গ্রামবাংলায় সেই দিনগুলো....বেশি আওয়াজ নেই ...শুধু অনেক শান্তি আছে ...শহরে কাজের জন্য এসে বুঝতে পারছি ...এত আলো আলো আওয়াজ এর থেকে আমার গ্রাম অনেক বেশি দামি ছিল .....সেই গ্রামবাংলার জীবন ...আড্ডা ...সবাই কে নিয়ে আসর ...চাঁদের আলো ...আসল মানুষগুলো ...সে গুলোই ছিল আসল বেচেঁ থাকার দিন ....বেচেঁ থাকার সেই দিনগুলো আর ফিরবে না...আমরা শুধু শহর চেয়ে মরি...যেদিন শহর পাওয়া হয়ে যায় মনে হয় আমরা বোকা মানুষ ...শান্তি ছেড়ে অশান্তি বেছে নিলাম
শুধু একটা কথাই বলবো, এই ছবিটা দেখে যে কেউ কাদঁতে বাধ্য। কাহিনীটা এমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে,হৃদয়কে নাড়া দিয়ে দেয়।ধন্যবাদ জানাই এই ছবির সাথে সংশ্লিষ্ট সবাইকে।❤
আমার জীবনের অনেক টা জুড়ে রয়েছে এই সিনেমা। আমার দেখা জীবনের সেরা একটা সিনেমা ।এতো সুন্দর চিত্রনাট্য, গ্রাম্য জীবন খুব কম সিনেমাতেই ফুটে উঠেছে ।আর রবীন্দ্র সংগীত গুলো অসাধারণভাবে ব্যাবহার করা হয়েছে ।বাংলা সিনেমা সমৃদ্ধ হোক এমন হাজার হাজার মনি মুক্তায় ।
আজ কালের generation এর ছেলে মেয়ে দের জন্য বলবো অন্তত একবার এই movie টা দেখবার জন্য। এত সুন্দর একটা সিনেমা না দেখলে খুব মিস করবে। আমি নিজে কাল রাতে দেখেছি আর ভাবছিলাম এত দিন কেনো late করলাম দেখতে। খুব খুব সুন্দর ❤❤❤❤।
Chot fote meye ta ami Din din jani na kano chup hoy jacchii akhn r besi kotha bolte valo lage na dj te nachte valo lage na kichu gaan amay emon vabe chuye geche je Sara din sei sure vaschii ami ato govir vabe koto din vabe dekhini nijer jibon take
বিভূতিভূষণ বাংলার প্রাণের গল্প লিখে গেছেন যা হৃদয়ে এক গভীর অনুভূতি জাগিয়ে তোলে। তরুণমজুমদার তেমনি পরিচালক অপূর্ব বাঙালিয়ানা তার ছবিতে বার বার ফিরে আসে।"কিন্নর দল "কে "আলো "তে রূপান্তরিত করা তার পক্ষেই সম্ভব।
ঢেড় দেরি করে ফেল্লাম ছবিটা দেখতে। তবুও বলি, সহজে কোন ছবি দেখে মন খারাপ হয়না, কাঁদি না , এই মায়াভরা অনবদ্য ছবিটা কাঁদালো....😪😪 ধন্যবাদ, এত আন্তরিক এবং অভিনব ভাবে উপস্থাপনার জন্য।💗
আজকেই প্রথম দেখলাম সিনেমা টা প্রথমে বুঝতে পারিনি এতটা কাদাবে কিন্তু সত্যিই কান্না থামাতে পারিনি অনেক কষ্ট নিয়েই লিখছি যারা বেশি ভালো তারা বেশি দিন বেঁচে থাকে না যদিও এটা সিনেমা কিন্তু অভিনয় দেখার সময় মনে দাগ কেটে যায়
চোখে জল তো আসবেই ভাই, আপনিও একজন বাঙালি । কাঁটাতারের বেড়া দেশভাগ করেছে, আমাদের ভাষা-সংস্কৃতিকে ভাগ করতে পারেনি । আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা ।
আমারও এটাই মনে হয় । আমি সারা জীবন ভর যত বাংলা সিনেমা দেখেছি বিশ্বাস করুন এমন সিনেমা আমি আর দ্বিতীয়বার দেখিনি । আর হয়তো ভবিষ্যতে কোনদিন দেখা যাবে না 😭😭🙏🙏
@@hysagain না জমত না কারুন তখন নাম ভূমিকায় অভিনয় করার মতো ডিমান্ড ঋতুপর্ণা সেনগুপ্তের ই ছিল আছে থাকবে টা ছাড়া আলো চরিত্রে মানানসই আনার জন্যে ঋতুপর্ণার মত অভিনয় কাউকে করতে হবে না
27-10-23রাত 12:51দেখা শেষ করলাম আমার মতো মানুষ যে কিনা দৈনন্দিন জীবনে কোনো কষ্টতে সহজে কাদেনা সেই আমি মুভি টা দেখে কেদেছি মুভিটা দেখে আবার realize করলাম জীবনে চারপাশের মানুষ গুলোর ভালোবাসা অর্জন করাই যে জীবনের বড় সার্থকতা,যেন আমার মৃর্তু্তে এভাবেই কেদে উঠে সবার মন। গল্পের কাহিনী,সবার অভিনয় সাথে পছন্দের সবগুলো রবীন্দ্রসংগীত সবমিলিয়ে অসম্ভব সুন্দর হয়েছে।
ছোটবেলায় প্রতিবার রবীন্দ্রজয়ন্তীতে একটা লোকাল টিভি চ্যানেলে দুপুরবেলা এই সিনেমাটা দিত, আর আমি কোনোবার মিস করতাম না। তখন যদিও তরুণ মজুমদার সম্পর্কে কিছুই জানতামনা। তবে ওনার বেশ কিছু সিনেমা আমি ছোটবেলাতেই দেখেছি, যেমন - দাদার কীর্তি, পথভোলা আরও বেশ কিছু। ওনার সিনেমা গুলোতে আমার যেটা সবচেয়ে ভালো লাগে তা হল অসাধারন গ্রাম্য পরিবেশ, আর রবীন্দ্রসংগীত। আসলে গ্রাম্য সহজ সরল মানুষ আর তাদের জীবনযাত্রার মধ্যে একটা শান্তি আছে। যেটা দেখতে খুব সহজ লাগলেও অতটা সহজ নয়। তরুণ মজুমদার তার সিনেমায় বারবার খুব সুন্দর করে গ্রাম্য জীবন তুলে ধরেছে। সিনেমায় দেখানো গ্রাম্য জীবনের সঙ্গে আমি ভীষণভাবে একান্ত হতে পারি। মনে হয় নিজেকে খুঁজে পাই। যদিও এখন সব বদলে গেছে। কিন্তু ছোটবেলা শীতকালে আমরাও পাড়ার সবাই একসঙ্গে মাঠে মাদুর পেতে বসে আড্ডা দিতাম, কেউ সেলাই করতো, কেউ লুডো খেলতো আরও কত কি হতো। সেইসময় যাত্রা হত, নানা পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে পালা গান হত। তখন আমি খুব ছোট। কিন্তু ছবির মতো মনে আছে সেই সমস্ত দিন। কি সুন্দর ছিল ওইসব দিন। ভাবলেও অবাক লাগে কত তাড়াতাড়ি সব পাল্টে গেল। এই সিনেমাগুলো দেখে আমি ওইসব দিনের স্বাদ নেই। এই সিনেমাটার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক হয়ে গেছে যেন। আমার মন খারাপ থাকলে এই সিনেমাটা দেখলে মনে ভালো হয়ে যায়, আবার যখন মন ভালো থাকে তখনও দেখতে ভালো লাগে, যখনই ইচ্ছে করে তখনই দেখি আর কেমন যেন হয়ে যাই। একটা অদ্ভুত ভালোলাগা, একটা মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে যাই। ❤️
আমি এ মুভি টা দেখে যে কত বার দেখেছি অনেক বেশি ভাল লাগে ❤️ কেমন জানি এক টান দেই🙂 শেষ এ কান্না করে দিয়েছিলাম 😢 এক কথাই অসাধারণ একটা মুভি এ নিয়ে ৫ বার দেখা মুভি টা🙂 এমন মুভি দেখতে কার কার ভাল লাগে 🤫??
অসাধারণ, অনবদ্য বললেও কম বলা হবে এই সিনেমা প্রথম দেখেছিলাম ক্লাস 4 এ পড়ি তখন মায়ের সাথে বসে এখন আমি কলেজে ফাইনাল year এর স্টুডেন্ট এখন যখন দেখি চোখে জল এসে যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি কিন্নর দল অনুসরণে তরুণ মজুমদার এর আলো এককথায় দারুণ ❤❤❤❤❤ আমি এই generation এর একজন হয়ে বলবো এখনকার প্রতি মানুষের এই movie দেখা উচিত 😊😊😊😊😊😊 এই গল্পটাও পড়েছি আমি আর সিনেমা তো বহুবার দেখেছি এখনকার মানুষের মনে অনুভুতির সঞ্চার করতে বাধ্য এই সিনেমা ❤❤❤❤❤❤
কোনোদিনও পুরনো না হওয়ার মতন একটা সিনেমা... অসামান্য সৃষ্টি...❤️... তবে এইটুকু challenge করতে পারি, যেকোনো কেউ কাদতে বাধ্য... সিনেমাটা সম্পর্কে অনেক শুনেছিলাম, তবে পুরনো দিনের বলে, আর দেখা হয়ে ওঠেনি... আজ একরকম সবার সাথে বাজি ধরেই বসেছিলাম, কারণ আমি খুব একটা আবেগী নই, তাই নিজের উপরে বিশ্বাস ছিল, যে কাদবো না.. কিন্তু অজান্তেই কখন যে কেঁদে ফেলেছি,, তা নিজেও জানি না..😭😭😭😭
আজ থেকে ঠিক এক বছর আগে মুভিটা দেখেছিলাম। আজ আবার দেখলাম। অসাধারণ বিভূতিভূষণের কাহিনি আর রবীন্দ্রনাথের গানের সংমিশ্রণ, মানবিকতার এক সুমহান আবহ তৈরি করে। তুলনাহীন চরিত্রগুলো। মন ছুঁয়ে যায় যখনই দেখি।।।।
মানুষকে ভালোবাসতে হলে মন থেকেই এমনি করে ভালোবাসতে হয়! এখানে প্রতিটি মানুষের মন থেকে ভালোবাসা ফুটে উঠেছে! যার জন্য সত্যি হৃদয়ে অন্ত স্থল থেকে কয়েক ফোটা জল বেরিয়ে এলো
2028 এ ফেসবুক এ ভিডিও দেখতে দেখতে হঠাৎ ই এই মুভি টার কিছু কিছু ভিডিও ক্লিপ গুলো সামনে চলে আসছে,দেখেই মন টা ভরে যায় তাই পুরো মুভিটা দেখার জন্য ইউটিউব এ সার্চ করলাম , প্রথম থেকে দেখতে দেখতে কখন যে সেই সব দিন গুলোতে নিজেকে হারিয়ে ফেললাম কিন্তু শেষে এসে চোখের জল আর আটকাতে পারলাম না অঝোরে পরে যাচ্ছিলো, সত্যি অসাধারন ছবি ,আমার দেখা সবচেয়ে বেস্ট মুভি❤❤❤❤
If you are a human & if you feel the story, then you will cry several times during the movie ..... But Especially the climax will make you cry 1000 tears...
আহা,,, অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না । এত সুন্দর ভাবে গ্রাম বাংলার সহজ সরল মানুষ গুলোকে তুলে ধরেছে,, এই যেন গ্রাম বাংলার মানুষ গুলোকে ভালোবেসে আঁকড়ে ধরে বাঁচতে শেখায়।
চোখের জল কোনো সিনেমা দেখে আগে কখনো পড়েনি, এই প্রথম দু চোখ ভরে জল নিয়ে কোনো সিনেমা দেখলাম। যে রকম অভিনয়, ঠিক সেই রকম কাস্টিং। পুরোনো বাংলা ছবি এমনিতেই সেরা আবার তার ওপর যদি এই রকম গল্প হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এক কথায় অনবদ্য। #আলো ❤❤
জীবনে অনেক সিনেমা দেখেছি কিন্তু এমন হৃদয় স্পর্শ করা সিনেমা কখনো দেখিনি। এক কথায় অসাধারণ একটি সিনেমা । যেমন এর গল্প তেমনি সবার অভিনয়। একদম হৃদয় ছুয়ে গেল। সিনেমাটি যেমন সুন্দর তেমনি সিনেমার গানগুলোও অপূর্ব🥰
আরো একটি সিনেমা আছে, এমনই মর্মস্পর্শী, সিস্টার-- উত্তম কুমার, উৎপল দত্ত, সুপ্রিয়া দেবী আছেন সিনেমাটিতে ।ছোটবেলায় গরমের ছুটিতে dd bangla তে দিত, কিন্তু শেষটুকু এতটাই ইমোশনাল, আমি আজ পর্যন্ত আর movie টা দ্বিতীয়বার দেখার সাহস করি নি। ।
Ai galpo ta ami akdin suna6i ,,,,kinnar dol ,,aj hothat ai song ta suna mona ho66ilo j oii galpo tai mona hoy ai movie ta dakhiya6a tarpor movie ta dakhlam ha oii galpotai ai movie 😢😢sotti chokhar jol atkate parini movie ta dakha ata sundar movie 😭😭😭😭 6obi ta aktu av6a holau movie ta darun khub kanda6i movie tar last seen ta 🥹😭😭
অনেক ছোটবেলায় দেখেছিলাম আজ আবার দেখলাম❤ অসাধারণ মুভি।এতো সুন্দর মুভি আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর হবে না আফসোস❤❤ গ্ৰাম বাংলার বাস্তব জীবনে চিত্র তুলে ধরেছে
২০০৮ সাল। তখন দশম শ্রেনীতে পড়ি। পহেলা বৈশাখের রাতে বরগুনা শিল্পকলা একাডেমির চলচিত্র উৎসবে প্রথম দেখেছিলাম মুভিটা। ২০২৩ সালে একইভাবে ভালো লাগলো। Just Mind blowing ❤🇧🇩
Bibhutibhushan Bandyopadhyay's stories are just amazingly heart touching.. Wonderfully crafted by the director and beautiful performance by all the casts. Kudos 👏👏👏
ছোটোবেলায় বেশ কয়েকবার সিনেমা টা দেখেছিলাম সালটা ঠিক মনে নেই তখন হয়তো তেমন কিছু বুঝতাম না তবুও যখনি দেখেছি সিনেমার শেষে চোখ ভিজেছিল,আজ ফেসবুকে একটা ছোট্ট অংশ দেখে সিনেমা টা আবার দেখার ইচ্ছা জাগলো, আজ 9 August 2024 এই সিনেমা টা দেখে রাতটা কাটাবো আর ধন্যবাদ আপনাকে youtube-এ সিনেমা টা দেওয়ার জন্য 😊
ছবি টা সত্যি করেয় অসাধারোনের থেকেও অনেক বেশি। যতো বার দেখি মোন ছুয়ে যায়। আর এ টা ভেবেও ভালো লাগে সিনেমার অনেক পাঠের সুটিং নিজের চোখে দেখেছি। গ্ৰাম বাংলার সুটিং টা বোলপুর শান্তিনিকেতনের বেড় গ্ৰামের নিজের প্রতি গব্ব অনুভব করি এতো সুন্দর একটা সিনেমার সুটিং এখানে হয়েছিলো। দারুণ ছবি।
Such a gem of a movie. this should be digitally enhanced so that the future generations can see it too. I do not have those skills but someone who can please digitalise the print 🙏🏼
আজ থেকে একশ বছর পরে, মানে ২১২০-৩০ সাল নাগাদ। যখন আমরা কেউ থাকবো না কিন্তু এই সিনেমা টা ইউটিউব এ একইভাবে থাকবে। হয়ত আমার কমেন্ট টাও থাকবে। যারা পড়বে তারা বুঝতে পারবে একটা সিনেমা কতটা সুন্দর হলে মানুষ এরকম চিন্তা ভাবনা করতে পারে। এরকম সুন্দর বাংলা সিনেমার জগৎ টাকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে। লেখক বিভূতিভূষণের কিন্নর দল অবলম্বনে নির্মিত সিনেমা অসাধারণ প্রশংসা শেষ করা যাবে না
গ্রামবাংলায় সেই দিনগুলো....বেশি আওয়াজ নেই ...শুধু অনেক শান্তি আছে ...শহরে কাজের জন্য এসে বুঝতে পারছি ...এত আলো আলো আওয়াজ এর থেকে আমার গ্রাম অনেক বেশি দামি ছিল .....সেই গ্রামবাংলার জীবন ...আড্ডা ...সবাই কে নিয়ে আসর ...চাঁদের আলো ...আসল মানুষগুলো ...সে গুলোই ছিল আসল বেচেঁ থাকার দিন ....বেচেঁ থাকার সেই দিনগুলো আর ফিরবে না...আমরা শুধু শহর চেয়ে মরি...যেদিন শহর পাওয়া হয়ে যায় মনে হয় আমরা বোকা মানুষ ...শান্তি ছেড়ে অশান্তি বেছে নিলাম
শুধু একটা কথাই বলবো, এই ছবিটা দেখে যে কেউ কাদঁতে বাধ্য। কাহিনীটা এমন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যে,হৃদয়কে নাড়া দিয়ে দেয়।ধন্যবাদ জানাই এই ছবির সাথে সংশ্লিষ্ট সবাইকে।❤
Akdam darun amr kub e valolga
Yo
Thik tai
একদিন নয় তিন দিন রেস টা থেকে যাবে
Na na sabai sreelekha didir cinema dekhbe
আমার জীবনের অনেক টা জুড়ে রয়েছে এই সিনেমা। আমার দেখা জীবনের সেরা একটা সিনেমা ।এতো সুন্দর চিত্রনাট্য, গ্রাম্য জীবন খুব কম সিনেমাতেই ফুটে উঠেছে ।আর রবীন্দ্র সংগীত গুলো অসাধারণভাবে ব্যাবহার করা হয়েছে ।বাংলা সিনেমা সমৃদ্ধ হোক এমন হাজার হাজার মনি মুক্তায় ।
আজ কালের generation এর ছেলে মেয়ে দের জন্য বলবো অন্তত একবার এই movie টা দেখবার জন্য। এত সুন্দর একটা সিনেমা না দেখলে খুব মিস করবে। আমি নিজে কাল রাতে দেখেছি আর ভাবছিলাম এত দিন কেনো late করলাম দেখতে। খুব খুব সুন্দর ❤❤❤❤।
আমি দেখছি ❤ অসাধারণ একটি সিনেমা
@@theaniketstudio06 👍
আমি দেখলাম। খুব ভালো লাগলো। অষ্টাদশের মন হু-হু করে উঠল বেদনায়। ❤❤
Ami dheklam❤
Chot fote meye ta ami Din din jani na kano chup hoy jacchii akhn r besi kotha bolte valo lage na dj te nachte valo lage na kichu gaan amay emon vabe chuye geche je Sara din sei sure vaschii ami ato govir vabe koto din vabe dekhini nijer jibon take
২০২৪ সালে এসে এই ছবি কে দেখছে❤
✋
Ami
🙏
Ami
আমি
বিভূতিভূষণ বাংলার প্রাণের গল্প লিখে গেছেন যা হৃদয়ে এক গভীর অনুভূতি জাগিয়ে তোলে। তরুণমজুমদার তেমনি পরিচালক অপূর্ব বাঙালিয়ানা তার ছবিতে বার বার ফিরে আসে।"কিন্নর দল "কে "আলো "তে রূপান্তরিত করা তার পক্ষেই সম্ভব।
Golpo tar nam kinnar dal chilo ?
ঠিক বলেছেন
❤❤❤
ঢেড় দেরি করে ফেল্লাম ছবিটা দেখতে। তবুও বলি, সহজে কোন ছবি দেখে মন খারাপ হয়না, কাঁদি না , এই মায়াভরা অনবদ্য ছবিটা কাঁদালো....😪😪
ধন্যবাদ, এত আন্তরিক এবং অভিনব ভাবে উপস্থাপনার জন্য।💗
😢😢 আমার ও
আজকেই প্রথম দেখলাম সিনেমা টা প্রথমে বুঝতে পারিনি এতটা কাদাবে কিন্তু সত্যিই কান্না থামাতে পারিনি অনেক কষ্ট নিয়েই লিখছি যারা বেশি ভালো তারা বেশি দিন বেঁচে থাকে না যদিও এটা সিনেমা কিন্তু অভিনয় দেখার সময় মনে দাগ কেটে যায়
আজ ২০২২ এ এসেও সিনেমা টা দেখে কান্না পেয়ে যায়.... একেই বলে বাংলা সিনেমা, ছোট বেলায় দেখে যেমন লাগতো এখনও একই আছে অনুভূতি টা
Damn bro, it made me cry at the age of 25.
বাংলা সিনেমা আলো আরো একবার দিবেন
আমি বাংলাদেশ থেকে। এক কথায় অসাধারণ। ২০২৩ এসেও মনের গভীরে জায়গা করে নিয়েছে এই অসাধারণ মুভিটা। আগামী ৫০ বছর পরেও সকলের মনে জায়গা করে নিবে।
Ami o Bangladesh😊.... Rajshahi ❤..khuuuubi shundor movie 🎉
আমি বাংলাদেশি,,
এই ছবিটা যতবার দেখি তত বারই চোখের জল নিজের অজান্তেই চলে আসে,,😢😢 অসাধারন ছবি,,❤️🥀
চোখে জল তো আসবেই ভাই, আপনিও একজন বাঙালি । কাঁটাতারের বেড়া দেশভাগ করেছে, আমাদের ভাষা-সংস্কৃতিকে ভাগ করতে পারেনি ।
আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা ।
এই সিনেমা দেখার পর চোখ এর জল থামিয়ে রাখা যায়না । সত্যি অসাধরন চিন্তাধারা ।❤️❤️❤️😭😭😭
২০০৫ এ দেখছিলাম আর আজকে আবার দেখলাম। বলার ভাষা নেই এত সুন্দর একটা ছবি, চোখবেয়ে শুধু জল চলে আসছে।
2024 এই মুভি টা কে কে দেখছেন তাঁরা লাইক দিন ❤❤
আমি
আগেও দেখেছি
আবারো ইচ্ছা হলো
আমি।😊😢
আমি দেখি। ভালবাসা দিয়ে সকলকে বেঁধে রাখা--- এ তো এখন বিরল, তাই দেখতে বড় আনন্দ পাই।
Ami
আমার দেখা ঋতুপর্ণার সেরা সিনেমা. সিনেমাটা দেখলে কান্না করতে বাধ্য
চোখে জল এনে দেওয়া সিনেমা.. জীবনে অনেক সিনেমা দেখেছি, দেখব, কিন্তু এই গল্পের কোনো জুড়ি মিলবে না আর... অসাধারণ... শতবার দেখলেও এ পুরোনো হবে না ❤️
আমারও এটাই মনে হয় । আমি সারা জীবন ভর যত বাংলা সিনেমা দেখেছি বিশ্বাস করুন এমন সিনেমা আমি আর দ্বিতীয়বার দেখিনি । আর হয়তো ভবিষ্যতে কোনদিন দেখা যাবে না 😭😭🙏🙏
ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়া আলো অসম্পূর্ণ।তরুণ মজুমদার কে ধন্যবাদ এই অসামান্য ছবিটি উপহার দেয়ার জন্য।
Onnokeu holeo jomto
@@hysagain না জমত না কারুন তখন নাম ভূমিকায় অভিনয় করার মতো ডিমান্ড ঋতুপর্ণা সেনগুপ্তের ই ছিল আছে থাকবে টা ছাড়া আলো চরিত্রে মানানসই আনার জন্যে ঋতুপর্ণার মত অভিনয় কাউকে করতে হবে না
এই সিনেমাটা অসাধারণ👌, আজও বাংলাতে এ ধরনের কাহিনি ও চরিত্রের মীল খুঁজে পাওয়া যায়।
প্রথম সিনেমাটা দেখে কেঁদে ফেলেছিলাম। জানিনা আমার মতো কজোন কেঁদেছে। ❤
এই সিনেমা আমি কুড়ি বার দেখেছি যতবার দেখেছি ততবার চোখে জল এসেছে, ধন্যবাদ জানাই এই ছায়াছবির সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীদের
যত বার দেখেছি ততোবার কেঁদেছি, বহু ছোটবেলায় মায়ের সাথে বসে দেখেছিলাম, তখন ইমোশন জিনিস টা বুঝতাম না, আজ একা বসে দেখলাম। সত্যিই অনবদ্য একটি উপস্থাপনা।
27-10-23রাত 12:51দেখা শেষ করলাম
আমার মতো মানুষ যে কিনা দৈনন্দিন জীবনে কোনো কষ্টতে সহজে কাদেনা সেই আমি মুভি টা দেখে কেদেছি
মুভিটা দেখে আবার realize করলাম জীবনে চারপাশের মানুষ গুলোর ভালোবাসা অর্জন করাই যে জীবনের বড় সার্থকতা,যেন আমার মৃর্তু্তে এভাবেই কেদে উঠে সবার মন।
গল্পের কাহিনী,সবার অভিনয় সাথে পছন্দের সবগুলো রবীন্দ্রসংগীত
সবমিলিয়ে অসম্ভব সুন্দর হয়েছে।
R.I.P. for 1.5k people who giving dislike for this awesome movie 🙏🏻
Tvj
Exactly 😌
For them,R.I.P stands for rest in prison.😊
😂😂😂
Right
Tara sreelekha chiranjit er cinema dekhr
2023 সালে দাড়িয়ে এই অসাধারন মুভিটা দেখে অঝরে কেদেছি😭😭 চোখে জল ধরে রাখতে পারিনী। অসাধারন বাংলা ছবি❤❤❤❤
Ami o 😢❤
Bibhutibhushan mohasoyer KINNOR DAWL chhoto golpo obolombone toiri❤
এই সিনেমা টা আমি অনেক বার দেখেছি।।। আজ ও অফিস থেকে ফিরে দেখতে বসলাম।। ২০২৪ এ এসে এই কমেন্ট টা রেখে গেলাম যাতে পরে দেখতে এসেও দেখতে পাই এই কমেন্ট টা
আপনার সাথে যোগাযোগ করতে চাই।
কিভাবে যোগাযোগ করব?
এই ছবিটা দেখে প্রথম আমি কেঁদে ছিলাম,এ রকম ভাবে কোনোদিন কাঁদিনি।ভাবুন তো,একটা ছবি একজনকে কাঁদাঁতে পারে,সেই ছবি,কত গুনে শেরা
apu1995 Mandal thik bolechen, ami jotobar ai film ta dekhi kede feli
Amio
Amio , Ki kanna sai ekta time a toh Maa boke dilo "Ki re tui" tarpor obosso ador o korechilo .
@@asitdhara1657 .
@@asitdhara1657 and
ছোটবেলায় প্রতিবার রবীন্দ্রজয়ন্তীতে একটা লোকাল টিভি চ্যানেলে দুপুরবেলা এই সিনেমাটা দিত, আর আমি কোনোবার মিস করতাম না। তখন যদিও তরুণ মজুমদার সম্পর্কে কিছুই জানতামনা। তবে ওনার বেশ কিছু সিনেমা আমি ছোটবেলাতেই দেখেছি, যেমন - দাদার কীর্তি, পথভোলা আরও বেশ কিছু। ওনার সিনেমা গুলোতে আমার যেটা সবচেয়ে ভালো লাগে তা হল অসাধারন গ্রাম্য পরিবেশ, আর রবীন্দ্রসংগীত। আসলে গ্রাম্য সহজ সরল মানুষ আর তাদের জীবনযাত্রার মধ্যে একটা শান্তি আছে। যেটা দেখতে খুব সহজ লাগলেও অতটা সহজ নয়। তরুণ মজুমদার তার সিনেমায় বারবার খুব সুন্দর করে গ্রাম্য জীবন তুলে ধরেছে। সিনেমায় দেখানো গ্রাম্য জীবনের সঙ্গে আমি ভীষণভাবে একান্ত হতে পারি। মনে হয় নিজেকে খুঁজে পাই। যদিও এখন সব বদলে গেছে। কিন্তু ছোটবেলা শীতকালে আমরাও পাড়ার সবাই একসঙ্গে মাঠে মাদুর পেতে বসে আড্ডা দিতাম, কেউ সেলাই করতো, কেউ লুডো খেলতো আরও কত কি হতো। সেইসময় যাত্রা হত, নানা পৌরাণিক কাহিনীকে অবলম্বন করে পালা গান হত। তখন আমি খুব ছোট। কিন্তু ছবির মতো মনে আছে সেই সমস্ত দিন। কি সুন্দর ছিল ওইসব দিন। ভাবলেও অবাক লাগে কত তাড়াতাড়ি সব পাল্টে গেল। এই সিনেমাগুলো দেখে আমি ওইসব দিনের স্বাদ নেই। এই সিনেমাটার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক হয়ে গেছে যেন। আমার মন খারাপ থাকলে এই সিনেমাটা দেখলে মনে ভালো হয়ে যায়, আবার যখন মন ভালো থাকে তখনও দেখতে ভালো লাগে, যখনই ইচ্ছে করে তখনই দেখি আর কেমন যেন হয়ে যাই। একটা অদ্ভুত ভালোলাগা, একটা মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে যাই। ❤️
আমি এ মুভি টা দেখে যে কত বার
দেখেছি অনেক বেশি ভাল লাগে ❤️
কেমন জানি এক টান দেই🙂
শেষ এ কান্না করে দিয়েছিলাম 😢
এক কথাই অসাধারণ একটা মুভি
এ নিয়ে ৫ বার দেখা মুভি টা🙂
এমন মুভি দেখতে কার কার ভাল লাগে 🤫??
❤😂🎉😮😅
Darun
4Bar ei chobita dekhlam
21 বার দেখেছি।
আমৃত্যু দেখব।
পুরনো হয় না কখনো।
অসাধারণ।
অসাধারণ, অনবদ্য বললেও কম বলা হবে এই সিনেমা প্রথম দেখেছিলাম ক্লাস 4 এ পড়ি তখন মায়ের সাথে বসে এখন আমি কলেজে ফাইনাল year এর স্টুডেন্ট এখন যখন দেখি চোখে জল এসে যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি কিন্নর দল অনুসরণে তরুণ মজুমদার এর আলো এককথায় দারুণ ❤❤❤❤❤
আমি এই generation এর একজন হয়ে বলবো এখনকার প্রতি মানুষের এই movie দেখা উচিত 😊😊😊😊😊😊 এই গল্পটাও পড়েছি আমি আর সিনেমা তো বহুবার দেখেছি এখনকার মানুষের মনে অনুভুতির সঞ্চার করতে বাধ্য এই সিনেমা ❤❤❤❤❤❤
কোনোদিনও পুরনো না হওয়ার মতন একটা সিনেমা... অসামান্য সৃষ্টি...❤️... তবে এইটুকু challenge করতে পারি, যেকোনো কেউ কাদতে বাধ্য... সিনেমাটা সম্পর্কে অনেক শুনেছিলাম, তবে পুরনো দিনের বলে, আর দেখা হয়ে ওঠেনি... আজ একরকম সবার সাথে বাজি ধরেই বসেছিলাম, কারণ আমি খুব একটা আবেগী নই, তাই নিজের উপরে বিশ্বাস ছিল, যে কাদবো না.. কিন্তু অজান্তেই কখন যে কেঁদে ফেলেছি,, তা নিজেও জানি না..😭😭😭😭
Yeah,yeah. But life moves on. Get over it!!!
কিন্নরদল গল্পটা পড়ার পরই কেঁদে ছিলাম🙂
অনেক ইচ্ছে ছিলো মুভিটা দেখতে,
অসাধারণ একটা গল্প😪😪
আমি গল্পটা পড়িনাই।সেখান থেকেই কি কাহিনী নেওয়া হয়েছে?
@@nahidaafroj7587 হ্যাঁ। এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্নরদল গল্প থেকে নেয়া হয়েছে🥰
@@monishaoishe9739anek dhanyabad.
পবিত্র মনোভাব নিয়ে ভালোবাসা দ্বারা সবকিছু জয় করা সম্ভব! সেটা এই ছবির মধ্যে এক জ্বলন্ত উদাহরণ!
E deshe aj ar hoyna... everybody Doesn't deserve good things...
Joto bar ei dekhi na kno abar o dekhar icche jage♥🥺asadharon akti boi♥♥
মন ছুঁয়ে গেল কত সুন্দর।❤❤❤❤❤❤ হইতো এরকম সিনেমা আর দেখা যাবে না। 😢
আজ থেকে ঠিক এক বছর আগে মুভিটা দেখেছিলাম। আজ আবার দেখলাম। অসাধারণ বিভূতিভূষণের কাহিনি আর রবীন্দ্রনাথের গানের সংমিশ্রণ, মানবিকতার এক সুমহান আবহ তৈরি করে। তুলনাহীন চরিত্রগুলো। মন ছুঁয়ে যায় যখনই দেখি।।।।
আজ আবার দেখলাম!! এত্ত সুন্দর জীবনসংশ্লিষ্ট মুভি হয় না।
১০ আগস্ট, ২০২৪ [শনিবার]
আমার জীবনে দেখা সেরা একটা সিনেমা 💗❤️💖💟
sera movie
২০২১ এ কে দেখছেন !? ❤️❤️
মনন পরিস্রুত করতে হলে আসি। দেখে যাই ❤️❤️❤️❤️
আহা জীবন কী??
এই তো স্বার্থকতা।
কান্না করতে করতে বুঝতে পারলাম জীবনের কতো সহজ সমীকরণ, ত্যাগেই ধর্ম,নিজেকে বিলীন করেই সুখ।
💙💙💙💙
১৫/৮/২৪
যতবার বার দেখি মন যেন ভরে না
মানুষকে ভালোবাসতে হলে মন থেকেই এমনি করে ভালোবাসতে হয়! এখানে প্রতিটি মানুষের মন থেকে ভালোবাসা ফুটে উঠেছে! যার জন্য সত্যি হৃদয়ে অন্ত স্থল থেকে কয়েক ফোটা জল বেরিয়ে এলো
এই বইটা যতবারই দেখি খুব ভালো লাগে। তবে বইটার শেষের দিকে চোখ থেকে জল বেরিয়ে যায়। এই বইটা আমার খুব খুব ভালো লাগে।😄😄💞
অসাধারণ এই বইটা কোন দিন পুরোনো হবেনা...
Ggghghigifjtufguiyoyuoyouj I
Akdom tai
2028 এ ফেসবুক এ ভিডিও দেখতে দেখতে হঠাৎ ই এই মুভি টার কিছু কিছু ভিডিও ক্লিপ গুলো সামনে চলে আসছে,দেখেই মন টা ভরে যায় তাই পুরো মুভিটা দেখার জন্য ইউটিউব এ সার্চ করলাম , প্রথম থেকে দেখতে দেখতে কখন যে সেই সব দিন গুলোতে নিজেকে হারিয়ে ফেললাম কিন্তু শেষে এসে চোখের জল আর আটকাতে পারলাম না অঝোরে পরে যাচ্ছিলো, সত্যি অসাধারন ছবি ,আমার দেখা সবচেয়ে বেস্ট মুভি❤❤❤❤
এই নিয়ে দুইবার দেখা হলো❤ ৩১ মে ২০২৪ কমেন্ট করে গেলাম🥰 অসাধারণ একটা মুভি ❤ ভবিষ্যতে আবারও দেখবো 🥰 মুভিটা দেখলে মন জুড়িয়ে যায়❤ অমর হয়ে থাকবে এই মুভি🥰
So much touchy...
Fav movie forever.
Best film of Rituparna.
Hail_BIBHUTIBHUSHAN. 👌👌
If you are a human & if you feel the story, then you will cry several times during the movie ..... But Especially the climax will make you cry 1000 tears...
Yes 😭
@@princearshad2270 aaàqqqqz
@@princearshad2270 z zzzzzz zzzzzzzzzzzzj
আহা,,, অনুভূতি ভাষায় প্রকাশ করার মত না । এত সুন্দর ভাবে গ্রাম বাংলার সহজ সরল মানুষ গুলোকে তুলে ধরেছে,, এই যেন গ্রাম বাংলার মানুষ গুলোকে ভালোবেসে আঁকড়ে ধরে বাঁচতে শেখায়।
ইনস্টাগ্রামের রিলস দেখে এসে কে কে দেখছ মুভি টা ।।😅
দেখলাম এতটা ভালো লাগবে ভাবিনি
Ami 😢
@@kafiananscreation163 hmm
Ami
Ami..
আর বিশেষ করে রবীন্দ্র গুলো মন মনে দাগ কেটে যাবে
Thanks ei movie ta upload korar jonno.....
Thik bolachan.
যতোবার দেখি মন কেড়ে নেয়,,,কি অসম্ভব সুন্দর সিনেমা,গল্পটাও আর তার সাথে অভিনয় ,, আহা মন ছুঁয়ে যায়,,,
অতুলনীয়, 💜
One of the best movie Bengali flim industry ever made...love this movie..and songs are phenomenal, outstanding 😍😍😍
চোখের জল কোনো সিনেমা দেখে আগে কখনো পড়েনি, এই প্রথম দু চোখ ভরে জল নিয়ে কোনো সিনেমা দেখলাম। যে রকম অভিনয়, ঠিক সেই রকম কাস্টিং। পুরোনো বাংলা ছবি এমনিতেই সেরা আবার তার ওপর যদি এই রকম গল্প হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এক কথায় অনবদ্য। #আলো ❤❤
জীবনে অনেক সিনেমা দেখেছি কিন্তু এমন হৃদয় স্পর্শ করা সিনেমা কখনো দেখিনি। এক কথায় অসাধারণ একটি সিনেমা । যেমন এর গল্প তেমনি সবার অভিনয়। একদম হৃদয় ছুয়ে গেল। সিনেমাটি যেমন সুন্দর তেমনি সিনেমার গানগুলোও অপূর্ব🥰
আরো একটি সিনেমা আছে, এমনই মর্মস্পর্শী, সিস্টার-- উত্তম কুমার, উৎপল দত্ত, সুপ্রিয়া দেবী আছেন সিনেমাটিতে ।ছোটবেলায় গরমের ছুটিতে dd bangla তে দিত, কিন্তু শেষটুকু এতটাই ইমোশনাল, আমি আজ পর্যন্ত আর movie টা দ্বিতীয়বার দেখার সাহস করি নি। ।
Khub sundor laglo
বহুদিন পরে এমন হৃদয় স্পর্শ করা ছবি দেখলাম। আলোময় কাহিনী, এখানেই নামের স্বার্থকতা। অপূর্ব।
যতবারই দেখি নিজের অজান্তেই চোখে জল চলে আসে ❤❤❤
কেন আসে বলতে পারেন? আমারও খুব কান্না পায়,কিন্তু ভাবি আমি না ছেলে মানুষ।আমার তো কাঁদতে হয় না।
Nostalgic feel man...what a novel n what an adaptation.. Just awsme... Bibhutibushan bondhopadhya was a true legend.
ONNOTOMO SRESTO BENGALI CINEMA❤
BENCHEYA THAK BANGLAR KRISTI CULTURE❤
Ai galpo ta ami akdin suna6i ,,,,kinnar dol ,,aj hothat ai song ta suna mona ho66ilo j oii galpo tai mona hoy ai movie ta dakhiya6a tarpor movie ta dakhlam ha oii galpotai ai movie 😢😢sotti chokhar jol atkate parini movie ta dakha ata sundar movie 😭😭😭😭 6obi ta aktu av6a holau movie ta darun khub kanda6i movie tar last seen ta 🥹😭😭
আমার জীবনে দেখা সব থেকে সুন্দর একটি ছবি ............
অনেক ছোট ছিলাম যখন এই ছবিটা প্রথম দেখেছিলাম তখন ও কান্না করে দিছি আজকেও একই অবস্থা ছবিটা আসলেই অসাধারণ
খুব ছোটোবেলায় সিনেমাটি দেখে ছিলাম, মনে দাগ কেটে গিয়েছিল ৷
কিন্তু তরুণ মজুমদার এর প্রয়াণ আমাকে আবার এই কালজয়ী সিনেমার কাছে টেনে নিয়ে এল 😰😞
😢😢😢😢😢😢😢
অসাধারণ, এমন সুন্দর গল্প আর প্রতিটা শিল্পীর অসাধারণ প্রতিভা এই চলচ্চিত্রটিকে প্রাণোচ্ছল করে তুলেছে❤❤❤
Darun darun .arokom movi dakha jai na
যতবার দেখি বুকের ভেতর অদ্ভুত যন্ত্রনা হয়। এমন অসাধারণ সিনেমা বাংলায় বড় কম।
Best bangla movie. I can watch it 100 times and will never get bored.
Aric will call back soon battery discharged
Khub sundor cinema anak din aga dakhchhilam
Khub sundor
@@prabirghosh6619 etay onek scene cut kora...uncut version ta kothay milbe janen dada ?
A true movie on women empowerment. Even after 14 years of its release.....still speaks volumes....hats off..
মুভি টি এত সুন্দর ; যত ই দেখি মন আবার চাই ❤
25dec2023 ami r amr maa eksthe film ta dekhci chokhe ak gada jol nie❤️❤️❤️🥰🥰🥰🥺🥺🥺
Amio 🥺🥺🥺
Classical representation of Bengali Epitome...One of best fabulous Cinema not only in Bengali Film industry, but also in World Flim industry 🙏
One of the best bengali movie....ever....😍😍😍
ভাষায় ব্যক্ত করা যাবে না এই সিনেমাকে। অনবদ্য সৃষ্টি। মুগ্ধ হয়ে গেলাম♥️
Bhasa nay amar upor ragi meyra nijer lok ke bhasa thik thake na
সিনেমাটা মনের খুব গভীর জায়গা করে নিয়েছে অসাধারণ
Once in a lifetime movie..such movies are the gems of Bengali cinema
ভালো গল্প হলে এই বাংলার গ্রামে গঞ্জে সুটিং করলেও হিট হয়ে যাবে। বিদেশে গিয়ে সুটিং করে বাজেট বাড়ানোর খুব একটা বেশি প্রয়োজন নেই।
amar dekha sera bengali movie
avijit saha pagol
avijit saha
Amaro
@@shreyabiswas3576 hat pagli ...
One of my best bengali movie i ever seen
অনেক ছোটবেলায় দেখেছিলাম আজ আবার দেখলাম❤ অসাধারণ মুভি।এতো সুন্দর মুভি আর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আর হবে না আফসোস❤❤ গ্ৰাম বাংলার বাস্তব জীবনে চিত্র তুলে ধরেছে
২০০৮ সাল। তখন দশম শ্রেনীতে পড়ি। পহেলা বৈশাখের রাতে বরগুনা শিল্পকলা একাডেমির চলচিত্র উৎসবে প্রথম দেখেছিলাম মুভিটা। ২০২৩ সালে একইভাবে ভালো লাগলো। Just Mind blowing ❤🇧🇩
এতটা ভালো হতে পারে!!!!! আহা!!!! কি সুন্দর অভিনয়। অনেক কাঁদলাম। সত্যি অসাধারণ 🙏
Bibhutibhushan Bandyopadhyay's stories are just amazingly heart touching.. Wonderfully crafted by the director and beautiful performance by all the casts. Kudos 👏👏👏
তরুণ বাবুর এই ছবি সারাজীবন মনের মণিকোঠায় থেকে যাবে।সশ্রদ্ধ প্রনাম শ্রী তরুণ মজুমদার কে।
Dhonyobad ami direct tar nam tai khuj te esey6ilam apnar comment ta khub help korlo 🙏🏻❤️
কমেন্ট না করে থাকতে পারলাম না।
এত সুন্দর একটা ছবি দেখে চোখের জল আটকে রাখতে পারিনি আর।
যদি কেউ আমার কমেন্ট টা লাইক করে তাহলে আবার এসে ছবি টা দেখব।
😔🥀🙌
ছোটোবেলায় বেশ কয়েকবার সিনেমা টা দেখেছিলাম সালটা ঠিক মনে নেই তখন হয়তো তেমন কিছু বুঝতাম না তবুও যখনি দেখেছি সিনেমার শেষে চোখ ভিজেছিল,আজ ফেসবুকে একটা ছোট্ট অংশ দেখে সিনেমা টা আবার দেখার ইচ্ছা জাগলো, আজ 9 August 2024 এই সিনেমা টা দেখে রাতটা কাটাবো আর ধন্যবাদ আপনাকে youtube-এ সিনেমা টা দেওয়ার জন্য 😊
ছবি টা সত্যি করেয় অসাধারোনের থেকেও অনেক বেশি। যতো বার দেখি মোন ছুয়ে যায়। আর এ টা ভেবেও ভালো লাগে সিনেমার অনেক পাঠের সুটিং নিজের চোখে দেখেছি। গ্ৰাম বাংলার সুটিং টা বোলপুর শান্তিনিকেতনের বেড় গ্ৰামের নিজের প্রতি গব্ব অনুভব করি এতো সুন্দর একটা সিনেমার সুটিং এখানে হয়েছিলো। দারুণ ছবি।
Ai film r bapare details jante chai. Plz give me your contact number plz Sir.
একটি সর্বকালের কালজয়ী সিনেমা। যতবারই দেখি মনে হয় আবার দেখি।
আজকে 16ই আগস্ট 2024 আমি দেখলাম আর কান্না করলাম 2:42
তরুণ বাবুকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য।❤
অনেক দিন পর একটা ভালো মুভি দেখলাম।এক কথায় অসাধারণ।
কী চমৎকার সিনেমা !!! সত্যিই অপূর্ব!!! দেখার সময় মাঝে মাঝে মনে হচ্ছিলো আমাড় খেয়াল গ্রাম বাংলায় বুঝি হারিয়ে যাচ্ছে। সত্যিই ...............,আমার খূব ভালো লেগেছে ।
sagar chowdhury
sagar chowdhury
sugar L S chowdhury
sagar sing
laibah kha💎💎
অসাধারণ একটি বই।যতবারই দেখি আমার চোখে জল চলে আসে 😭😭❤️❤️
so touchy especially when after "shraboner dharar moto ..." when she says " aar jonme onek punni korechile bhai amra ki korechilam ke jane...."
Jdjd he gdhgdhdihzbjzigfd ugs
খুব কান্না কেঁদেছি, প্রিয় মানুষ হারানো যে কি যন্ত্রণা একমাত্র সেই ভোজে যে হারিয়েছে
খুব ভালো লাগলো সিনেমা টা ❤❤😢😢😊😊
Such a gem of a movie. this should be digitally enhanced so that the future generations can see it too. I do not have those skills but someone who can please digitalise the print 🙏🏼
আজ থেকে একশ বছর পরে, মানে ২১২০-৩০ সাল নাগাদ। যখন আমরা কেউ থাকবো না কিন্তু এই সিনেমা টা ইউটিউব এ একইভাবে থাকবে। হয়ত আমার কমেন্ট টাও থাকবে। যারা পড়বে তারা বুঝতে পারবে একটা সিনেমা কতটা সুন্দর হলে মানুষ এরকম চিন্তা ভাবনা করতে পারে। এরকম সুন্দর বাংলা সিনেমার জগৎ টাকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে। লেখক বিভূতিভূষণের কিন্নর দল অবলম্বনে নির্মিত সিনেমা অসাধারণ প্রশংসা শেষ করা যাবে না
মুখের ভাষা হারিয়ে ফেলেছিলাম মুভিটা দেখার পর সত্যিই অসাধারণ চোখে জল চলে এলো অবশেষে
❤❤khub valo laglo ❤