বিলেতের বাড়িতে, বিশাল হাড়িতে ১০০ জনের কাচ্চি বিরিয়ানি রান্না মেহমানদের জন্য শাহী খাবারের আয়োজন

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 149

  • @shahidaakhter6184
    @shahidaakhter6184 Рік тому +11

    শফিকভাইয়ের রান্নার আয়োজন সেইরকম👌👌আর রান্না দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে, আপনাদের বাগান দেখে আপনাদের ভিডিও দেখা শুরু,আপনাদের পরিবারের জন্য শুভকামনা

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      অসংখ্য ধন্যবাদ আপনাকে.. ❤❤ বাগান করার কারনে এবার সেরকম রান্না বান্না করতে পারিনি 💚

  • @shadeofmylife
    @shadeofmylife Рік тому +1

    আমি অতি মুগ্ধ হয়ে পুরো ভিডিওটি দেখলাম। ভাই শফিকের ধৈর্য্য আর মনোবল সাংঘাতিক। এত লোকের রান্না করে ওঠানো অনেক কঠিন কাজ। সব কিছুই সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। শুভকামনা থাকলো। 🌸🌿

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      অসংখ্য ধন্যবাদ আপু 🩷💞দোয়াতে রাখবেন

    • @shadeofmylife
      @shadeofmylife Рік тому

      @@BelethBilash You are always in my prayers. 🤲🏻

  • @tazusworld4365
    @tazusworld4365 11 місяців тому

    এত সুন্দর আয়োজন। এত সুন্দর পরিবেশ আর আপনাদের উপস্থাপনা। মাশাল্লাহ 😍😍

  • @md.ala-uddin682
    @md.ala-uddin682 Рік тому

    আহ। কি কথা মনে করাই দিলেন, “প্রজেক্ট সাবমিশনের পরের অবস্থা”। জুরির পর যখন রুমে আসতাম, তখন পুরো রুমের এবং রুমের বাহিরের বারান্দাগুলোর অবস্থাটার কথা মনে পড়ে গেলো। ঠিক তখন রুমটার জন্য খুব মায়া লাগতো, আহ, কি অত্যাচারটা গিয়েছিলো রুম, বেড, টেবিল, চেয়ারের উপর দিয়ে। আর্কিটেকচারময় শিক্ষাজীবনটা অনেক মিস করি, আপনার আজকের কথাটা শুনে যেন সেই আবেগটা আবার জাগ্রত হলো।

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      আপনার কমেন্ট পেয়ে মনে পরে গেলো আবারও। জানিনা আপনি কোন বিশ্ববিদ্যালয়ের বা কোন ব্যাচ এর কিন্তু শিক্ষাজীবনের গল্প / হলের লাইফ গুলো কেমন যেনো একই রকম । অসংখ্য ধন্যবাদ 💚🙏🏻

    • @md.ala-uddin682
      @md.ala-uddin682 Рік тому

      ধন্যবাদ আমার কমেন্টের রিপ্লে দেওয়ার জন্য। আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর থেকে এই বছরের জুন মাসেই বি.আর্ক শেষ করেছি।
      প্রায় ১.৫-২ বছর আগের কথা, হঠাৎ একদিন আপনাদের একটি ভিডিও সম্ভবত পার্কে তরমুজের জোস বানানোর ভিডিওটা আমার ইউটিউবের প্রথম দিকেই ছিলো। দেখলাম, ভালো লাগলো। মাঝে মাঝে দেখতাম আপনাদের ভিডিওগুলো, কিন্তু একদিন এক ভিডিওতে যখন জানতে পারলাম আপনি আর্কিটেকচারের স্টুডেন্ট ছিলেন, সেদিন থেকে নিয়মিত দর্শক হয়ে গেলাম।
      আমার একটাই আগ্রহ ছিলো যে, একজন প্রফেশনাল আর্কিটেক্ট এর পারিবারিক ডেইলি লাইফটা কেমন হয় তা জানা। আমি জানতে পারতেছি, শিখতে পারতেছি।
      আপনি আবারোও প্রমাণ করে দিলেন, একজন স্থপতি সবকাজেই এক্সপার্ট। ভালো থাকবেন, আর আমাদেরকে ভিডিও দেখিয়ে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।

  • @WalidHasan-s5q
    @WalidHasan-s5q Рік тому +6

    চুলার রেডি করার ভিডিও দেখার পর থেকে এই ভিডিও দেখার জন্য অপেক্ষা করতেছি❤❤❤

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      অসংখ্য অসংখ্য ধন্যবাদ ❤

  • @MaryRose-h7x
    @MaryRose-h7x Рік тому

    Masha Allah nice performance. Deliciously ,yummy ,tastefully Biryani .Such a great company with friends n family. n Sharing with Aroma spreading Biryani .love n loving your blog n you all.👍💗

  • @rehnumatabassum8055
    @rehnumatabassum8055 Рік тому

    মাশাআললাহ, আপনাদের আন্তরিকতা দেখে মুগ্ধ হলাম,খুব সুন্দর আয়োজন করেছেন,

  • @LifestylelLamia
    @LifestylelLamia Рік тому

    মাশাল্লাহ অনেক সুন্দর বিরিয়ানি
    এরপরে বাংলাদেশে আসলে আপনার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি ট্রিট দিবেন ভাইয়া🙂🙂😛😋

  • @runasvlogskitchen
    @runasvlogskitchen Рік тому +9

    শফিক ভাইয়ের নাম উল্লেখ করলেই নতুনত্ব চলে আসে তা দেখার জন্য উপেক্ষিত হয়ে থাকি❤❤❤🎉😊😊

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু ❤️

  • @salmaakhterera2705
    @salmaakhterera2705 Рік тому

    মাশা-আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন এবং আল্লাহ সোবহান আল্লাহ তাআলা আপনাকে আরও অনেক বড়ো কাজ করার তৌফিক দান করুন । পরিবারের সকলকে নিয়ে ভালো থাকবেন। ♥️💞

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      আমীন অসংখ্য ধন্যবাদ 💞💕

  • @rabeyabegum1267
    @rabeyabegum1267 Рік тому +1

    শ, ভাই মানে খামু খামু। ভাইয়া /আপু রান্না, কাচ্চি, মেহমান, আয়োজন সবকিছুই অসাধারণ সুন্দর হয়েছে,মাশাল্লাহ। বাংলাদেশি তো আংগুর ফল টক। আল্ হামদুলিল্লাহ্ দেখার ভাগ্য কয় জনের আছে
    ভালো থাকুন সপরিবারে।

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      Alhamdulillah ধন্যবাদ আপনাকে 😍💚

  • @KamrulHasanSujon-t1r
    @KamrulHasanSujon-t1r Рік тому +2

    এত সুন্দর একটা চ্যানেল অথচ ভিউ কম হয়।

  • @RBVlogs_ssa
    @RBVlogs_ssa Рік тому

    ভাই মাশাআললাহ অনেক রান্না পারেন অনেক লুভনিও খাবার কাছে থাকলে চলে আসতাম 🤲

  • @BakarChowdhury
    @BakarChowdhury Рік тому

    Really onkkkkkk sndr cilooooooo😍😍

  • @sheikhsadiamunira2642
    @sheikhsadiamunira2642 Рік тому

    Mashallah shofiq vai er ranna manei oshadharon kichu notun kisu bishal ayojon khub valo laglo 😍😍😍

  • @CookwithNabila
    @CookwithNabila Рік тому

    আস সালামুআলাইকুম।
    মা শা আল্লাহ।
    আপনার ও আপনার পারিবারের সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা।
    আল্লাহ সবাই কে সুস্থ রাখুক। ❤️❤️❤️

  • @malihanaznin1308
    @malihanaznin1308 Рік тому

    অনেকদিন পর ভিডিও দেখছি। জব, নতুন বেবি সব নিয়ে আর সময় করতে পারি না। আপনাদের ভিডিওতে সমসময়ই খুব পজিটিভ একটা ভাইব থাকে। যেটা অন্য ৯০ভাগ ভ্লগারদের ভ্লগে পাই নাই। মাঝে মাঝে তো কিছু ভ্লগারের ভ্লগ দেখলে মনে হয় জী বাংলায় সিরিয়াল দেখছি। খুবই ভাল তানজিনা আপু, শফিক ভাই। অনেক ঝামেলার মধ্যেও আপনাদের ভ্লগ দেখলে মনটায় একটা শান্তির আবহ চলে আসে। মাশাল্লাহ!
    আমার একটা অনুরোধ থাকবে বাসায় চুলায় ৭-৮ জনের জন্য বিরিয়ানি রান্না করে একদিন দেখাবেন প্লিজ। যদিও বিরিয়ানির ভিডিওতে সবরকম টিপস এন্ড ট্রিক্স দেওয়া আছে বাসায় রান্নার। তারপরেও একটা প্র‍্যাক্টিকাল ক্লাস লাগবে। 😂😂

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      কেমন আছেন আপু? এত ব্যস্ততায় ও সময় করে আমাদের ভিডিও দেখেছেন এবং সুন্দর করে কমেন্ট করেছেন, সত্যিই কৃতজ্ঞতা💞 বাবুর নাম কি রেখেছেন? অনেক দোয়া আর ভালোবাসা। আপু আপনার ভাইকে বলবো, কিন্তু সে পাঁচ ছয়জন হলেও ২৫/৩০,জনের জন্য করে কারন এতে বিরিয়ানি টা ভালো বসে, বিশেষত মাংশ গুলো জুসি সফ্ট হয়। এক্সট্রা থাকলে ডিপে রেখে দেই বেশ কদিন রেখে খাওয়া যায় 💝

    • @malihanaznin1308
      @malihanaznin1308 Рік тому

      @@BelethBilash আলহামদুলিল্লাহ আপু। ভাল আছি। বাবুর নাম তারিফ আল হক। শফিক ভাই সবকিছুই খুব আয়োজন করে করতে ভালবাসেন সেটা আমরা বরাবরই দেখে আসছি। সেটা আলুভাজি থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত। ব্যাপারটা কিন্তু খুবই প্রশংসনীয়!

  • @cookingwithsukhi8160
    @cookingwithsukhi8160 Рік тому

    মাশাল্লাহ মাশাল্লাহ 🥰🥰

  • @ummehani789
    @ummehani789 Рік тому

    Apnader biriyaner sob link ek sathe dele valo hoy

  • @HujaifaKitchen
    @HujaifaKitchen Рік тому

    ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি,মাশাআল্লাহ সব আয়োজন বেস্ট ছিল আপু❤❤

  • @golamkibria7290
    @golamkibria7290 Рік тому

    Assalamualaikum bhai really well did but after maths really tuff job tidy up thanks London watching dua roilo thanks again 👍

  • @DinaTinyworld
    @DinaTinyworld Рік тому

    Ma Sha Allah ❤️🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 ki j bhalo,laglo…..darun…..🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻Onek Onek doa

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      Alhamdulillah ❤ ধন্যবাদ আপনাকে

  • @keyaakter9319
    @keyaakter9319 Рік тому

    Vaiya misty doi recipe ta diben please

  • @sikhadas8300
    @sikhadas8300 Рік тому

    শেষ ভালো যার সব ভালো। দম বন্ধ করে দেখলাম। ঐ বৃষ্টি বাদল আবহাওয়া দেখে আমার টেনশান হচ্ছিলো। তবে হল ঘরের পরিবেশ, কথোপকথন, কাচ্চি বিরিয়ানী র স্বাদ পাওয়া হাসি মুখ দেখে শান্তি লাগছিল। তোমাদের আয়োজন সফল হয়েছে আল্লার কৃপায়। কিন্তু যুদ্ধ জয়ের পরবর্তী অবস্থা দেখে আবার ডিপ্রেশন এ চলে গেলাম 🤪😂। কতো দিনে স্বাভাবিক পর্যায়ে এসেছো?🤗 আমার প্রাণভরা শুভ কামনা ও দোয়া, সব সময়ই যেনো সফল হও 👍🙏❤️

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому +1

      হা হা দিদি আমরাও মেহমান বিদায় দিয়ে ডিপ্রেশনে ছিলাম.. মেহমান দাওয়াতে আয়োজন করতে কিছু মনে হয় না কিন্তু পরবর্তীতে গোছাতে গেলে দম বেরিয়ে যাবার সিচুয়েশন হয় ! অনেক ভালোবাসা দিদি 💞

    • @sikhadas8300
      @sikhadas8300 Рік тому

      @@BelethBilash 😂 তোমরা এখন ইয়াং আছো, আমি তো ঐ দিন পার করে এসেছি, তাই হাড়ে হাড়ে টের পায় 😂 তবে দেশে আর বিদেশে বিস্তর ফারাক 👍👏🙏❤️❤️❤️❤️❤️

  • @SBKcreation13
    @SBKcreation13 Рік тому

    আলহামদুলিল্লাহ। সবকিছু ঠিকমতো হয়েছে।

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому +1

      আলহামদুলিল্লাহ আপু

  • @reshmachowdhury7035
    @reshmachowdhury7035 Рік тому

    দেখে খেতে ইচ্ছে করছে,নেক্সট টাইম আমাদের দাওয়াত দিবেন প্লিজ;বিরীয়ানি খাওয়া হবে আর আমাদের বাগানও দেখা হবে।

  • @nasrinsultanarima8559
    @nasrinsultanarima8559 Рік тому +3

    দেখতে সুন্দর লাগে🙂কিন্তু কাজ গুলো করতে কত কষ্ট হলো তোমাদের সবার 😢

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому +1

      ধন্যবাদ আর ভালোবাসা আপু । কষ্টের চেয়ে চিন্তা করছিলাম বেশী ❤️

  • @lutfunnahar9090
    @lutfunnahar9090 Рік тому

    Prothomei thanks , tomader aojon uttom ar Moja hoy , Valo theko 💯🔥🔥🌺🌺

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      Assalamualaikum apu thank you for your love and support 😍😍

  • @debaratibasu9080
    @debaratibasu9080 Рік тому

    Shafiq bhai ke please bolben ami alu bhaji aykhono ona r dekhano recipe follow kore banai. He is an amazing cook and teacher. I also add shrimps to it.

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ফিডব্যাক দেবার জন্য 💙💜

  • @dtm2448
    @dtm2448 Рік тому

    Do U know how to make Fish & Chips

  • @mr.kazalbhaiershokherbagan5725

    Salam, Sofiq bhai/Apu ekla, ekla party korlen, no invitation 😢😂😢 !

  • @roushanarasultana4067
    @roushanarasultana4067 Рік тому +3

    শফিক ভাই আর তানজিনা আপু--দুজনই তো এক চরম কাচ্চি বিরিয়ানি জুটি।❤❤

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому +1

      ভালোবাসা নিবেন। 💜

  • @rabeyasultana4867
    @rabeyasultana4867 Рік тому

    Nice.

  • @NusratalanurPoroma-fj1mj
    @NusratalanurPoroma-fj1mj Рік тому +1

    Apu 100 joner jonno kacchi te mangsho koto tuku legeche and rice koto tuku niyechen??? Ektu janaben please

  • @Rajjak697
    @Rajjak697 Рік тому

    Alhamdulillah.

  • @preronabasak3034
    @preronabasak3034 Рік тому

    আমি কলকাতা থেকে দেখেছি ভাই মটনবিরানি রিসিপি দেখা বেন আপনার রেসিপি খুব সুন্দর ❤

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      ল্যাম্ব বিরিয়ানির ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে💚💙ধন্যবাদ আপনাকে

  • @shamimaranawaz1102
    @shamimaranawaz1102 Рік тому

    MaShaaAllaah, a very nice event, only Beleth bilash can make it real, bless you, Aameen ❤❤

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      Ameen Apu thank you so much for all the encouraging words, support and prayers

  • @dhaliabegum5987
    @dhaliabegum5987 Рік тому +2

    শফিক ভাইয়ের রান্না বলে কথা মজাতো হবেই

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      আলহামদুলিল্লাহ আপু 💕

  • @rafsanjani5792
    @rafsanjani5792 Рік тому +2

    ভিডিও টা দেখার জন্য ২ দিন অপেক্ষায় ছিলাম।

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому +1

      ভালোবাসা এবং কৃতজ্ঞতা অবিরাম 💙💚আসলে এক্টা আয়োজন করার শেষে আরও বেশী কাজ বের হয় তাই কদিন দেরী হল 💚💚💚

  • @nabilaislam4320
    @nabilaislam4320 Рік тому

    Assalamualaikum apu abd and bhaiya. Ami london theke apparently video dheki. Ami ekdin weekend e visit korte chai. Ami blogger na. Just interested in gardening tips and I like your down to earth attitude. Please can I have a date and time on a weekend. I work full time Monday to Friday. Thank you.

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      Walaikum Salam Apu, thanks for your kind words. আসছে ৩ সেপ্টেম্বর Aston park Birmingham বাংলা মেলাতে আমরা থাকছি সারাদিন, এই প্রথম মেলাতে এটেন্ড/স্টল নিতে যাচ্ছি, যদি সম্ভব হয় তবে চলে আসতে পারেন 😊💕

  • @ZafrinOni
    @ZafrinOni Рік тому

    Can you please share the link for the onion slicer?

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      we bought the slicer from amazon and the link is here for you.
      amzn.to/417NLpg

    • @ZafrinOni
      @ZafrinOni Рік тому

      Thank you so much

  • @runasdailykitchenvlog25
    @runasdailykitchenvlog25 Рік тому

    ভাইয়ার হাতের কাচিচ খেতে ইচ্ছা করছে😋

  • @talesofaroosharwaa3154
    @talesofaroosharwaa3154 Рік тому

    Would you mind to make a tour of your outdoor kitchen & bit details of making ? Thank you 😊

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      Yes, soon after we finished our construction fully, it’s only half done

  • @NusratFarzanaDipu
    @NusratFarzanaDipu Рік тому

    Apu raspberry chatni r recipe ta chai ❤

  • @BithysVlogs
    @BithysVlogs Рік тому

    Kacci ta mone hoi onek moja hoicilo

  • @shandana_deeya
    @shandana_deeya Рік тому +2

    শফিক ভাই মানেই স্পেশাল কিছু

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      অনেক অনেক ধন্যবাদ 😍😍😍

  • @kazimorsheda8150
    @kazimorsheda8150 Рік тому +1

    Masallah onek valo lagar

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      অসংখ্য ধন্যবাদ আপনাকে 💝

  • @bilkishnilufar7777
    @bilkishnilufar7777 Рік тому

    Onk moja❤❤

  • @snehasristy5660
    @snehasristy5660 Рік тому

    Wowwwwwwww!!!! Yummy 😢yummy

  • @sanzidajahanmou6276
    @sanzidajahanmou6276 Рік тому +1

    MashaAllah!❤️

  • @timewithnasima133
    @timewithnasima133 Рік тому +1

    অনেক মজা

  • @kanijsalimabanu6280
    @kanijsalimabanu6280 Рік тому

    Ami dekchi kena dekhe wait korte chilam . Shofiq vai to noukar boitha diye mangsho narchilo.😂.khabar gulo dekhte lovonio chilo 🤤.

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому +1

      😂😂😂বৈঠার কতরকম ব্যবহার ❤ ধন্যবাদ আপনাকে

    • @kanijsalimabanu6280
      @kanijsalimabanu6280 Рік тому

      @@BelethBilash 💚

  • @ummaraihan955
    @ummaraihan955 Рік тому +1

    খুব সুন্দর

  • @AyshasFoodDiary
    @AyshasFoodDiary Рік тому

    Very nice get-together party everything looks good food looks great 👍 thanks for sharing stay safe stay happy have a good time 😊

  • @sayeedaperveen413
    @sayeedaperveen413 Рік тому +2

    আসসালামু আলাইকুম। অসাধারণ আয়োজন! আমি দেখে তো স্তম্ভিত! তবে কাচ্চি আর অন্যান্য পদগুলো কাছে থেকে দেখালে আমরা যারা বাংলাদেশে অভুক্ত রয়ে গেলাম তাদের দুধের স্বাদটা ঘোলে মিটত আরকি 😌🤓! দিলেন তো সপ্তাহান্তের শান্তির ঘুমের বারোটা বাজিয়ে!

  • @reshmachowdhury7035
    @reshmachowdhury7035 Рік тому

    Fantastic party!!

  • @mirmaruf9555
    @mirmaruf9555 Рік тому +1

    Just subscribed....It was wonderful...Become fan of urs...but i m sorry to say that why someone uploading ur own content much earlier than you. Felt it unethincal.

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому +3

      Assalamualaikum thank you so much for your encouraging words ❤. আমার মনে হয় আপনাকে যদি ব্যাপারটা ব্যাখ্যা করি হয়তো আপনি ব্যাপারটা ধরতে পারবেন। আমাদের যদিও একটু দেরী হল কিন্তু এই ভিডিও আজকে আপলোড করতে পেরেছি শুধুমাত্র কিন্তু তার জন্যই। কারন সে আমাকে খুব ভালোমত চেনে, আজ পর্যন্ত কত ভিডিও যে করে রেখেছি কিন্তু এডিটিং করে আপলোড করার সময় হয়ে উঠেনি, কারনআমার সময়মত সব ভিডিও ক্লিপ নেয়ার ব্যাপার এখনো ধরে উঠতে পারিনি 😂এরকম কত সময় আছে সে নিজের করা ভিডিও আমাকে দিয়ে দিতে চেয়েছে তাও যেনো সময়মত আপলোড দেই। কিন্তু কোনবারই হয়ে উঠে না। এবার সে একেবারে নাছোড়বান্দা ছিলো, তার ভিডিও কিন্তু পরশু দিনই রেডী ছিলো কিন্তু জেদ ধরে যে আমার সাথে একসাথে দিবে, তানাহলে দিবেই না। সে দুই দিন দেরী করে শিউর হল যখন যে আমিও আজকে দিবো সেজন্য তার টাইম অনুযায়ী ( প্রতিদিন সেসময় ভিডিও দেয়) আপলোড করেছে, আমাদের একটু দেরী হল কারন কিছু টেকনিকাল সমস্যা হয় তাই আবার রিভিউ করে আপলোড দেই। তবে সেটা আর জানায়নি ওকে, সেটা নিয়েও মন খারাপ করেছে কেনো জানালাম না তাহলে সে আগামীকালকে দিতো। আমার কাছে এটা তেমন গুরুত্বপূরন মনে হয়নি কারন আমি চেয়েছি সে যেনো সময়মত দেয়। আমি কিন্তু একটু আগেই ভাবছিলাম এরকম জেদ ধরে আমার পেছনে লেগে না থাকলে হয়তো আগের অনেক ভিডিও গুলোর মতই রাতের সপ্ন হয়ে থেকে যেতো, দিনের আলোর মুখ আর কোনদিন দেখা হতনো এই আয়োজনটারও! আর এখানে আমাদের বাসায় আয়োজন হলেও কন্টেন্ট কিন্তু তার নিজেরই । অনেক কথা বলে ফেল্লাম প্লিজ কিছু মনে করবেন না, তবে চাইনি কেউ সম্পূর্ণ উল্টো ধারনা নিয়ে থাকুক, ❤আপনার জন্য শুভেচ্ছা আর ভালোবাসা অবিরাম। ভালো থাকবেন।

  • @AriyanaAfrin-t8o
    @AriyanaAfrin-t8o Рік тому +1

    ❤❤nice

  • @syedanopor793
    @syedanopor793 7 місяців тому

    Yummy yummy

  • @meherunnessa1448
    @meherunnessa1448 Рік тому

    আসসালামু আলাইকুম। ভাইয়া,এললা বড় বড় কাম হামাকেরে বগড়ার
    মান্ষের পক্ষেই সম্ভব।
    যারা পুঁটিমাছ মারবার যায়া মারা আনি বোল
    হামরা বগড়ার ছোল।
    ভীষন ভালো লাগলো ভাইয়া।

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      💚💚💚হামরা বগুড়ার ছোল 😍 ধন্যবাদ নিরন্তর

  • @habibanasser7947
    @habibanasser7947 Рік тому

    Alhamdulillah

  • @Runa179
    @Runa179 Рік тому

    Sofik vaai bogurar cele amr sorer moto...vabi k amr onk cute lage

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      বগুড়ার ছোল বলে কথা 😅, দোয়া রাখবেন 💚💕 ধন্যবাদ আপনাকে

  • @cookingvlogswithrb
    @cookingvlogswithrb Рік тому

    beautiful 😍

  • @AkashAkash-cm6ww
    @AkashAkash-cm6ww Рік тому

    Ascalamu alaikum appu

  • @Rehnuma-r1b
    @Rehnuma-r1b Рік тому

    বৃষ্টি আপুর ভিডিও দেখে বুঝছি শফিক ভাই এর বিরিয়ানি বেস্ট এই বিরিয়ানি আমার মনে হয়ে হাত দিয়ে খেয়ে মজা

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      জ্বী হাত দিয়ে খাওয়ার অন্যরকম তৃপ্তি হয়তো বাসায় হলে সবাই এরকমটাই করতেন কিন্তু একেতো বাইরে তার উপরে দ্রুত শেষ করতে হবে তাই সবাই কে ফরমাল অপশনটাও দেয়া ❤❤❤ধন্যবাদ আপনাকে

    • @Rehnuma-r1b
      @Rehnuma-r1b Рік тому

      @@BelethBilash ধন্যবাদ ❤️

  • @rj1800
    @rj1800 Рік тому

    MashaAllah

    • @nessanarun7904
      @nessanarun7904 Рік тому

      Allhamdulli for everthing. Why the hall hire why 😊😊😊😊

  • @reshmachowdhury7035
    @reshmachowdhury7035 Рік тому

    আমরাতো দাওয়াত পাইলাম না ভাই।

  • @lutfunnahar9090
    @lutfunnahar9090 Рік тому

    Ato Boro onusthan amoni hoy Valo laglo 💯🌺🌺💜❤️❤️❤️

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      ❤❤অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @sharminjahan8873
    @sharminjahan8873 Рік тому +1

    ইতি আপু আসলোনা কেনো?

  • @lookaroundwithjahan
    @lookaroundwithjahan Рік тому

    ১০০ জনের জন্য চাল আর মাংসর পরিমাণ টা আনুমানিক কত?

  • @Matrajog
    @Matrajog Рік тому

    Thanks

  • @JonysKitchen
    @JonysKitchen Рік тому

    আমার ভাগ্যে কখন যে জুটবে ভাইয়ার রান্না করা খাবার

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому +1

      আমাদের তো তোমার হাতের রান্না খাবারও শখ অনেক

    • @JonysKitchen
      @JonysKitchen Рік тому

      @@BelethBilash সত্যি আপু, আমার সৌভাগ্য, একদিন যেনো খাওয়াতে পারি,আল্লাহ যেনো সুযোগ করে দেন।

  • @foodography.bangla
    @foodography.bangla Рік тому

    Alhamdulliah ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @right2875
    @right2875 Рік тому

    সোফায় বসে রসুন পেয়াজ ছোলা হলে সোফায় গন্ধ হয়না😊?🇺🇸

  • @tkfish
    @tkfish Рік тому

    শফিক ভাইয়ের বিরিয়ানি রান্না

  • @jesminakter4422
    @jesminakter4422 Рік тому

    এই কাচ্চি বিরিয়ানির আলাদা করে ভিডিওকরা হয়নি থাকলে ঐটা দিবেন।

  • @AmenaChowdury
    @AmenaChowdury Рік тому +2

    আপনার কি রেস্টুরেন্ট আছে।

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому +1

      না আপু আমরা শখের বসে মাঝে মাঝে রান্না করে খাই ও খাওয়াই 😍😍😍

  • @rubelentertainment9580
    @rubelentertainment9580 Рік тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @hasanjonaedabrar7394
    @hasanjonaedabrar7394 11 місяців тому

    Aii video recipe ta akhno paini 6 month ses already 🥲🥲

    • @BelethBilash
      @BelethBilash  11 місяців тому

      বিরিয়ানীর? সেটা ফুল ভিডিও তো তিন বছর আগেই দেয়া আছে আপু! চ্যানেলে যদি Most popular ভিডিও সারচ দেন তাহলে প্রথমেই চলে আসবে “শফিক ভাই এর কাচ্চি “ ধন্যবাদ

  • @engr.shakilshahriar9885
    @engr.shakilshahriar9885 Рік тому

    ❤❤❤❤

  • @rozinakhanam6071
    @rozinakhanam6071 Рік тому +1

    বুঝলামনা।১০০ লিটার পাতিল কেনা উপলক্ষ্যে খানাপিনা নাকি খানাপিনা উপলক্ষ্যে ১০০লিটার পাতিল কেনা?😂😂😂😂নাহ,আমি চোখ বন্ধ করে ব্লগ দেখবো।নয়তো শফিক ভাইয়ের কাচ্চি খাওয়ার জন্য মন খারাপ হবে😁আলহামদুলিল্লাহ সব ঠিকমতোই হয়েছে❤

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому +1

      😂😂😂মুরগি নাকি ডিম .. এই চিন্তা করতে করতে সময় পার হয়ে যাবে আপু 😅

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому +1

      জ্বী শেষ পর্যন্ত সব ঠিক মত হয়েছিলো । alhamdulillah

  • @reshmachowdhury7035
    @reshmachowdhury7035 Рік тому

    আমাদের বক্স করে পাঠান।

  • @PeaceOfLife.
    @PeaceOfLife. Рік тому

    আপনারা খুবই শৌখিন লোক

  • @skaraf4312
    @skaraf4312 Рік тому

    😋😋😋😋😍😍😍

  • @Rehnuma-r1b
    @Rehnuma-r1b Рік тому

    রান্নার চ্যানেল টা এর লিংক কোই রান্নার চ্যানেল টা খুঁজছি

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому

      অসংখ্য ধন্যবাদ 💝আমাদের রান্নার চ্যানেলটা আর আলাদা করা হয়নি, 😢 সময় করে উঠতে পারিনা তাই। এই চ্যানেলেই যদি আপনি cooking playlist টা দেখেন, সেখানে রান্নার ভ্লগ আলাদা করা আছে ❤আর কাচ্চি রান্নার ভ্লগটা এখানে পাবেন 👉🏻ua-cam.com/play/PLbTlz8L91PyOCuD6SsQlGHBGK9fOkTE4J.html

  • @dtm2448
    @dtm2448 Рік тому

    Biryani Scientist

  • @reshmachowdhury7035
    @reshmachowdhury7035 Рік тому

    ইশ আবার জর্দাও

  • @nurjahanrob7739
    @nurjahanrob7739 Рік тому +1

    এতোবড় আয়োজন কিসের জন্য?
    বাংলাদেশ থেকে।

    • @BelethBilash
      @BelethBilash  Рік тому +2

      ব্যস্ততার কারনে বন্ধু পরিজনদের আলাদা দাওয়াত দেয়া সবসময় হয়ে ওঠেনা, তাই সকলে একত্র হওয়া

  • @shahanazkazi1356
    @shahanazkazi1356 Рік тому +1

    MashaAllah

  • @elinaullah6348
    @elinaullah6348 Рік тому

    ❤❤❤