গানের কথা,সুর,ও গায়কী সবকিছু মিলে চমৎকার পরিবেশনা আপনার। বরাবরের মতোই সুন্দর প্রিয় গুনী শিল্পী। গানটি শুনে পুরানো দিনে ফিরে যেতে হলো।আমার একান্ত একটি সুন্দর জায়গা ছিল,যেখানে গিয়ে আমি মনের কথা গুলো লেখায় ভেসে বেড়াত।জায়গাটি এক সময় বন্ধ হয়ে যাবে সংকেত দিয়েছিলেন জায়গার মালিক।আমায় যে সময় দেয়া হয়েছিল সে সময়ের পুরোটাই আমি হাসপাতালে কাটাই।ফিরে এসে যখন পুরানো জায়গায় আসি তৃপ্তির নিঃশ্বাস নিতে--- দেখি জায়গা টি বন্ধ হয়ে গিয়েছে।মালিক কে তো খুঁজে পাওয়া গেলনা। বেশ সময় পার করার পর হঠাৎ দেখা পেলাম পুরানো জিনিস নতুনভাবে।সবকিছুর ধারা আছে। তাই ধারা অব্যাহত । অজান্তেই দোলা দেয় পুরানো স্মৃতি। মাঝে মাঝে অনুভবে ভাবি কোনো একদিন আমায় সারপ্রাইজ দিবে হয়তো আবার হয়তো তৃপ্তির জায়গাটি খোলা থাকবে নতুন দিনের সূর্যের মত উদিত হবে।জানি এটাও ব্যর্থ এক ভাবনা আমার। আমি কবি মানুষ,অনেক কিছু লিখলাম।মনে কিছু করবেন না প্রিয় মানুষ প্লিজ।
গানের কথা,সুর,ও গায়কী সবকিছু মিলে চমৎকার পরিবেশনা আপনার। বরাবরের মতোই সুন্দর প্রিয় গুনী শিল্পী। গানটি শুনে পুরানো দিনে ফিরে যেতে হলো।আমার একান্ত একটি সুন্দর জায়গা ছিল,যেখানে গিয়ে আমি মনের কথা গুলো লেখায় ভেসে বেড়াত।জায়গাটি এক সময় বন্ধ হয়ে যাবে সংকেত দিয়েছিলেন জায়গার মালিক।আমায় যে সময় দেয়া হয়েছিল সে সময়ের পুরোটাই আমি হাসপাতালে কাটাই।ফিরে এসে যখন পুরানো জায়গায় আসি তৃপ্তির নিঃশ্বাস নিতে--- দেখি জায়গা টি বন্ধ হয়ে গিয়েছে।মালিক কে তো খুঁজে পাওয়া গেলনা। বেশ সময় পার করার পর হঠাৎ দেখা পেলাম পুরানো জিনিস নতুনভাবে।সবকিছুর ধারা আছে। তাই ধারা অব্যাহত । অজান্তেই দোলা দেয় পুরানো স্মৃতি। মাঝে মাঝে অনুভবে ভাবি কোনো একদিন আমায় সারপ্রাইজ দিবে হয়তো আবার হয়তো তৃপ্তির জায়গাটি খোলা থাকবে নতুন দিনের সূর্যের মত উদিত হবে।জানি এটাও ব্যর্থ এক ভাবনা আমার।
আমি কবি মানুষ,অনেক কিছু লিখলাম।মনে কিছু করবেন না প্রিয় মানুষ প্লিজ।
সুন্দর লেখা ও মন্তব্যের জন্য আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ ❤
গান টি শুনেছিলাম একসময় আপনার গলায়.. আজ আবার শুনলাম.. খুব ভালো লাগলো ❤❤
ভালো থাকবেন।।
@@sharminmahmud7079
আবার শোনার জন্য অজস্র ধন্যবাদ ও শুভ কামনা 💕