ধন্যবাদ। সঙ্গে থাকবেন। উত্তরে জানাই, হ্যাঁ, একদিনেই ঘুরে এসেছি ; স্টেশনের ঘড়িকে সাক্ষী রেখে। সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটে। হনুমান মন্দির বাদ দিতে পারেন, আর সংখ্যায় ৫ জনের মধ্যে হলে একটা টোটো রিজার্ভ করলে সুবিধে অনেক। আর দু'জন থাকলে কেটে কেটে ঘুরুন। সব স্পটেই টোটো পেয়ে যাবেন, খরচ ১০০ টাকার মতো হবে জনপ্রতি।
Dada Apnar Video Khub Valo Laglo .One Day Tour-E Ki Sab Spot Dekha Jabe ? Kato Kharoch Lagte Pare ? Kindly Janaben . Thank You For Your Video .
ধন্যবাদ। সঙ্গে থাকবেন।
উত্তরে জানাই, হ্যাঁ, একদিনেই ঘুরে এসেছি ; স্টেশনের ঘড়িকে সাক্ষী রেখে। সকাল সাড়ে আটটা থেকে বিকেল তিনটে। হনুমান মন্দির বাদ দিতে পারেন, আর সংখ্যায় ৫ জনের মধ্যে হলে একটা টোটো রিজার্ভ করলে সুবিধে অনেক। আর দু'জন থাকলে কেটে কেটে ঘুরুন। সব স্পটেই টোটো পেয়ে যাবেন, খরচ ১০০ টাকার মতো হবে জনপ্রতি।
Kamolakantor kalibarir ullekh nai keno
কোটালহাট আগে গেছি, এবার আর সময় হয় না। খুব বিখ্যাত জায়গা। বাদ দিতে হল। নিশ্চয়ই এ নিয়ে একটা আস্ত ভিডিও হতে পারে।
শুভেচ্ছা নেবেন। 🙂
dada apni kon date e gechilen ektu janaben please
এই তো, জাস্ট।