আলহামদুলিল্লাহ, আসলে শায়েখ এর মাথায় কাজ করছে যে, @sajal roshan হাদীস অস্বীকার কারী। কিন্তু sajal ভাই এর এই মেসেজ টা শায়েখ বুঝলেন না যে, sajal ভাই সবই মানেন। তবে সেটা কোরআন বিরোধী হওয়া যাবে না। আল্লাহ আমাদের সঠিক পথের দিশা দিন। আমিন।
আসসালামুআলাইকুম। ভাইয়া কথা সবই ভাল লাগল। কিন্তু ইসলামে হালাল হারাম, খাস পর্দা, মসজিদ মাদ্রাসা, দাড়ি টুপি, লেবাস ইত্যাদির কোনটার গুরত্ব কেমন তা একটু বিস্তারিত বুঝিয়ে দিবেন। হ্যাঁ এটা স্বীকার করি অনেকেই ধর্মকে পুঁজি করে দুনিয়াতে আলিশান চলছেন, কষ্ট করছেন না যেমনটা নবী রাসুল, সাহাবা আজমাঈনরা করেছেন। আবার অনেকে করছেন তাও সত্যি। দুনিয়াতে বর্তমানে ১০০% পার্ফেক্ট কেউ আছে কি? দয়া করে জানাবেন। মৃত্যুর পরও কারা সুখে আছেন, কারা কষ্টে আছেন অথবা থাকবেন তা কি কেউ জানেন? আল্লহর সাথে কারো কি কথা হয়েছে যে আমার কথা ও কাজ আল্লহ সবই পছন্দ করছেন, করবেন? তাহলে আমি শ্রোতাকে কি বুঝাতে চাচ্ছি? আর যদি সত্যই হুজুরেরা সবই ভুল করেই থাকেন তাহলে বড় আয়োজন করুন আগে তাদের নিয়ে বসুন। সত্যটা বেরিয়ে আসবে। সাদা মাটা কথা হলো_আমরা লোভহীন, পাপমুক্ত জীবন গড়তে চাই। আল্লহর আদেশ নিষেধ ও নবীর সুন্নাহ তথা আদর্শকে আকড়ে ধরতে চাই। কবরে গিয়ে বিপদে থাকতে চাইনা। আল্লহ কবুল ফরমান। আমিন। পরামর্শ বা গালির জন্য 01710648660.
শায়েখ সাহেবদের মাথায় একটা নিষয়ই ঘুরে কখন কাকে কি অছিলায় কোরআনের বিধানের বাইরে কাফের জালেম ফাসেক বলে নিজেকে পন্ডিত হিসাবে পরিচিত করা যায় । মগজে ধর্মব্যবসার লাভ লোকসান ঘুরপাক খেলে এমন হবে।
আর কিছু না হোক! আপনি যে ধর্ম দোকানদারদের ব্যবসায়! বাড়া ভাতে! যে ছাই দিয়েছেন! তা সামলাতে গিয়ে! আপনার বিরুদ্ধে যত অপপ্রচার করছে! ততোই আপনার কথার সত্যতা প্রতিষ্ঠিত হচ্ছে! তাই আপনি কোরআনের সৌন্দর্য তুলে ধরার কাজ নির্বিঘ্নে চালিয়ে যান।
উনি যোগাযোগ করবেননা......... কারন তিনি খুব কৌশলে আমাদের ছেলেদের নাস্তিক বানাতে চায় । কিছু ধর্ম জ্ঞানহীন মানুষ তার কথায় নাচতেছে । আর কিছু মোল্লা ও reaction দেখাচ্ছে । অথচ এদের কথায় পাত্তা দেওয়াও পাগলামি ।
ধন্যবাদ ❤️ আল্লাহ আপনার মঙ্গল করুন। আব্বাসিয় খলিফার আমলে, ছয়টি হাদীসের কিতাবকে সহীহ বা বিশুদ্ধ নির্ভেজাল বলে সনদ দেওয়া হল। একমাত্র সহীহ গ্রন্হ হলো আল কুরআন। আল্লাহ ও তাঁর রসূল সা: এর বিনা অনুমতিতে ছয়টি কিতাব কে সহীহ বলে সনদ দেওয়া হল। এমন অবস্থার সৃষ্টি হল যে, নকল, ভুয়ো, বানোয়াটকে আসল বলে আনন্দ চিত্তে গ্রহণ করছে। এভাবেই ১৪ শ বৎসর ধরে মুসলমানদের মধ্যে বৃহৎ অংশকে খুব সহজেই বোকা ও গাধা বানিয়ে রাখা হয়েছে। 🌿🌿🌿
অসাধারন উপাস্থাপনা ভাই ৷ আপনার চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা পুরোপুরি মিলে যায় ৷ আপনার সম্পর্কে আমাকে অনেকে সতর্ক করেছিল কিন্ত ঐ যে জ্ঞান আহরনের নিমিত্তে যতই খোলামন নিয়ে শুনেছি ততই দেখেছি যে আপনি যেন আমার মনের প্রশ্নগুলোই করছেন ৷ Best Wishes for you always. May Allah allow you to be more focused in this line. Thanks
@@rafal4636 আপনি হয়তো আমার মেসেজ টা ভালো করে পড়ে দেখেন নি। আমি আমার কথা বলিনি, আমাদের কথা বলেছি। তাছাড়া সজল ভাই খুব সুন্দর করে কোরআনের ব্যখ্যা গুলো বিস্তারিত তুলে ধরেছেন ।সেটা উনি যতো বেশী প্রচার করবে, তত ই সঠিক তথ্য টা আমরা জেনে উপকৃত হবো। আল্লাহর কাছে শুকরিয়া বিগত দশ বছরের বেশি সময় ধরে আমি নিয়মিত অর্থ সহ কারে কোরআন পাঠ করি। ধন্যবাদ।
@@samsunnahar2939 Apni koshto kore Sajal er aro video dekhte paren ... shekhane tini nijei bolechen tini "Sajal- Majhab" toiri korte chan na .... karon beshir bhag lok tar boktobbo shonar por aar nije Quran er pristha ultaben na .. tar kothakei churanto mone korben .... Quran apni nije poren shune bhalo laglo .. Allah apnake borkot dik.
আসসালামু আলাইকুম। সজল ভাই এর সমস্ত বক্তব্য ই সময় উপযোগী এবং অতীব প্রয়োজনীয়। তবে এটা মেনে নিলে অনেকের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই তাহারা সহজ কথা সহজে বুঝিবে না।
যে কোন বিদ্যা অর্জন করতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন অপরিহার্য। কোরআন সাদৃশ্য কোন গ্রন্থ পৃথিবীতে নেই।অনেক compound শব্দ কোরআনে আছে এবং অনেক আয়াত আছে যা বুঝার জন্য Dictionary, আরবী গ্রামার হাতের কাছে মজুদ রাখা ছাই।
একটু চিন্তা করলে পাওয়া যায় ধর্ম ব্যবসায়ীরা ধর্মটারে কোন পর্যায়ে নিয়া গেছে।সজল রওশন ভাই এদের রাড়া ভাতে ছাই দিছে।আল্লাহ সবাই কে চিন্তাশীল ও বোঝার ক্ষমতা দিক।।
আসসালামু আলাইকুম, ভাই আপনার কথা শুনে আমি কোরআনের বাংলা অনুবাদ পড়া শুরু করেছি, এতো সুন্দর পরিস্কারভাবে দেখালেন তবুও এরা সহজ সরল পথটা বুঝতে পারতেছেনা, নাকি ইচ্ছে করে বুঝেনা? আল্লাহ তায়ালা এদের সকলকে বুঝ দান করুন।। আপনি চালিয়ে যান আপনার সহজ সরল বক্তব্য সাধারণ জনগণ বুঝবে।।। আপনার সুস্থতা কামনা করি।
ইসলামের "প্রকৃত সত্য" উন্মোচন করে মুসলিম জাতিকে "সঠিক পথ" চোখে অাংগুল দিয়ে দেখিয়েছেন। এরপর ও একদল প্রকৃত সত্যের বাইরে থেকে ভিন্ন মত,, ভিন্ন পথ তৈরী করে সাধারন মুসলমানদের হাসরের মাঠে কঠিন বিচারের সম্মুখীন করছেন ।
Informative video with crystal clear reference from the Quran and Hadith. Thank you Sajal vaiya. Still these mullas in our country serves their own interest by using hadith which contradicts the quran. But the main fact is if someone follows the quran ultimately he is following the major facts of hadith i mean the real hadith which is supportive to the Quran. Again a big thanks to you Sajal vai. Take Love and May Allah bless you❤️❤️
সূরাঃ আল-মায়িদাহ [5:44] إِنَّآ أَنزَلْنَا ٱلتَّوْرَىٰةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهَا ٱلنَّبِيُّونَ ٱلَّذِينَ أَسْلَمُوا۟ لِلَّذِينَ هَادُوا۟ وَٱلرَّبَّٰنِيُّونَ وَٱلْأَحْبَارُ بِمَا ٱسْتُحْفِظُوا۟ مِن كِتَٰبِ ٱللَّهِ وَكَانُوا۟ عَلَيْهِ شُهَدَآءَ فَلَا تَخْشَوُا۟ ٱلنَّاسَ وَٱخْشَوْنِ وَلَا تَشْتَرُوا۟ بِـَٔايَٰتِى ثَمَنًا قَلِيلًا وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَٰفِرُونَ ইন্নাআনঝালনাততাওরা-তা ফীহা-হুদাওঁ ওয়া নূরুইঁ ইয়াহকুমুবিহান্নাবিইয়ূনাল্লাযীনা আছলামূলিল্লাযীনা হা-দূওয়া রাব্বা-নিইয়ূনা ওয়াল আহবা-রু বিমাছ তুহফিজু মিন কিতাবিল্লা-হি ওয়া কা-নূআলাইহি শুহাদাআ ফালা-তাখশাউন্না-ছা ওয়াখশাওনি ওয়ালাতাশতারূ বিআ-য়াতী ছামানান কালীলান ওয়া মাল্লাম ইয়াহকুম বিমাআনঝালাল্লা-হু ফাউলাইকা হুমুল কা-ফিরূন। আমি তওরাত অবর্তীর্ন করেছি। এতে হেদায়াত ও আলো রয়েছে। আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর, দরবেশ ও আলেমরা এর মাধ্যমে ইহুদীদেরকে ফয়সালা দিতেন। কেননা, তাদেরকে এ খোদায়ী গ্রন্থের দেখাশোনা করার নির্দেশ দেয়া হয়েছিল এবং তাঁরা এর রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলেন। অতএব, তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় কর এবং আমার আয়াত সমূহের বিনিময়ে স্বল্পমূল্যে গ্রহণ করো না, যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফায়সালা করে না, তারাই কাফের। It was We who revealed the law (to Moses): therein was guidance and light. By its standard have been judged the Jews, by the prophets who bowed (as in Islam) to Allah´s will, by the rabbis and the doctors of law: for to them was entrusted the protection of Allah´s book, and they were witnesses thereto: therefore fear not men, but fear me, and sell not my signs for a miserable price. If any do fail to judge by (the light of) what Allah hath revealed, they are (no better than) Unbelievers.
💥আসসালামু আলাইকুম, সজল রোশন ভাই আপনার সহজ, সরল, সুন্দর ও অসাধারণ আলোচনা চালিয়ে যাবার অনুরোধ রইল। হে মহান আল্লাহ দয়াময় আমাদের সবাই কে সঠিক বুঝতে সাহায্য করুন এবং আমাদের হেদায়েত দান করুন। সবার জন্য শুভকামনা রইল। 💥
Sajal bhai, I have no words to say just Excellent ! May Allah bless you .সজল ভাই উপরোক্ত আয়াত দ্বারা মহান আল্লাহতালা স্পষ্ট করে দিয়েছে যে আল্লাহ যা ওহীর মাধ্যমে অবতীর্ণ করেছেন তার বাইরে বানানো কোনো কিছুই গ্রহণযোগ্য নয় কিন্তু problem হচ্ছে এ সব তথাকথিত আলেমরা বলতে চাচ্ছে কোরানের ওহী ছাড়াও নবীজির (সাঃ ) কাছে আলাদা ওহিও এসেছে (নাজুবিল্লাহ ) ! আর এটাই সেই সহি হাদিস ! দুঃকজনক হলেও সত্যি আমাদের ৯০% সাধারণ মানুষ যারা কষ্ট করে পড়তে চায় না শুনেই মসুলমান হতে চায় তারাই এসব বিশ্বাস করে ! তাই ভাবছিলাম আমাদের একটা কাজ করা দরকার কোরান এর বাইরে নবীজির কাছে আলাদা ভাবে আর কোনো ওহী আসে নাই তার জোরালো একটা প্রমান দাঁড় করানো। হে আল্লাহ আমাদের সত্যিটা জানার তৌফিক দাও।
এই নির্দিষ্ট সময় এর মধ্যে যা বলেছেন তার মধ্যে বিন্দু মাত্র ভুল তো নেই, আছে কিছু বাস্তব সত্য কথা যা আমাদের আলেমসমাজ সহজে বলেন না বা বলতে চান না। আর এই দীর্ঘ সময় ধরে আবদুল্লাহ সাহেব কে দেখে মনে হয় আপনার কথার দিকে সে ভ্রুক্ষেপই করেনি, কারণ সে যা বলবে তা আগে থেকেই নির্ধারণ করে রেখেছে। আপনি যাই বলেন না কেন তাতে তার কিচ্ছু আসে যায় না। আল্লাহ আপনাকে হেফাজত করুন এই কামনা করি।
ভাইয়া একটি বিষয় জানতে চাই,রাসুল লিখতে চাইলেন আর ওমর বললেন দরকার নাই,সে রাসুলের নির্দেশ মানলেন না।এটা কি ভাবে দেখবেন।দয়া করে রিপ্লাই দিবেন।আমাদের কি আরো কিছু বিষয় জানা দরকার।
Dear brother Excellent and very clear speech May Allah Bless you ZJK My husband also say same thing to read Quran try to understand the meaning but people say all kind of thing but he said they are ignorant
সূরাঃ আল-মায়িদাহ [5:45] وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَآ أَنَّ ٱلنَّفْسَ بِٱلنَّفْسِ وَٱلْعَيْنَ بِٱلْعَيْنِ وَٱلْأَنفَ بِٱلْأَنفِ وَٱلْأُذُنَ بِٱلْأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلْجُرُوحَ قِصَاصٌ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٌ لَّهُۥ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ ওয়া কাতাবনা-‘আলাইহিম ফীহাআন্নান্নাফছা বিন্নাফছি ওয়াল‘আইনা বিলা‘আইনি ওয়াল আনফা বিলআনফি ওয়ালউযুনা বিলউযুনি ওয়াছছিন্না বিছছিন্নি ওয়াল জুরূহা কিসা-সুন ফামান তাসাদ্দাকা বিহী ফাহুওয়া কাফফা-রাতুল্লা-হূ ওয়া মাল্লাম ইয়াহকুম বিমাআনঝালাল্লা-হু ফাউলাইকা হুমুজ্জা-লিমূন। আমি এ গ্রন্থে তাদের প্রতি লিখে দিয়েছি যে, প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং যখম সমূহের বিনিময়ে সমান যখম। অতঃপর যে ক্ষমা করে, সে গোনাহ থেকে পাক হয়ে যায়। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম। We ordained therein for them: Life for life, eye for eye, nose or nose, ear for ear, tooth for tooth, and wounds equal for equal. But if any one remits the retaliation by way of charity, it is an act of atonement for himself. And if any fail to judge by (the light of) what Allah hath revealed, they are (No better than) wrong-doers.
আত্ম অহংকারীর সাথে গিয়েছেন আলোচনা করতে , মানুষের বয়সের সাথে জ্ঞানের সম্পর্ক আছে , একই শিক্ষায় শিক্ষিত বয়সের কারণে বুঝার তারতম্য থাকে . এদের ওস্তাদ যা শেখায় তাই বলে তাই করে নিজ দায়িত্বে সঠিক বেঠিক দেখবে না !!
আপনার যুক্তিপূর্ন ব্যাখ্যায় আমি অভিভূত। আমার কর্মজীবনে একজন নোয়াখালীর মুরুব্বিকে পেয়েছিলাম, তিনি আমাদের বলতেন " আমি যে বুঝিনা এটাই আমি বুঝিনা"। আপনিও অন্য এক ভিডিওতে এরকম কাছাকাছি বলেছেন। আপনার প্রতি আমার পরামর্শ এই যে, আপনি যাদের সাথে বিতর্ক করছেন তারা আপনার মূল্য বোঝার যোগ্যতা রাখেনা। অতএব বিতর্ক থেকে বিরত থাকুন।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে যে দর্শকদের তীক্ষ দৃস্টি এবং পর্যবেক্ষণকে বিবেচনায় নিয়ে গুরুত্ব দিয়েছেন এবং সার্টের কলার ঠিক করেছেন। Thanks a thousand & Loves a lot..... Mahbub76
আমি সকল ধর্ম ব্যবসায়ী দের অনুরোধ করছি জীবনে তো অনেক কামিয়েছেন এবার অন্তত ধর্মের পথে ফি্রূন এবং তার জন্য সকলে মিলে সপ্তাহে একদিন প্রকৃত ইসলাম মান্যকারী সজলরোশন ভাই এর ইসলাম শিক্ষা ক্লাসে অংশ গ্ৰহন করূন শিক্ষা য় কোন লজ্জা র ব্যপার থাকে না।
Freedom of Speech মানুষের জন্মগত অধিকার, আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত। তাই সবারই যেকোন বিষয়ে মতামত দেবার অধিকার আছে। তবে বিশ্বাসের বিষয়ে judgmental হবার অধিকার একমাত্র আল্লাহর এখতিয়ার। যদি কারও কথা পছন্দ না হয়, কোরআন হাদিস মতে, তার থেকে দুরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। যার যা ভাল সেটুকু গ্রহন করে খারাপটা ত্যাগ করার মধ্যেই ফায়দা বেশি। এটি অবশ্যই অশ্বিকার করার কোন অবস্হা নেই যে, মুসলমান ও অমুসলমানদের মধ্যে যত বিতর্ক প্রায় সবই হাদিস ও হাদিসের ব্যাখ্যা নিয়ে, কোরআন নিয়ে নয়। যদি কেউ ঈমানের সাথে নিয়মিত অর্থ সহ কোরআন অধ্যয়ন করে, তার পক্ষে হাদিসের authentication বুঝা কঠিন কিছু নয়, এর জন্য কোন প্রাতিস্ঠানিক ডিগ্রির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আল্লাহতালা কোরআনের কমপক্ষে চার জায়গায় মানবজাতির জন্য কোরআনকে বুঝা ও প্রয়োগ করা সহজ করে দিয়েছেন বলে ঘোষনা দিয়েছেন, তাহলে হাদিস কেন এত জটিল হবে? এর মুল কারন হচ্ছে হাদিসকে যুগে যুগে “ওলামারা” কঠিন করে আমাদের কাছে present করেন যা অনেক সময় হাদিসকে কোরআনের মুখামুখি দার করিয়ে দেয়। তারা কোরআন বুঝার থেকে নেকির আশায় কোরআনকে না বুঝে পরা বেশি প্রচার করেন। আমার মতে অধিকাংশ ওলামারা সঠিক ইসলামকে promote বা demonstrate করছেন না, এর প্রধান কারন তারা নিজেরাই সঠিক ভাবে শিখছেন না। ইসলামের পুরো ecosystem টার কোথায় জানি একটা বর ধরনের গলদ তৈরি করেছি আমরা, এটি এখন “vicious circle” এ পরিনত হয়েছে। এই কারনেই হয়তবা, হাদিস অনুসারে আমরা জানি, শত শত কোটি মুসলমান থাকা সত্বেও, শেষ জামানায়, ঈমাম মেহেদির জিহাদের কাফেলায় মাত্র ৩১৩ জন ঈমানদার থাকবেন, যা ইসলামের প্রথম “বদর যুদ্ধে” ছিল।
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ইসলাম সম্পর্কিত বিষয় নিয়ে আমাদের কাছে বারে বারে এসে আমাদেরকে কুসংস্কার মুক্ত করবেন এই আশা করি আপনার কাছে।
ধন্যবাদ সজল ভাইকে।আমাদের বুঝার জন্য একদম সহজ -সরল ভাষায় উপস্থাপনা করার জন্য।
আমি আপনার বলা আয়াতগুলো বের করে মিলিয়ে দেখি। সুন্দর বলেছেন আপনি। অসংখ্য ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, আসলে শায়েখ এর মাথায় কাজ করছে যে, @sajal roshan হাদীস অস্বীকার কারী। কিন্তু sajal ভাই এর এই মেসেজ টা শায়েখ বুঝলেন না যে, sajal ভাই সবই মানেন। তবে সেটা কোরআন বিরোধী হওয়া যাবে না।
আল্লাহ আমাদের সঠিক পথের দিশা দিন।
আমিন।
যেহেতু হাদীস জাল করা চালু হয়েছিল,
আয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া১
আসসালামুআলাইকুম।
ভাইয়া কথা সবই ভাল লাগল। কিন্তু ইসলামে হালাল হারাম, খাস পর্দা, মসজিদ মাদ্রাসা, দাড়ি টুপি, লেবাস ইত্যাদির কোনটার গুরত্ব কেমন তা একটু বিস্তারিত বুঝিয়ে দিবেন। হ্যাঁ এটা স্বীকার করি অনেকেই ধর্মকে পুঁজি করে দুনিয়াতে আলিশান চলছেন, কষ্ট করছেন না যেমনটা নবী রাসুল, সাহাবা আজমাঈনরা করেছেন। আবার অনেকে করছেন তাও সত্যি। দুনিয়াতে বর্তমানে ১০০% পার্ফেক্ট কেউ আছে কি? দয়া করে জানাবেন। মৃত্যুর পরও কারা সুখে আছেন, কারা কষ্টে আছেন অথবা থাকবেন তা কি কেউ জানেন? আল্লহর সাথে কারো কি কথা হয়েছে যে আমার কথা ও কাজ আল্লহ সবই পছন্দ করছেন, করবেন? তাহলে আমি শ্রোতাকে কি বুঝাতে চাচ্ছি?
আর যদি সত্যই হুজুরেরা সবই ভুল করেই থাকেন তাহলে বড় আয়োজন করুন আগে তাদের নিয়ে বসুন। সত্যটা বেরিয়ে আসবে। সাদা মাটা কথা হলো_আমরা লোভহীন, পাপমুক্ত জীবন গড়তে চাই। আল্লহর আদেশ নিষেধ ও নবীর সুন্নাহ তথা আদর্শকে আকড়ে ধরতে চাই। কবরে গিয়ে বিপদে থাকতে চাইনা। আল্লহ কবুল ফরমান। আমিন।
পরামর্শ বা গালির জন্য
01710648660.
শায়েখ সাহেবদের মাথায় একটা নিষয়ই ঘুরে কখন কাকে কি অছিলায় কোরআনের বিধানের বাইরে কাফের জালেম ফাসেক বলে নিজেকে পন্ডিত হিসাবে পরিচিত করা যায় । মগজে ধর্মব্যবসার লাভ লোকসান ঘুরপাক খেলে এমন হবে।
আর কিছু না হোক! আপনি যে ধর্ম দোকানদারদের ব্যবসায়! বাড়া ভাতে! যে ছাই দিয়েছেন! তা সামলাতে গিয়ে! আপনার বিরুদ্ধে যত অপপ্রচার করছে! ততোই আপনার কথার সত্যতা প্রতিষ্ঠিত হচ্ছে! তাই আপনি কোরআনের সৌন্দর্য তুলে ধরার কাজ নির্বিঘ্নে চালিয়ে যান।
Thank you
ধন্যবাদ ভাই।।
Yes you're right bro 👍👌
Absolutely correct.
Rlght this moment l don't want islamic scholar's speech l want lslamic solar 4 right way.
সুন্দর আলোচনা করেছেন ভাই।
ভাই ,সত্যের পথে এগিয়ে যান, হতাশ হবেন না, সত্যের পথে লোক সংখ্যা একটু কম থাকে।
সহমত
জি আমি একমত ।কারণ আল্লাহ্ বলেছেন তাদের মধ্যে খুবই অল্প সংখ্যকই ঈমান আনবে
গত ১৩-০৬-২০২১ তারিখে আপনার রিলিজিয়াস মাইন্ড সেট বইটা সংগ্রহ করেছি..!
ধন্যবাদ আপনাকে,,, দোয়া রইল আপনার জন্য...!
ভাই কত টাকা নিয়েছে
@@mdjahangirhossain3542 সার্ভিস চার্জসহ ৪৮৩টাকা
আপনার জন্য শুভকামনা ও দোয়া, এভাবেই এগিয়ে যান। আল্লাহ যাদের জ্ঞান দিয়েছেন তারাই তো ভাগ্যবান।
U are right .pl go on.
U are right .pl go on.
আপনার সাথে যোগাযোগ করতে চাই।
উনি যোগাযোগ করবেননা......... কারন তিনি খুব কৌশলে আমাদের ছেলেদের নাস্তিক বানাতে চায় । কিছু ধর্ম জ্ঞানহীন মানুষ তার কথায় নাচতেছে । আর কিছু মোল্লা ও reaction দেখাচ্ছে । অথচ এদের কথায় পাত্তা দেওয়াও পাগলামি ।
সজল সাহেব, কি সুন্দর আপনার কথাগুলো !! শুনতেই ইচ্ছে করে , আল্লাহ্ আমাদের হেদায়েত করুন ।
ধন্যবাদ ❤️
আল্লাহ আপনার মঙ্গল করুন।
আব্বাসিয় খলিফার আমলে, ছয়টি হাদীসের কিতাবকে সহীহ বা বিশুদ্ধ নির্ভেজাল বলে সনদ দেওয়া হল।
একমাত্র সহীহ গ্রন্হ হলো আল কুরআন।
আল্লাহ ও তাঁর রসূল সা: এর বিনা অনুমতিতে ছয়টি কিতাব কে সহীহ বলে সনদ দেওয়া হল।
এমন অবস্থার সৃষ্টি হল যে, নকল, ভুয়ো, বানোয়াটকে আসল বলে আনন্দ চিত্তে গ্রহণ করছে।
এভাবেই ১৪ শ বৎসর ধরে মুসলমানদের মধ্যে বৃহৎ অংশকে খুব সহজেই বোকা ও গাধা বানিয়ে রাখা হয়েছে।
🌿🌿🌿
শজল ভাই আপনি ইসলামের জন্য কাজ করে যান।দোয়া করি আমিন
thanks
ভাই শেষে আমিন বললেন কোন অর্থে
@@sagursarkar3106 বুঝতে পারিনি বুঝিয়ে বলেন
আপনার কথা শুনেই কুরআন মিলিয়ে দেখেছি,এতো দিন কুরআনের নামে কি পালন করেছি। আর তাই ধর্ম ব্যবসায়ীদের প্রতি ঘৃণা জন্মেছে।
thanks
বাহবা
যাহ্, রে ভাই! তুই পথভ্রষ্ট হয়ে যা, কোনো আফসোস নেই
@@Mir_tch তুই সঠিক পথে আছিস মনে করতেছিস তাইনা? বাল কোরান বাল পাদিস বাংলা অনুবাদে বা ইংরেজি অনুবাদে বুঝে পড়ে দেখলে প্রশ্রাব করবে বাংলাদেশী মিথ্যুক লিল্লাহখোর পরখেকো মুল্লাহদের মুখে হাগু হিসু করবে।
🎉🎉🎉
অসাধারন উপাস্থাপনা ভাই ৷ আপনার চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা পুরোপুরি মিলে যায় ৷ আপনার সম্পর্কে আমাকে অনেকে সতর্ক করেছিল কিন্ত ঐ যে জ্ঞান আহরনের নিমিত্তে যতই খোলামন নিয়ে শুনেছি ততই দেখেছি যে আপনি যেন আমার মনের প্রশ্নগুলোই করছেন ৷ Best Wishes for you always. May Allah allow you to be more focused in this line. Thanks
obsolutely rite আমিও
আপনার কাছে অনুরোধ দৈনন্দিন জীবনে কোরআন এর সঠিক দিকনির্দেশনা গুলো পর্যায় ক্রমে আমাদের কে জানার সুযোগ করে দিবেন।আপনার জন্য শুভকামনা রইলো।
Apni nija Quran porun aar bhujoar chesta korun. Sajal eitai barbar bhojanor chesta korlo aar apni abaro eki bhul kortechen.
@@rafal4636 আপনি হয়তো আমার মেসেজ টা ভালো করে পড়ে দেখেন নি। আমি আমার কথা বলিনি, আমাদের কথা বলেছি। তাছাড়া সজল ভাই খুব সুন্দর করে কোরআনের ব্যখ্যা গুলো বিস্তারিত তুলে ধরেছেন ।সেটা উনি যতো বেশী প্রচার করবে, তত ই সঠিক তথ্য টা আমরা জেনে উপকৃত হবো। আল্লাহর কাছে শুকরিয়া বিগত দশ বছরের বেশি সময় ধরে আমি নিয়মিত অর্থ সহ কারে কোরআন পাঠ করি। ধন্যবাদ।
আরে ভাই, নিজে পড়ুন। খুবই সহজ আর বোধগম্য। তারপর মানুন, চলুন। জীবনটা সহজ হয়ে যাবে ইন শা আল্লাহ।
@@samsunnahar2939 Apni koshto kore Sajal er aro video dekhte paren ... shekhane tini nijei bolechen tini "Sajal- Majhab" toiri korte chan na .... karon beshir bhag lok tar boktobbo shonar por aar nije Quran er pristha ultaben na .. tar kothakei churanto mone korben .... Quran apni nije poren shune bhalo laglo .. Allah apnake borkot dik.
@@rafal4636 হাত পা ধুয়ে আপনি আমার পেছনে লাগছেন কেন বুঝতে পারলাম না? আপনি যদি আমাকে নিয়ে এতো চিন্তা করেন তাহলে অকালে আপনার মাথার চুল, দাত সব পরে যাবে।
আসসালামু আলাইকুম। সজল ভাই এর সমস্ত বক্তব্য ই সময় উপযোগী এবং অতীব প্রয়োজনীয়। তবে এটা মেনে নিলে অনেকের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই তাহারা সহজ কথা সহজে বুঝিবে না।
(৫৪) আমি অবশ্যই মানুষের জন্য এই কুরআনে সর্বপ্রকার উপমা বিশদভাবে বর্ণনা করেছি, কিন্তু মানুষ সর্বাধিক বিতর্ক-প্রিয়। [1]
সূরাঃ ১৮/ আল-কাহফ |
কোরআনই একমাত্র জীবন ব্যবস্হা এ বিষয়ে যারা সন্দেহ পোষণ করে তারাই পথভ্রষ্ট। আমরা নিজেরাই কোরআন বুঝে পড়ি তাহলেই গোমরাহি দূর হয়ে যাবে।
যে কোন বিদ্যা অর্জন করতে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন অপরিহার্য। কোরআন সাদৃশ্য কোন গ্রন্থ পৃথিবীতে নেই।অনেক compound শব্দ কোরআনে আছে এবং অনেক আয়াত আছে যা বুঝার জন্য Dictionary, আরবী গ্রামার হাতের কাছে মজুদ রাখা ছাই।
ধন্যবাদ ভাই।
আপনার সুস্বাস্থ্য সুন্দর ও নিরাপদ ও আনন্দময় জীবন কামনা করছি।
আল্লাহ তুমি কোরআনের এই সেবককে নেক হায়াত দরাজ করো।।
ভাইয়া, আমরা আল্লাহর কিতাব ও ধর্মকে নয়, আমরা অনুসরণ করি দারি,টুপি জুব্বার লেবাসধারী আদমিকে। তাতে সে আবু জেহেল হলেও।
রাইট।আবু জাহেলেরও দাড়ি পাগরী জুব্বা ছিল। আমরা লেসাব দেখলেই তাকে হুজুর হুজুর করি।
একটু চিন্তা করলে পাওয়া যায় ধর্ম ব্যবসায়ীরা ধর্মটারে কোন পর্যায়ে নিয়া গেছে।সজল রওশন ভাই এদের রাড়া ভাতে ছাই দিছে।আল্লাহ সবাই কে চিন্তাশীল ও বোঝার ক্ষমতা দিক।।
অত্যন্ত যৌক্তিক বিশ্লেষণ। হাদিস দিয়েও বুঝিয়ে দেওয়া যায় যা কোরানের সাথে মিলবেনা তা পরিত্যাজ্য।
চমৎকার ও তথ্যবহুল আলোচনা করলো সজল সাহেব, হাদিসের জালে জড়িয়ে কত মুসলমান যে বিভ্রান্ত হয়েছে এখন বুজতে পারি।
আসসালামু আলাইকুম,
ভাই আপনার কথা শুনে আমি কোরআনের বাংলা অনুবাদ পড়া শুরু করেছি,
এতো সুন্দর পরিস্কারভাবে দেখালেন তবুও এরা সহজ সরল পথটা বুঝতে পারতেছেনা, নাকি ইচ্ছে করে বুঝেনা?
আল্লাহ তায়ালা এদের সকলকে বুঝ দান করুন।।
আপনি চালিয়ে যান আপনার সহজ সরল বক্তব্য সাধারণ জনগণ বুঝবে।।।
আপনার সুস্থতা কামনা করি।
ইসলামের "প্রকৃত সত্য" উন্মোচন করে মুসলিম জাতিকে "সঠিক পথ" চোখে অাংগুল দিয়ে দেখিয়েছেন। এরপর ও একদল প্রকৃত সত্যের বাইরে থেকে ভিন্ন মত,, ভিন্ন পথ তৈরী করে সাধারন মুসলমানদের হাসরের মাঠে কঠিন বিচারের সম্মুখীন করছেন ।
ভাই আপনি যেভাবেই বুঝাবেন, না বুঝার অভিমান করে, যেভাবেই হোক আপনাকে টেঙ লাগানোর চেষ্টা করে, আপনাকে ভুল বলবেই, এরা ধর্ম ব্যবসায়ী।
Informative video with crystal clear reference from the Quran and Hadith. Thank you Sajal vaiya. Still these mullas in our country serves their own interest by using hadith which contradicts the quran. But the main fact is if someone follows the quran ultimately he is following the major facts of hadith i mean the real hadith which is supportive to the Quran. Again a big thanks to you Sajal vai. Take Love and May Allah bless you❤️❤️
Dear Sajal.
Do not stop. Go ahead with Crystal clear evidence.
ধর্ম ব্যবসায়ীদের থেকে পবিত্র ধর্মকে রক্ষা করুন হে আল্লাহ ,,সজল ভাইয়ের প্রতি দোআ রইলো আল্লাহ ওনার জ্ঞান আরো বাড়িয়ে দিন ,,,,
সজল ভাই ধন্যবাদ।
সূরাঃ আল-মায়িদাহ [5:44]
إِنَّآ أَنزَلْنَا ٱلتَّوْرَىٰةَ فِيهَا هُدًى وَنُورٌ يَحْكُمُ بِهَا ٱلنَّبِيُّونَ ٱلَّذِينَ أَسْلَمُوا۟ لِلَّذِينَ هَادُوا۟ وَٱلرَّبَّٰنِيُّونَ وَٱلْأَحْبَارُ بِمَا ٱسْتُحْفِظُوا۟ مِن كِتَٰبِ ٱللَّهِ وَكَانُوا۟ عَلَيْهِ شُهَدَآءَ فَلَا تَخْشَوُا۟ ٱلنَّاسَ وَٱخْشَوْنِ وَلَا تَشْتَرُوا۟ بِـَٔايَٰتِى ثَمَنًا قَلِيلًا وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلْكَٰفِرُونَ
ইন্নাআনঝালনাততাওরা-তা ফীহা-হুদাওঁ ওয়া নূরুইঁ ইয়াহকুমুবিহান্নাবিইয়ূনাল্লাযীনা আছলামূলিল্লাযীনা হা-দূওয়া রাব্বা-নিইয়ূনা ওয়াল আহবা-রু বিমাছ তুহফিজু মিন কিতাবিল্লা-হি ওয়া কা-নূআলাইহি শুহাদাআ ফালা-তাখশাউন্না-ছা ওয়াখশাওনি ওয়ালাতাশতারূ বিআ-য়াতী ছামানান কালীলান ওয়া মাল্লাম ইয়াহকুম বিমাআনঝালাল্লা-হু ফাউলাইকা হুমুল কা-ফিরূন।
আমি তওরাত অবর্তীর্ন করেছি। এতে হেদায়াত ও আলো রয়েছে। আল্লাহর আজ্ঞাবহ পয়গম্বর, দরবেশ ও আলেমরা এর মাধ্যমে ইহুদীদেরকে ফয়সালা দিতেন। কেননা, তাদেরকে এ খোদায়ী গ্রন্থের দেখাশোনা করার নির্দেশ দেয়া হয়েছিল এবং তাঁরা এর রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিলেন। অতএব, তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় কর এবং আমার আয়াত সমূহের বিনিময়ে স্বল্পমূল্যে গ্রহণ করো না, যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফায়সালা করে না, তারাই কাফের।
It was We who revealed the law (to Moses): therein was guidance and light. By its standard have been judged the Jews, by the prophets who bowed (as in Islam) to Allah´s will, by the rabbis and the doctors of law: for to them was entrusted the protection of Allah´s book, and they were witnesses thereto: therefore fear not men, but fear me, and sell not my signs for a miserable price. If any do fail to judge by (the light of) what Allah hath revealed, they are (no better than) Unbelievers.
💥আসসালামু আলাইকুম, সজল রোশন ভাই আপনার সহজ, সরল, সুন্দর ও অসাধারণ আলোচনা চালিয়ে যাবার অনুরোধ রইল। হে মহান আল্লাহ দয়াময় আমাদের সবাই কে সঠিক বুঝতে সাহায্য করুন এবং আমাদের হেদায়েত দান করুন। সবার জন্য শুভকামনা রইল। 💥
সজল ভাই এগিয়ে যান,আমরা আছি আপনার সাথে। ইনশাআল্লাহ।
আসালামু আলাইকুম স্যার কেমন আছেন। আপনার নতুন আলোচনা পাচ্ছি না। আপনার আলোচনা চালিয়ে যান,আপনার কথায় আমরা অনেক উপকৃত হচ্ছি।
চমৎকার বলেছেন। আরও বেশি ভিডিও চাই।
Your conversations are quiet right. Thanks a lot dear for it.
Sajal bhai, I have no words to say just Excellent ! May Allah bless you .সজল ভাই উপরোক্ত আয়াত দ্বারা মহান আল্লাহতালা স্পষ্ট করে দিয়েছে যে আল্লাহ যা ওহীর মাধ্যমে অবতীর্ণ করেছেন তার বাইরে বানানো কোনো কিছুই গ্রহণযোগ্য নয় কিন্তু problem হচ্ছে এ সব তথাকথিত আলেমরা বলতে চাচ্ছে কোরানের ওহী ছাড়াও নবীজির (সাঃ ) কাছে আলাদা ওহিও এসেছে (নাজুবিল্লাহ ) ! আর এটাই সেই সহি হাদিস !
দুঃকজনক হলেও সত্যি আমাদের ৯০% সাধারণ মানুষ যারা কষ্ট করে পড়তে চায় না শুনেই মসুলমান হতে চায় তারাই এসব বিশ্বাস করে !
তাই ভাবছিলাম আমাদের একটা কাজ করা দরকার কোরান এর বাইরে নবীজির কাছে আলাদা ভাবে আর কোনো ওহী আসে নাই তার জোরালো একটা প্রমান দাঁড় করানো।
হে আল্লাহ আমাদের সত্যিটা জানার তৌফিক দাও।
ঠিক বলেছেন।
আপনার মাধ্যমেই ধর্মকে নতুন ভাবে চিনতেছি। আল্লাহর কাছে দোয়া করবো, যেনো কেউ আপনার ক্ষতি করতে না পারে। ভালবাসা রইলো স্যার
এই নির্দিষ্ট সময় এর মধ্যে যা বলেছেন তার মধ্যে বিন্দু মাত্র ভুল তো নেই, আছে কিছু বাস্তব সত্য কথা যা আমাদের আলেমসমাজ সহজে বলেন না বা বলতে চান না। আর এই দীর্ঘ সময় ধরে আবদুল্লাহ সাহেব কে দেখে মনে হয় আপনার কথার দিকে সে ভ্রুক্ষেপই করেনি, কারণ সে যা বলবে তা আগে থেকেই নির্ধারণ করে রেখেছে। আপনি যাই বলেন না কেন তাতে তার কিচ্ছু আসে যায় না। আল্লাহ আপনাকে হেফাজত করুন এই কামনা করি।
ভাইয়া একটি বিষয় জানতে চাই,রাসুল লিখতে চাইলেন আর ওমর বললেন দরকার নাই,সে রাসুলের নির্দেশ মানলেন না।এটা কি ভাবে দেখবেন।দয়া করে রিপ্লাই দিবেন।আমাদের কি আরো কিছু বিষয় জানা দরকার।
নিস্চই এটা অবান্তর কথা শুনছি আমরা,,আর আমরা কোরআনের বাহিরের কিচ্ছা কাহিনির বই ধর্মিও বিধান হিসেবে যতই মানতে যাবো ততই গুমরাহীতে পতিত হবো।।
এটা কোরআনের কথা নয়, সজল সাহেব বলেননি এটা কেরআন থেকে বলছি।
হয়তো খলিফা হিসেবে কাউকে মনোনীত করে যেতে চাইছিলেন, কিন্তু হযরত আবু বকর সেটা চাননি, হতেও পারে এমন
সজল রোসান ভাইয়ের ভিডিও গুলো খুব ই যুক্তি যুক্ত এগিয়ে যান এবং সকল ইসলাম ধর্ম ব্যাবসা উচ্ছেদ করেন। আপনার জন্য শুভ কামনা।
ইসলামের মূল বিষয় নিয়ে আলোচনা করা, এটাই সঠিক।
Thank's a lot,sajal vai.আমি আপনার সবগুলো ভিডিও দেখেছি এবং দেখবো।Go ahead.
Apnar videor jonno opekkhay silam sir. Apnar video peye anondito holam Alhamdulillah.
ভাই, আপনার লেখা বইটা পড়েছি, অনেক অনেক ভালো লেগেছে, আশা করি সবাই এটা পড়বে। সবার পড়া উচিত।
আপনি আমাদের আরো বিস্তারিত জানাতে থাকুন।
দাম কত ভাই আমি একটা নিবো
মা শা আল্লাহ ভাই।
ভালো থাকবেন।
অসাধারণ সজল ভাই। এগিয়ে যান। আপনার প্রতি শুভকামনা রইল।
অপেক্ষায় ছিলাম কখন আপনার ভিডিও আসবে।
বিইজনিল্লাহ বিইজনিল্লাহ!!
দোয়া থাকল অবিরাম আমজনতা দের জন্য সজল রোশন উজ্জ্বল নক্ষত্র। শুকরিয়া
Excellent. কোরআন হাদিস, তাফসীর সব পড়ে নিজের বুঝ বুঝে নিতে হবে।
Alhamdulillah, going to be quenched. I always wait for your presence with bated breath.
Great! Thanks and let's stay close with you and those too who believe and do good deeds.
ধন্যবাদ প্রিয় ভাই।
Excellent and. Unparallal speach thank you sajal Roshan
Vai ato choto video den kno ...😭😭😭😭😭
খুব সুন্দর আলোচনা।ধর্মের ঝট খুলতে সজল ভাইয়ের আলোচনা খুবই ভালো।
love you sir. your lecture is so nice
সমস্ত প্রশংসা আল্লাহ্ র জন্য।
আল্লাহ আপনার আরও জ্ঞান বৃদ্ধি কোরে দিন।
ভালবাসা রইল ভাইয়া।।।❤️❤️❤️❤️
এত সুন্দর কথা কোরআন থেকে এর আগে কখনো শুনিনি। সজল ভাই চালিয়ে যান।
জনাব আব্দুল্লাহর তর্কে জেতার জন্য শিশুসুলভ যুক্তি আমাকে বিস্মিত করেছে।
Just awesome brother ❤️❤️
আমি ইন্ডিয়া থেকে আপনার কথা গুলো শুনে চোঁখ খুলে গিয়েছে বলে মনে হচ্ছে। অশেষ ধন্যবাদ
সজল ভাই এর আলোচনা শুনেচি অনেক গুরুত্বপূর্ণ অনেক অনেক ধন্যবাদ ভালো তাকবেন সুস্ত তাকবেন আললাহ মহান পবিত্র গুড় বাই।
I WAS WAITING FOR YOUR VIDEOS...BROTHER, I AM YOUR BIG FAN...FOR YOU I AM STILL MUSLIM....TO BE HONEST I AM TELLING YOU...
Dear brother Excellent and very clear speech May Allah Bless you ZJK
My husband also say same thing to read Quran try to understand the meaning but people say all kind of thing but he said they are ignorant
সূরাঃ আল-মায়িদাহ [5:45]
وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَآ أَنَّ ٱلنَّفْسَ بِٱلنَّفْسِ وَٱلْعَيْنَ بِٱلْعَيْنِ وَٱلْأَنفَ بِٱلْأَنفِ وَٱلْأُذُنَ بِٱلْأُذُنِ وَٱلسِّنَّ بِٱلسِّنِّ وَٱلْجُرُوحَ قِصَاصٌ فَمَن تَصَدَّقَ بِهِۦ فَهُوَ كَفَّارَةٌ لَّهُۥ وَمَن لَّمْ يَحْكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُو۟لَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ
ওয়া কাতাবনা-‘আলাইহিম ফীহাআন্নান্নাফছা বিন্নাফছি ওয়াল‘আইনা বিলা‘আইনি ওয়াল আনফা বিলআনফি ওয়ালউযুনা বিলউযুনি ওয়াছছিন্না বিছছিন্নি ওয়াল জুরূহা কিসা-সুন ফামান তাসাদ্দাকা বিহী ফাহুওয়া কাফফা-রাতুল্লা-হূ ওয়া মাল্লাম ইয়াহকুম বিমাআনঝালাল্লা-হু ফাউলাইকা হুমুজ্জা-লিমূন।
আমি এ গ্রন্থে তাদের প্রতি লিখে দিয়েছি যে, প্রাণের বিনিময়ে প্রাণ, চক্ষুর বিনিময়ে চক্ষু, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং যখম সমূহের বিনিময়ে সমান যখম। অতঃপর যে ক্ষমা করে, সে গোনাহ থেকে পাক হয়ে যায়। যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তদনুযায়ী ফয়সালা করে না তারাই জালেম।
We ordained therein for them: Life for life, eye for eye, nose or nose, ear for ear, tooth for tooth, and wounds equal for equal. But if any one remits the retaliation by way of charity, it is an act of atonement for himself. And if any fail to judge by (the light of) what Allah hath revealed, they are (No better than) wrong-doers.
আত্ম অহংকারীর সাথে গিয়েছেন আলোচনা করতে , মানুষের বয়সের সাথে জ্ঞানের সম্পর্ক আছে , একই শিক্ষায় শিক্ষিত বয়সের কারণে বুঝার তারতম্য থাকে . এদের ওস্তাদ যা শেখায় তাই বলে তাই করে নিজ দায়িত্বে সঠিক বেঠিক দেখবে না !!
সত্য বলার সাহসী সৈনিক সজল।
আপনার পরিচয় যানতে পারি?
ধন্যবাদ প্রিয় সজল ভাই 💟
আমার কাছে আপনার জন্য অফুরন্ত ভালোবাসা ❤
আপনার যুক্তিপূর্ন ব্যাখ্যায় আমি অভিভূত। আমার কর্মজীবনে একজন নোয়াখালীর মুরুব্বিকে পেয়েছিলাম, তিনি আমাদের বলতেন " আমি যে বুঝিনা এটাই আমি বুঝিনা"। আপনিও অন্য এক ভিডিওতে এরকম কাছাকাছি বলেছেন। আপনার প্রতি আমার পরামর্শ এই যে, আপনি যাদের সাথে বিতর্ক করছেন তারা আপনার মূল্য বোঝার যোগ্যতা রাখেনা। অতএব বিতর্ক থেকে বিরত থাকুন।
আপনার বিরুদ্ধে যত অপপ্রচার করছে! ততোই আপনার কথার সত্যতা প্রতিষ্ঠিত হচ্ছে! তাই আপনি কোরআনের সৌন্দর্য তুলে ধরার কাজ নির্বিঘ্নে চালিয়ে যান।
Thanks for your lecture
Thank you very much brother for crystal clear references of islam. You are really a genious.
Nice job 👌
Apnar poroborti videor opekkhay thakbo sir.
Thanks a lot for a good discussion.
Brother Shajol, you are genius, I respect you a lot,Omnipotent Allah bless you
আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আপনাকে যে দর্শকদের তীক্ষ দৃস্টি এবং পর্যবেক্ষণকে বিবেচনায় নিয়ে গুরুত্ব দিয়েছেন এবং সার্টের কলার ঠিক করেছেন।
Thanks a thousand
&
Loves a lot.....
Mahbub76
আসসলামু আলাইকুম।
আন্তরিক ধন্যবাদ।
সহজ ও সরল পথের বিস্তারিত বর্ননা কুরআন হতেই লজিক্যাল ভিত্তিতে উত্থাপিতপূর্বক খন্ডন করছেন।
যা অত্যন্ত মনোরম,উপভোগ্য ও শিক্ষানীয়।
সকলের জন্য- অনুসরণীয় ও অনুকরনীয়।
পরম করুনাময় আপনাকে দীর্ঘজিবি করুন।
Alhamdulillah...kotoh sundor kore bojhalen...amader sobar uchit sotto konta seta Jana...
great work man
সজল সাহেব আপনাকে সত্যবাদী। আললাহ আপনাকে সহায়েত করবেন।
বইটা পড়লাম , ধন্যবাদ সময় উপযোগী।
সজল ভাই এগিয়ে যান কোরআনের পথে❤❤❤❤❤
আমি সকল ধর্ম ব্যবসায়ী দের অনুরোধ করছি জীবনে তো অনেক কামিয়েছেন এবার অন্তত ধর্মের পথে ফি্রূন এবং তার জন্য সকলে মিলে সপ্তাহে একদিন প্রকৃত ইসলাম মান্যকারী সজলরোশন ভাই এর ইসলাম শিক্ষা ক্লাসে অংশ গ্ৰহন করূন শিক্ষা য় কোন লজ্জা র ব্যপার থাকে না।
Thank you for great video
ধন্যবাদ।
Next episode er opekkhay roilam
Assalamu alaiku, vai ami apnar sathe jogajok, korte chai?
Jajakallah , Regular Lecture chay
শাওন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যিই আপনার তুলনা হয় না এত সুন্দর হাদিস কোরআন কথা বলার জন্য আল্লাহ যেন আপনাকে ভালো করে হায়াত দান করেন
মানুষের স্বভাব ই হচ্ছে তর্ক করা। এত ডিগ্রী নিতে পারে এত পিচডি ডিগ্রী করতে পারে একজিল কোরান পড়তে কত দিন লাগে?
সত্য শুনে আবদুললার চোখ মুখ শুখায় গেছে।
সজল ভাই, মারাত্মক ভুল করলেন হাদিসগুলো দেখিয়ে!
কী জানি, ওগুলো না এখন বদলে যায়!
আল্লাহ সকলকে সহীহ্ বুঝসহ হেদায়েত নসীব করুন।।
Freedom of Speech মানুষের জন্মগত অধিকার, আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত। তাই সবারই যেকোন বিষয়ে মতামত দেবার অধিকার আছে। তবে বিশ্বাসের বিষয়ে judgmental হবার অধিকার একমাত্র আল্লাহর এখতিয়ার। যদি কারও কথা পছন্দ না হয়, কোরআন হাদিস মতে, তার থেকে দুরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। যার যা ভাল সেটুকু গ্রহন করে খারাপটা ত্যাগ করার মধ্যেই ফায়দা বেশি। এটি অবশ্যই অশ্বিকার করার কোন অবস্হা নেই যে, মুসলমান ও অমুসলমানদের মধ্যে যত বিতর্ক প্রায় সবই হাদিস ও হাদিসের ব্যাখ্যা নিয়ে, কোরআন নিয়ে নয়। যদি কেউ ঈমানের সাথে নিয়মিত অর্থ সহ কোরআন অধ্যয়ন করে, তার পক্ষে হাদিসের authentication বুঝা কঠিন কিছু নয়, এর জন্য কোন প্রাতিস্ঠানিক ডিগ্রির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আল্লাহতালা কোরআনের কমপক্ষে চার জায়গায় মানবজাতির জন্য কোরআনকে বুঝা ও প্রয়োগ করা সহজ করে দিয়েছেন বলে ঘোষনা দিয়েছেন, তাহলে হাদিস কেন এত জটিল হবে? এর মুল কারন হচ্ছে হাদিসকে যুগে যুগে “ওলামারা” কঠিন করে আমাদের কাছে present করেন যা অনেক সময় হাদিসকে কোরআনের মুখামুখি দার করিয়ে দেয়। তারা কোরআন বুঝার থেকে নেকির আশায় কোরআনকে না বুঝে পরা বেশি প্রচার করেন। আমার মতে অধিকাংশ ওলামারা সঠিক ইসলামকে promote বা demonstrate করছেন না, এর প্রধান কারন তারা নিজেরাই সঠিক ভাবে শিখছেন না। ইসলামের পুরো ecosystem টার কোথায় জানি একটা বর ধরনের গলদ তৈরি করেছি আমরা, এটি এখন “vicious circle” এ পরিনত হয়েছে। এই কারনেই হয়তবা, হাদিস অনুসারে আমরা জানি, শত শত কোটি মুসলমান থাকা সত্বেও, শেষ জামানায়, ঈমাম মেহেদির জিহাদের কাফেলায় মাত্র ৩১৩ জন ঈমানদার থাকবেন, যা ইসলামের প্রথম “বদর যুদ্ধে” ছিল।
আলহামদুলিল্লাহ। ভাই,আল্লাহ আপনার মঙ্গল করুন।
ভাইয়া, আপনি খুব ভাল করেছেন - হাদীসের রেফারেন্স দিয়েই আপনি এইসব লোকদের বুঝিয়ে দিয়েছেন যে হাদীসেই আছে কোরআন অনুসরণের কথা।
" তোমরা কুকুরকে বাড়ীর ভিতরে জায়গা দিও, কিন্তু দুনিয়া লোভী কোন আলেমকে আশ্রয় দিওনা, ওরা তোমার সর্বনাশ করে পালাবে...
শামসে তাবরীজ (রহঃ)
thank you so much
What a great video many thanks