নেতাজি দেশে ফিরেছিলেন । আপনার কটা প্রমাণ চাই ? বিস্ফোরক কেশব ভট্টাচার্য

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • নেতাজির জীবন আদর্শ ও তাঁর অজানা সত্য ইতিহাস সন্ধানে এই চ্যানেল সদা দায়িত্বের সঙ্গে কাজ করে চলেছে। জনমানসে এই মানুষটিকে নিয়ে জাগরণ সৃষ্টি করাই এই চ্যানেলের উদ্দেশ্য।

КОМЕНТАРІ • 814

  • @rathinchaklanabish7325
    @rathinchaklanabish7325 2 роки тому +263

    আমাদের দাবি কেন্দ্রীয় সরকারের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু কে রাষ্ট্রিয় পিতা ঘোষণা করা হোক।

    • @somasanyal4899
      @somasanyal4899 2 роки тому

      Ema pita keno? Netaji Subhas Chandra Bose desher bondhu

    • @mandirakar765
      @mandirakar765 2 роки тому +8

      দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান!

    • @pranitasarma3430
      @pranitasarma3430 2 роки тому +4

      @@somasanyal4899 He is above all He is a living in our heart will there for ever.

    • @arunroysarkar7560
      @arunroysarkar7560 2 роки тому +3

      অবশ্যই দেখুন । লীলা রায় সত্যিই কি এই চিঠি নেতাজীর বাল্যবন্ধু দিলীপ রায়কে লিখেছিলেন ? ua-cam.com/video/GXDksc9OEDs/v-deo.html&feature=share ....না লিখেন নি !@?

    • @sumantamitra7950
      @sumantamitra7950 2 роки тому +1

      দেশভাগ টাকলা গান্ধী নেতাজির জায়গাটা দখল করে রেখে দিয়েছে তো কি করে হবে

  • @Sirajul151
    @Sirajul151 2 роки тому +67

    নেতাজী বেঁচে আছেন ,থাকবেন । চিরকাল তিনি বেঁচে থাকবেন । তাঁর মৃত্যু নাই ।

    • @ajitmitra2010
      @ajitmitra2010 Рік тому +1

      Amar thakumar dant ache ,babar o dant rakha ache ,amaro dant ache ,baje kotha bolchen uni .

    • @shuklabiswas790
      @shuklabiswas790 Рік тому

      @@ajitmitra2010 apnar moto sabai dant rekhe dei na

    • @ajitmitra2010
      @ajitmitra2010 Рік тому

      @@shuklabiswas790 Apnar jolche keno ? Dat rekhechi ami .

  • @pallabkumar4482
    @pallabkumar4482 2 роки тому +130

    কুনাল দা তুমি এগিয়ে যাও।। আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে নেতাজি র রহস্য উদঘাটন করতে।।। অনেক ধন্যবাদ তোমাকে।।।।

    • @souvikdas8577
      @souvikdas8577 2 роки тому +1

      Korte debena bhai..somosto suorer bacchachara ekdol hoye bose ache

    • @arunroysarkar7560
      @arunroysarkar7560 2 роки тому +2

      অবশ্যই দেখুন । লীলা রায় সত্যিই কি এই চিঠি নেতাজীর বাল্যবন্ধু দিলীপ রায়কে লিখেছিলেন ? ua-cam.com/video/GXDksc9OEDs/v-deo.html&feature=share ....না লিখেন নি !@?

    • @swapanmondal8735
      @swapanmondal8735 2 роки тому

      Uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu

    • @rudranilghosh2187
      @rudranilghosh2187 2 роки тому

      নেতাজীর পরিবারের লোকেরা তো এটা বিশ্বাসই করে না যে, নেতাজী ফিরেছিলেন।

    • @swapanchak199
      @swapanchak199 2 роки тому

      🙏🙏🙏🙏

  • @ImSudipa
    @ImSudipa 2 роки тому +136

    কিযে কস্ট হয় ! মানুষের এত লোভ ? দম বন্ধ হয়ে আসে , কত মানষিক ও শারীরিক অবহেলিত হয়ে তাঁকে তিলে , তিলে শেষ হতে হয়েছে , শুধু দেশকে ভালবেসে কিছু স্বার্থপরদের জন্য ।

    • @prosenjatchaudhury5237
      @prosenjatchaudhury5237 2 роки тому +7

      একদম... জানলে শরীর রি রি করে ওঠে...সব শয়তানের দল!😡😡😡😡

    • @subrataroy9497
      @subrataroy9497 2 роки тому +5

      জয়তু নেতাজী 🙏🙏🙏

    • @bhabeswarray6549
      @bhabeswarray6549 2 роки тому +1

      In qa

    • @sudhirbiswas5218
      @sudhirbiswas5218 2 роки тому +2

      Shess honni akhono bataman

    • @mitaghosh4024
      @mitaghosh4024 Рік тому

      নেতাজী শেষ হননি। এখনো বেঁচে আছেন। নেতার বেশেই ফিরবেন।

  • @ranjitmalakar609
    @ranjitmalakar609 2 роки тому +6

    আসল culprit জওহরলাল।

  • @SumanDas-zj7nl
    @SumanDas-zj7nl 2 роки тому +288

    নেতাজি সুভাষচন্দ্র বসু যদি নিজের পরিকল্পনা অনুযায়ী স্বাধীন ভাবে কাজ করার সুযোগ পেতেন তাহলে এই উপমহাদেশের ইতিহাস অন্যভাবে রচিত হতো ......নেতাজির জয় হোক!!🙏🏻🙏🏻🙏🏻

    • @aranimitra4881
      @aranimitra4881 2 роки тому +7

      ভারতবর্ষ আজ সত্যই ভারতবর্ষ হতো, বিদেশীদের দয়া তে থাকা India নয়

    • @debadipchanda2876
      @debadipchanda2876 2 роки тому +13

      @@aranimitra4881 একদম ঠিক বলেছেন, যতই আমরা স্বাধীন স্বাধীন বলে চেঁচাই না কেনো...দাসত্ব টা আমাদের সবার রক্তে।

    • @arunkumarmukherjee4477
      @arunkumarmukherjee4477 2 роки тому +6

      100 % correct

    • @sanjuktabagchi2404
      @sanjuktabagchi2404 2 роки тому +8

      ভারতবর্ষে সত্যি নতুন ভারত তৈরী হতো।

    • @sanjuktabagchi2404
      @sanjuktabagchi2404 2 роки тому +7

      ১০০% সহমত।

  • @mousumi2096
    @mousumi2096 2 роки тому +61

    কি প্রাপ্য ছিল আর কি পেলেন দেশের কাছে?দেখতে দেখতে শুধু চোখের জল ফেলে গেলাম।

  • @soumenchatterjee8499
    @soumenchatterjee8499 2 роки тому +26

    ভারত একদিন নেতাজির আশীর্বাদ নিয়েই চলবে। জয় ভারত 🙏🙏🙏

    • @ranjanchatterjee8226
      @ranjanchatterjee8226 Рік тому

      Keshab babu apnake dhnaybad, agami din aro kichur ashya railam, antarik subachya Kunal BABU ke na Jana tathya prakashya anaer janaya.

  • @mrdeyofficial4745
    @mrdeyofficial4745 2 роки тому +105

    দাদার শেষ কথা টা শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো, যে তিনি এখনো আছেন!!
    পরের এপিসোড এর অপেক্ষায় রইলাম

    • @prasantahazra1965
      @prasantahazra1965 2 роки тому +3

      আমিও

    • @arnabchatterjee6119
      @arnabchatterjee6119 2 роки тому +5

      একদম সত্যি কথা

    • @parthasdatta1149
      @parthasdatta1149 2 роки тому +6

      সেটা কি সত্যিই সম্ভব? হোলে তো আমাদের মত মানুষ নির্ঘাত আনন্দে পাগল হয়ে যাবে

    • @ujjalchakraborty4344
      @ujjalchakraborty4344 2 роки тому +1

      নেতাজি সুভাষচন্দ্র এখনো জীবিত এর স্বপক্ষে অনেক প্রমান আছে

    • @parthasdatta1149
      @parthasdatta1149 2 роки тому

      @@ujjalchakraborty4344 please share if u have. It will be my pleasure

  • @sutanukanjilal5521
    @sutanukanjilal5521 2 роки тому +5

    1945 saler 18 August er tothakothito plane crash jodi netajir sajano ghotona hoye thakey mitrashoktir chokhey dhulo dewar jonno taholey uni oi bochorer e December masey betar bhason ditey gelen keno ....etey to onar jibito thakai promanito holo mitrashoktir kachey ?
    Russia onakey officially allow korlo keno bishes korey ora jokhon mitrashoktir hoye lorai korechilo ?
    Plz ei duto byapar e amar koutuhol nibaran korun

    • @goutampaul6888
      @goutampaul6888 2 роки тому

      নেতাজীকে বিক্রি করে খাওয়ার আর একটি লোক বাড়ল

  • @surupasaha6124
    @surupasaha6124 2 роки тому +22

    অসাধারণ, অত্যন্ত প্রাসঙ্গিক ও তথ্যপূর্ণ আলোচনা। পরের পর্বের অপেক্ষায় রইলাম। জয়হিন্দ, জয়তু নেতাজী।🙏🙏🙏

  • @samitbagchi9255
    @samitbagchi9255 2 роки тому +28

    কুণাল, আপনি যে কাজটি শুরু করেছেন আন্তরিকতার সাথে, তার সাথে বাঙালির হৃদয়ের অনেক কষ্ট জড়িয়ে আছে। যে আশা জাগিয়ে শুরু করেছেন আপনি, শেষটা ও করতে হবে সেই ভাবেই। আমাদের সত্যি ই সঠিক সত্তিটা জানার সময় এসেছে। আমার বিস্বাস আপনিই পারবেন তার কাছাকাছি যেতে। এগিয়ে চলুন, আমরা সাথে আছি। নেতাজি আজ যেখানেই থাকুন না কেন, আপনি তার আশীর্বাদ থেকে বঞ্ছিত হবেন না।

    • @biplabnandi8317
      @biplabnandi8317 Рік тому +1

      ঈশ্বর জানেন কোন দিন ও প্রকৃত প্রকাশ হবে কিনা।

  • @peacefulwarriors2692
    @peacefulwarriors2692 Рік тому +22

    নেতাজি সুভাষচন্দ্র বসু জি, স্বামী বিবেকানন্দ জি,এ পি জে আবদুল কালাম জি আমাদের দেশের মহান ভগবান দের আমার প্রনাম। আজও আমরা কিছু জানার অপেক্ষায় থাকি।

  • @somnathghosh9112
    @somnathghosh9112 2 роки тому +94

    The first Prime Minister of undivided India ❤️ Bose the name is enough ❤️ Jai Hind 🇮🇳❤️

    • @arunroysarkar7560
      @arunroysarkar7560 2 роки тому

      অবশ্যই দেখুন । লীলা রায় সত্যিই কি এই চিঠি নেতাজীর বাল্যবন্ধু দিলীপ রায়কে লিখেছিলেন ? ua-cam.com/video/GXDksc9OEDs/v-deo.html&feature=share ....না লিখেন নি !@?

    • @shibsankarbhattacharjee816
      @shibsankarbhattacharjee816 2 роки тому

      Exactly

    • @swapanchak199
      @swapanchak199 2 роки тому

      Exelent..right.post.,,

    • @swapanchak199
      @swapanchak199 2 роки тому

      🙏🙏

    • @biswrupchakraborty2248
      @biswrupchakraborty2248 2 роки тому

      R..e..a..l..l..y. proudly say YES....

  • @riyaroy8605
    @riyaroy8605 2 роки тому +35

    নেতাজিকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রথম রাষ্ট্রপতি এর সম্মান দেওয়া হক

    • @purnendumandal5100
      @purnendumandal5100 2 роки тому

      Akdom thikk katha bolechhen.

    • @dopehead9
      @dopehead9 2 роки тому

      না। নেতাজি যদি বিমান দুর্ঘটনার পরে সত্যি বেচেঁ থাকতেন, তার জন্যে নেতাজির জনসমক্ষে আসা উচিত ছিল। এ যেন সীতার অগ্নিপরীক্ষার পরে সীতার মাহাত্ম তুলে ধরার আলাদা করে চেষ্টা শুরু হয়েছে।

    • @pabitrapaul9759
      @pabitrapaul9759 2 роки тому +1

      Riya roy

  • @mousumi2096
    @mousumi2096 2 роки тому +58

    প্রদীপের আলোটা সবাই দেখতে পাচ্ছি কিন্তু তার নীচের অন্ধকারের ভিতর কত বেদনা কথা অপমান কত কষ্ট জমে আছে।দেবপ্রতিম মানুষটিকে কি অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে সারাজীবন ধরে।মনটা ভীষণই ভারাক্রান্ত হয়ে গেল।

  • @rathinchaklanabish7325
    @rathinchaklanabish7325 2 роки тому +61

    ভারতের ইতিহাসে জাতীয় কংগ্রেস ও লেফটিষট এর কদর্য চেহারা আজ মানুষ জানতে পারছে।

  • @jayaacharya8493
    @jayaacharya8493 2 роки тому +31

    অসাধারণ আলোচনা! আমরা পরবর্তী এপিসোডের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। কুণাল আপনি খুব আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সত্য উদ্ঘাটনের জন্য। এগিয়ে যান একদিন সফল হবেনই। আমরা দেশবাসী সবাই চাই আসল সত্য বেরিয়ে আসুক।

    • @arunroysarkar7560
      @arunroysarkar7560 2 роки тому +1

      অবশ্যই দেখুন । লীলা রায় সত্যিই কি এই চিঠি নেতাজীর বাল্যবন্ধু দিলীপ রায়কে লিখেছিলেন ? ua-cam.com/video/GXDksc9OEDs/v-deo.html&feature=share ....না লিখেন নি !@?

  • @safatsdiary8520
    @safatsdiary8520 2 роки тому +28

    কেশব দাদার প্রতি কৃতজ্ঞতা 🙏🙏🙏
    কুনাল দা এগিয়ে যান। আরো নতুন কিছু চাই 💖💖💖

    • @arunroysarkar7560
      @arunroysarkar7560 2 роки тому

      অবশ্যই দেখুন । লীলা রায় সত্যিই কি এই চিঠি নেতাজীর বাল্যবন্ধু দিলীপ রায়কে লিখেছিলেন ? ua-cam.com/video/GXDksc9OEDs/v-deo.html&feature=share ....না লিখেন নি !@?

    • @swapanchak199
      @swapanchak199 2 роки тому

      🙏🙏🙏🙏

    • @madhabdas7595
      @madhabdas7595 2 роки тому

      হে মোর দূভাগা দেশ যাদের করেছ অপমান অপমানে হতে তাহাদের সবার সমান। রবীন্দ্রনাথ

  • @rajdeepsaha8161
    @rajdeepsaha8161 2 роки тому +16

    Sir.. এই video গুলো যদি হিন্দি বা ইংলিশে হতো... তাহলে হয়তো বেশী লোকের কাছে পৌঁছাতে..
    এটা just একটা suggestion...
    আপনার video খুব ভালো.. সেই বিষয়ে কোনো বক্তব্য নেই

    • @sanjaydhali8839
      @sanjaydhali8839 2 роки тому +1

      English ur hindi sunte hole anuj dhar search karun

    • @rajdeepsaha8161
      @rajdeepsaha8161 2 роки тому

      @@sanjaydhali8839 Hmm...
      আসলে Anuj sir r content খুবই একঘেয়ে.. Kunal sir অনেক নতুন তথ্য তুলে ধরেন..

    • @mistuchowdhury6528
      @mistuchowdhury6528 2 роки тому +1

      @@rajdeepsaha8161 আসলে কুনাল বাবু সব রিসার্চর দের সাথে আলোচনা করেছেন।এতে একটা কমন প্লাটফর্ম তৈরি হচ্ছে। দর্শক ও নতুন তথ্য পাচ্ছেন।
      কেশব বাবু আর অনুজ ধর এর আলোচনা র মধ্যে মিল ও খুব।

  • @kalyanmitra6016
    @kalyanmitra6016 2 роки тому +23

    সারা জীবন ধরে নেতাজী'কে নিয়ে আলোচনাই শুনে গেলাম, সত্যতা যাচাই কেও করতে পারল না আজ পর্যন্ত

  • @singingworld9884
    @singingworld9884 2 роки тому +2

    সুভাষ বসু র সাথে যা কিছু হয়েছে সব কিছু র জন্য দায়ী কঙগ্ৰএস

  • @sajalbanerjee3423
    @sajalbanerjee3423 Рік тому +12

    নেতাজী মানুষের মনে প্রাণে বেঁচে থাকবেন হাজার বছর, কিন্তু তাকে ত আমাদের জরুরী দরকার।

  • @kabarinayak965
    @kabarinayak965 2 роки тому +66

    নেতাজী বেঁচে ছিলেন। তিনি আজ আমাদের মধ্যে নেই। নেহরু সব চেপে গিয়েছিলেন।জয় হিন্দ। নমস্কার জানাই নেতাজীকে।

    • @sbanerjee4607
      @sbanerjee4607 Рік тому

      Folowig the keshab bhattacherjees coment ,ibelieve ,our beloved Netaji subhas chandra bose is still inour mind alive after 1947 in india .

    • @bittumitra1748
      @bittumitra1748 Рік тому

      নেতাজী বেঁচে ছিলেন,তিনি আজ আমাদের মধ্যে নেই।নেহরু সব কাগজ চেপে গিয়েছিলেন।জয় হি‌‍‌ন্দ।

    • @bishnupadodebnath9424
      @bishnupadodebnath9424 Рік тому

      @@sbanerjee4607 p0

    • @biswanathsasmal3124
      @biswanathsasmal3124 Рік тому

      @@bittumitra1748 আজ আমাদের মধ্যে নেই মানে ?????

    • @biswanathsasmal3124
      @biswanathsasmal3124 Рік тому

      আমাদের মধ্যে নেই মানে????

  • @gourangakumarmukherjee6093
    @gourangakumarmukherjee6093 2 роки тому +17

    কেশব বাবু কে আমার শত শতকোটি প্রণাম🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @ayansingha7211
    @ayansingha7211 2 роки тому +8

    ekta forum hok......ekta chadh hok......amra sbai join hbo......
    eksathe lorai kore file gulo ber korte hbe.......
    #apni pls uddog nin

    • @ayansingha7211
      @ayansingha7211 2 роки тому +2

      ami achi.....pls contact korben....

    • @cmmovie4035
      @cmmovie4035 2 роки тому +1

      👍👍👍👍👍👍👍👍👍

  • @prasannadey3873
    @prasannadey3873 2 роки тому +3

    এখন ও বেচে আছেন এ কথাটা বিশ্বাস করতে পারছি না। কারপ উনার জন্ম 1897 সাল
    ।আজকে উনার বয়স হবে 125 বছর।জীবনে এত লড়াই করে কারাগারে ব ন্দি জীবন কাটিয়ে খেয়ে নাখেয়ে কিভাবে জীবন কেটেছে তার ঠিক নাই।সেই ব্যক্তি কিভাবে বাচতেপারে ।

  • @gopalkundu9900
    @gopalkundu9900 2 роки тому +14

    রহস্য উদঘাটন কি সম্ভব? যদি হয়, এর থেকে বড় সাফল্য ও আনন্দ বাঙালির জীবনে আর কি হতে পারে। আশাকরি এই রহস্য একদিন উন্মোচন হবে।

    • @ujjalghosh8652
      @ujjalghosh8652 9 місяців тому

      সত্য উঠঘাটন হলে দেশে আগুন জ্বলবে তাই কোনো govt এর সত্য বের করবে না জয় হিন্দ

  • @saileshmisra8633
    @saileshmisra8633 2 роки тому +47

    অসাধারন ৷ শতকোটি প্রণাম নেতাজী,গুমনামী বাবা, ভগবানজীকে ৷ আপনাদের দুজনকে জানাই আমার আন্তরিক শ্রদ্বা ৷

  • @arabindakumarmukhopadhyay6663
    @arabindakumarmukhopadhyay6663 2 роки тому +6

    42 মিনিটের পর থেকে হঠাৎ কয়েক সেকেন্ড বাজনা শুনিয়ে গেলেন-কেন এই প্রহসন? কিছুই শোনা গেল না! এখানেও কি সরকারের শাসনের বা দাপটের আতঙ্ক!!!

  • @SELFHELPEduworld
    @SELFHELPEduworld 2 роки тому +3

    আমি নীলগঞ্জ থাকি,শুনে অনেক গর্ব মনে হচ্ছে

  • @nirmalbiswas2515
    @nirmalbiswas2515 2 роки тому +11

    Jay Hind*Netaji Subhash Chandra Bose Jay ho*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anirbanchatterjee48
    @anirbanchatterjee48 2 роки тому +11

    Jai Hind❤️❤️❤️
    কুনাল দা পাশে আছি❤️❤️❤️❤️❤️

  • @mitalichatterjee958
    @mitalichatterjee958 Рік тому +6

    কতো অভিমান নিয়ে তিনি তাঁর শেষ জীবন কাটিয়েছিলেন এবং মৃত্যু বরণ করেছিলেন সেটা ভাবলেই চোখে জল আসে। তিনি যে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন সেই দেশের মানুষ গুলোর স্বার্থপরতা এবং পরিনতি তাঁকে কতোখানি কষ্ট দিয়েছিলো, যারজন্য নিজের পরিচয় গোপন করে বাকি জীবন অন্তরালেই থেকে গেলেন ভাবলেই ভীষণ কষ্ট হয়।

  • @Efootballbot-Abhishek
    @Efootballbot-Abhishek 2 роки тому +9

    এরকম আরো ভিডিও চাই কেশববাবুর । জয় হিন্দ

  • @dpganguly6592
    @dpganguly6592 2 роки тому +3

    Jay Hind Vande Mataram Inqualab Zindabad Jay Maharani Laxmi Bai Jhansi Ki Rani who faught with British swords on both hands tied up her Son on backside brave Maharani ignited the light of freedom along with Shaheed Mangal Pandey groups with great sacrifice and her Assistant Rani Jhalkari Bai who have defeated British on swords. Jay Netaji Subhash Chandra Bose ICS and all grand INA Forces given us freedom from British donating 27000 soilders in 1942 to 1947. Nehru and Gandhi both were Big Abhishsp for the Nation Freedom who were jealous of Netaji Subhash Chandra Bose ICS. When Late Lal Bahadur Shastry Ji decent very honest and powerful leader met our Beloved dynamic personality Netaji Subhash Chandra Bose ICS in Tashkent Russia in 1965 Shastry Ji became very glad to see Netaji Subhash Chandra Bose and requested him to come Bharat Varsha immediately and rule Bharat Varsha with Best potential. When this matter was known by Indira Gandhi through YB Chavan Home Minister they could not digest it and poison was given in the milk of Shastry Ji kidnapping his cook in Tashkent. Some Muslim Khan given poison in the milk of Shastry Ji. Ultimately Shastry Ji died with conspiracy heart failure. No postmortem done his body became blue. Nehru and Gandhi family members were very selfish and corrupt who were only after ministry and did no sacrifice. We want Netaji Subhash Chandra Bose ICS and grand personality to see personally. Netaji Subhash Chandra Bose ICS was biggest dynamic and Brilliant personality in the World history since 1940 to 2022. Netaji Subhash Chandra Bose ICS formed INA Azad Hind Fauz and All Forces faught with British sacrificing about 27000 soilders defeated British and America and given us freedom. Thank you Sir for the excellent true facts posted regarding Netaji Subhash Chandra Bose ICS. Our multy Crores Salute and Honour with Internal soul to Netaji Subhash Chandra Bose ICS and all grand INA Forces given us freedom from British . Our internal soul cries weeps for freedom fighters Netaji Subhash Chandra Bose Shaheed Bhagat Singh group. Jay Bengal all grand personalities for their true contribution for freedom movement. Jay Punjab all Sikhs Community for their true contribution for freedom movement and Gorkha regiment who joined INA

    • @prabuddhananda8351
      @prabuddhananda8351 2 роки тому

      Namaskar. Thank you for your acknowledgements and appreciations mentioned above. Let's pay deep respects to those great souls. May truth be revealed and the History be re-written to know the facts and figures. Jayatu NETA'JII-Laho Pronam

  • @Ashikbanglag
    @Ashikbanglag 2 роки тому +3

    নেতাজী চক্রান্তের স্বীকার, আমি পরিস্কার দেখতে পাচ্ছি

  • @kaushikbhattacharje7172
    @kaushikbhattacharje7172 2 роки тому +6

    ভগবান জি ' র জিনিসগুলো নিয়ে একটা মিউজিয়াম হওয়ার কথা ছিল। সেটা কি তৈরি হয়ে গেছে? হলে ঠিকানাটা পাওয়া যাবে?

  • @sachinsarkar2758
    @sachinsarkar2758 Рік тому +1

    আগে জানতাম মিথ্যার বেসাতি বেশি দিন চলে না, এখন উল্টোটাই দেখছি।

  • @tamalpal6368
    @tamalpal6368 2 роки тому +9

    netaji r prothom durvaggo eta je Uni Bangali hye jonme6ilen, r 2nd durvaggo eta tini jei family te jonme6ilem sei family r lok era i taka r binimoye ona bechedye6ilo & this is still going on.

  • @souravsen7763
    @souravsen7763 2 роки тому +8

    নেতাজি-ব্যাবসাটা চালিয়ে যান। সেলিব্রিটি হয়ে যাবেন খুব তাড়াতাড়ি।

    • @amitabharay6089
      @amitabharay6089 2 роки тому +4

      নেতাজী গবেষকদের কাছে দুএকটি সরল প্রশ্ন। এক - তাঁর হিসাবমত কত আয়ু হওয়া উচিত? কারণ বিভিন্ন আলোচনা দেখে যা মনে হয় যে তাঁর যে কোন সময়ই প্রকাশ ঘটতে পারে। দুই- বাস্তবে নেতাজীর আদর্শ, বাণীর সঙ্গে বর্তমান প্রজন্ম কতটা সেগুলিরকাছের ? তিন- বর্তমান প্রজন্মকে বিচারে আদৌ কাউকে ভবিষ্যতে নেতাজীর ধারেকাছে দেখা সম্ভব বলে মনে হয় নাকি ঐ 23শে জানুয়ারির নির্ভেজাল ছুটি আর ব্যানার নিয়ে হাঁটাতেই গপ্পো শেষ? অন্ততঃ গবেষকদের কি মতামত? ? চার- ধরা যাক কাল নেতাজীর অন্তর্ধানের কারণ বা দায়ী জনেদের নাম জানা গেল। তারপর কি গবেষণায় ইতি নাকি আপাতদৃষ্টিতে চলছে চলুক? আর শেষে নেতাজী যদি কখনও বা এসেও থেকে থাকেন তাহলে বর্তমান প্রজন্মের ফর্মা দেখে তিনি আড়ালকেই শ্রেয় ভেবেছেন।

  • @parthachatterjee1993
    @parthachatterjee1993 2 роки тому +1

    আমি একবার আপনার বাড়িতে যাবো আপনাকে রান্না করে খায়াবো আর আপনার কাছে নেতাজির কথা শুনবো

  • @srinjoytewary1324
    @srinjoytewary1324 2 роки тому +15

    আমাদের দুর্ভাগ্য ওনাকে আমরা ফিরে পায়নি এক গভীর চ্ক্রান্তের জন্য,প্রণাম নেতাজি।

  • @megbalikam2454
    @megbalikam2454 2 роки тому +12

    গায়ে কাটা দিল। অসাধারণ👏✊👍

  • @asitroy3519
    @asitroy3519 2 роки тому +5

    নেতাজী সম্বন্ধে অনেক কিছুই জানতে পারলাম,,,, ধন্যবাদ । জয় হিন্দ,,,, জয় ভারত।

  • @arupsarkar6403
    @arupsarkar6403 2 роки тому +17

    নেতাজী সুভাষচন্দ্র বসু (1897-1985) পর্জন্ত বেচেঁ ছিলেন ,ওনার বয়স হয়েছিল 88 বছর ,1951 থেকে 1985 পর্জন্ত তিনি ভগবান জী হিসেবে উত্তরপ্রদেশে আশ্রমে ছিলেন 🙏

    • @tathagatac1992
      @tathagatac1992 2 роки тому +1

      Ki proman

    • @আমাদেরপাঠশালা-ষ৮ধ
    • @arupsarkar6403
      @arupsarkar6403 2 роки тому +2

      @@tathagatac1992 আপনি নেতাজীর বিষয়ে study করুন বা you tube ভিডিও গুলো দেখুন different different channel র ,আপনিও বুজতে পারবেন 👍

    • @debadipchanda2876
      @debadipchanda2876 2 роки тому

      @@tathagatac1992 আপনি বেঁচে আছেন.. তার কী প্রমান? মহাকালকে সম্পূর্ণভাবে বোঝার মতো মস্তিষ্কের Volume & Capacity আপনার আছে কী ?? আগে নিজেকে প্রশ্ন করুন......

    • @debadipchanda2876
      @debadipchanda2876 2 роки тому +1

      @@arupsarkar6403 তুমি নিরন্তর এগিয়ে চলো..... এরা বাঙালির লজ্জ্যা। কাকে নিয়ে সমালোচনা করছে , ভেবেও একবার দেখে না....

  • @jadabbarman7402
    @jadabbarman7402 Рік тому +5

    দাদা.. আপনার পাশে আছি
    একদিন নেতাজি সম্পর্কে আসল
    সত্য বেরিয়ে আসবে 🙏🙏🙏🙏

  • @kajalchatterjee494
    @kajalchatterjee494 2 роки тому +3

    Suvash Chandra Bose 🙏🙏🙏🙏🙏🙏

  • @badaldey5280
    @badaldey5280 Рік тому +4

    শ্রীযুক্ত চন্দ্র বোস, আশা করি ভালো আছেন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি
    আপনাকে এই খোলা চিঠি টি লিখতে বাধ্য হলাম, আশা করি আপনার নজরেও আসবে 🙏🏼
    আমরা রাজ্য এবং দেশে সব সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই কিন্তু কেও যদি অশান্তির ক্ষেত্র আমাদের সামনে সাজিয়ে দেয় এবং অশান্তির দুয়ার খুলে দেয়, তাহলে আমরাও সেই ধর্ম যুদ্ধের পথ বেছে নিই আর এই শান্ত শিষ্ট সুভাষ প্রেমীরা অশান্তিকে আহ্বান জানানো কুরুক্ষেত্রের ময়দানকে নিজেদের তীর্থ ক্ষেত্র বলে মনে করবো।
    আপনার খুলে দেওয়া অশান্তির দুয়ারকে প্রনাম করে ঐ পূণ্য ভূমিতে আমরাও সুভাষচন্দ্র বসুর প্রকৃত অনুগামিরা উপস্থিত হবো।
    তাই শান্তি বজায় রাখার দায় আপনার, আমরা দুয়ের জন্যই প্রস্তুত আছি।
    সেই জন্য আপনার কাছে অনুরোধ রেনকোজি মন্দিরের কাল্পনিক চিতাভষ্ম ফিরিয়ে আনার দূরভিসন্ধি ত্যাগ করুন।
    আশা করি আপনার জানা আছে আপনারই পূর্বপুরুষ শরত চন্দ্র বসু আর সুরেষ চন্দ্র বসুর মতামত কি ছিল।
    যাই হোক আশা রাখবো এই প্রস্তাব থেকে সরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আর জয় হিন্দ ধ্বনিতে মুখরিত, পৃথিবীর প্রথম সংঘটিত নারি বাহিনী, স্বধীনতার স্বপ্নে বিভোর 60000 আজাদি সেনা, 30 লক্ষ পূর্ব এশিয়াবাসীর অকুন্ঠ সমর্থনে সমর্থিত ভারতীয় দের নিয়ে গঠিত আজাদ হিন্দ বাহিনী ও তার সর্বাধীনায়ককে কলঙ্কিত করার চেষ্টা থেকে বিরত থাকবেন।
    দেশের জন্য উৎস্বর্গীকৃত প্রতিটি প্রাণ কে আমার শশ্রদ্ধ প্রনাম🙏🏼
    জয় হিন্দ জয়সুভাস,,

  • @abhijitprosadroy6907
    @abhijitprosadroy6907 Рік тому +2

    I have discussed with Register of Ambassador of Burma at that time in year 1971&he told me that he was seen Netajee st Siber jail in Russia

  • @sharifahmedbarbhuiya4959
    @sharifahmedbarbhuiya4959 2 роки тому +6

    Nizam Uddin,one of the senpathies of Netaji , met Netaji in Japan 8 days after the so called Taiwan aviation crash.

  • @mamanidas4862
    @mamanidas4862 2 роки тому +5

    নেতাজি সুভাষচন্দ্র জেন্দাবাদ

  • @prosenjitmistri56
    @prosenjitmistri56 2 роки тому +18

    স্যার
    নেতাজী সুভাসচন্দ্র বোসের মতো একজন মহান দেশপ্রেমিক মানুষের সাথে যা অন্যায় অবিচার হয়েছে সেটা আমরা এখনো মেনে নিতে পারি না।
    সঠিক সত্যি উন্মোচন হোক। ভারত সরকার যেন নেতাজী সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল জনগণের কাছে তুলে ধরে।
    নেতাজী সুভাসচন্দ্র জিন্দাবাদ 🙏🙏🙏জয় হিন্দ

  • @sudeepkumarsanyal
    @sudeepkumarsanyal 2 роки тому +10

    কবে 2nd episode হবে? মনটা খারাপ হয়ে যায় স্বামী বিবেকানন্দ এবং নেতাজি এর কথা শুনে যে আমরা ওনাদের সান্নিধ্যে আসতে পারলাম না l Jay Hind

  • @debendranathdas8774
    @debendranathdas8774 2 роки тому +4

    অবশ্যই প্রথম প্রধানমন্ত্রী।

  • @swarupmandal8316
    @swarupmandal8316 2 роки тому +6

    অনেক ধন্যবাদ কুনাল,তুমি আরও এগিয়ে যাবে , এই আশা রাখি।কেশব বাবুর সাথে এই interview টা কত তারিখের ?

  • @voltubag2926
    @voltubag2926 2 роки тому +4

    অনেক অজানা তথ্য জানতে পারলাম ও সমৃদ্ধ হলাম। ধন্যবাদ সাংবাদিক বন্ধু কে।এর পরের পর্বের জন্য আগ্ৰহে
    থাকলাম

  • @pinakiprasadsaha806
    @pinakiprasadsaha806 2 роки тому +10

    নেতাজি বেঁচে আছেন। আমরা বেঁচে থাকি আর না থাকি, নেতাজির স্বপ্নের ভারত, নেতাজি নিজে হাতেই তৈরী করবেন। 🙏🙏🙏

    • @tapannayak1972
      @tapannayak1972 Рік тому

      ,

    • @prabirchakraborty4500
      @prabirchakraborty4500 Рік тому

      নেতাজী অমর হয়ে চিরকাল আমাদের মধ্যে আছেন ও থাকবেন । সশ্রদ্ধ প্রণাম ওনাকে ।।।।

    • @shuklabiswas790
      @shuklabiswas790 Рік тому +1

      Pinaki da , I agree 👍 with your precious comment .

  • @aninditakarmakar7017
    @aninditakarmakar7017 2 роки тому +14

    নেতাজী সম্বন্ধে লেখা বই গুলো কোথায় পাওয়া যাবে যদি একটু বলেন দাদা। আপনি খুব সুন্দর করে নেতাজী সম্বন্ধীয় তথ্য আমাদের সামনে আনছেন । কিন্তু খিদে যেন আরও বেড়ে যাচ্ছে এই মানুষ টাকে আরও জানার জন্য

  • @RM-px8uw
    @RM-px8uw 2 роки тому +1

    Amra Jani Vishwas Kari Netaji Ayodhya te chhilen. 1985 er mid September e left this earth.

  • @arupksinha
    @arupksinha 2 роки тому +10

    Was / Is it not possible to do DNA test from a strand of hair left in some corner or on his bed in the room in Faisabad ?.... ...or look for finger prints on the objects in his room ? It's quite mind-boggling that in this age when scientists can identify creatures that lived millions of years back, they cannot identify Bose from a room where he lived for so may years ! 🤔This seems like a mystery being kept under cover deliberately. 😡

    • @bikramadityaghosh1450
      @bikramadityaghosh1450 Рік тому

      Willingness is the key. Technology maybe advanced now however, I don’t see willingness at all.

  • @ankansarkar3263
    @ankansarkar3263 2 роки тому +6

    Abar Sihorito hooyar jony toiri amra.... Jay Hind!! ✊

  • @m.p.630
    @m.p.630 Рік тому +1

    নেতাজি জাহাজে করে দেশে ফিরেছিলেন রাশিয়া থেকে, নেতাজির ভাইঝি এর মুখে শোনা,ভাইঝি বৃদ্ধ হয়ে গেছেন এখন। ১৯৪৫-৪৬ সালে ইন্ডিয়া তে এসেছিলেন এবং শেষ নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর,এর পর পরিবারের সঙ্গে আর যোগাযোগ করেননি তিনি।

  • @mohammadimrose2037
    @mohammadimrose2037 Рік тому +2

    WOW!......👋

  • @somamukherjeeroy8819
    @somamukherjeeroy8819 2 роки тому +7

    গুমনামি বাবা এখনও জীবিত শুনে শিহরিত হলাম,প্লীজ এ নিয়ে আবার শীঘ্র video করুন 🙏🏻🙏🏻

    • @arunroysarkar7560
      @arunroysarkar7560 2 роки тому

      অবশ্যই দেখুন । লীলা রায় সত্যিই কি এই চিঠি নেতাজীর বাল্যবন্ধু দিলীপ রায়কে লিখেছিলেন ? ua-cam.com/video/GXDksc9OEDs/v-deo.html&feature=share ....না লিখেন নি !@?

    • @arunroysarkar7560
      @arunroysarkar7560 2 роки тому

      কেশব বাবুরা নেতাজীকে জীবিত বলছেন ঠিকই কিন্তু অন্তর থেকে এটা সত্য নয় । কারন উনার বইযের 570-571 পাতায় যে মহান ব্যক্তিদের সম্পর্কে বিনা প্রমানে উদ্দেশ্য প্রনোদিত ভাবে কথাগুলি লিখেছেন তার জন্য ধিক্কার জানাই । উনারা সত্য কে চেপে গিয়েছিলেন । দম ছিল না সত্যের সামনা করার 👉 ua-cam.com/video/m7DTvGguTP8/v-deo.html&feature=share

    • @JoyDas-kx5oe
      @JoyDas-kx5oe 2 роки тому

      @@arunroysarkar7560 pagla...

  • @krishnadas9737
    @krishnadas9737 Рік тому +1

    নেতাজী সুভাষ চন্দ্র বোস এখনো বেঁচে আছেন এটাই সত্য

  • @aninditabrahma627
    @aninditabrahma627 Рік тому +1

    নেতাজি র Antordhan er byapare mone hoy bharat sarkar jemon দায়ী thik teman নেতাজি র paribarer lokjon o দায়ী___ar দায়ী spainal chord bihin বাঙ্গালী জাতি

  • @subhashisnandi8782
    @subhashisnandi8782 2 роки тому +2

    Gandhi famili conspiracy ta netajika choto kora dhakaya chacha

  • @goutamray7988
    @goutamray7988 Рік тому +1

    খুবই দারুণ সাক্ষাৎকার, নেতাজি সব সময়ে আমাদের মধ্যে আছেন থাকবেন. এই vdo তে কেশব বাবুর confidence একটু কম দেখলাম ,আপনার প্রশ্নজালে উনি একটু fumble করেছেন.

  • @debasispal2646
    @debasispal2646 11 місяців тому +1

    নেতা যদি হতে বা থাকতে হয় ঐ একজনকেই বলা যেতে পারে, তিনি হলেন সুভাষ চন্দ্র বোস ।
    যিনি এখনও বেঁচে আছেন এবং এখনও বেশ কয়েক বছর জীবিত থাকবেন। আমার এই concrete ধারণাকে কেউ যদি পাগলামি বলে তাতে আমার কিছু যায় আসেনা ...... জয় হিন্দ ।

  • @rimajana5668
    @rimajana5668 Рік тому +1

    Nilganj thaki but.. tar tatho aj janlam.. just gaye kata dichilo
    nh34 theke 15 mnt..
    barasat station theke 15 mnt
    barracpore station theke.. 15 mnt..

  • @tarakpal1740
    @tarakpal1740 2 роки тому +1

    Very good unknown information which people of India don't know. We should all condemn Jawarlal Nehru. He was Rascal. All the Jawarlal Lal Nehru's monuments and statue must be removed.

  • @nitaijana47
    @nitaijana47 2 роки тому +1

    What Nonsense, Taiwan At Present Freedom Country, not By China Aquare Country,

  • @taniadhara9693
    @taniadhara9693 2 роки тому +5

    Salute our real hero Netaji Subhash chantra Bose 🙏

  • @shankarbiswas1124
    @shankarbiswas1124 2 роки тому +1

    ভগবানজী যদি নেতাজি সুভাষচন্দ্র বসু না হয় তাহলে ওনার কাছে রাজনীতি সংক্রান্ত অসংখ্য বই পত্র থাকবে কেনো কেনই বা সে সমস্ত পড়ে এতো যুক্তি পূর্ণ মন্তব্য করবেন ? অন্য দিকে তিনি তবে কে ছিলেন সেটা কমিশন প্রমাণ করতে পারলো না কেন ? জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ।

  • @sohinisarkarblogs
    @sohinisarkarblogs 2 роки тому +3

    Amra sobai sathe achi. 1ta uddyog nin puro information samne anar jonno. RTI Act a jodi amra try kori tahole hobe na? GOVT k sob sotyo samne antei hobe, jevabei hok..

  • @SanchitaDasgupta18
    @SanchitaDasgupta18 2 роки тому +5

    বিরাট সত্যের উন্মোচন হবে বলে আশা রাখি।

  • @koushikmaity5298
    @koushikmaity5298 Рік тому +1

    Lakshmi Sehagal was forced to say that Netaji died in the air crash.

  • @lopachaudhuri2570
    @lopachaudhuri2570 Рік тому +1

    *Gumnami Baba e chilen Netaji Subhas Chandra bose,, Aami puro biography ta jani & dekhechi* Rita Banerjee onek vedio record ache.

  • @rimaghosh9225
    @rimaghosh9225 Рік тому +2

    জয়তু নেতাজী 🙏🙏🙏🙏🙏

  • @nurulhoquehoque1516
    @nurulhoquehoque1516 Рік тому +1

    সুভাস বোস মানে অমিত শক্তির স্বাধীন চেতনার এক জীবন্ত কিংবদন্তির ঠিকানা।

  • @amalesbiswas5662
    @amalesbiswas5662 2 роки тому +9

    নেতাজীর মতো মানুষ কখনোই গুণনামী বাবা হযে থাকতে পারে না

    • @goutamgolui866
      @goutamgolui866 2 роки тому

      এটাও একটা বাস্তব প্রশ্ন।

    • @রাঢ়ঝলক
      @রাঢ়ঝলক Рік тому

      প্রমান আছে তিনিই ঐভাবেই জীবন যাপন করেছিলেন।

  • @sbbs_
    @sbbs_ 2 роки тому +1

    কেশব বাবুর উত্তর শেষ হওয়ার আগে আবার কেন প্রশ্ন করেন? উত্তর শেষ হওয়ার আগে আবার প্রশ্ন করার অভ্যাস ত্যাগ করেন। যদি বক্তার বক্তব্যের শেষের আগে প্রশ্ন করেন তবে আর কোনোদিন ভিডিও করবেন না।

  • @anupamkantisaha7102
    @anupamkantisaha7102 2 роки тому +10

    Hello Mr.Bose Do you know Nataji was declared as a War Accused according to the International Court of Justice.And at the time of Freedom of India INDIAN leader sign ed in the paper whenever Netaji Subhash will be available he will be arrested by the government of the india and handed over to the International Court of justice for procecution.

  • @prasantasapui4709
    @prasantasapui4709 2 роки тому +1

    maunt batton 1500 opore ajadhind bahinir mauske marlen bicharer name r jaharlal neheru bollen 5 jon morechhe guli binimoye. ghrina hoy ai dujoke...

  • @footpat9409
    @footpat9409 2 роки тому +3

    কুনাল দা অবাক হয়ে যাচ্ছি যে বিমান দূর্ঘটনা হয়নি!!!!! ইতিহাস যা পড়েছি তা মিথ্যে ???

  • @SKD1944
    @SKD1944 2 роки тому +3

    এতদিন কি ঘুমিয়ে ছিলেন?

  • @swastikabiswas3277
    @swastikabiswas3277 2 роки тому +1

    Music ta kno add korlen seser dike... Disturbance hoy sunte...

  • @trinasarkar982
    @trinasarkar982 Рік тому +1

    Emon Mahan Neta r janmabe na, Netaji chilen,achen r thakben🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshroy8419
    @sureshroy8419 Рік тому +1

    আমারও মনে হয় নেতাজী বেচেঁ আছেন,

  • @kumudbiswasmondal1753
    @kumudbiswasmondal1753 Рік тому +8

    দাদা শেষ টা শুনে গায়ে কাঁটা দিচ্ছে, আ বার আশা বুকে জমছে, চোখ প্রতিক্ষা করছে, দৃষ্টি খুঁজে চলেছে......... 🙏🙏🙏🙏

  • @bidhanbandyopadhyay4073
    @bidhanbandyopadhyay4073 2 роки тому +2

    কেশব বাবু আপনার বই এ আপনি যে বেতার ভাষণ এর কথা লিখেছেন, crash এর পর , সেখানে file no. টা আপনি দিয়েছেন, কিন্ত আপনার এটাও লেখা উচিত ছিল যে file টিতে exactly কি mention করা হচ্ছে।। ভারত সরকার বা রাশিয়ার সরকার কি লিখেছে এই file এ।। যেটা কুনাল দা বলল।।

  • @sumantaghosal5378
    @sumantaghosal5378 2 роки тому +1

    অসাধারন কুণাল দা, এতো দীন বাদে, একটা সত্য , অসাধারণ একটি সাক্ষাৎকার দেখলাম, শুনলাম এবং জানলাম অনেক অজানা তথ্য।🙏🙏,
    তুমি এগিয়ে যাও দাদা 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @CakeOClock23
    @CakeOClock23 2 роки тому +1

    Dada Mr.Kesab Bhattacharjee er Book tar Name ta Bolte parbe ? And Book ta ki Bengali to ?

    • @sagarikabhattacharya2012
      @sagarikabhattacharya2012 Рік тому

      'চক্রব্যূহে নেতাজি'; হ্যাঁ বাংলা বই

  • @easypeasymathematics9042
    @easypeasymathematics9042 2 роки тому +3

    ইস কি কষ্টই না পেয়েছেন দেশ কে ভালোবেসে। কত অত্যাচার করেছে মানুষ গুলো উনার উপর। ভাবলে কান্না পেয়ে যাই। উফ ভাবলে কি যে দুঃখ লাগে। অতীত বর্তমান ভবিষ্যৎ এ উনার মতো সাচ্ছা মানুষ আর দ্বিতীয় জন্মাবে না

    • @debashisroychowdhury6667
      @debashisroychowdhury6667 11 місяців тому

      নেতাজীর অস্তিত্ব প্রকাশিত হলে অনেক মহীরুহর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ত। যদি ধরেও নিই তিনি ফিরে আসছেন তাহলেই দেখতেন কত দেশপ্রেমিকের মুখোশ খসে পড়েছে। স্বার্থ অতি বিষম বস্তু।

  • @techspecialinformation7746
    @techspecialinformation7746 2 роки тому +2

    Akta basic question...... Jara bolchen Netaji ke War Criminal declear kara hoyachilo , tara ki aktao document dakhate parbe jeta prove kare Netaji Was declared as war criminal ??? Ja khushi bole dilaie hai na , proof kothai ??

    • @mistuchowdhury6528
      @mistuchowdhury6528 2 роки тому

      গভর্নমেন্ট কি সব ফাইল ডিক্লাসিফাই করেছেন?
      কেশব বাবু নিজেও উকিল।আলোচনা শুনলে ক্লারিটি আসবে।

    • @techspecialinformation7746
      @techspecialinformation7746 2 роки тому +2

      @@mistuchowdhury6528 Unake open challenge korchi , Netaji k war criminal declear kara hoyachilo akta documental proof dakhan

    • @mistuchowdhury6528
      @mistuchowdhury6528 2 роки тому +1

      @@techspecialinformation7746 ব্যাপার টা এতটাই গোপনীয় ছিলো যে factual এভিডেন্স পাওয়া টা সম্ভব মনে হয় না।
      War criminal লিস্ট এও নাম নেই।
      কিন্তু ঘটনা প্রবাহ,পরবর্তী ডিক্লাসিফাইড ফাইল ইত্যাদি থেকে পরিষ্কার বোঝা যায় তৎকালীন ব্রিটিশ গভর্নমেন্ট আর নেতা দুইদল ই ওনাকে নিয়ে চিন্তিত ছিলেন।একদল বুঝে গিয়েছিল এবার ভারতের দখল ছাড়তে হবে মূলত নেতাজীর জন্যে,আরেক দলের ভয় নিজেদের আখের গোছানো হয়তো হবেনা যদি নেতাজী চলে আসেন এবং ব্রিটিশ দের যুদ্ধে হারিয়ে দেয়।
      আপনাকে পরিস্থিতির প্রেখ্যাপট বুঝতে হবে।
      এনারা সবাই নেতাজী কে ভালোবাসে শর্ত ছাড়া ,এরা মানুষ,ইমোশনাল ইনফ্লুয়েন্স থাকাটা স্বাভাবিক।

  • @Subhabrata
    @Subhabrata Рік тому +1

    সত্য উদ্ঘাটিত হবেই। গান্ধী-নেহেরু আজ নিন্দিত চরিত্র। নেতাজি দেশের সর্বত্র পূজিত।

  • @sumitabhattacharyya815
    @sumitabhattacharyya815 2 роки тому +8

    অসাধারণ সাক্ষাৎকার।পরের এপিসোড দেখার জন্য অত্যন্ত আগ্ৰহের সঙ্গে অপেক্ষায় রইলাম 🙏🏼

  • @koushikmaity5298
    @koushikmaity5298 Рік тому +1

    The Monomohan government tried to hush up the story of Netaji 's disappearance.

  • @sharmilavibes3326
    @sharmilavibes3326 2 роки тому +4

    বলার ভাষা নেই, চোখে জল এসে যায়, thanks kunal.