খুলে দেখতে বলুন
গ্রন্থঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ ২/ সালাত (كتاب الصلاة)
হাদিস নম্বরঃ ৬০৪
৬৯. বসা অবস্থায় ইমামতি করা
৬০৪। আবূ হুরাইরাহ্ (রাঃ) সূত্রে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইমাম এজন্যই নিয়োগ করা হয়, যেন অন্যেরা তার অনুসরণ করে। অতঃপর পূর্বোক্ত হাদীসের অনুরূপ। তাতে আরো রয়েছেঃ ইমাম যখন কিরাত পাঠ করবে, তখন তোমরা চুপ থাকবে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, এই অতিরিক্ত অংশটুকু-‘‘ইমাম যখন কিরাত পাঠ করবে, তখন তোমরা চুপ থাকবে’’ সুরক্ষিত (মাহফূয) নয়। এটা আবূ খালিদের ধারণা মাত্র।[1]
সহীহ।
[1] নাসায়ী (অধ্যায়ঃ ইফতিতাহ, অনুঃ মহান আল্লাহর এ বাণীঃ যখন কুরআন তিলাওয়াত করা হয় তখনর তোমরা শ্রবণ করো এবং চুপ থাকো, হাঃ ৯২০), ইবনু মাজাহ (অধ্যায়ঃ সালাত ক্বায়িম, অনুঃ ইমামের কিরাত পাঠকালে চুপ থাকবে, হাঃ ৮৬৪), আহমাদ (২/৪২০), সকলেই মুহাম্মাদ ইবনু ‘আজলান সূত্রে। হাদিসের মানঃ সহিহ (Sahih) www.hadithbd.com/share.php?hid=57922
ওনি আলেম তার দলিল কোথায়?
উনি আলেম কবে বললো
আলোচনার শুরুতে মিথ্যা কথা
ভাই মুসলিম ৫৩৯ এর দলিল টা ভুল মনে হচ্ছে... 26:27
প্রকাশনীর জন্য হাদীস নম্বর এদিক ওদিক হয়েযায়
তোমার আলোচনা শুনা যাবে,কিন্তু তোমার ফতুয়া দিতে পারবা না।
Not answer
স্টেজ ফাকা ৪/৫ জন লোক বসা
ভিডিও দেখলে বুজা যায়
আগে কোরআন শরীফটা সহি পড়া শিখো তুমি তারপরে কোরআনের ব্যাখ্যা করবে
মানলাম ব্রাদার রাহুল হোসেন এর কোরআন তেলাওয়াত সহি নয় ৷ তার মানে কি এই যে ব্রাদার রাহুল হোসেন যদি কুরআন ও সহীহ হাদিস এর কথা বলেন আলোচনা করেন তাহলে শুধুমাত্র তিনি বলার কারণে 30 পারা কুরআনের যত আয়াত আছে ও যত সহি হাদিস রয়েছে সকল কিছু বানোয়াট ভিত্তিহীন প্রমাণিত হবে ৷ যদি তাই হয় তাহলে হানাফী মুকাল্লিদের কিছু বলার নেই ৷ এটা মূর্খতার পরিচয় ছাড়া আর কিছুই না ৷ আপনাদের হানাফীদের মধ্যে যারা অনেক বেশি পরিচিত ৷ যাদের আলোচনা অনেক বেশি মানুষ শুনবে এরকম কোন মানুষ ফেস দ্যা পিপল চ্যানেলে বলুক যে সে ব্রাদার রাহুলের সাথে বাহাস করতে চায় তাহলে ব্রাদার রাহুল অবশ্যই করবে ৷ যাকে কেউ চেনে না জানে না এমন মানুষের সাথে বাহাস করা যাবে না কারণ বাহাসের উদ্দেশ্য অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া | আজ অবশ্যই নিরপেক্ষ ও পক্ষপাতিত্বহীন হতে হবে ৷
Riadus salehin 1001
আলহামদুলিল্লাহ
ইউটিউব এ তাহকীক কি মাসালার লেকচার গুলো সব কি ভাবে পাবো