ফ্ল্যাট কেনার আগে ক্রেতার করণীয়/ফ্ল্যাট কেনার আগে যে বিষয়গুলো জানা প্রয়োজন flat buying satkahon

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024
  • fb new page / satkahonofficial
    fb new group / 194240665849239 satkahon #ফ্ল্যাট_কেনা#satkahon#flat
    🌹🌹🌹🌹🌹🌹------দৃষ্টি আকর্ষন ------- 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    যেকোন স্পন্সর, প্রমোশন, বিজ্ঞাপন, সহায়তা, অভিযোগ, কপিরাইট ইস্যু
    সহ যেকোন কারনে ইমেইল করুন
    ajimuddin@yahoo.com
    SATKAHON SOCIAL SITE & OTHER UA-cam CHANNEL
    fb page satkahon : / bdsatkahon
    fb group : / groups
    My other channel
    Satkahon banking- / @satkahonbanking
    Satkahon land - / @satkahonland
    Tech roasted- / @technicalajim3071
    Ajimuddin official - / @ajimuddinofficial
    Satkahon tech https: / @satkahontech6992
    satkahon tagline this video / bdsatkahon #satkahon#ajimlive#liveadvocate #ফ্ল্যাট কেনার আগে #ক্রেতার করণীয়
    Searches related to video ফ্ল্যাট কেনার আগে ক্রেতার করণীয়
    ফ্ল্যাট রেজিস্ট্রেশন
    ফ্ল্যাট কি
    ফ্ল্যাট আইন
    ফ্ল্যাট ক্রয়ের চুক্তিপত্র
    #প্লট কেনার নিয়ম
    কিস্তিতে রেডি ফ্ল্যাট
    ফ্ল্যাট ক্রয়ের চুক্তিপত্র নমুনা
    পুরাতন ফ্ল্যাট বিক্রয়
    ফ্ল্যাট বি২
    ফ্ল্যাট কেনার আগে ক্রেতার করণীয়
    ফ্ল্যাট বিক্রয়
    ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ ২০২০
    ফ্ল্যাট মালিক সমিতির নাটক
    ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ
    ফ্ল্যাট সাজানো
    ফ্ল্যাট ক্রয় বিক্রয় চুক্তিনামা
    ফ্ল্যাট ক্রয় বিক্রয়
    ফ্ল্যাট বাসার ডিজাইন
    ফ্ল্যাট নামজারি
    ফ্ল্যাট কেনার নিয়ম
    ফ্ল্যাট মর্টগেজ
    ফ্ল্যাট কেনার জন্য লোন
    ফ্ল্যাট কেনার নিয়ম ও আইনী যে বিষয়গুলো জানা খুবই গুরূত্বপূর্ন
    ১. সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে ডেভেলপার প্রতিস্টানের থেকে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন উক্ত ডেভেলপার প্রতিস্টানটি কি আইনানুগ নিবন্ধিত কিনা?
    ২ #ডেভেলপার প্রতিষ্ঠান রিহ্যাবের সদস্য কিনা তা-ও যাচাই করে নিন , কেননা সমস্যা হলে রিহ্যাব তা সমাধানে উদ্যোগ নেয়।
    ৪. এবার আপনাকে দেখতে হবে জমির দলিলপত্র । অর্থাৎ যে জমির উপরে আপনার ফ্ল্যাটটি থাকবে উক্ত স্থানের জমির দলিলপত্র গুলো যাচাই করে দেখুন , কেননা অনেকক্ষেত্রে দেখাযায় জামেলাপূর্ন জমিগুলো জমির মালিকরা ডেভেলপারদের দিয়ে থাকে । সুতরাং গুরুত্বসহকারে দেখতে হবে জমির মালিকানা কাগজপত্র ঠিক আছে কি না
    ৫. জমির মালিকের সাথে ডেভেলপারের #আমমোক্তারনামা ও চুক্তিপত্রটি সম্পাদিত হয়েছে উক্ত দলিলগুলো । এটা খুব গুরুত্বপূর্ণ কেননা উক্ত চুক্তিপত্রে উল্লেখিত ক্ষমতার বাইরে ডেভেলপার কিছুই করতে পারবেনা । সুতরাং আপনি সহজেই বুজতে পারবেন ডেভেলপার প্রতিস্টানের এখতিয়ার এবং ক্ষমতা কতটুকু
    ৬. এরপরে দেখুন আপনি যেই ফ্ল্যাটটি কিনতে চাচ্ছেন উক্ত ফ্ল্যাটটি রাজউক কর্তৃক অনুমোদিত কিনা । রাজউক কর্তৃক অনুমোদনহীন ফ্ল্যাট না কেনায় উত্তম ।
    ৭. এখানে আরেকটি বিষয় দেখতে হবে তাহল, অনেক সময় দেখতে পাওয়া যায় রাজউক অনুমোদন দিয়েছে ৫ তলার কিন্তু ডেভেলপার প্রতিস্টান বিল্ডিং করেছে ৮ তলার । এক্ষেত্রে ৫ তলার উপরের তলাগুলোতে ফ্ল্যাট না কিনায় উত্তম
    ৮. উপরের সবকিছু ঠিক থাকলে এবার দেখুন আপনি যে ফ্ল্যাটটি কিনতে চাচ্ছেন উক্ত ফ্ল্যাটে কি কি মালামাল দেয়া হবে ফিটিংস কি উন্নতমানের এবং মানসম্পন্ন কিনা তা দেখে নিন কেননা উন্নতমানের যে টাইলস এর দাম ৫০০ থেকে ৬০০ টাকা সেই একই ধরনের নিন্মমানের যে টাইলস ১০০/-টাকায় পাওয়া যায় । তাই প্রথমে জেনে নিন কোন মানের ফিটিংস আপনার ফ্ল্যাটটিতে দেওয়া হবে
    ৯। আপনি কত বর্গফুটের ফ্ল্যাট কিনছেন, তার মধ্যে কমন স্পেস কতটুকু, আর মুল ফ্ল্যাট কতটুকু তা সুষ্পষ্টভাবে জেনে নিন , সরেজমিনে বুঝিয়ে দেয়ার সময় কমবেশী হলে, কি করতে হবে তা আগেই, নির্ধারন করে ফেলুন এবং চুক্তিপত্রে তা সুষ্পষ্টভাবে উল্লেখ করুন
    ৭. উপরের সবকিছু আপনাকে সন্তুষ্ট করলে এবার জেনেনিন, ফ্ল্যাট কেনার সর্বশেষ কিস্তি দেয়ার সাথে সাথে ডেভেলপার প্রতিস্টানকি আপনার ফ্ল্যাটটি রেজিস্ট্রেশন করে দিবে কিনা ?
    ৮। ফ্ল্যাট হস্তান্তরে বিলম্ব হলে ক্রেতা কি কি প্রতিকার পাবেন তার বিস্তারিত আগে থেকেই জেনেনিন । কেননা বর্তমান সময়ে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় নির্দিস্ট সময় পেরিয়ে যাওয়ার ৩-৪ বছরের মধ্যেও ফ্ল্যাট হস্তান্তর করছে না
    প্রলুদ্ধ হয়ে তাড়াহুড়ো করে চুক্তি করে ফেলবেন না।প্রয়োজনে সমস্ত কাগজ পত্রগুলো একজন আইনজীবীকে দেখিয়ে নিশ্চিত হয়ে নিন এরপরে ফ্ল্যাট বুকিং দিন, ফ্ল্যাট ক্রেতা হিসাবে আপনার অধিকার
    সম্পূর্ণ মূল্য পরিশোধের তিন মাসের মধ্যে ডেভেলপার আপনাকে ফ্ল্যাটের দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের যাবতীয় কাজ সম্পাদন করে দেবে
    হস্তান্তরকালে ফ্ল্যাটের আয়তন কম-বেশি হলে তার মূল্য ক্রয়মূল্য অনুযায়ী তিন মাসের মধ্যে সমন্বয় করতে হবে
    ডেভেলপার নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট হস্তান্তরে ব্যর্থ হলে চুক্তিতে নির্ধারিত ক্ষতিপূরণসহ সব অর্থ আপনাকে ছয় মাসের মধ্যে ফেরত দেবে । তবে চুক্তিতে ক্ষতির পরিমাণ উল্লেখ না থাকলে তা পরিশোধিত অর্থের ওপর ১৫ শতাংশ হারে নির্ধারিত হবে।

КОМЕНТАРІ • 39

  • @mediapage24
    @mediapage24 4 місяці тому

    অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যারা ফ্ল্যাট ক্রয় করবে।

  • @zahid3520
    @zahid3520 4 роки тому +2

    ধন্যবাদ স্যার। আপনে আমার একজন প্রিয় ব্যাক্তিত্ব।।।

  • @hasanmahmud5390
    @hasanmahmud5390 4 роки тому +1

    এরকম ইনফরমেশন দেবার জন্য ধন্যবাদ ।

  • @negiveup4958
    @negiveup4958 4 роки тому +2

    Boss ঠিকাদারি ব্যবসা কিভাবে করব।।।কি কি লাগবে।।।
    বললে ভাল হতো

  • @shokher_jajabar
    @shokher_jajabar Рік тому

    অনেক কিছু জানা গেল।

  • @1stcreativedesigner
    @1stcreativedesigner 3 роки тому

    আইনজীবীর সহায়তা দরকার

  • @abdulaziz19888
    @abdulaziz19888 4 роки тому +1

    স্যার,আমি আপনার বক্ত। আপনাকে হাজার সালাম।আপনি খোবেই সুন্দর করে গুছিয়ে কথা বলেন। পরতেকটি সাবজেক্ট পরিশকার করে বলেন তাই ভাল লাগে, আপনার সব ভিডিও আমি দেখি মিস করিনা।

  • @shakivrizvi299
    @shakivrizvi299 3 роки тому

    ২০০৮ এর আগের ফ্ল্যাটের ক্ষেত্রে কি অকুপেন্সী সার্টিফিকেট প্রয়োজন?

  • @iamisjordan1557
    @iamisjordan1557 3 роки тому

    আপনার ভিডিও দেখি খুভই ভাল সাজেসন যদি প্রায়োজন হয় হেল্প করবেন

  • @nilufareasmin9944
    @nilufareasmin9944 4 роки тому

    ঢাকার দনিয়া এখানে একজন উকিল কি আপনি সাজেসট করতে পারবেন?আর সম্পূর্ণ উকিলের খরচ কত হতে পারে? জানালে উপকৃত হবো

  • @Splendidry
    @Splendidry 2 роки тому

    জমির পরিমান ৪.২ কাঠা। মোট ফ্ল্যাট ১৪ টি। ৭ টি ফ্ল্যাট ডেভলোপার ও ৭ টি মূল জমির মালিকের। তাহলে এখানে যারা ডেভলোপার থেকে জমি ক্রয় করবে তারা কতো অযুতাংশ জমির মালিকানা পাবে?

  • @najmulhudakhokon749
    @najmulhudakhokon749 4 роки тому +1

    Very informative video. Thanks for your efforts. Could you please make a single video only for used flat purchase documents check and registration process?

  • @km99999
    @km99999 4 роки тому

    Very good 👍 up 👍 to date advise keep it up .

  • @md.nazmulislammilky8080
    @md.nazmulislammilky8080 4 роки тому +1

    Bhai, apnader ekjohon lawer ke diye jachai korar jhonno koto taka fee dite hobee?

  • @76ashraful
    @76ashraful 2 роки тому

    Ready flat kenar jonno dhakay lawer er contact chai

  • @md.faridulhaque2148
    @md.faridulhaque2148 3 роки тому

    রেডি flat কেনার জন্য lawer এর নং চাই

  • @srahmanrahman2910
    @srahmanrahman2910 4 роки тому +1

    Thanks

  • @mohamedullah4020
    @mohamedullah4020 4 роки тому

    Thnaks bhai

  • @SkyBlue-up8uv
    @SkyBlue-up8uv 4 роки тому

    জমি ক্রয় ও দোকান কিনা আগে করনীয় নিয়া ভিডিও করেন

  • @Mdrafiq-qe5dm
    @Mdrafiq-qe5dm 4 роки тому

    যদি ব্যক্তিগত মালিকের ফ্লাটে লোন থাকে সেক্ষেত্রে তার ফ্লট ক্রয় করা যাবে কি জানাবেন। দয়া করে

  • @asrafsbox2336
    @asrafsbox2336 2 роки тому

    আমার কাছে পুরান ঢাকায় ছোটো একটা ফেলাট আছে, এসে ভিডিও করতে পারেন, বিকরি কোরবো। only 17,50,000

  • @shamarahman5026
    @shamarahman5026 3 роки тому

    Give list pls for buy flat

  • @sheikhjamil2320
    @sheikhjamil2320 3 роки тому

    good

  • @sneegdhasultana6335
    @sneegdhasultana6335 3 роки тому

    একজন এডভোকের নাম্বার দিন। কাগজ পত্র দেখাতে কত টাকা লাগবে জানান ।

  • @atozworkbd
    @atozworkbd 10 місяців тому

    please give an Advocacy help

  • @bivanandaroy4783
    @bivanandaroy4783 4 роки тому

    Kno mouzar jomir rate koto ta janar kno way ase ki....

    • @Satkahonbyajim
      @Satkahonbyajim  4 роки тому

      doli.com আসবে আপাদত নাই সাব রেজিস্ট্রেশন অফিসে যান পাবেন

    • @heyitsazaanhere8864
      @heyitsazaanhere8864 9 місяців тому

      ​@@SatkahonbyajimI need a lawyer related to flat documents verification. Can you suggest me a lawyer near Old Dhaka & what will be the cost?

  • @muhammadhusain5650
    @muhammadhusain5650 4 роки тому

    Thanks by Mubarak

  • @youluskhan7027
    @youluskhan7027 4 роки тому

    Need a lawyer to buy a flat in dhaka

  • @AshrafulIslam-yt7iq
    @AshrafulIslam-yt7iq 2 роки тому

    ভাই আমি ঢাকায় থাকি আপনার মোবাইল নাম্বিরটা পেলে খুব উপকার হতো।

  • @ishtiyaqahmed8996
    @ishtiyaqahmed8996 4 роки тому

    Need a lawyer for Uttara

  • @abdulaziz19888
    @abdulaziz19888 4 роки тому +1

    স্যার,আমার ১টি জমি আছে ১২ শতক, বি বাড়ীয়া মেইন শহরের সাতে। এবং রাস্তার সাতে,বিদুৎ গেস পানি সব সুবিধা আছে।এবং আসে পাশে বহুদ বিল্ডিং আছে, একানে ফালাটবিক্রি এবং ভারার খোবেই চাহিদা। স্যার,আমার পরিচিত কোন ডেবোলাভার কোম্পানি নাই।তাই আপনি যদি কোন কোম্পানির ঠিকানা বা ফোন নাম্বার দিয়ে উপকার করতেন। স্যার,দয়া করে আমার এই ওপরকারটা করেন স্যার প্লিজ স্যার প্লিজ। আমার ইমু 00966570473163 এবং 01784578650

  • @NurIslam-ym7ul
    @NurIslam-ym7ul 4 роки тому

    মোহাম্মদপুর, আদাবর ১৪ নাম্বার রোডে ল্যান্ড শেয়ার সহ ফ্লাট কিনতে চাচ্ছি তাই সকল ডকুমেন্টস্ যাচাই করার জন্য আইনজীবী ঠিকানা চাই,,দয়াকরে সহযোগীতা করবেন

  • @nilufayesmin5406
    @nilufayesmin5406 4 роки тому

    Apnar phn num ta diben plz. Ami akta Flat er power rejistry r bepare kotha bolte cai.

  • @md.kamruzzamankonok3133
    @md.kamruzzamankonok3133 4 роки тому

    Thanks