কলসকাঠী জমিদার বাড়ি || Kalaskathi Jomidar Bari || কলসকাঠী জমিদার বাড়ির ইতিহাস

Поділитися
Вставка
  • Опубліковано 29 бер 2024
  • কলসকাঠী জমিদার বাড়ি, বাকেরগঞ্জ, বরিশাল | কলসকাঠী জমিদার বাড়ির ইতিহাস | Kalaskathi Jomidar Bari | ৩০০ বছরের পুরনো জমিদার বাড়ি | কলসকাঠী ঐতিহ্যবাহী জমিদার বাড়ি | Historical Place in Barishal | বাকেরগঞ্জ | বরিশাল | Kalaskathi Jomidar Bari, Bakerganj, Barishal | কলসকাঠীর ইতিহাস | প্রাচীন স্থাপনা | প্রাচীন নিদর্শন | History of Kalaskathi | আওরঙ্গপুর পরগণার জমিদারের ইতিহাস | তেরো জমিদারের কলসকাঠী | প্রাচীন জনপদ কলসকাঠী
    কলসকাঠীর ইতিহাস ঐতিহ্য আর এখানকার ৬ টি জমিদার বাড়ি নিয়ে আমার এই পর্বটি করেছি।
    স্থানঃ কলসকাঠী,বাকেরগঞ্জ,বরিশাল।
    ----------------------------------------------------------------
    কলসকাঠী জমিদার বাড়ির ইতিহাসঃ
    -------------------------------------------------
    বাংলার সুবাদার শায়েস্তা খান, সম্রাট আওরঙ্গজেবের নামে একটি নতুন পরগণা করে এর নাম দেন আওরঙ্গপুর। এই আওরঙ্গপুরের জমিদারেরাই কলসকাঠীর জমিদার হিসেবে পরিচিত।
    একটি প্রাচীন জনপদের নাম কলসকাঠী, কলসকাঠীর ইতিহাস জমিদারি ইতিহাস। এই কলসকাঠীতে একসময় ১৩ জমিদার বসবাস করতেন, তাদের প্রত্যেকের ছিলো আলাদা আলাদা বাড়ী। এখানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে জমিদার বাড়িগুলো।
    ১৭০০ সালের শুরুর দিকে জমিদার জানকি বল্লভ রায় চৌধুরী কলসকাঠী স্থাপন করেন, আগে এর নাম ছিলো কলুসকাঠী, কলুসকাঠীর অপভ্রংশ কলসকাঠী।
    জানকি বল্লভ রায় চৌধুরী ছিলেন শায়েস্তানগর পরগণার জমিদার রাম গোপালের কনিষ্ঠ পুত্র। জানকী বল্লভের জ্যেষ্ঠ ভ্রাতা রাম গোবিন্দ জমিদারী আত্মসাৎ করে। জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রী ভবানী দেবীর সহায়তায় জানকী বল্লভ ষড়যন্ত্রের হাত হতে রক্ষা পায়। তিনি অভয়নীল গ্রামের রামগোপালকে নিয়ে ঢাকায় আসেন। ঢাকায় জনৈক এতমাদ খাঁর সাহায্যে বাংলার সুবাদার আওরঙ্গজেবের নাতি আজিম-উস-শান এর নিকট হতে ১৬৯৯ খৃৃস্টাব্দে রাম গোপালের কনিষ্ঠ পুত্র জানকী বল্লভ আওরঙ্গপুর পরগণার জমিদারী লাভ করেন। জানকী বল্লভ প্রথমে পৈতৃক ভূমি বালিগাঁও গ্রামে বাস করতেন। ১৭০২ খৃৃস্টাব্দে তিনি বাকেরগঞ্জ থানার কলসকাঠি গ্রামে বাসস্থান নির্মাণ করেন। তাদের নির্মিত মন্দির ও ভবন এখনও বর্তমান আছে। আওরঙ্গপুর পরগণা দক্ষিণে সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। পটুয়াখালী, মির্জাগঞ্জ ও আমতলী এ পরগণার অধীনে ছিল।
    তথ্যসূত্র: স্থানীয় লোকজন, ইন্টারনেট ও সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।
    কলসকাঠীতে মোট ১৩ জন জমিদার বসবাস করতেন।
    ১) জানকি বল্লভ রায় চৌধুরী, ২) বরদাকান্ত রায় চৌধুরী, ৩) বিশ্বেশ্বর রায় চৌধুরী, ৪) বিজয় রায় চৌধুরী, ৫) নরেন্দ্র রায় চৌধুরী, জমিদার বরদাকান্ত রায় চৌধুরীর ছেলে জমিদার বিশ্বেশ্বর রায় চৌধুরী, আবার জমিদার বিশ্বেশ্বর রায় চৌধুরীর ৫ ছেলে ১) রাজেশ্বর রায় চৌধুরী, ২) রত্তেশ্বর রায় চৌধুরী, ৩) সিদ্ধেশ্বর রায় চৌধুরী, ৪) অমরেশ্বর রায় চৌধুরী, ৫) হরেশ্বর রায় চৌধুরী। কলসকাঠীর ১৩ জন জমিদারের মধ্যে আমি এই ১০ জনের নাম জানতে পেরেছি।
  • Розваги

КОМЕНТАРІ • 55

  • @rafiexplorerbd
    @rafiexplorerbd 13 днів тому +1

    ছোট চ্যানেল হিসেবে অনেক ভালো একটি ভিডিও আপনিও উপস্থাপন করেছেন। জায়গাটি আমার খুব ভালো লেগেছে যদি সময় হয় আমি যাব। কারণ এমন একটি জায়গা ভিডিও করতে পারা ভাগ্যের ব্যাপার

  • @mainakmisra3856
    @mainakmisra3856 2 місяці тому +3

    ভারতবর্ষের পশ্চিমবাংলা থেকে ভিডিওটা দেখছি। খুবই ভালো লাগলো ভিডিওটি। অসাধারণ আপনার উপস্থাপন বর্ণনা কৌশল সাবলীল অভিব্যক্তি এবং কণ্ঠস্বর। আপনার বাচনভঙ্গি সত্যিই প্রশংসার যোগ্য। অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার ভিডিওটির অন্য মাত্রায় এনে দিয়েছে। সুন্দর এডিটিং লোকেশন তথ্য জ্ঞাপন ভিডিওগ্রাফি নিখুঁত প্রয়োগ ভিডিওটিকে খুবই আকর্ষণীয় করে তুলেছে। ভিডিওটি মন ছুঁয়ে গেল ভালো থাকবেন ভাই ধন্যবাদ❤

    • @MohammadAlImran
      @MohammadAlImran  2 місяці тому

      আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰

  • @urmimalabhattacharyya5186
    @urmimalabhattacharyya5186 Місяць тому +1

    ভাই,আমি প.বঙ্গ থেকে দেখলাম।আগেও অনেকে ভিডিও দেখেছি এই জমিদার বাড়ীর ওপর।কিন্তু এটি অনেক বেশী ভাল লাগল। আমার ঠাকুমা ঐ বাড়ীর এক জমিদার বিলাস চন্দ্র রায় চৌধুরীর সেজ মেয়ে ছিলেন।ঠাকুমার কাছে ছোটবেলায় গল্প শুনতাম।বাবার কাছে শুনেছি তাঁর দাদামশায়ের একটি কাঠার বাড়ী ছিল শহরে । ।ঠাকুর দালানের পঙ্খের কাজের কথা শুনেছি।আরো কত কিছু জানতে ইচ্ছে করে।

    • @MohammadAlImran
      @MohammadAlImran  Місяць тому +1

      ধন্যবাদ, কলসকাঠীর জমিদার বিশ্বেশ্বর রায় চৌধুরী ও রাজেশ্বর রায় চৌধুরীর কাছারি বাড়ি ও তাদের নির্মিত মন্দির পাষাণময়ী কালীবাড়ি নিয়ে খুব শীঘ্রই আমার ভ্লগ ভিডিও আসছে।

  • @nasreenzahida8132
    @nasreenzahida8132 24 дні тому

    অপভ্রষ্ট্ নয় অপভ্রষ্ট । আজকাল প্রায়ই এরকম উচ্চারন শুনি

  • @MdNashir-dg1qb
    @MdNashir-dg1qb 3 місяці тому

    অনেক সুন্দর জমিদার বাড়ি।

  • @sulaimanmridha7290
    @sulaimanmridha7290 3 місяці тому

    ভাই ভিডিওটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ😊❤

  • @sulaimanmridha7290
    @sulaimanmridha7290 3 місяці тому +3

    ভাই আপনি এই ভিডিওটা না করলে হয়তো আমাদের কখনোই ঐখানের জমিদার বাড়ির ইতিহাস জানতে পারতাম না,,,,😊

  • @mdshawon1033
    @mdshawon1033 3 місяці тому +1

    সুন্দর হইছে ভাই ❤

  • @seyamofficiall
    @seyamofficiall 3 місяці тому

    ভালোই লাগছে

  • @GoraRoychaudhary
    @GoraRoychaudhary 2 місяці тому +1

    স্বর্গীয় বিশ্বেশ্বর রায় চৌধুরী পাঁচ পুত্রের দ্বিতীয় পুত্র ছিলেন রত্নেশ্বর রায়চৌধুরী। উনার পুত্র স্বর্গীয় কালীপ্রসন্ন রায় চৌধুরী আমার ঠাকুরদা। আমার বাবার নাম স্বর্গীয় আদিত্য রঞ্জন রায় চৌধুরী। ভিডিওটি আমাদের পরিবারের অতীত কে পরিবেশন করেছে। অনেক অজানা জিনিস জেনে সত্যিই খুব রোমাঞ্চিত। ধন্যবাদ।

    • @MohammadAlImran
      @MohammadAlImran  2 місяці тому

      খুব শীঘ্রই কলসকাঠী জমিদার বাড়ি নিয়ে আর একটি পর্ব করবো ও পটুয়াখালীতে কলসকাঠীর জমিদারদের কাচারি বাড়ি ও পাষাণকালী মন্দির রয়েছে সেগুলো নিয়ে একটি পর্ব করবো।

    • @purnimadassima2429
      @purnimadassima2429 11 днів тому

      আপনি কে তা আমি সত্যি জানি না তবে ওখানে আমার জন্ম ওই জমিদার বাড়ি তে আমার ১৮ টা বছর পার করছি তবে 😢😢😢😢

  • @sulaimanmridha7290
    @sulaimanmridha7290 3 місяці тому +1

    কলসকাঠী জমিদার বাড়ি না জাইয়া মোরা অনেক কিছু জানতে পারলাম।

    • @MohammadAlImran
      @MohammadAlImran  3 місяці тому

      এক সময় ঘুরতে যাইস আশাকরি অনেক ভালো লাগবে।

  • @ArafatIslam-em2xs
    @ArafatIslam-em2xs Місяць тому

    ওখানে তো অনেক জমিদার বাড়ি আরো ভিডিও চাই।

    • @MohammadAlImran
      @MohammadAlImran  Місяць тому +1

      বাকিগুলো দ্বিতীয় পর্বে দেখাবো ইনশাআল্লাহ।

    • @MohammadAlImran
      @MohammadAlImran  Місяць тому

      কলসকাঠীর জমিদার বিশ্বেশ্বর রায় চৌধুরী ও রাজেশ্বর রায় চৌধুরীর কাছারি বাড়ি ও তাদের নির্মিত মন্দির পাষাণময়ী কালীবাড়ি নিয়ে খুব শীঘ্রই আমার ভ্লগ ভিডিও আসছে।

    • @ArafatIslam-em2xs
      @ArafatIslam-em2xs Місяць тому

      @@MohammadAlImran একটু তাড়াতাড়ি দিবেন আমি ঘুরতে যেতে ইচ্ছুক🫡

  • @mdrifatk551
    @mdrifatk551 3 місяці тому

    nice😮

  • @subratodebnath3034
    @subratodebnath3034 3 місяці тому

  • @user-kx6so8ev7x
    @user-kx6so8ev7x 3 місяці тому +1

    ApnarV.D.OtevalohoechheJuluhareraktaV.D.Obamlevalohobe

    • @user-kx6so8ev7x
      @user-kx6so8ev7x 3 місяці тому

      ApnarV.D.O.tivalohoachheJuluhareruparaktiV.D.O.banalevalolakbe

    • @MohammadAlImran
      @MohammadAlImran  3 місяці тому

      ধন্যবাদ 💚

  • @miradebroy1321
    @miradebroy1321 3 місяці тому

    পরের তিনটি জমিদার বাড়ি র মালিক দের নাম বললে আরও ভালো লাগতো। আমি কলকাতা থেকে বলছি। আমার শুভেচ্ছা রইল। আরও ভালো কাজ কোর।

    • @MohammadAlImran
      @MohammadAlImran  3 місяці тому +1

      আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি চাচ্ছি কলসকাঠীর বাকি যে জমিদার বাড়িগুলো আছে সেগুলো নিয়ে (পর্ব-২) করবো।

  • @NigarSultana-tl5hz
    @NigarSultana-tl5hz 18 днів тому

    Background music tar nam ki??

  • @user-ls8vd6uv8w
    @user-ls8vd6uv8w 3 місяці тому

    না জান কিছু জানতে পারলাম

    • @MohammadAlImran
      @MohammadAlImran  3 місяці тому

      কলসকাঠীর বাকি জমিদার বাড়িগুলো (পর্ব-২) তে দেখাবো খুব শিগ্রই।

  • @arkajyotidey9254
    @arkajyotidey9254 3 місяці тому

    😭

  • @aponchokroboty5810
    @aponchokroboty5810 3 місяці тому

    ঐ জায়গায় কতগুলো জমিদার বাড়ি আছে দাদা

    • @MohammadAlImran
      @MohammadAlImran  3 місяці тому

      কলসকাঠীতে মোট ১৩ টি জমিদার বাড়ি আছে।

  • @user-jr2tw8em9g
    @user-jr2tw8em9g 3 місяці тому

    যে কয়জন জমিদার ছিলো তাদের নামগুলো বললে ভালো হতো।

    • @MohammadAlImran
      @MohammadAlImran  3 місяці тому +1

      হ্যা, বিষয়টা আমার একদমই মনে নেই। ১) জানকি বল্লভ রায় চৌধুরী, ২) বরদাকান্ত রায় চৌধুরী, ৩) বিশ্বেশ্বর রায় চৌধুরী, ৪) বিজয় রায় চৌধুরী, ৫) নরেন্দ্র রায় চৌধুরী, জমিদার বরদাকান্ত রায় চৌধুরীর ছেলে জমিদার বিশ্বেশ্বর রায় চৌধুরী, আবার জমিদার বিশ্বেশ্বর রায় চৌধুরীর ৫ ছেলে ১) রাজেশ্বর রায় চৌধুরী, ২) রত্তেশ্বর রায় চৌধুরী, ৩) সিদ্ধেশ্বর রায় চৌধুরী, ৪) অমরেশ্বর রায় চৌধুরী, ৫) হরেশ্বর রায় চৌধুরী। কলসকাঠীর ১৩ জন জমিদারের মধ্যে আমি মোট এই ১০ জনের নাম জানি।

  • @pinakichowdhury5898
    @pinakichowdhury5898 Місяць тому

    Naboratno na Nabogroho.

  • @sulaimanmridha7290
    @sulaimanmridha7290 3 місяці тому

    ভাই ভিডিওটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ😊❤

    • @MohammadAlImran
      @MohammadAlImran  3 місяці тому

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ 🥰