প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না🙏🏻🙏🏻🙏🏻 এই ধরনের case update ও চাকরীর নিউজ পাওয়ার জন্য।। ℹ️ℹ️📢BIG BREAKINGℹ️ℹ️ 💥সুপ্রিমে OBC মামলা💥 ✅OBC সংরক্ষণ ইস্যুতে কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ✅গত বছর ২২-০৫-২০২৪ তারিখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে OBC সংরক্ষণ নিয়ে এক মামলার রায়ে ২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। ✅আর সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিমে একাধিক মামলা হয়। ✅রাজ্যসরকারও হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দারস্থ হয়,যদিও রাজ্যসরকারের এই মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে এখনও বিচারাধীন রয়েছে, আগামী ১৮ই ফেব্রুয়ারি সেই মামলার চূড়ান্ত শুনানি হবে। ✅এরই মধ্যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করা একজন ওবিসি প্রার্থীর মামলা সুপ্রিম কোর্টের অন্য এক বেঞ্চ মামলাকারীর আবেদন সাম্প্রতিক খারিজ করে দিয়েছেন এবং এই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাঁরা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করবেন না। ✅যার ফলে কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেটধারীর ভবিষ্যৎ সংশয়ের মধ্যে পড়ল। ✅এখন দেখার আগামী ১৮ই ফেব্রুয়ারি রাজ্য সরকারের চ্যালেঞ্জ করা মূল মামলার রায়ে প্রধান বিচারপতির বেঞ্চ হস্তক্ষেপ করেন কি না।
প্রথমত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না🙏🏻🙏🏻🙏🏻 এই ধরনের case update ও চাকরীর নিউজ পাওয়ার জন্য।।
ℹ️ℹ️📢BIG BREAKINGℹ️ℹ️
💥সুপ্রিমে OBC মামলা💥
✅OBC সংরক্ষণ ইস্যুতে কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।
✅গত বছর ২২-০৫-২০২৪ তারিখে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে OBC সংরক্ষণ নিয়ে এক মামলার রায়ে ২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়।
✅আর সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিমে একাধিক মামলা হয়।
✅রাজ্যসরকারও হাইকোর্টের রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দারস্থ হয়,যদিও রাজ্যসরকারের এই মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে এখনও বিচারাধীন রয়েছে, আগামী ১৮ই ফেব্রুয়ারি সেই মামলার চূড়ান্ত শুনানি হবে।
✅এরই মধ্যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করা একজন ওবিসি প্রার্থীর মামলা সুপ্রিম কোর্টের অন্য এক বেঞ্চ মামলাকারীর আবেদন সাম্প্রতিক খারিজ করে দিয়েছেন এবং এই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাঁরা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করবেন না।
✅যার ফলে কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেটধারীর ভবিষ্যৎ সংশয়ের মধ্যে পড়ল।
✅এখন দেখার আগামী ১৮ই ফেব্রুয়ারি রাজ্য সরকারের চ্যালেঞ্জ করা মূল মামলার রায়ে প্রধান বিচারপতির বেঞ্চ হস্তক্ষেপ করেন কি না।
Sir obc category ta west Bengal theke puro uthejabe mane obc bole kichui thakbe na bujhte parchi na
Dada 2023 a jara 82-89 obc ki fail?
Please janaben😢😢😢😢
ওটা রায় এলে বোঝা যাবে।।। কারণ সম্পূর্ণ বিষয়টা এখন সুপ্রিমকোর্টের বিচারাধীন আর এর রায় এখনও পর্যন্ত আসেনি। তাই এই মুহূর্তে বলা মুশকিল।।।
Tader direct chakri
কেসটার গ্রাউন্ড কি ছিলো?
Teligram Channel দেওয়া আছে একটু দেখে নাও 🥰
Bas